এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১৪:১০ | 61.95.144.123
  • কি মাইরি - সবে এক চ্যাপ্টার পড়েছি, এখনই তাড়া দিবা না। তোমার কোশ্চেনগুলো আমি কাগজে টুকে দিয়ে দোবোখুনি;-)
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৯ | 216.10.193.21
  • হা হা - দ্রি-এর অবস্থা দ্যাকো!
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৮ | 75.3.201.245
  • আরে ধ্যাৎ, ঘুমের ঘোরে কি সব লিখছি। পামিতাদি লিখলেন কাটিং এজ, আমি দেখলাম কস্ট কাটিং।

    না; এবার ঘুমোতে যাই।
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৬ | 203.99.212.224
  • পারমিতা নেমসেক শুধু নয়, ওরকম অসংখ্য জ্যোতিষীর নিজের চ্যানেল পজ্জন্ত আছে বা তারা সিটি চ্যানেলে থাকে।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৬ | 75.3.201.245
  • কস্ট কাটিং যদি এতই ভালো হবে, তালে লে অফ কি দোষ করল?
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৬ | 203.99.212.224
  • কাটিং জাবর অনলি।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৫ | 75.3.201.245
  • আমি যেন গেলবারে টিভিতে কাকে দেখেছিলাম? শ্রীভৃগু বোধায়।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৪:০৪ | 216.10.193.21
  • প্রিমিটিভ মানে সবুজ সতেজ, চিরন্তন, অর্গ্যানিক, গো গ্রিন, স্পেয়ার দা এয়ার - সব কাটিং এজ ব্যাপারস্যাপার। খারাপ হল?
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
  • একবার একজন হাতিবাগানে বাজারে গেছেন। তাঁর বাজার করা আর দর করা দেখে বা শুধুই শুনে, আরেকজন বলেছেন, ও মশাই , আপনি কি ওপার থেকে?
    শুনে প্রথম জন বল্লেন, সত্তারো বসর ধরগিয়া কইলকাতায় আসি, কেউ ধ-অ-রতে ফারে নাই, ফাল পাড়ি ফাল পাড়ি, তাও ফারে নাই, আফনে ধ-অ-রলেন কি করগিয়া?
  • r | ০৫ মার্চ ২০০৯ ১৪:০০ | 125.18.104.1
  • এখনও আছে।

    তবে টিভিতে আমার এক ফেভারিট জ্যোতিষী আছেন। তার নাম সঞ্জয় কাপুর। জ্যোতিষীমাত্রই ফ্রড, কিন্তু এর ফ্রড ব্যাপারটা প্রতি সেকেন্ডে ফেটে ফেটে বেরোয়- প্রচন্ড মজাদার।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৮ | 75.3.201.245
  • ব্র্যান্ড নেমটি কি? পামিতাম্মার হাদ্দেখা?
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৬ | 216.10.193.21
  • জ্যোতিষের ব্যাপারে আমার নামের একটা ব্র্যান্ড ভ্যালু ছিল গড়িয়াহাট সাইডে। এখনো আছে কিনা জানি না, তাহলে ২০৪০ সালে নাম ধাদ্দিতে পারি।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৬ | 75.3.201.245
  • গরু চরানোর কাজটা আমিও করতে চাই, যদি ওয়ার্ক ফ্রম হোম অ্যালাও করা হয়।
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৫ | 203.99.212.224
  • মা মাটি গরু।
  • r | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৫ | 125.18.104.1
  • পশ্চিমবঙ্গে পারমিতাদির স্থান হবে না। রাখালবালকের কাজকে প্রিমিটিভ কাজ বললেন!
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৪ | 203.99.212.224
  • মাঠ আর গরু কি ঐ তিন বিলিয়নের মধ্য পড়ছে? তাহলে রিঃপ্ল্যাঃ গেল।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৪ | 216.10.193.21
  • না, কও।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৪ | 75.3.201.245
  • ইন ফ্যাক্ট ছোটবেলায় আমার জ্যোতিষি হওয়ার খুব ইচ্ছে ছিল।

    রিসেশানটা ভালো মত এসে যাক। তারপর ভাবছি একটা জ্যোতিষ ইনস্টিচিউট খুলব, আর পার্ট টাইম জ্যোতিষ কনসাল্টেন্সি করব। আনসার্টেন টাইমসে জ্যোতিষিদের মার্কেট ভালো থাকে। ইন ফ্যাক্ট জ্যোতিষি হয়ে পাবলিক হয়ে স্টক মার্কেটে নাম উঠিয়ে দেওয়ার কথাও ভেবেছি।

    আর সারাদিন মনের আনন্দে ফিউচারচিন্তাও করা যাবে।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৩ | 216.10.193.21
  • ২০৪০ সালে যদি কাজ করতে হয়, প্রিমিটিভ কাজ নেব, যেমন মাঠে গরু চরাতে দিয়ে রাখালবালকসম বটের ছায়ায় ঘুমোনো।
  • r | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৩ | 125.18.104.1
  • না।
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫৩ | 203.99.212.224
  • তুই যা র, ব্যাথা যে হবেই এতো আগেই বোঝা গেছিল। নেহাৎ আমি একটু বড় বিষয় গুলো নিয়ে ব্যস্ত আছি, তাই তোর ডান কান্নিক নিয়ে ভাবিনি।
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫২ | 203.99.212.224
  • 'বোzলেন কি করগিয়া' এটা নিয়ে একটা বরিশাইল্যা গল্প আছে। শুনসো?
  • sinfaut | ০৫ মার্চ ২০০৯ ১৩:৫১ | 203.91.193.5
  • আমার আজকে ডান হাতে ব্যথা করছে।
  • r | ০৫ মার্চ ২০০৯ ১৩:৪৫ | 125.18.104.1
  • দ্রি ভবিষ্যৎ নিয়ে খুব ভাবেন।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৪৪ | 216.10.193.21
  • হনু জানলে কি করে? রোজ সকালে চাকরি ছেড়ে দেবার মত একটা হেথা নয় হেথা নয় ভাব হয় মনে। তারপর আপিশে এসে ইকোনোমি ডোমেস্টিক মার্কিন গ্লোবাল সুতো একটু পড়ি। তখন আবার চাকরিটা থাকার জন্য একটা থ্যাংকু জানাই।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৪৩ | 75.3.201.245
  • ওয়েল ২০৪০ এ সম্ভবত একটু বেশে বয়েস অব্দি কাজ করতে দেবে। কারণ কনস্পিরেসি থিওরি অনুযায়ী ওয়ার্ল্ড লিডারদের প্ল্যান হল বায় ২০৫০ ওয়ার্ল্ড পপুলেশান ৩ বিলিয়ান কমিয়ে দেওয়া। যুদ্ধ করে, রোগ ছড়িয়ে। তো তখন লোক অনেক কমে যাবে। কাজ করার লোক থাকবে কৈ? তখন বুড়ো বুড়ীদেরই কাজ দিতে হবে। আর ওয়ার্ক ফ্রম হোম অ্যালাও করতে হবে।
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩৮ | 203.99.212.224
  • এই ইনোভেশনটাঅকে বৈপ্লবিক ভাবে ত্বরান্বিত করার জন্য পামিতা চাগরি ছেড়ে বোসো না।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩৮ | 216.10.193.21
  • ২০৪০-এর রিটায়ারমেন্ট এজ নিয়ে আপনার কোনো ভবিষ্যতবাণী আছে?
  • h | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩৬ | 203.99.212.224
  • অরিজিত বইটা তাড়া তাড়ি পোড়ো। আমার আবার কোচ্চেন গুলো ঐ বইতেই লেখা আছে। এই বেলা, টই তে জিগ্যেস করে নেবো। এমনি অন্য সময়ে করলে হয়তো কেউ পড়েও দেখবে না।

    এমনি তাড়া দিচ্ছিনা, স্লাইট অমনি;-)
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩৬ | 75.3.201.245
  • কে বলতে পারে, ২০৪০ এ হয়ত আপনার ম্যাঞ্জার বদলে যাবে। বেলও পাকবে, কাকও কা কা করবে, আবার লাঠিও ভাঙবে না।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩৪ | 75.3.201.245
  • চেক ইন লাগেজ পার পার্সন দুটো। প্রত্যেকটার ওজনের লিমিট ঐ ২০ না ২৫ কেজি কত যেন। (এয়ারলাইন্সের ওয়েবসাইট দেখুন)। আর লিখিতভাবে একটা হ্যান্ড লাগেজ ৭ কেজি। কিন্তু আমি সিঙ্গাপুরে দেখলাম দুটো নিলে কেউ কিছু বলেনা।
  • M | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩২ | 118.69.159.198
  • চার ঘন্টা হলে খেলবোনা, ততদিনে স্টারট্রেকের মতো মিলিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পৌছাতে হবে।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩২ | 216.10.193.21
  • আমাদের হ্যান্ড লাগেজ থেকে জিনিস বের করে চেকিনে ঢোকাতে হয়েছিলো ওজন বেশী হয়ে গিয়েছিল বলে।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩১ | 216.10.193.21
  • যাগ্গে, বেল পাকলে কাকের কি। আমার ম্যাঞ্জার ওয়ার্ক ফ্রম হোম তেমন পছন্দ করে না।
  • M | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩০ | 118.69.159.198
  • ইয়ে আমার মেন লাগেজ ২০ থেকে ২৬ কেজি এর মধ্যে থাকবে কিন্তু সংখ্যায় চারটে হয়ে যাচ্ছে।
    আর সিঙাপুরে আমিও লাষ্ট জুলাই এ যখন এলুম তখন ও দেখলাম ঐ একটা হ্যান্ড লাগেজ বলছে কিন্তু জনগন মেন লাগেজের থেকে বেশী জিনিস পত্র নিয়েই উঠছে।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:৩০ | 75.3.201.245
  • সে তো জানিনা কোন কর্ডে।

    কিন্তু শ্যামলবাবু ঈশেন এরা সব বলেন না? ইনোভেশান। একটুও ইনোভেশান কি হবেনা? চড় চড় করে বেড়ে উঠবে না কি প্রযুক্তি? বিজ্ঞান? আর সভ্যতা?
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:২৭ | 216.10.193.21
  • কনকর্ডে?
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:২৬ | 75.3.201.245
  • জাহাজ? না না।

    বরং ২০৪০ অব্দি অপেক্ষা করুন। তখন চার ঘন্টায় কোলকাতা যাওয়া যাবে। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যাবে।
  • r | ০৫ মার্চ ২০০৯ ১৩:২৫ | 125.18.104.1
  • দমুকেঃ বাংলায় সব বই জোগাড় করা শক্ত বলে। ইংরিজি বই হাতে কাছে পাওয়া যায় বলে।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:২৩ | 75.3.201.245
  • মেজোমামীর প্রশ্নটা বুঝলাম না।
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১৩:২২ | 75.3.201.245
  • আচ্ছা এখন যে এই একটা হ্যান্ড লাগেজ পলিসি হয়েছে এটা কি খুব স্ট্রিক্টলি ফলো করে এমিরেটসে? আমি গেল বার সিঙ্গাপুরে ফ্লাই করলাম, দেখলাম কেউ বেশী গা করল না। অন্তত অ্যাগ্রেসিভলি বলতে এল না একটার বেশী চলবে না।
  • Paramita | ০৫ মার্চ ২০০৯ ১৩:২২ | 216.10.193.21
  • কম্পেয়ার করে কি হবে? শুনেছি এপ্রিল মাস থেকে SIA সিঙ্গাপুর-কলকাতা ফাইট বন্ধ করে দিচ্ছে। এরপর আস্তে আস্তে জাহাজের দিকে যেতে হবে।
  • M | ০৫ মার্চ ২০০৯ ১৩:১৬ | 118.69.159.198
  • আচ্ছা, সিঙাপুরের মেন লাগেজ কি ওয়েটটাই নির্দিষ্ট না সংখ্যাটাও?
  • M | ০৫ মার্চ ২০০৯ ১৩:১০ | 118.69.159.198
  • আবার যারা জম্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তাদের ধন্যযোগ।

    মিঠু, আমার জম্মদিন মনে থাকবে কেন?
  • quark | ০৫ মার্চ ২০০৯ ১৩:১০ | 202.141.148.99
  • অরিজিৎ,

    আরো কিছু উপাদেয় জিনিস বাদ দিলে, ওদের হেব্বি প্রিয় হ'ল পচা খানার ধারে হয়ে থাকা কচু, ঘ্যাঁটকুল এটসেট্‌রা এটসেট্‌রা।
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১৩:০৭ | 65.194.243.232
  • অর নুচি উইথ চিনি। অন্যটাই বোধহয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ;-)
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১৩:০৬ | 65.194.243.232
  • চিনি উইথ নুচি।

    উত্তেজনার চোটে শিবুদার পোস্ট পড়েনি!
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১৩:০৪ | 61.95.144.123
  • রসগোল্লাতেও চিনি দায়ে পড়ে দেয়?

    (কখনো এদের নেমন্তন্ন করলে উচ্ছে ভাজা, করলা স্যুপ, করলার সবজি, করলা-পরোটা, রেওয়াজি খাসি উইথ করলা, নিমপাতার চাটনি আর নাগা লংকার আচার খাওয়াবো)
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১২:৫৯ | 65.194.243.232
  • দমের লিস্টের সবকটায় ডিটো দিলাম।

    চিনি তো আর কিছু না থাকলে তবে বাঙালরা দায়ে পড়ে খায়। ঘটিদের বোধহয় উটি মাস্ট!
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১২:৫৭ | 65.194.243.232
  • অবশ্য ধ্রুঃ অনাঃ দের এক্সপেক্টেশন লেভেলের কিছু খবর রাখি না আমি! তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য বেশ ভাল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত