এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ০৪ মার্চ ২০০৯ ১১:১৩ | 203.99.212.224
  • গোটা সাউথ এশিয়া সারাদিন ক্যালাকেলি করলে আমার মনে হয়, চীনের কাছাকাছি একটা বেশ কিছু মিলিটারি বেস করতে পারবে আমেরিকা বা ন্যাটো। এটাতে ডিফেন্স ইন্ডাস্ট্রির রি জুভিনেশন ও হতে পারে, চীনকে মাঝে মাঝে এই সাইড দিয়ে চাপ ও দেওয়া যেতে পারে।

    ওভারল যুদ্ধ ভিত্তিক ইকোনোমি আর ইনসার্জেন্সি ভিত্তিক ইকোনোমি এই দুটোর মধ্যে একটা ক্রেডিবিলিটির লড়াই। একটার থিয়োক্রেসী আছে আরেকটার আছে সভ্যতা আর রাষ্ট্র ইত্যাদি।

    এইরকম একটা বাজে যাত্রাপালার মত করে ভাবলাম একটু, রেগে গিয়ে। কারণ আমার পাকিস্তানের বন্ধুদের খবর পাচ্ছি না কদিন হল।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১০:৪৭ | 61.95.144.123
  • এপ্রিলে যাবো। ১০ই আর ১৫ই এপ্রিল ছুটি। ১০ তারিখ শুক্কুরবার, তাই ১৩/১৪ ছুটি নিলে লম্বা ছুটি হয়ে যায়।
  • dri | ০৪ মার্চ ২০০৯ ১০:৪৪ | 75.3.201.245
  • আচ্ছা, এখন বাংলাদেশের কি অবস্থা? সামরান-সুমেরু? একটু বেটার? অনেক বেটার?
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:৪২ | 59.93.192.138
  • কোন সিজনে যাচ্ছেন?একটু কম গেঞ্জাম জায়গায় যাওয়াই ভাল।
    ব্ল্যাঙ্কি এলে জিগাতে পারেন ডিটেলে,ও তো গত বছরই গেছিল মূর্তি এবং আরো কম পরিচিত উত্তরের জায়গা গুলি
  • dri | ০৪ মার্চ ২০০৯ ১০:৪২ | 75.3.201.245
  • এখন পাকিস্তানের ইকনমির অবস্থা খুবই খারাপ। ক্রিকেটের ওপর ভর করে যেটুকু ইকনমি সেটাও এই ঘটনা মেরে দিয়ে গেল। ইন ফ্যাক্ট মুম্বাই হামলাতেও পাকিস্তানের খুব লস হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তান সিরিজ ক্যানসেল করায়। পাকিস্তান যাতে কোন মতেই আর দাঁড়াতে না পারে তারই ব্যবস্থা করা হচ্ছে মনে হচ্ছে।

    কারা যেন সাবকন্টিনেন্টের পেছনে লেগেছে। মুম্বাইয়ের ঘটনা, বাংলাদেশে বিডিআর, শ্রীলঙ্কা এলটিটিই, পাকিস্তানে সোয়াট, বিস্ফোরন। কোথায় যেন একটা প্যাটার্ন আছে।

    এদিকে ক্রিকেটের ওপরও এখন শনির দশা। স্ট্যানফোর্ড, যিনি রিসেন্টলি ধরা পড়লেন, তাঁর পয়সার মুল সোর্স ছিল মেক্সিকোর মারিয়ুয়ানা। ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন ট্যাক্স ফ্রি দ্বীপে ব্রাঞ্চ খুলে সেইখানে সব টাকা শান্ট করে দিতেন। কিন্তু তিনি ক্রিকেটের ভারী পৃষ্ঠপোষক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টীমকে তিনি অনেক স্পনসর করেছিলেন। স্ট্যানফোর্ডের উইকেটটি পড়ে যাওয়ায় এখন ওয়েস্ট ইন্ডিজকে আবার নতুন স্পনসর ধরতে হবে।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • এই যে জনতা - লাভা/লোলেগাঁও/রিষপ/বক্সা - চারদিনের জন্যে, কোনটে বেশি ভালো? এগুলো ছাড়া বাকিগুলোর মধ্যেও আইডিয়া দাও - ফাঁকা ফাঁকা, পাহাড় পাহাড়...

    · Barodabri(Malangi-Lodge)
    · Garubathan
    · Jaldhaka
    · Kalimpong-Shailabas
    · Lava
    · Lepchajagat
    · Lulegaon
    · Mongpong
    · Murti
    · Paren
    · Rashikbill
    · RBK(Buxa-Jungle-Lodge)
    · Rongpo
    · Samsing
    · Suntalekhola(samsing)


    আর একদিন জলদাপাড়ায় বনে ঘুরে, পরেরদিন গাড়ি নিয়ে লাভা-লোলেগাঁও হয়ে রিষপ যাওয়া যায় কি?
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১০:৩২ | 61.95.144.123
  • দেকেচ - কিরম ট্যাক্টিক্যাল হয়ে গেচি? ;-)
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:৩১ | 59.93.192.138
  • সুরূপা গুহকে তো ঐভাবেই নাকি মারা হয়েছিল।দুধের মধ্যে সেই মারকিউরিক কম্পাউণ্ড মিশিয়ে।
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:২৭ | 59.93.192.138
  • যাহ এবারও হলো না,বায়োলজিতে কি একটা এক্সপেরিমেন্ট ছিল পারদ দিয়ে সেটা স্কুলে বন্ধ করে দিয়েছিল ছেলেপুলেরা মাটিতে পারদ ফেলেটেলে ফক্করি করে বলে।তাই সেবারও হয়নি ঃ(
  • dipu | ০৪ মার্চ ২০০৯ ১০:২৭ | 207.179.11.216
  • পারদ রক্তে মিশলে কিসব কেলো হয়।
  • h | ০৪ মার্চ ২০০৯ ১০:২৬ | 203.99.212.224
  • অরিজিত আমি রোজ ভুলে যাই, সরি। কাল আনবই আনবো।
  • arjo | ০৪ মার্চ ২০০৯ ১০:২৪ | 24.42.203.194
  • নাঃ, কিসুই হয় নি। কারণ পারদটা পেনের ডগায় ওঠে নি।
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:২১ | 59.93.192.138
  • তারপর কি হয়েছিল আর্য দা?
    কেন কি মাল খেয়ে চড়ে যাবার গলপ অনেক শুনেছি,কিন্তু পারদ চড়াটা ঠিক কি রকম জিনিস হয় জানবার বড় ইচ্ছেঃ)
  • sibu | ০৪ মার্চ ২০০৯ ১০:২০ | 71.106.244.161
  • অপ্পনকেঃ
    পেয়ে গেছি। আজ্জো এনে দিয়েছে।
  • arjo | ০৪ মার্চ ২০০৯ ১০:১৮ | 24.42.203.194
  • হ্যাঁ আমিও একবার পারদ টেস্ট করেছিলাম।
  • arjo | ০৪ মার্চ ২০০৯ ১০:১৭ | 24.42.203.194
  • কলকাতার লোক অমিত ভাদুড়ী আপলোড করতে বলে। সুদূর আমেরিকা থেকে গিয়ে কিনে নিলুম। স্ক্যান করা সহজ কাজ নয়।
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:১৬ | 59.93.192.138
  • হেহে,মজাদার লিঙ্ক।২৯ ফিটের ফোয়ারা!!

    স্কুলে পড়াকালীন আমার এক বন্ধু ছিল,তার এক অদ্ভূত স্বভাব ছিল,কেমিস্টৃ প্র্যাকটিকালে জে স্যাম্পেল ই পেত একটু চেখে দেখবেই।এমন স্বাদ বুঝত মশাই,হায়ারসেকেন্ডারি পরীক্ষাতে অবধি শুধু স্বাদ নিয়ে বুঝে গেছিল স্যাম্পেলটা কি
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • অমিত ভাদুরী তো? কেউ একটু বন্ধুকৃত্য পালন করো না বাপু - আপলোডিয়ে দাও।
  • dipu | ০৪ মার্চ ২০০৯ ১০:১৫ | 207.179.11.216
  • মোয়ান, টেস্টিং এর আধঘন্টা আগে একটা ফ্যামট্যাক খেয়ে নিতে ভুলবেন না।
  • Binary | ০৪ মার্চ ২০০৯ ১০:১৩ | 70.64.8.206
  • রাসপুটিন নাকি সায়ানাইড হজম করে ফেলেছিলো, কারণ পেটে নাকি অম্বল ছিলো ?
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ১০:১২ | 122.252.231.12
  • এই যে শিবুদা, বইটা কি পেয়ে গেছ? না পাঠাব বন্ধুর হাত দিয়ে?
  • dipu | ০৪ মার্চ ২০০৯ ১০:১২ | 207.179.11.216
  • বাংলায় লিখবেন, কোন কনফিউশন হবে না।
  • sibu | ০৪ মার্চ ২০০৯ ১০:১১ | 71.106.244.161
  • আমি বুঝলুম অপ্পনের পেটে ডায়েট কোকের ফোয়ারা হচ্ছে বলে অপ্পন ক্রিকেট নিয়ে রেগে গিয়ে ইকনমি ক্রাইসিস নিয়ে মজা করতে চাইছে।
  • Binary | ০৪ মার্চ ২০০৯ ১০:০৯ | 70.64.8.206
  • সায়ানাইড তো একটা লবন, যতদুর জানি, KCN বা NaCN, তো লবনের স্বাদ তো লবনাক্ত-ই হবে ?
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:০৯ | 59.93.192.138
  • কে যেন ,s লিখে গেছিল?
    আমি কিন্তু o বা w বা a লিখে যাব।
    ওগুলোকে দ্বিতীয় অক্ষর বলেই কনসিডার করবেন
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
  • সায়ানাইড না হয়ে পেটের মধ্যে ওম্নি ফোয়ারা হলে?
  • arjo | ০৪ মার্চ ২০০৯ ১০:০৮ | 24.42.203.194
  • মোয়ান, ভয় নাই কিস্যু হবে না। সায়ানাইড যদি এর কোনো একটায় থাকত তাইলে সেটা খেলে এমনিই মরে যেতেন। কারণ সায়ানাইড জলের সংস্পর্শে এলে হাইড্রোজেন সায়ানাইড তৈরী হয় আর সেটাই বিষ। কোকের সংস্পর্শে এসে যদি মেন্টোসের সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড হয় তো জলে সংস্পর্শে এলেও হবে। মানে আপনি জিভে ঠেকালেই হবে।
  • dipu | ০৪ মার্চ ২০০৯ ১০:০৬ | 207.179.11.216
  • খাতা কলম নিয়ে বসবেন, টুক করে সায়ানাইডের স্বাদ কেমন সেটা লিখে রাখবেন। কেউ নাকি এখনো জানে না। ইতিহাস আপনাকে মনে রাখবে।
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ১০:০৪ | 59.93.192.138
  • আমার তো তিন নং টা হেবি টেস্ট করতে ইচ্ছে করছে।ঃ)
    কিন্তু লোকজন চাই,সাক্ষ্যপ্রমাণ দিতে হবে তো
    আজই করে দেখব
  • saikat | ০৪ মার্চ ২০০৯ ১০:০৩ | 202.54.74.119
  • হ, লেখেন লেখেন। চটপট।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১০:০২ | 61.95.144.123
  • তিন নংটা নিয়ে তো ইউকেতে বেশ মজা হয়েছিলো। কোক বা পেপসির বড় বোতলে ছেলেপুলেরা ওই মেন্থস ফেলে বেশ উঁচু ফোয়ারা বানাত।

    অপ্পনের সাথে একমত। এর আরো একটা দিক আছে - সেটা ইকনমিক্যাল - সেটা হল আইপিএল।
  • dipu | ০৪ মার্চ ২০০৯ ১০:০১ | 207.179.11.216
  • আজ অবদি কেউ কোক - পেপসি খাওয়ার আগে পরে মেন্টোস খায়নি!!!!
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ১০:০১ | 122.252.231.12
  • চেল্লায়নি তো কেউ শুধু এক বিষণ্ন প্রাজ্ঞ ব্যক্তি বলেছেন মানুষ জেনেশুনে বিষপান করলে কীই বা করার আছে! ঃ-)
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ০৯:৫৭ | 59.93.192.138
  • একটা মেল পেয়েছিলাম,যার সারাংশ হল অনেকটা এই রকমঃ
    1) Don't put your mobile closer to your ears until the recipient
    answers, Because directly after dialing, the mobile phone would use
    it's maximum signaling power, which is: 2watts = 33dbi. Pleas Be
    Careful. Please use left ear while using cell (mobile), because if
    you use the right one it may affect brain directly.This is a true
    fact from Apollo medical team.

    2) Do not drink APPY FIZZ . It contains cancer causing agent.

    3) Dont eat Mentos before or after drinking Coke or Pepsi coz the
    person will die immediately as the mixture becomes cyanide...

    Please fwd to whom u care.

    4) Don't eat kurkure because it contains high amount of plastic if U
    don't Believe burn kurkure n u can see plastic melting. News report
    from Times of India

    5) Avoid these tablets they are very dangerous
    * D cold
    * Vicks action- 500
    * Actified
    * Coldarin
    * Cosome

    এগুলো কতখানি বিশ্বাসযোগ্য?
  • Ishan | ০৪ মার্চ ২০০৯ ০৯:৫৬ | 12.217.30.133
  • এইটা নিয়ে হইচই করতে কে বারণ করেছে শুধু বিষ্ণুপুর উপনির্বাচন নিয়ে চিল্লাতে বারণ করা হয়েছিল। ঃ)
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ০৯:৫৫ | 122.252.231.12
  • তাহলে তো বলতে হয় **** ইকোনমি ক্রাইসিস নিয়ে আদেখলেপনা করার কী হয়েছে?

    (সরি, আমি একটু রেগে আছি)
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ০৯:৫৩ | 122.252.231.12
  • বিদেশী সফরকারী ডেলিগেটদের উপর হামলা হলে হইচই হবে। ক্রিকেটার, অ্যাথলিট, সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পী যে প্রফেশনের মানুষই হোক না কেন। আমার সাইড থেকে হইচই করার একটাই উদ্দেশ্য যে দেশ থেকে ইমরান খান বা আক্রমের মত চ্যাম্পিয়ন ক্রিকেটাররা বেরিয়েছে অথবা সোহেল আব্বাস বা হাসান সর্দারের মত ওস্তাদ হকি প্লেয়ারেরা তাদের দেশের ক্রীড়াজগতটাই হয়ত শেষ হয় গেল এদিনের পরে। হানু ঠিকই বলেছিল এটাই সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল।

    হইচই এখন করব না তো আর কবে করব?
  • h | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪৮ | 203.99.212.224
  • এই ছেলেটা মেনলি ডাক্তারি করবে, আর লেখার সময় পাবে না, ভাবলে বহুৎ বাজে লাগে। আরেকজন তো কন্টি জাস্ট ইয়ার্কি মেরে কাটিয়ে দিল।
  • h | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪৭ | 203.99.212.224
  • দেখি পারি কিনা।
  • d | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪৬ | 117.195.39.221
  • এদিকে পাল্লিনের লেখাটা পড়ে আমার একটা লিখতে ইচ্ছে করছে। কিন্তু লিখবো না।
    পাল্লিন লেখাগুলো শেষ করে না। দুষ্ট মেয়ে। ঃ( :-x
  • Ishan | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪৬ | 12.217.30.133
  • তবে এতো সুন্দর লেখাটার শেষে ইন্দোর ফুকো টেনে আনা একদম উচিত হয়নি। কোথাকার কে ফুকো তার সঙ্গে জীবনানন্দের কি?
  • Ishan | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪৫ | 12.217.30.133
  • কে বারণ করেছে?

    তাড়াতাড়ি লেখো। আর বড়ো করে লেখো।
  • h | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪৩ | 203.99.212.224
  • ইন্দোর লেখাটা পড়ে আমার একটা লেখা লিখতে ইচ্ছে করছে।
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪২ | 59.93.192.138
  • স্কুলে ক্রিকেট খেলর সময় হেরো দলের মেম্বার হতে কেউ চাইতো না,রবীন দেবকে দক্ষিণে দাঁড়াতে দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়।বেচারা ঃ(
  • Ishan | ০৪ মার্চ ২০০৯ ০৯:৪০ | 12.217.30.133
  • আরে এরা তো এই করেই মল। ওপারে কিছু হলে বলবে সব ভারতের চক্রান্ত। আর এপারে কিছু হলেই বলবে সব পাকিস্তানের চক্রান্ত।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ০৯:৩৫ | 61.95.144.123
  • যাদবপুরে তাইলে সুমন চাটুজ্জে ভার্সাস সুজন চক্কোত্তি হল। আর এদিকে মমতা ভার্সাস রবীন দেব। খুব কঠিন চয়েজঃ-((
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ০৯:৩৫ | 59.93.192.138
  • পাকিস্তান বলছে ভারতের প্রতিশোধ।সব নাকি র'এর চালাকি।এমনকি কাল নাকি কবেকার সোনিয়া গন্ধীর এক ভাষ্‌ণ ওরা টেলিকাস্ট করেছে নিজেদের চ্যানেলে,যেখানে তিনি নাকি বলছেন "আমাদের উচিৎ জবাব দেওয়ার সময় এসেছে"।
    গিলানি বলছে "ষড়যন্ত্র",বিদেশী ইনভলভমেণ্ট আছে,এমনকি ওঁদের কাছে এ প্রমাণও আছে যে কালকের জঙ্গীরা ভারতের সীমানা দিয়ে ঢুকেছিল( অতএব তারা ভারতীয়)
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ০৯:৩৪ | 61.95.144.123
  • * নিরপেক্ষ হওয়ার চেয়ে তৃণমূল হওয়া ভালো - ভেরি গুড।

    * ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি - বারাসাতের ওদিকে ক্যাম্পাস হচ্ছে। অশোক ঠাকুরকে দেখলুম ওপেন সোর্সের কনভেনশনে - ভদ্রলোক বেশ ভালো বলেই মনে হল।

    * বম্মাকে হ্যাবাড্ডি।

    * পাল্লিনটা বড় ভালো লেখে।

    * এই পাল্লিনের ডেলের ম্যাঞ্জার হওয়া আর ইন্ডোর ডাক্তার হওয়া একদম উচিত হয়নি।
  • RATssss | ০৪ মার্চ ২০০৯ ০৭:২২ | 63.192.82.30
  • সে কি? আম্রিকা তো গোটা পৃথিবীর ভাল চায়, সে আবার অন্যের হাতে যেতে যাবে কেন? সিনিমায় দেখো নি, আম্রিকা অন্য গ্যালাক্সি থেকে আসা অদ্ভুতদর্শন প্রানীদের থেকে সব্বদা পৃথিবীকে বাঁচায়
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত