এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৫:৫৫ | 70.64.8.206
  • কীবোর্ডে লুচি ? সেটা কিরকম ? তবে লুচি আর ঘটি এক নয়, কীবোর্ড আর ঘটি-ও তাইলে এক হবে। তাছাড়াঃ
    ১) ঘটি লুচি আটার, বাঙাল লুচি ময়দার
    ২) ঘটি লুচি ঘিয়েভাজা, বাঙাল লুচি বাদাম তেলে
    ৩) ঘটি লুচি ছোটো ছোটো, বাঙাল লুচি ইয়াব্বড়
    ৪) ঘটি লুচির সাথে পায়েস, বাঙাল লুচির সাথে আলুদ্দম
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৫:৪৫ | 207.47.98.129
  • ধ্যুৎ। কীবোর্ডের লুচি আর ইলকট্রনের পায়েস। ছেলেবেলার কচুপাতার লুচি আর দুধ-কলমীর রসের পায়েসের থেকেও খারাপ।
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৫:৪৪ | 70.64.8.206
  • লুচিটা বানাবে কে ? মাইমা কি ঘুমিয়ে ঘুমিয়ে বানাবে ? আবার ঘুমিয়ে ঘুমিয়ে খাবে ? আর ঘাটিদের খাবার মাইমা বানাবেই বা কি করে ?
  • RATssss | ০৫ মার্চ ২০০৯ ০৫:৩৩ | 63.192.82.30
  • বড়মাকে জম্মদিনের শুভকামনায়ে ঃ)
    সঙ্গে লুচি আর পায়েস
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৫:৩০ | 207.47.98.129
  • মাইমা ঘুমিয়ে ঘুমিয়ে লুচি খাবে বলছে। একে তো ঘটিদের খাবার খেতে চাইছে। তাতে আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বাদ নিয়ে খাবে। কি অসৈরণ।।
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৫:২৯ | 70.64.8.206
  • বড়ম -কে জন্মদিনের শুভেচ্ছা।
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৫:২৫ | 70.64.8.206
  • আঃ এলুম পুরোনো পাতা পড়ার ধৈজ্জ নেই। শিবুদা, মাইমা কি চলছে এখন ? ইন্দুরো উপস্থিত দেখি .....
  • RATssss | ০৫ মার্চ ২০০৯ ০৫:১৩ | 63.192.82.30
  • আমি আজকে বাড়ি বসে ঘুমুচ্ছি... কী ফুত্তিইইইইই....
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৪:৪৮ | 207.47.98.129
  • এঃ। ঘুমোবেন আবার স্বাদও উপভোগ করবেন। একসাথে দুটো হবে না।
  • m | ০৫ মার্চ ২০০৯ ০৪:৩৬ | 12.217.30.133
  • সত্যিই তো, জ্যান্ত মানুষ ই একমাত্র মিক্সিতে বেটে নাকে নল দিয়ে লুচি খেতে খেতে তার সত্যিকার স্বাদ উপভোগ কত্তে পারে!!
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৪:২৬ | 207.47.98.129
  • ধ্যাৎ তেরিকা। মরা মানুষ লুচি খাবে কেন?
  • m | ০৫ মার্চ ২০০৯ ০৪:২৩ | 12.217.30.133
  • ও এতক্ষণে বুঝলাম,তুমি সকালের ঘুম বলতে মৃত্যুশয্যায় শুয়ে শেষ ঘুমের কথা বলতে চাইছিলে!!
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৪:১৮ | 207.47.98.129
  • তুমি ঘুমোবে আর মামু মিক্সিতে লুচি বেটে নাকে নল দিয়ে খাইয়ে দেবে। ডাক্তারি জানো না?
  • m | ০৫ মার্চ ২০০৯ ০৪:১১ | 12.217.30.133
  • সকালে উঠেই তো আমার লুচি খেতে ইচ্ছে করে- ঘুমোবো কি করে?
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৪:০২ | 207.47.98.129
  • সন্ধে থেকে ঘুম বড্ড ট্রাডিশনাল হয়ে গেল ঃ(। সকালে উঠে ঘুম চাই।
  • m | ০৫ মার্চ ২০০৯ ০৩:৫১ | 12.217.30.133
  • আমার আবার কোনোকোনো দিন একটু ছেঁড়া ছেঁড়া ঘুম-কোনোদিন একেবারে সন্ধ্যেথেকে হাক্লান্তের মত ঘুম।
  • m | ০৫ মার্চ ২০০৯ ০৩:৪৯ | 12.217.30.133
  • বড় ম, জম্মদিনের শুভেচ্ছা, আর একবাক্স কে সি দাশের সন্দেশঃ)
    আপনার জম্মদিন টা আমার সদাসব্বদা মনে থাকবে।
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৩:৪৬ | 207.47.98.129
  • আজকাল দেখছি আমার ঘুমের সময় পাওয়ার ল ফলো করছে। বেশীর ভাগ দিন একটুকু ঘুম। আর কোনো কোনো দিন অনেক অনেক ঘুম।
  • m | ০৫ মার্চ ২০০৯ ০৩:৪৪ | 12.217.30.133
  • আমার তো সারাদিন ই ঘুম পায়.. আগে একেবারেই পেতো না।
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৩:৩১ | 207.47.98.129
  • ঘুম পাচ্চে, আমার ডেস্কটপ বাওয়াল করছে।
  • Du | ০৫ মার্চ ২০০৯ ০৩:২৮ | 74.7.148.7
  • থ্যাংকু আজ্জো
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০৩:১৪ | 168.26.215.13
  • ঐ যে ies4linux। আম্মো লিনাক্ষ পারদর্শী। হুঁ হুঁ বাওয়া। তবে ভালনা।
  • Du | ০৫ মার্চ ২০০৯ ০৩:১০ | 74.7.148.7
  • ie র মত বিহেভ করবে এমন কি কিছু (ব্রাউজার বা রেন্ডারার) আছে যেটা লিনাক্সে চলে?
  • Du | ০৫ মার্চ ২০০৯ ০২:০৮ | 74.7.148.7
  • প্রগতির কেরল অ্যালবামের লিঙ্কটা কেউ খুঁজে দেবে ?
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০১:৫৮ | 168.26.215.13
  • আমার হল। আমি একটা টেপের একটু খানি শুনলাম। একটুও রাষ্ট্রীয় মনে হল না। কন্ডিশনিং।
  • papiya | ০৫ মার্চ ২০০৯ ০১:৫৩ | 165.91.215.72
  • উফ আমার গোটা উত্তরবঙ্গ ঘুরতে ইচ্ছে করছে; এত্তগুলো বছর ওখানে থেকেও কিস্যু ঘুরিনি ঃ(((((((((((; সবাই কতো দূর দূর থেকে ঘুরে যায়
  • rokeyaa | ০৫ মার্চ ২০০৯ ০১:০৪ | 203.110.246.230
  • কারুর গলার আওয়াজ (বিশেষত প্রধানমন্ত্রী) কি চেনা যায়?
  • a x | ০৫ মার্চ ২০০৯ ০০:৫২ | 143.111.22.23
  • আচ্ছা কারোর কি এরকম মনে হচ্ছে, ঐ দ'র দেওয়া টেপ গুলো শুনে - (apart from the obvious ones...) বাংলা শুনে যেন এটা কোনো অফিসিয়াল মিটিং না, যেন ইংরেজি বা হিন্দি না হলে ঠিক রাষ্ট্রীয় না?
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০০:৪৩ | 122.252.231.12
  • যখন দুদিন পরে আমাদের কপালে কী নাচছে ভগাও জানে না। ঃ(
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০০:৩৮ | 122.252.231.12
  • আহেম। আর নুন ছিটিয়ে কাজ নাই। শুতে যাই। ঃD
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০০:৩৭ | 207.47.98.129
  • সেন্টার থেকে গোলএ নিয়ে যেতে ২০ সেকেন্ড মত নেয়। ৯০ মিনিটে সেই হিসেবে ২৭০-টা গোল হয়। রেফারির পক্ষপাতিত্ব, বাঙালের ভাতঘুম, এই সব বাদ দিয়ে আশা করছি কোনদিন মোহনবাগান ২৫০-টা গোল খেল দেখতে পাব।
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০০:৩২ | 168.26.215.13
  • ভাগ্যিস প্লেয়ার গুলো মাঠে ছিল নইলে মোবা আজ ১০০ গোল খেল।

    ডিঃ ক্লিপিংস দেখি নাই।
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০০:৩১ | 207.47.98.129
  • বন্দীপুরের ডোরাকাটা প্রথম দেখি সহজপাঠের পাতায়। সেই প্রথম দেখার পর আরো কতবার দেখা হল। বইএর পাতা ঢলঢলে হল, বোন ডোরাকাটার লেজে সুলেখা কালি ঢেলে দিল, হজমীগুলিওয়ালা বাকি পয়সার দায়ে আগের তিনটে পাত ঠোঙা বানানোর জন্য ছিঁড়ে নিল, তবু সেই ভয়ের পেট গুড়গুড় আজও মাঝে মাঝে টের পাই।
  • M1 | ০৫ মার্চ ২০০৯ ০০:২৮ | 59.93.207.198
  • ও বাবা গোলকিপার যেন রিজার্ভ বেঞ্চ।সংগ্রাম তো তার কাজ ই করেছে।
    গোলকিপার ও তো ডিফেন্স নাকিরে বাবা
    বড় ব্যথা ব্‌ড় ব্যাথা ঃ(
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • এইমাত্র খেলার কিছু ক্লিপিংস দেখলাম। ঘটিরা আজ পাঁচ গোল খাবার মতই খেলেছে। ডিফেন্স বলে কিছু ছিল না। নেহাত সংগ্রাম ছিল।
  • M1 | ০৫ মার্চ ২০০৯ ০০:২৪ | 59.93.207.198
  • উফফ ১০ দিনের কলেজ ট্যুরে বন্দীপুরের স্মৃতি আজও অমলিন।
    সেই প্রথম ডোরাকাটার সঙ্গে মোলাকাৎ।একদম যাকে বলে love at 1st site
  • M1 | ০৫ মার্চ ২০০৯ ০০:২০ | 59.93.207.198
  • আজ অরিজিৎ দার কল্যাণে কেমন ভার্চুয়াল ট্যুর সারছি আমরা।রাত ১২টায় উত্তর্বঙ্গ পেরিয়ে নর্থ-ইস্ট এ ঢুকলাম।
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০০:১৯ | 122.252.231.12
  • আপাতত প্ল্যান মাইসোর আর বন্দিপুর ফরেস্ট। দুধ না হোক, ঘোল তো হল।
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০০:১৫ | 168.26.215.13
  • শিলং যাবার ইচ্ছে আমারও, অনেকদিনের আর চেরাপুঞ্জী।
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০০:১৪ | 122.252.231.12
  • পাল্লিনের লেখা পড়ে একটাই কথা বলতে হয়। "ওয়ে পাল্লিন, পাল্লিন ওয়ে"।
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০০:১০ | 122.252.231.12
  • ঈশ্‌, শিলং যাবার ইচ্ছে আমার কতদিনের।
  • Du | ০৫ মার্চ ২০০৯ ০০:০৬ | 74.7.148.7
  • ইন্দ্র, চেরা তো আমরা দিনের দিন যাওয়া ফেরা করেছি, এখন শুনলাম দারুন রিসর্ট করেছে পাহাড়ের নিচে, রিসর্টের পাশে উঠে গেছে খাড়া পাহাড়, হোয়াইট ওয়াটার র‌্যাফটিং , ক্লাইম্বিং এগুলোও হয় সেখানে, আর নকালিকাই, মৌসমাই সব দেখে এসো ওখান থেকে।
    শিলঙে এখন বোধহয় অনেক নতুন হোটেল, চিরকালের হচ্ছে Pinewood। আমরা শুধু দেখতেই যেতাম।
    দিল্লী মিষ্টান্ন (পুলিশ বাজার) তে জিলিপি কটা খেয়ে নিও আমার হয়ে, হ্যাঁ?
    গৌহাটীতে কামাখ্যা গেলে একটু উঠে ভুবনেশ্বরীর পাশ থেকে ব্রহ্মপুত্র আর গৌহাটীকে দেখতে ভুলো না। তার অবশ্য এখন জল কমই , চর পড়ে আছে , এমনকী বাসন্তী পুজোর মেলা অব্দি থাকবে এমন।

    কাজিরঙ্গাতো এখন সীজনই।
  • siki | ০৪ মার্চ ২০০৯ ২৩:৪৩ | 122.162.81.141
  • হ্যাঁ সবজান্তা, ইন্টারসিটি মিটারগেজে চলে। আমি নিজে ঐ ট্রেনে করে বিনা টিকিটে আলিপুর দুয়ার থেকে শিলিগুড়ি এসেছিলাম। ছোটো ট্রেন।
  • papiya | ০৪ মার্চ ২০০৯ ২২:৫৪ | 165.91.215.72
  • ইন্টারসিটি তো মিটার গেজে চলে
  • a x | ০৪ মার্চ ২০০৯ ২২:৪৫ | 143.111.22.23
  • উফফফ্‌ কি ফ্রেনজি!
  • I | ০৪ মার্চ ২০০৯ ২২:৪৫ | 59.93.209.18
  • কে বল্লো রে, সরাইঘাট এক্সপ্রেসের নাম শোনে নি? আমি বলে পরশু বাদে তরশু সরাইঘাটে করে যাচ্ছি !

    সিকি,
    সর্ষে লিখতে হলে আর লা-লো-রি নিয়ে লিখব কেন, একেবারে হাতে-গরম কাজিরঙ্গা আর শিলং নিয়ে লিখবো। যদি অবশ্য লিখি ;)
    হ্যা, লেপচাজগত একটা জাগার নাম। ঘুম-কে যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ভাবা যায়, তবে তার দুটি সমান বাহুর একটি পৌঁছেছে দার্জিলিং, অন্যটি লেপচাজগত। মাঝখানে অসীম শূণ্যতা। লেপচাজগত সুখিয়াপোখরি তথা সান্দাকফুর রাস্তায় পড়ে। একটি বনবাংলো আছে। রডোডেনড্রন আর ম্যাগনোলিয়া বনের মধ্যে। বড় রাস্তা থেকে একটু নেমে গিয়ে। আগে কাঠের বাংলো ছিল-ব্রিটিশদের বানানো-,প্রথম গোর্খা আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে। পিছনে মন খারাপ সিলভার ফ্লার সার সার দাঁড়িয়ে আছে। অবিরাম মেঘ উড়ে আসে। অজস্র পাখী ডাকে ও উড়ে যায়, মুখ্যতঃ বউ-কথা কও। আমি একটা র‌্যাকেট-টেইলড ড্রংগো দেখেছিলাম, হানিমুনে গিয়ে। কি কারণে যেন সঙ্গীতার সঙ্গে ঝগড়া হয়েছিল। বিকেল হলে দূরের দার্জিলিং পাহাড়ে আলো জ্বলে উঠলে মন ভালো হয়ে যায়। তবে কাঁচের জানলা দিয়ে জল টুপিয়ে নামতেই থাকে ও সিলভার ফ্লার ভেজা মাথা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। কিছু কথা বলে না, মাথা বাঁচাবার জন্য ঘরে ঢুকতেও চায় নি।
    হ্যা, আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো দোকান-বাজার-ফোন নেই। তিরির্শ ঘরের এক নেপালী গ্রাম রয়েছে।
  • sabjanta | ০৪ মার্চ ২০০৯ ২২:২৯ | 118.136.2.78
  • আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ব্রডগেজ লাইন আছে, ইন্টারসিটি এক্সপ্রেস চলে।
  • d | ০৪ মার্চ ২০০৯ ২২:২৭ | 117.195.45.225
  • দ্রি,

    এই লিংকটা আপনার জন্য।
    http://www.sachalayatan.com/hasan_murshed/22237#comment-172974
    এতে একটা অডিও লিঙ্ক আছে। শুনে দেখবেন। তবে শুধু এই ক্লিপিংস কিকরে বাইরে এলো .... সেইটা একটা প্রশ্ন বটে। আমি সকালে শুনেছিলাম। অডিও লোড হতে অনেক সময় নিচ্ছিল।
  • M1 | ০৪ মার্চ ২০০৯ ২২:১৯ | 59.93.217.88
  • দেখলাম।
    আর আজ খবরে শুনলাম বিডিআর প্রধান নাকি বলেছেন বিদ্রোহে বাইরের লোক বিডিআর এর পোশাক পরে অংশ নিয়েছিল।

    অবশ্যই বহিরাগতরা ছিল কিন্তু বিডিআর এর সমর্থন ছাড়া তারা ঢুকে পড়ল,জামা চাপিয়ে নিল,নারকীয় হত্যালীলা চালাল।।।।।।।
    এরকম ছেলে ভোলান কথা বলে পার পাওয়া যায় নাকি??
  • rokeyaa | ০৪ মার্চ ২০০৯ ২২:১৩ | 203.110.246.230
  • নীচের খবরটা ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত