এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৪:১১ | 125.18.104.1
  • একা একা দাঁড়িয়ে আছে, গরমে টপ্‌টপ্‌ করে ঘাম পড়ছে।
  • san | ০৯ মার্চ ২০০৯ ১৪:১০ | 12.144.134.2
  • তাহলে বিস্ময়চিহ্ন কি করছে?
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ১৪:০৮ | 203.99.212.224
  • ভি এল সি তো এম্নিতেই ঐ ফোল্ডার থেকে সাবটাইটেল নিয়ে নেয়। কিচ্ছুটি করতে হয় না। ভিডিও অপশানে সাবটাইটেল টা ওন আছে তো ভি এল সি তে?
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৪:০৮ | 125.18.104.1
  • মানুষ বলেই তো ভোট দেবে।
  • san | ০৯ মার্চ ২০০৯ ১৪:০৫ | 12.144.134.2
  • ইনসমনিয়াকরা মানুষ না?
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৪:০৪ | 125.18.104.1
  • ইনসমনিয়াকরা ভোট দিগ্‌গে যাক।
  • sinfaut | ০৯ মার্চ ২০০৯ ১৩:৫৯ | 203.91.193.5
  • শ্মশানে জাগিছে শ্যামা।
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৩:৫৮ | 125.18.104.1
  • জাগায়ো না, মোরে জাগায়ো না।
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১৩:৫৭ | 61.95.144.123
  • রঙ্গন টাটা টি খায় না;-)
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৩:৪৬ | 125.18.104.1
  • মানুষ ভোটও দেবে!
  • sinfaut | ০৯ মার্চ ২০০৯ ১৩:৩৭ | 203.91.193.5
  • তাহলে জানতে হবে, কি দিয়ে সিনেমা চালাও।

    যদি মিডিয়া প্লেয়ার ক্লাসিক হয়, তাহলে সিনেমার নাম আর সাবটাইটেলের নাম এক করে এক ফোল্ডারে রেখে চালালেই হবে।

    যদি ভিএলসি হয়, তাহলে ওপেন ফাইল এ গিয়ে সিনেমার পাথ আর সাবটাইটেল ফাইলের পাথ আলাদা করে দিলে হবে। নাম বা পাথ না মেলালেও চলবে।
  • h | ০৯ মার্চ ২০০৯ ১৩:০১ | 203.99.212.224
  • সোমনাথ রে একটা ফোন করো।
  • pi | ০৯ মার্চ ২০০৯ ১২:৫৭ | 69.255.233.93
  • আমি তো ফোল্ডারে সাবটাইটেল ফাইল থাকা সঙ্কেÄও সিনিমা চলাকালীন সেগুলি পড়তে পাইনা ! এ রোগের কি প্রেসকৃপশান ?
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:৫৬ | 61.95.144.123
  • আইতাসি। তোমাগো আপিসের সামনে দাঁড়াইমু।
  • h | ০৯ মার্চ ২০০৯ ১২:৫৪ | 203.99.212.224
  • খাইতে যাবা?
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:৪৯ | 61.95.144.123
  • আরে এখানে সব মান্ধাতার আমলের আমলা। ব্রিটিশ আমলের বইয়ের বাইরে বেরোতে গেলে পেন্টুল হলদে হয়ে যায়।
  • san | ০৯ মার্চ ২০০৯ ১২:৪৮ | 12.144.134.2
  • ও এবার বুঝেছি, এখানে মানে বেঙ্গালুরুতে তো স্পাউজের অ্যাড্রেস প্রুফ আর সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে ডিএলে প্রুফ আপডেট করে দেয়। সেখান থেকে বাকি সব করা যায়। কোলকাতায় এরকম করেনা?

    আচ্ছা অফিসের স্যালারি অ্যাকাউন্ট তো থাকবে? তো অফিস থেকে প্রুফ অফ অ্যাড্রেস লেটার বার করানো যাবেনা? প্যান কার্ডের জন্য আমি করিয়েছিলাম।
  • h | ০৯ মার্চ ২০০৯ ১২:৩৮ | 203.99.212.224
  • একটা এফ ডি করবে, তাইলেই ব্যাংক সার্ভিস অ্যাকাউন্ট করে ডেবে। দ্য প্রসেস ইজ কল্ড সুড় সুড়।
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:৩৮ | 61.95.144.123
  • যদিও জাগো-রে ডট কম বলছে -

    What are the documents I need to register as a voter?

    Apart from your voter registration form, you will need to submit:
    ? An Address Proof document. This document is required for the BLO (Booth Level Officer) to come and verify your residence status. It is therefore not essential for the address proof document to have your name. It needs to have only the address of the place where you are staying. Any one of the following documents is acceptable for address proof:
    1. Landline phone bill
    2. Mobile telephone bill
    3. Water bill
    4. Electricity bill
    5. Property tax receipt
    6. Bank statement
    7. Passport
    8. Ration card
    9. House Lease/Rental agreement
    10. LPG receipt
    11. Driving license
    12. Identity cards given by the employer
    13. Any of the 17 alternative documents prescribed by Election Commission for identity proof


    যারা এগুলো প্রসেস করে তারা নিজেরা নিয়ম জানে না।
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:৩৪ | 61.95.144.123
  • লোকাল কাউন্সিলরকে দিয়ে লিখিয়ে মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যায় - সেটাই এবার ট্রাই করতে হবে। আসলে কারো কাছে যেতে ইচ্ছে করে না একদম।
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:৩৩ | 61.95.144.123
  • কারোরই রেশন কার্ড নেই।

    পাসপোর্ট যখন হয়েছিলো তখন রেশন কার্ড ছিলো - কাজেই পাসপোর্ট আটকায়নি। এবার আমার তো কোনো প্রবলেম নেই - আমার পাসপোর্টে কলকাতার বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেসই আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ভোটার আইকার্ডে, ডিএলে, ইলেকটিরি বিলে। প্রবলেম সুমনার - ওর পাসপোর্টে বারাসাতের অ্যাড্রেস, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওখানে। ওই অ্যাড্রেসে ভোটার আইকার্ড হয়ে যেত - কিন্তু সেটা তো চাই না। আমাদের অ্যাড্রেসের একটা প্রুফ চাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না - জিগ্গেস করে এসেছি। পোস্টপেইড মোবাইল হবে না, ডিএল হবে না, পাসপোর্ট আপডেট হবে না, ভোটার আইকার্ড হবে না - কারণ প্রতিটাই একটা প্রুফ চায়।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১২:২৮ | 216.52.215.232
  • তোমাদের পরিবারের বাকিদের আছে তো? তাহলে হয়ত হয়ে যাবে। ডিলারের সাথে কথা বল।
  • san | ০৯ মার্চ ২০০৯ ১২:২৭ | 12.144.134.2
  • সে আবার কি ! আমার তো রেশন কার্ড ও নেই ভোটার কার্ড ও নেই, তাতে তো পাসপোর্ট প্যানকার্ড ডিএল এসব কিছু আটকায়নি ! শুধু ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়েই তো পাসপোর্ট করানো হয়েছিল , ভোটার কার্ড লাগেনি তো !
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:২১ | 61.95.144.123
  • আমাদের কারোরই তো রেশন কার্ডও নাই। সেই কোনো এক কালে ছিলো - কলেজ টলেজে পড়তুম যখন। সে সব সারেণ্ডার করে দেওয়া হয়েছে...কিন্তু সেটা আপডেট করতে হলেও তো আরেকটা প্রুফ চাইবে। আমি ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছিলুম - যে আমার সাথে বে হয়েছে, এবার আমার অ্যাড্রেস দেখা হোক। কিন্তু তাতে হবে না - তাতে তো অ্যাড্রেস লেখা থাকে না।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১২:১৮ | 216.52.215.232
  • এই সমস্যাটা জয়িতার সাথেও হয়েছিল। সমাধানের একটাই পথ। পাড়ার রেশন দোকানে নাম আপডেট করা। যদি অন্য জায়গায় রেশন দোকানে নাম থেকে থাকে তাহলে সেখান থেকে আগে নাম কাটাতে হবে। কিছু এজেন্সি আছে যারা এই সার্ভিসগুলি পয়সা পেলে করে দেয়।

    একবার রেশন কার্ড পেয়ে গেলে বাকি সব সুড়সুড় করে হবে। বাস্তব অভিজ্ঞতা।
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ১২:১৫ | 203.99.212.224
  • হ্যা এতেও হবে
  • h | ০৯ মার্চ ২০০৯ ১২:১৪ | 203.99.212.224
  • বহুদিন পরে ফাঁকা ট্রেনে যাতায়াত করলাম। দেশ প্রগতির পথে।
  • sinfaut | ০৯ মার্চ ২০০৯ ১২:১০ | 203.91.193.5
  • যেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আর তুইও জানিস সেগুলোই চাই? যেমন opensubtitles.org, বা allsubs.org ইত্যাদি?
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:০৯ | 61.95.144.123
  • আমার আর সুমনার দুজনের নামই কাটা গেছিলো। আমারটা আবার উঠেছে, সুমনার ওঠেনি। শালারা সব জায়গায় একটা অ্যাড্রেস প্রুফের গ্যাঁড়াকল বানিয়ে রেখেছে - যাই করতে যাও, সেটা লাগবে। এবার আমাদের অ্যাড্রেসে ওর কোনো অ্যাড্রেস প্রুফ নেই - কাজেই কোনো কিছুই হয় না। পাসপোর্টে বদলাতে গেলে বলবে ভোটার আইকার্ডের অ্যাড্রেস দেখাও, ভোটার আইকার্ড করতে গেলে বলবে পাসপোর্টের অ্যাড্রেস দেখাও (ব্যাঙ্ক, ডিএল - সবেতেই কিছু না কিছু লাগবে) - প্রথম চাকরির মতন - এক্সপিরিয়েন্স না হলে চাকরি দেয় না, আর চাকরি না পেলে এক্সপিরিয়েন্স হয় না। এত flawed সিস্টেম ন ইয়ে চলে কি করে কে জানে।
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ১২:০৮ | 203.99.212.224
  • কিন্তু আমার সাবটাইটেলের সাইট চাই
  • Arijit | ০৯ মার্চ ২০০৯ ১২:০৩ | 61.95.144.123
  • নির্বাচন কমিশন কি হারে পয়সা নষ্ট করে। আমাদের এই কদিন আগে নতুন করে ভোটার লিস্ট আপডেট হল - ছবি টবি তোলা হল। তখন থেকেই ওই কনস্টিট্যুয়েন্সী রি-অ্যালাইনমেন্টের কথা চলছে - ইনফ্যাক্ট আমাদের যে যাদবপুর বিধানসভার বদলে টালিগঞ্জ হবে সেও মোটামুটি জানা। তা সত্বেও পুরনো পার্ট নম্বর দিয়ে সব করা হল। এখন নাম ওঠার পর শুনলাম ফের সব নতুন করে হবে - কারণ বিধানসভা বদলে যাবার ফলে পার্ট নং বদলে গেছে। আবার ফর্ম ভরা, আবার ছবি তোলা...শুধু শুধু ট্যাক্সপেয়ারদের পয়সা নষ্ট।
  • sinfaut | ০৯ মার্চ ২০০৯ ১২:০২ | 203.91.193.5
  • আর আমি শুনেছি স্পিকারে। দুটো স্পিকারই বেশ দূরে, উপর দিকে।
  • sinfaut | ০৯ মার্চ ২০০৯ ১২:০১ | 203.91.193.5
  • হায়, আমার সঙ্গীতরস আস্বাদন অসম্পূর্ণ থেকে গেল। ঃ'(

    কিন্তু, আমার মনে আছে, এক্টা জাভা অ্যাপ্লি ছিল, তাতে ১৬ টা রিদম ইনস্ট্রুতে রিদম প্যাটার্ন বানানো যেত। তাতে তো হাইহ্যাট সিম্বাল দুটোই ছিল। শুনতেও পেয়েছিলাম। সে অবশ্য চার বছর আগের কথা। মাঝে একবার প্লেনে চড়ে আমার এক হপ্তা কানে ভয়ানক ব্যথা হয়েছিল, মনে হয়েছিল কানের পর্দা ফেটেই গেল বুঝি। তার্পর থেকেই কানটা বিগড়েছে বোধহয়।
  • lcm | ০৯ মার্চ ২০০৯ ১১:৫৯ | 69.236.185.129
  • ১২ ঠিক শুনতে পেলাম না, কি রকম একটা খিচ্‌ করে আওয়াজ হল একবার, বুঝলাম না কানের দোষ না স্পিকারের সেটিং। তারপর থেকে সবগুলোতেও ঐরকম।
  • nyara | ০৯ মার্চ ২০০৯ ১১:৩৮ | 64.105.168.210
  • তার মানে সিনফট হাই-হ্যাট বা সিম্বালস শুনতে পাবে না। ওগুলোর shimmer 12k রেঞ্জে। হাই-হ্যাট না শুনতে পেলে ক্ষতি নেই, জ্যাজ একটু ম্যাড়মেড়ে লাগবে এই যা। না শুনলেই হল।

    সিম্বালসের কথায় মনে পড়ল, The man who knew too much-এর প্রথমে কি সিম্ফনি বাজছিল কারুর মনে আছে? সেটা একটা সিম্বালের ঝনৎকার দিয়ে শেষ হয়।
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ১১:১৬ | 203.99.212.224
  • ফিরি তে সাবটাইটেল পাই কোথা?
    দিপু রে। সার্কল ডাউনলোডিয়ে দেখে ফেল্লুম। সিনেমাটার নাম যে সার্কল, তা একদম সার্থক।
  • sinfaut | ০৯ মার্চ ২০০৯ ১০:৫৭ | 203.91.193.5
  • আমি ১২ আর ১৬ কিচ্ছু শুনতে পেলাম না, বাকি সব ঠিকঠাক। :-|
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ০৮:৫৭ | 24.42.203.194
  • থ্যাংকু।
  • arjo | ০৮ মার্চ ২০০৯ ২০:১৪ | 24.42.203.194
  • ল্যাদোষ-দা আর ন্যাড়াদা কদিন আগে জানালার জন্য দুটো ফটো এডিটিং সফটওয়ারের নাম দিয়েছিলে। আর একবার দেবে।
  • Arpan | ০৮ মার্চ ২০০৯ ১৫:৪৯ | 122.252.231.12
  • সিপিয়েম এবার নবীন পট্টনায়ককে আস্থাভোটে সমর্থন জানাবে। কালকেই নবীনবাবুর সাথে বিজেপির এগারো বছরের গাঁটছড়া ছিন্ন হয়েছে। সামনেই তৃতীয় ফ্রন্ট গড়ার সমূহ সম্ভাবনা। নবীনবাবু, চন্দ্রবাবু, দেবেগৌড়া ইত্যাদি যাঁরা একদা এনডিএ শিবিরে ছিলেন সবাইকে প্রকাশবাবুর উদ্যোগে তাতে সামিল করা হবে এও শোনা যাচ্ছে। ভাল খবর!

    তবে কেন আর বঙ্গভূমিতে মমতাদেবীকে আক্রমণ করার সময় উনি তো এককালে এনডিএতে ছিলেন, অতিবামপন্থী দলগুলি তাঁর সাথে জোট বাঁধে কোন নীতিতে এই বুলি আউড়ে যাওয়া হবে?
  • lcm | ০৮ মার্চ ২০০৯ ১৩:৩১ | 69.236.185.129
  • শচীন ১৩৩ বলে ১৬৩ রান (১৬টা চার, ৫টা ছয়) করবার পর পেটের ব্যাথায় মাঠ ছাড়ল। ৩৫ বছর বয়েসেও ভেলকি।
  • siki | ০৮ মার্চ ২০০৯ ১৩:০৩ | 122.162.85.39
  • আমি গুরগাঁওয়ের কিচ্ছুটি চিনি না রে।
  • a | ০৮ মার্চ ২০০৯ ১২:৫০ | 59.161.72.255
  • PB ধন্যযোগ। কিন্তু এরা ফেজ ৩ এ দেবে না। আর কোনো সাজেশন?বেথে?
  • M | ০৮ মার্চ ২০০৯ ১১:৩৩ | 118.69.174.112
  • পন্‌চাস পাতা ভাট পড়ে চললুম, এবার যবে আসবো খুলেই যেটা আসবে সেটা থেকে শুরু, কারন, সোমবার মানে ১৬ ফিরছি, ফিরে কুঁচোটাকে হস্টেল থেকে বার করা, বাড়ী খোঁজা, সিফটিং , বেজাই চাপ।

    আর আমি ও একবার ম্যানহোলে হড়কে ছিলাম, তখন সিক্সে বোধহয়, ডিস্ট্রিক্ট কম্পিটিশনের জন্য আমাদের গ্রুপে মানে স্কাউট অ্যান্ড গাইড গ্রুপে হেভি চাপ ছিলো, ফার্স্ট এইড অ্যান্ড রেসকিউতে আমি আর পম্পা ছিলাম ,দুজনা গ্রুপেই যাচ্ছিলাম, একটা বিয়েবাড়ীর লোক বোঝাই গাড়ী দেখে একটু উদাস হয়ে গেসলুম, আমার ও মাসতুতো দিদির বিয়ে ঐ কম্পিটিশানের ঠেলায় ভোগে গেসলো কিনা,তো হড়কে কোনমতে কানা ধরে ঝুলছিলাম আর পম্পার হঠাৎ মনে পড়ে গেলো ডুবন্ত মানুষকে নাকি চুল ধরে রেস্কিউ করতে হয়, ব্যাস আমার ঝুঁটি ধরে কি জোড় টান মারছিলো.......... শেষে কে যেন উদ্ধার করলো আর পম্পাও ছুটে হাওয়া হয়ে গেলো, এখন ও ভাবলে রাগ যায় না।
  • mandira | ০৭ মার্চ ২০০৯ ২৩:৩৮ | 98.207.187.245
  • শুক্কুরবার এর ছড়া খুঁজে পেলামনাতো...

    আবার দেখি...
  • Mandira | ০৭ মার্চ ২০০৯ ২২:৫৬ | 98.207.187.245
  • ম্যাটার্নিটি লিভকে এক্কেরে পার্মানেন্ট লিভ করে দেওয়া আমার সাথেও হয়েছে -- দু সপ্তাহ অগে চাকরি তে জয়েন করতে গিয়ে দেখি চাকরি নাই। ঃ(( এই ধরনের টার্মিনশন হল গিয়ে ডিসক্রিমিনেশন,অতএব বেআইনি। এবার কি করা? HR এর সাথে কথা বলছি, না নিলে কি করা?
  • PB | ০৭ মার্চ ২০০৯ ১৯:২১ | 59.177.167.161
  • a
    গুরুগ্রামে 'সঞ্জয়' নামে এক ডাব্বাওয়ালা আমার জানাশোনা কয়েকজনকে লাঞ্চ সাপ্লাই করে। নন ভেজ ও দেয় এবং বলেছে বাঙালীদের মত রান্না করে। একবার ফোং করে দেখতে পারেন। ফোং নং 9212632054

    আমি কিন্তু কোনোদিন খাইনি।
  • hijbijbij | ০৭ মার্চ ২০০৯ ১৭:১৬ | 59.94.72.18
  • বাবুরা বিবিরা অবধান করুন। সে এক কান্ড হয়েচে সেদিন. হা হ হা হোহোহো হিহিহি ........... বলি্‌ছ এবার । ন বলে আমার নিস্তার নেই, পেটটা যাবে ফেটে।
    হয়েছে কি আমাদের গোলাপবালা আর হাঁদারাম দুটিতে খুব বন্ধু। প্রায়ই দেখি দুজনে এক কোনে বসে হা হা হিহি করছে। সেদিন মশায় শুনি , গোলাপবালা হাঁদারাম কে বলছে " এই হাঁদু তোর মুখটা হাঁ কর তো " হাঁদারাম কিছু বুঝতে না পেরে জনতে চাইল - কেন রে কি হবে? রসোগোল্লাটোল্লা কিছু খাওয়াবি নাকি?
    গোলাপবালা বলল " আরে দুর না না, সে সব কিছু নয়"
    তবে? প্রশ্ন করে হাঁদারাম ।
    ওমা গোলাপবালার মত সুন্দরী যুবতী একটা মেয়ে কিনা অম্লান বদনে বলে বসল - পাদব।
    শুনে দেখি হাঁদারামের মুখটা সত্যি হাঁ হয়ে গেল
  • a | ০৭ মার্চ ২০০৯ ১৬:৫৮ | 121.245.125.185
  • বেথে বা দমদি বা কেউ, গুরুগ্রামে বঙ্গালি থালি/ডাব্বা হোম ডেলিভারির কোনো খোজ দিতে পারো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত