এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ০৬ মার্চ ২০০৯ ১৪:৫১ | 69.236.185.129
  • স্পঞ্জ, আর, ঠাসা রসগোল্লা।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১৪:৫০ | 12.144.134.2
  • আদর্শের কথাই যদি বলা যায়, সুমনের কোনো গানে নাস্তিকতার জয়গান নেই। সেকুলারিজমের কথা আছে বটে। তো একজন নাস্তিক লোক চাট্টি সেকুলার গান লিখবে, না মুসলমান হয়ে গিয়ে লিখবে , তাতে বাইরের লোকের কি? আদর্শচ্যুতিই বা কোথায়? সে তো বলতেই পারে - আগে নাস্তিক ছিলাম, এখন আর নেই, কিন্তু সেকুলার তখনো ছিলাম, এখনো আছি। এতে এত লোকের ঝাঁট জ্বলে কেন?

    না লোকে আপনা থেকেই ধরে নিচ্ছে ধর্মপ্রাণ মুসলমান হলে আর সেকুলার হওয়া যায় না?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.123
  • আমাদের ওখানেও পাওয়া যায় - তবে অল্প কিছু দোকানে যারা অজ্জিনালি বাইরে থেকে এসেছে - ওই যেমন একটা দোকান ছিলো, যাদের দোকান তারা হরিপালের লোক - ওদের দই খুব ভালো ছিলো। রসগোল্লাও ওদের ওখানেই খেয়েছি - ওই সলিডগুলো।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 202.141.148.99
  • জীবনমুখী গান কিনা, তাই জীবনের আদর্শ দিয়ে গাওয়ার কোশ্চেন উঠচে।

    আর জাতিস্মর কতো নম্বর অ্যালবাম ছিল?
  • lcm | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 69.236.185.129
  • অফিসে একটা ছেলে যেত। কয়েকদিন হাসি হাসি মুখে ঘুরে বেড়াত, জিগ্গেস করলেই বলত, আই অ্যাম গোয়িং থ্রু এ চেঞ্জ... মেক স্মাইল চিপার, এন্ড, অ্যাঙ্গার এক্সপেন্সিভ। আসলে কোর্সটা ছিল এক্সপেন্সিভ, আড়াইশো ডলারের মতন ওর খসেছিল।
  • r | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 125.18.104.1
  • "সলিড রসগোল্লা" আবার কি? খাস্তা রসগোল্লা। কলকাতার বাইরের রসগোল্লা মানেই খাস্তা রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লা হল কলকাত্তাইয়া ইনোভেশন।
  • r | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪৪ | 125.18.104.1
  • এ ছাড়া বেশ কিছু ইন্টারেস্টিং ফিজিকাল আর ব্রিদিং এক্সারসাইজ করায়।

    বাকিটা ফুল মস্তি।

    ;-)
  • r | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪২ | 125.18.104.1
  • আর্ট অফ লিভিঙের কোর এলিমেন্ট হল সুদর্শনক্রিয়া, বেসিকালি ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়ামের একটা ভেরিয়েশন। শারীরিক দিক থেকে খুব ইউজফুল। বিশেষতঃ যাদের অ্যালার্জি বা অ্যাজমার প্রবলেম আছে।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৪১ | 61.95.144.123
  • লিকুইড হয় না, স্পঞ্জ হয়। রসগোল্লা দুই প্রকার -

    (১) অজ্জিনাল সলিড রসগোল্লা - মুখে দিলে গলে যায় - উঃ বঙ্গে খুব ভালো পাওয়া যায়
    (২) স্পঞ্জ রসগোল্লা - হালফিলের ফ্যাশন, বকোয়াস খেতে
  • a | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 203.201.231.35
  • আমার মনে হয়, basically যারা ধরে নিয়েছিল যে সুমন তার গান নিজের জীবনের আদর্শ দিয়ে গায়, তাদের জ্বলেছে। এটা, বোঝাই যাচ্ছে, যারা ভেবেছিল, তাদের দায়।

    সুমনের দায় এটুকুই যে সে এই ধারণাকে সচেতন ভাবে গড়ে তুলতে সাহায্য করেছে, লাইভ আর টিভি প্রোগ্রামকে use করে। তো, সেটাই তো স্বাভাবিক যখন performing artist তার performance এর ধার হারাবে। এই যে এতোগুলো পোস্ট হল, প্রথম ৩ টে cassette এর পরের একটাও গানের লাইন কেউ বলেনি। that explain!!!

    আর অজ্জিতদা, টি অম সি র বহু বহু কঠোর সমর্থক কেও সুমনের গান হ্রিদয় দিয়ে গাইতে আর শুনতে দেখেছি। এটা বোধ্‌হয় বোধের ব্যাপার, ঠিক রাজনইতিক না।

    আর সুমন বা XYZ কার হয়ে দারালো তাতে কি গেলো এলো? CPIM is going to have a tough fight ahead, with or without Suman as opponent
  • san | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 12.144.134.2
  • রসগোল্লার আবার সলিড লিকুইড কি?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 61.95.144.123
  • স্যানের ম্যাঞ্জার কি দাড়িওয়ালা রবিশঙ্করের আর্ট অব লিভিং কোর্স করতে গেলো?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৬ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৫ | 61.95.144.123
  • সুক্তো, মোচার ঘন্ট, ঝুরি আলুভাজা, সোনামুগের ডাল, আড় মাছের কালিয়া, পাঁঠার ঝোল, আলুবোখরার চাটনি, হরিপালের মিষ্টি দই, সলিড রসগোল্লা, কালাকাঁদ আর মিঠে পান।

    কয় কোর্স হল?
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৫ | 202.54.74.119
  • আর্ট এবং লিভিং তার পর থেকে মিলছে নিশ্চয়?
  • san | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৩ | 12.144.134.2
  • কি আছে সেই কোর্সে? একটু খুলে লেখো না , র।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩৩ | 61.95.144.123
  • সেদিন রিক্সা করে নিয়ে যাচ্ছে দেখলুম - তাপ্পর কি রিক্সাটা ধোবে, নাকি ওতেই অন্য লোক চড়বে?
  • r | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩২ | 125.18.104.1
  • আর্ট অফ লিভিং হেব্বি মস্তির কোর্স। ২০০০ সালে করেছিলাম।
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩২ | 202.54.74.119
  • ন্যানোয় চড়ে পোÒট্রী মালিক মুর্গী নিয়ে যাচ্ছে?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩০ | 61.95.144.123
  • অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে ভাবিত নই। আর্ট অব ড্রাইভিং নিয়ে আমি বেশি চিন্তিত। লুপ্ত হতে চলেছে। অল্প গুটিকয়েক মাইস্ত্রো (যথা আমি) রয়ে গেছেন...
  • h | ০৬ মার্চ ২০০৯ ১৪:৩০ | 203.99.212.224
  • যা পাশফিরে শুয়ে আছে তাই যে মাঝে মাঝে কোণা মারে, এটা কি এত বড় হওয়ার পরে তোমারে বলে দিতে হবে?
  • h | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৯ | 203.99.212.224
  • এমনকী অটোমোবাইল ইন্ডাস্ট্রির পুনর্জাগরণের ক্যাম্পেন ও হতে পারে। যাদবপুর লোকসভায়?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৯ | 61.95.144.123
  • গোল্ডেন কোয়াড্রিল্যাটের‌্যাল।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৮ | 12.144.134.2
  • মুর্গি তো একটি অবস্থান।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৮ | 61.95.144.123
  • একটা মুরগী তার কমপাদ্রেকে তন্দুরে চাপতে দেখলে কি ভাবে?
  • h | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৬ | 203.99.212.224
  • পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো চিকেন।

    একটি আর্বান পোস্ট-গোল্ডেন কোয়াড্রাঙ্গল ধাবামাত্রিক দৃষ্টিভঙ্গী।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৫ | 12.144.134.2
  • শুক্কুরবারের বাজারে খাওয়াদাওয়া বলতে নেই খুব ই ভাল হল। ইদিকে ম্যাঞ্জার, আমার বাক্যবাণেই কিনা কে জানে, হুড়মুড়িয়ে আর্ট অফ লিভিং এর কোর্স করতে হাওয়া হয়ে গেছে , দ্যুলোক ভূলোক অতীব মধুময় ঃ-)
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৪:২৫ | 61.95.144.123
  • মুরগীর পক্ষেও?
  • san | ০৬ মার্চ ২০০৯ ১৪:২২ | 12.144.134.2
  • তন্দুরি চিকেনের চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে খুব কমই আছে ঃ-)
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১৩:৪৩ | 61.95.144.123
  • কড়াশুঁটির কচুরি, অদৃশ্য ছোলা দিয়ে ছোলার ডাল, আলুদ্দম (রাদার আধখানা আলুর তরকারি) আর মুরগীর ঝোল খেয়ে আমারও ঘুম পাচ্ছে।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:৩৩ | 75.3.201.245
  • হ্যাঁহ্‌, আমারও একটা ঘুম ঘুম পাচ্ছে। গুন্নাইট।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:৩১ | 71.106.244.161
  • হ্যাঁ, সেদিন ওবামাও বটম কল করেছে।
  • r | ০৬ মার্চ ২০০৯ ১৩:৩১ | 125.18.104.1
  • বোধিরও ভবিষ্যৎ নিয়ে চিন্তা। তাই সেলিব্রিটি নিয়ে পি এন পি সি করলে খুশি হয় না। ;-)
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:৩০ | 71.106.244.161
  • রাইত বারটা বাজল। ঘুম করতে যাই। গুন্নাইট জনগন।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:২৯ | 75.3.201.245
  • এই ধরেন স্টক মার্কেট। এর ডাউনওয়ার্ড পোটেনশিয়াল এখনও অনেক। কিন্তু ব্যাটারা প্রত্যেকটা ধ্বসের পরই টিভিতে একবার করে বটম কল করে। কিনুন কিনুন এমন সুযোগ আর পাবেন না। বেশ কিছু মুর্গী যখন কিনে নেবে, আবার আরেক রাউন্ড ক্র্যাশ করিয়ে দেবে।

    নাইনটিন থাট্টিজে ঠিক একই কান্ড হয়েছিল।
  • r | ০৬ মার্চ ২০০৯ ১৩:২৭ | 125.18.104.1
  • কেউ টি এম সি বা বামফ্রন্ট- কাউকেই সমর্থন না করতে পারে, এবং সেটা একটা লেজিটিমেট পোলিটিকাল পোজিশন। কবীর সুমন টি এম সি-র হয়ে দাঁড়িয়ে আলাদা কি মহৎ কাজ করলেন বুঝলাম না।

    বাই দ্য ওয়ে, খারাপ কাজও কিছু করেন নি। দাঁড়াতেই পারেন। ;-)
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:২৬ | 75.3.201.245
  • বাবলের অনেক বাকি আছে। মাদার অফ অল বাবল হল গিয়ে বন্ড বাবল। ঐটা ফুটুক।

    যদ্দিন ডলার স্ট্রং থাকবে তদ্দিন এরা কোন না কোন বাবল ক্রিয়েট করেই যাবে।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:২৫ | 71.106.244.161
  • ঠিক। এখন বাবলের কথা কও।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:২২ | 75.3.201.245
  • অ্যাই দেখুন। আপনি তো ঘুরে সেই আমার অ্যালগোতে ফিরে এলেন। দেয়ার ইজ আ হোল ইন দা বাকেট, ডিয়ার লাইজা।

    বেসিকালি আপনি বলছেন সংখ্যাগুলোকে রানটাইমে কম্পিউট না করিয়ে একটা অ্যারেতে পুরে রাখতে। ওক্কে।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:২০ | 71.106.244.161
  • দ্রি, অম্‌ক পরে মিলাইও। এখন একখান কথা কই।

    দ্যাখছনি খবর। লোকজন নাকি ব্যাংকের থিকা সাবপ্রাইম মর্টগেজ সস্তায় কিন্যা হেইগুলান থিক্যা লাভ করতাসে। এই হইল পরের বাবল। এই হারামজাদাগুলান বাবল ছাড়া থাকতে পারে না।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:১১ | 71.106.244.161
  • কি যে কও। বাইনারি সার্চ করলে পাঁচখান কম্প্যারিজন হইব, ওয়ার্স্ট কেসে। সার্ভার কোডে বইলা ওয়ার্স্ট কেসও হইব না, অ্যাভারেজ কেস ধরতে হইব।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:০৯ | 75.3.201.245
  • ও। ৩২ এর টেবল বানালে তো হ্যাশ হবেনা। তাহ্লে তো ৩২ টা সার্চ (ওয়ার্স্ট কেসে) আপনাকে করতেই হবে। তাহলে আর বাইনারি সার্চের অ্যাডভান্টেজ কই হল?
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:০৬ | 71.106.244.161
  • হ্যাশ টেবল কোথায় দ্যাখলা। আর টেবলের সাইজ তো ৩২ (কি ৬৪)। ২[৩২ কোথায় পাইলা।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:০৪ | 75.3.201.245
  • ঃ-)), ব্যাস ট্রু গুগল কর্মীর মত শিবুদা এবার একটা বেহিসেবী হ্যাস টেবলে চলে গেছেন। ২[৩২ সাইজের হ্যাস টেবল তৈরি করার সাথে ওবামার ট্রিলিয়ান ডলার বেলাউটের একটা সাদৃশ্য পেলাম।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১৩:০৩ | 71.106.244.161
  • অ্যারে করার সুবিধা হল ঐ দুই-এর পাওয়ার করা লাগব না। ঐ পাওয়ার কম্পিউট করনের তো কস্ট আছে।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১৩:০১ | 75.3.201.245
  • ওক্কে। তাহলে সেই জাজমেন্টটা আমরা কোয়ার্কবাবুর ওপর ছেড়ে দিচ্ছি।

    তবে নেহাতই যদি বাইনারি সার্চ লাগাবেন, তাহলে এইভাবে করুন।

    ধরুন ইন্ট সাইজ ৪ বাইট।

    শুরু করুন n = ২[১৬ থেকে।

    কম্পেয়ার n উইথ ইয়োর নাম্বার।

    n ছোট হলে রিসেট n = ২[২৪।

    n বড় হলে রিসেট n = ২[৮।

    এইভাবে এগিয়ে যান। একটু কায়দা করে ফরমালাইজ করতে হবে। প্রাইস অফ এফিশিয়েন্সি ;-)।
  • Blank | ০৬ মার্চ ২০০৯ ১৩:০০ | 170.153.65.23
  • আই টিউনসে সুমনের সব গানের আর্টিস্ট নাম পাল্টে UNKNOWN ARTIST করে দিয়েচি
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:৫৯ | 202.141.148.99
  • মহায়, সুমন গান গাইয়া খাইতো, অ্যাহনে পলিটিক্স কইর‌্যা খাইবো। আমার আফনার ঐ হিব্রু-ল্যাটিন কইর‌্যাই খাইতে হইবো।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৫৯ | 71.106.244.161
  • একটা ৩২ এলিমেন্টের অ্যারে কর ১, ২, ৪, ..., ২[৩২। এবারে তোমার নাম্বারটা সার্চ কর এই অ্যারেতে। যেখানে পাবে সেই ইনডেক্সটা হল তোমার উত্তর।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৫৬ | 61.95.144.123
  • কলেজে একখান কথা চালু ছিলো - অন্য ডিপার্টমেন্টের ছেলেপুলে এক জায়গায় হলে পড়াশোনার কথা বল্লেও মোটামুটি একে অন্যের কথা বোঝে - ইএম, এফএম, এসএম ইত্যাদি। কম্পুর দুটো পাবলিক এক জায়গায় হলেই হিব্রু-ল্যাটিনে কথা বলে।

    এবার সব পালায়ে যাবে;-)

    (তবে আমারে ওই অ্যারে দিয়া কি হইব সেটা বুঝায়ে দ্যান)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত