এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • s | ০৭ মার্চ ২০০৯ ১৩:৪৪ | 128.193.92.129
  • আমি জানি জে তুমি আমকে ঘেন্ন করো কিন্তু সেটা আম
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ১৩:০২ | 122.252.231.12
  • তাইতো! কোন চুলোয়। ঃ)
  • anaamik | ০৭ মার্চ ২০০৯ ১২:৫৯ | 59.164.187.70
  • বানেরঘাটা রোড। ঃ-((
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ১২:৩৭ | 122.252.231.12
  • আর্বান নবাবে যাব ভেবেছিলাম। কিন্তু দ্রিসেশনের বাজারে পিছিয়ে গেলাম।
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ১২:৩৪ | 122.252.231.12
  • বিজি রোডটা কোথায়? আমি দেখি সময় পেলে সারজাপুরের দিকেরটায় যাব।

    একটাই প্রবলেম, শুধু ভেজ। তাই শেষমেষ মনে হয় যাওয়া হবে না। ঃ)
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ১১:৪২ | 122.252.231.12
  • এই স্যান! মস্ত কলন্দরে খেয়েছ? ফিডব্যাক দেবে?
  • san | ০৭ মার্চ ২০০৯ ১০:১৪ | 123.201.53.134
  • বাঃ বাঃ। "আমি x কে y কাজ করতে দেখে তিতিবিরক্ত ' - একে গালিগালাজ বলে? মাইরি?

    যাগ্গে। এনাফ ইজ এনাফ।
  • arjo | ০৭ মার্চ ২০০৯ ০৯:২৩ | 24.42.203.194
  • পড়েছি। মুক্ত দপ্তর নামছেন। ঃ)
  • d | ০৭ মার্চ ২০০৯ ০৮:৫৩ | 117.195.34.145
  • আর্য্য, একটু মেল দেখো।
  • m | ০৭ মার্চ ২০০৯ ০৪:০৮ | 12.217.30.133
  • বাইনারি,
    আপনার ধাক্কাধাক্কি র গল্প টা পড়ে আমার ছোট বেলার একটা গল্প মনে পড়ে গেলো- আমার ভাই এর কানে শুনতে খুব অসুবিধে হওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি দেখে শুনে একটা চিমটে দিয়ে বেশ একপুটলি কাগজ বার করে দিলেন-ওর অসুবিধে গায়েব, কিন্তু আমার গায়ে চিকালের মত কালিমা লেপে গেলো- আমি ই নাকি অসূয়াবশত দিদিকৃত্য সম্পন্ন করেছিঃ(
  • P | ০৭ মার্চ ২০০৯ ০৪:০৪ | 78.16.130.60
  • ন্যাড়াদার কানে শোনার যন্তরের লিংকটা কেউ একটু দেবে ?
  • Ishan | ০৭ মার্চ ২০০৯ ০৩:৫৪ | 12.163.39.254
  • বিশেষ করে শিবুদা এবং বাইনারিদা যখন মাল খাবে, তখন তো গাল দেবেই। ঃ)
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০৩:৪৩ | 198.169.6.69
  • কি মুশকিল, ঈশেন রাগে কেন ? এরকম তো কথা ছিলো না !!
  • sibu | ০৭ মার্চ ২০০৯ ০৩:৩৭ | 207.47.98.129
  • এই এই, মামু ওপেন ফোরামকে সেন্সর করছে ঃ)))।

    ওপেন ফোরামে অকারণে গালিগালাজ করার অধিকার দিতে হবে।
  • Ishan | ০৭ মার্চ ২০০৯ ০৩:০৮ | 12.163.39.254
  • আমি হেডফোন লাগিয়েও ১৮ র বেশি উঠতে পারলাম না। ঃ(
  • Ishan | ০৭ মার্চ ২০০৯ ০৩:০৭ | 12.163.39.254
  • স্যানকে একটা কথা বলার ছিল।

    ওপেন ফোরামকে বাড়ির বৈঠকখানা, বা গোঁসাঘর কিংবা নাট্যশালা কিভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে কোনো গাইডলাইন নাই। যে যা খুশি করতে পারে।
    শুধু আমাকে অকারণে গালিগালাজ না করলেই খুশি হব। ব্যাপারটা বিরক্তিকর লাগছে।
  • tania | ০৭ মার্চ ২০০৯ ০৩:০৪ | 65.115.93.98
  • আজ্জোর লাস্ট কমেন্টটা অসা! ঃ-))))
  • arjo | ০৭ মার্চ ২০০৯ ০২:২০ | 168.26.215.13
  • আমার ক্ষেত্রেও! এর থেকে খোলাখুলি খোলা পাতায় লেখা যাবে না। ঃ)
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০২:১৭ | 198.169.6.69
  • সক্কাল সক্কাল বমি পেলে আর গা গোলালে, হিসি-ই পরীক্ষা করাতে হয় জানি ঃ))
  • arjo | ০৭ মার্চ ২০০৯ ০১:৫৭ | 168.26.215.13
  • বাইনারী দার ঐ পোস্টটা এখন দেখলাম। কুইক প্রশ্নঃ আর ইউ সিওর ওটা হাগু পরীক্ষা হবে না। ;)
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০১:১৭ | 198.169.6.69
  • কানে শোনার গপ্পে মনে হল, প্রথম চাকুরিতে ঢোকার আগে মেডিকাল টেস্ট হয়েছিলো। একজন একটা বড় ঘরের কোনায় দাঁড়িরে ফিসফিস করে, ১২৪৫৬৫ বল্ল, আর আমাকে অন্য কোনায় দাঁড়িয়ে সেটাই চেঁচিয়ে বলতে হবে। ওটাই নাকি অডিওমেট্রি টেস্ট।
  • Du | ০৭ মার্চ ২০০৯ ০১:১১ | 74.7.148.7
  • আর শুনে কাজ কি? জীবনের ভালো ভালো কথাগুলি শোনা হয়ে গেছে অলরেডি।
  • arjo | ০৭ মার্চ ২০০৯ ০০:৫৫ | 168.26.215.13
  • কাল দুপুরের দিকে বয়স বাড়ছিল। আবার রাতের দিকে কমেছে। কর্মক্ষেত্রে সোসিত হতে হতে বয়স বেড়ে যাচ্ছিল।
  • arjo | ০৭ মার্চ ২০০৯ ০০:৫৩ | 168.26.215.13
  • এইচপি ডেস্কটপে আমি আছি।
  • Paramita | ০৭ মার্চ ২০০৯ ০০:৫১ | 63.82.71.141
  • ঐ কানে শোনার লিস্টিতে বারোর ঘরে কেউ আছে?
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ০০:৪৮ | 122.252.231.12
  • নিউটনের তৃতীয় সূত্র?
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০০:৪৪ | 198.169.6.69
  • তবে আমি ছোটো বেলায় একবার ম্যানহোলে পড়েছিলুম। কোনো কোনো দুর্জন পিতিবেশি বলে, আমার দাদা নাকি ধাক্কা মেরেছিলো, আর অন্য দুর্জন পিতিবশিরা বলে আমি-ই নাকি দাদাকে ধাক্কা মেরেছিলাম, কিন্তু তাল সামলাতে পারিনি।
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০০:৩৭ | 198.169.6.69
  • আর দ-এর ম্যানে্‌হালে পড়ার গপ্পটা সবিস্তারে শুনতে চাই। পিসি সরকার ওটার কোন অঙ্কে আছেন, সেটাও।
  • dd | ০৭ মার্চ ২০০৯ ০০:৩৫ | 122.167.5.217
  • অ্যাতো কনফিউসন কিসের? অ্যাঁ ? কিসের?
    বালক ব্রহ্মচারী (বালকদা) তো কবেই কয়েছিলেন " মহাপ্রলয় আসতেসে, আমারে ধইর‌্যা থাগো। কে কোথায় যাইব্যা, কুনো ঠিগ নাই।"
    তখন তো আপনেরা, আপনেরাই হেসে খুন। কতো মশ্‌করা। ফাজলেমি। এয়ার্কি।
    অ্যাখন বুঝুন। বুঝুন।
    নস্ত্রাদামুস( নস্ত্রাদা)ও লিচ্চয় কয়েছিলেন এই ক্রাইসিস নিয়া, এইবার আস্তে আস্তে খপর পাবেন।
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০০:৩২ | 198.169.6.69
  • না না কানাড়া নয়, কানাড়া নয়, কানাট্টা জানতে হবে।
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০০:৩০ | 198.169.6.69
  • আজ্জোর সক্কাল সক্কাল বমি পায় কেন ? লক্ষন তো সুবিধের নয়। হিসি পরীক্ষা করাও।
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ০০:৩০ | 122.252.231.12
  • কোন ভিসায় যেতে হয় কানাডা? কানাড়া জানলে সুবিধা হয় কিছু?
  • Binary | ০৭ মার্চ ২০০৯ ০০:২৮ | 198.169.6.69
  • আমি যে প্রদেশে থাকি, সিএনএন নাকি বলেছে, সেটা নর্থ আম্রিকার জব হটস্পট, এখন। এখানে নাকি এত কাজের সুযোগ, কিন্তু নাকি কেউ আসতে চায়না। কি করে আসবে, চাকরি দামি না -৩০ সেঃ তে থাকা দমি ? এই যেমন আজ, করকরে রোদ্দুর কিন্তু -২৫
  • arjo | ০৭ মার্চ ২০০৯ ০০:২৬ | 168.26.215.13
  • ব্যাঙ্কের এই ভালো অবস্থা আর খারপ অবস্থা কখন বদলে যায় বুঝি না। আমাদের ব্যাঙ্ক ওয়াকোভিয়া আগস্ট মাসে অন্য ব্যাঙ্ক কিনতে চেয়েছিল। ডিসেম্বরেই ঘোষণা হল ওয়েলস ফার্গো আমাদের ব্যাঙ্ক কিনে নিতে চায়।
  • sibu | ০৭ মার্চ ২০০৯ ০০:২৬ | 207.47.98.129
  • অপ্পন কুন বইটার কথা কয়, 'এঁড়েতার্কিক ভারতীয়' বইটা?

    তোমাগো ব্যাঙ্ক লইয়া এত্ত সিওর হইও না। বাজারে খবর FDIC তোমাগো ব্যাঙ্করে লঙ টার্ম সলভেন্সি প্ল্যান সাবমিট করতে কইসে।
  • d | ০৭ মার্চ ২০০৯ ০০:২৫ | 117.195.39.210
  • অ। ঐটা আমি সাহস করে পড়েছিলাম
  • d | ০৭ মার্চ ২০০৯ ০০:২৪ | 117.195.39.210
  • তদ্দিনে মার্কেট আবার উচ্চে উঠিবে না?
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • অর্থনীতি নয়। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান।
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • না, আমার শালা এখন যাবে না, কারণ আমাদের ব্যাঙ্কের লালবাতি জ্বলার চান্স বহুতই কম (এই বাজারে ফিনাকল নামাচ্ছে, আম্রিকায় প্রথম) আর আমার প্রোজেক্টটা এক বছরের আগে শেষ হবে না। কজেই বন্ধুবান্ধব প্রিয়জন সবার চাকরি চলে যেতে দেখব কিন্তু কাজের ঠেলায় তাদের ফেয়ারওয়েল লাঞ্চে যাবার সময়টাও পাবো না। শেষমেষ যবে ডাক আসবে তখন দেখব চারিদিকে আর কেউ নেই। এ যেন এক দীর্ঘ যন্ত্রাণাদায়ী টার্মিনাল ডিজিজ।
  • san | ০৭ মার্চ ২০০৯ ০০:২২ | 123.201.53.134
  • এছাড়া যে সব মেয়ে গত দুতিন মাসে ম্যাটার্নিটি লিভে গেছে, তাদেরও তিনমাস/ছমাস পরে আর ফেরত নেওয়া হবেনা বলেই শুনলাম ।
  • d | ০৭ মার্চ ২০০৯ ০০:২১ | 117.195.39.210
  • "অমর্ত্যবাবু'র কোন বই? সবাই এত অর্থনীতি পড়ছে কেন?
  • san | ০৭ মার্চ ২০০৯ ০০:২০ | 123.201.53.134
  • গুজব না হাতি। আমাদের ফ্লোরের বাইশ জন মত লোককে স্রেফ বিদায় করে দিয়েছে। অ্যাপ্রেইজালের সময় আরো কিছু হবে। দেখা যাক কদ্দিন থাকে আমাদের ঃ-)
  • dd | ০৭ মার্চ ২০০৯ ০০:১৯ | 122.167.5.217
  • আমার তো চাগরী ই নেই। তো, যাবে ক্যাম্নে? সেই ভয় নেই।
    তবে এই গত হপ্তায় চার চাড্ডে চীনাম্যানের সাথে সকাল থেকে মধ্য রাত্রি কাটিয়ে বুঝলাম, অনেক চীনাম্যানই চিন থেকে চাটি বাটি গুটিয়ে ইন্ডিয়াতে ইনভেস্ট কত্তে চায়।

    "ফিউচার" না কি হেথায়, হেথায়,হেথায়।
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ০০:১৯ | 122.252.231.12
  • শিবুদাকে ধর্মবিশ্বাসী সেকুলারিজম আর নাস্তিক সেকুলারিজমের কনসেপ্ট বোঝার জন্য অমর্ত্যবাবুর বইটার প্রথম দুটো চ্যাপ্টার পড়তে সাজেস্ট করলাম। আমিও বলতে পারতাম, কিন্তু দুটো কারণের জন্য পারা যাচ্ছে না। এক, আমার তরফে ইন্ডিয়াকে শাইনিং করার চেষ্টায় এখনো ভাঁটা পড়েনি (তাই সময় নেই) আর দুই, খোদ অমর্ত্যবাবুর লেখাটা ভাল। ঃ)
  • sibu | ০৭ মার্চ ২০০৯ ০০:১৫ | 207.47.98.129
  • চাগরি চলে যাবার গুজব সর্বত্রই শোনা যাচ্ছে। একটা ওয়েব পেজ করে এই সব গুজব কম্পাইল করলে হয়।
  • d | ০৭ মার্চ ২০০৯ ০০:১৩ | 117.195.39.210
  • হ্যাঁ আমিও শুনছি তো। শুনছি আর বিজনেস প্ল্যান বানাচ্ছি। বানাচ্ছি আর .....
    ঃ( ঃ( ঃ(
  • san | ০৭ মার্চ ২০০৯ ০০:১১ | 123.201.53.134
  • আমাদেরও যেকোন দিন চলে যাবে বলেছে ঃ-))))
  • Arpan | ০৭ মার্চ ২০০৯ ০০:১০ | 122.252.231.12
  • এর পরেও শুনছি যেকোন দিন চাকরি চলে যাবে। চলে গেলেই বাঁচি এবার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত