এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৯ মার্চ ২০০৯ ২২:৩৫ | 122.160.41.29
  • ওকে, কলকাতায় কি নতুন করে ঠিকানা প্রুফ চাইবে? সেটা আমি দিতে পারব না। আমার হুগলির ঠিকানা প্রুফ বলতে আমার বর্তমান পাসপোর্টই আছে।
  • d | ০৯ মার্চ ২০০৯ ২২:১৮ | 117.195.35.96
  • সরি, নতুন করে করানোর নয়, রিনিউ করানোর চেষ্টা করেছিলাম।
  • d | ০৯ মার্চ ২০০৯ ২২:১৭ | 117.195.35.96
  • কোয়ার্ক,
    আমি পুণেতে টাটা ইন্ডি'র ডেটা কার্ড আর ইউ এস বি, দুইই ব্যবহার করেছি। একই স্পেসিফিকেশানের ইউ এস বি মোডেমে স্পীডটা একটু বেটার পেয়েছি। তবে ঐ ডায়াল-আপের চেয়ে একটু ভাল --- এই আর কি। ব্রডব্যান্ডের ধারেকাছে যায় না। আর ইউ এস বি মোডেমের আরেকটা সুবিধে আছে, যে কোন রকম ল্যাপটপে বা ডেস্কটপেও লাগানো যায়।

    বে থে,
    আমি পুণেতে নতুন করে করানোর চেষ্টা করেছিলাম। ওরা এত আলতু ফালতু জিনিষ চাইতে লাগল ..... শেষে কলকাতা গিয়ে ব্র্যাবোর্ন রোডে জমা দিলাম। দিন দশেকের মধ্যে নতুনটা এসে গেছিল।
  • san | ০৯ মার্চ ২০০৯ ২০:৫৯ | 123.201.53.134
  • এমনি বলে না অপ্পন। পোবোন্ধো লেখার সাবজেক্ট কম পড়বে যে !
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:৫৪ | 65.194.243.232
  • ভেবে দেখলাম নিউ ওয়ার্ল্ড অর্ডার তাড়াতাড়ি ফর্ম করে যাওয়াই ভাল। একটা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। তখন মাত্র একটা বিপ্লব করলেই চলবে। ঃ-)
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:৪৮ | 168.26.215.13
  • আমি এখন 'ঘোরে' লিখছি কারণ বড় হয়ে আমি 'শতাব্দীর সেরা মানুষ হব'। আর ভাটে তোমরা উইকি থেকে আমার কোট তুলে দেবে। ভাববেন না বন্ধুগন সেদিনের আর বেশি দেরী নেই।
  • san | ০৯ মার্চ ২০০৯ ২০:৪৭ | 123.201.53.134
  • এক্কেরে ফ্রাইডে দ্য থার্টিন্থ !!! বাঃ বেশ বেশ। শনিবার একবার বলে যেও চাকরি টাকরি আছে কিনা ঃ-)
  • san | ০৯ মার্চ ২০০৯ ২০:৪৫ | 123.201.53.134
  • এই যে তুমি কিসব মিশে টিশে ওটা তৈরি হবে বললে? মূর্খ টূর্খ বোলোনা, মনে লাগে ঃ-)))))
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:৪৩ | 65.194.243.232
  • প্রজেক্টের লোকজনকে আমাদের দোকানেও বের করে দিয়েছে। লোকজন বলে বেড়াচ্ছে আরেকদফা ছাঁটাই হবে সামনের শুক্কুরবার, তেরো তারিখে।;-)
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:৪৩ | 168.26.215.13
  • মূর্খ সেটাকেই রিডাফাইন করব। নইলে শতাব্দীর সেরা মানুষ হব কেমনে?
  • san | ০৯ মার্চ ২০০৯ ২০:৪২ | 123.201.53.134
  • ইয়ে, কোয়ান্টাম ইকনমিক্স বলে একপিস মাল আছে তো ঃ-)
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:৪১ | 65.194.243.232
  • মাইরি বিল গেট্‌সকে কি অডিটে হুড়কো দিত অ্যামন? এই দেশে পড়ে থাকলে বিলুও কি আর বিলু হত?
  • siki | ০৯ মার্চ ২০০৯ ২০:৪০ | 122.162.84.199
  • যে দোকানে আছি, সেখান থেকে সুদূর ভবিষ্যতেও অনসাইটের কোনও সম্ভাবনা নাই। সেই দেখেই ঢুকেছি।

    আর অনসাইট যদি বলো, ডেনমার্কে আমার ওপেন অফার রাখা আছে, এখনও প্রায় সন্ধ্যেতেই স্কাইপ খুললেই চ্যাটে ডাকে, চলে এসো, চলে এসো। এই দ্রিসেশনের বাজারেও।

    প্রসঙ্গত, কলকাতা টিসিএসে নাকি লোকজনকে র‌্যান্ডম ধরে ধরে বের করে দিচ্ছে? প্রজেক্টের ভেতর থেকেও লোক তুলে বের করে দিচ্ছে, এক্সপিরিয়েন্স টিরিয়েন্স গ্রাহ্যি না-করেই? কেউ কনফার্ম করতে পারবে?
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:৩৯ | 168.26.215.13
  • এরম করে অপ্পন বিল গেট্‌স হলেই সেটা হল এসকেপ ভেলোসিটি। সোশাল সায়েন্স, ন্যাচরাল সায়েন্স মিলে মিশে তৈরী হবে কোয়ান্টাম অর্থনীতি। পরে আমি সেটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করে শতাব্দীর সেরা মানুষ হব। আমি কি প্ল্যানড।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:৩৭ | 65.194.243.232
  • এইরম খটোমটো বাংলা জার্গন কে রেকেচে? সামনে পেলে তাকে আগে গুচ্চ কেলাতাম, তারপরে পুঁজি ফুঁজি নিয়ে ভেবে দেখা যেত।
  • P | ০৯ মার্চ ২০০৯ ২০:৩৬ | 78.16.4.168
  • শ্রেনীর ভেলোসিটি! ঃ-)
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:৩৪ | 168.26.215.13
  • ভেবে দেকো তুমি সেই ভাগ্যবান কয়েকজনের একজন যারা শ্রমের পুনরুৎপাদনের খরচার থেকে বেশি পাচ্ছ। মানে এরম করে পুঁজি জমিয়ে তুমিও পুঁজিপতি হতে পার। এরেই কয় শ্রেণীর ভেলোসিটি, মার্ক্স না আমি কইলাম।
  • P | ০৯ মার্চ ২০০৯ ২০:৩৩ | 78.16.4.168
  • আমি নয়টি মাস এসব করি নাই। এই সোম্বার থেকে আবার সুরু হবে সোসন , ভেবেই সিউরে সিউরে উঠছি।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:৩২ | 65.194.243.232
  • হালার পিপিটি বানানো শ্যাস। এখন অডিটের প্রিপারেশন শুরু করতে হবে।

    স্বপনে সয়নে সুদু সোসন আর সোসন। ভাল্লাগে মাইরি?
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:৩০ | 65.194.243.232
  • পুজোর সময়।
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:২৯ | 168.26.215.13
  • ছেলের বের জন্য এই এস্টাইলটা আমার বেশ পছন্দ। নিজের মদটুকু কিনেই খাব নয়। ঃ)
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:২৮ | 65.194.243.232
  • আইলে জানাইবা। অবশ্য আমাদের সল্লেকে/সন্তোষপুরে থাকার চান্স বেশি।
  • P | ০৯ মার্চ ২০০৯ ২০:২৮ | 78.16.4.168
  • পোড়া ডুবলিনে রিনিউয়াল কত্তে তিন মাস লাগবে বলেছিল। অবিশ্যি দেড় মাসেই শেষমেষ এসে পড়ে। হাউ লাকি!

    ও , আর এখন শুনছি কি সব গন্ডোগোল করেছে পাশপোর্ট নাম্বার নিয়ে ( আমাদের নতুন নাম্বার Z দে শুরু) , তাই আবার এ পাশপোর্ট ফেরত দেনতুন করে অ্যাপ্লিকেশান কত্তে হবে। আহো !
  • P | ০৯ মার্চ ২০০৯ ২০:২৫ | 78.16.4.168
  • এদেশের কোনো কোনো বেতে আবার নিজের পয়সায় মদ কিনে খেতে হয়। ছ্যা ছ্যা।
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:২৫ | 168.26.215.13
  • সিকির আর আমার কি মিল কি মিল। আমাকেও এবছরেই পাসপোর্ট রিনিউ করাতে হবে। অপ্পন ঠিকই লিখসে, এখানে একেবারে কুলকাল। কষ্ট করে ফেডেক্সের দোকানে যেতে হবে শুধু।
  • P | ০৯ মার্চ ২০০৯ ২০:২৪ | 78.16.4.168
  • আমি ডিসেম্বারের শেষ থেকে জ্যানের মাঝামাঝি পজ্জন্ত সোনামুখীতে ছিলুম তো। য্‌যা , তাইলে দেখা হতে পারতো। নেস্ট টাইম ইট ইজ।
    ব্যাঙ্গালোর আমি যাই নি , পুঁটের বাপ গেছিল। পুজোর সময় একবার ঢুঁ মারার ইচ্ছে আছে আবার। দেখি।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:২৩ | 65.194.243.232
  • আমি ইউকে তে করিয়েছিলাম। এইসব রিনিউয়ালের কাজফাজ বিদেশে ইন্ডিয়ান কনসুলেটে কুলকাল হয়ে যায়।

    বেথে একটা অনসাইট ট্রিপ মেরে ফেল। ;-)
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ২০:২১ | 168.26.215.13
  • ঠিক করাই আসে, বিলাইতি বে, চ, বিস্কিট ইত্যাদি ইত্যাদি। আর যদি সে চান্সও না দেয় ভালোই।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:২১ | 65.194.243.232
  • দেশে কবে থেকে কবে অব্দি ছিলে? আমিও তো জ্যানের থার্ড উইক সল্লেকে ছিলাম।

    বেঙ্গালুরু আসোনি এবার?
  • siki | ০৯ মার্চ ২০০৯ ২০:২০ | 122.162.84.199
  • অরিজিৎ বিদেশ থেকে ফির‌্যা বউটাকে পুরো নন-এনটিটি বানায়ে ফ্যালসে গিয়া। বউ কি চাগ্রি করে? এখানে? তাইলে অফিসের লেটারহেডে অ্যাড্রেসপ্রুফ বানিয়ে নিয়ে গেলে পাশপোর্ট হয়ে যায়। আর ভোটের লিস্টে নাম ... সুমনার পাশপোর্টে কি spouce হিসেবে তোমার নাম আছে? নাকি ওর পাশপোর্ট বিয়ের আগে করানো? ওর পাশপোর্টে তোমার নাম থাকলে তার কপি আর তোমার ঠিকানা প্রুফ দিলে হয়ে যাওয়া উচিৎ।

    ইউপিতে আমার তো এলাইসির লাস্ট প্রিমিয়ামের রসিদ দেখিয়ে ড্রাইভিন লাইসিন হয়েছিল। আমার ভোটার আইকার্ড নেই-নেই ঃ-)) আমি ঘুমন্ত ভারতীয়। যদিও টাটা টি খাই।

    প্রসঙ্গত, পাশপোর্ট রিনিউয়ালের অভিজ্ঞতা আছে কারও? আমার পাশপোর্ট কলকাতা থেকে বানানো, এই বছর এক্সপায়ার করবে। তা আমাকে কি কলকাতা গিয়ে করাতে হবে নাকি গাজিয়াবাদ থেকে ফ্রেশ পাসপোর্ট করাতে পারব?
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ২০:১৮ | 65.194.243.232
  • আমিও তখন সদ্য আম্রিকাফেরত ছিলাম। পুঁটির বে তে না জানি কী দশা হবে। ঃ(
  • P | ০৯ মার্চ ২০০৯ ১৯:৫৩ | 78.16.4.168
  • ঃ-)
    পেল বৈ কি। তবে তোমার বে-র প্যান্ডেলখান অ্যাফোর্ড কত্তে পাল্লুম না ।
    এন আর আই দের শেষের এদিন কি ভয়ংকর ! ঃ-)
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১৯:৪৯ | 65.194.243.232
  • এই মিনসে চোকের মাতা খেয়েসে! পরিষ্কার লিখেছ "তোমার পুঁটির মা'।

    সত্যি কী কাণ্ড! তা সে ব্যাটা আল্টিমেটলি বরাত পেল? ঃ))
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১৯:৪৬ | 65.194.243.232
  • খাইসে! পুঁটির মা টা কে?

    D
  • P | ০৯ মার্চ ২০০৯ ১৯:২০ | 78.16.4.168
  • ও ইয়ে , অপ্পন এবারে দ্যাশে গিয়ে তোমাগো বে-র প্যান্ডেলে একটা মানসভ্রমণ সেরে এলুম।
    আমাদের পুঁটের অন্নপ্রাশণের আগে আমাদের ডেকোরেটার ভদ্রলোককে বল্লুম যদি কোনো ছবিছাবা থাকে তাইলে দেখাও , আমরা ওর মধ্যে পছন্দ করে বলে দেবো কোনটা করতে হবে। তা সে গিয়ে একটা এত্ত বড় অ্যালবাম নিয়ে এল , ,প্রথম ছবিতেই দেখি প্যান্ডেলের মাথায় ফুল দে তোমার আর তোমার পুঁটির মার নাম ঃ-))
    কোথাকার প্যান্ডেল কোথায় গড়ায় !
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১৯:০৩ | 65.194.243.232
  • বাজারের লঙ্কা কেনা আমার পোর্টফোলিওতে আসে না। বেশ, স্ট্যাটাস মিটিঙে জানিয়ে দেব।
  • san | ০৯ মার্চ ২০০৯ ১৯:০১ | 12.144.134.2
  • ও, পাশেই আরেকজন ফুচকার মধ্যে টমেটো, ক্যাপসিকাম আর ঘুগনি ঢুকিয়ে বিক্কিরি কচ্ছিল। মাইরি মাক্কালী।ভয়ে পালিয়ে এলাম।
  • sayan | ০৯ মার্চ ২০০৯ ১৮:৫৮ | 160.83.96.82
  • অপ্পন্দা, আশেপাশে চুরমুর এর গুমটি নাই? দেখবে একটু ফেডেড সবুজ লঙ্কা, বেশ লম্বামতন - নির্দ্বিধিয়ায় কিনে খেয়ো। ঝাল গ্যারান্টীড।
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১৮:৫২ | 65.194.243.232
  • বেঙ্গালুরুর লঙ্কায় ঝাল নেই। আজকেরগুলো তেমন ক্রিস্পিও ছিল না।
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ১৮:৪২ | 168.26.215.13
  • ওটা মনে হয় লংকাভাজি উইদাওট লংকা ছিল।
  • san | ০৯ মার্চ ২০০৯ ১৮:৪১ | 12.144.134.2
  • আজকাল লংকাভাজিতে ভাল করে ঝাল দেয়না কেন কেজানে ! আমিও এই একটা খেলাম, এবং খুব বিরক্ত হলাম। এরকম বেগুনির মত খেতে লংকাভাজির কোন মানে হয় !
  • sayan | ০৯ মার্চ ২০০৯ ১৮:৪০ | 160.83.96.81
  • আম্মো যাই এট্টু মির্চিভাজি খেয়ে আসি।

    (এই মহাজাগতিক পুরুষ ব্ল্যাঙ্কি কে টরেন্টে পুরে একটু সীড কত্তে ইচ্ছে করছে)
  • san | ০৯ মার্চ ২০০৯ ১৮:৩৬ | 12.144.134.2
  • পার্থিব উস্কানি !
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৮:৩৫ | 125.18.104.1
  • বাচ্চারা অত ণত্ব-ষত্ব বোঝে না। ;-)
  • arjo | ০৯ মার্চ ২০০৯ ১৮:৩২ | 168.26.215.13
  • ব্ল্যাংকি বাবু মহাপুরুষ হতে গেলে আগে পুরুষত্ব ত্যাগ করতে হয়। ভেবে দেকো এট্টু। ;)
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ১৮:৩০ | 203.99.212.224
  • নাহ, রঙ্গন দার পোস্ট পড়বো না। মহাপুরুষ হতে গেলে এসব পার্থিব উস্কানিতে কান দিলে চলে না
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ১৮:২৮ | 203.99.212.224
  • সে কাল থেকেই ফের হবো। তোমার বাড়ি তো পাশেই, ও টুক করে গিয়ে দিয়ে আসবো
  • Arpan | ০৯ মার্চ ২০০৯ ১৮:২৮ | 65.194.243.232
  • আমি গেলাম লংকাভাজা উইথ চা প্যাঁদাতে।
  • r | ০৯ মার্চ ২০০৯ ১৮:২৮ | 125.18.104.1
  • মহাবাচ্চা। ;-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত