এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১০ মার্চ ২০০৯ ১১:২২ | 203.99.212.224
  • ওয়ালমার্টের তাঁবু পারি
  • Arijit | ১০ মার্চ ২০০৯ ১১:২০ | 61.95.144.123
  • এখনকার তাঁবুগুলো দাঁড় করানো তো খুব সোজা!
  • Tim | ১০ মার্চ ২০০৯ ১১:১৯ | 71.62.2.93
  • পাঠাচ্ছি দাঁড়া। পেথ্‌থম পেলেন ওড়ার জায়গাটাও দেখলাম। ওটা অবশ্য ভালো বেশ।
    তুই তাঁবু খাটাতে পারিস?
  • Blank | ১০ মার্চ ২০০৯ ১১:১৫ | 203.99.212.224
  • সেটা কি বস্তু? ছবি দেখা
  • Tim | ১০ মার্চ ২০০৯ ১১:১৩ | 71.62.2.93
  • ওকরাকোক ঘুরে এলুম। কি ইয়ে জায়গা। ধুর!ঃ(
  • h | ১০ মার্চ ২০০৯ ১০:৪৬ | 203.99.212.224
  • না এটা বাজে আইডিয়া। কারণ এটা ইমপ্লিমেন্ট করতে গেলে কলকাতা বা ঢাকায় বা দিল্লী তে কাউকে থাকতে হবে। যারা লোক জন চেনে, আর যরা কারুউর আপিসে গেলে দারোয়ানে তাড়িয়ে দেবে না। নিউ ইয়র্ক বা লঁডনে থাকলেও হবে ;-) তবে চেনা জগত দিয়ে শুরু করাই ভালো, কিন্তু কে করবে, মেন লোক সৈকত, সে তো এই জায়গা গুলার কোথাও থাকে না।
  • h | ১০ মার্চ ২০০৯ ১০:৩৯ | 203.99.212.224
  • সুদু বুক রিভিউ য়ে বই বিক্কিরি বাড়ে কে বল্লো ;-)

    ইশান মাইরি পাবলিশার দের সঙ্গে কথা বলে (অদূর ভবিষ্যতে প্রকাশিতব্য), নতুন বইয়ের সিস্টেমেটিক ভাবে রিভিউ করালে পারে। কিছু বড় দের দিয়ে।
  • Arijit | ১০ মার্চ ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • ইপ্পি - জেবনে একটাই মিডিয়া প্লেয়ার লাগে - সেটা হল ভিএলসি। আর কখনো কিছু লাগবে না;-)
  • pi | ১০ মার্চ ২০০৯ ১০:২৭ | 69.255.233.93
  • *ফোঁ
  • Arijit | ১০ মার্চ ২০০৯ ১০:২৬ | 61.95.144.123
  • এখনও শেষ হয় নাই। তবে আমি ভাবছি কিনেই ফেলি - এই বইটা কেনার যোগ্য। আজ ওই বুকসেলারে গিয়ে দেখবো ওর কাছে আছে কিনা।
  • pi | ১০ মার্চ ২০০৯ ১০:২৬ | 69.255.233.93
  • ব্ল্যাংকি, সিঁফি, থ্যাংকু।
    আমার মিডিয়া প্লেয়ার বলে চলছিল না তাইলে। vlc নামিয়ে দেখি ...
  • h | ১০ মার্চ ২০০৯ ১০:২৪ | 203.99.212.224
  • পড়ালে? তোমার পড়া হলে, কোচ্চেন গুলো করতে হবে, বড়দের ইন্টারেস্ট থাকতে থাকতে।
  • Arijit | ১০ মার্চ ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • বিএসএনএল দু চারদিনের মধ্যে ব্রডব্যাণ্ড কানেকশন দিয়ে যাবে বলেছে। বাবা গিয়ে ঝাড়াতে কাজ হল না জেনারেল ম্যাঞ্জারদের মেল করাতে হল জানি না। তবে না আঁচালে বিশ্বাস নেই - আগে লাগাক। নইলে আপাততঃ ইউএসবি মোডেম নিয়ে নেবো। EVDO কলকাতায় লঞ্চ হলে সেটা নিয়ে নেবো।
  • Arijit | ১০ মার্চ ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
  • বেথে - আমাদের পাসপোর্ট রিনিউয়াল হয়েছে এডিনবরায় - ঠিক এক মাসের মধ্যে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলো। আর ব্যাঙ্কে ওইসব বলা আমার হয়ে গেছে - যে পাসপোর্টে স্পাউস হিসেবে আমার নাম, ম্যারেজ সাট্টিফিকেটে আমার নাম, তো আমার অ্যাড্রেসে হবে না? ওদের কথা হবে না। ওরাই ভগমান, কাজেই কিছু করার নাই।

    কলকাতা টিসিএসে আড়াই থেকে তিন পার্সেন্ট ছাঁটাই হয়েছে - কালকের কনফার্মড খবর।

    দু - মিসিসিপি মশালায় ঠিক এরকমই একটা কথা ছিলো ডেনজেল ওয়াশিংটনের মুখে।
  • M1 | ১০ মার্চ ২০০৯ ১০:০৫ | 59.93.210.70
  • মাইমার জলাশয়ের কেসটা কি ছিল??
  • siki | ১০ মার্চ ২০০৯ ০৫:৩৫ | 122.160.41.29
  • হাজমোলা স্যর!
  • Binary | ১০ মার্চ ২০০৯ ০৫:২৭ | 70.64.8.206
  • মাইমার বাংলা হজম হয়নি, তাই চোঁয়া ঢেঁকুর ঃ))) ইংরাজিগুলো হজম হয়ে গেছে।
  • Binary | ১০ মার্চ ২০০৯ ০৫:২৫ | 70.64.8.206
  • কোট অফ দ্য ডে ঃ
    আইপিএলে খেলতে আসার আগে সিকিউরিট-ফিকিউরিটি বিদেশি প্লেয়ারদের এসব বাহানা দেখে, দাদা উবাচ, 'আসবে আসবে, সবকটা ঠিক-ই আসবে'।
  • siki | ১০ মার্চ ২০০৯ ০৪:০০ | 122.160.41.29
  • কীসের এক লক্ষ টন? কে মেপেছে? কেন মাপল?
  • Du | ১০ মার্চ ২০০৯ ০৩:৩৪ | 74.7.148.7
  • কিন্তু এক লক্ষ টন মাপলো কি করে ?
  • siki | ১০ মার্চ ২০০৯ ০৩:২৪ | 122.160.41.29
  • যেদিন আমি রাতে ঘুমোই সেদিন ভাটপাতা এক এক রাতে চোদ্দ পনেরো পাতা এগিয়ে যায়, আজ জেগে আছি, আজ কারুর টিকি খোঁপা বিনুনির দেখা নেই।
  • siki | ১০ মার্চ ২০০৯ ০৩:০১ | 122.160.41.29
  • পাচ্ছি। কংক্রীটের জঙ্গল। দুর্গন্ধ।
  • m | ১০ মার্চ ২০০৯ ০২:১৪ | 12.217.30.133
  • শমীক ,জানলা দিয়ে আপিশের বাইরে কি দেখতে পাচ্ছো এখন?
  • siki | ১০ মার্চ ২০০৯ ০১:৫৯ | 122.160.41.29
  • আপিস। নাইড্ডিউটি।
  • m | ১০ মার্চ ২০০৯ ০১:৪২ | 12.217.30.133
  • শমীক,
    বাড়িতে বসে এখনো কাজ করছো নাকি আপিশে?
  • siki | ১০ মার্চ ২০০৯ ০১:২৮ | 122.160.41.29
  • আমিও হ্যায়।
  • m | ১০ মার্চ ২০০৯ ০১:২৬ | 12.217.30.133
  • বাইরে বড় জলাশয় নেই তো?
  • M1 | ১০ মার্চ ২০০৯ ০১:২৪ | 59.93.217.38
  • নাহ যাই যাই নিশি ডাকে
  • m | ১০ মার্চ ২০০৯ ০১:১৯ | 12.217.30.133
  • ও পাঁঠা, সেতো হপ্তান্তে আমরাও ছিলাম তবে বলিরঃ)
  • M1 | ১০ মার্চ ২০০৯ ০১:১৯ | 59.93.217.38
  • বড়া পাও আর ম্যাকডোনাল্ড বার্গার
  • m | ১০ মার্চ ২০০৯ ০১:১৮ | 12.217.30.133
  • তিনটি ইংরেজি ছবির সঙ্গে আমি একটা বাংলা ছবি দেখে এখনো চোঁয়া ঢেকুর তুলে চলেছি!
  • M1 | ১০ মার্চ ২০০৯ ০১:১০ | 59.93.217.38
  • উইকএণ্ডে আমি আর পাঁঠা।
  • arjo | ১০ মার্চ ২০০৯ ০১:০৯ | 168.26.215.13
  • কিছুক্ষণ আগে থা, আভি নেহি হ্যায়। ঃ)।
  • M1 | ১০ মার্চ ২০০৯ ০১:০৮ | 59.93.217.38
  • আমেরিকায় ব্ল্যাঙ্কি কে ড্রাগ ব্যবসায়ীরা ধরেছিল তো,ক্রেতা ভেবে
    হুঁ হুঁ বাওয়া,সব খবর আছে
  • m | ১০ মার্চ ২০০৯ ০১:০৮ | 12.217.30.133
  • এমোয়ান,
    কেমন কাটলো উইকএন্ড?
  • M1 | ১০ মার্চ ২০০৯ ০১:০৫ | 59.93.217.38
  • ৩ দিনের বেরেক ছিল।আম্মো এসে গেছি
  • m | ১০ মার্চ ২০০৯ ০১:০৩ | 12.217.30.133
  • আজ আমি এসেছি, কারুর দেখা নাইঃ((

    কোয়ি হ্যায়???????????????
  • m | ১০ মার্চ ২০০৯ ০০:৩২ | 12.217.30.133
  • দু,
    কাল এমেসেনবিসি তে উত্তর পূর্ব আমেরিকার হেরো ইন এর রমরমা নিয়ে একটা অনুষ্ঠান দেখাচ্ছিলো- তাতে যতজন সত্যিকারের ড্রাগবিক্রেতাকে দেখালো, আশ্চর্য,তারা সবাই কালো।ক্রেতা রা কালো সাদা উভয়েই- আর যারা এখন রিহ্যাবে আছে আর নিজেদের বক্তব্য জানালো- তারা দুজনেই সাদা!
  • d | ১০ মার্চ ২০০৯ ০০:১৭ | 117.195.35.96
  • হুঁ ঠিক বলেছিস।
    ভারতীয় কোম্পানিগুলো অনেকেই এই সুযোগটা নিচ্ছে। আর ওরাও জানে যে অন্য সবাই জানে যে সুযোগ নিচ্ছে, তাই যতটা পারছে পারফর্মেন্স কেন্দ্রিক করার চেষ্টা চালাচ্ছে।
  • Blank | ১০ মার্চ ২০০৯ ০০:১৫ | 59.93.192.3
  • প্রোজেক্টের অবস্থা ততো খারাপ না। যাতে খারাপ না হয়, তাই আগে ভাগেই সামলে সুমলে নেওয়ার ধান্দা এটা। আর টিসিএসের বেঞ্চ মনে হয় আমাদের ইস্কুলের সব বেঞ্চ গুলো জুড়লেও তার থেকে সাইজে বড়ো।
  • d | ১০ মার্চ ২০০৯ ০০:১০ | 117.195.35.96
  • খবর্নয় এর শেষ প্যারা'র প্রথম লাইনের ইংরাজীগুলো "হততপ' টাইপের রয়ে গেছে।
    আর বু বু ভা'র নামটা?

    তুমি না .... সত্যি মাইরী!
  • arjo | ১০ মার্চ ২০০৯ ০০:০৮ | 168.26.215.13
  • সুযোগ পেয়ে ছেঁটে দিচ্ছে। আগামী দিনে বেঞ্চ কেমন হবে ঠিক নেই তো। বেশি লোক লাগলে আবার নিয়ে নেবে। ছাঁটাটাই কঠিন। এই সুযোগে যা ছাঁটা যায় আর কি।

    খবর্নয়তে অক্ষমভড় দেখা দিয়েছেন।
  • Ishan | ১০ মার্চ ২০০৯ ০০:০৬ | 12.163.39.254
  • কিন্তু খবর্নয়ে কি ঘেঁটেছে? কিছু দেখতে পেলাম না তো।

    অবশ্য দেখতে পেলে আগেই তো ঠিক করে দিতাম। আমি একটু কানাও আছি। ঃ)
  • d | ১০ মার্চ ২০০৯ ০০:০৪ | 117.195.35.96
  • আমি যদ্দুর জানি, বেশীরভাগ কোং ই ডিসেম্বারের শেষ নাগাদ ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কাদের কাদের বের করবে, সেই লিস্ট রেডী রেখেছে।
  • Ishan | ১০ মার্চ ২০০৯ ০০:০২ | 12.163.39.254
  • মানে ১৫ দিন আগে হিসেব করেছে। এখন বার করেছে।

    কিন্তু প্রোজেক্টের কি সত্যিই এত খারাপ অবস্থা? ভারতে?
  • Blank | ০৯ মার্চ ২০০৯ ২৩:৫৭ | 59.93.192.3
  • টিসিএস কাদের বার করে দেবে তা মনে হয় আগেই বেছে রেখেছিলো। যারা খুব নিকট অতীতে বেঞ্চে ছিল অনেকদিন (এখন হয়তো কোনো প্রোজেক্টে) বা যাদের গত দু বছরের অ্যাপ্রাইসাল ঢিলে, তাদের ধরে ধরে বার করছে। কোলকাতা টিসিএস প্রায় ৫০০ (শোনা খবর) এখনো অব্দি। আমার এক জুনিয়ার কদিন আগে পেয়েছে চিঠি। ওদের প্রায় জনা পনেরো কিছুদিন আগে অব্দি বেঞ্চে ছিল। সবাইকে চিঠি ধরিয়েছে, যদিও চিঠি ধরাবার সময় বিলেবল ছিল অনেকেই
  • Ishan | ০৯ মার্চ ২০০৯ ২৩:৫৫ | 12.163.39.254
  • ঠিক ঠিক। তাই কেমন চেনা চেনা লাগছিল। কিন্তু ধরতে পারিনি।
  • Du | ০৯ মার্চ ২০০৯ ২৩:৪৩ | 74.7.148.7
  • টইপাত্তরের সার্চ খুঁজতে পারলাম না, তাই এখেনেই লিখি।

    মাইকেল ডগলাসের ট্র্যাফিক নামক একখান সিনেমায় একটা সীন ছিল অ্যান্টি ড্রাগ অফিসারের টিনেজ কন্যা ড্রাগের জন্য কালো ড্রাগ পেডলারের বিছানায় যায়। পুরো ঘটনাটার ভয়ানকত্বটাকে স্ট্রেস করার জন্যই কিনা কে জানে - কালো লোকের ব্যবহার বলে মেনে হয়েছে এবং স্বীকার করি ইভেন দো ভেরি রং দ্য পয়েন্ট কেম অ্যাক্রস।
    ফ্যাশনে সেই সিনটাকে দেখছি ইউজ করা হয়েছে। আমরা কালো ভারতীয় হয়েও বিবমিষা উদ্রেক করতে আফ্রিকান মানুষের ব্যবহার করলাম, হজম হল না একে বারেই।
  • siki | ০৯ মার্চ ২০০৯ ২৩:১৩ | 122.160.41.29
  • নাহ্‌। আমি এখন আপিসে। নাইড্ডিউটি।
  • d | ০৯ মার্চ ২০০৯ ২২:৫৯ | 117.195.35.96
  • এইরে! তাহলে একটু ক্যাচাল হবার কথা। তুমি জিচ্যাটে আছ এখন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত