এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:৫৩ | 202.141.148.99
  • উঁহু, একঘন্টায় একবার টা ঠিক নয়, ফ্রিকোয়েন্সিটা আরেট্টু বেশি
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৫৩ | 71.106.244.161
  • ডিপেন্ড করছে এই কোডটা কতবার এক্সিকিউট হবে তার ওপর। যদি এই কোডটা প্রতি সার্ভিস রিকোয়েস্টে পাঁচবার এক্সিকিউট হয় তো তফাৎ টের পেতে হতে পারে পীক লোডে।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:৫১ | 75.3.201.245
  • টাইম এফিশিয়েন্সির কি আছে? হচ্ছে তো একটা চার বাইট সংখ্যার বিট কাউন্ট। যদি প্রতি সেকেন্ডে দশ হাজারটা এরকম অপারেশান করতে হত তবে এফিশিয়েন্সির কথা ভাবব। এটা হয়ত একটা পিস অফ কোড যেটা হাজার হাজার লাইন কোডের মধ্যে এক কোনায় পড়ে আছে। হয়ত এক ঘন্টা কোড রান করলে একবার একজিকিউটেড হবে। এখানে এফিশিয়েন্সি নিয়ে এত মাতামাতির কি আছে?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৪৯ | 61.95.144.123
  • তবে ইদানিং অবশ্য গুগুলকাকুর জিনিসপত্র নিয়েও ঘাঁটতে হচ্ছে - ম্যাপরিডিউস (অবশ্য হাডুপে)
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৪৭ | 61.95.144.123
  • সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৪৬ | 71.106.244.161
  • SOA কি?
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৪৫ | 71.106.244.161
  • দ্রি-র এই অ্যালগোটা ঠিক হয়েছে। আগেরটা বাগি ছিল।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৪৪ | 61.95.144.123
  • তাই হবে। শালারা যা বোর করেছিলো ইন্টারভিউতে...আরে আমি আদৌ অ্যালগোর লোক নই, স্পেশ্যালাইজেশনের যুগ - আমি শোয়াবসা (SOA) নিয়ে কাজ করি - তো সেই নুথের বইয়ের কটিন কটিন কোশ্চেনগুলো করে...বড়হাতের ও নিয়ে। শেষে আমি খচে গিয়ে বলে দিলুম যে তোমরা তো আমার রেজিউমে চোখের সামনে নিয়ে বসে আছো, ইরেলেভান্ট কোশ্চেন করে কি হাতির মাথা বুঝবে?
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৪৪ | 71.106.244.161
  • স্পেস অ্যালোকেট করে যদি টাইম এফিসিয়েন্সি বাড়ানো যায় তো নয় কেন? ভেবে দেখ, একটা মাল্টিথ্রেডেড সার্ভার কোডে একটা ৬৪ এলিমেন্টের const অ্যারে আর অতটা স্পেস। কিন্তু টাইম এফিসিয়েন্সি অনেক বেশী ইম্পর্ট্যান্ট সার্ভার রেটিং বাড়াতে।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:৪২ | 75.3.201.245
  • শিবুদা গুগলের মাল তো, সার্চ অ্যালগো লাগাতে না পারলে মনটা ভরে না।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:৪০ | 75.3.201.245
  • ১ দিয়ে অ্যান্ড করার কোন দরকার নেই।

    লুপ শুরু, ইনিশিয়াল লুপ কাউন্ট ১

    চেক ফর ১

    ইফ ইয়েস স্টপ, ক্যালকুলেট রেজাল্ট

    ইপ নট ডিভাইড বাই ২

    ইনক্রিমেন্ট লুপ কাউন্ট
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৪০ | 61.95.144.123
  • আর অ্যারে অ্যালোকেট করে খামোখা স্পেস কনজিউম করার কি দরকার? বাইনারি বিট-শিফট বা মাস্কিং-এর অপশন যখন রয়েছে?

    (যদিও অ্যারে দিয়ে কি হবে সেটা এখনও বুঝি নাই)
  • san | ০৬ মার্চ ২০০৯ ১২:৪০ | 12.144.134.2
  • টিএমসি এবং মমতার ফরে অবশ্য আমার কোনো বক্তব্য রাখার নেই ;-)
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৯ | 71.106.244.161
  • হ্‌ম্‌ম। আসলে এটা যদি কোন সার্ভার কোডে থাকে তাহলে উত্তর এত ট্রিভিয়াল হবে না। আর ৩২-এর বদলে ৬৪-ও তো হতে পারে।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৮ | 61.95.144.123
  • নাঃ অ্যাটলিস্ট অন্য অনেকের মতন নিরপেক্ষ সুশীলের মুখোশ তো পরেনি। মানি, না মানি - দাঁড়িয়েছে বেশ করেছে।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৭ | 75.3.201.245
  • ওফ শিবুদা! অ্যারেতে ম্যাক্স ৩২ টা এলিমেন্ট থাকবে। এখানে বাইনারি সার্চ করে আপনি কোন তীর মেরে দেবেন শুনি?
  • Blank | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৭ | 170.153.65.23
  • আর টি এম সির হয়ে দাড়াবার জন্য ওটাকে রাস্তায় ধরে ঠ্যাঙানো উচিৎ
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৭ | 202.141.148.99
  • আসলে ঐ গানের বক্তব্য আর ঐ "ইচ্ছা বা অনিচ্ছা" একেবারে বিপরীতমুখে যাচ্চে কিনা, তাই।

    অবিশ্যি যদি বলেন গান গেয়ে রোজগার ক'রি, বিশ্বেস কত্তে কে দিব্যি দিয়েচে, তাইলে কিস্যু বলার নাই।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৫ | 61.95.144.123
  • ওইজন্যে তো আগে জাস্ট ১ দিয়ে অ্যাণ্ড করে উত্তর দেখতে হবে। প্রথম বিটেই ১ থাকলে উত্তর ১, ব্যাস কাম খতম, পয়সা হজম।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৪ | 71.106.244.161
  • দ্রি-এর উত্তরটা শুরুতে ১ থাকলে ইনফাইনাইট লুপে চোলে যাবে।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৩ | 12.144.134.2
  • অপ্পনকে থ্যাংকিউ , সাপোর্টের জন্য নয়, 'সেকুলার' কথাটা গুছিয়ে লিখে উঠতে পারছিলাম না বলে ঃ-)

    নাঃ , আপাতত জনতাকে নিষ্কৃতি দিলাম ঃ-))))))
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:৩৩ | 71.106.244.161
  • অজ্জিতের উত্তরটা আসলে একটা অ্যারের ওপর লিনিয়ার সার্চ। বাইনারি সার্চ করলে কি বেটার হবে?
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:৩২ | 75.3.201.245
  • আর রাইট শিফটে অ্যালার্জি থাকলে জাস্ট দুই দিয়ে ভাগ দিতে পারেন। একটা লুপে দুই দিয়ে ভাগ দিয়ে যান। চেক করুন ১ হল কিনা।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:৩১ | 75.3.201.245
  • একটা লুপে রাইট শিফ্‌ট করাতে শুরু করুন। প্রত্যেক বারের শেষে চেক করুন রেজাল্টটা ১ কিনা। যেই ১ হবে লুপ কাউন্টটা খেয়াল করুন। পেয়ে যাবেন।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১২:৩১ | 12.144.134.2
  • তা হলে তো যে শ্রোতারা সুমন চট্টোপাধ্যায়ের গান ভাল বলার সঙ্গে সঙ্গে যে কোনো একটিও ধর্মাচরণে ইচ্ছা বা অনিচ্ছায় এন্ডোর্স করেছেন , তারা সক্কলে ইকুয়ালি ****। কে কার বিচার করে?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:২৮ | 61.95.144.123
  • একই ফাণ্ডা। 1 দিয়ে অ্যাণ্ড করো। উত্তর শুণ্য হলে রাইট শিফট করো। যেই 1 হবে বন্ধ। এবার যতবার শিফট করলে সেটা হল উত্তরঃ-)
  • Blank | ০৬ মার্চ ২০০৯ ১২:২৬ | 170.153.65.23
  • 'হিন্দু নেতার সলমা খাতুন পুত্রবধু', এই লাইঅঙ্গুলো শুনলেই লোকটাকে আরো বড় **** মনে হয়।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:২৬ | 202.141.148.99
  • ধন্যবাদ সব্বাই কে ...

    আরেকটা ছোট্ট অঙ্ক - একটা বাইনারি নম্বর এর একখানি বিট ১ আচে, বাকি সব শূণ্য .... ডানদিক থেকে গুনে কি ক'রে পাওয়া যাবে, কোন্‌টে ১?
  • anaamik | ০৬ মার্চ ২০০৯ ১২:২৫ | 196.15.16.20
  • ভুলিয়ে ভালিয়ে ঘুর পথে কম ছাই পড়ানোর গ্লোবালাইজ্‌ড চক্রান্তের বিরুদ্ধে দিকে দিকে প্রতিরোধ গড়ে তুলুন। বিট পেলেই কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলুন।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:২৪ | 61.95.144.123
  • চব্বিশবার কেন? 0x3FFB তো - শেষের তিনটেকে বিদেয় করলেই তো হবে - বারোবার নয়?
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:২৩ | 75.3.201.245
  • অ্যাকচুয়ালি ২৪ নয় ১২ বার। এবং চার বাইট ও নয়। দু বাইট। মাথাটা বড্ড জ্যাম হয়ে আছে।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:২২ | 71.106.244.161
  • তাই।
  • nyara | ০৬ মার্চ ২০০৯ ১২:২১ | 64.105.168.210
  • ও, শিবুদা বলছিলে ৪-বিট নম্বর মানে ১৬-ট কম্বিনেশন। বের করে লুকাপ টেবিলে ঢুকিয়ে দাও ডিজাইন টাইমে। তাই কি?
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:২১ | 71.106.244.161
  • আমি চার বিট ভেবেছিলাম। বাইট হলে অন্য গপ্পো।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:২১ | 75.3.201.245
  • হ্যাঁ অর্জিত, সরি। ঐ এক্সট্রা মাস্কিং করার কোন মানেই হয় না। সোজা বিট শিফ্‌ট করিয়ে দিন ২৪ বার।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:২১ | 61.95.144.123
  • ওইত্তো - 0x0FFF দিয়ে অ্যাণ্ড করানো মানে মাস্কিং। 0x0FFF হল মাস্ক।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:১৯ | 202.141.148.99
  • বিট মাস্কিং টাও শিখিয়ে দিন, যদি পরে লাগে ...
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:১৮ | 61.95.144.123
  • স্ট্রেট রাইট শিফট করালেও হবে। বাঁদিকে তো শুণ্যই আসবে খালি।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:১৮ | 202.141.148.99
  • ওকে, ক'রে দেখি ...

    h, এইবার এসে পড়ো ...সুতোটা ছিঁড়েচে
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:১৭ | 75.3.201.245
  • ঐটা বার করতে গেলে আপনি প্রথমে 0xf000 র সাথে & করান, তারপর রেজাল্টটাকে ২৪ বার রাইট বিট শিফ্‌ট করিয়ে নিন পেয়ে যাবেন।
  • nyara | ০৬ মার্চ ২০০৯ ১২:১৭ | 64.105.168.210
  • শিবুদা কী বলল বুঝলাম না। অরিজিতের বিট-মাস্কিং মেথডাটাই তো সবচেয়ে সোজা।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:১৭ | 61.95.144.123
  • শেষেরটার জন্যে রাইট শিফট করো - ১২ বিট।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:১৬ | 202.141.148.99
  • রাইট, ওটা অ্যাকচুয়ালি ২৪ বিট নম্বর
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:১৬ | 71.106.244.161
  • পরে উদাহরণে দেখলাম বাইট। আগে উদাঃ খেয়াল করি নাই। বুড়ো মানুষ তো।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:১৬ | 61.95.144.123
  • 0x3FFB AND 0x0FFF = FFB - শেষ তিনটে পেয়ে যাবে।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:১৬ | 202.141.148.99
  • আর ঐ 4th bit মানে 3 টা?
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:১৫ | 75.3.201.245
  • না শিবুদা, উনি চার বাইট মিন করেছেন।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:১৩ | 71.106.244.161
  • অজ্জিত এত কঠিন কঠিন সমাধান দেয় কেন? চার বিট নাম্বার তো। একটা const অ্যারে করে টেবল লুকআপ করে নাও।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:১৩ | 75.3.201.245
  • ও। আপনি সংখ্যাটাকে 0x0fff এর সাথে & (বিটওয়াইজ অ্যান্ড) করিয়ে নিন। পেয়ে যাবেন।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:১২ | 202.141.148.99
  • আরে করো তো বুইলুম, লেকিন ক্যায়সে করেগা। উদা চাই...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত