এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ০৪ মার্চ ২০০৯ ১৩:১৪ | 64.105.168.210
  • ছাতের টিনের ওপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দুত্তিন হপ্তা হয়ে গেল। এইবার চোখ বন্ধ করলেই পট পরিবর্তন।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১৩:০৫ | 59.93.221.91
  • বিন্দুর ছেলে, রামের সুমতি, পারো ও চন্দ্রমুখীও আছে।
  • quark | ০৪ মার্চ ২০০৯ ১৩:০৪ | 202.141.148.99
  • উদয়শঙ্কর সরণী তো আগের গোলাম মহম্মদ শাহ্‌ রোড মানে ঐ দূরদর্শন ভবনের সামনের রাস্তা।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১৩:০৩ | 59.93.221.91
  • স্যান, আমার পুকুর আছে-বাঁধা ঘাট, নাদাপেট, সর্ষের তেল, দিবানিদ্রা, হুঁকো, চন্ডীমন্ডপ, নারকেল গাছ-সব আছে।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১৩:০০ | 59.93.221.91
  • নদী? নাঃ, লেপচাজগতে নদী নাই। লা-লো-রিশপেও নাই। মূর্তিতে আছে।
    লাভায় নেওড়াভ্যালি রিজার্ভ ফরেস্ট আছে।
  • r | ০৪ মার্চ ২০০৯ ১৩:০০ | 125.18.104.1
  • অজ্জিতের জীবনে ধানের শিষ ও শিশিরবিন্দু নাই বলিলেই চলে।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১২:৫৮ | 59.93.221.91
  • আম্মো তাই ভেবেই গেছিলাম ঃ((
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৫৭ | 61.95.144.123
  • আমি এবার পুরো ল্যাদ খেতে যাবো। সকালবেলা বাংলোর বাইরে বসে পাখি দেখতে দেখতে চা খাবো। বেলা হলে জঙ্গলে এট্টু হাঁটতে যাবো। দুপুরে মুরগীর ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমাবো। বিকেলে নদীর ধারে ঘুরে বেড়াবো। তাপ্পর ফের বারান্দায় বসে চা খেতে খেতে সানসেট দেখবো। সন্ধ্যেবেলা বসে বসে গান গাইবো। তো চারদিন বসে থাকতেও আপত্তি নেই - চুপচাপ, পাহাড়-জঙ্গল-নদীওয়ালা জায়গা চাই।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১২:৫৪ | 59.93.221.91
  • চারদিন কি যাতায়ত বাদ দিয়ে?
    লাভা-লোলেগাঁও-রিশপ চারদিনে হয়ে যাবে। লাভায় থাকার বেস্ট জায়গা বনদপ্তরের বাংলো। লোলেগাঁওয়ে হিল কাউন্সিল। রিশপে আমার মতে একদিন থাকা উচিত। লাভা থেকে ঐ রাস্তাটা ট্রেক করে যেতে পারলে স্বর্গ। কিন্তু ঋতি?
    জলদাপাড়া অ্যাড করলে ব্যথা আছে।

    লেপচাজগতের পক্ষে চারদিন অনেক বেশী। কি করবি ভেবে পাবিনা। তবে এপ্রিলে অসাধারণ। ম্যাগনোলিয়া আর রডোডেনড্রনে। বনদপ্তরের বাংলোটা ফাটাফাটি লোকেশনে। নেচার আর নেচার। একটাও কথা বলার লোক নাই। থেকে থেকে মনে হবে এই একটু দার্জিলিং যাই, একটু জোড়পোখরি যাই। হ্যা, ভালো কথা, জোড়পোখরিতে হিল কাউন্সিলের সুন্দর বাংলো আছে। রেঞ্জগুলো দারুন দেখা যায়। থাকতে পারিস।
    কিন্তু আবার বলছি, সাবধানে বাপু।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৫৩ | 61.95.144.123
  • এসপ্ল্যানেড অবধি মোটামুটি চিনি। এই তো সেদিন মেট্রো করে রবীন্দ্রসদন গেলুম, সেখান থেকে হেঁটে বেকবাগান, তাপ্পর হেঁটেই দরগা রোড, সেখান থেকে ফের হেঁটে পার্কস্ট্রীট ধরে এসপ্ল্যানেড অবধি...বাপের কর্তব্য পালন করতে।
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:৫২ | 203.99.212.224
  • চলো। সোমনাথ রে ফোন করো।
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:৫১ | 203.99.212.224
  • বড়দের মধ্যে রামতনু লাহিড়ি, বেনীমাধব চ্যাটার্জি, রাধারমণ মিত্র আর ছোটোদের মধ্যে শ্রীপান্থ ছাড়া ঐগুলো কেউ ভালো করে চেনেনা।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৫১ | 61.95.144.123
  • না। সত্যি চিনি না। শ্যামবাজার হয়তো একবারই গেছি, পাঁচমাথার মোড়ে ছেড়ে দিলে হারিয়ে যাবো।

    তোমরা মাইরি কেউ উদয়শঙ্কর সরণী, চন্দ্র মণ্ডল রোড, চণ্ডীতলা লেন এসব চেনো?

    বোধি - খাইতে যাবা?
  • san | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৮ | 12.144.134.2
  • কিন্তু অরিজিত আমি তো সিরিয়াসলি জিগ্গেস করলাম, তুমি শ্যামবাজার বাগবাজার হাতিবাগান এইসব চেননা????
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৭ | 61.95.144.123
  • অ। তাইলে দেখেছি - কিন্তু নাম মনে নাই। খ্যাল করি নি।
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৬ | 203.99.212.224
  • তার মানে ভিত্তি আর ভবিষ্যৎ দুটো ই তোর ওয়াকিং ডিস্টেন্স। অ্যাদ্দিনে বুঝলাম, why you prefer the তক্তোপোশ।
  • quark | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৬ | 202.141.148.99
  • অরিজিৎ,

    কাজের কথাটা বলি, প্যারামাউন্ট থেকে সরবৎ খেয়ে কফিহাউজে কফি খেতে গেলেই মহাবোধি দেখতে পাবে.... অবিশ্যি যদি সোজা রাস্তায় যাও।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৪ | 61.95.144.123
  • গণ্ডগোল কমে গেছে না? গুরুং যে কি সব মিটিন করলো, তাপ্পর মোটর ভেহিকলসের আপিসও খুলেছে তো। এপ্রিলে আর কোথায় যাবো - গরম হবে তো!
  • san | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৩ | 12.144.134.2
  • ইন্দোদার ধানজমি আছে? পুকুর?
  • I | ০৪ মার্চ ২০০৯ ১২:৪৩ | 59.93.221.91
  • বাড়ির থেকে দুমাইল দূরেই গ্রাম পঞ্চায়েত,তার আবার শিল্পাঞ্চল !
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:৪২ | 203.99.212.224
  • ইকি রে তুই তো শিল্পাঞ্চল।
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:৪০ | 203.99.212.224
  • এইতো স্যান গাল দেওয়ার ক্যান্ডিডেট পেলো।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১২:৩৯ | 59.93.221.91
  • আরে, মহাবোধি সোসাইটি যে আমার মত গ্রামবাংলার ছেলেও চেনে !

    আসলে স্টুডেন্টস হল মনে হয় নকশালদের মিটিনফিটিনের ঠেক। মাকুরা বোধহয় ওখানে মিটিন করেনা।
  • san | ০৪ মার্চ ২০০৯ ১২:৩৮ | 12.144.134.2
  • অ্যাঁ নেতাজির ঘোড়ার ল্যাজও চেননা?
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:৩৭ | 203.99.212.224
  • এটায় গাড়ি নিয়ে যাওয়া যায়, মীর্জাপুর স্ট্রীট থেকে বংকিম চ্যাটার্জিতে ঢুকলে গাড়ি রাখতেও পারবে।

    চেন্নাই তেও আছে, কিন্তু সেটায় গাড়িয়ে রাখা গেলেও, নিয়ে যাওয়া উচিত নয়। মঃ
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
  • মাইরি চিনি না। কখনো যাই নি। আমি ওদিকে প্রেসিডেন্সী চিনি, হিন্দু স্কুল চিনি, কলেজ স্ট্রীট চিনি, কফিহাউজ, প্যারামাউন্ট, দিলখুশা ইত্যাদি চিনি। এর বাইরে উত্তর কলকাতা বলতে আমি পুরো অন্ধ।
  • I | ০৪ মার্চ ২০০৯ ১২:৩৬ | 59.93.221.91
  • লাভা-লোলেগাঁও-রিশপ এবং লেপচাজগত -গেছি। জানতে চাইলে বলতে অসুবিধা নাই। কিন্তু তার আগে আমি জানতে চাই, এই গণ্ডগোলের মধ্যে বৌ-বাচ্চা নিয়ে দার্জিলিং-ডুয়ার্স যাওয়া খুব জরুরী?
  • I | ০৪ মার্চ ২০০৯ ১২:৩৪ | 59.93.221.91
  • কি অবস্থা, হা অজ্জিত !
    মহাবোধি সোসাইটি কলেজ স্কোয়ারে, স্টুডেন্টস হলের কাছে। কোলকাতাকে পুরো ভুলে গেলি?
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:৩১ | 61.95.144.123
  • মহাবোধি সোসাইটি টা কোথায়?
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:২৮ | 203.99.212.224
  • আমাকে দিতে পারিস। তার পরে, তোর যখন খুব গালাগাল খেতে ইচ্ছে করবে, জাস্ট গিভ মি আ buzz, উইল ইউ?
  • san | ০৪ মার্চ ২০০৯ ১২:২৬ | 12.144.134.2
  • আমার কাউকে একটা প্রচন্ড গালাগাল দিতে ইচ্ছে কচ্ছে। কারে দিই?

    আর বড়এমের জম্মোদিনে কি খাওয়াদাওয়া হচ্ছে?
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:২১ | 203.99.212.224
  • আমার খুব বেশি ফার্নান্দো পেসোয়া র কথা মনে হয়েছে, ইন্দো র জীবনানন্দের আলোচনাটা পড়ে।
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ১২:১২ | 216.52.215.232
  • ঃ) দিতে ভুলে গেছিলাম।
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ১২:১২ | 216.52.215.232
  • আমি তো অত রাতেই বাড়ি ফিরি আজকাল। ঃ)

    ছিঃ, শোষণের উপর শোষণ! খালি রিলেটিভলি বেশি মজুরির লোভে চালিয়ে যাচ্ছি।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:০৯ | 61.95.144.123
  • 7.45 ইউকে টাইম। দেখা হবে না - অনেক রাতে।
  • Arpan | ০৪ মার্চ ২০০৯ ১২:০৭ | 216.52.215.232
  • ক'টায় খেলা?
  • h | ০৪ মার্চ ২০০৯ ১২:০৫ | 203.99.212.224
  • আমার আরেকটা মতামত হল, লাতিন আমেরিকা য় ক্রীড়নক ডিক্টেটর আর বেশি বসানো যাচ্ছে না বলে, হেজেমনির লড়াই য়ে এখন সাউথ এশিয়াকে ঘাঁটা হচ্ছে।

    হাটিংডনের থিসিসের যে কটা সংক্ষিপ্ত থিয়োরেটিকাল ক্রিটিক পড়লাম, (তারিক আলি/মুজাফ্‌ফর আলম) তারা কেউ এই দিকটা উল্লেখ করেন নি।

    সঙ্গে এটাও মনে হল, যে গত তিরিশ চল্লিশ বছরে 'বামপন্থী' সোশাল সায়েন্সের একটা ক্ষতি হয়েছে। প্রথমটা হল, সেটা মুলতঃ কোর্স ওয়ার্ক হয়ে গ্যাছে। দ্বিতীয়টা হল, 'বামপন্থা' বা 'অল্টারনেটিভ' চর্চার লোকেরা তাদের বিশ্লেষণে , 'জেনেরালিটি' র দিকটা হারিয়ে ফেলেছে। তার কারণটা সহজ। 'স্পেসিফিসিটি' আর 'লোকাল' চর্চা র এইটে একটা খারাপ দিক।
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১২:০২ | 61.95.144.123
  • আমার আজ খুব দুঃখু। আজ নিউক্যাসল-ম্যানিওর খেলা আছে, সেন্ট জেমসে। আগেরবার এই খেলাটায় ৫-১ হেরেছিলুম, এবারও সম্ভবতঃ...এর পরের দুটো হোম ম্যাচ চেলসী আর আর্সেনাল। এখন ২৭ ম্যাচে ২৮ পয়েন্ট, রেলিগেশন ডগ ফাইট। ম্যানেজারের ট্রিপল বাইপাস হয়েছে। সবকটা মিডফিল্ডার ইনজিওরড বা সাসপেন্ডেড। এবার মনে হয় নেমেই যাবোঃ-((
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১১:৫৮ | 61.95.144.123
  • আমি মোট্টেও ভালো ছেলে নই। আমি খচে যাই, আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইস্তেমাল করি, চেঁচামেচি করি...এখেনে দ্যাখো নাই?
  • M | ০৪ মার্চ ২০০৯ ১১:৫৫ | 118.69.158.95
  • অরিজিৎ, তুমিনা ভালো ছেলে, আচ্ছে বাচ্চে...........
  • Arijit | ০৪ মার্চ ২০০৯ ১১:৫২ | 61.95.144.123
  • সেটাও কি ওই মানে মিড-লাইপ ক্রাইসিস? ;-)
  • M | ০৪ মার্চ ২০০৯ ১১:৫১ | 118.69.158.95
  • আচ্ছা, এপাড়ায় কি কৌস আসে? আমার ওকে হেভি চাটার ইচ্ছে হচ্ছে, ওপাড়ায় তো মাসীমা দেবেননা। এজন্যই ভাল্লাগেনা।
  • Arjiit | ০৪ মার্চ ২০০৯ ১১:৪৫ | 61.95.144.123
  • ক্রাইসিস বলে ক্রাইসিস? তকন মনে হবে... ;-)
  • dri | ০৪ মার্চ ২০০৯ ১১:৪০ | 75.3.201.245
  • মেজোমামীর অ্যাদ্দিনে পঁয়ত্রিশ হল? খুব ক্রাইসিস হবে কিন্তু এবার।
  • dipu | ০৪ মার্চ ২০০৯ ১১:৩৬ | 207.179.11.216
  • বড়মকে হ্যাবাড্ডে।
  • M | ০৪ মার্চ ২০০৯ ১১:৩৬ | 118.69.158.95
  • আর পাই, আমি মোট্টে কুড়ি বছর ধরে ঘুমুতে চাইনে।
  • dri | ০৪ মার্চ ২০০৯ ১১:৩১ | 75.3.201.245
  • ঃ-)। মনে হচ্ছে এবার কনস্পিরেসি থ্রেডে আরেকটু লেখার টাইম এসেছে। (কিন্তু এখন ল্যাদ লাগছে)।

    তবে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং। মুম্বাইয়ে যখন আক্রমণ হল তখন লোকের ফার্স্ট রিয়্যাকশান হল মুসলিম জঙ্গি। আবার পাকিস্তানে যখন ক্রিকেটারদের ওপর অ্যাটাক হল লোকের ফাস্ট রিয়্যাকশান আবার সেই মুসলিম জঙ্গি। কোথাও কিছু হলেই মানুষকে এই বিশেষ ফাস্ট রিয়্যাকশানে কন্ডিশান করা আধুনিক মিডিয়ার এক অসামান্য অ্যাচিভমেন্ট।
  • M | ০৪ মার্চ ২০০৯ ১১:২৯ | 118.69.158.95
  • হক্কলরে ধন্যযোগ, যদিও আমার একটু ও ভালো লাগছেনা, আজ আমি মধ্যবয়সে প্রবেশ কল্লুম, পঁয়তিশ হলেই নাকি কিসব ক্রাইসিস আসে?
  • h | ০৪ মার্চ ২০০৯ ১১:১৮ | 203.99.212.224
  • আর চীন তো মহত বা*। কি হচ্ছে কিছু জানার উপায় নেই। সাংঘাতিক সুজলাং সুফলাং (কৃষি বা ম্যানুফ্যাকে) কিসু হচ্ছে না বলেই মনে হয়।

    গোটা পৃথিবী টাকে কতগুলো বা* শেষ করে দিল।
  • h | ০৪ মার্চ ২০০৯ ১১:১৫ | 203.99.212.224
  • ইত্যাদি বা*।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত