এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M1 | ০৩ মার্চ ২০০৯ ০১:০৭ | 59.93.199.64
  • ব্ল্যানকির সঙ্গে আমার আইপির কি মিল!!
    ভাই,ভাই
  • Blank | ০৩ মার্চ ২০০৯ ০১:০৩ | 59.93.204.208
  • সত্যি মিথ্যা গুলো বড্ড ধোঁয়াশে। প্রতি মুহুর্তে দেখছি কিছুদিন আগে যা ধ্রুব সত্যি বলে জানতাম, তাই কেমন মিথ্যে হয়ে গেলো। এরপর আর সত্যি বলে কিছুই বিশ্বাস হয় না।
    সবার আলাদা আলাদা জগত আর তাতে সবার আলাদা আলাদা সত্যি আছে। হয়তো কারোর জগতে সুর্য আজো ঘুরে চলেছে। হঠাৎ মনে হলো যে এক কালে মনে করা হতো প্রানের সৃষ্টি হয়েছে জড় থেকে। একদিন পাস্তুর প্রভৃতিরা তা মিথ্যা প্রমান করে দিলেন।
    অথচ ফের সেসব ফেলে ওপারিন হ্যালডেনের মডেল উঠে এলো। সত্যি-মিথ্যে-সথ্যি সব গুলিয়ে একসা
  • M1 | ০৩ মার্চ ২০০৯ ০১:০০ | 59.93.199.64
  • যাহ শালা,ভাটে লেখার সঙ্গে সঙ্গে অর্কুট আমার আজকের ফর্চুন পাল্টে দিলো
  • M1 | ০৩ মার্চ ২০০৯ ০০:৫৯ | 59.93.199.64
  • যেতেন বলেই তো জানতুম
  • rokeyaa | ০৩ মার্চ ২০০৯ ০০:৫৬ | 203.110.243.21
  • পোশ্নোঃ হেমন্ত-মান্না-শ্যামল বা রফি-কিশোরকুমার কি পেলেনে করে গান গাইতে যেতেন?
  • Bianry | ০৩ মার্চ ২০০৯ ০০:৫৩ | 198.169.6.69
  • দু-এর পোস্ট পড়ব না না না, খালিখালি চিন্তায় চিন্তায় কাজ কত্তে পারব না।
  • M1 | ০৩ মার্চ ২০০৯ ০০:৫২ | 59.93.199.64
  • আজ আমার অর্কুটের ফরচুন বলছে ঃthe guy who reads your fortune is sick,we wish to stay you healthy"
    কি কনফু মাইরি
  • sibu | ০৩ মার্চ ২০০৯ ০০:৫১ | 207.47.98.129
  • আমি বলব কাজের বউটি মিথ্যেই বলল। তার সাথে যোগ করব, না বুঝে বলল।
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ০০:৪৮ | 168.26.215.13
  • কে পারবে এটা সলভ করতে? হ্যায় কোই।
  • Du | ০৩ মার্চ ২০০৯ ০০:৪৭ | 74.7.148.7
  • মেরি আধুরি ধ্বংশ করার জন্য চাঁদা তুললে আমায় জানিও। বা যদি ফিদায়েঁ রিক্রুট কর।
  • M1 | ০৩ মার্চ ২০০৯ ০০:৩৬ | 59.93.199.64
  • ধরুন আমাদের বাড়ির কাজের বৌটি বলে থাকে তাদের গাঁয়ে ভর হয়,ভূতে পায়,তারা এখনো ওঝার ওপর নির্ভর করে,একে আপনি কি বলবেন?মিথ্যে?তার কছে তো মিথ্যে নয় সেটা।সে জানে এগুলো সত্যিই হয়,আমি বলবো ভুল বলে না জেনে বলে,না বুঝে বলে এবং ঠিকই অন্ধ বিশ্বাস থেকে বলে।কিন্তু আমি যদি আমার কাজের মেয়েটীকে বলি এগুলো সত্যি হয়,তবে তো আমি মিথ্যেই বললাম।
  • sibu | ০৩ মার্চ ২০০৯ ০০:৩১ | 207.47.98.129
  • আমি বলতে চেয়েছি যে কেউ নিজের বিশ্বাস মত কথা বললেই সত্যি বলা হল এমন নয়। কেউ যদি মিথ্যা বিশ্বাস থেকে কথা বলে তো সে মিথ্যা কথাই বলে।
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ০০:২৬ | 168.26.215.13
  • হ্যাঁ মতান্তরে পাগলও বটে।
  • M1 | ০৩ মার্চ ২০০৯ ০০:২৩ | 59.93.199.64
  • আপনি কোন বোঝার কথা বলছেন?যদি বলেন যে সত্যিটাকে না বুঝে বলছে তার একটা মানে হয়,না হলে যারা সুর্য পৃথিবীর চারদিকে ঘোরার মত কথা বলেন তারা এই জাতীয় মন্তব্যের উদ্দেশ্য এবং ফলাফল বুঝেই বলে থাকেন
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ০০:২০ | 168.26.215.13
  • না না ওদের বলে বুউকা।
  • sibu | ০৩ মার্চ ২০০৯ ০০:১৯ | 207.47.98.129
  • না বুঝে মিথ্যে বলা যায়। এমন লোক তো আছে যারা বিশ্বাস করে সূর্য্য পৃথিবীর চাদ্দিকে ঘুরছে। তারা কি মিথ্যে কথা বলে না?
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ০০:১৭ | 168.26.215.13
  • না বুঝে মিথ্যেটা কেমন? মিথ্যে বাই ডেফিনিশন বুঝে বলতে হয়।
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ০০:১৪ | 198.169.6.69
  • আর, ওনারা কি জানেন যে মিথ্যা বলছেন ? এই যে শ্যামলবাবু বললেন, 'কিছু মুর্খ বলছে এসব মুক্ত বাজারের ফল', তো, উনি অ্যাকচুয়ালি বিশ্বাস করেন যে এরকম যারা বলছে, তারা মুর্খ। তাই ওনার ভার্সনটা মিথ্যে হল না।
  • sibu | ০৩ মার্চ ২০০৯ ০০:০৯ | 207.47.98.129
  • ধর্ম তো ভগবান নামের মিথ্যের ওপর দাঁড়িয়ে। ধার্মিক মাত্রই তাই মিথ্যেবাদী। কেউ বুঝে, কেউ না বুঝে।
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ০০:০৬ | 168.26.215.13
  • কনজারভেটিভরা তো গোঁড়া ধার্মিক। ওনারা কি মিথ্যে কথা বলেন?
  • sibu | ০২ মার্চ ২০০৯ ২৩:৪৫ | 207.47.98.129
  • হ্যা, কনজারভেটিভ লেখা পড়ার মধ্যে একটা ধাঁধাঁ সলভ করার আনন্দ আছে। মানে মিথ্যেটা ঠিক কোথায়, কিভাবে লুকোনো হয়েছে সেটা খুঁজে বের করার আনন্দ।
  • omnath | ০২ মার্চ ২০০৯ ২৩:৪৪ | 117.194.197.158
  • আপত্তি গুনো কাল সকালে আপিস খুললে বোঝা যাবে। ;-)০
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২৩:৩৭ | 168.26.215.13
  • যদি এই হোপে সামিল হতে চান, দলে দলে খারাপ কাজ করুন, চলুন ডেস্টিনেশন নরক। জয় হো।
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২৩:৩৫ | 168.26.215.13
  • তবে নরকে দাসপ্রথা। মর্ত্য থেকে লোকজনকে ধরে ওখানে দাস বানায়। ভাবছি ওখানে গিয়ে লোকজনকে স্বপ্ন দেখাব। তারপর আমার নামে নরকে রাস্তা তৈরী হবে। পঞ্চাশ বছর পরে যমরাজকে সরিয়ে কোনো এক মানুষ হবে নরকের রাজা। হোপ।
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২৩:২৯ | 198.169.6.69
  • হ্যাঁ এটা ঠিক, শ্যামলবাবুর পোস্টিং দেখলেই ভাল করে পড়ি, ঝাঁপিয়ে উত্তর দেওয়ার ইচ্ছা হয়।

    আর হ্যাঁ, লিঙ্কে-ও আপত্তি নেই, বরং ভালই।
  • Binari | ০২ মার্চ ২০০৯ ২৩:২৩ | 198.169.6.69
  • আর মল্লে স্বগ্গেই যে যামু হ্যামন কুনো গ্যারান্টি নাই। ঃ))
  • nyara | ০২ মার্চ ২০০৯ ২৩:২৩ | 67.88.241.3
  • অ্যাকচুয়ালি শ্যামলবাবুর লেখা পড়তে আমার ভাল লাগে। ওনার অনেক - অনেক কেন, প্রায় অধিকাংশ থিসিসের সঙ্গে মতে মেলে না। কিন্তু চিন্তা করতে ইনসিস্ট করে। দ্রিয়ের লেখাতেও সেটা পাই।

    নইলে ঐ একঘঁয়ে নেম ড্রপিং আর অমুক বইতে তমুক ঐ বলেছেনের দেখানেপনায় অল্প বোর হয়ে গেছি।

    শ্যামলবাবুর লিংক দেওয়াতে লোকের আপত্তিটা কী, সেটাও ধাঁধা। লিংকে বেলুচিস্তানে সুশি শিল্পের রূপ ও বিকাশের কোন সোশিওলজিকাল স্টাডি না পাওয়া যেতে পারে, তবে স্টার্টিং পয়েন্ট হিসেবে তো সহজলভ্য জিনিসই ভাল। এখানকার লোকজন যথেষ্ট নেট-স্যাভি। আটা আর ভুষির তফাৎ করতে পারবে।
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২৩:২১ | 198.169.6.69
  • স্বর্গে সোসাল সিকিউরিটি নাই, কারন রিটায়ারমেন্ট বেনিফিট দিতে দিতে কুবের ব্যাটা ফতুর হয়ে যাবে, কেউ তো হালায় মরেও মরে না।
  • d | ০২ মার্চ ২০০৯ ২৩:১৯ | 117.195.41.81
  • কইতার্লাম্না।
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২৩:১৭ | 168.26.215.13
  • আচ্ছা স্বর্গে কি ফ্রি মার্কেট?
  • d | ০২ মার্চ ২০০৯ ২৩:১৬ | 117.195.41.81
  • কিন্তু রঙ্গন আবার "র' হয়ে গেছে, সে বেশ ভাল কথা। এই যে মাঝেমাঝে সম্পূর্ণ পুটকি হয়ে যায় --- এটা মোটেই ভাল না।

    যাগ্গে ঘুমু কত্তে যাই। অনেক রাত হয়ে গেছে। কোন সহৃদয় গুরু/চন্ডাল , ঔরঙ্গজীবের আমলে সারাবিশ্বে স্ত্রীশিক্ষার হালহকিকতের একটা তুলনামূলক আলোচনা পেলে আমাকে একটু পাসিয়ে দিও বাপু।
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২৩:১২ | 168.26.215.13
  • মানে মরলে বাইনারীদা নাপিত হবে। পরবর্তী প্রশ্ন তখন কি বাইনারীদার সোশ্যাল সিকিউরিটি থাকবে? ঃ)
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২৩:০৬ | 198.169.6.69
  • এট্টু পেছনের পাতা গুলো দেখে একটা জিনিষ জান্তে পাল্লুম। র একবার ভিপিএন দিয়ে পোস্ট করে, আর কখুনো এম্নি। তাই একবার টোরেন্টোর আইপি দেখায় আরেকবার কলকেতাঋ।

    উঃ আমার কি বুদ্ধি !!!
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২২:৫২ | 168.26.215.13
  • সেইসময় ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। নইলে কি আর এত লোকে আক্রমণ করত। কিন্তু আমার প্রশ্ন ঐ জিডিপি নামক মেট্রিকটা নিয়ে, আর বাকী বিশ্বের সাথে তুলনা নিয়ে। সেটা নিয়ে সত্যিই কোনো কাজ হয়েছে কি? জানি না।

    উইকি তো খারাপ নয়। কিন্তু সবসময় খুব বিশ্বাসযোগ্য নয়। সে তো ইতিহাস মাত্রই তাই। কোনটা যে বিশ্বাসযোগ্য আর কোনটা নয় এর বিচার খুব শক্ত। সবাই যার যার নিজের ইচ্ছেমতন প্রচার করতে থাকে। তাই তো কবি বলেছেন আমরা নিরপেক্ষ নই, নিজেদের পক্ষে।
  • dipu | ০২ মার্চ ২০০৯ ২২:৩৪ | 121.243.161.234
  • হ্যাঁ, এই লিঙ্কটা শুধুই ইন্ডিয়ান ইকোনমির জন্য। খুঁজলে ১৭০০ সালে বাকি বিশ্বের ইকোনমি কেমন ছিল তাও নিশ্চই পাওয়া যাবে। লোকে রিসার্চ করার মত কোন টপিক বাকি রাখেনি ঃ)
  • d | ০২ মার্চ ২০০৯ ২২:২৮ | 117.195.41.81
  • কিন্তু দীপু, এ তো শুধু ইন্ডিয়ান ইকোনমির কথা বলছে। উনি তো সারা বিশ্বের তুলনা টেনে বলেছেন।
  • d | ০২ মার্চ ২০০৯ ২২:২৬ | 117.195.41.81
  • আমি লোকজনের প্ররোচনায় ইউটুব খুঁজে "মাসাকলি' দেখলাম। মুভমেন্টসগুলো আহামরি কিসু লাগল না। গানটাও ... ঐ আর কি ... কান কটকটও করে নি, আবার দারুণ কিছুও লাগে নি। তবে ঐ আরেকটা কিসের যেন গান আছে না
    "তু মেরি আধুরি পেয়াস পেয়াস ...' উরিবাবা ঐ গানটা শুনলেই আমার মাথায় খুন চেপে যায় আজকাল। আমার পেছনের উইঙের অন্তত ৩জনের রিংটোন ঐ গানটা। আর যত চাপা আওয়াজেই বাজুক ঠিক পেছনে হলে কানে তো আসেই দিনে অন্তত ৩০ বার।
  • dipu | ০২ মার্চ ২০০৯ ২২:২৪ | 121.243.161.234
  • http://www.bagchee.com/books.php?id=11690...এই যে ঔরঙ্গজেবের আমলের ইকোনমি।।।
    বাইনারিদা কে থ্যাঙ্কস।।।দেখতে হবে সিনেমাটা
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২২:২১ | 198.169.6.69
  • দিপু, কালপুরুষতো ইউটিউবে পাওয়া যাচ্ছে।
  • Blank | ০২ মার্চ ২০০৯ ২২:২০ | 59.93.200.155
  • কিন্তু ওটার রেফারেন্স আগে কখনো একবার দিয়েছিলেন শ্যামল বাবু। কোনো এক সাহেব নাকি প্রাচীন বিশ্বের জিডিপি নিয়ে কিছু কাজ করেছেন। তার ই বই।
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২২:১৬ | 198.169.6.69
  • শ্যামলবাবুর মতটা কি ?
    সোসল সিকিউরিটি চাইনা, মেডিকেয়ার চাইনা, সব মুক্ত বাজার, পয়সা ফেল, কিনে নাও, মেডিকেয়ার এমনকি রিটায়ারমেন্ট বেনিফিট পজ্জন্ত। মানে ইঞ্জিনিয়ার-রা বেশী আয় করবে এটাই দস্তুর, তারপর ইঞ্জিয়ারদের থ্রম্বোসিস হলে পয়সা দিয়ে হেল্‌থ কেয়ার কিনবে, আর মজুররা যেহেতু সেমিস্কিল্ড, থ্রম্বোসিস হলে আংঊল চুষবে।
  • d | ০২ মার্চ ২০০৯ ২২:১৪ | 117.195.41.81
  • হুঁ কিছু উইকি লিঙ্ক এক্সপেক্ট করতে পারো। তারপর অবশ্য তোমাকেই পড়ে পড়ে মানেগুলো বুঝিয়ে দিতে হবে।
  • dipu | ০২ মার্চ ২০০৯ ২২:১৩ | 121.243.161.234
  • ইদিকে ডাও যে ৭০০০ এর নিচে নেমে গেল ঃ(
  • dipu | ০২ মার্চ ২০০৯ ২২:১১ | 121.243.161.234
  • কালপুরুষ কোথায় দেখলে গা দাদা?
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২২:০৩ | 168.26.215.13
  • কিন্তু পড়েন। এবং তারপর উত্তর দেন। আগে দেখেছি। এবারেও ধরে নিচ্ছি শ্যামল বাবু উত্তর দেবেন।
  • d | ০২ মার্চ ২০০৯ ২২:০১ | 117.195.41.81
  • তো, গিয়ে জিগিয়ে এসো না বাপু। উনি আবার ভাটে আসেন না। সযত্নে দূরত্ব রক্ষা করেন। ;-)
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২১:৫৬ | 198.169.6.69
  • আমার আরো প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে, ধোপা নাপিত, বাড়ী বানানোর মজুর এদের সোসালসিকিউরিটি ছিলো কিনা, আর তাদের আয় রাজস্থপতি, শল্য চিকিৎসকের তুলনায় কেমন ছিলো ?

    শ্যামলবাবু বেশ একটা, 'হীরক রাজার দেশে'র স্ক্রিপ্ট লেখেছেন।
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২১:৪৯ | 168.26.215.13
  • সত্যি এই আউরেঙ্গজেবের আমলের জিডিপিটা কি করে জানা যায়? আমারও প্রশ্ন।
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২১:৪৭ | 198.169.6.69
  • ইয়ে ঐটা আমার আত্মজীবনী-ও বটে।

    শ্যামল গুরুদেব লোক বটে।
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ২১:৪৬ | 65.194.243.232
  • বাড়ি গেলাম!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত