লাইসেন্সিং বোধহয় একটা নেসেসারি (বেয়ার মিনিমাম) কন্ডিশন, সাফিশিয়েন্ট নয়।
sibu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৬ | 207.47.98.129
তার মানে ঐ জামিনের টাকা অন্য কাজে লাগিয়েছে/খরচ করে ফেলেছে। কিন্তু সেটা কোনো লেজিটিমেট বিজনেস এনটিটিও করতে পারতো। লাইসেন্সিং প্রসেসে এই সব ফ্রডের বিরুদ্ধে কোন মেকানিজম ইন-বিল্ট থাকে কি?
Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৫ | 198.169.6.69
আজ্জো নিয়মটা ঠিক-ই জানো, তবে দেশের নিয়মটা (মানে দুনম্বরীটা) ভুল জানো।
Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৩ | 198.169.6.69
আরে জানে তো, পুলিশতো কার্তাদের খুঁজছে। আর লেঅফ কি করে করেবে ? প্রত্যেকের কাছথেকে ৫০,০০০ টাকা করে বন্ড নিয়েছে, লেঅফ করেলে সেটা ফেরেত দিতে হবেতো। আবার শুনেছিলাম জানুয়ারীর মাইনে নাকি দিয়েছিলো ৮০০০ টাকা করে চেক। সক্কলের চেক নাকি বাউন্স করেছে। আর তার মধ্যে কত্তারা হাওয়া।
sibu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৮ | 207.47.98.129
রিসেশনের বাজারে মাইনে দিতে পারে নি - মানে লেঅফ করে নি অথচ মাইনে দিচ্ছে না। সেটা তো সিভিল অফেন্স (যতদূর মনে হয়)। কিন্তু ঐ জামিনের টাকাটা দিয়ে যদি পন্সি স্কীম চালায় তো সেটা ক্রিমিনাল অফেন্স। এটায় ব্যাপারটা কি কেউ জানে?
arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৬ | 168.26.215.13
আমি জানি যেকোনো অফিস কমপ্লেক্সে যেমন তেমন অফিস খুলতে গেলে কিছু নূন্যতম নিয়ম পালন করতে হয়। না হলে আপিস ভাড়াই পাওয়া যায় না। এখন দেখছি ভুল জানি।
Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৫ | 122.252.231.12
ওটা কি টিভি পত্রিকার নাম? না অনির্বাণের ডেসিগ্নেশন? যেটাই হোক, সার্থক নামকরণ!!
Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৫ | 198.169.6.69
শিবুদা, ধরাতো পরতই না, নেহাত রিসেশনের বাজারে ছেলেপিলেদের মাইনে দিতে পারেনি তিন/চার মাস তাই। নয়তো এতদিনতো সক্কলকে 'কেসব কেসব, গোপাল গোপাল', বানিয়ে রেখেছিলো।
sibu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৫ | 207.47.98.129
আর একটা প্রশ্ন মাথায় ঘুরছে। লাইসেন্সিং প্রসেসে কি কি চেক করা হয়? মানে একটা লাইসেন্সড এনটিটি যে ফ্রড করবে না তার কি গ্যারান্টি আছে?
Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩২ | 198.169.6.69
মানে ব্যাপারটা যা হয় আরকি, ঐ অ্যাপ্লাই করেছি, পেয়ে যাব, টেবিলের তলায় পয়সা নিন, জায়গা দিন ইত্যাদি ইত্যাদি। সেরকমতো সত্যমের রামু-ও করেছে।
ইনি্ফজেন-এর সিইও, অনির্বান না কি নাম যেন, সে আবার 'ফিইউচার ভিসনারি' বলে এর আগে টিভি পত্রিকায় ইন্টার্ভিউ ইত্যাদি দিয়েছে !!!
sibu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩১ | 207.47.98.129
কেউ যদি সত্যিই একটা ব্যবসা খোলে, কোন রকম লাইসেন্স ছাড়া, তাহলে সে কিভাবে ধরা পড়তে পারে? মানে লোকাল থানা কি গিয়ে যে কোনো দোকানে ঢুকে কাগজ চাইতে পারে?
Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩০ | 122.252.231.12
ফ্রড করতে গেলে যেগুলো কম লোকে বোঝে কিন্তু চটকদার সেইগুলিতেই করা ভাল।
কাগজপত্তরের কথা আর কী বলছ! এই তো হাতেগরম রাজুর কেসটাই তো রয়েছে।
আজ্জোর কোচ্চেনটা আমারো মনে জেগেছিল।
m | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৯ | 59.93.162.184
কত কিছুই ঘটছে বাবা,ছাতা আজকাল ব্যাঙ ই শুধু বানায় না দেখছি
a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২২ | 143.111.22.23
যাহঃস্সালা, রেজিস্ট্রেশন, লাইসেন্স ছাড়া, একটা কোম্পানী আলো পাখা চালিয়ে অফিস খুলে দিতে পারে? লোককে হায়ার করতে পারে? মানে পারে জানতাম, আমাদের পাশেই গ্যারাজের মধ্যে এসি সারাই কোম্পানী যেমন খুলেছিল। কিন্তু এত ইঞ্জিনিয়ার, বড় সড় পড়াশোনা করা জনতাকে নিয়ে আইটি কোম্পানীও খুলে দিতে পারে? তাদের ক্লায়েন্টদের দেখাতে হয়না কাগজ-পত্র?
arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২২ | 168.26.215.13
তো এরা ইলেক্ট্রনিক কমপ্লেক্সে জায়গা পেল কি করে?
Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২১ | 122.252.231.12
হ্যা, মনে পড়ল এইমাত্র। টিভির খবরে তাই বলেছিল বটে (ট্রেড লাইসেন্সের ব্যপারটা)।
a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৯ | 143.111.22.23
নিরীহ লোকের ওপর গুলি, ধর্ষণ, এতো সব অর্গ্যানাইজড সেনাবাহিনীতেই। সেইজন্যই যখন শুনি, এত লোক ইরাকে যুদ্ধ করতে গিয়ে সুইসাইড করেছে, তখন মনে হয় অ্যাটলিস্ট দে হ্যাড আ চয়েস।
Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৭ | 198.169.6.69
অর্পন, আমি শুনেছিলাম, ইনফোজেন-এর কোনো বিজনেস লাইসেন্স-ই নেই, রেজিস্ট্রেশন কিনা জানিনা। ট্রেড লাইসেন্স, জাকিনা মুদি দোকান দিতে-ও লাগে, সেটাই নেই।
Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৪ | 198.169.6.69
বিডিয়ার-এর শুনলাম আরো একটি দাবি, ল্যাদোষ যেগুলো বল্ল তার সঙ্গে, 'ইউএন পিসকিপিং মিশনে সুযোগ দিতে হবে' যা নকি, সেনাবাহিনী পায়, বিডিয়ার পায় না।
আমার পার্সোনালি, বিডিয়ার আর বিএসেফ এই দুটো বহিনীর প্রতি রাগ আর ঘেন্না আছে, সিমান্তে ঘটনা গুলোর পরে, যেখানে নিরিহ চোর/গরু পাচারকারিদের উপর গুলি চালন/ধর্ষণ ইত্যাদি ঘটনা প্রায়-ই শুনতে পাওয়া জায়, এদেশের গুলো খবরে আসে, বিডিয়ার-এর খবর সেরকম আসেনা।
তবে সে হয়তো কিছু ব্যাতিক্রম, হয়ে্তা বিডিয়ারের দাবী গুলো ন্যায্য। কিন্তু এদের কোনো অর্গানাইজড স্পনসর নেই এটা মনে হয়, কোনো নেত্ত্ব-ও সেরকম ছিলোনা।
Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১২ | 122.252.231.12
খাইসে, সে তো আমি জানি না। দেবেশবাবুকে জিগ্যেস কর। রেজিস্ট্রেশন ছাড়া অফিস চলে কী করে? সোম মিত্তালকেও জিগাতে পারো।
a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৮ | 143.111.22.23
সুমেরুর অ্যালবামে কল্লোলদার ছবি দেখে এসো বাচ্চারা।
arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৬ | 168.26.215.13
ও। আমিও নীচের পোস্টটি অপ্পনকে বলেছি।
arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৫ | 168.26.215.13
দেকো লোকের ভালো চাইতে নেইকো। একেই বলে কলি ঘোর কলি।
পুলিশে এফআইআর তো করেছে। হাজার খানেক এমপ্লয়ি এবং ওড়িশার ইঞ্জিনিয়ারিং কলেজের জনা তিরিশেক স্টুডেন্ট যারা ৫০ হাজার করে জমা দিয়েছিল ট্রেনিঙের জন্য। কর্ণধারেরা সবাই পলাতক।
আর কী বক্তব্য থাকবে? পিওর ফ্রড কেস।
আর হ্যাঁ, খবরে এইটাও লিখেছে - Infogen Global, an IT company, which has duped more than 100 employees, is not registered under the software technology park of India, clarified state IT minister Mr Debesh Das today.
তো, বাবা-মা বা চাকুরীপ্রার্থীরা এসবের সুলুক নাও জানতে পারেন, কিন্তু কলেজের প্লেসমেন্ট বিভাগ এইটুকু ন্যূনতম বিজিসি করবে এইটা প্রত্যাশিত।
lcm | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৭ | 128.48.7.222
বাংলাদেশ রাইফেল্স (bdr)-এর দাবীঃ ১) বাংলাদেশ-এর আর্মি-র এমপ্লয়িদের সমান মাইনে ২) জব সিকিওরিটি ৩) bdr কর্মীদের জন্য আর্মি-র মতন উন্নততর রেশন ব্যবস্থা
মোটামুটি এই নিয়ে বিদ্রোহ, cnn এর খবর পড়ে যা মনে হল।
arjo | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৮ | 168.26.215.13
অক্ষ, বুশের জন্য আমার কদিন ধরেই বেশ খারাপ লাগছে। বেচারা। এর সাথে শ্যামল বাবু, কলকাতা, বাঙ্গালী কারুরই কোনো সম্পক্ক নেই।
অপ্পন বড় হয়ে হানুদা হবে। ;)
samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৪ | 119.15.152.8
দুপুরের পরে আটকে পড়া আর্মি অফিসারদের যখন ছাড়া হয় তখন তাদের সাথে দু'জন বিদেশীকেও দেখা গেছে টিভির পর্দায়। ভেতরের স্টাফ কোয়ার্টারে হয়ত ছিলেন তারা। বিশদ জানি না।
Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৩ | 122.252.231.12
পুরনো অভ্যাস মরিতে মরিতেও মরে না! ঃ))
a x | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩০ | 143.111.22.23
অবোধ বালক! কিছু জনতে হলে বা মতামত দিতে হলে, তাও ইন্টারনেটে, পড়াশোনা করতে হয়, এ শিক্ষা তোমাকে কে দিয়েছে?
Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৯ | 122.252.231.12
অক্ষদা(মণি), ইনফোজেন কেসটা নিয়ে প্রায় কিসুই জানি না। পড়াশুনো করে আসব কেমন?
d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৩ | 117.195.38.53
বিডিআর সদর দপ্তর থেকে দুজন বিদেশী গ্রেপ্তার হয়েছেন। দুজনই চাইনিজ। আরো কথা হল বাংলাদেশ আর্মির সেরা কিছু লোক নিহত হয়েছেন। তাঁদের হাতে কোন অস্ত্র সেইসময় ছিল না। দরবার হলে নাকি অস্ত্র নিয়ে যাওয়া নিষেধ। এদিকে বিদিআর সম্পূর্ণ প্রস্তুত ছিল।
samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫২ | 119.15.152.8
গতকাল থেকে আমার বারে বারেই শুধু একটাই কথা মনে আসছে, "হে রাম'
I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫১ | 59.93.216.120
দেশটার জন্য অনেকদিন বাদে মন খারাপ লাগছে।
samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫০ | 119.15.152.8
বাংলাদেশ*
samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৮ | 119.15.152.8
এখনও পর্যন্ত তো জামাতই ইসলামিদের কোনও আওয়াজ পাওয়া যায়নি।
এখানে, নির্বাচনের ঠিক তিনদিন আগে একজন জামাতই ইসলামিকে সেই র্যাংক দেওয়া হয়েছে যার বলে সে পরবর্তী সেনাপ্রধানও হতে পারে।
samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪১ | 119.15.152.8
প্রথমে শুরু তো হয়েছিল ঢাকাস্থ বিডিআরের সদর দপ্তর থেকে, পরে সেটা অনেক জায়গায় ছড়ায়। ধরা তো হচ্ছে সকলকেই। আমরা যেটুকু জানছি টিভি বা মিডিয়ার লোকজনদের কাছ থেকে ব্যক্তিগত যোগাযোগ মারফত।
সেনাবহিনীর যে সমস্ত অফিসার আটকে ছিলেন, সরকারী খবরে কয়েকজনের মৃত্যুসংবাদ কনফার্ম করেছে, আর বাকিদের এখনও নিখোঁজ বলে সরকারী ঘোষণা দেয়া হয়েছে টিভিতে, তবে বেসরকারী খবরে মৃতের সংখ্যা বহু বহুগুণ বেশি।
বাঁগ্লাদেশ রাইফেলসে পরিখার চত্বর এখনও অন্ধকার, বিদ্যুৎ বিচ্ছিন্ন। সেখানকার রাস্তাঘাটে কোনো জন-মানুষ নেই, ঘন্টাখানেকের মধ্যে সেখানে পুলিশের অভিযান চালানোর কথা নিখোঁজদের খোঁজে।
সাধারণ ক্ষমা তো ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, তার আহ্বানে সাড়া দিয়েই বিডিআরের আত্মসমর্পন। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন আত্মসমর্পনকারী এক অফিসার, টিভির পর্দায়।
আশংকা তো ছিলই, প্রস্তুতিও সেরকমই ছিল। শুধু আশা করছি, এমনটা না হউক।
I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩১ | 59.93.216.120
হ্যা, হ্যা, যা জানো সব বলো।
d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩০ | 117.195.38.53
ইন্ডো আমি একটু নাক গলাই? ইতিমধ্যেই কেউ কেউ প্রশ্ন তুলেছেন এর পিছনে কোনোভাবে জামাত-ই-ইসলামি আছে কিনা। ওরা এই পুরো এপিসোডে কিন্তু একেবারে চুপ। ইত্যাদি ...
I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩০ | 59.93.216.120
আজ খানিকক্ষণ আগে টিভিতে একজনের গলা শুনতে পেলাম; রহমানকে প্রশ্ন করছে-আচ্ছা, এই মাত্র দুটো সিম্পল শব্দ ""জয় হো''-কি করে আমেরিকার সব মানুষের হৃদয় জয় করল? খবর বটে ! রহমানের উত্তরটা আর শুনতে পাইনি। ভুতোর পোশ্ন দেখে মনে পড়ল।
I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৬ | 59.93.216.120
যদ্দূর জানি, মুম্বাইতেও হয়। এক্ষুনি নিশ্চিত করে বলতে পারছিনা।
I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৫ | 59.93.216.120
সামরানদি-কে পেয়েছি যখন আরো কিছু প্রশ্ন করে নি। এটা কী সত্যি বিডিআর-এর lower rung-এর সবার বিদ্রোহ? কারণগুলো justified কী? সরকার কী ক্ষমা দেখাবে মনে হয়? না, যেরকম হাড়- হিম ইঙ্গিত তুমি দিলে , গণহত্যা ঘটলেও ঘটতে পারে?
Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৫ | 122.172.14.145
ইন্দোদা, ডাক্তারী মতামত চাই, ঘটিরা অলস কেন হয়? বায়োলজি কি বলে? তোমার মতে এই পার্থক্যের কারন কি?(মতামতের অনুষ্ঠানগুলোর স্টাইলে)
Du | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২১ | 65.124.26.7
থ্যাংকু ডাক্তারবাবু। এইমসেই হয় শুধু?
L | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২০ | 59.93.161.111
ঘটিদের মতো অলস আর হয় না। আমার ঘরে তার আগুন জ্বলন্ত উদাহরণ। এ যাকে পিপু-ফিসু বলে ঠিক তাই।
samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২০ | 119.15.152.8
ইন্দ্রভাই, বিডিআর আত্মসমর্পন করেছে পুলিশের কাছে। সব অস্ত্র জমা দিয়েছে, সাহারা খাতুন পিলখানা থেকে বেরিয়ে জানিয়েছেন, পরিস্থিতি শান্ত ও আন্ডার ক®¾ট্রালড। আর্মি যদিও এখনও তাদের সমস্ত রকম অস্ত্র-শস্ত্র নিয়ে ঘিরে রেখেছে গোটা এলাকা।
--------------
তিনজন ভদ্রমহিলা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলেন ধানমন্ডির আবাহনী মাঠে, হাল হকিকত দেখতে। সেখানে দেখে এসেছেন আত্মসমর্পনকারী বিডিআরদের নিয়ে এক্কা-দোক্কা খেলছে আর্মি, তাঁরা যেভাবে বলেছেন, 'কুতকুত খেলতেসে আর্মি বিডিআরগো লইয়া'। একজন সেনাকে প্রশ্ন করেছিলেন সেই তিনজনের একজন, কি করেন? জবাব এসেছে, 'পোলাপাইনে তো বরোমাস এইখানে খ্যালে, তো আইজ আমরা এট্টূ খেলি বিডিআরগো লইয়া।'
ঘটনাক্রমে এই তিনজন আবার আমাদের সাগরের পরিচিত, সাগর আমাদের এখানেই আছে জেনে তাঁরা একটা উঁকি এখানেও দিয়ে যান।
---------------
শুনলাম, লোকে লোকারণ্য আবাহনীর মাঠ ও তার আশে-পাশের এলাকা। সেনাবহিনী ওখানেই বিডিআরদের নিয়ে এসেছে জানতে পেরে সবাই ভীড় জমিয়েছেন সেখানে। আশার কথা সেখানে অনেক মানুষ আছেন, কোনও গণহত্যা হয়তো হবে না আজ রাতে এই লোকারণ্যে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন