এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৫ | 12.217.30.133
  • উবুন্টুতে কাজ হলনা তো। ঃ(
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.123
  • কথায় কথায় ফেলে দেয়। জিনিসের দাম নেই? ফেলে দেবার আগে অনেক স্টেপ আছে।
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৩ | 203.99.212.224
  • মেশিনকে নাক্স ভোমিকা আর উবুন্টু খাওয়াও।
  • Ishan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫২ | 12.217.30.133
  • আরে আমার মেশিনে ব্রাউজার খুলতেই চায়না। আজ তিনটে মেল করলাম আধ ঘন্টা ধরে। লিখব কিকরে?

    এই মেশিনটা ফেলে দিয়ে নতুন মেশিন নিতে হবে। ঃ(
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫১ | 203.99.212.224
  • না তা নয়।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪০ | 61.95.144.123
  • কাল থেকে মাইরি রেডিও/টিভি খোলা যাচ্ছে না। আজ তো খবরের কাগজগুলোও পড়া যাবে না। আমি এই সর্বত্র ন্যাশনাল প্রাইড দেখে বিরক্ত। সবার মধ্যে "প্রাইড' উছলে পড়ছে। এফএমে লোকে ফোন করে বলছে যে তারা মোবাইলের রিংটোন পাল্টে জয় হো করে দিয়েছে, আর সবাইকে অনুরোধ করছে সবাই যাতে তাই করে। কারণ ভারত আবার জগৎসভায়... ইত্যাদি। মুশকিল হল যারা বলছে তাদের অনেকেই রাস্তার ধারে পেন্টুলুন খুলে...

    বালের ন্যাশনাল প্রাইড।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৯ | 59.93.202.78
  • বোধি দা কেমন সহজ সরল করে বুঝিয় দিলো যে আমাদের লেখায় বোর হচ্ছে
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
  • ক্রাউচিং টাইগার হিডেন ড্র্যাগন দেখতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলুম। কাজেই এক হিসেবে অনন্য সিনেমা, কারণ এর আগে আর মাত্র একটা সিনেমা দেখতে গিয়েই আমি ঘুমিয়েছিলুম - সেটি হল সত্যম শিবম সুন্দরম;-)
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৫ | 207.179.11.216
  • ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন বেস্ট ফরেন মুভির অস্কার পেয়েছিল Amores Perros কে হারিয়ে। আমার কিন্তু Amores perros খুব ভাল লেগেছিল। Babel এর ধাঁচের সিনেমা, এক ই ডিরেক্টেরের। তিনটে গল্প শেষমেষ এক জায়গায় মিশছে।
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১৫ | 203.99.212.224
  • কিন্তু ইশান আর বৈজয়ন্ত কে আদৌ গুরুতে লিখতে না দেখে আমি ক্রমশঃ বোর হয়ে যাচ্ছি।
  • rokeyaa | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৩৪ | 203.110.243.21
  • এটা ইনক্রেডিবল ইন্ডিয়ায় যাবে?
    http://www.anandabazar.com/24desh3.htm
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:২৮ | 121.243.161.234
  • যাক, এবার বোঝা গেল স্লামডগ কেন অস্কার পেয়েছে ঃ)
    http://www.anandabazar.com/24desh2.htm
  • Binary | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:০০ | 70.64.8.206
  • অপপ্রচার আবার কি কল্লাম ?
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫৭ | 12.217.30.133
  • বাইনারি,
    আমার সম্পর্কে একি অপপ্রচার!!!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫০ | 12.217.30.133
  • রোকেয়া,
    ওটা দেখি নি,তবে বর আসবে এখনি দেখে(দেখিয়ে)মার খেতে শুধু বাকি ছিলোঃ)
  • Binary | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২১ | 198.169.6.69
  • হঠৎ মনে হল,শঙ্খ ঘোষের কবিতায় কি আছে, এই প্রশ্নে,
    -- 'তোমার চোখে কি আছে, বলতো ?'
    -- 'কেন ? কাজল ....'
    অপু, অপর্না।
  • Binary | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪১ | 198.169.6.69
  • ঐ যেমন হয়, মার্শাল আর্ট সিনেমা, কিছুটা ইমোশান, কিছুটা টেকনিক, কিছুটা রোমান্স। '৩৬ চেম্বার ও সাওলিন' ঘরানা-ই মনে হয়েছিলো, খারাপ লাগেনি। তবে এতো গুলো অস্কার নমিনেশন কি করে পেয়েছিলো, তা জানিনা।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫১ | 122.252.231.12
  • ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন নিয়ে এনি কমেন্ট?
  • Binary | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৯ | 198.169.6.69
  • মিরর বলেতেই গত বছর, হলিউডি মার্কা একটা হরর ছবি মনে হল। কাইফার সাদার্ল্যান্ড, জুলাই-আগস্টএ, সামারে দেখেছিলাম, সেটা বাচ্চাদের শুনে ধাঁধা মনে হল এই আরকি।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৫ | 59.93.246.71
  • মিরর টা বেশ ধাঁধাই। অম্নি সত্যি মিথ্যে গুলিয়ে যেতে খুব আনন্দ পেয়েছি আমি
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৩ | 59.93.246.71
  • লগনের মতন সিনেমা নমিনেশান পাওয়ার ই যোগ্য নয়। স্লামডগের কোয়ালিটি যেমন হোক না কেন, এবারের নমিনেটেড মুভি গুলোর মধ্যে স্লামডগ আর বেঞ্জামিন ই ভাল।
  • anaamik | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৯ | 59.164.101.96
  • ধাঁধা বললেই পরের পোস্ট-টা দু-য়ের ;-)

    যাগ্গে - a_xকে -
    ১। লিঙ্ক-টা টেলিগ্রাফের এটা ধরিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ। বিষয়টার ফলো-আপ জিনিষ-গুলো আমার আওতার বাইরে, তাই ঐ নিয়ে আর কিছু বিশেষ কথা চালানো গেলো না।

    ২। কাল Cleo from 5 to 7 দেখলাম। ভালোই লাগলো। পরে / অন্য কোথাও আলোচনা করা যাবে।

    ৩। ইকোনমিক ইন্ডিকেটর এবং রিসেশন-এর ভবিষ্যদ্বাণী নিয়ে -
    অধিকাংশ ইন্ডেক্স / ইন্ডিকেটর-ই সাধারনতঃ পোস্ট ইভেন্ট মেজারমেন্ট হিসেবে ডিফাইন করা হয়, কারণ কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে কি ভাবে মাপা হবে সেটার পদ্ধতি বাতলানো তুলনামূলকভাবে সোজা। (তার মানে এই নয় যে সেই মাপার প্রসেসে গরমিল করা যায় না ;-) )

    তাও যদি আগ্রহ থাকে, আর টেকনিক্যাল অ্যানালিসিস পুরোপুরি গপ্পো মনে না হয়, তাহলে Baltic Dry Index আর ZCYC নিয়ে ঘেঁটে দেখতে পারেন।
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৩ | 143.111.22.23
  • কি ধাঁধা? মিরর? ঐ যে জাফর পানাহির কথা বলল। তার সিনেমা। নাকি অন্য কিছু?
  • Du | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩১ | 65.124.26.7
  • নো কা¾ট্রী আর দেয়ার উইল বি দুটোরই ঘটনাটা 'হল না' টাইপের কিন্তু মুভি হিসেবে কি খারাপ? খুবই গ্রীপিং মনে হয়েছিল । ডিপার্টেড - বেকার ।
  • Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৬ | 198.169.6.69
  • কবিতা এমনি-ই ভাললাগে, কি আছে জানতে চাইলে আর ভাললাগবে না ঃ))

    অক্ষ-ও আজকাল ধাঁধা দিচ্ছে ঃ)) সিনেমা সম্পর্কিত, অবশ্য।
  • rokeyaa | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৯ | 203.110.243.21
  • কেউ কি তিন এক্কে তিন দেখেছেন? কোথাও পাওয়া যাবে?
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৫ | 143.111.22.23
  • মিরর সত্যি খুব খুব ভালো সিনেমা। বড়দেরও সিনেমা, আবার ছোটদেরও। ইরানে একটার পর একটা অসাধারণ সব বাচ্চাদের সিনেমা হয়। কেন যে আমাদের দেশে হয়না, কিম্বা হলেও জানতে পারিনা।
  • a x | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৬ | 143.111.22.23
  • আচ্ছা যারা কবিতা টবিতা বোঝেন, বলুন তো মিঠুর লেখা ঐ শঙ্খ ঘোষের কবিতাটায় কি আছে? সব কবিতা বাদ দিয়ে ওটা পড়তেই রোজ একবার করে ঐ থ্রেডটা দেখি। এতদিনে মুখস্থ হয়ে গেলেও, ছাপা অক্ষরে দেখার ম্যাজিক কেমন আলাদা।
  • Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৫ | 198.169.6.69
  • রঞ্জনদার জন্য নয় ,হক্কল বিবাহিত প্রাপ্তবয়স্কদের (যদিও ক¾ট্রাডিকশন হয়ে গেল), সচ্চেয়ে ভালো কোট, 'যা কিছু হারায় গিন্নি বলেন কত্তা ব্যাটাই চোর'।
  • Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৮ | 198.169.6.69
  • আরে, আজ্জো, ময়দানে যত্তো রিপোর্টার আছে, সক্কলে বাঙাল, মাইমা আর দ তো বলেই গেছে, ঘটি হলেই আলসে, আর আলসেরা কি রিপোর্টার হতে পারে, তাও আবার র‌্যাম্পার্টে দাঁড়ানো ?

    আবাপ-র রিপোর্টটা কিন্ত যব্বর হয়েছে মাইরি।
  • haridaas paal | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩১ | 122.168.69.211
  • সায়ন,
    আমার সমিস্যেটা ঠিক ধরেচো।
    বাইনারি,
    ওটা গত একমাসের মধ্যে ভাটের বেস্ট কোট। আমার নামের সঙ্গে ভালো রাইম হয়। গিন্নি কে বলায় একগাল হেসে অসময়ে কফি খাওয়ালো।
  • arjo | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৯ | 168.26.215.13
  • আবাপ ইবের সাপোর্টার। এদ্দিন ধরে যে মোবা জিতেই চলল জিতেই চলল সেরকম কোনো রিপোর্টিং ই নেই। আজ দেখ মনে হচ্ছে ইবে বিশ্বকাপ জিতল। একেই বলে হলুদ ...। ঃ)
  • kd | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৪০ | 59.93.245.65
  • মিঠু, আমায় এখনও পুরো চিনতে পারো নি দেকচি। আমার সঙ্গে তুলনায় সৈকতকে পুরো কর্মবীর মনে হবে। বাড়ীতে 'চলন্তিকা' আচে কি, তা'লে খুলে দ্যাকো - 'অলস' কথাটির পাশে আমার ছবি আছে। তাও যদি বিশ্বাস না হয়, গোটা চল্লিশ বন্ধু, দিদি/জামাইবাবু আর বাড়ীর তিনটি কাজের লোকের testimonial পাঠিয়ে দিতে পারি।

    আর যারা আমায় চেনে না, তাদের জানাই, আমিও ঘটি, মানে নুচি/নঙ্কা/নেবু, খেলুম/গেলুম ঘটি।
  • Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:২৬ | 198.169.6.69
  • কাল ঘুমুতে যাওয়ার আগে থেকে এখন পজ্জন্ত, ভাটিয়ালি-র সেরা কোট ....
    -- 'কি বালের সিনেমা, তার কি বালের অ্যাওয়ার্ড' , অহো অহো।
    -- ইবে-র তিন গোল মারাটা আসলে কাঁকড়া রহস্য, ফ্যান্টাস্টিক।
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:১৬ | 121.243.161.234
  • সোমনাথদাকে প্রচুর থ্যাঙ্কস। একটা তুর্কীর peer এর কাছে ৮১% আছে - দেখা যাক শেষ পর্যন্ত কতদূর নামে।
  • L | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৫৫ | 59.93.199.122
  • স্লামডগ অস্কার না পাবার তো কারণ নেই। একে বিদেশী ডিরেক্টর তার উপর ইন্ডিয়ান গরীবী। কেন 'লগন' কি দোষ করেছিল? রবীন্দ্রনাথ নোবেল না পেলেও তার কিছু যেতো আসতো না। তিনি অনায়াসেই 'নাইট' উপাধি রিফিউজ করেছিলেন।
  • Somnath | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৫৩ | 117.194.196.209
  • আমার টা ভোগে গেছে এক্ষুনি দেখে কনফার্ম করলাম। ফোল্ডার দেখাচ্ছে। কিন্তু কপি করতে গেলে মাঝখানে আটকে যাচ্ছে। রিট্রিভ করতে পারলে ডিভিডি টা নিয়ে নিতে পারিস।

    তবে এত সমস্যা হবার কথা নয়। the circle কমন মুভি। dayereh নামে খুঁজলেই পেয়ে যাবি।
  • Blank | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৯ | 203.99.212.224
  • সেটা কবে জানতে পারবো?
  • Somnath | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৮ | 117.194.193.126
  • আমার কালেকশন এর ১০৮ নং ডিভিডি তে আছে। ডিভিডি টা এখনো আস্ত থাকলে পেয়ে যাবি।
  • Blank | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৫ | 203.99.212.224
  • আমার সার্কল চাই আপাতত। জাফর পানাহির
  • Somnath | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৩ | 117.194.193.126
  • মোটে ৩২৫ টা টরেন্টের জন্যে ঐ সাইটটায় লগ ইন করতে হবে? কি সিনেমা চাই? স্পেসিফিক বল।
  • sayan | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:২০ | 160.83.96.81
  • নাহ্‌, একে একে বর্তূল আবর্ত্ত থেকে সারফেস করবে এবে ...

    প্রঃ - হরিদাসবাবুও কি এই আবর্ত্তে ঘূর্ণায়মান?
  • siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:১৪ | 122.160.41.29
  • সবাই কি সেই থেকে সার্কেলাবদ্ধ জীব?
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৭ | 207.179.11.216
  • খুঁজে দেখতে পার - আমি পেলে জানাব - আমিও আগে সার্কল খুঁজেছিলাম - পাইনি।
  • Blank | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৬ | 203.99.212.224
  • টরেন্টে পাবো?
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৫ | 207.179.11.216
  • টিভি টিউনার নাই ঃ(
    তবে ঐ iraniantorrents.com এ টরেন্ট পেলেও পেতে পার।
    Bahman Ghobadi র সিনেমা দেখ। দারুণ।
  • Blank | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩০ | 203.99.212.224
  • রেকর্ড করবি। তারপর আমায় দিবি। প্রথম দুটো দেখার পর তিন নাম্বার না দেখলে হয় নাকি?
  • dipu | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩০ | 207.179.11.216
  • আমি ওয়ার্ল্ড মুভিস এ ই দেখেছি - খুব সাহসী সিনেমা - মানে ইরানের প্রেক্ষিতে।
    টিভি টিউনার কি করব?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত