এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৪ | 203.91.207.30
  • মানুষ মারা যাবে বলেনি এই রক্ষে।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৮ | 70.64.8.206
  • তাতে ফ্রিজ নষ্ট হয়ে যাবে ??? বাপরে !!!
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • রেডিও ওয়েভঃ-)
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৫ | 70.64.8.206
  • রে ব্যাপারটা কি ????
  • shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 124.30.233.101
  • মাইনরিটী বলতে আমি ধর্মীয় নয় সংখ্যার কথা বলছিলাম। আমার বরও মিটিংএ গিয়ে চেঁচিয়ে এসেছিল। আমাদের স্যোসাইটীতে কয়েকটি মুসলিম, দু একটা ক্রিশ্চান ফ্যামিলিও আছে। এইরকম মাতামাতিতে ওরা কিরকম ইনসিকিওর ফীল করতে শুরু করেছে। একজন আমাদের কোং এর, স্বামী অন্য জায়গায় পোস্টেড, ভদ্রমহিলা মেয়েকে নিয়ে এখেনে থাকেন, মেয়ে কলেজে পড়ে। বলছিলেন, ফ্ল্যাট ভাড়া দিয়ে মেয়ের কলেজ ছাড়িয়ে চলে যাবেন।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩ | 70.64.8.206
  • আমার একটি ফ্ল্যাট আছে অভিশিক্তা ১/২ এর মাঝে রুচিরাতে। দেশে গেলে থেকে আসি। তবে হ্যাঁ কম্যুনিকেশনের প্রবলেম আছে ঠিকই।
  • Bhuto | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩ | 203.91.207.30
  • বিএসএনএল বেশ দিচ্ছে কিন্তু। হা হা।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২২ | 61.95.144.123
  • ওয়্যারলেস মোডেম/রুটারের ওই "রে' নিয়ে অনেক জায়গাতেই আপত্তি উঠেছে। তবে সেগুলো বেশি শক্তিশালী মোডেম/রুটার নিয়ে - ইস্কুল-টিস্কুলে। সুমনা তো সেইসব শুনে বাড়িতেও ওয়্যারলেস মোডেম নিয়ে গাঁইগুঁই করেছিলো - শেষে অনেকগুলো আর্টিকল ধরিয়ে ছাড়পত্র মিলেছিলো।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২০ | 65.194.243.232
  • বেঙ্গালুরুতে মনে হয় এই রোগ নাই। তবে রোগের কিছু না কিছু না প্রাদুর্ভাব তো দেখা যায়ই।

    আমাদের ফ্ল্যাটের উল্টোদিকে এক হিন্দু পঞ্জাবি দম্পতি থাকতেন। ভদ্রমহিলা একবার কথায় কথায় আমাদের বলেছিলেন ওই ফ্ল্যাট তো অনেকদিন খালি ছিল, কেউ নিত না। তারপরে থাকতে না পেরে জিগ্যেস করেই ফেললেন তোমরা কি সাজিদকে আগে থেকে চিনতে?

    সাজিদ, হায়দ্রাবাদের ছেলে, আমার বাড়িওলা, এখন কর্মসূত্রে অনসাইট। ঃ)
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২০ | 61.95.144.123
  • বাড়ি/ফ্ল্যাট যা হয়। তবে বাইপাসও এখন আর অত ভালো এরিয়া নয়। বিশেষ করে বাইপাসের পূর্বদিকে আর্সেনিকের প্রবলেম আছে। ওই অভিষিক্তা/হাইল্যাণ্ড পার্ক ইত্যাদি হল পরের চয়েজ - ঋকের ইস্কুলের বাসরুটের মধ্যে হলে ভালো।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • দিদিরা যখন ওদের কো-অপটা বানাচ্ছিলো, তখন আমাকে বলেছিলো - তখন আমি পাত্তা দিই নি, এত কিছু তখন মনে হত না। তখন ওই কো-অপে ঢুকে গেলে শালা জীবনে আর কিছু দরকার পড়তো না - সফি জায়গায় বাড়ি হয়ে যেত...

    তারপরে একবার আরেকটা কো-অপের চেষ্টা হল, ওই একই এলাকায় - লোকজনও যোগাড় হয়ে গেলো, সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেলো - তাপ্পর কো-অপের আরেক ব্যক্তি ঝোলালেন - তিনি আরো দুইজনকে এনেছিলেন কো-অপে, সেই দুইজন বেঁকে বসলো, কারণ জমিটার পিছনে একটা কবরখানা। আমার ধারণা সায়েন্স ক্লাবের বেঞ্চিতে বসে যেম্নি করে বলতো - "এই কালকের মিছিলে চলে আসবি' - সেরকম ভাবে বলেছিলো আরকি...তো সেটাও ভেস্তে গেলো।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৬ | 122.160.41.29
  • শ্রাবণী,

    এখানেও সেই একই ঘটনা ঘটতে চলেছে। তবে মাইনরিটি নয়, মেজরিটিদেরই কেউ কেউ, আমি তাদের মধ্যে একজন, প্রতিবাদ করেছিলাম। আরও কেউ ছিলেন। কিন্তু ধর্মবিশ্বাস বলে কথা!

    আমার কেন জানি না এই ধরণের ধর্মবিশ্বাসী উত্তর ভারতীয় ক্রাউড (সাথে গেরুয়া পরা দুটো সাধুও ছিল) দেখলেই "বম্বে'-র সিনগুলো মনে পড়ে যায়। কেবলই মনে হয় পূজো শেষ হলেই বোধ হয় এরা ত্রিশূল হাতে নিয়ে বেরোবে বাবরি মসজিদ ভাঙতে। সম্পূর্ণ অকারণ, কিন্তু মনে হয়।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৫ | 70.64.8.206
  • বাড়ী-ই কিনবে না ফ্ল্যাট ? বাইপাসে, গল্ফগ্রীন থেকে বেশী দূরে নয় এরকম অনেক অপশন আছে তো, মনে হয়। হাইল্যান্ড পার্ক না কি যেন?
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩ | 122.160.41.29
  • ল্যাপটপ কিনেছি বলে ডেস্কটপটা বাবাকে দিয়ে দিলাম। ঘরে বসে নাতনির সাথে ভিডিও চ্যাট করবে ইত্যাদি ইত্যাদি। বাবা এমনকি মাউস ক্লিক করতেও জানে না। সে যাই হোক, মোটামুটি ক্লিক করতে শিখিয়ে মেল অ্যাকাউন্ট খুলিয়ে দিয়ে তো পাঠালাম। সেখানে বাবা নিল বিএসেনেলের কানেকশন। বাবাকে বলেছিলাম একটা ওয়্যারলেস রাউটার কিনে নিও বা ওদেরকেই লাগিয়ে দিতে বোলো, তাতে করে আমি যখন ব্যান্ডেল যাবো টাবো, আম্মো প্যারালেলি ল্যাপটপ দিয়ে কানেক্ট করতে পারব তার ফার না গুঁজেই।

    তো, বাবাকে বিএসেনেল বুঝিয়েছে, ওয়্যারলেস অতি বাজে জিনিস হয়, ওর থেকে যে "রে' বেরোয়, তার থেকে নাকি ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে, ঘরের অনেক ইলেকট্রনিক ডিভাইস খারাপ হয়ে যেতে পারে। তারপরে ঘরে তার টানার সময়ে (ব্রডব্যান্ডই) তারা কিছুতেই ফোনের পাশে ডেটা লাইনের কানেকশন দিল না, বলল, ফোনে সিএলাই আছে, ব্যাটারিতে চলে, এর পাশেই মোডেম রাখলে ফোন গেঁজে যাবে, ব্যাটারি কাজ করবে না। এই লাইনটা অন্য ঘরে রাখতেই হবে।

    আমি মাইরি, ভাবতেও পারি নি কলকাতা টেলিফোন এই ক'বছরে এত বিশাল টেকি হয়ে গেছে।
  • shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১২ | 124.30.233.101
  • এদিকের সব স্যোসাইটীতেই কি এই মন্দির রোগ আছে!

    আমাদের টাতে গতবছর এই নিয়ে প্রচুর হাঙ্গামা হয়েছে। তবে বিপক্ষে মাইনরিটী। শেষমেষ মেজরিটীর উৎসাহে মন্দির নির্মাণ প্রায় শেষ, নবরাত্রিতে শুভ উদঘাটন।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১১ | 61.95.144.123
  • কিনুম। অনেক ক্রাইটেরিয়া - এখনকার বাড়ি থেকে বেশি দূর হলে হবে না, প্রেফারেবলি গল্ফ গ্রীন অঞ্চল হলে ভালো, বেশি ভীড়/ঘিঞ্জি হলে হবে না, একদম বড় রাস্তার ওপর হলে হবে না...
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৯ | 216.52.215.232
  • ভাড়াবাড়ি খুঁজছ না বাড়ি কিনবা?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • এরকম অনেক কারণের জন্যে আমি ওই পাট্টিকুলার এলাকাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি - কিন্তু বাড়ির মার্কেটের যা হাল...

    ওইদিকটা আর কখনোই সেভাবে ডেভেলপড হবে না। সম্ভব নয়।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • হ্যাপা নাই কে বল্ল? তখন ইস্কুল, ক্রেশ এসবের হ্যাপা। যখন অফিস যাবো তখন ছেলেমেয়েকে কে দেখবে সেই ঝামেলা। ওইজন্যেই তো টিসিএসে ফিরলুম না। নইলে দিল্লী আমার বেশ পছন্দের জায়গা (জল আর ইলেক্ট্রিসিটি বাদ দিলে)।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০০ | 70.64.8.206
  • ও, মানে কলকাতায় বা আরো ব্‌হত্তর ভাবে ভারতে এই ইনফ্রাস্ট্রাকচার কিরকম জানিনা তাই।
    এখেনে যেমন, ১০এম্বিপিএস লাইন খুবই সস্তা, আর রাউটার/ওয়্যার্লেস মোডেম দোকান থেকে কিনে লাগিয়ে নিলেই হল।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৯ | 122.160.41.29
  • দিল্লিবাসী হয়ে যাও। কোনও হ্যাপা নাই।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • আস্তে আস্তে সমস্ত সার্ভিস গোল্লায় যাচ্ছে। গ্যাস সিলিণ্ডার - এখন রিফিল করতে প্রায় একমাস লেগে যাচ্ছে। খুব রিস্কি। নতুন সিলিণ্ডারের অ্যাপ্লাই করতে যার নামে হবে তাকে পার্সোনালি সব আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে - তাও সোম থেকে শুক্র, তিনটে থেকে পাঁচটার মধ্যে। যারা চাকরি করে তারা কি করে এসব করবে?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
  • পয়সা দিলে ষাট মিটার কেন, দুশো মিটার নিয়েও ওদের আপত্তি হবে না। কিন্তু সেরকম পয়সা দেবো না। বরং আমি নিজের খরচে বাকি কেব্‌লটুকু কিনতে রাজি আছি - তাতেও ওদের হবে না।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫২ | 61.95.144.123
  • সেটার জন্যেই তো অ্যাপ্লাই করা আছে - নতুন কানেকশন, সাথে ওয়্যারলেস মোডেম। কিন্তু বিএসএনএল ওই ষাট মিটারের ফ্যাঁকড়া তুলছে। কারেন্ট কানেকশনটা এক জিবির - আর সেটা ওই সিনিয়র সিটিজেন হিসেবে নেওয়া, খুব কম খরচে - তাই সেটা বাবা সারেন্ডার করবে না।

    শহরতলির দিকে এই সব সার্ভিস প্র্যাক্টিক্যালি নেই।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৭ | 70.64.8.206
  • ওয়্যার্লেস মোডেম বা রাউটার ইউজ করতে পরো তো ?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪২ | 61.95.144.123
  • কম্পু তো বেঠিক নয়। ব্রডব্যাণ্ডও আছে - তবে সেটা লিমিটেড। বাবার টাইমপাস। দিনরাত্তির বাবা ওই নিয়ে বসে থাকে। এখন বাড়ির সমস্ত ক্যাসেট থেকে এমপিথ্রীর প্রোজেক্ট চলছে।

    আমার নিজের একটা চাই - যাতে করে আমি কিছু কাজও করতে পারি। কিন্তু বিএসএনএল দিচ্ছে না। ওদিকে আর কেউ নেইও, অ্যালায়েন্স ব্রডব্যাণ্ড ছাড়া - কেবল টিভির সাথে, কোয়ালিটি ভালো না।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • প্যাটিস প্রসঙ্গে - ওই বস্তুটিকে গ্রেগস বা মিলেটসে বলতো "পাস্তি' - কর্নিশ পাস্তি, বেকড চিকেন পাস্তি। আমি প্রথম প্রথম প্যাটিস বলে মুর্গী হয়েছি।

  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭ | 122.160.41.29
  • অ্যামিড মৃদুমন্দ প্রতিবাদ, আমাদের সোসাইটিতে আজ একপিস মন্দির প্রতিষ্ঠা হল। বিল্ডিং হয় নি অবশ্য, আপাতত ইঁটের পাঁজার ওপর ঠাকুরের ফটো, ওপরে লাল শালুর চাঁদোয়া, দুজন গেরুয়া পরা সাধু, বাকিদের সমস্বরে বেসুরে জয় জগদীশ হরে, কারুর কারুর কপালে লাল রংয়ের "জয় মাতাদি' লেখা ফেট্টি। প্রথম পূজোর দিনে ভক্তদের মনে কী পুলক, কেউ এক জায়গায় চোখ বন্ধ করে হাত জোড় করে "আনি-মানি-জানি-না'-র স্টাইলে ঘুরে যাচ্ছেন, বোধ হয় তাঁর প্রার্থনার ওটাই রীতি, কেউ সিগারেট সমেত ডানহাত মুঠো পাকিয়ে বুকের কাছে নিয়ে এসে ঠাকুরকে সম্মান জানাচ্ছেন।

    দেবতার জন্ম ইত্যাদি ইত্যাদি।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭ | 70.64.8.206
  • তোমার বাড়ী কম্পু কবে ঠিক হবে ?ব্রডব্যান্ড নেবে তো ?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৩ | 61.95.144.123
  • হুঁ, কিন্তু ওই লিংকে কি আছে সেটা জানবো কি করে? অবিশ্যি স্টার জলসাও দেখি না। আটটায় বাড়ি ফিরে কুরুক্ষেত্র দেখি (তালেগোলে দেখার অব্যেস হয়ে গেছে), তাপ্পর আরেকপ্রস্থ যুদ্ধ শুরু...
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 70.64.8.206
  • আরে তুমিতো বাড়ীতেই দেখতে পারবে, স্টার জলসায়।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • সবাই খালি ইউটিউবের লিংক দেয়, একটাও দেখতে পারি না। ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৪ | 70.64.8.206
  • আচ্ছা এই লেটেস্টটা দেখুন, আম্রিকার জনগণ
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৩ | 61.95.144.123
  • আজ তো ইস্কুলে গেছে। এখন দেখা যাক...
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২২ | 70.64.8.206
  • অরিজিত জান্তনা অজদা=শিবুদা এইটে আরো বড় অ্যান্টি ক্লাইম্যাক্স।

    ঋক কেমন আছে ?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯ | 65.194.243.232
  • গোয়েন্দাপ্রবর! ঃ)
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৭ | 71.62.2.93
  • ব্ল্যাংকি, থ্যাংকু। ঃ)
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৭ | 61.95.144.123
  • কোনজন? যিনি ধক্ষভ হয়ে যান মাঝে মাঝে?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২ | 65.194.243.232
  • এঃ অজদাই যে শিবু তা জানতে না!

    আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম যে ড়য়ধভসঢ়ত সেটা জানো? ঃ)
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১১ | 71.62.2.93
  • পাই,
    ইয়েতে কান দিতে নেই। আমি মোটেই গান গাই না।
    মন্দিরা অন্য কারুর সাথে আমাকে গুলিয়েছে। ঃ)

    আজ্জোদা খালি আবাজ দিতে জানে। লিংকটা এখানে দিতে কি ক্ষতি ছিলো শুনি?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪১ | 61.95.144.123
  • কি অ্যান্টিক্লাইম্যাক্স। এরম অ্যান্টিক্লাইম্যাক্স লাস্ট মনে হয়েছিলো ডাগদারির ভাইভার পর...
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪০ | 61.95.144.123
  • অ্যাঁঃ অজদাই শিবু?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
  • আজ্জো - না সেটা মনে হয় নয়, কারণ দুটোতেই জিসিজে থাকলেও, ব্যবহার হয় সানের জাভা (1.6) যেটা আমি ইনস্টল করেছি (পাথ আর জাভা হোম সেভাবেই সেট করা আছে)।

    গোডিভা ভালো, Lindt ভালো, গুলিয়াঁও ভালো - এগুলোর সবকটার সাদা ভার্সনটা সবচেয়ে ভালো।

    কলি - না তো, আমি তো কোনো মেল করিনি। কোন আইডি থেকে গেছে বলো (আমার দুটো আইডি - arijitm ইয়াহু আর arjit72 জিমেল), তাইলে এক্ষুণি পাসওয়ার্ড বদলাবো। ডিলিট না করে দিয়ে থাকলে হেডারটা পাঠাতে বলতাম।
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৩০ | 70.64.8.206
  • ঈশেন বলেছিলো না এট্টা মর্বিড উপন্যাস নামাবে, তো তার ভুমিকাটা সিবুদার টইতে লিখলেই পারে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:১২ | 128.231.22.89
  • টিম গান গায় !
    লিংক কি পাওয়া যায় ?
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:০৮ | 71.62.2.93
  • ইস্নিপ্সে আপলোডানো গান? ওগুলো আমি ক্যানো গাইতে যাবো, বিখ্যাত সব শিল্পীরা গেয়েছেন। ;-)
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৫৯ | 117.195.33.230
  • টিমের গান? কোথায় পাওয়া যাচ্ছে? আমিও শুনব।
    তিমি, ঐ "আমাদের গান' এ লিঙ্ক দিয়ে দাও।
  • Mandira | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:১৩ | 98.207.187.245
  • Tim,
    আমি আপনার গান শুনলাম, I like it, I love it ;)
  • Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৪০ | 70.64.8.206
  • আমার তো মনে হচ্ছে, যমরাজ হয়ে গেছেন।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০০ | 65.124.26.7
  • শিবু হয়ে অজদা কেমন নিরীহ হয়ে গিয়েছেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত