মামু কে হ্যাবাড্ডে আর এক হাঁড়ি রসগোল্লা। আগামী দিন গুলো খুব ভালো কাটুক
Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০২ | 61.95.144.123
কেউ কখনো "দ্য ম্যাজিক গার্ডেন এক্সপ্লেইনড' বইটা নেড়েচেড়ে দেখেছ? কলেজে পড়াকালীন নাম শুনেছিলুম - যোগাড় করার ইচ্ছে আছে।
h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০২ | 203.99.212.224
আগে আমি সপ্তাহে দুদিনের বেশি মাল খেতাম না, এখন জীবনে ভীষণ রেস্ট্রিকশন এসে গেছে, তাই রোজ ই খাচ্ছি। অপ্প করে করে। প্রতিবার খেয়েই মনে হয়, খাওয়া হল না। একটা নব্য বাংলা সাহিত্য বাংলা সাহিত্য ভাব। কখনই ঠিক হয় না।
h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০০ | 203.99.212.224
শরীর টাকে তো রাখতে হবে। তবে ব্যাকুলতার কারণ ওটা নয়। ব্যাকুলতাটা এমনি এমনি। হরলিক্সের মত।
কাল পোশ্শু এখানে ঝেড়ে নিম্নচাপ আর বৃষ্টির পর দিল্লিতে ঠান্ডা আবার এসেছে ফিরিয়া।
siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫০ | 122.160.41.29
মামাশ্রী,
আপকে জনম্দিন কি ইস্ সুনেহ্রে অভ্সর পর হম্ সবকে তরফসে আপকো জানাতে হৈ ঢের সারে শুভ্কাম্নায়েঁ, লাখ লাখ বধাইয়াঁ ঔর অরব্ গুলদস্তেঁ। আপ ঔর আগে বঢ়েঁ, বঙ্গালি সাহিত্য তথা অন্য অন্য সামান্য বঙ্গালি ক্ষেত্র্ মে আপকা প্রতিভা দিন ব দিন বিক্শিৎ হোতে রহে ... (এক গেলাস জল হবে?)
Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৯ | 61.95.144.123
এঃ কুড়ি লিটারের রুকস্যাকে কি হইব? ও তো ঘেনু নেবে। মিনিমাম পঁয়ষট্টি লিটার দে। বাকি পঁয়তাল্লিশ লিটার আমার তরফে।
Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৮ | 61.95.144.123
এখানে সকালে বেজায় মেঘ করলো - কাল রাতে প্রচণ্ড গরম ছিলো, ফুলস্পীডে ফ্যান চলেছে - ভাবলুম বৃষ্টি পড়বে, তাপ্পর ঠাণ্ডা হবে। বৃষ্টি হয়নি, তবে হাওয়ায় মেঘ পরিস্কার হয়ে গেছে - এখনও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সঙ্গে ফাউ হিসেবে ধুলো।
sinfaut | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 203.91.207.30
হানুদা সকাল সকাল এমন ব্যাকুল হয়ে সবাইকে স্মরণ করছে কেন? কাল রাতে কি মাল খেয়েচো নাকি?
মামু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমারে দিলাম একটা টেন্ট, একটা হাইকিং বুট আর একটা ২০ লিটারের রাকস্যাক। জয়যাত্রায় যাও হে।
কিন্তু র-দা কোথা?
Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.123
মামুকে হ্যাবাড্ডি, উইথ আন-অ্যাব্রিজড ফুকো সমগ্র।
Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১৮ | 122.252.231.12
আরে টেক্সট মেসেজ পেয়েছিলাম। তখন উত্তর দেবার অবস্থায় ছিলাম না। মেয়েকে এন্টারটেন কচ্চিলাম (দেখেছ, আমি কী ভালো বাবা!)।
আরে ভাটে না দেখার কারণ হল সকাল ন'টা থেকে রাত দশটা অব্দি মুখ গুঁজে কাজ করে যাচ্ছি। এর পরেও শুনতে পাচ্ছি যেকোন দিন প্রোজেক্টের ফান্ডিং বন্ধ হয়ে যাবে। অতঃপর পিংক স্লিপ ও ভাঁড়ে মা ভবানী। গাছতলায় বসে শক্তি চাটুজ্যে পড়ব। আহা, সে বড় সুখের দিন হবে। ঃ)
ডিঃ আমি আগের হ্যান্ডসেটটা আম্রিকা যাবার আগে হারিয়েছিলাম, সব নাম্বার ওখানেই স্টোর ছিল, কাজেই ওই মধুরভাষণ।
Blank | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৪৮ | 59.93.240.147
মামু আর ডারউইন হলো সমজন্মদিনি
d | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:১৩ | 117.195.36.41
আজ আকাশে বাতাসে কিরকম একটা আলসে ভাব। শীত তো এবারে আসেই নি এখানে, অন্য কোথাও থেকে নিজের বাড়ী ফিরে যেতে যেতে শীতও আজ টুপ করে একটু বসে পড়েছে এখানে, একটু ল্যাদ খেতে। আজ সকালের কাগজওয়ালা ল্যাদ খেয়ে বসেছিল, এইমাত্র দিয়ে গেল। সকালের যে অটোওয়ালারা ভোর সাড়ে ছটা'য় বেরিয়ে যায়, তারা কেউ কেউ এখন যাচ্ছে, বোধহয় আলসেমী লাগছিল বেরোতে। আজ চটপট তৈরী হয়ে ঝটপট অফিস যেতে কিরকম যেন ইচ্ছে করছে না। বড্ড আলসেমী লাগছে। আজ সূর্যটাও খুব আলসেমী করে একটু আগে উঠল। সুর্যটার চোখেমুখে এখনও যেন ঘুম লেগে আছে, তাই আকাশের কোণায় এলিয়ে বসে ল্যাদ খাচ্ছে। কারণ .....
আজ ১২ই ফেব্রুয়ারী। আজ সারাদিন ঈশানের জন্মদিন।
শুভ জন্মদিন ঈশান। সারাদিন মনের সুখে ল্যাদ খাও।
h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:৪২ | 61.95.144.10
আর অ্যাদ্দিন পরে ইন্দো সময় পেয়ে একটু লিখছে, এইটা আমার জেনেরালি ভাল্লেগেছে।
h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:২৩ | 61.95.144.10
অর্পন, কাল কি টেকস্ট মেসেজ পেয়েছিলি? না পেয়ে থাকলেও জেনে রাখ, তোর কুশল সংবাদ জানার জন্য ব্যাকুল ভাবে আমি কাউকে দুপুর বেলা একটা টেক্সট মেসেজে করেছিলাম। যাকেই করে থাকি, সে উল্টে মেসেজ করেছে, 'আপনি কে বলবেন প্লিজ?' --ঃ-) আসলে কিসু না, তোকে ভাটে দেখি না তাই।
সৈকত, হ্যা বা। তুমি তো মদ খাও না, তোমার জন্মদিনে তোমার কোন বেনিফিট নাই। এদিকে আমি নিজের সহ সকলের জন্মদিনে, বিবাহ বা প্রেম বার্ষিকীতে ওয়েলফেয়ার স্টেটের স্মৃতিতে অন্যের পয়সায় মাল খেয়ে থাকি।
সৈকতের জন্মদিন উপলক্ষে আমার বাণী - যে নতুন প্রজন্মের উপরে বাংলা সাহিত্যর দায়িঙ্কÄ দিয়েছি, তারা যদি এস এফ আই কে ভোট দেয় তাহলে চাপ। বাংলা সাহিত্যের। কাকেই বা ভোট দেবে, একদিকে কতগুলো ঢপের নকু, অন্য দিকে বিভিন্ন কংগ্রেস বা বিজেপি। শুধু এই জন্যেই র্যাডিকাল দের কলকাতা আর ভারত ছেড়ে চলে যাওয়া উচিত, বাংলা সাহিত্যের মঙ্গলের জন্য। এটা আমি সিরিয়াসলি বল্লাম। এই বাজারে এই যে সিফো ফিরে এলো, এতে বাংলা সাহিত্যের ক্ষতি হলেও হতে পারে ;-) এটা আমি সিরিয়াসলি বলিনিঃ-)
ল্যাদোষ দার জোকসটা পুরো গোলেমেলে গিন্নী টাইপ হয়েছে।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫৫ | 168.26.215.13
মা একখান দিয়ে দিয়েছে কিন্তু সেটা বাক্সের মধ্যেই হারিয়ে গেছে। তবে এবারে বুদ্ধি করে পিঠ চুলকোনোর হাত নিয়ে এসেছি।
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫২ | 12.217.30.133
আজ্জো, এই কদিন আগেই না বাড়ি গেলে!!!
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫০ | 168.26.215.13
পৈতে নিয়ে হ্যালাফেলা করিবেন না। মনে রাখবেন দাঁত থাকতে লোকে দাঁতের মর্যাদা বোঝে না। হারিয়ে যাওয়া ইস্তক পিঠ চুলকোতে খুব অসুবিধা হয়।
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪৯ | 12.217.30.133
বাইনারি, পৈতে পরা সৈকত কে কল্পনা করে খুব হাসি পেলো তাই..ঃ))
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪৮ | 12.217.30.133
টিনটিনের আবার অন্য কিছু যার সঙ্গেই হোক- বিয়েটা মার সঙ্গেই হবে!
তোমার ছেলে এখনো ছোট, তবে চার পেরোনোর পর থেকে লক্ষ্য করছি- এখন ছেলে-মেয়ে এই বোধ টা বেশ হয়েছে। মেয়েদের সঙ্গে বসে খেলার চাইতে ছেলেদের সঙ্গে দৌড়োদৌড়ি করতে বা গাড়ি ঘোড়া নিয়ে খেলতে বেশি ভাল্লাগে।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩৮ | 168.26.215.13
ঃ))। আমরা আবার ক্যাথারিনের গল্প শুনতে শুনতে পাগল। তবে ভ্যালেন্টাইন নাকি মাম্মি। খুব বেশি হলে মিস ম্যাকার্থি অবধি এগোয়। বাকীদের মনে হয় বেবি মনে করে। ঃ))
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৮ | 12.217.30.133
আজ্জো, ফেবের শুরু থেকেই ঢাকে কাঠি পড়ে গেছে। সেদিন আমাকে বল্লো,তুমি জানো ফেব্রুয়ারিতে কেন রেড হার্ট থাকে- আমার না জানায় খুশি হয়ে বল্লো,কিছুই জানো না,এখন স্কুলে ভ্যালেন্টাইন হবে।
ক্লাশ শুদ্ধু সবাই সবাই কে কার্ড দেবে-সেই সব কাজ চলছে,ছেলের আবার দিনে রাতে ভ্যালেন্টাইন বদলে যাচ্ছে,কখনো অ্যালেক্স তো তারপরেই বেন আবার তারপরেই জাস্টিন- মেয়েদের নাম বিশেষ শুনি না।- ওরিয়েন্টেশান নিয়ে এখন থেকেই চিন্তা করতে শুরু করবো কিনা ভাবছিঃ)
Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৩ | 198.169.6.69
সিজিন প্রেমে সিজিন পাগল।
Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৯ | 198.169.6.69
পৈতে-র কথা শুনে মামী অট্টহাস্য করে কেন ?
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৬ | 168.26.215.13
কার্ড বানাচ্ছো কি? ঃ))) আমাদের সেই পর্ব কাল গেছে। এখন বাড়ি ভর্তি ছিন্ন হৃদয়।
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৬ | 12.217.30.133
পৈতে!!
হাঃ হাঃ হাঃ
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৫ | 12.217.30.133
কি আর হবে,ফেব্রুয়ারিতে মনে প্রেমের তুফান উঠেছে!!;)
sibu | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৪ | 207.47.98.129
সে না হয় না খেতে দিলে। খুব খিদে পেলে পৈতে ছিঁড়ে অভিশাপ দিয়ে অনাহারে মরে যাবো। কিন্তু ছেলের কি হল?
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১২ | 168.26.215.13
ছেলের আবার কি হল?
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১১ | 12.217.30.133
***ওফ্,আগের লেখাটা শিবুদাকে
m | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১০ | 12.217.30.133
সৈকত, ভালোমন্দ সব ই আগেই গান্ডেপিন্ডে গেলা হয়ে গেছে- কাজেই এখন ভাটে যা জুটবে -তাই জল দিয়ে খেয়ে জম্মোদিনে হাত চাটবে- আমি আপাতত ছেলের রক্তাক্ত হৃদি নিয়ে নাজেহালঃ(
sibu | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৬ | 207.47.98.129
তাহলে দিকে দিকে আওয়াজ তুলুন, ওবামার কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৫ | 168.26.215.13
ওবামার প্যাকেজ ভালনা, ওতে ট্যাক্সো রিবেট নাই। এর থেকে বুশের টা ঢের ভালো ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন