এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sibu | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২৬ | 207.47.98.129
  • সেই স্পেশাল কাঁচিতে সোফা কাটা যায় না। তবে আর সেটা দেওয়া কেন?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১৫ | 12.217.30.133
  • শিবুদা,
    বাচ্চাদের জন্যে স্পেশ্যাল কাঁচি পাওয়া যায় তো।
  • sibu | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১২ | 207.47.98.129
  • কাঁচি দিলে বাবা-মা স্যু করতে পারে। কিন্তু ন্যাড়ার লিস্টের বাকীটাও শত্রু বধের জন্য যথেষ্ট। ক্রেয়ন আর মার্কার নন-টক্সিক দেখে নিতে ভুলবেন না। আর অতিরিক্ত সতর্কতা হিসেবে একটি আঠার বালতি (নন-টক্সিক) যোগ করুন।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১১ | 143.111.22.23
  • এটা কি "অনুভব করেছি তাই..." সিরিজ?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১১ | 12.217.30.133
  • ন্যাড়াবাবু,
    ঃ)))
    আপনার প্রত্যেক টা আইডিয়া চমৎকার-পরে কাজে লাগতে পারেঃ) তবে সুসম্পর্কের জন্যে চিড়িয়াখানা বা আই-ম্যাক্সের টিকিট টাই আপাতত ঠিক লাগছে।
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০৪ | 67.88.241.3
  • বাবা-মার সঙ্গে কিরকম সম্পর্ক তার ওপরও নির্ভর করছে। থিম পার্কের গিফট কুপন দিন, ভাল বাঁশ যাবে। বাচ্চাদের ভিডিও দিন। বাবা-মার সঙ্গে আদায়-কাঁচকলায় হলে একটা গিফট প্যাক বানান। তাতে থাকবেঃ

    ১২৮ টা ক্রেয়নের বাক্স
    ৪৮ নন-টক্সিক নন-ওয়শেবল মার্কারের বাক্স
    একটা পাপেট মেকিং ধরণের ক্র্যাফটের বাক্স যেটা বাচ্চারা নিজেরা করতে পারবে না
    তিন শিশি বাবল বাথ
    তিন দিস্তে কনস্ট্রাকশান পেপার
    কাঁচি
    খুব ছোট ছোট টুকরোর পাজল, সব মিলিয়ে যেন হাজার খানেক পিস থাকে
    লক্ষ লক্ষ স্টিকার
  • sibu | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০২ | 207.47.98.129
  • ক্যান্ডি?
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০১ | 63.82.71.141
  • তেল-গামছা-ডায়াপার? কারসিট? বেবি মনিটর? বেবি সাইজ না হলে গিফট কার্ড।
  • arjo | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫২ | 168.26.215.13
  • একরাশ ভালোবাসা। বড়দের হলে এর সাথে আন্তরিক শুভেচ্ছা।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫০ | 12.217.30.133
  • কেউ আমাকে বাচ্চার জন্মদিনে খেলনা,বই ,আর জামা ছাড়া কি দেওয়া যায় বলবে?
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৭ | 143.111.22.23
  • আমি যা বুঝলাম, তা হল, উহা সায়েন্টিফিক কেননা উহা পার্সোনাল অভিজ্ঞতা।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০১ | 67.88.241.3
  • সাধারণতঃ কথ্য ভাষার সব ধ্বনি কোন বর্ণমালা দিয়েই ধরতে পারা অসুবিধে। প্রায় অসম্ভব। মানুষের ভয়েস প্রডাকশনের অসাধারণ ক্ষমতা। শয়ে শয়ে ধ্বনি প্রডিউস করতে পারে। বর্ণমালায় সে সবের জন্যে বর্ণ রাখতে গেলে বর্ণসংখ্যার গোণাগুন্তি থাকবে না। কাজেই ক্লোজ অ্যাপ্রক্সিমেশন করা হয়। ধরে নেওয়া হয় যে, যে লোকটা পড়ছে সে শব্দটার আসল উচ্চারণ জানে। বর্ণমালার উৎপত্তি তো আর উচ্চারণ শেখানো বা বিদেশি ভাষা শেখানোর জন্যে তৈরি হয়নি!
  • sibu | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫১ | 207.47.98.129
  • এই হিন্দি উচ্চারণপদ্ধতি সায়েন্টিফিক ব্যাপারটা বোঝা গেল না। যদি মেনেও নেই যে হিন্দিতে প্রতিটি অক্ষরের একটাই উচ্চারণ, তার সাথে সায়েন্সের সম্বন্ধ কি? বলা যেতে পারে যে হিন্দির উচ্চারণ কনটেকস্ট ফ্রী। বাংলার উচ্চারণ কনটেকস্ট ডিপেনডেন্ট - কোন অক্ষর কোন শব্দে ব্যবহার হচ্ছে তার উপর তার উচ্চারণ নির্ভর করে। সে তো ইংরিজীর উচ্চারণ আর বেশী কনটেকস্ট ডিপেনডেন্ট। শ-এর সেই ফিশ বানাম ghoti মনে নেই?
  • d | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩০ | 117.195.45.50
  • "তুমি'

    আমি কোথায়ও একটা এটা সম্পর্কে পড়েছিলাম। এখন ঠিক করে মনে পড়ছে না কোথায় এবং বাকী ডেটেইলস। ঃ( কিন্তু পড়েছিলাম এটা ঠিক। ভাল খবর।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৯ | 216.52.215.232
  • ঃ)

    আমি আরেকটু অ্যাড করি (মানে যা বুঝলাম)?

    বাংলা সমেত বাকি "আঞ্চলিক' ভাষাগুলিকে তাগিদ নিয়ে হিন্দি হতে হবে। তাহলেই হিন্দি নতুন তাগদে ও তাগিদে ইংরেজিকে দেশ থেকে রিপ্লেস করে দেবে।
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৯ | 122.162.82.191
  • রাজনীতি নেই তা বলব না। কিন্তু দৈনন্দিন জীবনে দুটো ভাষাই সমানভাবে ইউজ করতে গিয়ে জিনিসটা বুঝতে পারছি। পার্সোনাল পার্সপেকটিভ বলতে পারো। ঃ-) এর ওপর রাজনীতির কোনও চাপ নাই। আমি কিন্তু বলছি না হিন্দি ব্যকরণ সায়েন্টিফিক। কেবল উচ্চারণপদ্ধতিটা বলছি।
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৬ | 122.162.82.191
  • উর্দু শব্দ বাংলায় লিখতে গেলেই দরকার পড়বে গ-য়ের নিচে ফুটকি। গালিব, গাজি, গজল, সমস্তই কিন্তু বাংলায় লেখা হয়ে থাকে। প্রত্যেকটাতেই গ-য়ের নিচে ফুটকি হবে। ইংরেজিতে এর কোনও ইনস্ট্যান্স নেই।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৫ | 143.111.22.23
  • সিকির বক্তব্যর প্রেসি কি এইরূপ?
    হিন্দি ভাষা হতে পারেনিটা তার মানে ইংরেজিকে রিপ্লেস করার ক্রাইটেরিয়া দিয়ে গণ্য হচ্ছে? আর এর সাথে উঃভারতের রাজনীতির কোনো সম্পর্ক নাই? ইহার কারণ হিন্দি একটি সায়েন্টিফিক ভাষা, এবং সায়েন্টিফিক ভাষা তার কারণ হিন্দির প্রত্যেকটি অক্ষরের আলাদা উচ্চারণ?
  • bhuto | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৩ | 122.172.25.189
  • যদিও অনেক জমিয়ে রাখি,তবুও আরো পেলাম । অক্ষদি কে ধন্যযোগ জানালাম সাইটটার জন্য।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১০ | 216.52.215.232
  • "জ' নিয়ে তো কিছু বলিনি। জ উইথ ফুটকির উদাহরণ তো নিজেই দিলাম। প্রশ্নটা ছিল গ উইথ ফুটকি নিয়ে। তার উদা চাই।
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০৭ | 122.162.82.191
  • আর ইয়ে, চিনে ভাষা হিন্দি হবার চেষ্টাও করে নি। কিন্তু হিন্দির তাগিদ আছে দেশ থেকে ইংরেজি ভাষাকে হিন্দি দিয়ে রিপ্লেস করে দেবার। ফলে ...
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০৬ | 122.162.82.191
  • অক্ষ, ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার মেয়ে বাংলা হিন্দি ইংরেজি তিনটেই শিখছে তো। ওদের স্কুলে এবিসিডি আর অ-আ-ক-খ একটু অন্যভাবে শেখায়। এমনকি ইংরেজিতেও C অক্ষরের, I অক্ষরের দু তিনরকম উচ্চারণ। কিন্তু ঐ দুটি বা তিনটি অক্ষরেই সীমাবদ্ধ। ইংরেজির একটা বড় সুবিধে যে তাতে ছাব্বিশটি মাত্র অক্ষর, রাইমের সুরে বলে বলেই মুখস্থ করে ফেলে বাচ্চারা। হিন্দিতে সে সুবিধে নেই। ফলে উচ্চারণপদ্ধতির দিকে নজর দিতেই হয়। একটা মেয়ে বাংলায় পড়ছে অমা (অ) আর অতি (ও), আবার একই শব্দ হিন্দিতে পড়ছে অমা(অ) আর অতি(অ)। কনফিউশন বেড়ে যাবেই। তার "কেন'মূলক প্রশ্ন বেড়ে যাচ্ছে।
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০১ | 122.162.82.191
  • উঠে কেন যাবে? ওটা তো অন্তস্থ্য অ। "য়'। যেটা হিন্দীতে নেই। কারণ দরকার নেই। অন্তস্থ্য য-এর যা উচ্চারণ হিন্দিতে, বাংলায় অন্তস্থ্য অ-এর তাইই উচ্চারণ।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০০ | 143.111.22.23
  • ইয়ে এইরকম লিঙ্গুইস্ট মন্তব্য যদি মেনেও নিই যে হিন্দি সায়েন্টিফিক ভাষা, বেসড অন এক অক্ষরের একটাই উচ্চারণ, তাতে কি হল? চীনে ভাষাতে তো হরবখত এক অক্ষর (ছবি) এক শব্দের বিভিন্ন উচ্চারণ। চীনে ভাষাও হিন্দি হতে পারেনি। তো এই হিন্দি হতে পারাটা কি জিনিস?
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৯ | 122.162.82.191
  • অর্পণ, উচিৎ। আকাদেমির অ্যাপ্রুভাল আছে কিনা জানি না, তবে আবাপ / দেশে কিন্তু বহুদিনই হল রেজোল্যুশন, ইজ, জিরো ইত্যাদির বানানে জ-য়ের নিচে ফুটকি দিচ্ছে। হিন্দিতে যেমন দেয়।

    অবিশ্যি পরশুরামের আমলে এই ফুটকি নিয়ে বাঙালি মাথা ঘামালে আমরা "হয় হয়, z।নতি পারো না'-টা পেতাম না। ঃ-)
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৭ | 198.169.6.69
  • বাংলাতে-তো য-কেও প্রায় জ বলি, 'ইয়' বলিনা। কিন্তু বাংলাতে য নিচে ফুটকিওয়ালা একটা বর্ণ ছিলো, আজকাল সেটা উঠেই গেছে, কিন্ত সেটা তো দরকার।
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৬ | 122.162.82.191
  • হিন্দির উচ্চারণপদ্ধতি খুব সায়েন্টিফিক। একটা অক্ষরের একটাই উচ্চারণ হয়। বাংলায় এরকম অনেক অক্ষর আছে যাতে অক্ষরটা একাধিকরকমভাবে উচ্চারণ হয়, সম্পূর্ণ অন্যরকমভাবে উচ্চারণ হয়। উদাহরণ সবাই জানেন, দিলাম না। হিন্দিতে এ রকমের কোনও অক্ষর বা যুক্তাক্ষর নেই। বাংলায় সমস্ত জ-এরই এক উচ্চারণ, সমস্ত ন, সমস্ত র এক রকমের উচ্চারণ। অন্তস্থ্য ব আর বর্গীয় ব দেখতেও এক, উচ্চারণেও এক। অক্ষর বা শব্দ পরিচিতির সময়ে বাচ্চাদের মনে অনেক কনফিউশন তৈরি করে। হিন্দিতে এর কোনও সম্ভাবনা নেই। উচ্চারণপদ্ধতির দিক দিয়ে হিন্দি উর্দু উচ্চারণকেও অ্যাকোমোডেট করতে পারে ঐ নিচে ডট আর ওপরে অর্ধচন্দ্র দিয়ে। বাংলা পারে না। হিন্দি উচ্চারণপদ্ধতি আমার তো মনে হয় অনেক অনেক বেশি সায়েন্টিফিক।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৪ | 143.111.22.23
  • আচ্ছা যারা ঊর্দু গান/গজল ইত্যাদি শোনে, তাদের জন্য -
    http://www.muziq.net/

    এখানেই আমার টিনা সানি, নইয়ারা, হাবিব য়ালি মহম্মদ, আবিদা, ফরিদা খানুমের সাথে পরিচয়।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৩ | 216.52.215.232
  • সেইটাই তো প্রশ্ন ছিল। কোন কোন বিদেশী শব্দ বাংলায় লিখতে গেলে (যেমন জিরো - জ উইথ ফুটকি) গ উইথ ফুটকি আসা উচিৎ? উদাহরণ চাইছি।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৩ | 198.169.6.69
  • Z এর বাংলা নেই বলেই বোধহয় কোলকতায় বাচ্চাদের শেখায় Z = জেড, আর এদেশে Z = জীই
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৪৮ | 143.111.22.23
  • আচ্ছা সিকির এই কথাটার মানে কি?
    "হয় না বলেই তো বাংলা ভাষা হিন্দির মত হতে পারল না" ?
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৪৭ | 198.169.6.69
  • হ্যাঁ, হিন্দীতে 'ক' আর 'খ' এর মাঝামাঝি কোনো বর্ণ আছে ?
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৪০ | 122.162.82.191
  • অখ্‌বর।

    এই খ-টাও কিন্তু নর্মাল খ-এর উচ্চারণ নয়। খা্‌ব (স্বপ্ন) -এ যেমন খ উচ্চারণ হয়, তেমন। গলার কাছে আলজিভ ঠেকিয়ে খ উচ্চারণ।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩৫ | 143.111.22.23
  • চারটে থেকে পাঁচটা রেডিও শুনব কি করে?

    বোল কে লবজ্‌ - ফয়েজের কবিতা না?

    সেতো অহমিয়াও শুনতে এত মিষ্টি, আমার পুটুর পুটুর করে ফ্রেঞ্চ শুনতেও ভালো লাগে। রোমানিয়ান ও ভালো লাগে।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩১ | 198.169.6.69
  • উর্দুতে খবরের কগজকে কি বলে ? আর হিন্দীতে ?
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩০ | 122.162.82.191
  • সরি, অর্পণের পোস্টটা খেয়াল করি নি ভালো করে। না, বাংলায় গ-ফুটকি দিয়ে কোনও শব্দ নেই। সে তো জ-ফুটকি দিয়েও কোনও শব্দ নেই বাংলায়, বাঙাল ভাষার কথ্য রূপ ছাড়া। তবু আজকাল লাগে। অনেক বিদেশী শব্দ ঢুকছে বাংলায়।
  • siki | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:২৭ | 122.162.82.191
  • হয় না বলেই তো বাংলা ভাষা হিন্দির মত হতে পারল না। কদিন আগেও কি বর্গীয় জ-এর নিচে ফুটকি পড়ত? এখন পড়ে। কারণ zএর উচ্চারণ বাংলায় লেখা যায় না আর সেটা নিয়ে এতদিন কেউ ভাবেও নি।

    গম্‌, গাজিয়াবাদ এসবে গ-এর উচ্চারণ গ আর ঘ-এর মাঝামাঝি। ইংরেজিতে দেখবে লেখা হয় gham, ghaziabad
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:২২ | 67.111.229.98
  • হিউস্টনে যখন থাকো, চারটে থেকে পাঁচটা অন্তততঃ রেডিওটা শোনো। 'বোল কে লব আজাদ হ্যয় তেরা' বলে একটা প্রোঃ হয়, পাকিস্তানী অ্যাংকর, ঊর্দু যে স্রেফ শুনতেই কত ভালো ঐটে শুনলে বোঝা যায়।
  • baps | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:১৮ | 203.199.41.181
  • এ সব কম্পু র খবর এক্কেরে ঢপ। অনেক বচ্ছর আগে একবার এমন খবর পরেছিলাম। ১০০০ থেকে ১৫০০ টাকায় ডেস্কট্‌প। যদ্দুর মনে পরে ঐ দক্ষিণের ই কোনো এক জয়গার খবর ছিলো। শেষ পর্যন্ত গত বছর ৪০০০০ এ ল্যাপু কিনলাম !!!
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৯ | 76.254.114.136
  • বাংলায় লেখা হিন্দি (ঊর্দু?) উচ্চারণ বলল তো।

    গম্‌ বা গাজিয়াবাদের উচ্চারণে গ কি গ আর ঘ'র মাঝামাঝি? গম্‌ কে তো গম্‌ বলেই শুনি। তবে আমার হিন্দি আর ক্রোয়েশিয়ান এক লেভেল।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০২ | 216.52.215.232
  • সিকির দাবিটা কী গাম্বাট! এমন কোন শব্দ বাংলায় লেখা হয় যাতে গ-য়ের তলায় ফুটকি পড়বে!!
  • Riju | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৯ | 121.241.164.22
  • আমার মনে হচ্ছে এটা রিমোট ডেস্কটপ প্রোটোকোলের ওপর বেস করে বানানো হতে পারে; iitm এ অশোক ঝুনঝুনওয়ালার গ্রুপ এরকম একটা কাজ করেছিলো RDP ইউজ করে । প্রসেসর/মেমারি/ডিসপ্লে মিলিয়ে এত সস্তায় দিলো কিকরে? যাইহোক গ্রেট জব
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২৩ | 61.95.144.123
  • সুপ্রীম কোর্টের রায়টা নিয়ে সকলে নিশ্চুপ কেনে?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
  • বেথে যদি তোমার LGPL নোটিশটা কেটে বাদ দিয়ে থাকে তো আমি কি করব? বেথে-কে কোর্টে নে যাও।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২০ | 64.105.168.210
  • আজ ইউটিউব থেকে খন্ড খন্ড ছায়াচিত্র থেকে একটা আস্ত ফিল্ম ডিভিডি বানালাম - তিন ইয়ারি কথা। ইউবান্টুতে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৮ | 216.52.215.232
  • যাস্‌সালা, আমি যে বেথেকে আইপি খুঁজে দিয়েছিলাম!
  • shrabani | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০১ | 124.30.233.104
  • উল্টোটাও হয়। বেহালায় আমার এক আত্মীয়র মৃত্যুতে দেখেছিলাম পাড়ার অচেনা ছেলেরা ওদের আত্মীয়স্বজনের বাড়ি গিয়ে খবর দিচ্ছে, নিজেরা ট্যাক্সি ভাড়া করে আনতে গেছে, বাড়ির লোকের কাছে শুধু ঠিকানা নিয়ে।
    পরে শ্রাদ্ধের নেমন্তন্নের সময় সবাইকে ট্রেসও করা যাচ্ছিলনা, ট্যাক্সি ভাড়া মেটাবার জন্যও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত