এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ami | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:৪২ | 203.110.243.21
  • জানি তো!
  • d | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:৪০ | 117.195.33.147
  • হ্যাঁতো।
  • ami | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:৩৬ | 203.110.243.21
  • আমি? ঃ)
  • d | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:১৮ | 117.195.33.147
  • লক্ষ্মী ছেলে!
  • ami | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:১৬ | 203.110.243.21
  • দ-দি, হ্যাঁ।
  • d | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৫৩ | 117.195.33.147
  • হ্যাঁ সত্যি! ঋতিবুড়ি কত্তবড় হয়ে গেছে! আর ঋক পুউউউরো দায়িত্বশীল দাদা!
  • a x | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৫১ | 143.111.22.23
  • সূর্যাস্তের প্রথম ছবিটায়, যেটায় বেশ কিছু পাখি উড়ে যাচ্ছে/আসছে, সেটা বেশ ভালো।

    আর ঋতি'র চুল কাটবেনা অরিজিৎ? গেঁড়ি গেঁড়ি গুলো সব কত বড় হয়ে গেল।
  • bhuto | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৫০ | 122.172.0.55
  • বেড়ে প্রস্তাব। সাধু সাধু, বড়মা লিখে ফেল। জলদি ।
  • d | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৪৬ | 117.195.33.147
  • *বড়মার কাছে একটা আব্দার আছে।
  • d | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৪৬ | 117.195.33.147
  • বড়মার কাছে একটা আছে। টইতে "শহর থেকে শহরে' নামে একটা থ্রেড আছে। সেখানে ভিয়েৎনামের যে শহরে তুমি থাকো, সেখানকার গল্প লেখো না। প্লীজ প্লীজ।
  • d | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৪৪ | 117.195.33.147
  • অনেকদিনবাদে রাঙা আর অজ্জিত পুরো ভ্রমণটা এক একটানে নামিয়ে দিয়েছে।
  • bhuto | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৪৩ | 122.172.0.55
  • ডাক্তারবাবুর কি আর সময় আছে রে, সে অন্য কেউ হতে পারে। আর যাই হোক রোজ প্রোফাইলে বোধহয় তিনি ঢোকেন না।
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:২৫ | 67.111.229.98
  • মূল বক্তব্য, লেখাটা ভীষণ ভালো লাগিতেসে। কিন্তু ওখানে এই পাতি কমেন্ট মানাবে না তাই ভাটে করলাম।
  • arjo | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:১৭ | 168.26.215.13
  • আমি বরফের মধ্যে ড্রাইভিং মিস করি। বোস্টন ছাড়ার পর আর বরফে চালাতে হয় নি।
  • M | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:১৬ | 118.69.149.154
  • ইয়ে আসলে এক ডাক্তারবাবু রোজ আমার প্রোফাইল ভ্রমন করে যাচ্ছেন, ভুল হলে ক্ষমা প্রার্থনীয়।
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:১৪ | 67.111.229.98
  • আমাদের আজ ২১ ডিগ্রী ফাঃ আর রাস্তাগুলো সাদা আর পালিশ। দেখে সেই অনুবাদে পড়েছিলাম 'টয়লার্স অব দা সী' -মনে পড়ে গেল।
    গাড়িটা নাচতে নাচতে (২০ মাইলেই বার তিনেক অন্য লেনে চলে গেছিল) অবশেষ পৌছেছে অফিসে।
  • M | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:১৪ | 118.69.149.154
  • আচ্ছা আজ তালে আর আসবো না, আই কি সেই সোদপুরের ডাক্তারবাবু?
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:১১ | 117.195.194.11
  • তাহলে আর আসাই বা কেনে?
  • I | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:১১ | 59.93.217.134
  • আমিও আছি তো। এখনই ঘুমোব না।
  • M | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:০৯ | 118.69.149.154
  • এই এলাম, আর এবার চললাম,ঘুমুতে।।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:০৪ | 117.195.194.11
  • কেউ আছো নাকি? দিশি বিদিশি?
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:০০ | 122.162.85.16
  • সর্ষেটা বেশ ভালোই হয়েছে, তবে আট্টু প্যারাগ্রাফ ব্রেকিং দিলে স্বাদটা আরও খুলত।
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ২০:৫৫ | 67.111.229.98
  • ডাগদার বাংলায়ও ডাকতার আর ইং তেও ডাকতার ( পো এ ট)
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৯ | 61.95.144.123
  • সর্ষে লিখছি তো।
  • Blank | ২৮ জানুয়ারি ২০০৯ ১৮:১৬ | 203.99.212.224
  • সব্বাই বাড়ি গেলো বুঝি?
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:৫১ | 165.170.128.65
  • মানে কিছু না করলেও চলবে।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:৫১ | 165.170.128.65
  • কি জানি কী করতে হবে। নিরোতে বার্ন অপশনে হয়তো কিছু থেকে থাকবে। তোর ডিভিডিটা তো ঢোকালেই বোঁ বোঁ করে ঘুরতে থাকে, এমনকি ওটা ভিতরে রেখে যদি সিস্টেম অন করতে যাই তো সিস্টেম পুরো ব্যস্ত হয়ে পড়ে ওটা রিড করতে, বুটই হয়না।
  • anaamik | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৫ | 196.15.16.20
  • *যাওয়ার আগে
  • anaamik | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 196.15.16.20
  • দেখ না পড়েগা। তুই ওটা দেখার জন্যে না হয় একটা উইন্ডোস লাগিয়ে ফেল্‌ :P

    নাঃ,
    কি করতে হবে বল। পরের বার কোলকেতা যাওয়ার করে নিয়ে যাবো।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 165.170.128.65
  • নাহ্‌। তুই বোধহয় ওটা লিনাক্স+উইন্ডোজ করে বার্নাসনি। এমন কিচু কি নিরো তে আছে?
  • anaamik | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:৩০ | 196.15.16.20
  • ছিট্‌স্‌ কি এখনো "ভয় খেয়ে ফেললো আত্মা" দেখতে পারিস নি? ঃ-(
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:২৯ | 165.170.128.65
  • ভেবে দেখতে হবে। খাওয়ার ট্যাক্স বসালে কেমন হয়?
  • r | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:২৩ | 125.18.104.1
  • আমার শিনিমা চাই না। মিউঝিক শিডি চাই। ওটা কি ট্যাক্‌শ ফ্রি?
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১৭:১৯ | 165.170.128.65
  • ব্ল্যাঙ্কো কাশলো কেনে?

    তবে এবার থেকে সিনেমাদানে ট্যাক্স বসাতে হবে। আমার প্রতি পাঁচটা সিনেমা তখনই দেবো যখন আমি কমপক্ষে দুটো আমার পছন্দের সিনেমা অন্যজনের কাছ থেকে পাচ্ছি। এবং, সব থেকে জরুরি সেই দুটো সিনেমার ছবির কোয়ালিটি বা ফাইল ফর্ম্যাট আমি নির্দিষ্ট করে দেব।
    :-|
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১৬:৪৯ | 61.95.144.123
  • ওমনাথ - একদিন আপিসে আয় আগে বলে দিয়ে, আমি নিয়ে আসবো।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১৬:১৫ | 61.95.144.123
  • পার্থ - হ্যাঁ। এটা নাকি পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে - তিনদিনের জন্যে গেলেও ছয় মাসের রোড ট্যাক্স নিচ্ছে, গাড়ির আনলেডেন ওয়েটের ওপর হিসেব করে। আমার মাতে এটা বেআইনী আইন - কারণ তিনদিনের জন্যে গিয়ে আমি কেন ছয় মাসের ট্যাক্স দেবো? টিম-বিএইচপি তে অলরেডি এটা নিয়ে অনেক হইচই হয়েছে, সম্ভবত কমপ্লেনও হয়েছে - কিন্তু উড়িষ্যা সরকার চেপে দিচ্ছে। উল্টোদিকে দশগুণ ট্যাক্স না বসালে এটা বন্ধ হবে না।
  • Blank | ২৮ জানুয়ারি ২০০৯ ১৬:১২ | 203.99.212.224
  • খুক খুক
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১৫:৫৫ | 165.170.128.65
  • যখন ফিরিবো সিনিমা লইয়াই ফিরিবো। আর দশটা দিন ধৈর্য ধরো।
  • Partho | ২৮ জানুয়ারি ২০০৯ ১৫:৫০ | 202.177.144.18
  • আচ্ছা অরিজিত , উড়িষ্যায় ঢুকতে কি Orissa Govtকে আলাদা রোড ট্যাক্স দিতে হয়?
  • Somnath | ২৮ জানুয়ারি ২০০৯ ১৫:২৫ | 117.194.196.130
  • বা মতৈক্য।

    আমি কোলকাতায়। ৯৮৩৬৪৭৩১৮৮। কেউ গালি দিতে চাইলে বা দেখা করতে চাইলে এই নম্বরটি ব্যবহর করতে পারেন।

    সিফো কি সিনেমাপত্র নিয়ে ফিরিচিস?

    অরিদা,
    পেন্সিল ও সর্বকর্মা জেরক্স করাবো।
  • anaamik | ২৮ জানুয়ারি ২০০৯ ১৪:৪৪ | 196.15.16.20
  • দ, ঐক্যমত্য নয়, ঐকমত্য।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১৩:৩৬ | 61.95.144.123
  • ওই তো - আণ্ডা বাচ্চা নিয়ে অত মাথায় থাকে না। থাকলে তো ট্রাইপডটাই নিয়ে যেতুম। কোনারকে নেমেই দৌড়ছি - কারণ রাস্তার কল্যাণে পৌঁছেছি সাড়ে তিনটের পর - সাড়ে আটটায় বেরিয়ে...
  • Blank | ২৮ জানুয়ারি ২০০৯ ১৩:১৫ | 203.99.212.224
  • ISO বাড়িয়ে তুলতে পারতে অনেকটা
  • nyara | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪৯ | 64.105.168.210
  • ঐটা শুনলে বেশ গা চিড়বিড় করবে। বিশেষতঃ শেষের দিকের লিসনারদের অভিযোগের জবাবে ওনার রিয়্যাকশন।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪৯ | 61.95.144.123
  • ব্ল্যাংকি - পাখি তুলেছিলুম, দ্বিতীয় দিন। কিন্তু স্পীডবোট এম্নি লাফায় আর তায় বড় লেন্স - ভালো আসেনি। তার মধ্যে ভালোগুলো কাল তুলবো।

    কোনারকে রাতের বেলা প্রবলেম হল যেই বেশি এক্সপোজার দিয়ে তুলছি, সামনে হয়তো কোনো লোক এসে গেলো, বা কেউ একটু নড়লো - তাদের হাত পা নাড়ার জন্যে একটা ভুত ভুত ব্যাপার হচ্ছে। প্লাস - ট্রাইপড ছিলো না। মানে মনে করে গাড়িতে তুলেছিলুম, কিন্তু সেটা আর পিঠে করে নিয়ে যাওয়া হয়নি।
  • nyara | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪৭ | 64.105.168.210
  • আমার খুব ভাল ফান্ডা নেই, কিন্তু ১৮৬০-এর দশক থেকে বোধহয় একটা মেজর জিউইশ ইমিগ্রেশন আরম্ভ হয়েছিল।
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪৬ | 75.3.201.181
  • ন্যাড়াদা, আপনার লিংক শুনতে শুরু করলাম। কিন্তু প্রথমেই একটা কথা বলে রাখি। ভদ্রলোক ইজরায়েলি, তাই বেন গুরিয়ন ইউনিভার্সিটির। বেন গুরিয়ন কিন্তু একজন বড়সড় খুনী ছিলেন। তাঁর নামে করা ইউনিভার্সিটির রিসার্চের ধারা কিরকম হবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রইল।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪৬ | 61.95.144.123
  • ফেরার সময় ওই কোলাঘাটে ঘন্টাখানেক প্রায় আটকেছিলাম। একটা ওয়ানওয়ে ব্রীজ আছে, আর তার দুদিকে গাড়ি আর লরির লাইন লেগে যায় - একদিক একদিক করে ছাড়ে। লাইনটা আদৌ ম্যানেজড নয় - যে যেখানে পারে দাঁড় করায়, তাই জ্যামটা আরো ভয়ানক হয়ে যায়।
  • shrabani | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪১ | 59.161.74.240
  • ছাব্বিশে আমরা বম্বে রোডের ওপর দিয়ে যেতে গিয়ে কোলাঘাটের ব্রিজের আগে তিনঘন্টা জ্যামে দাঁড়িয়ে শেষে বিরক্ত হয়ে ফিরে এলাম।
    ফেরার পথে দেখছি যতদুর চোখ যায় শুধু গাড়ী আর গাড়ী, সবাই দীঘা যাচ্ছে!
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৪০ | 75.3.201.181
  • ন্যাড়াদা, ঊনবিংশ শতাব্দীতে কিন্তু ঐ অঞ্চলে কিন্তু খুব সামান্যই জু ছিল। আমার দেখা স্ট্যাটস অনুযায়ী (কোটিং ফ্রম মেমোরি, এখন ভেরিফাই করতে ইচ্ছে করছে না), পাঁচ ছ' পার্সেন্ট হবে। কেলাকেলি কিছু ছিল না।

    বিংশ শতাব্দীর আগে যা কেলাকেলি হয়েছিল সেসব অনেক আগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত