এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৮ | 61.95.144.123
  • শুধু বেশি দাম না - কি মিশিয়ে দিচ্ছে তাও তো জানা নেই। পাম্পের মধ্যেও মিশিয়ে দিতেই পারে, তবে ওই পাম্প থেকে বেরোচ্ছে এটা একটা ভরসা আর কি।

    আর ওড়িয়াদের ল্যাদের সমস্যা নয় - পুরো তেল মন্ত্রকের নোটিশ লাগিয়ে বন্ধ!!!
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৮ | 122.160.41.29
  • যাঃ, ওড়িশা কি ফরেং নাকি?
  • nyara | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৭ | 64.105.168.210
  • সিকি যেরকম আঁটঘাট বেঁধে ভিস্তা-এক্সপি-ইউবান্টু করছে, বুশ যদি তার শতাংশের একাংশ ডিউ ডিলিজেন্স ইরাক যুদ্ধের আগে দেখাতেন, পৃথিবীর ইতিহাস অন্যরকমভাবে লেখা হত।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৭ | 61.95.144.123
  • দমু গীয়ার নিয়ে কি কোশ্চেন করছিলো? পঞ্চম গীয়ার ওই ৪০-৪৫-এর পর থেকে - হাইওয়েতে তো এবার ১২০-১৪০-এ এলুম, তখন ওই পঞ্চম গীয়ার। আমি সিক্স-স্পীড গীয়ারের গাড়িও চালিয়েছি।
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৬ | 75.3.201.181
  • আহা তেল ব্ল্যাক ভাবছো কেন? ভাবো ডিম্যান্ড সাপ্লাই। ২৬ শে জানুয়ারি সাপ্লাই কম, তাই তুমি বেশী দাম দিলে। ফরেনে তো বাবা রাস্তার এধারে আর ওধারে দাম বদলে যায়।
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৬ | 122.160.41.29
  • ওড়িয়ারা এক্সট্রীম ল্যাদখোর হয়। ওটা তেল কোম্পানির দোষ নয়, ওড়িয়াদের প্রবলেম।
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৪ | 122.160.41.29
  • জানিই না ভিস্তা পুরো তুলে ফেলে এক্সপি লাগালে সবকিছু আবার আগের মতো চলবে কিনা। যেমন ওয়েবক্যামের জন্য একটা youcam সফটওয়্যার আছে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশনের সফটওয়্যার আছে, এগুলো তো আগে ইউজ করি নি কখনও, এক্সপিতে চলে / চলবে কিনা তা জানি না।

    তা ছাড়া কম্পু এখনও নতুন, ভিস্তা তুলে ফেললে যদি ওয়্যারান্টি ভয়েড হয়ে যায়?
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
  • বিলেতে বলতো ৬০ মাইল পার আওয়ারে অপ্টিমাম ফুয়েল ইকনমি পাওয়া যায়। এখেনে মারুতি সার্ভিস সেন্টার বলেছে ৬০ কিমি পার আওয়ার।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩৩ | 61.95.144.123
  • ইজরায়েল নিয়ে একটা টই ডিডিদা লিখতে শুরু করেছিলেন - ইজরায়েলের কি ও কেনো নাম দিয়ে।

    চিলিকায় হরিণ নেই - ওটা রাজহংস বলে একটা দ্বীপে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর ওখানে পোষা হরিণ। ওই দ্বীপটা ভালো - একদম নির্জন বীচ - একটা কাগজের টুকরোও পড়ে নেই - গোটা বীচে শুধু আমরা সাড়ে তিনজন, আর অসংখ্য কাঁকড়া - সেগুলো খালি পালায়, ক্যামেরা-শাই।
  • Blank | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩১ | 203.99.212.224
  • কম স্পীডে এলে তেল কম পোড়ে নাকি?
  • Blank | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩১ | 203.99.212.224
  • সিকি রে আমি মেলালুম। আচ্ছা তুমি ভিস্তা কে পুরো তুলে দিয়ে এক্সপি কেনো করছো না? ডুয়াল কেন চাইছো?
  • nyara | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩০ | 64.105.168.210
  • আরে ইজরায়েল তো বিব্লিকাল টাইম থেকে আছে।

    আমি বেসিকালি ঐ অঞ্চলের জিউ আর আরবদের কেলাকেলির ইতিহাস লিখতে বলছিলাম। বে এরিয়ার লোকাল পাবলিক রেডিওয় ফোরাম বলে একটা চমৎকার টক শো হয় সকালে। আজ সকালে বেনি মরিস এসেছিলেন। ঐটা শোনার পর থেকে একটা অবজেক্টিভ ইতিহাসের আকাঙ্খা হচ্ছে।

    http://www.kqed.org/epArchive/R901271000
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩০ | 61.95.144.123
  • ফেরার সময় কি কেলো। কোনার্ক থেকে সক্কালে বেরিয়ে দেখি সব পেট্রোল পাম্প বন্ধ - ২৬শে জানুয়ারীর ছুটি। ওদিকে যা তেল আছে তাতে বড়জোর খড়গপুর অবধি যেতে পারবো, তাপ্পর রাস্তায় বসে থাকতে হবে। ভূবনেশ্বরে সব পেট্রোল পাম্পের সামনে লোকে জেরিক্যান, বোতল নিয়ে বসে তেল বিক্কিরি করছে। মানে ন্যাশনাল হলিডের নামে তেল ব্ল্যাক হচ্ছে আর কি। এনএইচ ৫ দিয়ে ভয়ে ভয়ে আসছিলুম - কম স্পীডে, এসি বন্ধ করে - যতটা তেল বাঁচানো যায় আর কি। তাপ্পর বারোটার পর কিছু পাম্পে তেল দিতে শুরু করলো - তখন তেল ভরে নিশ্চিন্তি।

    এ নাকি এমার্জেন্সি সার্ভিস - তাই দুদিন স্ট্রাইক হলে এসমা জারি হয়। আর ন্যাশনাল হলিডের নামে তেল ব্ল্যাক হলে দেশের ভবিষ্যত উঙ্কÄল হল। শালা।
  • Blank | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:৩০ | 203.99.212.224
  • ও অজ্জিওত দা, ভিস্তা এক্সপির থ্রেড টা দেখো। আমি কমেন্টালুম, সেটা ওখানে পড়লো
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:২৯ | 122.160.41.29
  • চিলিকাতে কি হরিণও আছে নাকি?

    কোনার্কের ছবিগুলো মোটামুটি ভালো, অনেক পুরনো দিনের কথা মনে এসে গেল আর কি ...

    একটা জিনিস খেয়াল করেছো কি? ওখানে কোনও ওড়িয়াই কিন্তু "ধাঁই কিরি কিরি' ফ্রেজটা ইউজ করে না, ওটা কেবলমাত্র বাংলা জোকসৃষ্ট একটা মিথ।
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:২৭ | 122.160.41.29
  • আরেকটা আপিসের। অনিত্য। আজ আছে, কাল নাই। তাতে কোনওকিছু ইনস্টল করবার হুকুম নাই। এমনকি গুগুল টুলবার বা ফা ফ-ও নয়।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • ওই সানরাইজ আর সানসেট ছাড়া আর কিসুই দেখবার নাই। লোকে যায় পাখি দেখতে - তো এবার নাকি গরম বলে পাখি কম। সাকুলেয় শ চারেক পাখি দেখেছি মনে হয়। আর উদিকে ফার্ণ আইল্যান্ডে দ্বীপের মাটি দেখা যেত না এত্ত পাখি...
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:২৩ | 75.3.201.181
  • অর্জিত, তোমার সানরাইজের কয়েকটা ছবি বেশ হয়েছে।
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:২২ | 61.95.144.123
  • না কোনার্ক ভালো। আগে গেছি, তবে এরকম ভীড় দেখিনি। এখন পুরো কালিঘাটের মতন ভীড় হয় - চাদ্দিকে থিকথিক করছে লোক। সূর্যমূর্তিটার ফটোই তুলতে পারলুম না - লোক আর কমে না - সবাই ওর সামনে দাঁড়িয়ে ফটো নেবেঃ-(
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:২২ | 165.170.128.65
  • কালকেই তো বললে অজানা অচেনা জিনিসে তোমার বিশ্বাস নাই, তাইলে আর এক্সপেরিমেন্ট হইব কী করে? আর তোমার তো দুটো ল্যাপু শুনলাম, ছড়িয়ে গেলে আরেকটায় গুগল খুলবে।
  • siki | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:১৯ | 122.160.41.29
  • শোনো বাছা, সিকি এক্সপেরিমেন্টে ভয় পায় না। তবে গীতার বাণীতেও বিশ্বাস করে না। ফলের আশা না-করিয়া কর্ম করায় আমার ঘোর অনীহা। বল্লাম তো, ইউবান্টু নিয়ে খেলতে গিয়ে ছড়িয়ে ফেল্লে কে-ই বা গোটাবে! কম্পুই যদি বিগড়ে গেল তো গুগুল খুলব কীভাবে?
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:১৯ | 165.170.128.65
  • আর কোনারক ? সেটা ভালো না উলুবেড়ে কালীবাড়ি বেশি ভালো?
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:১৯ | 75.3.201.181
  • অর্জিত, তোমারও যেমন বুদ্ধি। চিল্কা গ্যাছো ড্রাইভ করে।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:১৪ | 165.170.128.65
  • ! ঃ-) !!! ঃ) !! ঃ\
  • r | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:০৯ | 59.161.116.172
  • !!!!!
  • Arijit | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • বেঁচে ফিরেছি। টোটাল ১৪৬৭ কিমি ড্রাইভ। এর মধ্যে বালেশ্বর থেকে ভদ্রক এবং বালুগাঁও থেকে রম্ভা রাস্তা বেশ খারাপ। সবচেয়ে প্যাথেটিক হল এনএইচ ৫ থেকে একটা বাইপাস আছে পুরী অবধি (খুরদা রোড নয়, তার অনেক আগে) - লোকে বল্ল সেদিক দিয়ে যেতে - সেদিকে প্র্যাক্টিক্যালি গর্তের মধ্যে একটু একটু রাস্তা - গাড়ি যায় নৌকোর মতন। আর গোটা উড়িষ্যায় এনএইচ ৫ বা আগে এনএইচ ৬০ -তে ফোর-লেন হাইওয়ে হলেও তার ব্যবহার হয় দুটো পাশাপাশি রাস্তার মতন...দুদিক দিয়েই আপ-ডাউন গাড়ি চলে গাঁ গাঁ করে!!! এবং চিলিকা অতি ওভার হাইপড। মাঠের মধ্যে এক হাঁটু জল দেখতে গেলে কলকাতা পেরিয়ে ওই বারুইপুরের ভিতরদিকে গেলেই হয়...

    http://picasaweb.google.com/arijit72/ChilikaFromDawnTillDuskAndKonark - এই হল কিছু ছবি।
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:০৬ | 75.3.201.181
  • নিয়মিতভাবে ইংরিজি কাগজই পড়ি। ফ্রেঞ্চে দীর্ঘ আর্টিক্‌ল পড়তে গেলে হাঁপিয়ে যাব, আর স্প্যানিশ তো জানিই না। তবে ফ্রেঞ্চ, জার্মান শিখে স্প্যানিশ না শেখার দুঃখ আমার যাবে না। স্প্যানিশটা জানলে ল্যাটিন আমেরিকাটা পুরো খুলে যেত।

    আসলে সব দেশেরই ইংরিজিতে কিছু না কিছু সাইট আছে। রাশিয়া টুডে, চায়না টুডে, আল জাজিরা এগুলো দিয়ে মেনস্ট্রীম মিডিয়াকে সাপ্লিমেন্ট করা, কিছু অল্টার্নেট মিডিয়ার দিকে চোখ রাখা। এবং সর্বোপরি মেনস্ট্রীম মিডিয়ার শুধু খবরটুকু ছেঁকে নেওয়া এবং অ্যানালিসিস পার্টটা যতটা সম্ভব এড়িয়ে চলা। মেনস্ট্রীম অ্যানালিসিসে সবচেয়ে বেশী গুল মেশানো থাকে।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ১১:০৩ | 165.170.128.65
  • সিকি আস্তে আস্তে পথে চলে আসছে মনে হয়।

    ...পথেই হবে এ পথ চেনা...
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 75.3.201.181
  • গ্রীসে প্রোটেস্ট শুনছি সলিডারিটি না কি একটা নামে একটা প্যান ইউরোপিয়ান গ্রুপ আছে তারা করাচ্ছে। এটা মোটামুটি মেনস্ট্রীম মিডিয়ারই ভিউ। এদিকে অল্টার্নেট মিডিয়া রিপোর্ট করছে এই সলিডারিটির গ্রুপে ইনফিলট্রেট করেছে প্রশাসনের ইনটেলিজেন্স, এবং তারা মুভমেন্টটা হিংসাত্মক দিকে পুশ করার চেষ্টা করছে। আর প্রোটেস্ট একবার ভায়োলেন্ট হয়ে গেলে পীসফুল প্রোটেস্টারদের আর জায়গা থাকে না। তবে আয়ারল্যান্ড গ্রীসে যা হচ্ছে সেটা পরে অন্যান্য জায়গায় কি হতে চলেছে তারই ড্রাই রান, নিঃসন্দেহে।
  • h | ২৮ জানুয়ারি ২০০৯ ১০:৩৩ | 203.99.212.224
  • ন্যাড়া, ক্ষমতা নাই, হবেও না। এইখানেই অন্য অনেকেই আছে অবশ্য যারা পারবে। তাদের বলে দেখতে পারো। একটা হালকা জার্লালিস্টিক টাইমলাইন গোছের জিনিস, আমি নিজের পড়ার জন্য তৈরী করে নিয়েছিলাম, মাঝে মাঝে এডিট করে নিতাম। একসেল শীট। সেটা এখন আর ব্যবহার করা হয় না, কারণ ল্যাহাপড়া লাটে উঠেছে। সেটা খুঁজে পেলে মেল করে দেবো।

    দ্রি, হ্যাঁ হাঙ্গেরি।

    ফ্রান্সের প্রোটেস্ট গুলোকে, পেনসন আর বেকার ভাতা প্রাপকের বয়স নিয়ে প্রোটেস্ট ছাড়া(এগুলো ও মূলত সারকোজির রিফর্মের বিরুদ্ধে), এখনো রিসেশনের সঙ্গে জড়িত বলা যাবে কিনা, ব্যক্তিগত ভাবে আমার সন্দেহ আছে।

    গ্রীসের গন্ডোগোলটাকে কয়েকজন কমেন্টেটর, বেশি নয়, রিসেশনের বিরুদ্ধে প্রথম আনরেস্ট বলেছেন। কিন্তু সেটা ভ্যালিড কিনা কদিন পরে বোঝা যাবে।

    মুশকিল হল, কন্টিনেন্টাল ইউরোপের খবর মেনলি বেরোয়, লে মোঁদ, এল পাই, লে ফিগারো, লিবেরেশন ইত্যাদি। ভাষা একটাও জানি না, অতএব পাতি খবর পড়া টা একটু চাপ হয়ে গেল। পরস্মৈপদী ইংরেজি কাগজ আর ভাল্লাগে না। আপনি ফরাসী আর স্প্যানিশ কাগজ কোনগুলো পড়েন।
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ১০:০৪ | 75.3.201.181
  • এছাড়া মোমেন্টাম বাড়ছে লিসবন ট্রিটির বিরুদ্ধে জনমত। এতদিন ইউরোপিয়ান ইউনিয়ানের ভিত্তি ছিল মাস্ত্রিক্ত ট্রিটি। এখন ব্যাঙ্কাররা ন্যাশানাল সভার্নিটি আরো কমিয়ে এই নতুন লিসবন ট্রিটি প্রোপোজ করেছে। আয়ারল্যান্ড সেটা র‌্যাটিফাই করেনি।
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ০৯:৫৮ | 75.3.201.181
  • আয়ারল্যান্ড আর বৃটেনের অবস্থাও খুব খারাপ। গত দশ বছরে অনেক পোলিশ মাইগ্র্যান্ট এই দুই দেশে গিয়েছিল। এখন আবার সব দলে দলে পোল্যান্ড ফিরে আসছে।
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ০৯:৫৩ | 75.3.201.181
  • ও নেড়ুদা, ঊনবিংশ শতাব্দিতে আবার ইজ্রায়েল কই ছিল?
  • dri | ২৮ জানুয়ারি ২০০৯ ০৯:৫১ | 75.3.201.181
  • হানুদা, এছাড়া ফ্রান্সেও প্রচুর প্রোটেস্ট হচ্ছে সারকোজি যে সব পলিসি ইমপ্লিমেন্ট করার ফন্দি করছে তার বিরুদ্ধে।

    মাঝে হাঙ্গেরিতেও কারেন্সি ক্রাইসিস হয়েছিল। কিন্তু সেটা ওরা ম্যানেজ করেছে ভালো।
  • nyara | ২৮ জানুয়ারি ২০০৯ ০৮:৪৭ | 64.105.168.210
  • হনু, একটা কাজের কাজ করো দেখি। একটু সময় করে আরব-ইজরায়েল কনফ্লিক্টের একটা থাম্বনেল হিস্ট্রি নাবাও। ঊনবিংশ শতাব্দি থেকে আজ অব্দি। টইতে।
  • arjo | ২৮ জানুয়ারি ২০০৯ ০৮:৩৫ | 24.214.28.245
  • ক্লাউড কম্পিউটিং এর মূল ক্যাচটা হল ইন্টারনেট আর্কিটেকচারে ডেটা সেণ্টার। লোকের ঘরে ঘরে, আপিসে আপিসে ডাম্ব টার্মিনাল থাকবে, লোকে গুগুল, আমাজন বা মাইক্রসফটের ডেটা সেন্টারে রাখা সার্ভারের সাথে ক্লাউডের (ইন্টারনেটের) মাধ্যমে যোগাযোগ করে ডেটা স্টোর করবে। সমস্ত অ্যাপলিকেশনও ঐ ক্লাউডেই থাকবে। এর টেকনলজির থেকেও বিজিনেস মডেল বেশি ইন্টারেস্টিং এবং আরও ইন্টারেস্টিং পলিটিক্স। যদি লোকে খায় আমাদের মতন লোকেদের চাকরী যাবে। প্রশ্ন লোকে কতটা খাবে, কেন খাবে?
  • h | ২৮ জানুয়ারি ২০০৯ ০৭:৫৪ | 61.95.144.10
  • আমি গ্রীস নিয়ে কটি ভালো লেখা পড়েছি। বুলগেরিয়া, লাটভিয়া, আইসল্যান্ড নিয়ে রোজ ই পড়ছি। একটু আধটু।

    এছাড়া ইউ কে ইউনি গুলোতে ভালো বাওয়াল হয়েছে, গাজা নিয়ে। প্রায় ডেলি ভাষ্য পাচ্ছি। আরো হবে।
  • Paramita | ২৮ জানুয়ারি ২০০৯ ০৬:১৪ | 63.82.71.141
  • ঈশেন আছো? আজ একটু ক্লাউড কম্পিউটিং নিয়ে বক্তিমে শুনলাম। হাই লেভেল কিছু ইনফো এইখানে দেখতে পারো ঃ http://en.wikipedia.org/wiki/Cloud_computing

    শুনেটুনে আমার তো মনে হল, ছোট স্কেলে গুরুর ব্যাকএন্ডে এমনই কিছু একটা নামিয়েছিলে। নাকি?
  • aja | ২৮ জানুয়ারি ২০০৯ ০৫:০৭ | 207.47.98.129
  • হ্যা, আমার এই গল্পটায় দু'রকম আমেরিকান আছে ঠিক কথা। তবে মতামত দেবার ব্যাপারে অনেক সময়েই ভোকাল মাইনরিটি রুল করে। আর এদেশে বুশ দুবার জেতে। এই আট বছরের অপশাসনের পরেও ম্যাকেন ৪৫% ভোট পায়। এসব ভুললে চলবে কেন?
  • nyara | ২৮ জানুয়ারি ২০০৯ ০৪:৪৭ | 67.88.241.3
  • আমার ধারণা কোন সাইট তার ওপরেও নির্ভর করে কিরকম কমেন্ট পড়ছে। একই নিউজ স্টোরির কমেন্ট পড়ুন হাফিংটন পোস্টে কি টকিং পয়েন্টস মেমোতে, মনে হবে 'তাহলে বুশ কি করে দুবার জিতল?'
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ০৩:১৯ | 70.104.23.87
  • আমার বেশি স্ট্রেস এখানে ছিল সবকটা পোস্ট একধাঁচের হওয়া নিয়ে। যেমন আপনার এই ছোট গল্পেই দুরকমের আমেরিকান আছে তো? পোস্‌ট্‌গুলোতে সেইটা মিসিং। আমি , ইয়ে এর মধ্যে কনস্পিরেসির গন্ধ পাচ্ছিলাম আর কি।
  • sibu | ২৮ জানুয়ারি ২০০৯ ০২:১৮ | 207.47.98.129
  • এই ইয়াহু পাতার কথা শুনে আমার ছাত্র থাকার সময়ের একটা ঘটনা মনে পড়ে গেল। আমি তখন গুটিপাঁচেক রুমমেটের সাথে একটি টু-বেডরুম অ্যাপার্টমেন্টে থাকি। গিন্নি দেশে। আমাদের অ্যাপার্টমেন্টের এপাশে একটি শ্বেতাঙ্গ বুড়ী, ওপাশের ফাঁকা অ্যাপার্টমেন্টে একটি নববিবাহিত মিশ্র দম্পতি নতুন উঠে এসেছে। ছেলেটি কালো, মেয়েটি সাদা। নতুন বিয়ে, তাই শীতের মধ্যেই একটু আদিখ্যেতা করে ফেলে সকলের সামনে।

    বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, বুড়ী এসে একটি সিগারেট জক দিল। তা দিক, আহা বুড়ো মানুষ। তারপর ওদের দিকে তাকিয়ে বলতে শুরু করল দেশের অবস্থা কত খারাপ হলে সাদা মেয়েরা কালো ছেলে বিয়ে করে প্রকাশ্যে হ্যাংলামি করতে লজ্জা পায় না। খানিক শোনার পর বুড়ীকে বললুম, আম্মো কালো। আমাকে এই সব কথা আর একজন কালো মানুষ সম্বন্ধে বলতে তোমার ভদ্রতায় আটকাচ্ছে না? বুড়ী তখন আমাকে সবিস্তারে জানাল আমি কালো না, কেন না আমার চুল ঠিক অতটা কোঁকড়া না, আমার ঠোট ঠিক অতটা পুরু না, ইত্যাদি, ইত্যাদি। তাতে আমি অতীব আপ্পায়িত হয়ে 'সি ইয়ু' বলে ঘরে ফেরত যাচ্ছি, পেছন থেকে বুড়ী জানাল যে কোন সাদা মেয়ে আমাকে বিয়ে করলে তা কোন কালোকে বিয়ে করার চেয়ে ভাল হবে না অবিশ্যি।
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ০১:০৬ | 67.111.229.98
  • এখন হাওয়া করে দিয়েছে পুরো বাz টাই।
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ০১:০১ | 67.111.229.98
  • লিন্‌ক তো এখানে http://news.yahoo.com/topics/barack-obama
    কমেন্টগুলো ইয়াহু buzz
  • a x | ২৮ জানুয়ারি ২০০৯ ০০:৫৬ | 143.111.22.23
  • কোন ইন্টারভিউ? কি কমেন্ট? লিংক দাও।
  • Du | ২৮ জানুয়ারি ২০০৯ ০০:৫৫ | 67.111.229.98
  • ওবামার ইন্টারভ্যুটা শুনতে পারিনি, কিন্তু ইয়াহুতে কমেন্টের রং দেখে বেশ বিস্মিত হলাম। সাধারণ অ্যামেরিকানরা মুসলীম বিরোধিতায় এতটা এককাট্টা এবং সরব(আন্ডারলাইন) এটা বিশ্বাস করতে একটু টাফ হল।
  • a x | ২৮ জানুয়ারি ২০০৯ ০০:৫৩ | 143.111.22.23
  • কাউন্টারপাঞ্চে গিয়ে খুঁজলে দুটো রিসেন্ট আর্টিকল পাবে।
  • a x | ২৮ জানুয়ারি ২০০৯ ০০:৪৫ | 143.111.22.23
  • '০৬-'০৭এর খবর মানে? তুমি ঐ ১৫ বছরের ছেলেটির খুনের কথা বলছ তো? নাকি অন্য কিছু?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত