এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:৪২ | 203.143.184.11
  • আচ্ছা এখানে কেউ আছে যে বিবর্তনবাদ নিয়ে পড়াশোনা করে? ফর্ম্যালি অথবা নিজের উৎসাহে? আমাকে একজন বলল যে বাঁদর থেকে মানুষ হওয়া ও আজকের এই ২০০৯ সালে পৌঁছনো পর্যন্ত সময়ে পুং ও স্ত্রীদের বিবর্তন নাকি ভিন্নভাবে হয়েছে। তাই মেয়েদের কখনই উচিৎ নয় পুরুষদের সমান কাজকর্ম্ম করতে চাওয়া বা জ্ঞান অর্জন করা ইত্যাদি। মানে এই পরের কথাটাই আগে বলেছিল, তাতে আমি বললাম "বাজে কথা'। তাতে আমাকে বিবর্তনের দোহাই দিল।
    প্রশ্ন হল সত্যিই এরকম কোন মতবাদ চালু আছে নাকি?
  • Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 203.99.212.224
  • ল্যাদাচ্চি
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:০০ | 165.170.128.66
  • লাথাচ্ছিস?
  • Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৫৮ | 203.99.212.224
  • এখন ফের জ্যান্ত
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 165.170.128.66
  • ওহ্‌। এখন সুস্থ তো ?
  • Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 203.99.212.224
  • অজ্জিত দা কি ফিরলো? স্যান কি পৌছালো?
  • Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 203.99.212.224
  • অনেক দিন আসিনি কিনা। জ্বরে উল্টেছিলুম
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 165.170.128.66
  • কোথা গেচিলি?
  • Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 203.99.212.224
  • কত্তদিন পর হেথায় এলুম, মানে আপিসে
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০৭:৫৮ | 70.64.50.30
  • দু-এর শেষতম ধাঁধাটা মনে হয় বুঝেছি। এরকম আর কয়টা ধাঁধা বুঝলে শেষে 'ধাঁধাশ্রেষ্ঠ' পাওয়া যাবে।
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০৭:৫০ | 70.64.50.30
  • কেন যে এটা নিয়ে এতো হইচই হচ্ছে বুঝলাম না। পুরাতন সালাম বম্বে টাইপ, সুধু একটা রুপকথা ঢুকিয়েছে। অতি সাধারণ মানের অভিনয়, এমনকি ইরফানের-ও।
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ০৭:৩৬ | 117.195.196.92
  • কি বাইনারিদা বলেছিলাম না সাডগমিলি যাচ্ছেতাই।
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০৭:৩৪ | 70.64.8.206
  • একবার টরোন্টোয় এক চিঙ্কু টেক অ্যাওয়ে দোকানে, অর্ডার দেওয়ার পর, কাউন্টারের চীনা মেয়েটা পরিস্কার বাংলায় রিপিটকন্‌ফার্ম করল। তারপর বল্ল সে নাকি, খোদ কলকেতার চায়না টাউনে বড় হয়েছে, সাম্প্রতি ইমিগ্রেশন নিয়ে টোরোন্টো এসেছে।
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ০৭:২৫ | 117.195.196.92
  • হ্যাঁ, ক্লেইটন, দ্যাখো।
  • pi | ২৭ জানুয়ারি ২০০৯ ০৬:২০ | 128.231.88.4
  • কাব্লিদার কথা শুনে মনে হচ্ছে , বরফে গাড়ি চালানোটা স্কি করার ই মতন।
    বরফে স্কি করাও মোটে শক্ত না। ঝামেলা শুধু থামাতে।

    এমনকি পড়ে গেলেও বিশেষ চাপ নাই, যদি না ঐ আজানুপ্রসারিত গাম্বাট বুট আর পেঙ্গুইনের এলোংগেটেড পা য়ের মতন বস্তুগুলো সহযোগে আবার উঠে দাঁড়াতে হয় !
  • lcm | ২৭ জানুয়ারি ২০০৯ ০৬:০৪ | 128.48.7.222
  • এই তো বাইনারি, বরফে গাড়ী চালানোর ফান্ডা দিতে পারবে। ডিসেম্বর এন্ডে ভ্যান্‌কুভার গেছিলাম, সে কি বরফ।
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০৫:৫৩ | 70.64.50.30
  • বরফে গাড়ী চালানোয় বিনে পয়সায় উৎক্‌ষ্ট ট্রেনিং দিয়ে থাকি, পরীক্ষা প্রার্থনীয়।
  • nyara | ২৭ জানুয়ারি ২০০৯ ০৫:৩২ | 67.88.241.3
  • চললেও অনেকসময়ই গন্তব্যের দিকে আর চলে না। উল্টোদিকে কিম্বা পাশের খানাখন্দর দিকে, নিদেন অন্যপাশে ডাঁই করে রাখা বরফের পাহাড়ের দিকে চলে যেতে চায় নিজে নিজেই।
  • lcm | ২৭ জানুয়ারি ২০০৯ ০৫:২৯ | 128.48.7.222
  • বরফে থেমে গেলে তারপর? গাড়ী স্টার্ট হয়, চাকাও ঘোরে, কিন্তু গাড়ী চলে না - সেটার কথা কাবলিদা আর বললেন না ঃ-)
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০৫:১৬ | 207.47.98.129
  • কাবলিদার কথাটা বেশ। একজন আমাকে বলেছিল ছাদ থেকে পড়ার সময় মোটেই লাগে নি। মাটিতে পৌঁছে খুব জোর লেগেছিল।
  • nyara | ২৭ জানুয়ারি ২০০৯ ০৫:০৯ | 67.88.241.3
  • সুকুমারবাবু অন্ততঃ অন্যের দোষে ন্যাড়াকে কাঠগড়ায় তুলে ক'গন্ডা যেন পয়সা দিয়েছিলেন। এই ন্যাড়ার কি ভয়ংকর অবস্থা! নামটা বদলে এবার বালির বস্তা করে নেওয়ার সময় এসেছে।
  • kd | ২৭ জানুয়ারি ২০০৯ ০৪:৪৩ | 59.93.193.222
  • বরফে গাড়ী চালানো মোটেই শক্ত নয়, ঝামেলা শুধু থামানোতে।
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০৪:১৯ | 207.47.98.129
  • মাইমার আজকাল মনস্থির করতে বড্ড সময় নিচ্ছে। এখনো বলে উঠতে পারলো না, আজকাল বরফে গাড়ী চালাতে ভয় কম করছে কি না।
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:৫৩ | 207.47.98.129
  • আজকাল আর বরফে গাড়ী চালাতে ভয় করছে না!! বেশ, বেশ।
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:৪৪ | 12.217.30.133
  • শিবুদা,
    আমার আঙুলের দরকার নেই,দোকানে ঢুকে কিনে নিতে পারবো- কিন্তু অভ্যু কে শিখিয়ে দিতে পারো,ওর যদি মাগুর খেতে ইচ্ছে হয়,ক্ল্যারিয়াস না বলে আঙুল দেখিয়েই কেল্লা ফতে করতে পারবে।
  • Du | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:৪২ | 71.170.248.50
  • রামসেনাদের নিউজটা পড়লাম। এগুলো কেসে সংবিধান অবমাননার চার্জ বা পোটা টোটা দেওয়া যায় না? তাহলে এইসব বাহাদুরি হয়তো অংকুরে বিনষ্ট হত। এগুলো তো সিম্পল হুলিগানিজম নয়।
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:৪১ | 207.47.98.129
  • দেয় তো। কিন্তু যে কোনো আঙুল দেখালে হবে না।
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:৩৭ | 12.217.30.133
  • মোদ্দা কথাটাই লেখোনি,বাড়ি থেকে আঙুল দেখালেই দোকানদার তোমাকে মাগুর টা বুঝে দিয়ে দেয়ঃ)
  • Du | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:২৯ | 71.170.248.50
  • হ্যাঁ ন্যাড়াবু। কোন এক কারণে আমি সায়নের শেষ পোস্টের হানুদাকে ন্যাড়াদা পড়েছিলাম, তো তাতে আমার ভারি পুলক হল যে এ তো বেশ - যে যাকে যা বলার সব ন্যাড়া ডেকে বলতে শুরু করল। যার বোঝার সে বুঝে নিল। কেমন বেশ হত না ব্যাপারটা। পরস্মৈপদী বেশ যদিও। ঃ)
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:২৭ | 207.47.98.129
  • চিংকি দোকানদার বাংলাও বোঝেনা, ইংরাজিও বোঝেনা। আঙুল দিয়ে দেখালে বোঝে আর ডলার বোঝে ঃ)।

    থাকো ভুট্টাক্ষেতে। ভুট্টাদের তো পোড়া হবারই কপাল ঃ(।
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:২১ | 12.217.30.133
  • অজদা,
    ঈর্ষায় বেগুনপোড়া হচ্ছি তো, তাই বাকরুদ্ধঃ)
    তোমাদের চিংকি দোকানদার বাংলা বোঝে।
    তোমাদের দোকানে বড় চৌবাচ্চায় জ্যান্ত মাগুর খলবলিয়ে বেড়ায়।
    আমাদের কেন এত পোড়াকপাল কে জানে!!ঃ(
  • nyara | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:০৪ | 67.88.241.3
  • 12:00 AM
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:০৩ | 207.47.98.129
  • ধাঁধাঁর টাইম-স্ট্যাম্প কত?
  • nyara | ২৭ জানুয়ারি ২০০৯ ০৩:০১ | 67.88.241.3
  • দুকুরদির ঐ মার্শালের ধাঁধাটা আমি ধরতে পারিনি। ডেটা মার্শালিঙের কথা বলছেন নাকি?
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৫৮ | 207.47.98.129
  • মাইমা বকে নাই। তাইলে মাগুর মাছের কথার উত্তর দ্যায়না ক্যান?
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৫৪ | 12.217.30.133
  • বকা আবার দিলাম কই!!!
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৯ | 198.169.6.69
  • এই দ্যাখো, কিরম কাকাতালীয়, মাইমা-র পোস্টের পরেই ন্যাড়া-র পোস্টিং।
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৪ | 207.47.98.129
  • মাইমা বকা দেয় কেন? নিত্যানন্দকে নিয়ে কোন খারাপ কথা তো বলা হয় নি।
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৪১ | 12.217.30.133
  • অজদা,
    নিত্যানন্দ প্রভুর কথা জানি না,তবে তুমি যে প্রচুর ভাট বকছো,সেটা বুঝতে পারছি।
  • aja | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৩২ | 207.47.98.129
  • এই যে মাইমা, লোকজনের চাকরি চলে যাচ্ছে, আর তুমি মাগুর মাছের সায়েন্টিফিক নাম নিয়ে ঢপ মারছো? নিত্যানন্দ প্রভু শুনলে কি বলতেন জানো?
  • nyara | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:৩১ | 67.88.241.3
  • একজন সেনেটর (চার্লস শ্যুমার) মাইক্রোসফটকে বেসিকালি বলেছে, "তোমরা তো বাপু বল অ্যামেরিকান ওয়ার্কার নেই বলে H1 চাই। এই বলে অনেক সব ল পাস করিয়ে নিয়েছ। তো এখন যখন লোক ছাঁটাই করবে বলছ, H1 ছাঁটো। কারণ এখন তো অ্যামেরিকান ওয়ার্কারের প্রাচুর্য্য।" তো এইটাই পত্রপুষ্পেপল্লবিত হতে হতে হয়ে গেছে যে 'মাইক্রোসফটে ৫০০০ H1 ছাঁটাই।"
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:২৯ | 12.217.30.133
  • ** তখন
  • m | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:২৯ | 12.217.30.133
  • অভ্যু,
    মালপোয়, বেশ তবে ঐ ঐ কথাই রইলোঃ)
    আর টখন মনে পড়লো না সেই মাছটার নাম clarias,একেবারেই আমাদের দেশের মাগুর।
    পেলে খেয়ে দেখো।
  • sibu | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:১৫ | 207.47.98.129
  • একটা কারন হতে পারে যে এইচ-১ দের ছাঁটাই করলে ল-স্যুটের সম্ভাবনা কম। তবে মাইক্রোসফটের মত বড় কোম্পানি এই রকম একটা শর্টসাইটেড ব্যাপার করবে কি৮?
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০২:০৫ | 198.169.6.69
  • সিটিজেন আর গ্রীনকার্ড নীলচোখো বলে।
  • arjo | ২৭ জানুয়ারি ২০০৯ ০১:৫৭ | 168.26.215.13
  • কিন্তু কেন?
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০১:৫৫ | 198.169.6.69
  • মিক্রোসফট, নাকি শুনলাম ধরে ধরে এইচ-ওয়ান-দের ছাঁটাই করবে।
  • a x | ২৭ জানুয়ারি ২০০৯ ০১:৪২ | 143.111.22.23
  • ইন্টেলঃ -৬০০০
  • arjo | ২৭ জানুয়ারি ২০০৯ ০১:২৯ | 168.26.215.13
  • সে তো নন্দ, একালে ঋতুপর্ণ হয়েছেন।
  • Binary | ২৭ জানুয়ারি ২০০৯ ০১:০৪ | 198.169.6.69
  • 'ন্যাড়াদা ঘোষ' নয় কেন ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত