এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ami | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪৮ | 203.110.243.21
  • প্রশ্নঃ
    আমার কোল-কম্পুর জন্মগত ভিস্তায় ক্ষিপ্ত হয়ে সাত ইনস্টলালাম। স্ক্রিন নিয়ত ফ্লিকারিছে। সাতের বিভিন্ন ড্রাইভার খোঁজার চেষ্টা করে হাল ছেড়েছি। আপাতত সাতের যাবতীয় দেখনদারি বন্ধ রাখায় কাজ চালানো যাচ্ছে। ডাউনগ্রেডাবার অপশন ও পাচ্ছিনা। কি উপায়? সাতের ভিস্যুয়াল কারিকুরিতে ভিস্তার ড্রাইভার কি চাপে পড়ে যায়?
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪৬ | 118.69.93.235
  • যাকগে চল্লুম, আজ ফুলের মেলা দেখতে যাবো, কত্ত কত্ত রকমারি ফুল এসেছে পার্কে পার্কে, কেবল যা আমার যাবার অপেক্ষা।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪৫ | 64.105.168.210
  • এল সি এম-এর সাহস দেখে আমি স্তম্ভিত। মাইক্রোসফটের বিটা ভার্সান লাগাবে বলছে। কেউ মাথায় বন্দুক না ঠেকাতেই।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪৫ | 69.236.167.218
  • তাই তো। তাহলে, কি নিয়ে ভাটানো যায়....
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪৩ | 165.170.128.66
  • সরি ঃ(
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪২ | 118.69.93.235
  • মাঝে মাঝেই এই ভাটপাড়া কেমন যেন আইটি-র লোকেদের পাড়া হয়ে যায়, মাঝে সাঝে একটু কিছু নাদের পাড়াও তো হতে পারে।ধুস্‌স্‌স্‌স
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪২ | 165.170.128.66
  • ২৪ জানুয়ারি লাস্ট ডাউনলোড ডেট।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪১ | 69.236.167.218
  • সে কি! ধরতে হবে তো ছোকরাকে।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স লোকে আমার নামটার বদনাম করে দিলো গো;-) আমারে স্ক্র্যাপালে আমি কিন্তু উত্তর দিই।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৩৬ | 69.236.167.218
  • দাঁড়াও, ছবি পাল্টে দেবো। উইন্ডোজ-সাত আসছে, আপিসে টেক সাপোর্টের ছোকরাকে বলে রেখেছি বিটা ডিস্ক এলে এক কপি দিতে।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১২:২১ | 165.170.128.66
  • ল্যাদোষদা কি ভিস্তার চোখ জুড়োনো ডেস্কটপ এর একটা ছবি তুলে দেওয়ালে ঝুলিয়ে রেখেছো?
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১২:২০ | 118.69.93.235
  • আসলে এর আগে BL কম্যুনিটির যে ওনার তাকে স্ক্রাপিয়েছিলাম মজলিশের অরিজিৎ ভেবে, সে আবার আমার কলেজের আমার ই ব্যাচের সেটাও পরে জানলাম, একটা ভদ্রতা করে উত্তর ও দেয়নিকো, সে থেকেই তো আর কাউকে সাধিনা, ওহ ! না এই সেদিন সামরানের সাথে সেধেই ভাব করলাম, ভারী ভালো মেয়ে।
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১২:১৬ | 118.69.93.235
  • হুম্ম, হবে, আমি ছাই খুঁজছিলুম নাকি? একটা রিকোয়েষ্ট দেখলুম ঐ নামে, তা অবিশ্যি মাথায় আশা উচিৎ ছিলো তুমি নাই হবে, এনিওয়ে.....
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১২:১৫ | 165.170.128.66
  • ইয়ে তো গুপ্তঘাতক নিকলা!
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১২:১৫ | 69.236.167.218
  • হে হে। না, না, ন্যাড়া, সত্যি বলছি, আমার ভিস্তা দারুন লাগে। আগে খুব দুক্কো হত ম্যাক দেখে, কি সুন্দর ইণ্টারফেস, কিন্তু ভিস্তার স্ক্রিনে তাকালে চোখ জুড়িয়ে যায়। আর দুক্কু নেই।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১২:১৩ | 64.105.168.210
  • এল সি এম-কে মাইক্রোসফট নাগরিক সংবর্ধনা দেবে। বিশ্বের পঁচিশটা লোকের একটা যারা এখনও ভিস্টা ব্যবহার করে।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১২:১০ | 69.236.167.218
  • ভিডিও... সে তো আমি ভিস্তা-য় দেখি... আহা, কি সুন্দর...
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১২:০৮ | 165.170.128.66
  • উবুন্টু ফেডোরার থেকে সহজ কিনা এসব বুঝি নাই। আমি প্রথমে ফেড ৬ লাগিয়েছিলুম, তো তাতে ভিডিও কোয়ালিটি এত খারাপ আসছিলো (সব প্লেয়ারে) যে বাধ্য হয়ে উবুন্টু লাগালাম। আর কেডিই কারন দেখতে বেশি ভালো, ব্যাস।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১২:০৪ | 69.236.167.218
  • ফেডোরা হল টুপি, আর উবুন্টু একটা মানবিক ব্যাপার। ছয় অক্ষরের শব্দ দুটো ই। এর চেয়ে বেশী জানতে হলে, হয় গুরুদের কাছে যাও, বা,
    http://polishlinux.org/choose/comparison/?distro1=Ubuntu&distro2=Fedora
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • আমি তো ওক্কুটে অরিজিত নামে নেইঃ-) দ্যাখো খুঁজিয়া পাও কিনা।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১২:০১ | 165.170.128.66
  • বাব্বা যত বড় গুরু তত তাঁরা অন্ধকার বেসমেন্টে পর্দা টেনে স্ল্যাক, জেন্টু, ক্রাক্স, আর্চ, এলএফএস এইসব অপদেবতার চর্চা করেন। এতেও বোর হয়ে গেলে উইন্ডো ম্যানেজার হিসেবে র‌্যাটপয়জন লাগান।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১২:০০ | 61.95.144.123
  • আমি মাঝে টমক্যাট, মাইএসকিউএল ইত্যাদি সবকিছুকে বুট-টাইমে স্টার্ট করার জন্যে স্ক্রিপ্ট দিয়েছিলাম - তো ফেডোরা আর ইউবান্টুতে বেশ কিছুটা তফাত হয়েছিলো - ওই রান লেভেল ইত্যাদিতে - মানে ইউবান্টু আর ফেডোরায় ওইজায়গায় ফোল্ডারগুলো আলাদা আলাদা।
  • quark | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫৮ | 202.141.148.99
  • সহজ বাংলায় Ubuntu (Debian) আর Fedora(RH) এর তুলনামূলক আলুচানা করুন। মানে লাভ-ক্ষতির হিসেব।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫৭ | 69.236.167.218
  • সিঁফো, উবুন্টু শুনলে গাল দেন, তা, বড় বড় গুরুরা কোন ফ্লেভারে ভোলেন।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫৩ | 64.105.168.210
  • আমি বাবা বড় হতে চাই না। যে জিনিসে কাজ সোজা হয়ে যায়, নিজের ইচ্ছেমতন কাজ করার ক্ষমতা কেড়ে না নিয়ে, আমি তাতেই খুশি।
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫২ | 118.69.93.235
  • কাল আমার অরকুটে এক অরিজিৎ এর ডাকে তড়িঘরি সাড়া দিয়ে দেখলুম খড়গপুরের কেউ.... :x
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫২ | 69.236.167.218
  • ধুর, ফ্লেভার-দের মধ্যে গালাগালি করতে নাই। সবই তো ঐ সেই...। বরং, এখন সোলারিস ফ্রি , লাগিয়ে দাও।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫১ | 64.105.168.210
  • রানলেভেলে কি তফাৎ আছে? ওটা তো মনে হয় একই,অ্যাক্রস দা বোর্ড। তবে থাকতে পারে। আমার এখনও ফেডোরার ফান্ডা রানলেভেলের ব্যাপারে। একটা সাভিস দেখলাম রান লেভেলে ফাইভে চলার কথা, কিন্তু আমাকে ম্যানুয়ালি চালু করতে হচ্ছে। একটু এদিক ওদিক দেখেও সলভ করতে পারলাম না,
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৯ | 165.170.128.66
  • বাংলা লিনাক্সের লেখক তো উবুন্টু শুনলেই গালাগাল দেন। বড় বড় গুরুদের নাকি উবুন্টু পোষায় না।
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৮ | 118.69.93.235
  • বানাম্ভুল নিয়ে কিছু বলা যাবে না এ আমার জন্মগত অধিকার, আর হ্যাঁ ঝালগাঁট্টা টা ওরকম, আঙুলের গিঁট দিতে ব্রম্‌হ তালুতে দিতে হয় যাতে ঝালটা জিবে লাগে।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৭ | 61.95.144.123
  • রেডহ্যাটে হাত সেট হয়ে গেছে তো - দুম করে ডেবিয়ানে যেতে এট্টুস কিন্তু কিন্তু লাগে। ওই রান লেভেল ইত্যাদিতে বেশ তফাত আছে। তাই এখনও ফেডোরা।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৭ | 69.236.167.218
  • লিনাক্স বিরক্তিকর সুস্বাদু হয়ে উঠছে, এত ফ্লেভার বেড়ে গেছে, শুধু তাই নয় প্রত্যেক ফ্লেভারের ভার্শান-ও বেড়ে গেছে।
    যাই হোক, সুসে লাগাও, নইলে rhel
  • quark | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৭ | 202.141.148.99
  • জানতামই না মাইরি!
  • Arpan | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৬ | 216.52.215.232
  • মিলনমেলায়।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • দুই লাইন - অর্থাৎ দোতলা হইতে নামিতে হইলে "নতুন কল' ব্যবহার করুন;-)
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৩ | 64.105.168.210
  • ইউবান্টু, ইউবান্টু। আমি অবশ্য ৩ না ৪ থেকে ফেডোরাকে ডিচ করে দিয়েছি।
  • quark | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৩ | 202.141.148.99
  • আচ্ছা, কারো কারো (এই যেমন আমার) লেখার নীচে দুটো লাইন আসে ক্যান?
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪৩ | 69.236.167.218
  • খুব জোরে মারতে হবে, যাতে করে মাথার তালু ভেদ করে জিভে গিয়ে লাগে, তবেই না ঝালটা বুঝতে পারবে।
  • quark | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪২ | 202.141.148.99
  • ইয়ে আমি এখন পর্যন্ত ৮ (ফেডোরা) চালাচ্ছি, তবে একটা নতুন মেশিন আচে, ১০ লাগাবো? জনতা কি বলে?
  • san | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৪০ | 59.88.141.253
  • ঝাল গাঁট্টার জন্য কি হাতে লংকাবাটা মাখিয়ে রাখতে হয়?
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৩৯ | 69.236.167.218
  • বইমেলা কি সল্টলেকে হবে?
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৩৪ | 165.170.128.66
  • পেড়িয়ে মানে কি প্যাঁড়া বানিয়ে?
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৩৪ | 118.69.93.235
  • আমি না কে যেন আমায় সিপিএম বলে গাল পেড়েছে , তার জন্য পাঁচটা কানমলা আর চারটে খিমচি, নেহাত উৎসবের মেজাজে আছি নাহলে খানকয়েক ঝাল গাঁট্টা ও দিতাম।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৩৩ | 69.236.167.218
  • অসম্ভব!
  • quark | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৩২ | 202.141.148.99
  • kile?
  • M | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৩২ | 118.69.93.235
  • উপ্স! যেন পেড়িয়ে এলেম অন্তবিহীন পথ!!!!!!!!!
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:২২ | 165.170.128.66
  • তবে আর টেকি পোস্ট নয়। লোকে যেমন রদা বেলায় এসে গাল পাড়বে।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:১৯ | 61.95.144.123
  • আরে লেটেক এডিটর খুঁজছিলুম - একখান পাওয়া গেলো, লোকে বলে বেশ ভালো - কিন্তু লিখেছে কেডিই-র জন্যে। সেই থেকে তো ধাঁধায় ছিলুম।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:১৮ | 165.170.128.66
  • ৭ -১০ এর সাথে কেডিই গনোমের ইন্টারঅপারেবিলিটির তো কোনো যোগাযোগ নাই। আম্মো তো এখনও কুবুন্টু ৭.১০ এ, ন্যাড়াদা ওটাকে টিঁকাও ভার্সন বলে রেকমেন্ড করেছিলেন কিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত