দিল্লীতে আমি কাগজে টাইপ করে স্ট্যাম্প লাগিয়ে নিয়ে যেতুম, বাড়িওয়ালা সই করে দিত। কিন্তু টিসিএস সেসব না শুনে টিডিএস করতো - এই দুনম্বরির কারণে বা অন্য কোনো কারণে - আর প্রচুর রিফাণ্ড ডিউ হয়ে থাকতো। একবার পেয়েছিলুম, আরেকবারের প্রায় হাজার তিরিশ এখনো আটকে...আট বছর ধরে। আমি ছিলাম না, বাবা ডুপ্লিকেট রিটার্ন ফাইল করিয়েছিলো, তাতেও কিছু হয়নি।
একবার কেউ একটা কমপ্লেইন্ট সাইট দিয়েছিলো - শান্তনু কি? সেটা আবার কেউ দিতে পারো? একটা কমপ্লেইন্ট লজ করে দিই।
Arpan | ২০ জানুয়ারি ২০০৯ ১১:০৮ | 216.52.215.232
কিছু আছে বিশুদ্ধ দু'নম্বরি - বাপের হোটেলে থেকেও রেন্টবিল দেখায়। আর কিছু আছে দায়ে পড়ে। অনেক সময়ই বাড়িওলা রেন্টবিলে সই করতে চায় না।
Arijit | ২০ জানুয়ারি ২০০৯ ১১:০৫ | 61.95.144.123
কত্ত কাজ। আমাদের এইচআর, অ্যাডমিন সব নতুন বাড়িতে চলে গেছে। ছুটির অ্যাপ্লিকেশন, ট্যাক্স সেভিংসের ডকুমেন্ট - সব ওইখানে গিয়ে দিয়ে আসতে হবে। কোনো মানে হয়?
আজ আপিসে সবাই এখন ওই ট্যাক্সের ডকুমেন্ট ঠিক করছে - একজন দেখলুম আরেকজনকে দিয়ে বাড়ির রেন্টবিল সই করাচ্ছে। ছোট ছোট দুনম্বরি - তাই বা কেন করে...
অ্যাটলিস্ট একটা ফুটবলার ফুটবলটা খেলতে চায়। সবাই রবিনহো নয়।
Arijit | ২০ জানুয়ারি ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
আজ কি কেলো। ঋককে ভোরবেলা ঘুম থেকে তুলে তৈরী করে স্কুলবাসে তুলবো বলে নিয়ে গেছি - দাঁড়িয়ে আছি তো আছিই, বাস আর আসে না। ওই স্টপে অন্য একটা মেয়ে উঠতো - সেও নেই। প্রথমে ভাবলাম মেয়েটা হয়তো আসবে না। তার পর সাতটা কুড়ি বেজে যেতে সাইকেল নিয়ে আগের স্টপে গিয়ে দেখি সেখানেও কেউ নেই। স্কুলে ফোনালুম - বাস কি বেরিয়েছে - আকাশ থেকে পড়ে বল্ল "বাস? আজ আবার বাস কি? আজ থেকে তো আনন্দমেলা।'
ঋকের এক বন্ধুর বাড়ি ফোনালো হল - জানা গেলো আজ, কাল দুদিন স্কুল বন্ধ - কারণ ওদের স্কুল ফাংশান। নোটিশ দিয়েছিলো বটে বাড়িতে - কিন্তু কোথাও ছুটি লেখা ছিলো না। আর প্রোগ্রাম তো বিকেল তিনটে থেকে। মানে তিনটে থেকে প্রোগ্রাম হলে সকালে স্কুল যে বন্ধ থাকতে পারে সেটা মাথায় আসেনি। নিউক্যাসলের স্কুলে তো দিব্যি স্কুলের পর প্রোগ্রাম হত...আমাদের ছোটবেলায় স্কুলে কি হত তাও মনে নেই...
বিটিডব্লু, সোনির সাইটে দেওয়া ভিস্তার জন্য ড্রাইভার সফটওয়্যারও ভিস্তায় চলল না। কাকে খিস্তি দেব, এখনও বুঝতে পারছি না। ঐ ফোর বাই ফোর পিন ফায়ারওয়্যারই কিনতে হবে মনে লিচ্চে।
Arpan | ১৯ জানুয়ারি ২০০৯ ২০:২০ | 122.252.231.10
ভাগ্যিস ২২ তারিখ গভীর রাতে কলকাতা পৌঁছচ্ছি। তবে খেয়ে মুখ না আঁচালে বিশ্বাস নেই।
r | ১৯ জানুয়ারি ২০০৯ ১৯:৪৩ | 198.96.180.245
রাজ্যটাই কেলোতম। এর উপর বাইশ তারিখ সুসি-মাও বন্ধ। ঃ-((
sinfaut | ১৯ জানুয়ারি ২০০৯ ১৯:২২ | 165.170.128.65
উফ্ফ আমি সেই দুপুর থেকে বাড়ি গিয়ে ঘুমোবো ভাবছি। এখনও যাও হলোনা।
Arpan | ১৯ জানুয়ারি ২০০৯ ১৯:১৭ | 122.252.231.10
তার থেকে একটু পা বাড়িয়ে নেপাল চলে যান স্যার। প্রচন্ডস্যার সব কেলোকে ঠাণ্ডাঘরে পাঠিয়ে দিয়েছেন।
তবে এই আস্তে আস্তে সবাই টাচস্ক্রীনের দিকে যাচ্ছে - এরপর কীবোর্ড জিনিসটাই উঠে যাবে। তারপর ভয়েসপ্রম্পটে কাজ হবে - ওয়ার্ড খুলে ডিকটেশন দিলে ডকুমেন্ট লেখা হবে...
অনেকদিন আগে একটা জোক শুনেছিলাম এই নিয়ে। এক কোম্পানি একটা সেমিনারহলে নতুন একটা সিস্টেমের ডেমো দিচ্ছে - যেটা ভয়েস প্রম্পটে চলে। তো ডেমো-টেমো চলার পর পিছনের বেঞ্চি থেকে কেউ বল্ল - "format c:, enter', পাশ থেকে আরেকজন বল্ল y, enter ঃ-)
প্রশ্নঃ আমার ভিস্তার ওপর খুব ** জ্বলে গ্যাছে। জানালা ৭ নামিয়ে ইনস্টলালে কি কি ব্যথা হতে পারে? একমাস পরে জানালার মেয়াদ ফুরোলে কি হবে? তখন কি ভিস্তায় ডাউনগ্রেডানো যাবে?
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:২২ | 61.95.144.123
না না এগুলো তো রঙ্গনকে বোঝানোর জন্যে;-)
sinfaut | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৯ | 165.170.128.65
UI টার নাম সিন্যাপ্টিক বা অ্যাডেপ্ট।
siki | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৮ | 122.160.41.29
এই জন্যি আমি অরিজিৎকে মুখ খুলতে বারণ করেছিলাম।
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৭ | 61.95.144.123
রাইট - অ্যাপ্টগেট। একটা ভিজুয়াল ইন্টারফেসও আছে। ফেডোরাতেও একই কনসেপ্ট।
anaamik | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৭ | 196.15.16.20
অপ্পন এত্ত খাওয়ার ফিরিস্তি দিলো আর এটা বল্ল না যে, আমরা শনিবার এটাও আবিষ্কার করেছি কেন মহিলা-রা ইউনিক্স (বা তার অফশুট-সমূহ) পছন্দ করেন না।
sinfaut | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৩ | 165.170.128.65
উবুন্টু ডেবিয়ান বেসড, তাই অ্যাপ্ট আছে। এটা নতুন ইউজারের কাছে বিশাল ভালো জিনিস। রিস্ক ফ্রী হাতে গরম নতুন সফটওয়্যার পাওয়ার সব থেকে ভাও রাস্তা।
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:১০ | 61.95.144.123
উইন্ডোজের সফটওয়্যার ম্যানেজমেন্টের কিছু নাই। যা আছে সেটা এক্সপ্লিসিট - মানে নিজে ডাউনলোড করে ইনস্টল করো। ফেডোরা ইয়াম বলে একটা ইউটিলিটি দেয় যেটা অনলাইন রিপোজিটরির সাথে কানেক্টেড - এবার তুমি তাকে বলো যে আমি অফিস প্রোডাক্টিভিটির সফটওয়্যার চাই, বা ইমেজ ম্যানিপুলেশনের সফটওয়্যার চাই - ও রিপোজিটরিতে কি আছে দেখিয়ে দেবে - এবার সেটা চেক করে "অ্যাপ্লাই' বল্লে ডাউনলোড হয়ে ইনস্টলও হয়ে যাবে - আলাদা করে ডাউনলোডাতে হয় না। অবশ্যই সব সফটওয়্যার এভাবে হয় না - কিন্তু কমন যেগুলো খুব ব্যবহার হয় সেগুলো করা যায়। ইউবান্টুও এরকম কি একটা দেয় - নাম মনে নেই।
shrabani | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৭ | 124.30.233.102
এসবের পরেও সারা বিশ্বে এম এসের একটা একচ্ছত্র সাম্রাজ্য। ইন্ডাস্ট্রীয়াল অটোমেশনের ওপেন স্ট্যান্ডার্ড ওপিসি-র কনসেপ্ট টাই এম এস বেসড। অন্য কোনো অপশন নেই। আগে যখন ভেন্ডরদের প্রোপ্রাইটরী ছিল, তাতে কাজ করা মুশকিল হত কিন্তু সিকিউরিটীর ঝামেলা অন্তত ছিলনা। এখন গুচ্ছের পয়সা যাচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটীতে, আর কোনো উপায় নেই।
Arpan | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৪ | 122.252.231.10
এই কথা! আমরা শনিবার খেলাম ফিশফ্রাই, ভাত, মোচার ঘন্ট, ঝিঙে পোস্ত, সর্ষে ইলিশ আর মুর্শিদাবাদি কষা মাংস।
সিঁফো ব্যাটা বেগুনছাড়া মোচা খেয়ে মহাখুশি।
sinfaut | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:৫১ | 165.170.128.65
মানে দরকারি জিনিসপত্তর গুলো তো আর MS Windows এর সাথে ফ্রী তে দেয়না, বেশ ভালো পয়সা খচ্চা করে কিনতে হয়। এদিকে, লিনাক্সের প্রায় সব ভার্সনের সাথে ওপেন-অফিস, গিম্প, ২-৩ টে মিডিয়া প্লেয়ার এমনিতে দেয়। এটা অবশ্য শুধু খচ্চার দিক। তেমনি, থেকে থেকেই ফাইল ডিফ্র্যাগমেন্ট হয়ে যাওয়া, সামান্য এক্টা আপডেট ইন্সটল করলেও রিস্টার্ট করতে চাওয়া ইত্যাদি বিরক্তিকর ব্যাপার গুলোও থাকে।
sinfaut | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:৪২ | 165.170.128.65
একভাবে বুঝতে পারে। ফোটোশপ, ডিভএক্স এইসব পয়সা দিয়ে কিনতে হচ্ছে কিনা, বা হন্যে হয়ে নেটে খুঁজে বেড়িয়ে ক্র্যাক বের করতে হচ্ছে কিনা। ভারতে বা এশিয়ার অনেক দেশে আসলে উইন্ডোজের ব্যথাটা বোঝা যায় না, কারন বেশিরভাগ লোক প্রপারলি সব কিনে ইউজ করেনা, ঝেড়েঝুড়ে করে।
আরও অনেক ভাবে বুঝতে পারে। যেমন আই ই ইউজ করতে গিয়ে পোকা ঢুকে গেলো, বা আই ই বা গান বা সিনেমার সফটওয়্যারের সাথে লুকিয়ে একখান স্পাইওয়্যার ঢুকে গেল। ইত্যাদি।
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:৩৫ | 61.95.144.123
লেম্যানদের কাছে বড় হল ইউজেবিলিটি - সেখানে এখনও মাইক্রোসফট এক নম্বরে, তবে তার অনেকটাই একটা মিথের ওপর ভিত্তি করে।
তবে যত কমপ্লেক্স অপারেশন করতে যাবে - মানে ফটো এডিটিং, ভিডিও এডিটিং - যেখানে ইনটেন্স কম্পিউটিং এসে যায়, ততই লেম্যানরাও স্টেবিলিটি আর পারফরমেন্সের পয়েন্টগুলোকে ভালোভাবে রিয়েলাইজ করবে। শুধু ফটো বা সিনেমা দেখা বা গেম খেলার সময় অতটা ম্যাটার করে না। হয়তো।
r | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:৩০ | 198.96.180.245
একজন পাতি ইউজার, যে মূলতঃ মাইক্রোসফ্ট অফিস, হয় তো অ্যাডোবে ফোটোশপ, ইন্টারনেট এক্সপ্লোরার, কিছু গান আর সিনেমার সফ্টওয়ার, ধরা যাক রিয়েলমিডিয়া, ডিভ এক্স ইত্যাদি ইউজ করে, সে কিভাবে বুঝবে ও এস ভালো না বাজে? বা, তার কাছে কি এই ক্রাইটেরিয়া ম্যাটার করবে?
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:২১ | 61.95.144.123
অভিজ্ঞতার ভিত্তিতে লোকে কিছু কিছু জিনিস দেখে - যেমন স্টেবিলিটি, পারফরমেন্স, কমপ্যাটিবিলিটি, সিকিউরিটি - এরকম কিছু ক্রাইটেরিয়া। এর মধ্যে ১, ২ এবং ৪-এ উইন্ডোজ কোনোদিনই ১০-এ ৫-এর বেশি পায় না। ১-এর ক্ষেত্রে ৩/১০, ২-এর ক্ষেত্রে ৫/১০, আর ৪-এর ক্ষেত্রে ১/১০ - এর বেশি তো দিতে পারি নে।
sinfaut | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:১৮ | 165.170.128.65
উইন্ডোজ ৭ অনেক অনেক ভালো হয়েছে ভিস্তার চেয়ে। একটা লিনাক্স ফোরামের মতামত। এমনকি, ওটার বিটা ভার্সন ফ্রী তে ট্রাই করার জন্য ms এর সাইটে ঝোলানো আছে।
r | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:১৬ | 198.96.180.245
ও এস ভালো না বাজে কিভাবে বোঝা যায়?
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:১৫ | 61.95.144.123
উইন্ডোজ মিলেনিয়ামের সময়ও এরকম ঝুলিয়েছিলো...ওইটে হল ঐতিহাসিকভাবে সবচেয়ে ঝাঁটের ওএস। ভিস্তা ওর খুব কাছাকাছিই।
siki | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:১৩ | 122.160.41.29
হুঁ, কিন্তু এই মুহুর্তে ব্র্যান্ডেড সমস্ত ল্যাপিই ভিস্তা-ওলা। এক্সপি আর পাওয়া যাবে না। ভিস্তা কিনেও তাকে এক্সপিতে ফর্ম্যাট করার হাজার হ্যপা, অনেক ড্রাইভার জাস্ট কাজ করে না, হার্ড ডিস্ক আলাদা রকমের হয় ভিস্তার জন্য। খুব ভালো হয় যদি চাঁদনিতে গিয়ে নিজের পছন্দমতো একটা অ্যাসেম্ব্ল্ড এক্সপি ল্যাপি বানিয়ে নিতে পারো। অথবা ২০১০ পর্যন্ত ওয়েট করো, তাও সে কেমন জিনিস নামবে কেউ জানে না।
r | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:১৩ | 198.96.180.245
ও।
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:১০ | 61.95.144.123
উইন্ডোজ ভিস্তা - একটা বা#&*&(@-র অপারেটিং সিস্টেম। একদম চলছে না বলে সবাই বাণ্ডিল করে দিচ্ছে। এবং মাইক্রোসফটও নাকি এই বছর (নাকি ২০১০) নতুন ওএস বের করছে - সেটা টাচস্ক্রীন ইন্টারফেস শুদ্ধু হবে।
বাই দ্য ওয়ে - আমার বউ ল্যাপি কিনবে বলছে - এবং সেটা জানলা হতে বাধ্য, কারণ ওদের সফটওয়্যারগুলো জানলাদার সফটওয়্যার। তো এখন কি এক্সপি দিচ্ছে না ডিফল্ট সবই ভিস্তা? এবং ৩০-৩৫-এর মধ্যে ভালো ল্যাপি কোনগুলো হবে?
r | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:০৮ | 198.96.180.245
বি টি ডব্লু, এই ভিস্তাটা কি?
siki | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:০০ | 122.160.41.29
তোমর দরকারই পল্লো না!
Arijit | ১৯ জানুয়ারি ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
আমি কিন্তু কিছুই বলিনি।
siki | ১৯ জানুয়ারি ২০০৯ ১৫:৫৮ | 122.160.41.29
দুই ____ একসাথে মিলে একটা বড়সড় _______________________ হল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন