এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • এবছর ফিফার অ্যাওয়ার্ড পেয়েছে ছোট রোনাল্ডো - কাকা মনে হয় চার নম্বরে ছিলো। তাহলেও ৫০০,০০০ পাউন্ড হপ্তায়...

    "রোমান' বিপ্লবের পর থেকে ইপিএলের এই হাল। নইলে কেনউইন জোনসের জন্যে ম্যাকেমরা ১৪ মিলিয়ন হাঁকে?

    বেকহ্যামের মাইনেও রিডিকিউলাস - মিনিটে বাহান্ন পাউন্ড!!!
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:১২ | 160.103.2.224
  • কেন ? রিডি কিউলাস কেন ? কাকা তো বিশ্বের টপ ফুটবলার দের একজন। কাকা, রোনাল্ডো, মেসি, এরা পাবে না তো কারা পাবে ? বেকহ্যাম যদি অত টাকা নিয়ে ম্যারিকায় খেলতে পারে, তো এটা কি করে রিডিকিউলাস হয় ?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:০৯ | 65.194.243.232
  • বলতে বলতেই কা কা হাজির।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:০২ | 61.95.144.123
  • http://news.bbc.co.uk/sport2/hi/football/teams/m/man_city/7830199.stm

    জাস্ট ভাবা যাচ্ছে না - ১০০ মিলিয়ন পাউন্ড - আজ অবধি সমস্ত ট্রান্সফার ফীর চেয়ে বেশি (এতদিন রেকর্ড ছিলো ৪৭ মিলিয়ন পাউন্ড - জিদান) - কোথাও বলছে ১৭৫ মিলিয়ন। তার ওপর হপ্তায় ৫০০,০০০ পাউন্ড (ইপিএলের এখন হায়েস্ট হল জেরার্ড আর ল্যাম্পার্ড - ১২০,০০০ পাউন্ড হপ্তায়)।

    রিডিকিউলাস।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:০২ | 12.144.134.2
  • কি মুশকিল, আমি কানে কালা নাকি? কা কা আর ঘু ঘু শুনে ভুল করব? ঃ-(((((((((
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:০০ | 125.18.104.1
  • ঠিক জানো? কাক নয় তো?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৯ | 61.95.144.123
  • হুঁ - সেরকম ভ্যান্তারাও দেখেছি। একবার ম্যাঞ্চেস্টারে ইতালিয়ান কনসুলেটে গেলুম - সেবার যাওয়া/আসা/হোটেল সব ছিলো - কিন্তু প্রথমে ভেনিস, সেখান থেকে দুদিনের জন্যে মিউনিখ, তারপর আবার রোম - এভাবে ছিলো। দিদির সাথে দেখা করতে মিউনিখ গেসলুম। আর ঠিকই ছিলো ট্রেনে যাবো। তো ইতালিয়ান কনসুলেটের লোকটা বিড়ি ফুঁকতে ফুঁকতে ঘ্যানর ঘ্যানর শুরু করলো - ট্রেনের টিকিট নেই কেন, কি করে ক্লিয়ারেন্স দেবো - ইত্যাদি। দিয়েছিলো অবশ্য - কিন্তু অনেক ঘ্যানঘ্যান করে। ইতালিয়ান কনসুলেট (রাদার যে কোন আপিস) এবং আমাদের সরকারি আপিসের মধ্যে বহুত মিল।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৯ | 12.144.134.2
  • জানলার পাশে আবার ঘুঘু ডাকছে। শুনে শুনে আরো ঘুম পায় ঃ-(
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৬ | 61.95.144.123
  • শেঙ্গেনের নিয়ম অনুযায়ী পুরো যাওয়া-আসা-হোটেল ইত্যাদির প্রমাণ দিতে হবে - মানে অনেক আগে সব বুক করে ভিসা করাতে যাও - এবার ভিসা না দিলে সব বুকিং ক্যানসেল করানো ঝক্কি। তারপর আরো বাজে নিয়ম হল হয় মেন ডেস্টিনেশন, নয়তো প্রথম ডেস্টিনেশন (মেইন বলে কিছু না থাকলে) থেকে করাতে হবে। নিউক্যাসলে একসময় শুধু ডাচ কনসুলেটের একটা আপিস ছিলো - তাই একবার নেদারল্যাণ্ডসকে ফার্স্ট অ্যাণ্ড মেন ডেস্টিনেশন দেখিয়ে সেখান থেকে ভিসা করিয়ে তাপ্পর সব রি-অ্যারেঞ্জ করতে হয়েছিলো। আরেকবার এডিনবরায় জার্মান কনসুলেট থেকে - জার্মানিকে মেন ডেস্টিনেশন দেখিয়ে। কারণ ইতালি, স্পেন ইত্যাদি কনসুলেটগুলো অ্যাপো-বেজড, আর অনেক দূর পড়তো।

    কলকাতাতেই ভাবো না - ইতালি আর জার্মানি ছাড়া আর কিসু নাই।
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 160.103.2.224
  • মানে যাতায়াতের রিটার্ন টিকিট, হোটেল বুকিং আর স্যালারি বা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়ে 'বেড়াতে যাব, ভিসা দিন' বললে দেবে না বলছ?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫০ | 61.95.144.123
  • জায়গাবিশেষে ডিফিকাল্ট। ম্যাঞ্চেস্টার বা লংডং হলে ডিফিকাল্ট নয়। নিউক্যাসল হলে ডিফিকাল্ট। মানে অ্যাপো করে যাওয়াটাই বেশ চাপের। আর বিচ্ছিরি রকমের ডকুমেন্টেশন তো ছিলোই।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৯ | 65.194.243.232
  • ডিফিকাল্ট।
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৮ | 160.103.2.224
  • ওকে। পয়েন্ট টেকেন। ইউ কে থেকে শেঙ্গেন ভিসা করানো কি ডিফিকাল্ট ?
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 122.160.41.29
  • নিষিদ্ধপল্লি কিনা, তাই রেড লাইট।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 12.144.134.2
  • এই শীতের বেলায় ঘুমঘুম দুপুরে আবার বিপ্লবের চিন্তা করে কি হবে? একটু ঝিমোতেও কি দেবেনা এরা?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৬ | 61.95.144.123
  • এইও স্টইক - বেশ করেছে পরে ঢুকেছে। আগে ঢুকলে ওখেনে যেতেও যে ভিসা করাতে হত তার বেলা? ছিলো না বলেই তো বিনা ভিসায় কেম্নি টুক করে ঘুরে আসা গেসলো।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৬ | 122.160.41.29
  • এটা কিন্তু স্যান কিন্তু ঠিক বলেছে কিন্তু।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৬ | 12.144.134.2
  • আমাকে কেউ এখনো বললনা রেডলাইট এরিয়াকে কেন রেডলাইট এরিয়া বলা হয় ঃ-(
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 61.95.144.123
  • কিন্তু রঙনন্দিনীরা এইগুলান নিয়ে কিসু কয় না কেনে? কচি করে একটা বিপ্লব?
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 160.103.2.224
  • সুইৎজার্ল্যান্ড শেঙ্গেনে ঢুকেছে ডিসেম্বরের বারো তারিখ। ছ বছর রইলাম, তখন এসব করতে পারল না, আমাকে কত ঝামেলা পোয়াতে হল, আর এখন একগাল হেসে শেঙ্গেনে ঢুকল। যা তা।

    আনকনভেনশানাল কালার স্কীম নিজে নিজে ঠিক করে রংবাজি করাটাই এই সব আর্গুমেন্ট রিসল্‌ভ্‌ করার একমাত্র উপায়। যেমন মোচার রং জিগেস করলে আমি বলব কালার অফ ওয়েল ম্যাচিওর্ড বোর্দো। ঃ-)
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 65.194.243.232
  • নীল ছবি কেন নীল?
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৩ | 12.144.134.2
  • ব্ল্যাক কমেডিও ব্ল্যাক নয়।

    কালা জাদুও কালা নয়।

    কালা পানি তো কালা নয়ই।

    এর জন্য রংনন্দিনীদের দায়ী করা কি ঠিক হবে?
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪২ | 122.160.41.29
  • সর্বহারা তো আমি। বলেছিলাম না একবার?
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪১ | 122.160.41.29
  • এমনকি কালো হাতও আসলে কালো নয়। যদিও বুর্জোয়া এবং রঙনন্দিনীরা ...
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪০ | 122.160.41.29
  • তা সে যতই কালো হোক
    সবারই আজ কলো কফির ঝোঁক ...
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪০ | 65.194.243.232
  • তোমাকে বুর্জোয়া আবার কে বলল? দেখেচ, কেমন গায়ে পড়ে নিজের গায়ে মাখছে। আবার একটা ঝগড়া করার মতলব।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৯ | 61.95.144.123
  • কারা চেল্লায় না? আপওয়ার্ড মোবাইল জনতাও এদানিং চেল্লায় - কারো না কারো কালো হাত ভাঙার জন্যে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৮ | 65.194.243.232
  • ঐটা তো পরশু দেখেছিলাম। আবার দেখে একইরকম ভাল লাগল। তোর মত আঁতেলদের অবশ্য বাজে লাগে।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৮ | 12.144.134.2
  • আমি যদি বুর্জোয়া হই তো এখানে সর্বহারা কে?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৭ | 65.194.243.232
  • বুর্জোয়ারাও নেমে পড়েছে। আজ/কাল দেখব। ঃ)
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৬ | 12.144.134.2
  • কালো কথাটার মধ্যে কত্ত ব্যঞ্জনা লুকিয়ে থাকে, এ তো শিশুরাও জানে ! অরিজিত জানেনা !

    (কারা যেন কাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও বলে চেল্লায়?)
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৫ | 65.194.243.232
  • কাল ওটা কিছুটা দেখে ঘুমিয়ে পড়লাম। রাত দেড়টা বেজে গেছিল। ফলস্বরূপ আজ ঝিমুনি।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৫ | 165.170.128.65
  • **অর্পণ**

    অর্পন টা কেমন খাঁদা নাকের অর্পণের মত দেখতে।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৪ | 165.170.128.65
  • অজ্জিত আবার উস্কাচ্ছে। আর পারা যায় না।

    অর্পন, তো দুটো সিনেমাই দেখলে?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৩ | 61.95.144.123
  • এক মগ কফি নিয়ে আসি - কালো।

    কালো কফি কিন্তু সত্যিই কালো নয়। এমনকি রঙনন্দিনীরাও একে ব্ল্যাক কফিই বলে থাকেন - নয়?

    ;-)
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৩ | 12.144.134.2
  • আমি গোটাদশ স্লাইড বানালাম। আরো একগাদা বানাতে হবে। চিত্তে সুখ নেই।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৩ | 165.170.128.65
  • বাহ বাহ, তাইলে সেটা অবশ্যই পাঠিও।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৩ | 65.194.243.232
  • সিফোঁ, তুই আমাকে তো ওই সিনেমাটার সবটাইটেল পাঠালি, যেটা তুই ধরে ধরে বানিয়েছিলি। কাল চালাতে গিয়ে দেখি একটা ঠিকঠাক .srt ফাইল আগে থেকেই ডাউনলোড হয়ে রয়েছে। ঠিকঠাক সিঙ্কে চলছে। তোর লাগলে পাঠিয়ে দেব।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩১ | 122.160.41.29
  • আমি এক রাউন্ড ঘুম দিয়ে উঠলাম।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩০ | 65.194.243.232
  • আমি ঝিমুচ্ছি বসে বসে।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩০ | 165.170.128.65
  • আছি তো।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৪:২৭ | 61.95.144.123
  • আজ শুক্কুরবারও নয়, পোঙ্গলও নয়, সরস্বতী পুজোও নয়, ক্রিকেট ম্যাচও নেই - কিন্তু সবাই গেলো কই?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৩:০২ | 65.194.243.232
  • তপন সিংহ মারা গিয়েছেন।
  • M | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৫৪ | 58.186.36.89
  • একটা জিনিস বুঝলাম, এবার থেকে নীল আর সবজেকে এই রঙটা আর ঐ রঙটা বলতে হবে, আর কালারব্লাইন্ড টেস্টে তো ছাই আমাকে একগাদা ছোট ছোট গোল গোল রঙের সমষ্টিতে A,B,1,2 এইসব লেখা গুলো পড়তে বলেছিলো কোন রঙ তো জিগায় নাই, কিসব ধাঁধাঁর ব্যাপার যেন।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৪১ | 61.95.144.123
  • সুইজারল্যাণ্ড শেঙ্গেনে ঢুকে গেছে। ভাগ্যিস আমরা যখন গেছিলুম তখন হয়নি এটা...
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৩৫ | 69.251.184.3
  • pi ও এবার সাইলেণ্ট হইলো।

    এই শীতে একা রবিন খালি গেয়ে যাক।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৩৩ | 12.144.134.2
  • হ্যাঁ, সাধারণতঃ আমি পরবর্তী অপরাধগুলোর জন্যও নিজেকে তথা অন্যদেরকে ক্ষমা করেই রাখি অপরাধগুলোর আগে থেকেই।চেষ্টা করে দেক, খুব কঠিন নয় ;-)

    ব্যতিক্রম আছে, তবে সেক্ষেত্রে ক্ষমা ব্যাপারটাই করিনা।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৩৩ | 61.95.144.123
  • অপ্পন যদিও গ্রেটার দ্যান অর ইক্যুয়ালটু লেখে গেছে কনসিস্টেন্টলি। কাজেই...
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৩১ | 69.251.184.3
  • সাইলেণ্ট p জানতাম, এবার সাইলেণ্ট pale জানলুম।
    একে সুবিধাবাদ বলবো, নাকি pale বাদ ! ঃ)
    বায়েজেও সেই অনুচ্চার বিবর্ণতা, হায় রে !
    ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত