আস্তে আস্তে করছে মনে হয়। এখন কমপ্লেনটা কম করে। তবে এখনও পুরনো স্কুলটা মিস করে। এই স্কুলটাতে একটা মাঠ থাকলে অনেক বেশি এনজয় করতো। শুনলাম তো জমি নিয়ে মামলাটা মিটে গেছে - এখন কবে বাড়ি হবে কে জানে।
a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:০৭ | 76.254.114.136
হ্যাঁ, পাম অ্যাভিনিউ। ঋকের এখন কেমন লাগছে? অ্যাডজাস্ট করেছে? বন্ধু হয়েছে? ও যে আগে একা বসে থাকত, মিসেরা কথা বলতনা বা জিগ্গেস করতনা ওকে কিছু?
Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৫১ | 61.95.144.123
তোমাদের কোন বাড়িটা ছিলো? অরিজিনাল বাড়িটা কি? পাম অ্যাভিনিউ? ওখানেই হয়েছে। ওই উঠোন পুরো থিকথিক করছিলো। ইভেন স্কুলবাড়ির দোতলা-তিনতলার বারান্দাতেও লোক ভর্তি...
একটা রিপোর্ট পেয়েছিলাম - তবে তাতে ওদের আঁকা কিছু ছিলো না। টিচারদের কমেন্ট ছিলো শুধু। ফাইনাল রিপোর্টে হয়তো ওসব থাকবে। তবে একটা ক্যালেন্ডার বানিয়েছে - তাতে ছোট কয়েকজনের অরিজিনাল ছবি আছে। এগজিবিশনে মনে হয় ওগুলো বিক্রি হয়েছে।
অ্যানুয়াল ফাংশনটা ঠিক জানি না। এবছর তো কিছু হয়নি এখনো। তবে দিদির মেয়ে-ও তো ওই স্কুল - ওরা রবীন্দ্রসদনে প্রোগ্রাম করেছে জানি। তবে স্পোর্টস হয়েছিলো রবীন্দ্র সরোবরে। গেছিলাম - দিব্যি সেজেগুজে নাচলো-গাইলো। "রো রো রো ইওর বোট'-এর একটা বেশ ভালো বাংলা করেছে - "চল চল চল রে চল, নৌকা বেয়ে যাই'ঃ-)
Binary | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৪৭ | 70.64.8.206
কলকাতার চাদ্দিনের ছুটিটা খুব মিস কচ্ছি। মুকুটমনিপুর, বা নিদেন পক্ষে গাদিয়ারা-ডায়ামন্ডহারবার।
এদেশের স্কুলে দেখেছি, বাচ্চাদের ড্রইং স্কুলে আঁকিয়ে স্কুলেই একজিবিশান করে। প্রেজেন্টেশনের গুনে, সেগুলো অসাধারন লাগে, বাচ্চাদের ইনাজিনেশন কতটা বোঝা যায়।
a x | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৪৫ | 76.254.114.136
কোথায় হল মেলা? স্কুলেই? আমাদের সময় জায়গা ছিলনা তো স্কুলে, তাই অন্য জায়গায় হত। ওদের রিপোর্ট কার্ড কি একটাও পেয়েছ? কিরকম সেটা? মানে আমরা নিজেরা বানাতাম রিপোর্ট বইটা, খুব সুন্দর, আমার গুলো সব মা রেখে দিয়েছে। কাগজের কাটিং বা আঁকার ক্লাসের কিছু একটা সেই স্লেটের ওপর খোদাই কিম্বা প্যাস্টেলের ওপর পিন দিয়ে আঁকা, এসব থেকে একটা বেছে রিপোর্ট কার্ডের ওপর লাগানো হত। এখন কি রবীন্দ্রসদনে অ্যানুয়াল ফাংশান হয়? এত প্রশ্ন করছি, এই সব আনন্দমেলা টেলা শুনে বেশ হু হু করছে ঃ-(
Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৩২ | 61.95.144.123
সুসির বন্ধেও রাস্তাঘাট ফাঁকা - অনেকটাই ফাঁকা। আপিসগুলো খোলা অবিশ্যি - তবে অধিকাংশ লোক মনে হয় কাল থেকে ছুটিটা আরো একদিন বাড়িয়ে নিলো এই তালে। আমাদের অবিশ্যি কাল ছুটি ছিলো না - আমাকে ছুটি নিতে হয়েছে।
Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:২২ | 61.95.144.123
যেটা খটকা লাগলো - স্কুলের ম্যাগাজিনটা দেখে - ক্লাস ওয়ানের বাচ্চাদের যেসব আঁকা ছাপানো হয়েছে, আমি সিওর তার মেজরিটি বাচ্চাদের আঁকা নয়। আমি নিজে বছর আষ্টেক ছবি আঁকা শিখেছি বলে এটুকু বুঝতে পারি। ওগুলো সব বাচ্চাদের আঁকা হলে ক্লাস ওয়ানে কিছু না হলেও খান কুড়ি যামিনী রায়, বিকাশ ভটচাজ পড়ে। এগুলো করে বাচ্চাগুলোর কতটা ক্ষতি করছেন বাবা-মায়েরা সেটা ওঁরা বোঝেননা।
Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:১১ | 61.95.144.123
** আগুনের পরশমণি* - এর পরের "জন'-টা আমার লাফানে কার্সরের সৌজন্যে।
Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:০৮ | 61.95.144.123
অক্ষ - হুঁ ঋক গেছিলো ঋকের মায়ের সঙ্গে - সাদা পাঞ্জাবি-পাজামা আর কমলা ওড়না পরে আগুনের পরশমণি জন গেয়েছে (বেসিক্যালি একধারের একটা মাইক নিয়ে চারজন ঠেলাঠেলি করেছে) আর মাকড়সা কস্ট্যুম পরে হামাগুড়ি দিয়েছে - সব আমি ভিডিওতে দেখলুম। কি ভিড় বাপস্।
ছোট স্কুলের হেডমিস্ট্রেস প্রদীপ্তা কানুনগো (সারনেমটা সিওর নই), আর একমেবাদ্বিতীয়ম এক বারীণদা। ভালো-খারাপ তো জানি না - কারণ আগে কি ছিলো জানা নেই। তবে লোকজন এখনও বলে ক্লাস ফোর অবধি পাঠভবনই বেস্ট - কারণ চাপ কম।
বিলেতে কিন্তু ক্যাটারার-কনট্রাক্টর দিয়ে কিছু হত না - অ্যাটলিস্ট সেন্ট ক্যাথেরিনস-এ - ওই টিচার আর ছেলেমেয়েরাই মিলে সব করতো - বড়রা বিশেষ করে। ওই নর্মাল স্কুল আওয়ারসেই মনে হয় করতো - সন্ধ্যেবেলা সব বাপমায়েরা যেত ইস্টার এগ কম্পিটিশনের ডিসপ্লে দেখতে, বা দুপুরবেলা ক্রিসমাসের প্রোগ্রাম দেখতে।
Ishan | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:৫২ | 12.217.30.133
ঋজুকে হ্যাপি বাড্ডে। আর কারো কি গেল? সিঁফোর? তা হলে সিঁফোকেও হ্যাবাড্ডে। হয়ে গেলে বিলেটেড। না হলে আগাম। ঃ)
Ishan | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:৪৩ | 12.217.30.133
উফ। এ জীবন আর রাখিবনা। সারাদিন গুরু খোলবার টাইম নাই। ঃ(
Binary | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:৩২ | 70.64.8.206
অলমোস্ট শুভরাত্রি বলার সময় এসে গিয়েছে, এখেনে।
বাইদ্যওয়ে, এবারের বুবুভা নিয়ে কয়েকটা অবজার্ভেশন, ১) গত প্রায় ৩/৪ মাসের বুবুভা খুলে দেখলাম, এতগুলো মতামত কোনোটাতে নেই। ২)সব্বাই কেমন রামক্ষ্ণ-সারদা মাকে নিয়ে পড়েছেন। লেখাটায় কিন্ত ফোকাসটা ভিন্ন, যদিও আমি মনে করি সেটা বাড়িয়ে লেখা। ৩) রঞ্জনদার প্ষ্ঠা উদ্ধ্ত পোস্টিং এর জন্য, রেফারেন্সটা অবশ্যি দরকার, নাহলে সেগুলো সম্পুর্ন উদ্দেশ্যমুলক প্রোপাগান্ডা-র মত শোনাচ্ছে।
তোমাদের ভ্রমণ সম্মধীয় link টা কি ভাবে পাবো কইতে পারো ? পরার ইচ্ছা তো আছেই তা ছারা এট্টু নেকার তাগিদ ও বোধ কোরছি অবশ্যি যদি অনুমতি পাই!
Abhyu | ২২ জানুয়ারি ২০০৯ ০৫:১৪ | 97.81.78.213
হ্যাপি বাড্ডে।
আগামি কাল আমাদের ডিপার্টমেন্টে এক জনের সেমিনার দেওয়ার কথা। তো, তিনি আজ আমায় লিখলেন ঃ see you next week!!!
প্রসঙ্গত, আমি সেমিনার অর্গানাইজার ঃ)
nyara | ২২ জানুয়ারি ২০০৯ ০৪:২৭ | 67.88.241.3
মাইমা, ক'ফুট?
m | ২২ জানুয়ারি ২০০৯ ০৪:০৬ | 12.217.30.133
হ্যাপি বাড্ডে ঋজু- সবুজ পেস্তার কুচি ছড়ানো অনেক নতুন গুড়ের সন্দেশ দিলাম,দুজনে ভাগ করে খেওঃ)
Du | ২২ জানুয়ারি ২০০৯ ০৩:৫৯ | 67.111.229.98
ঋজুকে শুভ জন্মদিন। এটা আমার দাদারও জন্মদিন বটে।
aja | ২২ জানুয়ারি ২০০৯ ০২:৪১ | 207.47.98.129
ন্যাড়া ঠিক বলেছে। আমার আর একটু সাবধানে লেখা উচিৎ ছিল।
হ্যা, প্রশ্নটা পাবলিক পার্সোনা নিয়ে নয়, পাবলিক আইকনদের নিয়ে। পশ্চিমে এমনকি পাবলিক আইকনদের নিয়েও খিল্লি করা চলে। জর্জ ওয়াশিংটন বা আইনস্টাইন, কাউকেই রেয়াৎ করার দরকার নেই। কিন্তু আমরা পাবলিক আইকন আর সাধারন মানুষের আচরনের জন্য আলাদা স্ট্যান্ডার্ড করেছি, আর তাতে সাধারন মানুষের জন্য স্ট্রীকটার স্ট্যান্ডার্ড।
কিন্তু সাধারন বুদ্ধি তো বলে উল্টোটা হওয়াই উচিৎ। অজ বা ন্যাড়ার ক্ষতি করার ক্ষমতা সীমাবদ্ধ। কিন্তু পাবলিক আইকনদের ক্ষমতা ও প্রভাব, দুই-ই অনেক বেশী। তাই তাঁদের জন্য স্ট্যান্ডার্ড ও স্ক্রুটিনি, দুটোই বেশী রিগোরাস হওয়া উচিৎ।
Du | ২২ জানুয়ারি ২০০৯ ০২:৩৭ | 67.111.229.98
বাইনারির লেখাটা ভীষণ ভালো হয়েছে।
nyara | ২২ জানুয়ারি ২০০৯ ০২:৩১ | 67.88.241.3
অজদার অ্যানালজিটা ঠিক হল না। পুবের লোকেরাও পাবলিক পার্সোনা নিয়ে যথেষ্ট খিল্লি করে থাকে। যেমন ইন্দিরা গান্ধী কি জ্যোতি বসুদের নিয়ে প্রবল খিল্লি চলত। আরেকদিকে পুবের হিন্দুরা - বিশেষতঃ বাঙালি হিন্দুরা - অন্যরকম। তারা তাদের ঠাকুরদেবতা নিয়ে যথেষ্ট খিল্লি মেরে থাকে। বরং খ্রিশ্চিয়ানিটি বা ইসলামে সেটা একেবারে নো নো। যেটাতে পুবের লোকেদের মুশকিল, সেটা হল চটজলদি মানুষকে আইকনিফাই করে ফেলা আর একবার আইকনিফাই করে ফেললে - নো খিল্লি। এর সঙ্গে ধর্মের খুব সম্বন্ধ নেই - রবীন্দ্রনাথ কি রামকৃষ্ণ কি সত্যজিতে বিশেষ তফাৎ নেই এই ব্যাপারে।
a x | ২২ জানুয়ারি ২০০৯ ০২:২৯ | 143.111.22.23
আমি বলি কি বুবুভাটাও আনমডারেটেড করে দেওয়া হোক। ভাটিয়ালি বা টই তে যত ভালো ভালো এϾট্র হয়, বুবুভাতে হয়না। এই যেমন বাইনারি, চাইলেই বুবুভা লিখতে পারতেন তা না করে ...
আর রঞ্জনদা, এইরকম কন্টেকস্ট থেকে আলাদা করে কোট করাটা বেশ বিপজ্জনক না? মানে ঐ কোট গুলো থেকে সাধারণত যা যা রিয়াকশন হওয়া যায়, সবই হবার পরেও মনে হল।
aja | ২২ জানুয়ারি ২০০৯ ০২:০৭ | 207.47.98.129
বুবুভা নিয়ে থ্রেডটা দেখতে দেখতে মনে এল।
আমরা, মানে পূবের লোকজন, কেউ কোন ভাবে বড় হয়ে গেলে তাঁর সম্বন্ধে খিল্লি করাটাকে খারাপ ব্যাপার মনে করি। পাশের বাড়ির হারুদা কাবেরী বউদিকে পূজো করলে পাড়ার ছেলেরা বাড়িতে ইঁট মারবে। কিন্তু রামকৃষ্ণকে নিয়ে খিল্লি করলে সেটা কুরুচির পরিচায়ক।
পশ্চিমে ব্যাপার-স্যাপার একটু আলাদা। পরের ব্লকের হোসেদের বাড়িতে গভীর রাতে সন্দেহজনক সাজ-পোষাকের এক মহিলা যাতায়াত করেন। লোকে প্রথমে মধুচক্র কিনা ভেবে নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়েছিল। ক'দিন পরে জানা গেল বিপত্নীক মিঃ হোসে এক বন্ধুপত্নীর সাথে পরকীয়া করছেন। অমনি সবাই চুপচাপ। ও নিয়ে কেউ কথা বললে লোকে - তুমি কি হটেনটট নাকি, এমনি ভাব করে তাকায়। অন্যদিকে ক্লিন্টনের হেনস্থা দেখুন। বলতে গিয়েছিলুম, প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা না ঘামালেই কি নয়? তাতে উত্তর পেলুম, উনি যেহেতু পাবলিক পার্সোনা, ওনাকে পাবলিক স্ক্রুটিনি তো ফেস করতেই হবে।
এরকমটা কেন?
ranjan roy | ২২ জানুয়ারি ২০০৯ ০১:৫৪ | 122.168.16.160
আরে বাঃ ! শ্রাবণী, ভাটপাতায় দুষ্যন্তকুমারের বিখ্যাত পংক্তিগুলো এনে নস্টালজিক করে দিলেন। আমার কুর্ণিশ!
Binary | ২২ জানুয়ারি ২০০৯ ০০:৩১ | 70.64.8.206
ওহো থ্যাংস,
nyara | ২২ জানুয়ারি ২০০৯ ০০:২৫ | 67.88.241.3
এই তো বাইনারিদা আছে - তোমার কলম দিন-কে-দিন আরও জরিন হচ্ছে।
Binary | ২২ জানুয়ারি ২০০৯ ০০:১৬ | 70.64.8.206
আমি তো কবেত্থেকে সারা পালিন -কে মিস কচ্ছি। সেই যেদিন সক্কলমিডিয়াকে দেখে নেবেন বলে আলাস্কায় চলে গেলেন।
bhuto | ২২ জানুয়ারি ২০০৯ ০০:১৪ | 122.172.22.45
ভাইস পেরসিডেন্ট ?
Du | ২২ জানুয়ারি ২০০৯ ০০:১০ | 67.111.229.98
ক্রফোর্ডে তো লোকে বসে রয়েছে পোস্টার নিয়ে ঃ)
nyara | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৫৮ | 67.88.241.3
আজ সকাল থেকে ডিক চেনিকে খুব মিস করছি। ভেতরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে।
nyara | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৫৭ | 67.88.241.3
ইনগরেশনের সেরা দুটো আইটেম আরিথা ফ্রাঙ্কলিনের গান আর জন উইলিয়ামসের কম্পোজিশনের বাজনা।
bhuto | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৫৪ | 122.172.22.45
কি আর বলবো।.. একটা অ্যাক্সিডেন্ট , আমি দম নিতে ভুলে গেছিলাম।
a x | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৫১ | 143.111.22.23
ওমা অরিজিৎ আনন্দমেলার দিন আবার স্কুল কি? সারাদিন স্কুল করলে কাঠিতে বেঁধা আলুদ্দম বানাবে কে? হলদে লাল ফিতে দিয়ে সাজাবে কে? হাত ঘুরুঘুরু লালপেড়ে শাড়ী পরে নাচবে কে? একি বিদেশে ক্যাটেরার ক¾ট্রাক্টার দিয়ে কাজ? তাও তো বটুকদার পাপেট শো আর নেই, আর নেই। ঋককে নিয়ে গেছিলে তো?
ছোট স্কুলটা কেমন আছে? এখন ইন-চার্জ কে? লোকের কাছে যা শুনি, তাতে বড়টা গোল্লায় গেছে। এখন একেবারেই এক আর সব স্কুলের সাথে।
a x | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৪৬ | 143.111.22.23
বুবুভা'র সূচীতে কি লেখক/লেখিকার নাম ইনক্লুড করা সম্ভব?
Arpan | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৪৩ | 122.252.231.10
এই ছোঁড়া আবার কী বলে!
bhuto | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৪০ | 122.172.22.45
ওরে বাবা মারা যাচ্ছিলাম অপ্পনদা গো। হঠাৎ গুরু পড়তে পড়তে খেয়াল হল নিঃশ্বাস নিই নি অনেক্ষণ । ভাগ্যিস খেয়াল হল । বেঁচে গেলাম।
arjo | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৩৬ | 168.26.215.13
হুম্ম্ম বুঝলাম।
Arpan | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৩২ | 122.252.231.10
র্যাটাস আপিসের কাজে দিনরাত সঁপে দিয়েছে। আরো একটা কারণ আছে অবশ্য। ;-)
arjo | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:৩০ | 168.26.215.13
অপ্পন র্যাটাসের কি হল বলো দিকি? এপাড়ায় তো আর দেখাই যায় না।
Arpan | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:২৮ | 122.252.231.10
অয়ন বা অম্মিতাদির দেখা নাই বহুদিন, এইবার নাম কাটা যেতেই পারে। আর তাহলে আমি নিজের নামটা সংক্ষিপ্ত করে নিতে পারি। ঃ)
d | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:২৬ | 117.195.33.232
অ বেথে, তোমার সেই বাবুল তোমারে খুব খুঁজতেছিল গো .... সাড়া দিলেনি যে!
d | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:২৩ | 117.195.33.232
কি মুশকিল! "আমি' তো একটা ভেরিয়েবল। ওটা আমাদের ডাকতে হবে "আপনি' কিম্বা "তুমি' বলে। এটা একটা কথা হল? বাংলাভাষায় নিকের অভাব? অজদাও এরকম একটা আর্ধেক ভেরিয়েবলওয়ালা নাম নিয়েছিলেন। তারপর শেষে "অজ' হয়ে গেলেন।
Arpan | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:২০ | 122.252.231.10
ধুস, মনে হয় হবে না, দুটো আলাদা কলামের উপর ফর্মুলা লিখতে হবে। কী জালি, কী জালি। ভাগ্যিস, ২০০৭ ভার্সনে ঠিক করে দিয়েছে।
ami | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:১৮ | 203.110.243.21
আর বড়োয়েম-ছোটোয়েম পড়ে "সিপিয়াই-সিপিয়েম'?? ঃ))
arjo | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:১৬ | 168.26.215.13
দ্যাখো কি কাণ্ড। বোঝাই যায় না। আমাদের ঈশান মিলিয়নিয়ার?
অপ্পন এমনিতে মনে হয় যায় না। তবে ক্রাইটেরিয়াটা কি তার ওপর ডিপেন্ড করছে। ওয়াইল্ড কার্ড ক্যারেকটার ইউজ করা যায়। ওয়াইল্ড কার্ড দিয়ে নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান এইসব করে নিতে পার।
siki | ২১ জানুয়ারি ২০০৯ ২৩:১০ | 122.162.83.103
দ-দু-দ্রি-ডিডি পড়ে কীরকম বুকের মধ্যে সাঁওতালি মাদল বাজার শব্দ পেলাম। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন