এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১১:০৮ | 121.245.101.169
  • তোমার ক্লস্ট্রোফোবিয়া নাই?
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১১:০৬ | 61.95.144.123
  • প্লাস্টার অব প্যারিস হলে ভেঙে যাবে। বরং পাথর দিয়ে বানানোর অর্ডার দিয়ে দাও।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১১:০৬ | 203.99.212.224
  • বাই দ্য ওয়ে আমি পুড়বো না ঠিক করেছি। ছ্যাঁকা বা শক কোনটাই আমার সইবে নাঃ-), তারচেয়ে বাড়ির কলা গাছের তলা ঢের ভালো।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১১:০৪ | 121.245.101.169
  • যারা বেঁচে থাকবে তাদের প্রচুর খাটাখাটনি যাবে। ;-)
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৫৯ | 203.99.212.224
  • বালাই ষাট।

    বাই দ্য ওয়ে, অতিকথনের নিন্দে সারাজীবন জুটেচে বলে আমি ঠিক করেছি, উইল করে যাবো, শান্তিনিকেতনের বাড়ির বাগানে আমারে যাতে কবর দেওয়া হয়। আর উপরে একটা সিমেন্ট দিয়ে বসানো ফলকে, ঠিক করেছি, আমার দক্ষিন হস্তের মুষ্টি থেকে সোজা হয়ে বেরিয়ে থাকা মধ্যমার একটি প্লাস্টার অফ প্যারিসের রিলিফ লাগিয়ে রাখার নির্দেশ দিয়ে যাবো। আমি রব নীরবে, তবে হৃদয়ে নয়, হোপফুলি;-)
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 165.170.128.65
  • ও আমি আরেকটা ফান্ডা তে অর্কুট দেখি, চোখের আরাম হয় তাতে। লো ব্যান্ডউইথ মোডে সেট করলে কোনো পেজে কোনো ছবি দেখায় না, যারা স্ক্র্যাপ করে তাদেরও দেখায় না, চাইলে ছবির উপর ক্লিক করে দেখে নিতে হয়। তাই আমার অর্কুটে শুধু লেখা, কোনো ছবি নাই। বেশ শান্তিময়, কোনো মনঃসংযোগের বিঘ্নতা নেই, কোনো চকিত মনঃবিক্ষেপ নেই।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • আমার বেশিরভাগ কনট্যাক্ট ওক্কুটে, তবে আমি বিশেষ ঘোরাফেরা করি না। ছবি থাকলে দেখে আসি। আগে অনেক কম্যুনিটিতে চেঁচামেচি করতুম, পোষালো না। ফেসবুকেও অ্যাকাউন্ট আছে - সেখানে মনে হয় খান চারেক কনট্যাক্ট। আরেকটা আছে - সেটা প্রোফেশনাল নেটওয়ার্কিং - লিংকড-ইন।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৫২ | 165.170.128.65
  • বাজারের লিস্টি টা মারাত্মক। ঃ-))

    সে যাই হোক, এই বাজারে ইউলোজি না হোক একখান এপিটাফই না হয় লিখে দাও।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪৭ | 203.99.212.224
  • এখানকার অনেক বন্ধুরা সব অর্কুটে। তার মধ্যে পুরোনো শান্তিনিকেতন প্রচুর। আর বিলেতের বন্ধুরা সব ফেসবুক। তো সেই জন্য দুইটাতে গেসলাম। অর্কুট থেকে পালিয়ে আসার পরে ফেসবুকে গেসলাম। সেইখানেও পোহালো না।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪৫ | 203.99.212.224
  • হতে পারে। আমার দুইটা প্রবলেম হল।

    অর্কুটে বিন্দুমাত্র প্রাইভেসি নাই, সকলে সকলেরে স্ক্র্যাপাচ্চে এইটাতে চাপ হল। তার পরে দেখা গেল, যাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই তারা কেউ অ্যাক্টিভ নয়। আর পুরোনো পুরোনো আর্বিট বন্ধু, তাদের কে ভার্চুয়ালি মনেই নাই, বা মনে আছে বলেই যোগাযোগ রাখতে চাই না, তারা ভীষণ খোঁজ খবর করতাছে। সবচেয়ে বাজে হল শেষে বৌ বাজারের লিস্ট দিয়া স্ক্র্যাপাইতাছে। কি আপদ। বিদেয় নিলা। বৈজয়ন্ত রে একখান ইউলোজি লিখছিলাম, সেটাও মধ্যেখান থেকে চলে গেল। সেই দেখে ন্যাড়া ,ইন্দো, সইকত, অরিজিত, সোমনাথ ইত্যাদি শালার ঘরে শালাদের কপালে ইউলোজি জুটলো না।

    তার পরে ফেসবুক। ক্রমাগতঃ সমস্যা বলতে, স্যন্ডউইচ টোস্টার খারাপ হয়ে গেছে, উল্লাস বলতে, নতুন স্যান্ডউইচ টোস্টার কিনেছি। বেড়ানোর ছবিতে অসংখ্য গোদা গোদা পরিচিত লোক ভিউ এর বারোটা বাজিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আর আপডেট বলতে আজ কাল আমার বসের জন্মদিনে ভোডকা খেয়ে ফেলেচি বেশি। ইত্যাদি। তার উপরে এক পিস শুরু হল, ওবামা ক্যাম্পেন, কঠিন ধৈর্য্য সহকারে, এ ওকে লিংক পাঠাচ্ছে আর স্টেটাস মেসেজ দিচ্ছে, কাল ইন্ডিয়ান কারি রেঁধেছিলাম।

    কঠিন বোর হয়ে গেলাম। এহেন সোশাল রিলেশনের নিকুচি করেছে।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪৫ | 165.170.128.65
  • কারন আগে তো বলোনি খুঁজে পাচ্ছোনা। আর নিজে নিজে খুঁজতে গেলে দেখো টইপত্তর পাতার একদম উপরে search আছে, ওখানে টইপত্তরের খোঁজ এ ক্লিক করে সার্চ করা যায়।
  • M | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪১ | 118.69.149.154
  • পেলুম, কিন্তু একটু আগে পেলামনা কেন?

    অবশ্য আমার এটাই স্বাভাবিক, যখন যেটা খুঁজি পাইনা।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৩৬ | 165.170.128.65
  • বড়-ম,

    টই দেখো ।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৩৫ | 165.170.128.65
  • হানুদা অতগুলো সোসাল সাইটে কি করতে গেছিলে? সোসালিজ্‌ম করতে?

    আমি তো অর্কুট বাদে আর কোনো খবরই রাখিনা। আর অর্কুটেও কেউ ছবি আপলোডালে গিয়ে দেখে আসি, ব্যস।
  • M | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৩৩ | 118.69.149.154
  • আমার অর্কুট এখন ও পর্যন্ত্য দারুন লাগে, মন ভালো না লগলেই অর্কুটে দিব্যি বসে থাকা যায়, ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, আসলে আমার হাতেও প্রচুর সময়।
  • M | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৩১ | 118.69.149.154
  • শহর থেকে শহরে , এই টই তো খুঁজে পেলুম না, কোথায় পাবো?
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:২৯ | 203.99.212.224
  • আমি অর্কুট আর ফেসবুক দুইটা থেকেই বিদায় নিয়েছি। আপদ। টুইটারে যাই -ই নাই। কিরকম মনে হছিল, আমি ok বা hello ম্যাগাজিন। আমারে লোকে পড়তাছে। কাটিয়ে দিলাম।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • অক্ষ - একবার তো নেড়ু করে দিতে বলে, তো মাথার চামড়া একটু শক্ত না হলে নেড়ু হবে কি করে? কেটে যাবে তো। ওইজন্যেই মনে হয় বলে দেড় বছরে নেড়ু করতে। তখনই কাটবে মনে হয়। ঋকের বেলা আমিই কেটে দিয়েছিলুম ক্লিপার দিয়ে - বছরখানেক বয়সে। নেড়ু হয়েছিলো অনেক পরে, নার্সারীতে বলে দিয়েছিলুম - তাও ওরা পুরোটা করতে পারেনি - সবচেয়ে ছোট্ট ক্লিপার দিয়েই সেরেছিলো।
  • M | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:২২ | 118.69.149.154
  • আই, স্যরি, ইন্দ্রনীল ঘোষ দস্তিদার অন্য কেউ হবেন, যাকগে গুরুর ই কেউ আরকি।মিউচুয়াল কম্যুনিটি অনুযায়ী।

    দ,
    চেষ্টাবো, আসলে এত জায়গায় এ নিয়ে ভাটিয়েছি যে কমন পড়বে আর লোকে বোর হয়ে যাবে, এনিওয়ে..........
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ০৯:৫৯ | 61.95.144.123
  • ফেসবুকে MPP সিস্টেমের ওপর ডেটা অ্যানালিসিসের কাজও হয়েছে - মানে ফেসবুকের ভিতরে ঢুকলে বেশ কিছু সলিড টেকি বস্তু আছে - যেমন Hive - একটা অ্যালানিসিস query-কে ভেঙে ওরা Hadoop-এর ওপর চালায় - মাসিভলি প্যারাল্যাল প্রসেসিং ফ্রেমওয়ার্ক। এর শুরু অবশ্য গুগুলকাকু থেকে - গুগুল ফাইলসিস্টেম, ম্যাপ-রিডিউস, সেখান থেকে অ্যাপাচে-র হাডুপ - যেটা এখন ইয়াহু ব্যবহার করে...
  • siki | ২৯ জানুয়ারি ২০০৯ ০৯:২২ | 122.162.83.98
  • রঞ্জনদা, আমাকে mukherjee.samik জিমেইলে একটা মেইল পাঠায়ে দ্যান, সইন্‌ঝে নাগাদ এট্টা মেইল করে দিবাম। আম্মো আপনার অবস্থা থেকেই শিক্ষিত হয়েছি, কাজেই আপনার পবলেমগুলো আমি বুঝেছি।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ০৯:১৫ | 165.170.128.65
  • কিন্তু রঞ্জনদা কি চাইলেন সেটা বোঝা গেল না তো। ওনার ওয়েবসাইটে ভিডিও দেখতে প্রবলেম হয়? আটকে আটকে আসে? তাহলে তো স্পিড বেশি নেই বলে।

    আর রাত জেগে সিনেমা দেখবেন যখন তার প্রথম স্টেপ হলো সিনেমা জোগাড় করা। সিনেমা কি জোগাড় আছে, না কিভাবে জোগাড় হয় সেটাই প্রশ্ন?

    তার্পর, সিনেমা পেয়ে গেলে কোনটা কেন চলছেনা সেসব প্রশ্ন।

    রঞ্জনদা আপনি বরং এক্সপার্ট ভুতোর সাথে যোগাযোগ করুন।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ০৯:১২ | 165.170.128.65
  • হ্যাঁ, দ্যাখো। সুপার।
  • Binary | ২৯ জানুয়ারি ২০০৯ ০৯:০৫ | 70.64.8.206
  • সিঁফো বল্ল তাই এই শুক্কুর বার মাইকেল ক্লেটন দেখবো প্ল্যান করে রেখিচি।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ০৭:৩৩ | 117.195.196.58
  • কি সুইট ঃ-))
  • ranjan roy | ২৯ জানুয়ারি ২০০৯ ০৭:১২ | 122.168.68.141
  • আপনাদের, মানে গুরু ও চন্ডাল যত কম্পু'র জ্ঞানীগুণীদের,কাছে আমার একটা ব্যক্তিগত আর্জি আছে।
    আমার হইল কম্পুটার ক'অক্ষর গোমাংস। বিশমাস পরে রিটায়ার করবাম- তখন রাত জাইগা সিনেমা দেখার অভিলাষ ( লাল, নীল, হলুদ, সবুজ-সব, সে নিয়া আপনাদের কুন মাথাব্যথা নাই)।
    কিন্তুক, ক্যামনে? আপনারা যেসব লিংক দেন, চেষ্টা করি-- সেগুলি খুলে-খুলে আবার খুলেনা। ( হিন্দি সিনেমার ভ্যাম্পের নাইচের মত)।
    হালার ইউ টিউব। দুইটা ডায়ালগ কয়, তারপর নিঃস্তব্ধ। উপরের দিকে একটা সুদর্শনচক্র ঘুরে, খালি ঘুরে।
    আমি কিযে করি?
    আপনাদের কথাবার্তা মন দিয়া শুনি(পড়ি)। পাইথন, প্ল্যাটফর্ম, vi), আরও কত কি। মনে হয় হালার গুপ্তপ্রেস পঞ্জিকায় সূর্যোদয়ের নির্ঘন্ট দ্যাখতাছি।
    আপনারা রাগ কইরেন না। আমি কম্পুটাররে গাইল্যাই নাই। সব বয়সের দোষ। আমি বুঝি --"" পাঁচবছরের শিশুকে কি রমণসুখের আনন্দ বোঝানো যায়'' ( ঠাকুর কইসেন!)।
    তা' বুড়া আর শিশু তো একই হইল!
    শ্যাষ কথাটা হইলো-- আপনারা কেউ যদি ধইর্য্য ধইর‌্যা আমারে কি কইরতে হইবো স্টেপ-বাই-স্টেপ বুঝাইয়া দ্যান?
    আমি বাঙ্গাল; বিশাল কইলকাতা শহরে আইসি, রাস্তা জিগাইতে কুন লাজ নাই!
    ভালো কথা, আমার সি ড্রাইভে দ্যাখতাছি-- DVX Movie, Player, Converter, U-torrent ইত্যাদি আছে। মাইয়ারা দিছে, শিখায় নাই।
  • sibu | ২৯ জানুয়ারি ২০০৯ ০৬:২১ | 207.47.98.129
  • আমাদের স্টাইল গাইডে ট্যাব নিষেধ ঃ(।
  • nyara | ২৯ জানুয়ারি ২০০৯ ০৬:১৭ | 67.88.241.3
  • হ্যাঁ, vi ভাল। আমি Komodo আর spi ব্যবহার করে দেখেছি, ওদুটো বেশ ভাল। অনেক আধুনিক এডিটর TAB ছড়িয়ে ফেলে। এইটা আমার পাইথনের বিরুদ্ধে সবচেয়ে পেট পীভ। একটা আধুনিক ল্যাঙ্গুয়েজ যে কি করে white space agnostic না করে ডিজাইন করে, কে জানে!
  • sibu | ২৯ জানুয়ারি ২০০৯ ০৬:১৩ | 207.47.98.129
  • vi ঃ)।
  • lcm | ২৯ জানুয়ারি ২০০৯ ০৬:১১ | 128.48.7.222
  • আদি এবং অকৃত্রিম vi? .... ঃ-)
  • nyara | ২৯ জানুয়ারি ২০০৯ ০৬:০৮ | 67.88.241.3
  • পাইথনের জন্যে কি এডিটর/IDE ব্যবহার করো?
  • sibu | ২৯ জানুয়ারি ২০০৯ ০৫:৫২ | 207.47.98.129
  • পাইথন। জাভা এখনো শুরু করিনি।
  • nyara | ২৯ জানুয়ারি ২০০৯ ০৫:৫১ | 67.88.241.3
  • পাইথন না জাভা?
  • sibu | ২৯ জানুয়ারি ২০০৯ ০৫:২৯ | 207.47.98.129
  • ঐ পিয়ার প্রেশার বস্তুটির একটা গালভরা নাম আছে - প্রেফারেনশিয়াল অ্যাটাচমেন্ট। মোদ্দা কথাটা হল আপনি যে সোশ্যাল নেটওয়ার্কে আপনার বেশী বন্ধু আছে, আপনি সেটাতেই যোগ দেবেন তার সম্ভাবনা বেশী। এখন ধরুন একটা অ্যাপ্রায়োরি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে নেটওয়ার্কগুলোর সাইজের। তাহলে সবচেয়ে বড় নেটওয়ার্কেই আপনার বন্ধুসংখ্যা সবচেয়ে বেশী থাকার সম্ভাবনা। কাজেই আপনি সবচেয়ে বড় নেটওয়ার্কে যোগ দেবেন সেটাই স্বাভাবিক।

    এখন এর থেকে দেখানো যায়, শেষ পর্য্যন্ত নেটওয়ার্কগুলোর সাইজের ডিস্ট্রিবিউশন প্যারেটো বা পাওয়ার ল অনুসরন করবে। অর্থাৎ গুটিকতক নেটওয়ার্ক খুব বড় হবে, আর বাকীরা ঝাড় খেয়ে যাবে। এটা হবে সার্থক নেটওয়ার্কদের কোন অতিরিক্ত কোন বিশেষ প্রতিভার জন্য নয়। বরং কোন কারনে কোন একটা সময় তারা বড় নেটওয়ার্ক হয়ে পড়েছিল, তাই। এই মাত্তর একটা ছোট সিমুলেশন লিখলাম। তাতে একটা ২০০ এলিমেন্টের অ্যারে, ইনিশিয়ালি সবকটা এলিমেন্ট ১। এবারে একটা এলিমেন্ট স্যাম্পল করা হবে, উইথ প্রোব্যাবিলিটি প্রোপোরশনাল তো দি ভ্যালু অফ দি এলিমেন্ট। এই এলিমেন্টের ভ্যালু ১ বাড়ানো হবে। এই প্রসেসটি ২০০০০ বার রিপিট করার পর দেখা গেল মাত্র ১৩ টি এলিমেন্ট ২৫০ বা তার চেয়ে বড়, এবং ১৩ টি এলিমেন্ট ১০ বা তার চেয়ে ছোট। ইন্টারেস্টিং হল অর্ধেকের বেশী এলিমেন্ট (১২২ টি) ১০০র চেয়ে ছোট, যেখানে গড় মান হল ১০১। এবং সবচেয়ে বড় এলিমেন্ট হল ৫৮০।

    এর থেকে প্রমান হল ভাগ্যং (প্রোব্যাবিলিটি) ফলতি সর্বত্র, ন চ বিদ্যা, ন পৌরুষম্‌।
  • Binary | ২৯ জানুয়ারি ২০০৯ ০৪:১২ | 198.169.6.69
  • আমিতো পষ্ট দেখছি, '১৫ মাঘ, ১৪১৫, ২৯শে আগষ্ট ২০০৯' !!
  • Binary | ২৯ জানুয়ারি ২০০৯ ০৪:১০ | 198.169.6.69
  • উঃ সারাদিনের পর এতক্ষনে ভাটে এসে দেখি, আজকাল আর বেশী ভাট হয় না।
  • m | ২৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৭ | 12.217.30.133
  • আমি দেখতে পাই না কেন?ঃ(
  • Binary | ২৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৫ | 198.169.6.69
  • কাল রাতে খাবি খাচ্ছিল, আজ আবার বেঁচে উঠেচে তো !!
  • m | ২৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৪ | 12.217.30.133
  • বাজারি পত্রিকাটি কি পটল তুলেছে?
  • nyara | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:৩৮ | 67.88.241.3
  • এগুলো চমৎকার সোশাল স্টাডির বিষয়। প্রথমতঃ পিয়ার প্রেশারের ব্যাপার আছে - ঐ লসাগু যা বলেছে। তাছড়ার একটা ক্রিটিকাল মাসের ব্যাপার আছে। ধরুন আপনার একজন বন্ধু অর্কুট থেকে ফেসবুকে চলে গেছে। আপনাকে যেতে বলল। আপনি গা করলেন না। তারপর আরেকজন গেল। এবারও আপনি গা করলেন না। কিন্তু একটা ক্রিটিকাল মাস এক্সোডাস হবার পরে আপনি গিয়েও ফেসবুকে নাম লেখালেন। শুধু যে লেখালেন তাই নয়, আপনার থেকেও বড় প্রোক্র্যস্টিনেটর দু চারজনকে টেনে আনলেন। এইভাবে জনতার সংগ্রামের সামিল হয়ে গেলেন।

    এই তো জীবন!
  • lcm | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:৩৩ | 128.48.7.222
  • অর্কুট - সাউথ-ইস্ট এশিয়া, সাউথ আমেরিকা
    ফেসবুক - নর্থ আমেরিকা/ইউরোপ

    ভারতের অর্কুট এখন একটা কাল্ট। নেট/কম্পু-তে অ্যাকসেস আছে, অথচ অর্কুট অ্যাকাউন্ট নেই - মানে তুমি ডাইনোসর যুগে আছো ঃ-)
  • Paramita | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:৩২ | 63.82.71.141
  • দেশী বন্ধুরা অর্কুট বেশী নিয়মিত ব্যবহার করে। এখানকার লোকজন ফেসবুক। ফেসবুকে অনেক ফিচার টিচার থাকলেও বেশ আনইনটুইটিভ। ফেসবুকে প্রাইভেসি বেশি।
  • arjo | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:২৬ | 168.26.215.13
  • ফেসবুক এবং অর্কূটের ইউজার প্রোফাইল একটু অন্যরকম। ফেসবুক ওয়েস্টার্ণ টীন এজারদের মধ্যে অনেক পপুলার। অন্যদিকে অর্কূট একটু বেশি বয়স্কদের জন্য। এসব ডেটা কোথায় পাওয়া যাবে জানি না। তবে কোথায় জানি শুনেছিলাম। অর্কূট প্রথমদিকে বেশ ছড়ানো প্রোডাক্ট ছিল (এখনো আছে), সেদিকে ফেসবুকে এই যে অটো আপডেট ফাপডেট অনেকদিন ধরে আছে, আরও অনেক কুল ফিচারস অ্যাভেইলেবল। ফেসবুক লেস বাগি। বাগ ইজ এ ফিচার ইন অর্কূট। আরও একটা ক্রমশ পপুলার হচ্ছে টুইটার। ডেটা নেই কিন্তু টুইটার মনে হয় এদের থেকে এগিয়ে।
  • lcm | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:০২ | 128.48.7.222
  • সার্চ করো, ওয়েব 2.0, সোস্যাল নেটওয়ার্কিং... এসেট্রা নিয়ে... একটা ফোরামে আমি একটা কমেন্ট দেখেছি এই ফেসবুক/অর্কুট/মাইস্পেস... এদেরকে নিয়ে ঃ
    Human nature embodied in vanity and ego, the desire to see and be seen!
  • a x | ২৯ জানুয়ারি ২০০৯ ০১:৩৩ | 143.111.22.23
  • আমি বেশ অনেকদিন ধরে এটা ভেবে যাচ্ছি। what's the trick with facebook? ওর্কুট তো আরো আগে। তারও আগে ছিল মাইস্পেস, হাইস্কুল কলেজের বাচ্চাদের মধ্যে পপুলার। ফেসবুকের অ্যাপিলটা কোথায়, এত পপুলার হল কেন? ইন্টারফেস যথেষ্টই পাতি। এমন কিছু সার্ভিস দেয়না যা ওর্কুট বা অন্য সোশ্যাল নেটওয়ার্ক দেয় না। তাহলে? যারা ওর্কুট এড়িয়ে গেছে সজত্নে, তারাও কেন ফেসবুকে?

    সেম গোস ফর ইউটিউব। ইউটিউবই কেন? এমনকি যখন ১০ মিনিটের বেশি দেয় না, তাও কেন? গুগল ভিডিও নয় কেন?
  • Blank | ২৯ জানুয়ারি ২০০৯ ০১:১৭ | 59.93.247.105
  • লক্ষী এবং ছেলে? ক্যাইসে সম্ভব
  • arjo | ২৮ জানুয়ারি ২০০৯ ২৩:৪৬ | 168.26.215.13
  • সেই ভালো।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ২৩:২৯ | 117.195.194.11
  • যাই ঘুমোই।
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০০৯ ২৩:২৭ | 117.195.194.11
  • দূর মশয়।
  • arjo | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:৫৭ | 168.26.215.13
  • সেকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত