কিছু করার নাই। ওই নতুন টইটার টাইটেল থেকে কমাগুলো ছাঁটতে হবে - সেটা ইশান পারলেও পারতে পারে। ততক্ষণ ঘাঁটা কেস চলবে। একটা ডিঃ ঝুলিয়ে দিতে হবে - টইয়ের টাইটেলে কমা, কোলন ইত্যাদি একটার বেশি দেওয়া যাবে না।
Blank | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৪ | 203.99.212.224
নাহ, এসব পারি নে। আগেও পারতুম না। আগে খালি ডাউন হলে তুলে দিতে পারতুম
shrabani | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৩ | 124.30.233.104
কি করে তার আমি কি জানি, জানলে করে ফেলতাম না!ঃ) আমি আসলে জানতে চাইছিলাম পারিস কিনা!
Blank | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৮ | 203.99.212.224
কি করে?
shrabani | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৯ | 124.30.233.104
cvs -z3 -d:pserver:anonymous@bongolipi.cvs.sourceforge.net:/cvsroot/bongolipi co -P modulename
এগুলো করে দ্যাখো - অবিশ্যি cvs কম্যাণ্ডটা থাকতে হবে - সিগউইনে থাকে। বা TortoiseCVS লাগিয়ে নিতে পারো। আমি প্রথমে একলিপ্সের ভিতর থেকে করতে গেলুম - হল না।
siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৪ | 122.160.41.29
ভ্যাক্ ... সোর্সফোর্জ আমার দোকান থেকে ব্লক্ড। কী ঝামেলা! ভাবো একবার।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৩ | 61.95.144.123
আর টইটার টাইটেল থেকে সম্ভব হলে কমাগুলো উড়িয়ে দিতে হবে। কি জ্বালা।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১২ | 61.95.144.123
ঠিক - এই কমা-টমা নিয়েই গোলমালটা ছিলো, একদম ভুলে গেছিলাম। এই টইটা খুললাম একদম এডিটর-স্পেসিফিক কোড/গ্রামার নিয়ে টেকনিক্যাল কচকচির জন্যে। যাতে গুচ-র এডিটর আর ন্যাড়াদার এডিতর - দুটোকেই এগোনো যায়। আমি তো সোর্সফোর্জ থেকে সোর্স কোড চেক-আউটও করে ফেল্লুম।
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৯ | 203.143.184.11
কিছু কিছু পুরানো বাগকে ঈশান যে কি ভালবেসে পোষে --- কি আর বলব! এটা সেই বাগটা যাতে টইয়ের নামের মধ্যে কমা বা সেমিকোলন একাধিকবার থাকলে দেখা দেয়। প্রথম পোস্টটা করা পর্যন্ত ঠিক থাকে। দ্বিতীয় পোস্ট ঐ টইতে হওয়া মাত্র উপেক্ষিত বর্ণমালারা লইন করে টইয়ের নেমস্পেসের দখল নিতে চলে আসে। ইবারে অন্য কোন নিরীহ টইয়ে পোস্টালে ঠিক নামেরা একে ক করে দেখা দেবে। কিন্তু যেই আবার সেই টইয়ে পোস্টাবেন অমনি উপেক্ষিতে বর্ণমালা --- ইত্যাদি ইত্যাই।
(মাঝে মাঝে না ঈশানকে ধরে স্রেফ বালির বস্তার মত ক্যালাতে ইচ্ছে হয়! :-X )
ভয়ের চোটে টইয়ে লিখলাম না। কিন্তু কনফুর খোলা ইউনিকোড সম্পর্কিত একটা না দুটো টই ছিল তো।
আর আমি ওপেন আপিসের প্লাগইনে বাংলা ইউনিকোড সিলেক্ট করে গুচর মতন কী লে-আউট ব্যবহার করে ইউনিকোডে লিখে সচলে পেস্ট করি। তাতে বেশ স্বচ্ছন্দে লেখা যায় ।
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৫ | 203.91.207.30
ওদিকে টই তে অক্ষত, ক্ষতবিক্ষত সবের পরে আমার নাম হল থবয়ঢ়ষ , মানে জানে কেউ ?
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫০ | 203.91.207.30
কিন্তু ওদিকে যে সিফোকে খবর দিলাম, উত্তর ও পেলাম ,অথচ ভাট এ লেখা নাই। ব্যস্ত বোধহয়।
চণ্ডীর মাঠের দক্ষিণে ঠিক গায়েই যে চারতলা বাড়িটা - ওইটা। ওটা আগে একতলা বাড়ি ছিলো, ভেঙে ফ্ল্যাট হয়েছে। আগে ওটা ঐ জয়েন্ট ফ্যামিলি গোছের ছিলো - ওরা সবাই ওই বিল্ডিং-এ ফ্ল্যাট পেয়েছে।
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৪ | 203.91.207.30
ইকি ই ই ই, বাহ, আরে কোন পাশে গো? ইম্পর্টেন্ট বিষয় দেখছি। চেনা বেরিয়ে পড়া অসম্ভব নয়। সে কথা না হয় মেলে হবে। যাক চন্ডীমাঠের পাশে সব ফ্ল্যাট ট্যাট আছে।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩১ | 61.95.144.123
চণ্ডীর মাঠের পাশেই আমার ছোট মাসীর বাড়ি, মামার বাড়ি ছিলো পুষ্পশ্রী সিনেমার পিছনে। এখন দুই মামার আলাদা বাড়ি, বড়মামা মারা গেছেন কিছুদিন আগে, ছোটমামার বাড়ি হল ওই রথটার ওদিকেঃ-) আর মামা-মাসীদের গুষ্টির সব, ইনক্লুডিং ছেলেমেয়েগুলো - সব বড়িশা হাই স্কুল বা গার্লস স্কুল।
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২৭ | 203.91.207.30
আহা একেবারে এলাকায় রে, ঐ দেখ, সখের বাজারে পিসীর বাড়ি (সাবর্ণ রায়চৌধুরী) বড়িশা হাই ইক্কুলের বখাটে ছাত্তোর আমি । এক্কেবারে এলাকায়। তাই বলি অরিজিৎদাকে দেখলেই এত চেনা লাগে কেন।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২২ | 61.95.144.123
না। টালিগঞ্জ নেতাজিনগরের কাছে। অ্যাকচুয়ালি পূর্ব পুটিয়ারি। বেহালার দিকে আমার মামার বাড়ি, মাসীর বাড়ি - সখের বাজার, বড়িশা।
M | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২২ | 118.69.156.127
কিন্তু কাল কি একটা আলোচনায় দক্ষিন না কি যেন, ওপ্স, বেহালাতো পচ্চিম নারে ভুতু?
টই খুলে দিয়েছি। গ্রামার বলতে কম্পাইলার গ্রামারের মতন কিছু কি?
siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৯ | 122.160.41.29
ও হ্যাঁ, যেটা লিখলাম সেটা গু-চ-র লজিক ধরে। অভ্র-র লজিকে অন্যরকম হবে।
siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৮ | 122.160.41.29
আমি কোনওদিন করি নি কাজ, তবে লজিকালি লিখতে গেলে ঃ jতে বর্গীয় জ টাইপ হবে ` দিলে পরবর্তী কী এন্টারের জন্য অপেক্ষা করবে। N দিলে এইবার দেখবে `N-এর আগে কী আছে, যদি ভাওয়েল বা স্পেস থাকে, তা হলে শুধু ঞ লিখবে, আর যদি কোনও কনসোন্যান্ট থাকে, যেমন এক্ষেত্রে আছে j, তা হলে j+`N-র জন্য যে যুক্তাক্ষর ডিফাইন্ড করা আছে, সেটা বসবে আগের অক্ষরটা ডিলিট করে দিয়ে, মানে এক্ষেত্রে বর্গীয় জ মুছে গিয়ে জ্ঞ বসবে।
তেমনি এরপর a লিখলে পরের ইনপুটের জন্য ওয়েট করবে, আরও একটা a দিলে আ বা আ-কার হয়, সেক্ষেত্রে দেখবে জোড়া a-র আগে ভাওয়েল আছে না কনসোন্যান্ট, এক্ষেত্রে আছে N। অতএব আ-কার বসবে, জ্ঞা হবে।
এইভাবেই করে তো?
nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৫ | 64.105.168.210
সেটা তো তোমার ট্র্যান্সলিটারেশন গ্রামার ঠিক করে দিচ্ছে। গুরুচন্ডালী তে j`Naan লিখলে জ্ঞান পাচ্ছ, কিন্তু অন্য কোন স্কিমে জ্ঞাঅন পেতে পারতে। আ সম্পূর্ণ আলাদা কিছু। এটার এখনও কোন স্ট্যান্ডার্ড নেই। স্ট্যান্ডার্ডের সবথেকে কাছাকাছি আছে ITRANS।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪১ | 61.95.144.123
ধরা যাক আমি লিখলুম "জ্ঞান' (j`Naan) - তো j`Naa-র পর যে সেটা জ্ঞা হবে, একটা a বাদ দিয়ে জ্ঞ হবে না - এটা কি করে জানলাম?
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৬ | 61.95.144.123
যেমন ট্রান্সলিটারেশন - কি করে হয়? পর পর অ্যাসকি ক্যারেক্টারগুলো পড়ে তারপর এই বাংলা কীবোর্ড ম্যাপের সাথে মিলিয়ে নতুন রেণ্ডারিং হয়? ম্যাপিং-এর সাথে কখন মেলানো হয়? রেণ্ডারিং কি করে করে? ইত্যাদি...
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
আরে ধুর - সেরকম কিছু না। আমি সিরিয়াসলি বলছি - এটা একটু শিখতে চাই। শিখলে এই গুচ-র কাজে হেল্প করতে পারবো। নইলে ফুট কাটা ছাড়া কিছু করার থাকে না।
nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩২ | 64.105.168.210
সরি, লেখার স্পেসিং ঠিক নেই। ভুল বা শূণ্য আইডিয়া বলতে শমিককে বা কাউকে স্পেসিফিকালি বলিনি। জেনেরাল মন্তব্য করেছি, ওয়েবের নানা রকম পোস্টিং পড়ে।
আমার ওই শুণ্য। আইডিয়া করতে চাই, কিন্তু সময় পাই না। একটা টিউটোরিয়াল লেখো কেউ।
siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৬ | 122.160.41.29
ইউনিকোড 09BC .. নুক্তা। জিও মামা, নুক্তা দিয়ে তো এইবার বাংলাতেও উর্দু ইংরেজি আরামসে লেখা যাবে।
nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৫ | 64.105.168.210
খন্ড-ৎ ডিফাইন্ড কিন্তু।
শমিক, লেখা গেলেই সেটা স্ট্যান্ডার্ডে ডিফাইন্ড হবে, এরকম কোন কথা নেই। ইউনিকোড, ফন্ট, গ্লিফ, এনকোডিং ইত্যাদি নিয়ে বহু লোক ভুল বা শূণ্য আইডিয়া নিয়ে বসে আছে। আইডিয়া থাকার অবশ্য খুব দরকার কিছু নেই।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২২ | 61.95.144.123
সচলায়তনে লিখতে বেশ কষ্ট হচ্ছিলো - ওদের ড্রপ ডাউন মেনুতে অভ্র আছে, সেটা সেট করেও। আল্টিমেটলি আধা ইংরিজী-তে লিখতে হল। সেও বারবার মেনু-তে গিয়ে ইংরিজী সেট করে তারপর লেখা। গুচ বা বালা-র মতন অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ইংরিজী করে দিলে বেশ ভালো হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন