এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪১ | 61.95.144.123
  • না না - এটা দিকপাল কম্পিউটিং সায়েন্টিস্টদের লেখার একটা কমপাইলেশন - কোডিং নিয়ে। প্রথমেই কার্নিংহ্যানের একটা দারুণ লেখা আছে। গুগুলিয়ে দ্যাখো। চাইলে পাঠিয়ে দেবো।
  • saikat | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৯ | 202.54.74.119
  • d

    আসলে শহীদুল জাহীরের নাম আমি প্রথম দেখি, মাস কয়েক আগে, আবাপে। রঙ্গন চক্রবর্তী কৃত শহীদুল জাহীরের দুটি বই নিয়ে আলোচনায়। সেটা পড়ার পর বেশ পরিশ্রম করে 'ডলু নদীর হাওয়া' বইটা raju book stall থেকে যোগাড় করি। তারপর net থেকে বাকি বইগুলির নাম পাই , আপনি যেগুলো বলেছেন। কিন্তু এখনো বইদুটি পড়া হয়ে ওঠেনি, অন্যান্য না পড়া বইয়ের সাথে যোগ হয়েছে।

    wikipedia-তে দেখবেন 'আবু ইব্রাহিমের মৃত্যু' বলে আরো একটি উপন্যাসের উল্লেখ আছে। অপ্রকাশিত।
  • anaamik | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৩ | 196.15.16.20
  • অরিজিৎ, এই বইটা কি refactoring নিয়ে?
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১২ | 61.95.144.123
  • বিউটিফুল কোড বলে OReilly একটা বই বের করেছে - পারলে দেখো (আইটি গাইজেরা)।
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১১ | 203.91.207.30
  • ওহ্‌, কমোড। সেথায় বইস্যা কি তিনি তিলক কামোদ গান?
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১০ | 61.95.144.123
  • সেই সে সেইখানে - ক*** - নাঃ কমু না - সেইখানে বইস্যা গালে হাত দিয়া কি জানি কি ভাবে;-)
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৪ | 203.91.207.30
  • রদা গেল কই?
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৮ | 122.160.41.29
  • বাড়ি গিয়া হবে'নে। এহানে তো নাই।
  • Bhuto | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৪ | 203.91.207.30
  • গুছিয়ে সাড়ে ১১৫ GB ডাউনলোড করেছিলাম ২০০৮এর লাস্ট কোয়ার্টারে। সবই তোমাদের জন্য।
  • bhuto | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩০ | 203.91.207.30
  • আমার কাছেও যে প্রচুর গল্প-সল্প আছে,তাছাড়া রবীন্দ্র রচনাবলী, গীতবিতান থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজের বইপত্তর পর্য্যন্ত আছে। সেগুলো কি হবে? প্রায় ৫০GB তো হবেই।

    এছাড়াও আরো কিছু আসছে,ছোটোবেলার কিছু অ্যানিমেশন সেগুলো নিলে আরো ১০GB কি হবে তার?

    অয়ন,
    কলি' তে তুই কখন থাকবি? মার্চের ফার্ষ্ট উইকে?
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫১ | 61.95.144.123
  • জিপ করে চল্লিশ মেগ।
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৯ | 61.95.144.123
  • মানে ওই টরেন্ট ফাইলের কনটেন্ট যাদের কাছে আছে সেই peer-রা এই মুহুর্তে কেউ নেই। একবার রাইট ক্লিক করে ফোর্স ডাউনলোড করে দেখ কি হয়।
  • a | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫ | 203.201.231.35
  • ইতিমধ্যে .lit files zip কইরা দেওন zআয় কি?
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪০ | 122.160.41.29
  • কইব কী? আইস্যা একদিন ফোং করে পায়ের ধূলা দিয়া যাও। হাতে হাতে গরম সামোসা এবং সিডি পাইবা।

    পুঃ। গুরগাঁও থিক্যা আমার ঘর কিন্তু খানিক দূর। হাতে সময় নিয়া বাইরাইও।
  • a | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪০ | 203.201.231.35
  • টরেন্ট নিয়ে কোশ্নঃ(আমি কিছুই জানি না)

    অ) .torrent ফাইল খুল্লাম ইউ টরেন্ট দিয়ে
    আ) downloading,peer=0,seed=0 এরকম দেখাচ্ছে।

    download ও হচ্ছে না। কি করণিয়?
  • a | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩২ | 203.201.231.35
  • বে থে বাবু, আমি দিল্লীতেই পাকাপাকি ভাবে থাকতে যাচ্ছি এমাসের শেষ থেকে। আমার বাড়ি আর আপিস দুটৈ গুড়গাও তে। এবার কও
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২২ | 61.95.144.123
  • টরেন্টটা দিয়ে দাও না - বা .lit ফাইলগুলোকে জিপ করে দিয়ে দাও। কনভার্ট করে নেবে।

    আমি এখন গুছিয়ে টেকি বই ডাউনলোডাচ্ছি। গপ্পের বইয়ের এমন টরেন্ট সাইট থাকলে দিও তো।
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৭ | 122.160.41.29
  • আরে এত বই কি পাঠানো যাবে নাকি? অয়ন কি দিল্লি আসবি এর মধ্যে? তা হলে সিডি ভরে দিয়ে দেব।
  • M | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৭ | 118.69.150.228
  • কিছুক্ষন আগে ব্যপক ঘোরাঘুরি করে এলাম, একজন আমাদের সঙ্গী হ্যাচাক্কে কেনা কাটা করলো, শেষে স্যাটি হয়ে বললো কি কাল রাতে বরের সাথে খুব ঝগড়া হয়েছে, এতক্ষনে মনটা শান্ত হলো, আমি ভাবতাম আমি একাই এমন বুঝি! :D
  • a | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৫ | 203.201.231.35
  • বে থে কে জেলে দেওয়া উচিত। বইগুলো পড়েনি বলে না, জানায়নি বলে যে এগুলো "সাজা" আছে!!!

    কিভাবে পাঠাবে? যেভাবেই হোক পাঠায়ে দাও
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪২ | 61.95.144.123
  • একটা খনির সন্ধান দিই - ডাব্লু ডাব্লু ডাব্লু ইবুকশেয়ার ডট নেট - টেকনিক্যাল, গপ্পের বই, জার্নাল - কি নেই!!!
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • কালকের বলা সাইফাই বইয়ের লিস্ট - http://docs.google.com/Doc?id=dfvkhs7r_40dcgzcpfw

    এর মধ্যে কয়েকটা জানি ভালো - যেমন টাইম মেশিন তো নামকরাই, স্নো ক্র্যাশ আমার আছে - ভালো, ওই নীল স্টিফেনসনের "ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ দ্য কম্যাণ্ড লাইন' একটা খুব ভালো এসে - জানলা/গ্নু-লিনাক্স/ম্যাক নিয়ে যারা লড়ে তাদের অবশ্যই পড়া উচিত - আদপেই টেকনিক্যাল লেখা নয়। বাকি অধিকাংশই আমি জানি না কেমন।
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩১ | 207.179.11.216
  • মরুগ্গে যাক - কদিন বাদে opensubtitles.org তে এসে যাবে।
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮ | 207.179.11.216
  • opensubtitles.org, , কোথাও নেই। mysubtitles.com এ তিনটে সাবটাইটেল আছে এমন দাবি করছে - কিন্তু কোত্থেকে যে ডাউনলোড করব তা খুঁজে পাচ্ছি না।
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • অক্ষ - পড়িনি তো, খুঁজেছি - সেই কব্বে থেকে। দুনিয়া কাঁপানো দশ দিন পড়েছিলুম যখন - তখন থেকে - মানে ধরো ক্লাস এইট/নাইন হবে...

    বাপ্‌স - টরেন্ট ছাড়া অতগুলো ফাইল যাবে না। আমাদের আপিসের ব্যাণ্ডউইডথে আপলোড করতে গেলে নেটওয়ার্ক সা এসে আমায় ধরবেঃ-)
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৮ | 203.91.207.30
  • opensubtitles.org, , এ খুঁজে দেখুন।

    দিদিমুনি, এখন কিছুরই সময় পাচ্ছিনা। তাই দেখা নাই।
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৪ | 207.179.11.216
  • Der Baader Meinhof Komplex নামিয়ে বসে আছি - কোথাও সাবটাইটেল পাচ্ছি না - শেষে কি জার্মান শিখে দেখতে হবে নাকি? ঃ(
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫১ | 207.179.11.216
  • কেউ কখনো mysubtitles.com থেকে সিনেমার সাবটাইটেল ডাউনলোড করেছো?
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১২ | 122.252.231.12
  • আমারে খুঁজছিলেন? কিন্তু আমি তো ইউনিকোড বিশারদ নই!
  • Bianry | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:১৩ | 70.64.8.206
  • এইজন্যি আম্রিকার এত মেদের আধিক্য, এরপরের স্টেজ সত্যিসত্যি চার্লিচ্যাপলিনের সেই গেলানোর মশিন।
  • Mandira | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:৫৪ | 98.207.187.245
  • *খুঁজে
    ** যন্তর
  • Mandira | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:৪৬ | 98.207.187.245
  • বাক্স র গায়ে লেখা ছিলো বটে নিজে নিজে রিচার্জ করবে, কার্যক্ষেত্রে দেখা গেলো বনবন করে ঘুরেই চলে, রিচার্জ এর জায়গা-ই খুজে পায়না রোবোট খানি-- বেস স্টেশনের একে বারে কাছে নিয়ে আসলে তবে খুজে পায়। ভাঙ্গা কোমর আরো ভাঙ্গছে রোবোট কে রিচার্জ করানোর ঠ্যালায়ঃ(

    nyara,
    জন্তর যখন রেস্ট নেবে, তখন মেয়ে কে জন্তর এর সাথে পরিচয় করিয়ে দিয়েন -- এটা ধুলা পরিস্কার করে, etc. etc আমার মেয়ের ভয় ঐ ভাবেই ভাঙ্গিয়েছিলাম -- বেশ কয়েক বার পরিচয় করাতে হয়েছিলো অবিশ্যি.. চেষ্টা করে দেখতে পারেন..
  • sibu | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫৫ | 207.47.98.129
  • কই হে, বাজারে কে কে আছো?
  • nyara | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৮ | 67.88.241.3
  • বাজারে বাংলা ইউনিকোড বিশারদ কেউ আছেন? অর্পণ, সোমনাথ, ঈশান?
  • nyara | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০০ | 67.88.241.3
  • আমাদের বাড়ির জন্যে একটা ঐ iRobot ভ্যাকুয়ম ক্লিনার কেনা হয়েছিল। তো সে নিজে ঘুরে ঘুরে পরিষ্কার করলে মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যেত। সেই থেকে লজ্জায় সে ক্লজেটে আশ্রয় নিয়েছে আজ প্রায় দুবছর। তাও লো এন্ড মাল কিনেছিলাম। ওদেরই হাই এন্ড মডেল ঝাড়াঝুড়ি সমাপ্ত করে আবার বেস স্টেশনে গিয়ে নিজে নিজে রিচার্জিং-এ ব্যস্ত হয়ে পড়ে।
  • Ishan | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪২ | 12.163.39.254
  • আমাদের আপিসে ভ্যাকুম করার জন্য একটা স্বয়ংক্রিয় যন্তর এনেছে। তাকে প্রোগ্রাম করে ছেড়ে দিলেই নিজে নিজে ঘুরে ঘুরে পরিষ্কার করতে থাকে।

    ভগবানের কি অপূর্ব সৃষ্টি।
  • Ishan | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪১ | 12.163.39.254
  • নাঃ। ইকনমি সত্যিই ভালো না। ঃ(
  • arjo | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩২ | 168.26.215.13
  • দ্যাকো কাণ্ড!!!!!!
  • arjo | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৮ | 168.26.215.13
  • আরে ওটা তো দ্রির ধরার কথা। কদিন ছেড়ে দিয়েছেন দেখো কি অবস্থা। তবে নামুক নামুক যতখুশি নামুক। মিনিমামটা অংক কষে বের করে ফেলতে পারলেই এক ধাক্কায় বড়লোক।
  • anaamik | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৫ | 59.164.186.108
  • মনে রেখে কিই বা হবে?
    Down Journeying Index of America তো আটেরও নীচে নেমে গেলো ! একটু অর্থনীতির হাল ধরো !!
  • arjo | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫০ | 168.26.215.13
  • ওটা উল্টো করে পড়লে, বইতে বই পড়লে একটু বেশি মনে থাকে।ঃ)) এট্টু তো নিজের মতন ডিফাইন করে নিলেই হল। জেনেরিক প্রপার্টি বাওয়া, বল্লে হবে।
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪০ | 59.93.241.129
  • কাফকা থেকে শুরু করে রাউলিং। আর সিকি নাকি ইঞ্জিরি বই পড়ে না।
  • anaamik | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩২ | 59.164.186.108
  • আমার বইতে বই পড়লেও কিচ্ছু মনে থাকে না ;-)
  • arjo | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩১ | 168.26.215.13
  • কম্পুতে বই পড়লে মনে থাকে না। মানে কমপারেটিভলি কম মনে থাকে। তবে সিকির কালেকশানটা বেশ।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৪ | 71.62.2.93
  • অ্যান্থেম পড়ে ভালো লেগেছিলো। বেশ অন্যরকম বই।
  • siki | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৩ | 122.162.81.148
  • বল্লে বিশ্বাস করবে? এই বইগুলো লাস্ট পাঁচ বছর ধরে আমার কম্পুর হার্ড ড্রাইভে পড়ে আছে। আমি একটাও পড়ি নি। কেউ চাইলে সেজে দিই। (পুউরো গিরিশ মহাপাত্র!)
  • d | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪০ | 117.195.38.132
  • বেথে নাকি ইংরিজি পড়ে না!
    (কি মিথ্যুক লোক রে!)
  • siki | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৮ | 122.162.81.148
  • এই আমার বইয়ের কালেকশন। কেউ কি খুলতে পারছে এই লিংকটা?

    http://docs.google.com/Doc?id=dfxnch5t_12hf3rtcc4&hl=en
  • d | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৭ | 117.195.38.132
  • শহীদুল জহীরের গল্প সংকলন আমি ঢাকা থেকেই আনিয়েছি। কলকাতার কোথাও থেকে একটু আনানোর ব্যবস্থা থাকলে ভাল হত।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৪ | 117.195.38.132
  • সৈকত,

    আমি প্রথমে ওঁর যে দুটো বইয়ের নাম শুনেছিলাম সেদুটো হলঃ
    "সে রাতে পূর্নিমা ছিল'
    "মুখের দিকে দেখি'
    এই কদিন আগে আবার শুনলাম "জীবন ও রাজনৈতিক বাস্তবতা'। আবার দুদিন আগ
    এ পড়লাম ঢাকা বইমেলায় ওঁর নতুন উপন্যাস এসেছে। তাই একটু গুলিয়ে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে "ডলু নদীর ধারে' বইটিই এবারে প্রকাশিত হয়েছে।

    একটু সময় করে শহিদুল জহীরের লেখা নিয়ে কিছু কথা লিখুন না। বেশ একটা টই খুলে লিখুন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত