এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৪ | 75.3.201.181
  • ঈশেনের কোড বড় মায়াবী। এখেনে কত না ফন্টের মেলা! কোথাও পাবেন ধক্ষভকে, কোথাও বা শঁতক্ষতকে। এছাড়া আরো কত হাজার রকমের নাম-না-জানা বাগ! শুধু একটি জিনিষ কোথাও খুঁজে পাবেন না। সোর্স কোড।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৬ | 71.62.2.93
  • কমা সংক্রান্ত পোকাটার কথা ভুলে গেছিলাম। ঃ(
    পরে লিখছি আবার। ঘুম পাচ্ছে। গুন্নাইট।
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০০ | 75.3.201.181
  • হাঃহা! আবার লিখছেন গায়েব করে দিয়েচি।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০০ | 61.95.144.123
  • লেঃ এবার অক্ষভমভঢ় সুপারসীড করে দিলোঃ-(
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৯ | 61.95.144.123
  • ওই যে - বাংলা টাইটেল, একাধিক কমা - অক্ষভমভঢ় - এটাকে ওপরে তুলে রেখেছি। এর ঠিক নিচেই ইগলু আছে - ইগলু অন্যটাকে সুপারসিড করে দিয়েছে। কিন্তু লিখছেন কি করে এলো জানি না।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৮ | 61.95.144.123
  • আমার প্রথম প্রোজেক্ট ছিলো টেস্টিং-এর। তারপরে অবশ্য আর সেরকম প্রোজেক্ট করিনি, তবে টিসিএসে খ্যাতি ছিলো বাগ ধরে ফিক্স করে দেওয়ার (কিন্তু মামুর কোড ফিক্স করতে বোলোনিকো, কারণ ফন্ট/রেণ্ডারিং-এর কিস্যু আমি জানি না), আর দুর্নাম ছিলো উৎপটাং বাগ বের করার জন্যেঃ-)
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৭ | 75.3.201.181
  • ও মা! একটু পাশ ফিরতেই দেখি ইগলুতে 'লিখছেন' ফিরে এসেছে! কি ম্যাজিক করেছো অর্জিত?
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৪ | 203.143.184.11
  • আরে বাহ! অজ্জিত তো দেখি একজন খাসা বাগার! গুছিয়ে বাগ'দের ধরছে। কিন্তু এই যে বাগেদের পিনপয়েন্ট করছ না ...... এর পরের স্টেপ তো সারানো ..... দেখবে ঈশান এবারে "টইপত্তর' এর সোর্সকোড হারিয়ে ফেলেছে।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫২ | 61.95.144.123
  • অ। কেলো টইগুলোর পরের সবকিছু কেলো টইটাকে ফলো করবে।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫০ | 61.95.144.123
  • হুঁ - প্রতি পাতা যখন রেণ্ডারিং হচ্ছে তখন প্রথমে (এই মুহুর্তে) অক্ষভমভঢ় হচ্ছে, ইগলুর টইয়ে গিয়ে ওটা ফন্ট বদলে পাল্টে যাচ্ছে। কোনো একটা ভেরিয়েবলের গল্প মনে হয়।

    এবার যদি ইগলুর টইয়ে লিখি, তাহলে আবার সব শুধু ফন্ট বদল হয়ে যাওয়া উচিত। দেখা যাক।
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৮ | 75.3.201.181
  • একেই বলে বাগের ঘরে ঘোগের বাসা।
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৭ | 75.3.201.181
  • একটা মজার ব্যাপার লক্ষ্য কর। অক্ষমভঢ়ের এফেক্টটা আবার ইগলুতে গিয়ে থেমে গেছে!
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৬ | 61.95.144.123
  • এবং দুই কেসেই "লিখছেন' গায়েব।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫ | 61.95.144.123
  • এই যে লিখলুম নীচে - মনে হচ্ছে আইসোলেট করেছি।
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫ | 75.3.201.181
  • কই হে? একাধিক কমাতেও তো হচ্ছে না।

    ঈশেনের এই বাগ্ময় কোড যতটা প্রেডিক্টেব্‌ল ভেবেছিলে ততটা নয়। রয়েছে পরতে পরতে বিস্ময়।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৪ | 61.95.144.123
  • উরিশ্লা। এটা নতুন বাগ।

    বাংলা টাইটেল, একাধিক কমা = অক্ষভমভঢ়
    ইংরিজী টাইটেল, একাধিক কমা = ফন্ট বদল

    তাই তো মনে হচ্ছে!!!
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৭ | 61.95.144.123
  • আমার হাইপোথিসিস ঠিক;-)
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৪ | 75.3.201.181
  • না না। এই বাগটা কমার বাগ নয়। আর 'লিখছেন' টাও রিলেটেড। লিখছেনের আগে দুটো ড্যাশ ও মিসিং।

    এই বাগটা মনে হয় পুরো ইংরিজি (ব্রোকেন ব্র্যাকেটে) হলে হয়।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৪ | 61.95.144.123
  • টইয়ের হেডিং-এ পষ্ট দেখছি "লিখছেন' রয়েছে - ওই নতুনটা বাদে!
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩০ | 203.143.184.11
  • "লিখছেন' মানে? সে তো বুবুভা'য় থাকে। টইয়ে থাকবে কেন?
  • sinfaut | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৯ | 203.91.207.30
  • লিখছেন উড়ে যাওয়াটাও কোনো বাগ নয়। এ এক পোমো চিন্তাপ্রসূত গূঢ় সিদ্ধান্ত। কালকেই তো ওমনাথ বলেছে লেখা নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যায়, লিখিয়ে নেয়। এরপর কি আর টই কেউ লিখতে পারে রে পাগল? "লিখছেন" তো মুছে যাবেই রে। লেখক আর লেখা দ্যাখ কেমন একাসনে বাবুগেড়ে বসেছে।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৭ | 61.95.144.123
  • পেয়ারকা সাইড এফেক্ট;-) "লিখছেন' কী-ওয়ার্ডটাও বেপাত্তা।
  • shrabani | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৬ | 124.30.233.104
  • দম কি টিমের লেখার সাথে সাথে কোডের ফীচারকেও "বাঃ বেশ" বললে?ঃ)
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৫ | 216.52.215.232
  • কিন্তু টিমের নতুন টইতে "লিখছেন' এই কি-ওয়ার্ডটা কই গেল?
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৪ | 203.143.184.11
  • তাইই হবে। ঃ))
    ঈশানের কোডের সাইড এফেক্ট সর্বদাই বেশ রহস্যময়।
  • sinfaut | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০২ | 203.91.207.30
  • আহা এটাকে বাগ বলে ধরছো কেন? এটা একটা নতুন ফীচার।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • তাইলে এই নতুন বাগটা কোত্থেকে এলো? টিমের নতুন টইয়ে একাধিক কমা আছে - সেটাতে লিখলেই ফন্ট পাল্টাচ্ছে, বাকিগুলোতে নয়।
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৯ | 203.143.184.11
  • আরে ঈশান কিস্যু ফিক্স করে নি। ঐ ঐঢ়বতশ টইয়ের নামের কমা, কোলনগুলো মুছে দিয়েছিল খালি। ঐ টেম্পোরারি ফিক্সটাই কমা কোলনের ক্ষেত্রে সর্বদা করে।
    (ঘটিরা যা আলসের বেহদ্দ! তারা আবার এমন ঝট করে কোন কাজ করে নাকি!)
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫১ | 61.95.144.123
  • এটা বাগ হলেও ঝামেলা করছে নাঃ-) শুধু ফন্টই পাল্টাচ্ছে।
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৯ | 75.3.201.181
  • হুঁ, অর্জিত ঠিকই বলেছ। বাগটা মনে হচ্ছে এরকম। টইয়ের হেডিংয়ে ইংরিজি থাকলে ফন্ট বদলে যাচ্ছে সেই টই এবং সব সাবসিকোয়েন্ট টই।

    আগে ঈশেন তো নামের জায়গায় স্পেশান ক্যারাকটার লাগানোও বন্ধ করে দিয়েছিল। এখন তো মনে হচ্ছে সেসব আবার শুরু হয়েছে।

    আমার মনে হয় ঐ ঐঢ়বতশ ফিক্স করতে গিয়েই এই বিপত্তি। এপাশ রাখতে গিয়ে ওপাশ গেল বুঝি।
  • Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৭ | 203.91.207.30
  • হ্যাঁ হ্যাঁ, সে দায়িত্ব আমার ।
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৬ | 118.69.158.161
  • ইঃ, চিকেন আর বাজ একসাথে? তাপ্পর যা সব লেখা আসবে তোরা চাপ সামলাতে পারবিতো?
  • Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৪ | 203.91.207.30
  • ওহ্‌হ মানে লুকোচুরি চলছে। তাই ধরতে পারছিনা ঃ-)
  • Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৩ | 203.91.207.30
  • একটা বাজপাখি পোষার সখ বহুদিনের। তোর মাথায় থাকতে দিবি?

    অরিদা,কি জানি,এতক্ষণ তো ঠিকই মনে হচ্ছিল। তোমার বলার পর কেমন কেমন যেন লাগতিছে।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪২ | 61.95.144.123
  • হ্যাঁ, কিছু তো একটা আছেই - সেই আগের বাগটার মতন - টইয়ের হেডিং-এ কমা, কোলন ইত্যাদি থাকলে যে বাকি নামধাম ঘেঁটে যেত, সেটা মামু মনে হয় সারিয়েছে, সারাতে গিয়ে ফন্ট পাল্টে গেছে।

    টিমির টইয়ে কিছু লিখলেই সব নাম (মেন পেজে, হেডিং-এ) arial-এ দেখাচ্ছে, অন্য টইয়ে কিছু লিখলে সেটাতে সব আবার টাইমস হয়ে যাচ্ছেঃ-)
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
  • কি জানি - নর্মালি টাইমস স্টাইলের ফন্ট হয়, আজ সব arial দেখছি, একটা বাদে...মামু নির্ঘাৎ কিছু পাল্টেছে।

    দাঁড়াও টেস্ট করি একটা।
  • I | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৮ | 12.217.27.213
  • কি
  • Blank | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৮ | 203.99.212.224
  • মাথায় পোলট্রি বানাতে পারো। চিকেন আর ডিম সস্তায় মিলবে ঃ)
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৭ | 118.69.158.161
  • আমার তো এখানে ঠিক ই লাগছে।
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৬ | 118.69.158.161
  • হে হে , গ্রেট আইডিয়া।।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৫ | 61.95.144.123
  • কটা পাখির মতন দেখতে ক্লিপ লাগিয়ে নাও;-)
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
  • টইপত্তর মেইন পেজে টইয়ের হেডিং-এ ইংরিজী ফন্টগুলো কি অন্য রকম লাগছে কারো?
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৯ | 118.69.158.161
  • কাল চুল কাটেতে গেলুম, এখানে আবার মেয়েদের চুল ছেলেরা ছেলেদেরটা মেয়েরা ছাঁটে, তো সেই পোলা ইনজিরি বোঝে না, অবিশ্যি আমি কতটা বলতে পারি সেটাও একটা প্রশ্ন চিহ্ন, যাক এক মেয়েকে ডাকলো, তাকে তো যতটা পারলাম বোঝালাম, তাতে আবার আমায় জিগালো কখন লার্নিং করবে? আমি প্রায় কেঁদে ফেলি , বললাম মামনি বানাম করো, ওমা লাঞ্চ কে ঐ বলেচে, তখন ই কেমন সন্দ হলো, তা যাকগে আমায় টাটা করে বলে গেলো আমি ঐ ছেলেকে বুঝিয়ে দিয়েছি, তারপর যা হলো বলার নয়, আমার মাথা এখন পুরো পাখির বাসা, একটাও চুল সেম সাইজে নেই, দেখে মনটা পুরো ফুরফুরে হয়ে গেচে।
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 118.69.158.161
  • সবাই কত কিচু আগে থেকে বলে, আমায় একটু বলবে কি মার্চের শেষে ডলার টাকায় কত হবে? সবাই ৪৮, এমনকি ৫০-৫২ তেও ভাঙ্গায় আর আমি গেলেই ৩৮ হয়ে যায়, ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স।
  • dri | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩ | 75.3.201.181
  • এ সব ঢপের কতা ক্যানো শুনব?

    ইকনমিক থিওরিতে ফিট না করলেই ইর‌্যাশানাল? মানুষ কি তার ফাইন্যান্সিয়াল ডিসিশান নিতে ইকনমিক্সের বই খুলবে?

    এভাবে থিওরি হয় না। মানুষ যা ইচ্ছে করবে। দা থিওরি হ্যাজ টু এক্সপ্লেইন দা রেজাল্ট্যান্ট।
  • arjo | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩১ | 24.42.203.194
  • সিবুদা, ইকনমিক্স বলে ইন দা লং রান, ইর‌্যাশানাল লোকেরা দুনিয়া থেকে মুছে গিয়ে শুধু র‌্যাশনাল লোকেরাই বেঁচে থাকবে। যারা ফিট নয় তাদের যেমন বেঁচে থাকার অধিকার বিশেষ নেই তেমন ইর‌্যাশনাল দেরও নেই। ;)

    ঈশানের কেন মজা লাগল শুনি।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২০ | 61.95.144.123
  • হুঁ - আমারেও দিল্লীতে অনেকে পুঁছতো - ওরিজিৎ উচ্চারণ করবে তো ও দিয়ে নাম লেখো না কেন...
  • Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯ | 203.91.207.30
  • রঞ্জনদা,এটাই বলতে চাইছিলাম। একদম ।
  • arjo | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৮ | 24.42.203.194
  • ন্যাড়াদা না ঐ বইটা পড়িনি। ইন্টারেস্টিং। তবে একেবারে অন্য কনটেক্সটে কিছু কিছু রেজাল্টের কথা জানি।

    যেমন একই দৈর্ঘ্যের দুটি লাঠির একটির মাথায় ইনওয়ার্ড অ্যারো আর অন্যটির মাথায় আউটওয়ার্ড অ্যারো লাগালে বেশির ভাগ লোক বলবে দ্বিতীয় লাঠিটি লম্বা। একটা সরু আর একটা মোটা গ্লাসে সম পরিমাণ জল ঢাললে বেশির ভাগ লোক বলবে সরু গ্লাসে বেশি জল আছে, কারণ দেখতে বেশি। বেশি দামী, আর কম দামী চয়েজ করতে দিলে সব সময় বেশি দামী সিলেক্ট করবে। কিন্তু মাঝে একটা মাঝারী দামী ঢুকে পড়লে মাঝেরটাই বেশি লোক সিলেক্ট করবে। এই বইটাও বেশ ইন্টারেস্টিং মনে হল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত