এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৬ | 59.93.216.120
  • আমিই তো একজন অলস বাঙাল। সপ্তাহের মাঝে টইটা টানতে ইচ্ছে করেনা। এদিকে সবাই মিলে ধাক্কাচ্ছে ;)
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৪ | 121.243.161.234
  • হুলো মশাই কে ছুটি কাটাতে দেখলাম। আহা - কী ভাল। এখন আর এমন হয় না কেন? ঃ(
  • L | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৪ | 59.93.161.111
  • কোন প্রাণী নিজের জাতকে ধ্বঙ্গশ করে না মানুষ জাত ছাড়া।
  • I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৪ | 59.93.216.120
  • চিকিৎসা বলতে যদি লিভার ট্রান্সপ্লান্টেশনের কথা জানতে চাও, সে এখানে এখনো শুরু হয় নি। তবে প্ল্যান চলছে। এস এস কে এম-এ। অন্যান্য চিকিৎসা হয়; ভ্যারিসিয়াল লাইগেশন, টিপস (শান্ট সার্জারী) ইত্যাদি। মেডিক্যাল ম্যানেজমেন্ট তো হয়ই।
  • d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৩ | 117.195.38.53
  • বাবা রোকেয়া,
    ঐ "আমার প্রযুক্তি' ফোরামটা আর আরো কয়েকখানা দেখেশুনেই আমি একেবারে নিশ্চিত সিদ্ধান্তে এলাম যে ঘটিরা বেজায় অলস। এক আধজন কর্মবীর ঘটি কিম্বা অলস বাঙাল থাকতেই পারে। তা, তারা হল গিয়ে ব্যতিক্রম, যা নাকি নিয়মের কথাই মনে করিয়ে দেয়।
  • L | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১১ | 59.93.161.111
  • হক কথা কইসেন। তবে রাজা-রাজরায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়। আমরা সাধারণ মানুষ জনগণের মঙ্গল কামনা করি।
  • Du | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১১ | 65.124.26.7
  • ডাক্তারবাবু, আন্নেরে একটা জিগানের আছিলো। কলকাতায় লিভার সিরোসিসের চিকিৎসা সম্বন্ধে একটু ধারনা দেবে? বাংলাদেশের এক বন্ধুর পরিবারের দরকার।
  • I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৫ | 59.93.216.120
  • আচ্ছা, সবাই কি ভালো থাকা সম্ভব, L? বিডিআর ভালো থাকলে হাসিনাগণ ভালো থাকেন না, হাসিনারা ভালো থাকলে জনগণ ভালো থাকেন না; মাইক্রোব ভালো থাকলে মানুষ খারাপ থাকে, মানুষ ভালো থাকলে মাইক্রোব... এ তো (পরশু)রাম সন্না কব্বে বলে গেছেন।
  • L | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৯ | 59.93.161.111
  • বাঙ্গলাদেশের সবাই ভালো থাকুন, এই কামনা করি।
  • I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৯ | 59.93.216.120
  • আরে, না না। এদেশীরা সব সমান।
  • L | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৬ | 59.93.161.111
  • আমি মো-ই। তবে আমি আছি এদেশী পরিমণ্ডলে। তারা সব মুখে মিষ্টির ছুরি। বাঙ্গালদের মতো সোজা-সাপটা নয় মোটেই। তবে এদেশীরা মনে কিছু নেবেন না। সবাই তো সমান নয়।
  • d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৬ | 117.195.38.53
  • ইনফোজেন এখন পড়লাম। ঠিক বুঝছি না এরা পুলিশে এফ আই আর ইত্যাদি করেছে কিনা। এ তো রীতিমত হুলিয়া জারি করে ধরে আনা উচিৎ।
  • d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৪ | 117.195.38.53
  • হ্যাঁ মনে হচ্ছে বিদ্রোহ আপাতত শেষ। ঢাকার সময় সন্ধ্যা 6.40 মিনিটে পিলখানার দরজা দিয়ে পুলিশ জিপ ধোকে। বিদিআর জানিয়েছিল শুধুমাত্র পুলিশের হাতেই তারা অস্ত্র সমর্পন করবে।
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫০ | 143.111.22.23
  • টাকা দিয়ে চাকরি তো আমি আগেও শুনেছি। অনেক স্টার্ট-আপ কোম্পানীতে।

    নিপীড়িতর হিংস্রতার অধিকারের সাথে বুশ বা শ্যামলের পার্লামেন্টারি এটিকেটের কি সম্পর্ক বুইলাম না।
  • I | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৯ | 59.93.216.120
  • বিডিআর বিদ্রোহ কি থেমে গেছে? বাংলাদেশ শান্ত? কেউ জানেন? সামরানদি?
  • arjo | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪২ | 168.26.215.13
  • আর বুশের জন্য মাঝে মাঝে কষ্টই হয়। বেচারা। এমন ব্যক্তিরোষ এবং ব্যক্তিপুজো একই মুদ্রার এপিঠ ওপিঠ। বুশের জমানার সবথেকে বড় সিদ্ধান্ত ইরাক আক্রমণ কিন্তু কংগ্রেসে বিপুল ভোটে পাশ করেছিল। যারা যারা পক্ষে ভোট দিয়েছিলেন তারা দিব্যি হাত ধুয়ে এখন তামাশা দেখছে।
  • arjo | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৬ | 168.26.215.13
  • এই ইনফোজেনের কেসটা ঠিক বুঝতে পারি নি। কেউ টাকা দিয়ে চাকরী করতে যায় নাকি? এখন আর মালিকদের খুঁজে পাওয়া সহজ নয়। ভীড়ে মিশে গেছে। কদিন আগে এয়ার হোস্টেসদের চাকরী নিয়েও এমনি একটা ঘটনা ঘটেছিল।
  • Du | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩১ | 65.124.26.7
  • কালকে লেডিজ কম্পার্টমেন্ট থেকে ফেলে দেওয়ার ঘটনাটাকে তাই তো নিন্দা করিনি। নিপীড়িতদের হিংস্রতায় অধিকার আছেই তো ঃ)
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৯ | 143.111.22.23
  • ওমা বুশও তো কখনো রাগেনি, এমনকি চটি ছোঁড়ার পরেও মজা করার চেষ্টা করেছিল, দেখনি? হাসি হাসি মুখে একই ভাট বলেই যাও, বলেই যাও। লোকে যাই বলুক, তুমি সেই কথাই বলেই যাও। এর একটা কি যেন নাম আছে, বড় খোকারা বলে। গবেল না, গবেল না, ম্যাকিয়াভেলিয়ানিজম কি?
  • Du | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২১ | 65.124.26.7
  • একটা কথা বলতেই হয়। পার্সোনাল পর্যায়ের সহনশীলতা আর আদর্শগত কনজার্ভেটিজম আর লিবেরলিজমের মধ্যে সোজা রিলেশন কিছু নেই। শ্যামলদা বিশ্বাসে কনজারভেটিভ, কিন্তু এতদিনের আলোচনায় উনি সংসদীয় 'কোড অফ কন্ডাক্ট কখনো ভাঙেননি। অপরদিকে আমরা ঃ(((
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২০ | 143.111.22.23
  • আচ্ছা এই ইনফোজেনের কেসটা নিয়ে এখানের আইটি-র লোকেদের কোনো বক্তব্য নেই?
  • siki | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০৬ | 122.160.41.29
  • ওহ্‌হ্‌ সামরান। নিশ্চিন্ত করলে।
  • siki | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০৪ | 122.160.41.29
  • আমি টিভিতে যা শুনলাম, বিডিআর হল আধাসামরিক বাহিনী। আর এদের ওপরে ছড়ি ঘোরায় বাংলাদেশ আর্মি। দুটো আলাদা সংস্থা তাই এদের মাইনেপত্রেরও প্রচুর বৈষম্য, আর আর্মি নাকি, ঐ অরিজিৎ যা লিখেছে, কৃত্রিমভাবে খাদ্যশস্য মজুত রেখে দেশে খাবারের দাম বাড়িয়ে চলেছিল, তাই নিয়েও বিডিআরের অসন্তোষ ছিল। সব মিলিয়েই এই ঘটনা ঘটেছে।

    আজকের TOIতে বাংলাদেশের ঘটনা একেবারে হাইলাইট পায় নি। মনে হয় কাল থেকে পাবে।
  • samran | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৯ | 119.15.152.8
  • ঠিক তো কিছুই নেই তবে আমরা ঠিক আছি। ধানমডিতেই অস্থায়ী আবাসে থাকি, যেখান থেকে ঢিলছোঁড়া দূরত্বে বঙ্গবন্ধু'র ৩২নম্বরের বাড়ি। রাস্তা-ঘাট সব শুনশান। মাঝে মাঝেই শুধু ছুটে বেরিয়ে যাচ্ছে সাইরেন বাজিয়ে কখনও অ্যাম্বুলেন্স তো কখনও সেনাবাহিনীর গাড়ি।

    টিভিতে দেখছি, মাইক হাতে ঘোষণা করা হচ্ছে, ধানমন্ডি এলাকা খালি করতে। ভীত-সন্ত্রস্ত মানুষ প্রাণ হাতে করে বাড়ি-ঘর সব ছেড়ে দিয়ে সরে যাচ্ছেন নিরাপদ দূরত্বে।

    দুপুরে গিয়ে বসেছিলাম পাবলিশারের অফিসে, সুমেরুর বইয়ের প্রুফ নিয়ে, কাজ সেরে বিকেলে মেলার দিকে যাওয়ার কথা, ডামাডোলে গতকাল যাওয়াই হয়নি। বন্ধু বিপ্লব রহমান ফোন করে জানান, রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, সে বাড়ি ফিরে যাচ্ছে বাড়ি, মেলায় যাবে না। তার বাড়ি ধানমন্ডির ২৭নম্বর রোডে। শুদ্ধ্বস্বরের অফিসে আরেক বন্ধু পলাশ দত্ত বলল, এখানে কি করছেন? বাড়ি ফিরে যান, অবস্থা সুবিধের না, আটকে পড়বেন। ঝপাঝপ বন্ধ হয়ে যেতে দেখলাম অতবড় আজিজ মার্কেট।

    ঢাকার বাইরে ফোন করা যাচ্ছে না ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও।

    আমার এক খালাতো ভাই, সে আর্মির মেজর, বিডিআরে ছিল, গতকাল সকাল থেকে আটকে ছিল পিলখানার বাড়িতে। তার ল্যান্ডফোন কাজ করছিল না আর মোবাইলেও ধরা যাচ্ছিল না। রাত ১১টার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিডিআর ক্যাম্প থেকে উদ্ধ্বার করেন তাকে। নিজের বাড়ির বক্স খাটের ভিতর লুকিয়ে ছিল সে ১২ঘন্টারও বেশি সময় ধরে। বিদ্রোহীরা বারে বারেই এসে সার্চ করেও খুঁজে পায়নি তাকে। পাহারায় ছিল তার শ্বশুর আর দুটি নাবালক ছেলে। ভাইয়ের বউ, নাহরীন সকালে বাজার করতে বেরিয়ে আর বাড়ি ঢুকতে পারেনি। এখন নিরাপদে এক জায়গায় আছে সব।
  • Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩২ | 203.91.207.30
  • সামরান আপুকে গতকালকে আর আজ সকালে এসএমএস করেছিলাম। মেয়ের সাথেও কথা হয়েছে। সব ঠিক হ্যায়। কল্লোলকাকু তো বেঙ্গালুরু ফেরত চলে এসেছে।
  • shrabani | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৪ | 124.30.233.101
  • সারেন্ডার করলে কি ওদের কেউ ছেড়ে কথা কইবে না দেশের বর্ডার পাহারার মত গুরুত্বপূর্ণ কাজে রাখবে! খারাপ লাগছে কারণ দাবিদাওয়া গুলো জেনুইন।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০০ | 170.153.62.251
  • কাল নিউজে বাংলাদেশ থেকে এক সাংবাদিক বল্লেন যে BDR আর্মির কাছে অস্ত্র দিতে রাজি নয়। কারন প্রধান মন্ত্রী বল্লেও আর্মি যে প্রধান মন্ত্রির কথা মানবেই তার কোনো গ্যরান্টি নেই। বরং না মানারই নাকি ঐতিহ্য, আর তাই আর্মির কাছে আত্ম সমর্পর্ন করলে হয়তো তক্ষুনি গুলি খেয়ে মরতে হবে ওদের। তাই আর্মির কাছে ওরা আত্ম সমর্পন করবে না।
    তো সংসদে বিল পাশ হলেও কি এই সমস্যার আদৌ সমাধান হবে? আর আত্ম সমর্পন করবেই বা কার কাছে? মানে অপর পক্ষটি কে হবে?
    BDR সময় কাটাচ্ছে না না অজুহাতে, আমার ব্যপারটা ভাল ঠেকছে না
  • shrabani | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৬ | 124.30.233.101
  • আমি দুপুরে খবরে দেখলাম শেখ হাসিনার দেশকে অ্যাড্রেস। যারা মারা গেছে তাদের জন্য শোক প্রকাশ, আহতদের দেখভাল এইসব। উনি খুব অনুরোধ টনুরোধ করলেন সারেন্ডার করতে তবে না করলে টাফ স্ট্যান্ড নেবেন তাও বললেন। আর্মি নাকি সমস্ত টেলিফোন সার্ভিস দখল করে নিয়েছে, কয়েকটা মাত্র লাইন খোলা (এন ডি টি ভি, টাইমস নাও,আজতক)যাতে গুজব না ছড়ায়। অনেক লোকের ভীড় দেখাচ্ছিল জায়গায় জায়গায়, ইন্টারভিউ দেখাল আত্মীয়স্বজনের যারা আটকে আছে তাদের। লোকে প্রচুর উদ্বিগ্ন, কান্নাকাটি করছে।
    এক ভদ্রলোকের কে আছে ভেতরে (ঢাকায়) একবার ফোন করতে পেরেছিলেন তাদের বাথরুমে আটকে রেখেছে কাল থেকে।
    সরকারী খবর সেভাবে কিছু নেই, এসব নিউজ চ্যানেলের খবর পঞ্চাশ জন মারা গেছে।
  • d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৫ | 203.143.184.11
  • বুনু,
    বিডিআর দাবী করেছে সংসদে ইনডেমনিটি বিল পাস করিয়ে তাদের "সাধারণ ক্ষমা' ঘোষণা করতে হবে। বিদিআর এখন জিম্মি রাখা নারী ও শিশুদের ছেড়ে দিচ্ছে। তবে অস্ত্র সমর্পণ এখনও করে নি। সেনাবাহিনী অ্যালার্ট হয়ে আছে। আওয়ামীলীগের সাথে আলোচনা তেমন কোন ফল ছাড়াই শেষ হয়েছে। সরকার সাবধানে আরেকটু সময় নেবার চেষ্টা করছে।
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • "টিভি রিপোর্ট অনুযায়ী ইডিআরের ডিজি তার গার্ডের পিস্তল দিয়ে এক বিডিআর জওয়ানকে গুলি করেন কারণ সে অপারেশন ডাল ভাতের ব্যাপারে কিছু জবাবদিহি চেয়েছিলো। গত ২০০৭ সালের মার্চ মাসে বিডিআর অপারেশন ডাল ভাত শুরু করে চাল সবজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করার জন্যে...

    এখন কিছু অভিযোগ এসেছে তাতে সবাইকে আঁতকে উঠতে হয়। বিপ্লবী বিডিআর সদস্য জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা পণ্য নিজেদের গোডাউনে মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছেন...

    এই সব অভিযোগের কি তদন্ত হবে? না বিপ্লবীদের কোর্ট মার্শাল করে ধামাচাপা দেওয়া হবে?'

    একটা অন্য টোনের পোস্ট - http://www.sachalayatan.com/22095
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৩ | 170.153.62.251
  • কিন্তু আত্ম সমর্পনের পদ্ধতি নিয়ে নতুন কিছু বলে নি? কাল তো রাত্রিবেলার নিউজ শুনে মনে হচ্ছিল যে আত্মসম্পর্নের দিকে কিছুটা ঝুঁকে আছে BDR, তবে পদ্ধতি নিয়ে দ্বিমত
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩০ | 12.144.134.2
  • আমি বলব না কেন, আমি তো ছেলে নই।

    ব্ল্যাংকি, এইটাতে বলছে সিলেট, দিনাজপুর, রাজশাহি, ফেনি,সাতক্ষীরা, লালমনিরহাটে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে।
  • d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৯ | 203.143.184.11
  • এক্ষুণি কনফুকে এস এম এস করেছিলাম। ওর কলেজের দুজন সিনিয়ার নাকি আটকে পড়া আর্মিদের মধ্যে ছিলেন। মারা গেছেন।
    কি বলব বুঝতে পারছি না।
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৮ | 61.95.144.123
  • একটা ব্লগ অনুযায়ী রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগা, ফেণী, সাতক্ষীরা - সবদিকে বিডিআর রিভোল্ট করেছে। শুধু ঢাকা নয়।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৫ | 170.153.62.251
  • সচল খোলে তা এটাতে। সচলের আপডেট কেউ দাও না। আত্মসমর্পনের প্রসেস আদৌ শুরু হয়েছে কি? নাকি এখনো সমান ভাবে চলছে বিদ্রোহ
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স নিজেও এট্টু আগে একই কথা বল্ল...
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৫ | 12.144.134.2
  • ছেলেদের মুখে পরাধীনতা দিবস কথাটা শুনলে আপাদমস্তক জ্বলে যায়। জাস্ট খিস্তি দিতে ইচ্ছে করে। পরাধীনতার দেখেছ কি?

    (পার্সোনালি নিও না বাপু কেউ।)
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৯ | 61.95.144.123
  • ঘুঁ পো গো হা;-)
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৭ | 170.153.62.251
  • দুটি পরাধীনতা দিবস উপলক্ষে সকল পরাধীন মানুষদেরকে একাধারএ অভিনন্দন এবং শুভেচ্ছা অন্যদিকে 'everywhere he is in chains' টাইপ সান্তনা দিয়ে গেলাম।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৬ | 170.153.62.251
  • বাংলা দেশের আপডেট কেউ দাও না, কি হাল এখন। কল্লোল দা তো ফিরে এসেছে শুনলাম। সামরানদি এখনো ওখানে
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৭ | 61.95.144.123
  • সামরান, কল্লোলদা - এরা সব এখনো ঢাকায় না?
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৬ | 216.52.215.232
  • এর মাঝে মহানগর সিনেমাটা আবার দেখলাম। নিজেকে এন্থু দিতে।
  • shrabani | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫০ | 124.30.233.101
  • বাংলাদেশ মিউটিনি বেশ সিরিয়াস দেখাল খবরে। আস্তে আস্তে নাকি ঢাকা থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে।
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫০ | 12.144.134.2
  • আমাদেরও বাড়িভাড়া বাড়েনি। রোজ গাদাগাদা এসেমেস আসে বাড়ি কিনতে সাধাসাধি করে - কোথায় পঞ্চাশ লাখের ফ্ল্যাট তিরিশ লাখে দিচ্ছে , কোথায় আরো কম - সেসব দেখলেই কেমন কেমন লাগে।অফিসের ওয়ান থার্ড জায়গা ফাঁকা হয়ে গেছে, তারা কোথায় গেল কে জানে। এখানে ওখানে রিক্রুটমেন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে খবর আসে। আমরা রোজ রাতে ব্যবসার প্ল্যান করি । ইত্যদি।
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৯ | 12.144.134.2
  • আরে এই মাসে আমাদেরও ছিল তো। আমরাও বার্বিকিউ নেশনসে খেয়ে এলাম। কি মিল কি মিল।
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৬ | 61.95.144.123
  • হুঁ। আমাদেরও রিক্রুটমেন্ট বন্ধ (একদম ম্যাচ মেড ইন হেভন না হলে), ইভেন হার্ডওয়্যার প্রোকিওরমেন্টও পিছিয়ে যাচ্ছে। তাও তো রিসেশনের সাথে ডাইরেক্টলি যুক্ত নয়...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত