এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০৩ মার্চ ২০০৯ ১২:০৩ | 207.179.11.216
  • পিসির গান শুনে ইয়ে পেল।
  • sibu | ০৩ মার্চ ২০০৯ ১১:৪৯ | 71.106.244.161
  • আর্য্যকেঃ

    কোন কোম্পানী ডুবলে ডুববে কথাটা শুনতে খুব ভাল। কিন্তু আসলে ব্যাপারটা অনেক সময়েই ইমপ্র্যাকটিকাল। পুরো ব্যাংকিং সেক্টর ডুবে গেলে ইকনমি ঝুলে গেল। যেটা এখন দেখা যাচ্ছে। তার চেয়ে ফ্রী মার্কেটের রাশ টানা বেটার। তুমি সেরকম মনে না করতে পার। কিন্তু তাতে খুব এসে যাবে না যদি অধিকাংশ অন্য রকম মনে করে।

    পঃবঃ সরকারও ভোটারদের কাছে দায়বদ্ধ। এখন তুমি অন্য রকম মনে কর বলেই ব্যাপারটা ভুল হয়ে গেল না। তুমি মনে কর সিপিএম পঃবঃবাসীকে ধোঁকা দিয়ে ক্ষমতায় থাকছে। কিন্তু ক্ষমতায় থাকতে সিপিএমকে অন্ততঃ ধোঁকা দিতে হচ্ছে। বিশ্বের ইকনমিকে ডুবিয়ে দেবার জন্য ওয়াল স্ট্রীটকে ভোটারদের মতামতের তোয়াক্কাই করতে হয় নি। কাজেই ওয়াল স্ট্রীটের চেয়ে ভোটারের কাছে যে কোনো সরকারের দায়বদ্ধতা অনেক বেশী।

    এবারে ঐ লুচি-আলুদ্দমের কথাটা একটু বলি। কনজার্ভেটিভেরা যে কোনো ইকনমিক আলোচনায় র‌্যাশনাল বিহেভিয়ার (পড়ুন প্রফিট অপটিমাইজিং) অ্যাজিউম করে নেন। কিন্তু রাজনীতিক আলোচনায় গনভোট বিপক্ষের দিকে গেলেই মানুষ ইর‌্যাশনালি লুচি-আলুদ্দমের লোভে নিজের স্বার্থ বিকিয়ে দিল বলে বিলাপ করতে বসেন। হাউ ফানি!!
  • dipu | ০৩ মার্চ ২০০৯ ১১:৩৬ | 207.179.11.216
  • Cricinfo তো চামিন্ডা ব্যাসের নাম দেখাচ্ছে না ......
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১১:৩৬ | 61.95.144.123
  • ভয়ংকর! সবটাই - গান, হিন্দি, বাংলা, ইংরিজী। আচ্ছা, তখন তো লার্নিং বা বার্ণিং ইংলিশ ছিলো না!
  • quark | ০৩ মার্চ ২০০৯ ১১:৩৬ | 202.141.148.99
  • নিজের ঘরে আগুন না লাগা পর্যন্ত কেউ বুঝতেই চায় না ..... সব দেশেরই পাকিস্তানে যাওয়া বন্ধ করা উচিৎ।
  • quark | ০৩ মার্চ ২০০৯ ১১:৩৪ | 202.141.148.99
  • আজ জমে যাবে ... ইন্ডিয়া ২৭৩ .... ৩৮ ওভারের খেলা
  • Blank | ০৩ মার্চ ২০০৯ ১১:৩২ | 203.99.212.224
  • চামিন্ডা ব্যাসের অবস্থা খুব খারাপ।
  • rokeyaa | ০৩ মার্চ ২০০৯ ১১:২১ | 203.110.246.230
  • :O
    তুমি ক্যামোন কোরে গান করো হে গুণীঈঈঈঈঈঈঈঈ..........
  • h | ০৩ মার্চ ২০০৯ ১১:১০ | 203.99.212.224
  • মনে হয়, আইসোলেশনটাই এই সন্ত্রাসবাদী গুলোর অবজেকটিভ।
  • papiya | ০৩ মার্চ ২০০৯ ১১:০৯ | 74.192.194.238
  • মমতার গাওয়া গান :D
    http://tinyurl.com/bo4mod
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১১:০৭ | 65.194.243.232
  • ক্রিকেটারদের ওপর হামলা এই প্রথম।
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১১:০৪ | 65.194.243.232
  • দুশ্চিন্তা অন্য জায়গায়। আজকের পরে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর জিম্বাবোয়েও পাকিস্তান সফর বন্ধ করে দেবে। পাকিস্তানি ক্রিকেট আরো আইসোলেটেড হয়ে যাবে।
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১১:০২ | 65.194.243.232
  • ধুর বাওয়া। দুশ্চিন্তা কে কচ্ছে?
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • হ্যাঁ, সে তো জিতবেই - জানা কথা। কিন্তু একজন আম আদমি হয়তো বেটার হত।
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৫৬ | 61.95.144.123
  • এগজ্যাক্ট ডিভিশনটা দেখতে হবে। তবে আমাদের ওয়ার্ডটা যেমন সিপিএমের। এরকম যাদবপুর এলাকার বেশ কিছু ওয়ার্ড এখন দক্ষিণ কলকাতায় ঢুকে গেছে।
  • h | ০৩ মার্চ ২০০৯ ১০:৫৫ | 203.99.212.224
  • দক্ষিন কলকাতায় মমতা তো জিতবেন। এই নিয়ে দুশ্চিন্তা করে লাভ কি।
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১০:৫২ | 65.194.243.232
  • দঃ কলকাতার তো পুনর্বিন্যাস হয়েছে। মমতার কি তাতে সুবিধা হল না অসুবিধা?
  • h | ০৩ মার্চ ২০০৯ ১০:৫১ | 203.99.212.224
  • সেতো বহুদিন ধরেই যাচ্ছেন। যেমন তারাশংকর।
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৫০ | 61.95.144.123
  • ওপেন ডিবেট কি কথায় হবে নাকি? গানে হবে। তাইলে জমবে।

    তবে দক্ষিণ কলকাতায় বামফ্রন্টের উচিত একজন অতি সাধারণ লোককে দাঁড় করানো - যে প্রোটোটাইপ সিপিএম নয়, হেভিওয়েটও নয়। মমতাকে কাউন্টার করতে সাধারণ লোক দরকার।
  • pi | ০৩ মার্চ ২০০৯ ১০:৪৬ | 69.255.233.93
  • এক ই মঞ্চে। রাজনীতির নয় যদিও।
    http://tinyurl.com/bnhoh6
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ১০:৪৩ | 24.42.203.194
  • ওপেন ডিবেটে নচিকেতা যেকোনো দিন হারবে। সুমন বহুত ভালো কথা বলে। একবার শুনেছিলাম, ঘন্টা দুয়েক ঝাড়া বকে গেল। অনেক কিছু জানেও বটে।

    আচ্ছা পঃবঃ এর শিক্ষিত ইন্টেলেকচুয়ালরাও যে আজকাল ""বাম"" রাজনীতির বিরুদ্ধে যাচ্ছে তাকি শুধু শস্তায় নাম কেনার জন্য?
  • pi | ০৩ মার্চ ২০০৯ ১০:৪২ | 69.255.233.93
  • উঁহু, ঢপ হলে বর্তমানের হবে।
    বেরিয়েছিল তো।
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১০:৪১ | 65.194.243.232
  • নচি মনে হয় না এরম প্রস্তাবে রাজি হবে। তবে সবই উইশফুল থিংকিং।
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
  • আরে উইশফুল থিংকিং। আবাপ-তে নচিকেতার গপ্প বেরিয়েছে - রবিবার - পুরোপুরি "মমতা যেখানে যায়' হয়নি মনে হয়। তবে ভাবো তো - সুমন ভার্সাস নচিকেতা - যাদবপুর লোকসভা কেন্দ্রে। ওপেন ডিবেটের মতন একটা আয়োজন করলে জমে পুরো ক্ষীর হবে।
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৯ | 70.64.8.206
  • সেটা মনে হয় ঈশানের ঢপ ছিলো ঃ))))
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৮ | 61.95.144.123
  • কোথায়? লাস্ট লোকসভায় প্রথমবার দাঁড় করিয়েছিলো। নাকি তার আগেরটায় - বড়জোর। তার আগে তো অবশ্যই নয়। একবার ভারতী মুখোপাধ্যায়, একবার ওই শুভেন্দু চক্রবর্তী (ওই যে আশুতোষ কলেজের ভদ্রলোক), আরো কে কে যেন।
  • pi | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৭ | 69.255.233.93
  • নচিকেতাকে সিপিএম নামাবে !
    তবে যে নচিকেতা মমতার সাথে ডুয়েট নামাচ্ছে শুনেছিলাম !
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৭ | 70.64.8.206
  • এই হক কথা কইসে আজ্জো, মনিকরনে দু রাত্তির ছিলাম, চরস পেলুম না, তবে ব্যাপক জায়গা।
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • সুমনের ইদানিং একটা পাট্টিকুলার ছন্দ হয়ে গেছে কি?

    "যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
    ...'

    একই ছন্দ। আরো অনেকগুলো গান এরকম শুনেছি বলে মনে হচ্ছে।
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৫ | 70.64.8.206
  • আরে মমতার বিপক্ষেতো সর্বদা রবীন দেব। বেচারা, সারাজীবন হেরো পার্টি হয়েই গেল।
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ১০:৩৫ | 24.42.203.194
  • সাধু হতে হলে হিমাচল। পার্বতী নদীর ধারে কোতাও, মণিকরণের কাছাকাছি। চড়সের আড়ত একেবারে।
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ১০:৩২ | 70.64.8.206
  • সংসার ছেড়ে সাধু হওয়ার পক্ষে, পাকিস্তানের উত্তর দিকটা কিন্তু খুব ভালো, সেখেন সাধু হলে, চ্যালেঞ্জ, তালিবানে, ফল্মুল প্রেসাদ নিতে আসবে।
  • Ishan | ০৩ মার্চ ২০০৯ ১০:৩২ | 12.217.30.133
  • আগে যাক ঐ বড়ো শরিকটা উদ্ধত কানকাটা
    ঝেঁটিয়ে বিদেয় করুক ওদের গ্রাম বাংলার ঝাঁটা।

    নানা সিপিএমকে গাল দিচ্ছি না। এটা সুমনের গানের লিরিক। ঃ)
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:৩০ | 61.95.144.123
  • সিপিএম যদি নচিকেতাকে বার খাইয়ে যাদবপুরে দাঁড় করিয়ে দেয় তাইলে কেস জমে যাবে;-) দক্ষিণ কলকাতায় সম্ভবত রবীন দেব।
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ১০:২৭ | 70.64.8.206
  • খেয়েছে !! সুমন দোষ করেছে কে বল্ল, আই মিন ইলেকশনে দাঁড়িয়ে দোষ করেছে কে বল্ল ?
  • Ishan | ০৩ মার্চ ২০০৯ ১০:২৩ | 12.217.30.133
  • পাকিস্তান একটা জালি দেশ। বিশেষ করে উত্তর দিকটা তো আমার বসবাসের অযোগ্য।
  • Ishan | ০৩ মার্চ ২০০৯ ১০:২২ | 12.217.30.133
  • সুমন তো মমতাপন্থী গণসঙ্গীতও লিখে ফেলেছেন। সেই য কমোডের উপর বসে। ঃ)

    যে যাই বলুক, গানটা হেবি হয়েছিল। মিঠু অবশ্য বার কতক ওয়াক ওয়াক করল। ঃ)
  • arjo | ০৩ মার্চ ২০০৯ ১০:২০ | 24.42.203.194
  • যেকোনো কারণেই হোক এই পাকিস্তান অঞ্চলটা খুব সুবিধের নয়। সবার জন্যই খুব উদ্বেগের জায়গা। ইসলামী মৌলবাদ, সেনাদের হাতে অধিক ক্ষমতা, প্রচূর আন্তর্জাতিক ক্রিমিনাল একজায়গায় হওয়া, তালিবানদের প্রভাব যাই হোক না কেন সরকার কিছুই ক®¾ট্রাল করতে পারছে না।
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:২০ | 61.95.144.123
  • আমার মতে কোনো দোষ করেনি। আমি দোটানায় পড়ে গেছি এই যা - কোথায় যাবো সেই নিয়ে। সেটা ওর দোষ বা মমতার দোষ;-)
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • যাদবপুর লোকসভা তো - এট্টুস টাফ আছে। বরং দক্ষিণ কলকাতায় মমতা চিরকাল আরামসে জেতে। এবারেও জিতবে।
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১০:১৭ | 65.194.243.232
  • ভণ্ড খুঁজতে গাঁ উজাড় হয়ে যাবে। সুসি যদি মমতার সাথে জোট গঠন করতে পারে, সুমন নির্বাচনে দাঁড়িয়ে কী দোষ করল?
  • Arpan | ০৩ মার্চ ২০০৯ ১০:১৬ | 65.194.243.232
  • পুরো ইস্ট-মোহন ম্যাচ হচ্ছে মাইরি। যতই টুকটাক এদিক ওদিক দিদি জিতে বেরিয়ে যাক নিজের দিনে সিপিয়েম আবার তিন গোল মারবে। হ্যাঁ, পাঁচ গোল এবার হবে না, তবে তিনের কমও হবে না। সে জোট হোক আর না হোক। ঃ)
  • Ishan | ০৩ মার্চ ২০০৯ ১০:১৬ | 12.217.30.133
  • সুমন দাঁড়িয়েছে বেশ করেছে। অরিজিতের মুখে ছাই দিয়ে জিতেও যাবে। ঃ)
  • dipu | ০৩ মার্চ ২০০৯ ১০:১৫ | 207.179.11.216
  • শ্রীলঙ্কার ছজন ক্রিকেটার আহত হয়েছে।
  • Arijit | ০৩ মার্চ ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • আরে ধুর - নতুন করে কে বল্ল? আগে যাদবপুর লোকসভা কেন্দ্র ছিলো - ওই কৃষ্ণা বসু বা কাকলি কি যেন - তারা দাঁড়াতো। সেই নিয়ে এন্থু ছিলো না, এখন তো আরোই না। কিন্তু দক্ষিণ কলকাতা হয়ে যাওয়া মানে মমতার কেন্দ্র - মাঠে নামবো না? দুটো লোককেও যদি...

    সুমনের কেসটাও তাই। যবে থেকে "মমতা যেখানে যায়' বেরিয়েছে, তবে থেকেই।
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ১০:০৩ | 70.64.8.206
  • নতুন করে ?? তাই বললাম নাকি ??
  • pi | ০৩ মার্চ ২০০৯ ১০:০০ | 69.255.233.93
  • শুধুই কি কংগ্রেস প্রত্যাহার করেছে বলে ? সিপিএম এর নিজের ভোট ও তো হাজার ছয়েক কমেছে।

    আর সুমন তো সেই কবে থেকে তৃণমূলের মঞ্চে, এখন ভোটের প্রার্থী হলে আবার নতুন করে ভন্ড হবার কি হল আর দিদির ই বা এতে 'ভালো' না হওয়া কিকরে প্রমাণিত হয়ে গেল ?
  • Binary | ০৩ মার্চ ২০০৯ ০৯:৫৯ | 70.64.8.206
  • হই হই ? কোথায় ? শ্যামলবাবু কেবল ২০০৬-এর ইলেকশনের থ্রেডটা উবরে এনেছেন, আর কিছু নয় তো!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত