এট্টু ভুল রয়ে গেল। কেউ নিজের দেশের লোককে কাটতে পারবে না। অন্যদেশের সন্ত্রাসবাদীদের কাটতে হবে। পাকিস্তানের হাতে ভারত ভারতের হাতে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ চিনের হাতে মায়ানমার, তাইওয়ান আম্রিকার হাতে গোটা পৃথিবী।
চলো সবাই মিলে কচুকাটা করি, ইকনমি ভাল করি ঃ-)
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৪:১৭ | 207.47.98.129
তার সাথে টেররিস্ট সমস্যার সমাধানও হবে, সব্বাই লাইসেন্সড টু কিল।
arjo | ০৪ মার্চ ২০০৯ ০৪:১২ | 168.26.215.13
ও রকার সবাইকে স্টিমুলাস প্যাকেজে টাকা দেবে মুন্ডু কাটার জন্য। এবারে সবাই টাকা পাবে, সবাই সবার মুন্ডু কাটবে। ব্যাস ইকনমির সমস্যা সমাধান। মুন্ডু গেলে খাবেটা কি। আর খাবার চিন্তাই যদি না থাকে তাহলে আর ইকনমি কি। ডিমান্ড সাইড ইকনমিটা আমার বেশ পছন্দ হয়েছে। আর ভুল হবে না। ঃ)।
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৩:৫২ | 207.47.98.129
ঠিক হ্যায়, ইউরোই সই।
এতক্ষন কি শেখালুম? গভঃ এক্সপেন্ডিচার সর্বদা ডিম্যান্ড সাইড। পাঁচ নম্বর কাটা গেল।
arjo | ০৪ মার্চ ২০০৯ ০৩:৪৮ | 168.26.215.13
না ডলার না, জাঙ্ক কারেন্সী, বরম ইউরো হলে দেখা যেতে পারে। এটা কি সাপ্লাই সাইড ইকনমি?
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৩:৪২ | 207.47.98.129
চলো কেইনস সাহেবকে খুশী করে দি। কেউ একটা মানুষ মেরে এনে মাথাটা দেখালেই হাজার ডলার ইনাম। সরকারী ব্যয় বাড়ল, প্রচুর ডিম্যান্ড তৈরী হল। জিতা রহ ইন্দুরাস।
RATssss | ০৪ মার্চ ২০০৯ ০৩:৩৭ | 63.192.82.30
ইকনমি বাঁচানোর এমন সোনার সুযোগ হাতছাড়া হবে কি? চলো যাই পৃথিবী থেকে টেররিজম মেরে তাড়াই... বিষের ওষুধে বিষ দি... গুড়িয়ে দি পাকিস্তান... গুড়িয়ে দি এলটিটিই...
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৩:৩৫ | 207.47.98.129
এই তো, পঃবঃ লিবারটারিয়ানদের নেতা পাওয়া গেছে। মানব আর বুদ্ধ, চ্যাম্পিয়নস অফ স্মল গভর্নমেন্ট।
Buddhadeb Bhattacharjee has made it to the Bottom 10 among city MLAs in terms of utilising the annual allocations for constituency development since 2005-06.
The chief minister, often praised for being frugal in his personal life, has utilised only half the money sanctioned for Jadavpur constituency since his government took charge, according to a report compiled by the Calcutta Municipal Corporation (CMC).
His ministry colleague Manab Mukherjee, allegedly not so frugal when it comes to personal expenses, has been far more tightfisted than his chief minister when it comes to public spending.
Mukherjee hadn?t utilised a rupee out of the amount meant for the development of his Beleghata constituency till February 25 this year, says the CMC report card. ;-)
Binary | ০৪ মার্চ ২০০৯ ০৩:২৬ | 198.169.6.69
বা হইচই বাধানোর জন্য-ই ক্রিকেটার টার্গেট কর হয়েছে কিনা। মারা গেছে কিন্তু ছয় জন সিকিউরিটি গার্ড আর দুটো সাধারণ লোক।
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৩:২৬ | 207.47.98.129
পাকিস্তানের সাথে মারামারি করুক না। তবে আম্রিকার সাথেও হয়ে যাক এক হাত। আফটার অল, তালিবানকে তো রেগনই তুলেছিল। আর ঐ যে শ্রীলঙ্কাতে তামিলদের সাথে ঝাড়পিট হচ্ছে, সেখানেও একবার মাসল ফুলিয়ে দেখিয়ে এলে মন্দ কি? আর হ্যাঁ, ঘরের কাছেই ঐ ব্যাটা প্রচন্ড, সে তো আবার কমি। আম্রিকার টেরোরিস্ট লিস্টেও আছে মনে হয়। পেটাও, পেটাও। কাকেই বা বাদ দেই। চলো কটা অ্যাটম বোমা র্যানডম ছেড়ে দেওয়া যাক।
আজ্জো, সত্যি ভয়ের, না ভয়ের না, আতঙ্কের। দেশের জন্য, কলকাতার সাধারণ মনুষের জন্য। একদম ঠিক।
কিন্তু একটু ভেবে দ্যাখো, আজ পর্জন্ত ভারতে যেসব, খুন-ব্লাস্ট-মাসকিলিং হয়েছে, তার মধ্যে, ২৬/১১ আর পার্লামেন্ট আক্রমন ছাড়া আর কোথায় সরাসরি পাকিস্তান যুক্ত ? সব-প্রয় সব ঘটনাই ভারতের নিজের সমস্যা। থানের লোকাল ট্রেনে ব্লাস্ট থেকে গৌহাটি পর্যন্ত। ভারত, মানে মানে, সাধারন মানুষ, ভারতের যদি আক্রান্ত হয়, তবে সেরকম সমপরিমান আক্রান্ত পাকিস্তানের সাধারন মানুষ-ও কিনা ? সন্ত্রাসবাদী কার্য্য-অকার্য্যে পকিস্তানে-ই বেশী রক্ত ঝরে কিনা ? কি লাভ পকিস্তানে সাধারণ মানুষ মেরে ? ম্যারিয়ট, সোয়াট, সমঝোতা এক্সপ্রেস এরকম কত কত হয় সুধু পকিস্তানেই ? একরকম-ই এদেশে-ও, এদেশের নিজস্ব সমস্যা, টেররিজমে মরে এদেশের সাধারণ লোক-ও। ভারত, মানে ভারত না, ভারত সরকার সে বিষয়ে কি করে ? কেন পারে না গৌহাটী বিস্ফোরন বন্ধ করতে ? কেন পারে না হায়দ্রাবদ বিস্ফোরন বন্ধ করতে ?
কে না জানে, 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়' .....
রেগে যেও না আবার .... ঃ)))
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৩:২১ | 207.47.98.129
রাগ যে বাড়ছে সে তো দেখতেই পাচ্ছি। শীতকালে স্নো পড়লে মানুষ ডিপ্রেসড হয়। রাগ বাড়ে। এরকম ভাল না আজ্জো। ক্রিকেট ভালবেসে ব্লাড-প্রেসার বাড়ানো ঠিক নয়।
arjo | ০৪ মার্চ ২০০৯ ০৩:১৭ | 168.26.215.13
আমার রোজই একটু একটু করে রাগ বাড়ছে। আর ক্রিকেটের ওপর আমার একটু দূর্বলতা আছে। সেটা আমার নিজস্ব ব্যাপার। তাই নিয়ে মাথা ঘামান কেন।
a x | ০৪ মার্চ ২০০৯ ০৩:১৫ | 143.111.22.23
প্রফেসর। রাজাবাজারের বায়োফিজ - মলবায়ো ডিপ প্রায় হাতে ধরে বানিয়েছিলেন সি ইউ তে। ভালো পড়াতেন। মানে আমাদের সময়। আমাদের যা ঝাঁটের পড়ানো হত, zoologyতে, সেই তুলনায়, ওরা মাইলস্ অ্যাহেড ছিল। আমরা এমনি শুনতে যেতাম কেউ কেউ।
RATssss | ০৪ মার্চ ২০০৯ ০৩:১১ | 63.192.82.30
শুধু পাকিস্তান কেন? সারা পৃথিবীতেই তো প্রতিদিন প্রচুর মানুষ মারা যায় - হইচই তো হয় না। গুলি চালিয়ে লোক মরল বা প্লেন ভেঙ্গে, হইচই হবে কেন? জন্মিলে মরিতে হবে রে...
"... 5 7 colleges formerly belonging to Calcutta University has been through a Government notification No.300-Edn(U)/ IU-38/08 dated , the 26th May, 2008 transferred to this University."
sibu | ০৪ মার্চ ২০০৯ ০৩:০৫ | 207.47.98.129
পাকিস্তানে তো হর রোজই কিছু মানুষ মারা যায়। সেটা খুব দুঃখের। কিন্তু ক্রিকেটারদের নিয়ে অতিরিক্ত হইচই কেন?
pi | ০৪ মার্চ ২০০৯ ০৩:০৩ | 128.231.22.89
না তো !
arjo | ০৪ মার্চ ২০০৯ ০২:৫৯ | 168.26.215.13
সেকি কবে থেকে?
a x | ০৪ মার্চ ২০০৯ ০২:৪৯ | 143.111.22.23
Calcutta university-ই কি এখন West bengal state university?
arjo | ০৪ মার্চ ২০০৯ ০২:৩৪ | 168.26.215.13
জানি না। ডেটা নেই। হয়ত যায় না। কি করে টেররিজম রোখা যায় তাও জানি না। কিন্তু এই মুহুর্তে এটা রোখা খুব দরকারী হয়ে পড়েছে। সেনা, মৌলবাদী ও তালিবানদের কম্বিনেশন খুব ডেডলি। আবার হাতে রয়েছে নিউক্লিয়ার ওয়েপন।
a x | ০৪ মার্চ ২০০৯ ০২:২৮ | 143.111.22.23
economic santion-এ মরে কারা? শিশু, বয়স্ক, গরীব, সাধারণ মানুষ। এরা কি টার্গেট?
a x | ০৪ মার্চ ২০০৯ ০২:২৭ | 143.111.22.23
economic sanction জারি করে টেররিজম রোখা গেছে, বা একটা দেশের ডেমোক্র্যাসিকে দাঁড় করানো গেছে, এরকম নজির আছে?
arjo | ০৪ মার্চ ২০০৯ ০২:১৫ | 168.26.215.13
হ্যাঁ। আরো কিছু করতে পারে। কি করবে জানি না। কিন্তু কিছু একটা করুক। সবাই মিলে করুক। নইলে এ বন্ধ হবে বলে তো মনে হয় না।
a x | ০৪ মার্চ ২০০৯ ০২:০৬ | 143.111.22.23
দানাপানি বন্ধ? মানে economic sanction?
arjo | ০৪ মার্চ ২০০৯ ০২:০৪ | 168.26.215.13
মানুষের জীবন নিয়ে এই রাজনৈতিক খেলা অনেক হয়েছে। দানাপানি বন্ধ। নইলে মারবে লাহোরে লাশ পড়বে কলকাতায়।
Binary | ০৪ মার্চ ২০০৯ ০১:৫৭ | 198.169.6.69
এই দ্যাকো, আজ্জো রেগে গেছে ঃ)))
a x | ০৪ মার্চ ২০০৯ ০১:১৮ | 143.111.22.23
এখন আবার পাল্লিনের লেখাটা কেমন প্রেমচাঁদের কাফন্কে মনে করিয়ে দিল। কিন্তু মাইয়া থামল ক্যানে?
অ্যালোন বানালে মাম্মো নানী , গুলাম আলি, ইমরান খান আসবে না, কিন্তু সন্ত্রাসীরা আসবে না তা কি বলা যায়? ঃ((
a x | ০৪ মার্চ ২০০৯ ০০:৫০ | 143.111.22.23
ন্যাড়াদার সাথে সহমত হওয়া গেলনা। শ্যামলবাবুকে রেফারেন্স সাইট করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু উনি ঠিক নিজের গাটস থেকে উদ্ভূত অরিজিনাল কিছু থট বাজারে ছাড়ছেন, এমন তো নয়। উনি যা যা বলেন এত এদিক ওদিক ঘাঁটলেই পাওয়া যায়। আর অমুকে এই বলেছে তসুকে এই বলেছে এর মধ্যে খারাপ কি, বরঞ্চ "আমার মনে হয়" জাতীয় কথাবার্তার থেকে বেটার। আরো বেটার অবশ্যই, তসুকে এই বলেছে, কিন্তু তার থেকে ডিরাইভ বা ডেরিভেশন বা ডাইভার্জেন্স। এক কথায় সাইনাথ কে মিথ্যেবাদী বা কাউন্টার যুক্তি দিলে কিছুদিন সেই থ্রেড অ্যাভয়েড করার মধ্যে খুব একটা মননশীল বিষয়-বস্তু পাইনি খুঁজে।
এনিওয়ে, এইভাবে নাম ধরে একজন কে কাটা-ছেঁড়া করতে একটু কিন্তু কিন্তু ঠেকে। কিন্তু গুরুতে যেহেতু একটা মাঝামাঝি লিবেরাল বাম হাওয়া, তারমধ্যে শ্যামলবাবুর কথাগুলো পড়লে হয়ত অন্যরকম লাগে। রাইটিস্ট বা কনজার্ভেটিভ মনে হয়। আবার এই গুরুর কথা যদি অন্য কোথাও পরে, তাদের এখানের পাঠক-পাঠিকা/লেখকক-লেখিকাকূলকে আর্বান-এলিটিস্ট সেϾট্রস্ট ইত্যাদি বহু লেবেল লাগানো যেতেই পারে।
Du | ০৪ মার্চ ২০০৯ ০০:৩১ | 74.7.148.7
পাল্লিন , কথা হবে না, মলাট মিসিং (কহনেকা মতলব হায়, ইয়ে তো কিতাবমে আনা চাহিয়ে, ফির ভী হম লোগো কি খাতির রুকো মৎ তুম)
h | ০৩ মার্চ ২০০৯ ২৩:০৭ | 61.95.144.10
ইন্দো তোর লেখাটা পড়ে আমার কয়েকটা কথা বলার ইচ্ছে হয়েছে। আমি তোকে পরে কখনো বলবো।
a x | ০৩ মার্চ ২০০৯ ২২:৫৯ | 76.254.114.136
আর আর পাল্লিন কি প্ল্যানচেটে তারাশঙ্কর কে নামিয়েছে? সেই পুরোনো তারাশঙ্কর, হাঁসুলি বাঁক, গণদেবতার তারাশঙ্কর?
a x | ০৩ মার্চ ২০০৯ ২২:৫৭ | 76.254.114.136
দু হক কথা কয়েছ।
Tim | ০৩ মার্চ ২০০৯ ২২:৫২ | 71.62.2.93
১ টা হবে না। ঃ(
M1 | ০৩ মার্চ ২০০৯ ২২:৪০ | 59.93.244.178
ও এতক্ষণে বুঝলাম,আমার অগ্রজ বুঝি কাল জন্মাবেন? সুস্বাগতম আগে থেকেই জানিয়ে রাখলাম,জন্মলে তবেই জন্মদিনের শুভেচ্ছা দেব
Tim | ০৩ মার্চ ২০০৯ ২২:৩৮ | 71.62.2.93
আমি ক্যামন পিছিয়ে পড়েছি। বড়ম আর বড়ম১ আর মামী..... আর কোনো ম আছে? বড়ম১ কে হ্যাপি বাড্ডে।ঃ)
M1 | ০৩ মার্চ ২০০৯ ২২:৩৭ | 59.93.244.178
কে কয় ভূত নেই? আমি তো রোজ দেখি "ঠিক দুক্কুরবেলা,ভুতে(থুড়ি ভূতো) মারে ঢেলা"
d | ০৩ মার্চ ২০০৯ ২২:২৯ | 117.195.40.105
কেন মোয়ান? ভাটে তো ভুতের উৎপাত নেই। তাহলে ভয় কিসের?
pi | ০৩ মার্চ ২০০৯ ২২:২৪ | 69.255.233.93
বড়মা কি রিপবাবুর মত ঘুমুবে নাকি ? তাইলে বার কুড়ি হ্যাবাড্ডি বলে রাখি ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন