

ছবিঃ গুরুর রোবট
প্রথমে গুরুর সাইটে এসে লগিন করে ফেললেই প্রথম পাতায় ওপরের ডান কোণে একটা হলুদ বাক্স দেখা যাবে, তাতে রয়েছে সমস্ত মেনু বা বিষয়। প্রথমে তাতে ক্লিক করুন।

সেই বাক্সের মধ্যের নানা অপশন থেকে আমার গুরু অপশনটি বেছে নিন। এতে আপনার নিজস্ব লেখালেখি, মন্তব্য, গুরুর সাইটে পছন্দের জমানো লেখা ইত্যাদি এক জায়গায় পাওয়া যাবে।

আমার গুরু পাতায় খাতা অপশন সিলেক্ট করুন।

আপনি যদি গুরুচণ্ডা৯ সাইটের 'খেরোর খাতা' বিভাগের পাতায় থাকেন, সেখান থেকেও সরাসরি 'আপনার খাতা' অপশন সিলেক্ট করে নিজের খাতায় আসতে পারবেন।

খাতায় আপনার যাবতীয় লেখা একত্রে পাবেন। সেখানে নতুন খাতা খুলুন অপশন সিলেক্ট করতে হবে নতুন লেখা দেওয়ার জন্য।


এইবার লেখা আপলোডের পর্ব। শিরোনাম এর জায়গায় লেখার শিরোনাম দিন। বিষয়বস্তুর জায়গায় দিন মূল লেখাটা। লেখা পাব্লিশ করার জন্য পাব্লিশ স্ট্যাটাস yes রাখুন।

আরও নিচে আসুন। ধারাবাহিকের নম্বরের বিষয়টি সাইটে লেখাই আছে বিশদে, পড়ে নিন। ওটা এই মুহুর্তে এড়িয়ে গেলেও চলবে। নিচে দুটো বাক্স আছে, দেখে নিন ও জমা দিন। দেখে নিন বাক্সে ক্লিক করে একবার লেখাটা ঠিকঠাক আছে কিনা প্রিভিউ করে নিতে পারেন। জমা দিন বাক্সে ক্লিক করলে যদি ওপরে পাব্লিশ স্ট্যাটাস ইয়েস থাকে লেখা প্রকাশিত হয়ে যাবে সাইটে।

দেখে নিন বাক্সে ক্লিক করলে এইভাবে লেখার প্রিভিউ পাওয়া যাবে। এটা দেখে আগের ট্যাবে ফিরে যান।

লেখা যদি ঠিকঠাক থাকে, জমা দিন বাক্সে ক্লিক করলেই লেখা গুরুচণ্ডা৯-র সাইটে পাব্লিশ হয়ে যাবে। ব্যাস তাহলেই কেল্লা ফতে! গুরুর পাতায় নিয়মিত লিখতে থাকুন, মন্তব্য করুন নানা লেখায় ও ভালো ভালো লেখা ছড়িয়ে দিন দিগ্বিদিকে।
Bratin Das | ১৫ মে ২০২৫ ১৯:৪৪731359