এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rokeyaa | ০১ মার্চ ২০০৯ ২৩:২৬ | 203.110.246.230
  • কিছু কিছু মৃত্যু কি মহান!
    আমি ৫১ বছর বয়সে ইকুয়াডোরে বিপ্লব করতে গিয়ে বীরের মরণ বরণ করব!
    শহীদ স্মরণে ইত্যাদি ইত্যাদি.....
  • a x | ০১ মার্চ ২০০৯ ২৩:০৯ | 143.111.22.23
  • আসবেই তো, র‌্যান্ডম জেনারেটর। অনেকটা পোমো টেক্সটের মত :-P
  • omnath | ০১ মার্চ ২০০৯ ২৩:০৭ | 117.194.193.14
  • কিচ্ছু চেঞ্জ না করে, মানে একই ইনফর্মেশন রেখে, বারবার ক্লিকালে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসে। পড়তেই মস্তি। ঃ-)
  • a x | ০১ মার্চ ২০০৯ ২৩:০১ | 143.111.22.23
  • At age 105 aliens will abduct you and use your body for sick and often anally-oriented experiments before dropping you off outside of a local homeless shelter smelling of beer.

    উঁহু এটা আমার মৃত্যু-ঘোষণা না।

    Tarini Sen, age: 54, Height: 64 inches, has history of heart disease in family, a social butterfly! wears watch and has 1-3 pets :-}
  • arjo | ০১ মার্চ ২০০৯ ২২:৫০ | 24.42.203.194
  • আমার বউ কয়োটী খায় না কয়োটী আমার বউকে খাবে। তাও মরুভূমির মধ্যে। কি ভয়াবহ।

    এদিকে বসন্তস্য প্রথম দিবসে আমাদের এখানে প্রবল তুষারপাত হচ্ছে। সকাল থেকে ৪ ঘন্টা হয়ে গেল।
  • d | ০১ মার্চ ২০০৯ ২২:৪৩ | 117.195.38.194
  • ভেবে দেখলাম ইপ্পির মিত্যুটায় একটা বেশ নীতিশিক্ষা আছে। ইপ্পি মাছ খায় না, তাই মাছ ইপ্পিকে খাবে।
  • arjo | ০১ মার্চ ২০০৯ ২২:৪৩ | 24.42.203.194
  • আগেই জানতাম বড় হয়ে আমি একটা কেউকেটা হব। আজ নিশ্চিন্ত হলাম।

    At age 78 you will be gunned down in the street by hippies after enacting a bill that grants the WTO even more power.
  • Arpan | ০১ মার্চ ২০০৯ ২২:৩৪ | 122.252.231.12
  • গোশ।
  • siki | ০১ মার্চ ২০০৯ ২২:৩১ | 210.18.116.130
  • Samik Mukherjee: At age 47 you will be hunted by a strange apparition resembling Andy Griffith, and subsequently commit suicide after the stress proves to be too much.

    অ্যান্ডি গ্রিফিথ কে বটে?
  • d | ০১ মার্চ ২০০৯ ২২:৩০ | 117.195.38.194
  • সেন না ঘোষ?
  • Arpan | ০১ মার্চ ২০০৯ ২২:১৩ | 122.252.231.12
  • http://tawrjomaa.wordpress.com/

    ইনি কিন্তু সেই অমিতাভ সেন নন। অন্য আরেকজন। ঃ)
  • d | ০১ মার্চ ২০০৯ ২২:০৫ | 117.195.38.194
  • কিন্তু আমি ঘড়ি পরা ছেড়ে দিলে আমাকে অর্পণেরটা বলছে .... শুধু ৯৬ বছর বয়সে!!!
  • pi | ০১ মার্চ ২০০৯ ২২:০২ | 69.255.233.93
  • হেঃ, দিতে হবে না , যাও !
    এবার থেকে আমি ঘড়ি পরা ছেড়ে দেবো।
    তাইলে আমিও এরকম সময়কে ভুলে গিয়ে স্বপ্ন দেখতে পারবো।

    At age 62 you will realize that you actually died three years earlier, and have been dreaming all the events since then

    8-)
  • d | ০১ মার্চ ২০০৯ ২১:৫৬ | 117.195.38.194
  • না না আমি ৩ বছর ধরে স্বপ্ন দেখিতে ইচ্ছুক। হাঃহাঃ হাঃহাঃ
    উফ্‌! এই দেখতে গিয়ে আমার ডালটা ধরে গেলো।
  • Arpan | ০১ মার্চ ২০০৯ ২১:৫৬ | 122.252.231.12
  • At age 51 while showing your work at a major art gallery, you will be accosted and later slain by PETA activists.

    !!!
  • pi | ০১ মার্চ ২০০৯ ২১:৫১ | 69.255.233.93
  • অমি দমদি র সাথে exchange করিতে ইচ্ছুক।
    ভেবে দ্যাখো, আমারটা নিলে তোমার ৬, না না, ইন রিয়েলিটি তিন বছর লাভ হচ্ছে।
    আমার নেহাত মাছের গন্ধ পছন্দ নয় বলে...
  • I | ০১ মার্চ ২০০৯ ২১:৪৭ | 59.93.215.100
  • ডম-র মিত্যুর ভবিষ্যবাণী মার্কেজ ছাড়া আর কেউ করেনি।
  • I | ০১ মার্চ ২০০৯ ২১:৪৬ | 59.93.215.100
  • ভালো মৃত্যু না। আমার বৌ কী সুন্দর ৬২ বছর পর্যন্তও বাঁচবে আবার স্পেনে গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে অংশ নিয়ে বীরাঙ্গনার মৃত্যুবরণ করবে।
    ভাবুন; শুধু দু-ইঞ্চির কমবেশীতে কিংবা একখানা ঘড়ি পরা-না পরার তফাতে কিরকম ভাবে সব বদলে যায়।
  • d | ০১ মার্চ ২০০৯ ২১:৪৬ | 117.195.38.194
  • হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ

    At age 76 you will realize that you actually died three years earlier, and have been dreaming all the events since then.
  • I | ০১ মার্চ ২০০৯ ২১:৪২ | 59.93.215.100
  • At age 49 a group of children will text message you continuously for three years, eventually distracting you while driving and causing a fatal wreck; your fatal wreck

    আর মাত্র ১১ বছর।
  • pi | ০১ মার্চ ২০০৯ ২১:২৩ | 69.255.233.93
  • উফ্‌ফ, আমার শেষের সে দিন কি ভয়ঙ্কর ! ঃ(((

    At age 70 you will fall into a tank at a large aquarium and be eaten by suckerfish.

    !!!

    http://evil.berzerker.net/death_predictions.php
  • rokeyaa | ০১ মার্চ ২০০৯ ১৯:৪৩ | 203.110.246.230
  • সমকালের লিন্‌কটার দুটো জায়গা কেমন যেন লাগলো-"ঐ বেটা, তোরা কি চাস? যা ব্যারাকে ফিরে যা।' আর "তোমরা সবার কাছে শুনে দেখো সৈয়দ কামরুজ্জামান....'। আরেকটা জিনিষ, চোরাচালানে শুধু বিডিআরই করে খেতো?
  • M | ০১ মার্চ ২০০৯ ০৮:৪৩ | 118.69.158.172
  • আজি বসন্ত ঘুমন্ত দ্বাআআআআআআআআআআআরে এ এ এ এ এ এ
  • sumeru | ০১ মার্চ ২০০৯ ০৮:৩৫ | 119.15.152.8
  • আমরা ঠিক আছি। এখন যা ঘটছে ফিসফাসে টের পচ্ছি।

    সবাই ঘরে ফিরেছে, সেনার অত্যাচারের ভয়ে সাধারন মানুষ থেকে হাসিনা পর্যন্ত সন্ত্রস্ত। পরশু রাতে মিডিয়া ক্যু"র আশঙ্কা ছিল। আপাতত মিডিয়া বিডিআরের মুন্ডপাতে লিপ্ত। ভয় নয়, মানুষ তাতেই গা ভাসাচ্ছে।

    ইন্টেলিজেন্সের গোয়েন্দার সিভিলিয়ানদের কড়া মনিটরিং করছে। ফোন ট্যাপ। মত বিরুদ্ধ কথা শুনলে সেনা গিয়ে কড়কাচ্ছে।
  • kd | ০১ মার্চ ২০০৯ ০০:৫৬ | 59.93.162.61
  • কল্লোল, আমার এক বন্ধু, Md. Zakaria ঢাকায় বড় Industrialist। জ্যাক St Lawrence'61/BEC'66। তুমি যদি বলো আমি ওকে কনট্যক্ট করতে পারি if he can be of any help to Sumeru/Samran
  • a x | ০১ মার্চ ২০০৯ ০০:২৮ | 76.254.114.136
  • কল্লোলদা,
    সুমেরু-সামরান ঝামেলায় আছে বল্লে - কলকাতা চলে আসছেনা কেন? বেরোতে পারছেনা? আবার খবর পেলে, দিও।
  • sibu | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৭ | 71.106.244.161
  • খালেদা ইনস্টিগেটরদের লিস্টি থেকে বাদ কেন?
  • dri | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৫ | 75.3.201.181
  • জামাত আর হুজি যদি হয়, তাহলে এদের পেছনে তো আছে সৌদি আরব, অর্থাৎ সৌদি ব্যাঙ্কার।
  • Blank | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪২ | 59.94.2.240
  • কল্লোল দা, বিডিআর তো পেঁদায় নি। নোংরা ভাবে মেরে ফেলেছে। ছিঃ
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৮ | 122.252.231.12
  • হে হে।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৭ | 122.252.231.12
  • মিডিয়ায় তো বলছে জামাত আর হুজি (যারা এই নির্বাচনে প্রায় মুছে গেছে) বিডিআরকে উস্কেছে।
  • nyara | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৫ | 64.105.168.210
  • এ তো জানাই কথা, ব্যাঙ্কারদের মদতে বিডিআরের মিউটিনি!
  • Binary | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩০ | 70.64.8.206
  • * তিনে পর ৪ হবে , ঃ)))
  • Binary | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৪ | 70.64.8.206
  • আমারতো মনে হয় একদম প্রিপ্ল্যানড,
    ১) সেই দিনটাই বেছে নেওয়া হয়েছে, যেদিন, সব সেনা অফিসাররা একসঙ্গে একজায়গায় থাকবে।
    ২) বন্দুক-টন্দুক গুলো-ও আগে থেকে কব্জা করা ছিলো মনে হয়।
    ৩) পেছনে কোন মদতদাতা গোষ্ঠি ছিলো নিশ্চই, কিন্তু তারা অনেকটা, চালিয়ে দিয়ে সরে গেছে, তাদের উদ্দেশ্য সুধু গোলমাল বাধান।
    ৮) বিডিয়ার দের নিজস্ব কোনো নেত্‌ত্ব ছিলো না মনে হয়, নইলে কোনো আলাপ-আলোচনা ছাড়াই এটা তাড়াতাড়ি শেষ-ও হয়ে যেত না।
    ৫) মোটকথা, ঐ সেনা অফিসারদের হত্যা-ই মুল উদ্দেশ্য মনে হয়, বিদ্রোহ-টিদ্রোহ মুখের কথা।
    ৬) এবং যারা গুলি চালিয়েছে বা অ্যাকশন করেছে, মানে বিডিয়ার-দের মধ্যে, তারা দেখা যাবে মুষ্ঠিমেয় কিছু, বাকিরা 'ইনভলভড বাই সার্কমস্ট্যান্স'।
  • dri | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৬ | 75.3.201.181
  • কোয়ার্ককেঃ

    হেক্সে এক একটা ডিজিট চার বিটে এক্সপ্রেস্‌ড হয়। যেমন 0x100 যদি বাইনারিতে লেখা যায়, হবে 0001 0000 0000। চার বিটের মাঝে ইচ্ছে করে ফাঁক রাখলাম, যাতে ব্যাপারটা দেখা যায়।

    তো একই ভাবে 0x2000 হবে 0010 0000 0000 0000। অর্থাৎ স্লট নাম্বার হবে 14 লিস্ট সিগনিফিকেন্ট বিটকে এক নম্বর কাউন্ট করে।

    আমি এখানে আপনার ২০০০ কে হেক্স ২০০০ ধরেছি। যদি ডেসিম্যাল ২০০০ হয় তাহলে নিজে করে নিন। তবে সেক্ষেত্রে অনেকগুলো বিট ওয়ান হবে।
  • dri | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০৯ | 75.3.201.181
  • বাংলাদেশের এই কেসে একটা ব্যাপার বুঝতে আমার অসুবিধে হচ্ছে। এই মিউটিনিটা অরগানাইজ করল কে? স্বতঃস্ফুর্তভাবে অনেক লোক একই রকম ভাবতে শুরু করল এটা ঠিক হজম হল না। এরকম একটা মুভমেন্টের কোন অরগানাইজার নেই এটা ভাবতে পারছি না। কিন্তু সেই অরগানাইজার তার লক্ষ্যে খুব একটা স্থির বলেও মনে হল না। লক্ষ্যটা যদি মিডিয়ায় অ্যাডভার্টাইজ্‌ড বিডিআরের অর্থনৈতিক উন্নতিসাধনই হয়, তাহলে তারা নেগোশিয়েশানের সময় এই দাবীগুলো না তুলে জাস্ট অ্যাম্নেস্টি নিয়ে নিল? প্রাণের এত ভয় থাকলে অস্ত্র তুলেছিল কেন ইন দা ফার্স্ট প্লেস সেটা বুঝতে অসুবিধে হচ্ছে।

    পুরো ব্যাপারটার এক্সপ্লানেশানে ম ইডিয়ার ভার্শান একদম কনভিন্সিং নয়।
  • Binary | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৫ | 70.64.8.206
  • যারা নিরস্ত্র মানুষ আর নিরস্ত্র পরিবারের উপর অবলীলায় গুলি চালিয়েছে, তাদের প্রতি ধিক্কার, যাঁরা মারা গেছেন তাদের উদ্দেশ্য মোমবাতি .......

    কল্লোলদা,
    'প্রথম রাউন্ডে বিডিয়ার পেঁদিয়েছে, এবার সেনার পালা' এই মন্তব্যটা একটু কানে লাগল।
  • kallol | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৪ | 220.226.209.2
  • সুমেরু আর সামরান এখন ঢাকায়। ওরা বেশ ঝামেলায় আছে। ওদের বন্ধুরা যাদের বাড়ি ধানমন্ডিতে তারা বাড়ি থাকছে না।
    এমনিতে সাধারন মানুষের ওপর খুব একটা ঝামেলা হয় নি।
    প্রথম রাউন্ডে বিডিআর পেঁদিয়েছে। এবার সেনার পালা। সে খবর তো পাওয়া যাবে না।
    ঝামেলাটা যারাই পাকিয়ে থাকুক,তাদের লাভ হোক বা না হোক, হাসিনাকে এবার সেনা চাপে রাখবে।
    এতো সুন্দর দেশটা থেকে সেনা আধিপত্যের ছায়া আর গেলো না।
    সম্প্রতি সুমেরুদের কাছ থেকে ঘুরে এলাম। ২১শে ওখানেই ছিলাম। বন্ধুদের সাথে গান গাইতে গাইতে মিছিলে হেঁটেছি। দারুন সব নতুন বন্ধু পেলাম। কষে আড্ডা আর গান চলেছে প্রতিদিন। তার মধ্যে সামরানের বই বের হওয়া নিয়ে কি ধুন্ধুমার। সুমেরুর বইটা তো বের হলই না। সামরানের বই বের হলো ২১শেই। সাংঘাতিক একটা প্রচ্ছদ। আর লেখা ? বুকের ভিতর তির তির করে।
  • kd | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২১ | 59.93.162.61
  • শ্যামল, আপনার ভবিষ্যবানী সার্থক হতে চলেছে মনে হচ্ছে।
    http://www.anandabazar.com/28puru3.htm
    (আবাপ - ২৮শে ফেব্রুয়ারী, ২০০৯ - পুরুলিয়া)
  • M | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৩ | 118.69.149.157
  • হ্যাঁতো, আবার কি?
  • kd | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৬ | 59.93.162.61
  • বম্ম সহজপাঠের কোনটার কথা বলছেন? ঐ 'কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না, বাঙালকে বাঙাল বলিও না", সেইটা?
    ঃ-)
  • M | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫২ | 118.69.149.157
  • আমি জোকস বলতে পারিনা জানতুম, তাবলে এভাবে বলবে? ছোট বেলায় কেউ সহজ পাঠ পড়েনি, ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স
  • M | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৯ | 118.69.149.157
  • এই মেরেছে, আজকালকার বাংলা কেমন পাল্টি খাচ্চে, আমি তো সতীনের একটা অন্য মানে জানি, আর আমি তাতে মোট্টে আগ্রহী নই, আমার পাঁঠা ভাগ করার কোনো বাসনা নেই বাবা।
  • Blank | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৫ | 59.93.223.66
  • ছবিতেও দেখাচ্ছে তো, ম্যান হোল থেকে বডি তোলা হচ্ছে। ছি ঃ
  • quark | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৮ | 202.141.148.99
  • আমার একটি টেকি কোশ্চেন আচে, বাংলায় করা চাপ, তাই ...

    irq_data is 24-bit hexadecimal mask, in which any bit set to 1 indicates the value of slot(i.e.irq_data=0x100 epresents slot number 9)

    Can anybody help? If I have irq_data=2000, what is the slot no.?

  • rokeyaa | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৯ | 203.110.246.230
  • আচ্ছা, বাংলাদেশের বিডিআরের নৃশংসতা নিয়ে যা যা খবর, সবই তো সেনা বলছে, নাকি অন্য কোনো সোর্স আছে?
  • dri | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৮ | 75.3.201.181
  • পিজে = পুওর জোক।
  • M1 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১ | 59.93.162.149
  • আচ্ছা কেউ আমাকে বলবেন,এই পিজের ফুলফর্মটা কি?আমার বহুকালের জানার শখ
  • dipu | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯ | 121.243.161.234
  • হুঁ, প্রচুর পিজে পড়ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত