এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৬ | 216.52.215.232
  • ** ধরছে

    না, পায়নি। পাবার চান্সও কম। কারণ সবাই হায়ারিং ফ্রিজ করে দিয়েছে।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 216.52.215.232
  • হে হে, আমার পরাধীনতা দিবস গেল কাল। বা নে যাওয়া সেই উপলক্ষে।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৪ | 203.99.212.224
  • সিরিয়াস চাপ হয়ে গেল। যাদের চাকরি গেছে, তারা আদৌ নতুন কিছু পেয়েছে?
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৩ | 216.52.215.232
  • অবস্থা খুবই খারাপ। আমার বাড়িওলা ভাড়া বাড়ানোর নামে উচ্চবাচ্য করেনি।

    গেল হপ্তায় অফিসে ৩৫০ লোককে দরজা দেখিয়েছে। যারা বেঞ্চে তারা প্রোজেক্ট চেয়ে লোকজনকে দরছে।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৩ | 203.99.212.224
  • সে কী কে দিয়েছিল?
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৭ | 61.95.144.123
  • আমি খেলুম কারণ আজ আমার মৃত্যুবার্ষিকী। পরাধীনতা দিবস নয়। ডেথ সেন্টেন্স হয়েছিলো ফার্স্ট ইয়ারে।
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৬ | 207.179.11.216
  • তার ওপর গ্লোবাল ওয়ার্মিং
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৫ | 12.144.134.2
  • আম্মো কয়দিন আগেই বার্বিকিউ নেশনসে ঝুড়িঝুড়ি কাবাব খেয়ে এলাম।

    অপ্পন অবস্থা খুবই খারাপ তো এইদিকে। ইন্ডিজোস পুরো খাঁ খাঁ করে, বম্বে পোস্ট খাঁ খাঁ করে, বার্বিকিউ নেশনস এ তবু কিছু মানুষজন দেখা যায়, তাও আগের সেই জমজমাট আর নাই , রিসেশন , রিসেশন ঃ-(
  • stoic | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৬ | 160.103.2.224
  • আজ হনুর দুইখান কমেন্ট অসা লেগেছে। ১) মূলতঃ ভুঁড়ি আর ২) কবিতা যে প্রাইমারিলি হর্মোন।
    ঃ-)
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৯ | 216.52.215.232
  • হুম, অনেকদিন যাওয়া হয়নি। ইন্দিরানগর কলিং।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৮ | 203.99.212.224
  • আদৌ না। কারণ ব্ল্যাংকির যেমন শরিলে পেট ছাড়া কিছু নেই। অথচ ও রোগা তদুপরি ঘটি। আমি মোটা ও মূলতঃ ভুঁড়ি ও বাঙাল। তুমি বা.নে. র খবর দিয়ে জাত ধর্ম সাইজের সবের ঊর্ধে উঠে একটা জাতীয় উপকার করলে। ইন দিজ ট্রাইং টাইমস।

    জ হ।
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৩ | 61.95.144.123
  • কিন্তু খাবার কথা কয়ে আমি কি অন্যায় ভ্যাজর ভ্যাজর করলুম?
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০২ | 203.99.212.224
  • মানে যদি গোটাটা আঁটে। সাইজ ম্যাটার্স।
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০১ | 61.95.144.123
  • বার্বিকিউ নেশনসে খেয়ে এলুম। শুরুতে পাঁচ রকম স্টার্টার, তারপর কিছু না হলেও পঁচিশ রকম আইটেম - বুফেতে, তারপর পাঁচ ছয় রকম ডেজার্ট। এই চত্বরে বাকি সবকটার চেয়ে আল্টিমেটলি শস্তা পড়ে।
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫২ | 207.179.11.216
  • তিনবছরে একদিন জিতে বাঙালদের বড় বাড় বেড়েছে - আবার যখন বলে বলে হারাব তখন বুঝবে :x
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪৪ | 12.144.134.2
  • ব্ল্যাংকি মেহনতী মানুষ নয়।কারণ ব্ল্যাংকি ঘটি। ঘটিরা অলস। মেহনত করবে কি?

    অতএব ব্ল্যাংকির পিত্তস্থলী ব্রহ্মতালুতে থাকতেই পারে।
  • sinfaut | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৮ | 203.91.193.5
  • পেটের বাম দিকে থাকলে নিশ্চয় হয়ে বলা যায়।
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৮ | 207.179.11.216
  • এর থেকে প্রমাণ হল, মেহনতি মানুষের পিত্ত ব্রম্ভতালুতে থাকে না।
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৬ | 207.179.11.216
  • তবে যে বইয়ে ছবি আঁকা ছিল পেটের কাছে কিসব অগ্ন্যাশয়, পিত্তাশয় - সে কি বামফ্রন্টের প্রোপাগান্ডা?
  • Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৫ | 203.91.207.30
  • ইয়ে দিবি বলছিস?, মানে (হে হে ) কি দরকার এসবের। দে তবে দিয়ে।

    ঐ , ঐ দেখ ব্ল্যাংকি প্রুভ করে দিয়েছে। এরপরও কারুর সন্দেহ থাকতে পারেনা। দু হাজার চল্লিশ টইটা পড়ে নিস। বুঝবি কার সান্নিধ্যে আছিস। তাই না ব্ল্যাংকি?
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২৪ | 170.153.62.251
  • অবশ্যই পিত্ত ব্রহ্মতালুতে থাকে। যখন পিত্তি পরে তখন ঐ পিত্ত আসলে ব্রহ্মতালু থেকে এসে পিত্তাশয়ে জমা হয় (proved)
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২০ | 207.179.11.216
  • তা নেই।
    ঐ বাঙালি বিজ্ঞানী টইয়ে তোমার নাম দিয়ে দেব?
  • Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৮ | 203.91.207.30
  • অজ্জিতদা ছাত্রের অধ্যাবসায় দেখে খুশি হবে।
  • Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৭ | 203.91.207.30
  • অ্যাহ তুই কি জানবি, থাকে থাকে। পিত্তাশয়েও পিত্ত থাকে ব্রক্ষতালুতেও থাকে। তা নাহলে কথাটা এল কোথা থেকে?
    আমি এখন ওপেন সোর্সের ছাত্র , হুঁ হুঁ বাওয়া এখন আমি জানি ওপেন আপিস কি মেথডে ওয়ার্ড খোলে। রিভার্স মেথড, অর্থাৎ আমি কথাটা পড়ে সেটা কি হতে পারে সেটা বের করে ফেল্লাম। তোদের বিজ্ঞানে আছে এসব কথা ?
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১০ | 170.153.62.251
  • ঐ জন্যি তো বলি, যে যা চায় দিয়ে দাও। ওদের গোর্খা ল্যান্ড এদের ঝাড়খন্ড। মোটমুটি কোলকাতা আর চার পাশের একটু আধটু থাকলেই আর চাপ নেই
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৭ | 207.179.11.216
  • অ্যাঃ, ভূতোদা দেখছি জীবন বিজ্ঞানে খুবই কাঁচা - ব্রম্ভতালুতে পিত্তি থাকে নাকি?
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৬ | 12.144.134.2
  • কিন্তু বাঙালি মানে ন্যাচারেলি কলকাতার বাঙালি, এ তো ভগমানের নিয়ম। এ নিয়ে রাগ করে কি হবে? ;-)
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৬ | 170.153.62.251
  • আজকাল ব্রহ্মের ব্যপারে আমার একটু ইন্টারেস্ট বেড়েছে। খান দুই বই পড়ে আমার আপাতত সাধু হওয়ার ইচ্ছে হয়েছে, বেসিকালি তান্ত্রিক
  • Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৩ | 203.91.207.30
  • ব্রক্ষতালুতে যে পিত্তি থাকে , অর্থাৎ জ্বলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা তেঁতো ভাব। একটা একটা জ্বালাময়ী তিতকুটে অনুভূতি, একটা একটা প্রকট অস্বস্তি, একটা একটা ঘুঁষি চালিয়ে দেবার আন্তরিক আকাঙ্খা । অর্থাৎ... অনেক হয়েছে , তোকে প্র্যকটিকালি বোঝাতে হবে । যখন পাবলিক প্লেসে গুল্লু বলে ডাকা হবে।
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০১ | 207.179.11.216
  • যাস্ট অসাধারণ রিপোর্টিং ঃ)
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৯ | 12.144.134.2
  • ব্রহ্মতালু জানতাম, কিন্তু ব্রহ্মপিত্তি ! সেটা কি !
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৬ | 203.99.212.224
  • শেষ মেষ পিত্তির ব্রহ্ম প্রাপ্তি ঘটেছে। কিন্তু সাঁতার নিয়ে বিতর্ক টাকে অ্যাভয়েড করার জন্য কেউ গঙ্গা প্রাপ্তি টার্ম টা ইউজ করতে পারছে না। একটা ফিলোলোজিকাল ক্রাইসিসের দিকে ব্যাপারটা এগিয়ে যাচ্ছে।
  • d | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৩ | 203.143.184.11
  • আমি নেহাৎই আজকাল ভাটাই না, তাই অজ্জিতরে কিচ্ছু কইলাম না। নাহলে খানিক ভ্যাজর ভ্যাজর করতাম। টিপিক্যাল কলকাতাকেন্দ্রিক ভাবনা অথচ সেইটাকে "বাঙালী'র রবার স্ট্যাম্প মারা, দেখলে আমার চিরকালই ব্রহ্মপিত্তি জ্বলে যায়।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৯ | 203.99.212.224
  • *ক্রাউড কম্পুটিং
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৮ | 203.99.212.224
  • এই কেসে মরাল ক্রাইসিস হয়েছে। অরিজিত রেগে গিয়ে সকলকে জামা কাপড় খুলে ফেলতে বলেছে। ইন্ডিপেন্ডেন্ট অফ চান বা সাঁতার। সেই থেকে আপিসে ক্লাউড কম্পিউটিং এর একটা আলাদা ধোঁয়াটে মানে তৈরী হয়েছে। মিঠু বলেছে, জামা পড়ার পর থেকেই শী মু বাজে লিখছেন অথবা, গ্রামে জামা না পরে লোকে সাঁতার কাটলেও লোকের সর্দি হয় না, এই জন্যেই গ্রাম বাংলার কথা ভাবলেই হাঁচি আসে আর বাড়ির ন্যাকড়াগুলোর জন্য মন খারাপ করে। ব্ল্যাংকি বলেছে জামাটা ইম্পর্ট্যান্ট নয়, সাঁতার পুকুরের পাশে বীয়ার না পাওয়া গেলে, ও এই সমাজের মুখে চুনকালি দিয়ে গভীর জলে ডুবে যাবে। অরিজিত কি পরিস্থিতিতে হঠাৎ জনগণমন গাইতে শুরু করবে বুঝতে না পেরে, দিপু নার্ভাস হয়ে সিগারেট লুকিয়েছে আর একটা ভারত বন্ধ ডাকার কথা ফ্লোট করেছে। ইত্যাদি। প্রবল বিতর্ক। সংক্ষেপে।
  • Bhuto | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৬ | 203.91.207.30
  • আই ই ক্র্যাশ !! বটে , ফিরে এসে দেখছি। আহা বাড়ির পুকুরটা বুজিয়ে দেবার পর থেকে বড় ইচ্ছা ছিল নিজের বাড়িতে একখান সুইমিং পুল করব। পঞ্চ নয় ১০-১২ বছরের পরিকল্পনা। এমন রিসেশন এল টিকে থাকব কিনা তাই ভাবছি তায় বাড়ি, তায় পুল (ফিঁচ)
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪০ | 203.99.212.224
  • একটা সুইমিং পূল এর প্ল্যান হয়েছিল। সল্লেকে। সিপিএমের এক কাউন্সিলর সেই প্ল্যানে বাধা দিয়ে প্ল্যান চেঞ্জ করে দিয়েছে। অ্যালেজেডলিল, তার যুক্তি হল, সুইমিং পুল হলে, লোক জন, আন অ্যাকসেপটেবল পোষাক পড়ে ঘুরে বেড়াবে। তাতে সমাজের ক্ষতি হবে, অ্যালেজেডলি। তো এই কেসে শী মু বলেছেন, অ্যালেজেডলি বলেছেন, সুইমিং পুলের পোষাকে সমাজের মরাল ক্ষতির হতে পারে। মেয়র বলেছেন, কমিটি হচ্ছে। তদন্ত হবে। অ্যালেগেশন খতিয়ে দেখা হবে।
    সুইমিং পুল, আবাপর রিপোর্টের টোন অনুযায়ী ঘেঁটে ঘ। এটাও অ্যালেজেডলি।
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩০ | 12.144.134.2
  • কালকের সুইমিং পুলের ব্যাপাট্টা কি ছিল কেউ ছোট্ট করে বলবে? আমার কম্পুতে আইই ক্র্যাশ করার পর থেকে বাড়ি অফিস কোথাও আবাপ খোলেনা ঃ-(
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১১ | 61.95.144.123
  • আরে আমাদের চ্যানেলগুলা খালি পাল্টে পাল্টে যায়। কেবলের লোকগুলো কি করে কে জানে - আমি রেগুলার সেট করে রাখি - ০ থেকে ১১ সব বাংলা চ্যানেল (বাবা/মা দেখে), ১২-১৬ হিন্দি মুভি চ্যানেল, ১৭-২২ স্পোর্টস চ্যানেল...আর মাঝে মাঝেই দেখি সব উল্টোপাল্টা হয়ে গেছে। সেট-টপ বক্স না হলে তো চ্যানেল গাইডও হবে না যে কোথায় কি সেখান থেকে জানা যাবে। প্রিসেটগুলো পাল্টে দিলে বহুত মেহনত করতে হয় ফের ঠিক করার জন্য।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৮ | 203.99.212.224
  • আমার অবশ্য চ্যানেল ঠিক ঠাক আসে না।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৮ | 203.99.212.224
  • লিভ-রিমা খ্যালা দেখায় নি। আমি খুঁজে পাই নি। রাত জেগে ছিলাম।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৭ | 203.99.212.224
  • আসলে আমি এবার কংগ্রেস বা টি এম সি কে ভোট দেবো ঠিক করেছি তো, তাই আমার এই কেসে সমবেদনার সীমা নাই ঃ-)
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৬ | 61.95.144.123
  • দ্যাখসি মানে খবরে দ্যাখসি। ইএসপিএন কাল তো খেলা দেখাচ্ছিলো না! আর প্রিমিয়ারশীপে সেদিন আমার টীমের খেলা নিয়ে ব্যস্ত ছিলুম যে।
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৫ | 61.95.144.123
  • হ, দ্যাখসি।

    আর ইয়ে - জাস্ট বকর বকর করলে তো ঠিকই ছিলো - আম্মো করি। ধম্মোপ্রচার কল্লেই মুশকিল;-)
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৪ | 203.99.212.224
  • এবার রাফার চাকরি কেউ বাঁচাতে পারবে না।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৩ | 203.99.212.224
  • খালি লোকের পেছনে লাগলে হবে? এখানে সকলেই, যে সব বিষয়ে কথা বেশি হয়, কোন কোন ক্ষেত্রে এমনকি নিজের ফিল্ডেও(যেমন আমি), যথেষ্ট অ্যামেচার। তাই বলে বকর বকর করবে না? খালি লোকের গ তে লাগা।

    ওদিকে আমরা নিজেদের মাঠে প্রিমিয়ার শিপে ম্যান সি র সঙ্গে ড্র করে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে গিয়ে গোল করে এলাম দেখসো?
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৫ | 61.95.144.123
  • দমু কেন সেল্ফ-প্রোক্লেইমড নো-অল চিনতে পারে না?
  • Arijit | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৬ | 61.95.144.123
  • তাই তো কইতাসে। নিশ্চয় এক চামচ এক চামচ করে। না গেলে বোঝা যাবে না।
  • siki | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৫ | 122.162.84.63
  • ১৫১ টাকায় তিরিশটা আইটেম?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত