Paramita | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০১ | 63.82.71.141
আমি ভাবছি ঐ দুহাজার চল্লিশের টই-তে গিয়ে একটা ভূমিকম্প নামিয়ে ডিপ্রেশন টন শুদ্ধ সব হাওয়া করে দেব।
Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৫৫ | 65.124.26.7
যাও যাও টর্নাডো চিরদিনের, ইকোনমি আজ আছে কাল নেই।
arjo | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২৯ | 168.26.215.13
ইকনমির অবস্থা ভালো নয়। ঃ))। আমাদের এদিকে টর্ণেডো ওয়াচ, এই বললে। ধাঁ করি বাড়ি যাই।
Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২৩ | 65.124.26.7
কি বল?
arjo | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১৬ | 168.26.215.13
তাই বলি।
Blank | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০১:২১ | 59.93.245.105
ক্যামেরা বাফ দেখলাম, Krzysztof Kieslowski র। বেশ ভাল, অনেক কিছুই ভালো।
Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০১:০২ | 65.124.26.7
কথা হল, ছাত্র হয়ে এদেশে এসে এখানে থেকে যাবার অপশন না থাকলে কতজন আসতো? শুধুই ইউনিগুলো ভালো বলে?
arjo | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৯ | 168.26.215.13
স্প্যামিং খুব উন্নত হয়ে গিয়েছে আজকাল। সেদিন জিমেলে আমার কাছে এরিক সেনদিন নামক আমার এক বন্ধুর থেকে ইমেল এসেছিল (যদিও স্প্যাম ফোল্ডারে)। আমি এরিকের নাম দেখে খুললাম (সাবজেক্টটাও ঠিক সন্দেহ করার মতন ছিল না, ভেবেছিলাম জোকস পাঠিয়েছে)। দেখি ঢপের ইমেল। এবং নামটা এরিক হলেও ইমেল অন্য আইডি। আর আজকাল কার ইমেল কোথা দিয়ে কার কাছে যায় বলা খুব মুশকিল। এমন মেল দেখলেই ডিলিট করা উচিত, বিশেষ নাড়াচাড়া না করাই ভালো। এক যদি বেংলিশ লেখা থাকে তাও খানিকটা বিশ্বাসযোগ্যতা থাকে। নইলে ঘ্যাচাং ফু।
kali | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫১ | 160.36.241.216
না রে ভাই, আমার ট্র্যাশ থেকে মেল গুলো পরেরদিন আপনিই ডিলিট হয়ে যায়। নইলে কি আর হেডার পাঠাতাম না?
নতুন সিনেমা সব দেখছি বইকি, ঐ বিল্লু বারবার, চলচলাচল, গুমনাম-২, হেনাতেনা সবই দেখেছি। কিন্তু লিখতে আর ইচ্ছে করছেনা,এই আর কি। এই রবিবার তো অস্কার অ্যাওয়ার্ডস্ সেরিমনি। তার আগে সব নমিনেটেড ফিল্ম গুলোও দেখে ফেলছি। 'দি ভিসিটর' দিব্যি লাগলো। 'দি রিডারও' মন্দ না। 'চেঞ্জেলিং' এর থেকে আরেকটু বেশি এক্সপেক্টেশন ছিলো। এই সব আর কি।
Somnath | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩১ | 117.194.197.153
কলিদি, নিশ্চয়ই ট্র্যাশ থেকেও মনে করে ডিলিট করো নি। একটু খুঁজে বের করে হেডারটা অরিজিৎ দা কে পাঠিয়েই দাও না।
আর, নতুন সিনেমা কি একেবারেই দেখছো না আজকাল?
kali | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৮ | 160.36.241.216
এই যে এই আইডি থেকে এসেছে অরিজিৎ, arijitmkh2000@yahoo.com
তার মানে হয়তো অন্য কোন অরিজিৎ মুখার্জী। ভেবে অবাক হই যে এঁদের কাছে আমার ই-মেল অ্যাড্রেস গেলো কেমন করে ! কি বিরক্তিকর!
I | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৯ | 59.93.244.22
b-এর লিংকটা বেশ ভাল্লাগলো।
a x | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:০৩ | 76.254.114.136
ওহো বলতে ভুলে গেছিলাম, সোনাল শাহ স্বদেশ চ্যাটার্জির প্রোতিজে।
L | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৬ | 59.93.201.44
এমন কোন 'রাজা' আছো যার নাম সুমিত্র ব্যানার্জী?
a x | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১৩ | 76.254.114.136
আমার আপুনিয়ার জন্য ঘুমের ব্যঘাত সেরকম আমার কিছু হয়না। তবে আমার আপুনিয়ার জন্য পরের ছেলেরা বলে, আমি ঘুমোতে যাবার আগে যদি তারা না ঘুমোতে পারে, তাইলে নাকি সেই রাতটা মায়ের ভোগে। আমার নাকি নাক ডাকে, কেউ বললে বিশ্বাস করবে? আমি একটা এরকম ডেইন্টি, গ্রেসফুল মহিলা, থুরি নারী?
তবে আজ রাত জাগরণের কারণ অন্য জায়গায়, কাল বলল আজ প্রেজেন্ট করতে হবে। প্রোফেশনল হ্যাজার্ড।
a x | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০৮ | 76.254.114.136
অনামিক আর পাল্লিন, ওটা তো ভারতেরই। টেলিগ্রাফের খবর।
অনামিক, ইন্দো-ইউএস সম্পর্ক, দিনকে দিন বেশ ইন্টেরেস্টিং হয়ে উঠছে, এবং ওবামা তাতে (ইনক্লুডিং এই অ্যাডভাইসারি বডি নির্মাণ) বেশ সক্রিয়। ইন ফেভার অফ নিউক্লিয়ার ডিল, ইন ফেভার অফ নিও-লিবেরাল পলিসিস, এবং কিছু যথেষ্ট রাইটিস্ট স্ট্যান্ড। এই সূত্রে বলেছি।
১। এতে ওবামা কোত্থেকে এলো? (কোট্টার সোর্স নেই, তবে দেখে তো মনে হচ্ছে কোন ভারতীয় কাগজ / মিনিস্ট্রির ব্যুলেটিন। )
২। ভগবতী বা স্বদেশ চ্যাটার্জী নিয়ে জ্ঞান / বক্তব্য নেই, কিন্তু থারুর উন্নত দেশগুলোর ফার্ম সাবসিডি নিয়ে কম চিল্লামিল্লি করলে ইলেকশনে হারতো কিন সন্দেহ আছে ।
a x | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 76.254.114.136
ওবামা ভালোই চালাচ্ছে -
Last month, the prime minister?s office, in recognition of the significance of Renu Khator?s initiatives, nominated her to the prime minister?s newly-created global advisory council, along with the Nobel laureate, Amartya Sen, the economist, Jagdish Bhagwati, the world citizen, Shashi Tharoor, West Bengal?s most activist Indian American, Swadesh Chatterjee, and the steel mogul, L.N. Mittal, among others. According to the PMO, the ?council is based on the idea that the highly skilled overseas Indian community represents a vast untapped resource that can be harnessed as an input into national development processes in India.
ভগবতী, শশী থারুর এদের কথা ছেড়ে দিলাম, স্বদেশ চ্যাটার্জি ওয়াস ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স - ইন্দো-ইউএস নিউক্লিয়ার ডীলে।
হ্যাঁ অরিজিৎ, ঐ স্ট্যানফোর্ড ইত্যাদি, এখানে আজ সকালে লোকে ব্যাঙ্কে গিয়ে দেখে তালা ঝুলছে। সব সেভিংস আপাতত গন। গন গনা গন। সেই সঞ্চয়িতার কথা মনে পরে।
Bhuto | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২১ | 203.91.207.30
এই দেখো এর থেইক্যা বোঝন যায় তোমরা ইউজার । আমি বলতাসি , ওয়্যারলেস রাউটারটারেই দিবা লাল কাপড় দিয়া বা টুপি দিয়া মুইড়্যা। অহন তা না করনের উপায় থাইক্যলে নর্টনের বাক্স দিও ঢুইক্যাইয়া। খালি কয় এটা জ্বালো ওটা জ্বালো, এটা ঢাইক্যো ওটা ঢাইক্যো। গায়ে ওডোমস মাইখ্যলে কাম সারা হই যায় সেইড্যা বোঝস না।
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৬ | 61.95.144.123
অল্টারনেটিভ হল খান কয়েক গ্নু/লিনাক্স লোগো (এই ধরেন রেডহ্যাট বা ইউবান্টু) প্রিন্ট করে সব জিনিসপত্তরের ওপর সেঁটে দিন সেলোটেপ দিয়ে। লোগো না লাগাতে চাইলে ছোট ছোট লাল টুপি রেখে দিলেও চলবে - একাধারে ডেকরেশন এবং ভাইরাস থেকে নিষ্কৃতি।
আমার নোবেল চাই না, ট্যুরিং দিবা?
Bhuto | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫১ | 203.91.207.30
নির্ভর করছে কয়েকটা বিষয়ের ওপর। কার সংযোগ নিবি, তোর বাড়ির কাছে তাদের কেবল টানার সুবিধা আছে কিনা etc। এয়ারটেল হলে ২-৩দিনের মধ্যে এটুকু জানি।
Bhuto | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৭ | 203.91.207.30
আমি ই একমাত্র যে কিনা ব্ল্যাংককে চিনতে\বুঝতে পারলাম। ২০৪০ টইটা পড়িস রে বুনাই।
sinfaut | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৫ | 203.91.207.30
কলকাতায় নর্ম্যালি কদ্দিনের মধ্যে ব্রডব্যান্ড পাওয়া যায়? আমি থাকি কেষ্টপুর অঞ্চলে।
shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩১ | 124.30.233.101
corr ঃ ম্যাকাফি/নর্টন দিয়ে জল ফুটিয়ে খান!
quark | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৩ | 202.141.148.99
ব্রডব্যান্ড ও ডেটাকার্ড (ইউ এস বি / পি সি এম সি আই এ)এর মধ্যে কোন্টি অধিকতর উপাদেয়?
Blank | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৩ | 170.153.62.251
ওয়ারলেস রাউটার লাগালে যেকোনো ইলেক্ট্রনিক্স জিনিস নষ্ট হয়ে যায়। বেসিকালি নেট থেকে তো ভাইরাস আসে। আর ওয়ারলেস হওয়ার জন্য ঐ ভাইরাস চারদিকে ঘুরে বেড়ায়। তাই যে সব যন্ত্র পাতিতে অ্যান্টি ভাইরাস , ফায়ার ওয়াল নেই সেসব নষ্ট হবেই। শরীর ও খারাপ হতে পারে। প্রতিকার হিসেবে বাড়ির ডিপ ফ্রিজে নর্টনের সিডি রাখুন। পকেটে একটা পেন ড্রাইভ রেখে তাতে নর্টন ক্যারি করুন। মাঝে মাঝে আপগ্রেড কত্তে ভুলবেন না। জল ফুটিয়ে খান ভাল করে, ঠান্ডা খাবার স্ক্যান করে নিন দু-বেলা।
(আমি কি নোবেল পাবো না সত্যি? অ্যা? একটা তো সত্যি দিলেও পারো তোমরা, ঐ ২০৪০ )
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫১ | 61.95.144.123
ডিটেইলস আমি জানি না, তবে বিএসএনএল এখানেও "বুঝিয়েছে' যে সারেণ্ডার করা বা আপগ্রেড করা উচিত হবে না।
Tim | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৮ | 71.62.2.93
কোই বাত নেহি। ঃ)
টইয়ের ফর্ম্যাট আবার ঘেঁটে গেল কি? মামু আগে একবার কমা উড়িয়ে দিয়েছিলো। আর একবার সেই খেলটা দেখালে হেব্বি হয়।
Somnath | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৬ | 117.194.196.43
অরিদার একটা সমস্যা আমি বুঝলাম না, বাড়িতে যে কানেকশনটা নেওয়া আছে, সিনিয়র সিটিজেন স্কীমে, ১ জিবি ফ্রি, সেটার ডিটেলস দেবে? সারেন্ডার করবে কেন? একই স্কীমে থেকে প্ল্যান চেঞ্জ করা যায় না?
আনলিমিটেড নিয়ে খুব একটা লাভ হয় না, ২৫৬ কেবিপিএস কানেকশন থাকে। হেভি স্লো হয়। ডাউনলোড করতেই পারবে না। আপ টু ২ এম বি পি এস কানেকশন না হলে নিয়ো না। এখনকার হোম কম্বো প্ল্যানটায় ৬০০ টাকায় ২.৫ জিবি ফ্রি ডাউনলোড। নাইট আনলিমিটেড। আর ফোনের রেন্টালটা অফ হয়ে যাবে, ৫০ টা ফ্রি কল এখনকার মতই থাকবে।
কিন্তু সিনিয়ার সিটিজেন স্কীমে এই প্ল্যানটাও কম-এ হওয়া উচিত। তোমার প্ল্যানটার ডিটেলস দাও।
shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৬ | 124.30.233.101
উল্টোটা কিছুদিন আগে শুনলাম। ঐ ভদ্রমহিলারই দাদা গাল্ফে থাকেন, তিনিও ছেলে মেয়ের পড়াশোনার জন্য এখানেই ফ্যামিলি রাখবেন ঠিক করেছেন। বোনের কাছাকাছি বাড়ি খুঁজছিলেন। আমাদের এখানে থ্রি বেডরুম এখন পনের ষোলয় পাওয়া যাচ্ছে খুব হাইফাই স্যোসাইটী না হলে। প্রথমত ওদের নাকি কেউ ভাড়াই দিচ্ছিলনা। এখন আমাদেরই পাশের স্যোসাইটীতে একজন রাজী হলেও ভাড়া চেয়েছে বাইশ। তাই দিয়েই ওরা নিচ্ছে।
Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৬ | 70.64.8.206
হাঃ হাঃ,
Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৫ | 70.64.8.206
এদেশেতো প্রতিটা এয়ারপোর্ট/মল/হোটেল/অ্যাপার্টমেন্ট সবখানে ওয়াই-ফাই চলে। সেরকম হলে হইচই পড়ে যেত না ?
Mandira | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৩ | 98.207.187.245
গুলিয়েই ফেলেছি মনে হচ্ছে ... ছয়ি ঃ(
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৩ | 65.194.243.232
সিকির দাবি সঠিক। আমার শ্বশুরমশায়কে কলকাতা টেলিফোন ঘুরিয়ে ডায়াল করা হ্যান্ডসেট গছিয়ে দিয়ে গিয়েছিল। বোতাম টিপে ডায়াল করা হ্যান্ডসেট নাকি তাড়াতাড়ি খারাপ হয়।
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০ | 61.95.144.123
শারীরিক ক্ষতি হয় এরকম একটা প্রচার বিলেতে আছে - স্পেশ্যালি বাচ্চা আর বয়স্কদের। তবে বৈজ্ঞানিক প্রমাণ নেই। মোবাইল টাওয়ারের ক্ষেত্রে অবশ্য অনেক ইনস্ট্যান্স দেখতে পাওয়া গেছে।
Binary | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০ | 70.64.8.206
৯৯ এ একবার ৩ জনে মেস করে থাকব বলে বাড়ী খুঁজছিলাম, হায়েদ্রাবাদে। অল্প তিন/চার মাসে জন্য। তো, ৫০০০/৬০০০ এর নীচে কোনো বাড়ী নেই, তায়ে আবার তিনমাসের অ্যাডভান্স। শেষে একটা দারুন বাড়ী পেয়ে গেলাম, মাত্র ৩০০০-এ, বাড়ী ওয়ালা ফিরোজ, অমায়িক ভদ্রলোক, একমাসের অ্যাডভান্স নিয়েছিলেন, আবার তিনমাস পরে ছাড়ার সময় পুরো গুনে ফেরত দিয়েছিলেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন