এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 61.95.144.123
  • এরকম কেন হবে? আমার আপিসের ফেডোরা মেশিনটা তো হামেশা লুজ কানেকশন হয়ে বন্ধ হয়ে যায় (পিছনের সকেটটা লুজ আছে, বলে বলেও পাল্টাতে পারিনি) - কখনো কিছু হয়নি তো!
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩২ | 61.95.144.123
  • এনটি-তে কি ইউনিকোড সাপোর্ট ছিলো? ওটা তো সেই কবেকার জিনিস। আর তাছাড়া তোমার অ্যাডমিন অ্যাকসেস লাগবে।
  • sinfaut | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩২ | 203.91.207.30
  • আমার মনে হয় হার্ডডিস্কটা আবার ক্র্যাশিত। এবারে বৌয়ের কল্যাণে। হ্যাং হয়ে যেতে তিনি রিস্টার্ট বাটন টিপে দিয়েছেন। তবে কুবুন্টুকে হুলিয়ে গাল দেওয়া উচিত এইজন্য। রিস্টার্ট বাটন টিপলেই যদি হার্ডডিস্ক খারাপ হয়ে যায় তাহলে সেটা মোটেই স্টেবল জিনিস না। বৌকে বললাম একবার ফোন করতে তো পারতিস, তো সে বলল, করব ভেবেছিলাম, তার্পর মাথা বাল্ব জ্বলে গেল, উইন্ডোজে তো ঐ বাটন টিপেই হ্যাং কাটাতে হয়। আমি বললাম হুম, .... লিনাক্সে এত এত অপশন আছে হ্যাং কাটানোর যে বাটনে হাত দিতেই হয়না। ;-)

    ঃ(((

    রদার মিসা সোলেমনিস + আরও প্রায় ১২-১৩ টা সিনেমা গেল যেগুলোর ব্যাকাপ নেওয়া হয়নি। ঃ"((
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৭ | 144.160.5.25
  • হুঁ ক্লায়েন্টের সার্ভারে। WIN NT
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৬ | 61.95.144.123
  • আমাকে কেউ একটা জিনিস বোঝাও - p2p সিস্টেমে peer-গুলো বিভিন্ন দেশের - একদম গ্লোবালি ছড়ানো। কিন্তু হঠাৎ হঠাৎ সবকটা peer কি করে একই সাথে গায়েব হয়ে যায়? লোকাল নেটওয়ার্ক অল্পক্ষণের জন্যে ডাউন হলে? কিন্তু তাহলে তো ফের আপ হলেই আবার সকলকে দেখাবে - তা কিন্তু হচ্ছে না, বেশ খানিকক্ষণ পর দেখাচ্ছে। DHT রিলেটেড কিছু?
  • h | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২১ | 203.99.212.224
  • 1.Inhelder, B. and Piaget, J. (1964). The Early Growth of Logic in the Child: Classification and Seriation. London: Routledge and Kegan Paul.
    2. Piaget, J., and Inhelder, B. (1967). The Child's Conception of Space. New York: W.W. Norton.


    ইত্যাদি?

    ;-)
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২১ | 61.95.144.123
  • হ্যাঁ, সিটি সেন্টারের শপার্স স্টপের নীচের তলায় পাবে। আরেকটা বাচ্চাদের জিনিসের দোকান আছে ওই অর্কজে যেখান দিয়ে ওঠে সেখান থেকে আরেকটু এগিয়ে ফাঁকা জায়গাটার পরেই।
  • Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২০ | 203.99.212.224
  • ফিশার প্রাইস কি শপার স্টপে মেলে?
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৭ | 61.95.144.123
  • সিটি সেন্টারে চলে যাও - খেলনা পাবে। ফিশার প্রাইসের খেলনাগুলো বেশ ভালো।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৬ | 61.95.144.123
  • সিট্রিক্স দিয়ে তো কোনো একটা সার্ভারে ঢুকছো - সেটাকে তো ইউনিকোড এনেবলড হতে হবে।
  • Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৪ | 203.99.212.224
  • এক্ষুনি। নইলে নেমতন্ন খেতে যেতে পারবো না রাতে
  • Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৪ | 203.99.212.224
  • একটা ৬ মাসের বাচ্ছাকে কি গিফট দেওয়া যায়? আইডিয়া দাও।
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১২ | 144.160.5.25
  • অনামিক কি ঈশানের জন্য কোন ছড়া লিখতে চাইছে?
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১২ | 144.160.5.25
  • হুঁ পেরেছি অবশেষে। কিন্তু ইউনিকোডের সাইতেরা সব চৌকো বাক্স হয়ে খুলছে।
  • siki | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৫ | 122.160.41.29
  • নিঠারি-ঘটনার সেই দুই মূল অভিযুক্ত, মনিন্দর সিং পান্ধের আর সুরিন্দার কোহলির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

    অবশ্য এ সবে গাজিয়াবাদ কোর্ট, এর পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু খোলা আছে।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৪ | 61.95.144.123
  • মনে তো হচ্ছে অজ্জিনাল বই স্ক্যান করা।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১২ | 203.91.207.30
  • অরিজিৎদা আমাকে বললে? টরেন্ট নেমে গেছে? সঠিক বই তো? আমি কাল রাতে ডাউনলোড করে দেখে তারপর পাঠালাম।দেখলাম সাইজ বেশ বড়,আর বইগুলান অরিজিনাল বলেই তো মনে হল। বাকিগুলো দেখছি। যাই তিরুপতি ঘুরে আসি উইকেন্ডে,... গোভিন্দা আ আ গোভিন্দা।
  • anaamik | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৯ | 196.15.16.20
  • এই সব শব্দমালাকে ছড়ার মালায় ফিট করিতে হইবে।
  • anaamik | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৬ | 196.15.16.20
  • হুম্‌ম্‌ম ....

    থাঙ্কু। আরো ভাবনা বাড়লো।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
  • নাঃ ওই ব্যাড, স্যাড, ড্যাড ইত্যাদিই বেশি মেলে।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৮ | 61.95.144.123
  • জ্জিও মামু - নুথ তিন ভল্যুম নেবে গেছে।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৪ | 203.91.207.30
  • ফ্যাৎ (ফ্যাৎ ফ্যাৎ সাঁই সাঁই), ঘ্যাঁট, ফ্যাট (Fat) মায় বিসিবেঢে বাথ পর্য্যন্ত হয়ে যেতে পারে ।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫১ | 203.91.207.30
  • ক্যাঁৎ, (উদাঃ ক্যাঁৎ করে লাথি ) গ্যাঁট,প্যাট (পেট),ব্যাড (Bad),স্যাড (sad),প্যাড(pad),জেদ, লেদ (মেশিন), কেৎ , রেৎ (বালি), ছ্যাঁৎ, স্যাট (স্যাট করে সটকে পড়া)। এমন আরো কত আছে কত চাই।
  • anaamik | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩২ | 196.15.16.20
  • ছড়া লিখতে হলে, 'ল্যাদ'-এর সঙ্গে অন্তঃমিল দেওয়া যায়, 'ব্যাধ' ছাড়া এমন আর কি কি শব্দ আছে ?
  • siki | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৪ | 122.160.41.29
  • আমি চোর বাজার (Chor Bizzare) থেকে পেটপুরে সাঁটিয়ে এলাম। আমাকে জাগিয়ে রাখার দায়িত্ব তোমাদের সকলের।
  • rokeyaa | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২০ | 203.110.243.21
  • আমার কাছে রুট্‌স নেই, "শেকড়ের সন্ধানে' আছে, ওটাই আমার প্রেসির ফুট থেকে দরাদরি করে কেনা প্রথম বই.......
  • h | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৫ | 203.99.212.224
  • উৎপাটন।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 61.95.144.123
  • এই ইনফোজেনের কেসটা অদ্ভুত। বেশ কিছুদিন ধরে রশমি বিল্ডিং-এ এরা ঘাঁটি গেড়ে বসেছিলো, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল অথরিটি বলছে এদের কোনো লাইসেন্স ছিলো না, দেবেশদা বলেছেন যে এদের এসটিপি লাইসেন্স ছিলো না বলে উনি পারমিশন দেননি (ওরা যখন আইটি মিনিস্ট্রির পারমিশন আনতে গেছিলো) - তো এদ্দিন ধরে তারা একটা বিল্ডিং-এ আপিস বানিয়ে রয়েছে, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল অথরিটি করছিলোটা কি?
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 65.194.243.232
  • পেয়ারে পড়লে লোকে রোগা হয়, গ্রান্টি। বিশেষত একতরফা হলে।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫১ | 203.91.207.30
  • আর আমি এইমাত্র রোগা শরীর আরো রোগা করে এলাম। একটা এগ পাফ খেয়ে।
  • santanu | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫০ | 82.112.6.2
  • ?My father mortgaged our house to finance my engineering course and my mother
    pawned her jewellery to arrange for the surety that I had to pay INFOGEN within
    two weeks of recruitment. I have lost my job and my parents?money,? Sudipto Manna said ? Telegraph, 13 Feb 2009, page 20.


    কি সাংঘাতিক Engineering পড়া!!!
  • h | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৯ | 203.99.212.224
  • আজ এট্টু রোগা হব গ্রান্টি। ভাত রুটি কিছু খাই নি, রোল পরোটাও না। শুধু পেয়ারা। একটাই। তদুপরি পেয়ারাওয়ালি, খুবই রোগা।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৯ | 203.91.207.30
  • হুঁ দেখেছি, কার লেখা? মেল করো তো
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 61.95.144.123
  • পাড়ার আসেপাশে লাইব্রেরী ছিলো বটে, তবে সেখানে দস্যু মোহন আর আনন্দলোক পাওয়া যেত। আমাদের পাড়ারটা তো বন্ধই হয়ে গেছে, অনেক বই কিনে এনেছিলুম - সব কি হয়েছে কে জানে। আর তো কোনো লাইব্রেরী দেখি না, আর যাবোই বা কখন? ওচ্চেয়ে কিনে ফেলা সোজা।
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 203.143.184.11
  • আর সিট্রিক্স দিয়ে গুরু অ্যাকসেস করতে পারা উচিৎ, কিন্তুক পারছি না কেন যেন। ঃ(
    ( আমার অফিশিয়ালি ঠিক আধঘন্টা গুরু অ্যাকসেস করার অধিকার আছে)
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 203.143.184.11
  • কিনবে কেন? কলকাতায় কি লাইব্রেরী সব উঠে গেছে নাকি? আমি বাংলা অনুবাদ পড়েছিলাম ইলেভেনে পড়ি সময়। তখন তো বেশ মুহ্যমান হয়েছিলাম।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.123
  • পড়েছ? কেমন? কিনবো?
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪২ | 203.143.184.11
  • আমি রুটস পড়েছি।

    পারমিতার অন্য যে আকুল প্রশ্ন/আবেদন ছিল, সেটা নিয়েও কটা কথা আছে। পরে বলবখনে। মানে পারমিতা পুনরায় যখন আসবে তার আগেআগে।
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪০ | 65.194.243.232
  • বার্বিকিউ নেশনে শনিবার দুপুরে ২০০ টাকা মত কম পড়ে বাফেতে। অরিজিত, না গেলে পস্তাবে। ঃ)
  • h | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৯ | 203.99.212.224
  • আমার উপদেশে তো আর তোর কাজ সোজা হয়ে যাবে না। অতএব তোর পারিপার্শিক দেখে তোকে সিদ্ধান্ত নিতে হবে। তার দায় কি ভাবে ম্যানেজ হবে সেটাও আমার অভিজ্ঞতার বাইরে। শুধু আমি বলছি, বাস্তব ব্যাপারটায় অনেক কিছুই ঢোকে।

    আন্না।
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৯ | 65.194.243.232
  • এর সাথে আরেকটা কথাও বলে রাখা ভাল।

    যারা নতুন প্রোজেক্টের জন্য প্রচুর রিসোর্স তুলবে বলে একধারসে মুড়ি মিছরি একদর করে ছেলেমেয়ে তুলেছে, টার্গেট ফুলফিল করার জন্য রিক্রুটমেন্ট পলিসিকে গোল্লায়, এতগুলি লোকের চাকরি যখন যাচ্ছে, তাদেরও পারফরম্যান্সের খাতাতেও একটু নেগেটিভ মার্কিংয়ের দাগ পড়ুক এবং ইনকম্পিটেন্ট হবার জন্য তাদেরও কারোর কারোর চাকরি যাক।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৮ | 61.95.144.123
  • কিন্তু ভুতো - তোকে আরেকটা বইয়ের নাম দিয়েছি দেখেছিস?

    জনতা - কারো কাছে থাকলে ধার দাও (ভুতো টরেন্ট বা পিডিএফ পেলেও) - কারণ ইবুকের চেয়ে এম্নি বই পড়তে বেশি আরাম।
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৭ | 61.95.144.123
  • অন্ধ্রের কেস বেশি তার কিছু কারণ আছে। সেই ছবিটা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে সত্যি হলে সেই রাজ্যের কেস বেশি হত। এর সাথে অন্ধ্রের সম্পর্ক নেই।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৩ | 203.91.207.30
  • হে হে , না না অন্ধ্রের কেস আছে অনেক। তবে ঐ কাজ শেখার ইচ্ছা অনিচ্ছাটি খালি অন্ধ্রের অপর নির্ভর করে না সেটাই বলছিলাম।আমি যে ছেলেটির ইন্টারভিউয়ের কথা বলছিলাম সে কিন্তু অন্ধ্রের ই ছিল।

    তবে আমার দেখা অন্ধ্রের খোকাখুকুদের মধ্যে ৭০% লোকজন একটু যেন কেমন কেমন, হয় জ্ঞানে নয় স্বভাবে , এই যে রাজুদা অ্যাঁ কি কেলো ই না করল। একটা কাজও যদি ঠিক করে করতে পারে। ধরা দিয়ে বিদ্যেটা বড় রাখতে পারল না ঃ(

    আমি কাটি প্রসঙ্গে ইতি দিয়ে। বোধিদা এল বলে। কি সিগারেট খায় তাও জানিনা। কিং সাইজ হলে এই আসবে আসবে করছে। আর স্মল হলে, ওরে বাবা, এসে গেছে বোধহয়।
  • Dipankar Chakraborty | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৭ | 125.21.170.34
  • মাল খোর বাঙ্গালির মাল ছড়ানোর জন্য এক টা জায়্‌গার খুব দর কার ছিল। বেশ হয়েছে।
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৫ | 65.194.243.232
  • ** যার থেকে
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৫ | 65.194.243.232
  • আমি অপেক্ষা করা ছিলাম কখন হনু খাপ খুলবে। মতে তো মিলবেই না, তবু বলি যে কাজটা যার কাজ থেকে এক্সপেক্টেড সেটা না করতে পারলে এবং অন্য লোকে সেটা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে যেইটা বাস্তববাদী সিদ্ধান্ত সেইটাই নিতে হয়। সেটা যে লেভেলেই হোক না কেন।

    ডিঃ অন্ধ্রের টেকিদের নিয়ে আমি কিছু বলিনি
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১২ | 61.95.144.123
  • আমি কোত্থাও রুটস খুঁজে পাচ্ছি না। সবই দেখি অডিও-বুকের টরেন্ট। আমি পিডিএফ চাই। ভুতো - আরেকটা হল।
  • Bhuto | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১০ | 203.91.207.30
  • ইয়ে গুডবয়ের মত উত্তর দি , ইয়ে আমি তো সিগারেট খাই না, মায় বিড়িও না। মাধ্যমিকের পরে ৩ মাস টেনেও সুখ অর্জন করতে পারিনি। তাই...
  • Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৯ | 61.95.144.123
  • আরিব্বাপ তাইলে তো যাওয়া যাবে না। লাস্ট দুদিন দুপুরে গিয়ে ফিরে এসেছি, সব নাকি রিজার্ভড। এমন কি হাতিঘোড়া খাওয়ায় রে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত