এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:০৬ | 203.91.207.30
  • মেল করছি।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৫৯ | 216.52.215.232
  • থ্যাংকু। কিন্তু আমার কাছে ভিস্তা নেই। কিন্তু দুটো ক্ষেত্রে কী রিটার্ন আসবে সেটা আমাকে জানাতে পারবি। আমাকে সেইভাবে স্ক্রিপ্টটা কোড করতে হবে।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৫৪ | 203.91.207.30
  • অরিজিৎদা বাড়ি গেলো,সেই সোমবার আসবে। বুনু বোধহয় বইমেলা টেলা গেছে। নষ্ট করিস না... দে ওগুলো এদিকে দে ,রিসেশনের বাজার খাবার নষ্ট করতে নাই।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৫২ | 203.91.207.30
  • কি কনফার্ম করবে অর্পনদা, ঐ যে ইউসার হয়ে তুমি কাজ করছ তার কি রাইটস আছে সেটা।

    net user username

    এইটা মারলেই তুমি উসের এর rights দেখতে পাবে।
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৪৩ | 118.69.156.222
  • এম্মা অরিজিৎ, তোমার উপর খচি নাই, ইনফ্যাক্ট তুমি এত ভালো মানুষ যে চেষ্টা করলেও সম্ভব নয়, তোমায় আমি যা যা খেতে ভালো বাসি দিয়ে গেলুম, এক গ্লাস ভর্তি লাল মোটা সরের চিনি ছাড়া দুধ,একবাটি রাবড়ি,একটা বিরাট নলেনগুড়ের জলভরা সন্দেশ, রোস্টেড পোর্ক আর একপ্লেট স্যালাড।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৬ | 61.95.144.123
  • বাড়ি গেলুম। বীতশোক, ন্যাড়াদা - বা বাকি *nix গাইজেরা মিলে মেড ইজিতে ফাইল সিস্টেম বা অন্য কিছু নিয়ে লিখে ফেল। উইকেন্ডে আমার অ্যাকসেস নেই।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২১ | 216.52.215.232
  • ওকে। সিকির পোস্ট থেকে যা বুঝলাম ইনস্টলেশন স্ক্রিপ্টে ইউজারের অ্যাডমিন অ্যাক্সেস চেক করতে হবে। যদি অ্যাডমিন প্রিভিলেজ ডিসেবল করা থাকে তাহলে একটা এরর মেসেজ পাঠিয়ে ইউজারকে প্রিভিলেজ সেট করে আবার চালাতে বলবে।

    ভিস্তা বিশারদেরা এইটা কী করে কম্যান্ড প্রম্পটে গিয়ে চেক করা যাবে সেই বিষয়ে আলোকপাত করুন। জোয়ান না হলেও চলিবেক।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩০ | 203.91.207.30
  • শমীকদা,কোন ভারসন ছিল সেটা ভিস্তার?
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২২ | 122.160.41.29
  • ঐ অ্যাডমিন প্রিভিলেজের চক্করে কম ঘেঁটেছি নাকি অর্পণের ওপেনাপিস ভিস্তায় চেক করতে গিয়ে? C: রুটে কোনও ফোল্ডার ক্রিয়েট করতে দেয় না, ফন্ট্‌স ফোল্ডারে ফন্ট কপি করতে দেয় না, আরও কতো বায়না। বেশি না, মিনিট পাঁচেক ক®¾ট্রাল প্যানেলট ঘাঁটাঘাঁটি করে সমাধান করে ফেলেছিলাম।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৮ | 61.95.144.123
  • হুম্‌ম্‌ম্‌ম তার মানে ভিস্তায় এই সুডো গোছের ব্যাপারটা এনেছে। ভালো তো।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৬ | 203.91.207.30
  • ভিস্তায় অ্যাডমিন অ্যাকাউন্ট বাই ডিফল্ট ডিসেবেল থাকে। ওটা দেখানোর মানে তোমার অ্যাডমিন অ্যাকসেস নাই। অ্যাডমিন এনাবল আল্টিমেট ভারসন এ খুব সহজে করা যায়। কিন্তু অন্যতে আলাদা উপায় আছে। তা আছে আমার কাছে।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০১ | 61.95.144.123
  • এবার কিন্তু বম্মা আমাকে খাওয়াবে না - সব তোমাদের দোষঃ-(
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০০ | 61.95.144.123
  • ভিস্তায় কি করে জানি না, তবে এক্সপিও তো করে - যেমন কিছু ইনস্টল করতে গেলে। সেই সময় "মেক মি অ্যাডমিন' করে অ্যাডমিন প্রম্পট খুলবে। ওর মধ্যে থেকে যদি explorer /separate দাও, তাইলে একটা এক্সপ্লোরার উইন্ডো খুলবে উইথ অ্যাডমিন প্রিভিলেজ (প্রিভবার বলে টুলটা লাল-সবুজ আলো জ্বালিয়ে এটা চিনিয়ে দেয়) - সেখান থেকে যাই ডাবল ক্লিক করে চালাবে সেগুলো সব অ্যাডমিন প্রিভিলেজ সহ। ওই অ্যাডমিন কম্যাণ্ড উইন্ডো থেকে কম্যাণ্ড দিয়ে "অ্যাড/রিমুভ প্রোগ্রামস' খুললে সেসবও করতে পারবে।
  • ami | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৫ | 203.110.246.230
  • তাহলে ভিস্তা যে বিভিন্ন জায়গায় need admin's permission বলে ঘ্যান ঘ্যান করে, তার কি হবে?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
  • বেসিক্যালি নিজে অ্যাডমিন হবে না, এম্নিই কাজ করবে - তাতে পোকা-টোকা বা অ্যাক্টিভএক্স মালগুলো এসে অ্যাডমিন অ্যাকসেস পাবে না বলে তুমি বেঁচে যাবে। কখনো অ্যাডমিন হতে গেলে "মেক মি অ্যাডমিন' বলে টেম্পোরারি অ্যাডমিন হয়ে যাবে - এটা উইন্ডোজের ওই run as অপশনটা ইউজ করে করা। সুডো-র মতন কনসেপ্ট।
  • ami | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৬ | 203.110.246.230
  • অরিজিৎদা, জানলা সিস্টেমে কি করে কেবলমাত্র shell-এ কাজ করা যায়, admin না হয়েই, সেই ফান্ডাটা কোথায় পাবো? মানে ঐ পোকা থেকে বাঁচার জন্য?
  • Sudipta | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪১ | 122.175.74.208
  • অজ্জিতদা এটা আমাকেও পাঠানো হোক, একটু নেড়ে ঘেঁটে দেখি, কলেজ ছাড়ার পর আর লিনাক্সের সঙ্গে সম্পক্ক নেই ঃ)
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩২ | 61.95.144.123
  • জিমেল আগে মেলের অ্যাটাচমেন্টের মধ্যে .exe আছে কিনা দেখতো। এখন ফাইল পারমিশনও মনে হয় পড়ে - কারণ বুনান আর ভুতোকে গ্নু-লিনাক্স ইশকুলের সেটটা tar.gz করে গেলো না, পরে দেখি ফাইলগুলোতে rwx পারমিশন ছিলো - সম্ভবতঃ সেই জন্যে যায়নি। x হঠিয়ে তবে পাঠালুম।
  • dipu | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৭ | 207.179.11.216
  • অস্ট্রেলিয়া টিমটা একেবারে উচ্ছন্নে গেল গা! কে কবে শুনেছে অস্ট্রেলিয়া পরপর ৫ টা ওয়ান ডে হারছে! সেই কবে চ্যাপেল কে পরামর্শদাতা করেছিলো - এখনো ঠ্যালা পোয়াতে হচ্ছে।
  • ami | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৭ | 203.110.246.230
  • কে বলে আমার যন্ত্রে র‌্যাম কম? ২ জিবি, ন্যানো কারখানা হয়ে যাবে! তাও তো যখন ভিস্তা ছিলো, তখন ভিস্তা ১ জিবি খেতো, এখন সাত মাত্তর ৬২০ এম বি খায়! আমার কম্পুভাগ্য খারাপ। এইমাত্র ie খুলতে গিয়ে একটা চলমান পদ্ধতিতে ie খুলতেই লাগলো, খুলতেই লাগলো। ৮০০ মতো ie window খোলার পর আর থাকতে পারলাম না, রিস্টার্ট মারলাম ঃ(
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৬ | 203.91.193.5
  • অয়ন রে, হয়ে যাবে। আমি যদি কলকাতায় গিয়ে দিই চলবে? সামনের মাসে। জনি সোকো নাই, বাকি যা লিখেছি আছে।
  • bhutp | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০২ | 203.91.193.5
  • বোধিদা,হল? আমি একটু হাওয়া খেতে গেছিলাম।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • বম্মা কেন খচে আছে জানলুম;-)
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১০ | 122.160.41.29
  • amiর কেসটা আমরও মাঝে মাঝে হয়। দুয়েকটা শব্দ লিখে ফেলার পর পুরোটা উল্টো সিকোয়েন্সে একসাথে হড়াস করে টাইপ হয়ে যায়। তারপরে ঐ একটা এরর মেসেজ দেয় stack overflow। সেটাকে বন্ধ করে আবার লিখতে শুরু করলে আর কোনও ঝামেলা হয় না।

    এটা কেন হয়, আমি জানি না, তবে খুব রেয়ারলি হয়। amiর কি মেশিনে র‌্যাম কম আছে?
  • a | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৫ | 203.201.231.35
  • ভুতো, তুই এক্টা যা তা!!!! আম্মো চাই জনি সোকো আর আর যা আছে, মানে সবই চাই ঃ)

    আমি ২২ তরিখ অবধি কলকাতায় তাপ্পর দিল্লীতে। কিভাবে নেবো??????

    অয়ন
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 61.95.144.123
  • একযুগ লাগিয়ে তাপ্পর জিমেল গেলো - বইসহ। প্রথমে tar.gz করলুম - তো জিমেল আপত্তি করলো - বলে এগজিকিউটেবল ফাইল - আল্লা জানেন কেনঃ-(
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 65.194.243.232
  • চুপ করে থাকলে খাবার পাওয়া যাচ্ছে!
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.123
  • আচ্ছা আচ্ছা আর বলবো না। খাওয়াবে তো? ;-)
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪২ | 118.69.156.222
  • ফার্মা-র কোনো লোককে কখন ও বিয়ে করতে নেই, রোগ আর ওষুধের বাইরে কিছু বোঝে না, ছিঃ
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৭ | 65.194.243.232
  • ল্যাপি বেচতে অফিসে লেনোভোর লোকজন এসেছিল। কথা বললাম। ওদের প্রায় সব মডেলেই ভিস্তা হোম প্রিমিয়ামের সাথে আসে। খালি দুটো মডেল ছাড়া। LENOVO S9 লিনাক্ষ আর S10-এ এক্সপি হোম এডিশন আসে!
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৬ | 118.69.156.222
  • ভাল্লাগেনা, এবার হারা উদ্দেশে রওনা হলুম......... লোকজন সবসময় কাজ কাজ করে থাকলে বাড়ী ফিরতে ইচ্ছে করে না। নাও ফিরতে পারি।ঃX
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৬ | 61.95.144.123
  • ওই পোর্ট বন্ধ। বাইরে থেকে অ্যাকসেস করার জন্যে। পোর্টটা খুলে দাও।
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৩ | 203.99.212.224
  • ১। পাতি ssh হচ্ছে। লিনাক্স এ ঢুকছি দিব্য।
    ২। পিং বিভিন্ন ভাবে হচ্ছে।
    ৩। কিন্তু পোর্ট দিয়ে টেলনেট টা হচ্ছে না।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২১ | 61.95.144.123
  • পাতি ssh যদি না হয় তাইলে ওই আইপি পাল্টে গেরো হয়েছে। হোস্টনেম আর আইপি - দুটোই পিং করে দ্যাখো। আইপি দিয়ে হোস্টনেমে রিজলভ করে দ্যাখো - পিং-এ সেরকম অপশন আছে।
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৮ | 203.99.212.224
  • ওডিসি না। না বলে কিছু করা যাবে না? দেখি।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৬ | 203.91.207.30
  • অরিজিৎদা তাহলে ওটা আমাকেও পাঠিয়ে দাও। মেলে।

    বোধিদা,ক্লায়েন্ট নেটওয়ার্ক কি আলাদা? ODC ? আর সিস্টেমটা আগে যে পোর্টে ছিল সেটার আর এখনকার নেটয়ার্কে পার্থক্য কি? অ্যাডমিনকে ধরো,জিগাও। মনে হয় ঐ change of network এই সবের মূলে (যদি প্লেন ওয়েবসাইটের ব্যপার হয় তো)।নেটওয়ার্ক যদি এক হয় আর তাও কাজ করছে না,তবে জিগাও অন্য সুইচ এ দিয়েছে কিনা,তরপরে তাকে বলো ACL দেখতে । মোদ্দা কথা তোমার প্রবলেমটা তাকে বলো।
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৮ | 203.99.212.224
  • অরে ওটাই তো হচ্ছে না। হোয়ার ইজ দ্য গেরো।
  • dipu | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৭ | 207.179.11.216
  • ব্যাঙ্গালোরে এসে পর্যন্ত যা যা খেয়েছি তার মধ্যে উচ্ছে-সয়াবিনটাই সবচেয়ে খারাপ খেতে (অবশ্য শুনেছি বাঙালরা উচ্ছে দিয়ে ভেটকি রাঁধে ঃ))
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০২ | 61.95.144.123
  • দাঁড়াও, ফের নামাতে হবে। ইশেনও মাইরি বলিহারি - পুরোটা একসাথে রাখলেই পারতো - দশ দিনের জিনিস দশটা আলাদা ডাউনলোডঃ-(
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০০ | 203.91.207.30
  • উচ্ছে দিয়ে সয়াবিন (বড়ি না সয়াবিনের দানা?) !! বাহ বেশ ইনোভেটিভ মনে হচ্ছে । আজকে ট্রাই করব, কাল পরশু ছুটি উল্টে পড়ে থাকলেও বসের কিছু যাবে আসবে না। বুনু খাবি নাকি রে?

    বোধিদা কে নে সা ফাঁসিয়ে দিল গা?
  • Blank | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
  • ও অজ্জিত দা, ওটা এট্টু দাও না
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
  • ওই ওই - একই ভদ্রলোক।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৫ | 203.91.207.30
  • যদ্দুর মনে পড়ছে, ডাউনলোডের পাতায় একটাই তো ছিল,আর সেটা দীপংকর দাশ এর লেখা (??) এখানে ডাউনলোডের পাতায় যেতে পারছিন কেননা freewebs ব্লক। বাড়িতে আছে , গিয়ে দেখব।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
  • ক্লায়েন্ট মেশিনগুলো থেকে ওই মেশিনটা এম্নি অ্যাকসেস হচ্ছে? পিং বা ssh করে? একবার ওই পাট্টিকুলার পোর্টে টেলনেট মেরে দ্যাখো কি বলে - telnet host port

    রঙ্গন নাই তো?
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৪ | 203.99.212.224
  • ক্লায়েন্টে একটা ssl সাট্টি লাগিয়ে বা না লাগিয়ে দেখেছি, মাল ইজ নট হ্যাপেনিং।
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫১ | 203.99.212.224
  • আমি একটা সমস্যায় পড়েছি, কে আছো জোয়ান ইত্যাদি ...

    আমার একটা ছোটো ফেডোরা বক্স আছে। সেটাতে আমি প্রায়ই ওরাকল ১১জি র এটা ওটা টুকটাক টেস্ট করি।

    তো ক্যালানে নে সা যেটা করেছে, বক্সটা সরিয়ে একটা নতুন ডি এস পোর্টে দিয়েছে। আর আই পি বদলে গ্যাছে। আর মনিটরিং টুল টি চলছিলো না। তো আমি নিম্নলিখিত চেঞ্জ গুলো করে, মালটারে আবার চালিয়েছি।

    ১। ORACLE_HOSTNAME নামক এনভ ভ্যারিয়েবল এর ভ্যালু বদলেছি।
    ২। যখন ছুটিতে ছিলাম, কেউ /etc/host ফাইল হাতে করে localhost এর ভ্যালুটা আপডেট করে রেখেছিল, সেটা কমেন্ট করে দিয়েছি।
    ৩।oracle এর নিজের লিসেনার টা নতুন আই পি দিয়ে আবার চালিয়ে নিয়েছি।
    ৪।মনিটরিং টুল এর রিপোসিটরি আবার করে তৈরী করে নিয়েছি। ঐ emca -dbcontrol db -repos create ইত্যাদি।

    এইবার আবার সব চলছে। কিন্তু ঐ বক্স টা ছাড়া, আর কোথাও থেকে মনিটরিং টুল এর লিংক্টা খুলছে না।

    ধরো, https://blah.blah.blah.blah:portnoblah/em এই মালটা ফেডোরা বক্সটায় বসে দিব্য খুলতাছে। কিন্তু ক্ল্যায়েন্ট মেশিন গুলা থেকে ব্রাউজারে (আই ই কত যেন) এ এই লিংক দিলে খুলছে না।

    প্রক্সি কে অ্যাভয়েড করার আগে প্রক্সি সংক্রান্ত এরর দিচ্ছিল। অ্যাভয়েড করার পরে থেকে শুধুই cannot display ইত্যাদি।

    যেগুলো স্বাভাবিক চেক, portlist.ini, /etc/service, $ORACLE_HOME/sysman/config/emom* etc এইগুলো দেখেছি, কোন চাপ নাই।

    তাইলে কোথায় ঘাঁটছে। সল্যুশন কি?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪২ | 61.95.144.123
  • হুঁ - ওইটাই ত্রিদিববাবুর লেখা বই। পুরোটা নামিয়েছিস তো? অনেকগুলো পার্টে আছে। এখন প্রিন্টেড কপিও বেরিয়ে গেছে। তবে ওতে যেমন লিলো-র কথা রয়েছে, গ্রাব নেই - প্রিন্টেড ভার্সনে মনে হয় আছে।
  • bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২৬ | 203.91.207.30
  • আরে, হ্যাঁ ,ঐটা আর তোমার ধারাবাহিকভাবে লেখা 'খোলা পাতা, খোলা কোড' তো আমি কপি করে রেখে দিয়েছি। তোমারটা পড়া শুরু করে দিয়েছি। আর ওটা উইকেন্ড এ পড়ে ফেলব ভাবছি। ঐটার কথা বলছিলে? বেশ বেশ পড়ে নেব। কোছেন আনছার তো চলতে থাকবেই ।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২৩ | 61.95.144.123
  • বইপত্তর সেকশনে দ্যাখ গ্নু লিনাক্স ইশকুল বলে একটা বই আছে। ওর পর, লেম্যান ইউজারদের জন্যে আর কিছু লেখার দরকার নেই। ভাটের ভাষায় দিব্যি সহজ করে লেখা। তাই ভাবছিলুম মেড ইজি টইটা আর আদৌ দরকার আছে কিনাঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত