এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bhuto | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 122.172.29.181
  • আহা সে বহুদিন আগেকার ব্যপার রে,সবচেয়ে পুরোনো ডাক এটা।

    এই রে 'ইপ্পি,ভূত' কি ? (ঃ-স)
  • d | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 117.195.36.176
  • বড়ম, পুরোটাই কি পুড়ে গেছে? তা না হয়ে যদি ওপরের ২-৩ টে লেয়ার পুড়ে যায়, তাহলে ওটুকু ভোঁতা ছুরি দিয়ে চেঁছে ফেলে দাও। বাকীটা কোন টকটক সস বা চাটনী দিয়ে আর কিছু টুকরো টাকরা সবজি, ফলের কুচি সাজিয়ে পরিবেশন কর। সোনামুখ করে খেয়ে নেবে লোকে। তাও খেতে না চাইলে চোখ পাকিয়ে "প্য অ অ প' করে একটা ধমক দাও।
  • pi | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩ | 69.251.184.3
  • ঘরে ভূতের নেত্য চলচে!ঃ(
  • papiya | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩ | 74.192.194.238
  • অথবা তন্দুরি মাছ!
  • d | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২১ | 117.195.36.176
  • ইপ্পি, ভুত?
  • pi | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২১ | 69.251.184.3
  • বলে দিলেই তো হয়, আইটেমটার নাম মাছপোড়া।
    বেগুনপোড়া স্টাইলে বানানো। দেড় মাস আগের সানন্দায় বেরোনো প্রাইজপ্রাপ্ত রেসিপি ইত্যাদি।
    ওপরে একটু লেবু টেবু ছিটিয়ে দিলে খেয়েও ফেলা যাবে মনে হয়। বাঁটুল খেত না ?
  • papiya | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২১ | 74.192.194.238
  • টম্যাটো স্যস আর চিলি স্যস
  • M | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১২ | 118.69.165.223
  • আমি আজ মাছভাজা পুড়িয়েছি, কি করে পোড়া জিনিস সোনা মুখ করে লোকে খেয়ে নিতে পারে তা কেউ শীঘ্র জানাও নইলে অকালে ঝড়ের সম্ভবনা দেখা দিচ্চে।
  • M | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১০ | 118.69.165.223
  • উফ! এই ছেলেটা প্রত্যেকেরই উদ্ভট একটা ডাক বার করবে।কি রকম সম্পক্কো গুলিয়ে দেয় যেন!
  • bhuto | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৯ | 122.172.29.181
  • দিদিমাসি,
    আমি পড়ব..
  • d | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০০ | 117.195.36.176
  • কনফু কিছুদিন আগে মার্কেজের "স্ট্রেঞ্জ পিলগ্রিমস'এর ভুমিকাটুকু অনুবাদ করেছিল। চমৎকার ঝরঝরে অনুবাদ। ভুমিকার পরে বাকীটুকুর অনুবাদ শুরু করেছে কিনা জানিনা। অন্তত এখনও পাবলিক করে নি। কেউ উৎসাহী হলে লিঙ্ক দিয়ে দেব।
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬ | 59.93.255.228
  • কাজিরাঙ্গায় আসাম ট্যুরিজমের যে লজগুলি আছে, তাতে কলকাতায় আসাম ট্যুরিজমের অফিস থেকে বুক করা যায়? তাদের ভাড়া কিরকম (এখনকার)? আর ITDC-র লজগুলি? (একই জিজ্ঞাসা)
    এছাড়া আর কোনো ঠিকঠাক থাকার জায়গা আছে, preferrably 400-600 /double bed room-(আমাদের তিনটে চাই/অথবা 6-7জন থাকার মত কটেজ)?
  • d | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪১ | 117.195.36.176
  • অক্ষদার থেকে শ'খানেক এফসি ফেরত নিলাম । এক তো, স্ক্যান করে একই অংশ ২-৩ বার করে আপিয়েছে, আবার একটা গল্প শেষ না করেই সেই অবস্থায় ছেড়ে দিয়েছে। আরে বাবা! একটা লজিক্যাল এন্ডে এনে ছাড়বে তো। এখন শীঘ্র বাকী অংশ স্ক্যানাও ও আপাও, তবেই বাকী এফসিগুলো পাবে।

    কলকাতা কিম্বা ঢাকা বইমেলা , কোনটাতেই উপস্থিত না থেকেও দুটো থেকেই মনের আনন্দে বই কিনছি। সৌজন্যঃ নেটেপ্রাপ্ত বন্ধুর দল।
    আহা! কি আনন্দ!
  • h | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৩৫ | 61.95.144.10
  • ১। বোজো সত্যি লিখলে পারে। আমি এ ব্যাপারে অধীর ভাবে অপেক্ষা শুরু করলাম। ব্যস্ত বৈজ্ঞানিক, অথবা গুরুতে আমাদের কচকচি তে বোর হয়ে গ্যাছে, দ্যাখো, তোমরা বলে কয়ে ওরে যদি সময় বার করাতে পারো।
    ২। তীর্থ (কবি) রে দিয়ে যদি লেখানো যেত ভালো হত। এ ব্যাপারে আমি ডিডি র সঙ্গে একমত। তবে ডিডি নিজেও ল্যাখেন। চিরকিশোর ডিডি।
    ৩। আমি প্রাইমারিলি দময়ন্তী আর বৈজয়ন্তর সঙ্গে একমত, যে, এইখানে বাচ্চারা বেশি ল্যাখেনা।
    বাংলা সাহিত্যে গুরুর মাধ্যমে তারুণ্যের জোয়ার আসুক। এইটার দায়িঙ্কÄ সোমনাথ/ব্ল্যাংকি/টিম/স্যান নিক। টিম তো অলরেডি লিখতাছে। আরো বেশি বেশি করে গুরুতে ছোটো ছোটো লোকজন ভালো ভালো টই লিখুক।
    ৪।সোমনাথ অত্যন্ত অসভ্য। কি ভাবে বইমেলার সিকিউরিটি গার্ড মেয়েদের সঙ্গে ছক করলো ভাবা যায় না। তার উপরে, উর্দিতে অ্যাটালিস্ট চারটে স্টার ওয়ালা এক অফিসারকে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা এখানে স্মোকিং জোনটা কোনদিকে?
    ৫।আমি তিন চারটে ভালো বই পড়লাম। আমি কি মহান।
  • bhuto | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৩ | 122.172.3.43
  • ধ্যাত গলা টিপে দিলে। সায়নকবি যাচ্ছেতাই।
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩১ | 59.93.172.186
  • পয়লা আষাঢ় ফিরছি, কলকাতায় তখন বেজায় শীত!!!
    আর চৈত্রমাসটা নিউ ইংল্যান্ডে ফুরফুরে বসন্ত!!
  • sayan | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৪ | 115.108.25.26
  • ব্ল্যাক ডগ গলা টিপে ধরে বেঘোরে ...
  • Bhuto | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৫ | 122.172.3.43
  • শাওন রাতে খেয়া পারাপারে...
  • Binary | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৪৩ | 70.64.8.206
  • কাবলিদার বেশ মস্তি, শীতে দেশ আর গরমে তাসের দেশ।
  • kd | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৫ | 59.93.172.186
  • ও বুঝেচি, এক্‌স্‌ট্‌রা টপিং। তা ওটা না চেয়ে পেপারনি, অ্যানচোভি, পেঁয়াজ, ক্যাপ্সিকাম বা অন্য হাবিজাবি অর্ডার করলেই তো হয় - পার টপিং এক্‌স্‌ট্‌রা চার্জ, এই তো! আমরা তো বাড়ীতে এনে খেলে তার ওপর উদারহস্তে ক্রাশ্‌ড চিলিপেপার আর পাউডার্ড পার্মেজান ছড়াই।

    উঃ মুখে জল চলে আসচে। আর দেড়মাস।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৫ | 24.214.28.245
  • চীজ ছাড়া পিৎজা, চীকেন ছাড়া চীকেন স্যুপের মতন,ভালো লাগবে না।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩২ | 24.214.28.245
  • (অনামিক জানে না আসলে অনেকেই তাই ঃ)=<)
  • anaamik | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৯ | 59.164.104.193
  • আজ্জোদা, কোঙার হওয়ার ইচ্ছে বা কপাল আমার নেই। আমি ফিন্যান্স-এর কিছু কিছু জিনিষে আগ্রহী, সেগুলো নিয়ে সুযোগ পেলে ঠিকবেঠিক বকে থাকি বা জানার চেষ্টা করি। ইকো, বিশেষতঃ ম্যাক্রো, বা আরো বিশেষ করে শ্রম / রাজনৈতিক অর্থনীতিতে আমার জেনুইন ভয় হ্যাস।
    আমি সত্যি সত্যি ক্লাস ওয়ারফেয়ার শব্দটা নিয়ে আজ প্রথমবার উইকি পড়লুম।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৪ | 70.64.8.206
  • *পেটে
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৪ | 70.64.8.206
  • চীজ ছাড়া পিৎজা হয়না এটা সত্যি, কিন্তুক সেই যে, চীজের উপর ছোটখাটো পাহাড়ের সাইজের , মোজোরিল্লা না কি আরো হ্যানাত্যান গুঁড়োগুঁড়ো চীজ থাকে , বেক করার পর ঘন হয়, সেই গুলান-ই পট গেলে ভয়ংকর।
  • kd | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০৬ | 59.93.172.186
  • চীজ ছাড়া পিৎজা হয়? মানে তাকে কি পিৎজা বলা চলে?
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৫ | 70.64.8.206
  • অরিজিত আর অপ্পন না থাকলে পুর্বের ভাট একপাতাও এগোয় না দেখছি।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫১ | 70.64.8.206
  • এইরে, জীবনে আর কক্ষুনো চীজপিৎজা খাবুনি।
  • d | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৮ | 117.195.38.254
  • বে থে কে যে "ছবি ও ছড়ায় উবুন্টু' খুঁজে দিলাম, তাতে কি কিছু কাজ হল?
  • Mandira | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৩৭ | 98.207.187.245
  • বাইনারি,
    চীজ পিৎজা খাওয়ার "ফল" তুমি হাতে নিয়ে দেখো!!! এঃ এঃ ম্যাগো ম্যা এঃ

    ঃ)
  • Mandira | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৮ | 98.207.187.245
  • ভুতো,
    মেলিয়েছি, এট্টু দেখে নিও।
  • Mandira | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৭ | 98.207.187.245
  • অক্ষ,
    অজস্র, অসংখ্য ধন্য+
  • baps | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৮ | 203.199.41.181
  • জেলুসিল পুরোনো হয়ে গেছে। রাম খাইবার আধা ঘণ্টা আগে নিয়ম করে Aciloc/Histac/Rantac-150 খান। একটি মাত্র। যদি ভুলে যান তাইলে সঙ্গে ও চলিতে পারে। হাতে নাতে ফল পাবেন। পরের দিন সকালে .....ও খোস মেজাজ। গ্যারান্টি রইল।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৯ | 24.214.28.245
  • যাই এবার অর্থনীতিটা একটু দেখে আসি। নইলে এই টেক ঝড়ে বেচারা খড়কুটোর মতন উড়ে যাচ্ছে।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৩ | 70.64.8.206
  • হ্যাঁ এইবারে জমেছে, এতক্ষন ফুর্তির পরান আটকে ছিলো এইবারে গরের মাঠে হাওয়া খেতে যাবেক।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪১ | 70.64.8.206
  • এইয়ো, পিৎজা কক্ষুনো বেশী চীজ দিয়ে খেতে নেই, খেলেই হাতে হাতে ফল।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪১ | 24.214.28.245
  • আজ শুক্কুরবার, শাস্ত্রমতে আজই রাম খাইবার দিন,
    কিন্তু বদহজম? তাতে কি? দুটো জেলুসিল গুলে নিন।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৮ | 24.214.28.245
  • আজ লাঞ্চে হ্যালোপিনো সহযোগে পিৎজা পেঁদিয়ে একটু ইয়ে হয়েছে। শুধু যাওয়া আসা, ব্যর্থ সে আশা।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৫ | 70.64.8.206
  • আজ্ঞে এখনো জাগতিক স্তরে আছি, মেলিও, দেখবো।

    আজ্জো-র উপরে আমি ভয়ানক রেগে আছি । ছড়া কই ?
  • d | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 117.195.34.126
  • থেংকু আজ্জো। তুমি ঠিক সোনার না হলেও একদম ব্রোঞ্জের টুকরো একটা ছেলে।

    বাইনারির লগে কিঞ্চিৎ পরিমাণ দরকার ছিল। কিন্তু সে তো বোধহয় এখন কোন এক মহাজাগাতিক স্তরে বিরাজমান। অতএব আমি মেলিয়ে রাখব, পরে জাগতিক পিত্থিমিতে ফিরে এসে দেখে নিও।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 24.214.28.245
  • সাপ গোসাপ আর অ্যাবাপ টা বেশ নাম হয়েছে। ঐটাই বেটার হবে বলে মনে হচ্ছে।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮ | 24.214.28.245
  • আরে বাইনারীদা যে। এখনো অম্বল হয় নি। আজ বুঝি জেলুসিল খেয়ে নিয়েছিলে আগে।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮ | 70.64.42.3
  • অথবা, 'সাপ-গোসাপ-অ্যাবাপ'
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৪ | 70.64.8.206
  • আমি এট্টা টই খুলবো ভাবছি। 'তরুন সমাজে জেসিএল-ডিবিটু-র প্রেক্ষিত'।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২০ | 70.64.8.206
  • দ এখন কফি খাচ্ছে
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৩ | 24.214.28.245
  • দ, যেখানেই থাকুন চোখ কান খোলা রাখুন।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২ | 24.214.28.245
  • জমত যদি থাকত এট্টু চণ্ডু।
  • bhuto | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৩ | 122.172.44.234
  • সাথে ভিস্তা আর XPর মুন্ডু।
  • Binary | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৬ | 70.64.8.206
  • উবুন্টু আর বাংলা ফন্টু
  • bhuto | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৫ | 122.172.44.234
  • সারাটা দিন এইকদিন চলছে টেকি ঝড়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত