এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৯ | 61.95.144.123
  • চেনা জানা কম নয়। আমি ওখানে জন্মেছি, আমাদের বাড়িটার বয়স চল্লিশ বছরের বেশি - প্রত্যেকেই চেনে। কিন্তু এই ঝামেলাগুলোও এত বছর ধরে রয়েছে। এটাও একটা কারণ যে আমি ওই এরিয়া থেকে বেরোতে চাইছি।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৩ | 203.99.212.224
  • আমি আর একবার গেলে সুবর্নরেখা ঢুঁ মেরে আসবো খন। থিম প্যাভিলিয়ন অতি বাজে। এক গাদা জেকিল আর হাইডের বই রাখা। অসম্ভব খারাপ
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪২ | 203.99.212.224
  • এগুলো সবচেয়ে বেশী হয় সেই সব পাড়ায় যেখানে নিজেদের মধ্যে চেনা জানা খুব কম থাকে।
    আমাদের পাড়া ছোট পাড়া। সবাই সবাইকে চেনে, এদিক সেদিক ঝগড়া ঝাঁটির মধ্যেও মোটামুটি সবার সম্পর্ক ভাল। আমার দাদু (ঠাকুর্দা) মারা যাওয়াতে সরস্বতি পুজোর ফাংশান মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছিল।
    সামনের বাড়ির এক ভদ্রলোক মারা যাওয়াতে সে বছর দোল খেলাও বন্ধ হয়ে যায়।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৮ | 61.95.144.123
  • ঠিক হ্যায়, শনিবার গেলে দেখে আসবো।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৭ | 61.95.144.123
  • এবারে থীম তো স্কটল্যাণ্ড - আমার বহুত পছন্দের জায়গা। প্যাভিলিয়নে কি আছে? ঝোলালে নিগ্‌ঘাত খিস্তি মারবো গিয়ে।

    বাই দ্য ওয়ে - আমি একটা সিরিয়াস ডিসকাশনের কথা ভাবছি - ওই ত্রিদিববাবুর বুবুভা রিলেটেড। ঠিক একই এক্সপিরিয়েন্স আমারও, রিসেন্টলি। ইভেন কালও। আমাদের পাড়ায় এক ভদ্রলোক মারা গেছেন - সেটা জেনেও, তাদেরই আশেপাশের বাড়ি থেকে প্রচুর লোকজন রাত দশটার পর সিন্থেসাইজার, ঢাক-ঢোল-ব্যাণ্ডপার্টি নিয়ে ওইখান দিয়ে সরস্বতী বিসর্জনের মিছিল নিয়ে বেরিয়েছিলো। প্রচণ্ড আওয়াজ, সাথে বাজি। ঋতি ঘুমের ঘোরে পুরো চমকে চমকে উঠছিলো - আর ওই ভদ্রলোকের বাড়ির লোকেদের অবস্থা ভাবো। আমি বেরোতে গেছিলাম - কিন্তু বাবা-মা আটকালো - এর আগে এরকম প্রোটেস্ট করার ফলে অনেকবার বাড়িতে নোংরা ফেলে গেছে, বাগানের গাছ উপড়ে দিয়ে গেছে...

    ইন্টারেস্টিং হল এই ধরণের ঘটনাগুলো মোস্টলি শহরতলি এলাকায় দেখা যায়। ত্রিদিববাবু উত্তর শহরতলিতে, আমি দক্ষিণে। শহরের ভিতরের অঞ্চলগুলোতে এরকম কমপ্লেন খুব একটা শোনা যায় না। শহর আর শহরতলির মধ্যে একটা কালচারাল ডিফারেন্স হয়তো আছে। কেন?
  • shrabani | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৪ | 124.30.233.104
  • তুমি যমদত্তের ডায়েরী জিজ্ঞেস করছিলে, ওটা সুবর্নরেখায় পাওয়া যাচ্ছে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
  • গুচ-কে পিং করলেই তো আইপি এসে যাবেঃ-)

    বইমেলায় যাইনি - সময়ই পেলাম না। শনিবার দিদিদের কো-অপে ঋককে সরস্বতী পুজো দেখাতে গিয়ে পুরো দিন গেলো, আর রবিবার বাড়িতে অনেক কাজ থাকে। নেক্সট শনিবার যাবো - রবিবারেও যেতে পারি - সেদিন আবার ব্রিগেডে সমাবেশ আছে।
  • shrabani | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৭ | 124.30.233.104
  • গল্প শুরু যখন হয়েছে শেষ ও হয়ে যাবে, কিন্তু এই ছুটিতে ঘুরে এলাম, আবার ছুটি!ঃ(
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৬ | 203.99.212.224
  • বইমেলায় থিম প্যাভিলিয়ন গুলো এত বাজে হয় যে ওগুলোকে তুলে দেওয়া উচিৎ পুরো।
  • shrabani | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২০ | 124.30.233.104
  • অরিজিত বইমেলায় গেছিলে?
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২০ | 203.99.212.224
  • শ্রাবনী দি, দুদিন ছুটি নিয়ে গপ্পটা শেষ করো আগে
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৯ | 203.99.212.224
  • সিস অ্যাডমিনকে কেলিয়েই বা কি হবে? আগেও কয়েকবার ব্লক হয়েছিল গুরু। উঠেও গেছিল নিজে নিজে, এও তাই যাবে
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৮ | 203.99.212.224
  • বেথে কে একটা ভাল এক্সপি আর তার সাথে থ্যংকু
  • shrabani | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৮ | 124.30.233.104
  • আমাকে কেউ আই পি দেয়নি আমি নিজে নিজে খুঁজে বার করেছি!
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩ | 61.95.144.123
  • আধা বেথে-কে দাও - আইপি-টা আমাকে বেথে দিয়েছিলো। আর সিস অ্যাডমিনকে এট্টু কেলিয়ে দিও।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১২ | 203.99.212.224
  • অজ্জিত দা কে কোটিস কোটিস (প্লুরালে) থ্যাংকু
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১২ | 61.95.144.123
  • হুঁ - ওদেরও সেটা দিয়ে দিলাম। আশা করি ওদের আপিসের সিস অ্যাডমিন গুরু পড়ে না।
  • shrabani | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৯ | 124.30.233.104
  • আমার অফিসেও গুরু ব্লকড। guruchandali.com দিলে ব্লকড দেখায়, আই পি দিলে খুলে যায় (এখনো পর্যন্ত)।
  • d | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৭ | 203.143.184.11
  • এদিকে আম্রিকায় এত লে-অফ হচ্ছে, এত হচ্ছে যে আমার ভাটের সময় কমে কমে ০ হয়ে যাচ্ছে। ঃ(
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৪ | 61.95.144.123
  • দিনের বেলা ভাটের অবস্থা আরো খারাপ হল - বোধিদের আপিসে গুরু ব্লকড (এন্টারটেইনমেন্ট ক্যাটেগরি) - ব্ল্যাংকও তার মানে পাবে না।

    যাই ঘুমুই গে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০১ | 61.95.144.123
  • কলকাতাতেও লে-অফ শুরু হয়ে গেছে - মানে শুনলাম আর কি। এখনও কনফার্মড খবর পাইনি।

    আরো শুনলাম ইনটেল নাকি কম্পিউটার ইন্ডাস্ট্রির চেয়ে বেশি প্রফিট করতো কার ইন্ডাস্ট্রি থেকে - সেটা ঝাড় খাওয়ায় ইনটেল বেশ ঝাড় খেয়েছে, চেইন রিয়্যাকশনে টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইত্যাদি।
  • arjo | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০১ | 24.214.28.245
  • যাক গুন্নাইট।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৭ | 70.64.8.206
  • সত্যি কচুপোড়া হবে। কে যেন বলেছিলো, রাজু নাকি আম্রিকার পুলিশের বাম্বু থেকে বাঁচতে-ই এখানে ধরা দিয়েছে।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৪ | 70.64.8.206
  • টুবিপ্রিসাইস, আজকাল এইচাকরি গুলো-ই সবচেয়ে সেফ,
    ১) রিপোর্টার
    ২) ডাক্তার
    ৩) কলেজের মাস্টার
    ৪) উকিল
  • arjo | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫০ | 24.214.28.245
  • তাতো বটেই। সত্যি কিছু হবে কিনা আমার সন্দেহ আছে। কদিন বাদে সত্যম ঘুরে দাঁড়াবে, মন্দা কেটে যাবে। লোকেও ভুলে যাবে। রাজু সুখে শান্তিতে কোনো একটা দ্বীপে জীবন কাটাবে।

    তবে মিডিয়ার বিজিনেস টা বেশ। রিসেশন প্রুফ। যত বেশি রিসেশন তত সেনসেশন আর তত লাভ।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৭ | 70.64.8.206
  • রাজুর সম্বদ্ধে এইসব খবরগুলো আমার কেমন যেন চাটনিচাটনি লাগে, লোকে খাবে তাই পাবলিশ করছে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৭ | 61.95.144.123
  • অ্যাঁ শেষে অসুখের নাম দেবো? ফেডোরা-র গোঁসা হবে নি?
  • pi | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 128.231.88.5
  • লেম্মি সাজেস্ট অ্যানাদার নেম, ইন কেস ইউ রান আউট অব অল বেরিজ।
    বেরিবেরি।
    ইজন্ট ইট আ ভেরি ভেরি গুড নেম ? ফর আ মেশিন ?
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৫ | 70.64.8.206
  • ব্র্যান্ডেড ল্যাপটপে আজকাল ভিস্তা-ই দিচ্ছে, এখানেও, চার মাস আগে কেনা কম্প্যাকে হোমভিস্তা-ই পেয়েছি। তবে এটাতে মূভি দেখা,চ্যাট আর গুচ ছড়া অন্য কিছু করিনা তাই সেরকম কোনো প্রবলেম মনে হয়নি। উইন্ডোজ মুভি মেকার আরামসে চলে। আর অপিশের ল্যাপিতেতো এক্সপি এমনিতেই।
  • arjo | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৩ | 24.214.28.245
  • আচ্ছা এই রাজুর ম্যাক্সিমাম শাস্তি কি হতে পারে?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২২ | 61.95.144.123
  • অক্ষ/ভুতো - এখানে ডিলারের কাছ থেকে নিজের জন্য ব্র্যান্ডেড ল্যাপি কিনতে গেলে ভিস্তা নিতে খানিকটা বাধ্য। কোম্পানিগুলো যখন কেনে তখন আলাদা কনট্র্যাক্টের দৌলতে এক্সপি পেয়ে যায় - হোম ইউজারদের প্রভূত ব্যথা। চেনা ডিলার না হলে মুশকিল।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১৫ | 61.95.144.123
  • আমার এক বন্ধু "হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম' গানটা খুঁজছে - বা কেষ্টর ১০৮টা নাম। কারো কাছে পাওয়া যাবে?

    স্ট্রবেরি/ব্লুবেরি শুনে মনে পড়লো - আমার এখনকার ক্লাস্টারের মেশিনগুলার নাম দিয়েছি স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি - কাজে গ্রীনপ্লাম - অর্থাৎ প্লাম - সেখান থেকে বেরি দিয়ে নামঃ-) পরে আরো যখন জুড়বো তখন গুজবেরি, ক্র্যানবেরি এইসব নাম দেবো।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৪৫ | 12.217.30.133
  • কিশোর ভারতীতে এইবার দেখলাম সম্পাদক একটা রহস্য গল্পের মাঝখানে এসে পাঠক কে একটু অপেক্ষা কত্তে বলে বাই করে চলে গেছেন!!!
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৩৬ | 63.82.71.141
  • মিঠু - দুজায়গায় পাবে, ইস্কুলফেরত রাস্তার ধারে লাল বোঁচকা বাঁধা ঝাঁটার কাঠির স্ট্যান্ডের ওপর অথবা যেকোন জেনেরিক ইন্ডিয়ান গ্রসারি স্টোরে।
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৩৪ | 63.82.71.141
  • মাস্টার কার্ডের কম্পিটিটর - কিশোর ভারতী।
  • sibu | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৯ | 207.47.98.129
  • এটা কে ভেবে বের করল? পামিতা না মাস্টারকার্ড?
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৮ | 63.82.71.141
  • পৃথিবীর সবকিছু ইন মানি হয় না। সবুজ ঝাল ঝাল মটর ছেঁড়া ঘুড়ি রঙীন বল এক টুকরো দুরন্ত কৈশোর ইত্যাদি ইন লাভ ক্যান্ডিডেট। (আহা)
  • sibu | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৮ | 207.47.98.129
  • উঁহু, বাইনারীর হিসেব ঠিক হল না।

    মটরের দাম - অল্টারনেট জলখাবারের খরচ, এর ভ্যালু নেগেটিভ হলে লাভ হল। দই তো খরচই হয়ে গেছে। সেটা ধরার দরকার নেই।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০৮ | 12.217.30.133
  • পারমিতা,
    সেই সবুজ রং করা মটর ভাজা,ঝাল ঝাল খেতে- পেলে কোথায়?ভাবলেই জিবে জল আসছেঃ(
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০৭ | 198.169.6.69
  • এইভাবে এককুইন্টাল দই খেতে কত মটার ভাজা লাগবে, সেই দাম দই-এর দামের সঙ্গে যোগকরে দেখতে হেবে আসলে লাভ হল না ক্ষতি হল।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০০ | 67.88.241.3
  • ফান ফুড বেশি খেলে হেঁচকি উঠছে। হিঁক।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০০ | 71.170.156.40
  • বাইনারি, এক দিয়ে শুরু করবেন কিন্তু।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫৯ | 71.170.156.40
  • সিরিয়াল দিয়ে চলছে না? ঐ স্ট্রবেরি ব্লুবেরিদের যোগ্য সঙ্গী হচ্ছে একমাত্র সিরিয়াল এবং আধোঘুম স্থবিরত্ব। দইতা একটু কঠিন তবে শুকনো করে মাখলে চলে যাবে মোটামুটি।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫৯ | 198.169.6.69
  • বাড়ী গে দেখবোখন আরাম করে।
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫৪ | 63.82.71.141
  • আজ তো দই-এর কমপেনসেশান হিসেবে আধ প্যাকেট মটরভাজা দিলাম(মেয়ের ভাষায় ফান ফুড)। এক গাল দই খাবে, চারটে মটর, আবার একগাল দই, আবার চারটে মটর। ঠিইক নেমে যাবে।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫০ | 12.217.30.133
  • বাইনারি,
    আমি ফায়ার ফক্সে ই দেখতে পেলুম,আর সেজন্যে দোতলা থেকে আবার একতলায় নেমে এসেছিঃ)
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪৮ | 198.169.6.69
  • টুনটুনির ভিডিও অপিশে দেখতে পাচ্চিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত