১। রবীন্দ্রনাথের গদ্য নিয়ে দেবেশ রায়ের একটা বই বেরিয়েছে - বীপ্রতিপের বাস্তব, রবীন্দ্রনাথের গল্প ও উপন্যাস (প্রকাশক ঃ পত্রলেখা)
২। একালের রক্তকরবী থেকে ঃ ১৯ শতকের কোলকাতা পুলিশের detective department - র এক কর্মচারীর লেখার পরিমল গোস্বামী কৃত অনুবাদের reprint
৩। কেউ কি রবিশংকর বলের লেখা পরেন? মিস্টার ফ্যান্টম বলে একটি লেখা।
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১১ | 61.95.144.123
মাইরি - গরমের ছুটিতে নর্থ সিকিমের ভালো অপশন দিলুম, তাতে নাকি ছুটি নেই (কারণ আমি ইস্কুল কামাই করে বেড়াতে যেতে বারণ করেছি)। এই জন্যে বলে লোকের ভালো করতে নেই।
bhuto | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 203.91.207.30
কনগ্র্যাচু ... দেখলে তো বিজ্ঞজনেরা সদা একই প্রসঙ্গে কথা বলে। আমি যা বলেছিলাম ব্ল্যাংকি ও তাই।
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৭ | 61.95.144.123
কোশ্চেন - কলকাতার ইস্কুলের সেশন কবে শেষ হয়? নতুন সেশনের আগে ছুটি দেয়, নাকি সেই গরমের ছুটি?
এপ্রিলে ১০ তারিখ গুড ফ্রাইডের ছুটি, তাপ্পর ১৫ই এপ্রিল পয়লা বৈশাখেরও ছুটি। মাঝে ১৩/১৪ দুদিন ছুটি নিলে লম্বা ছুটি হয়। কিন্তু ইস্কুল খোলা থাকলে স্কুল কামাই হবে। স্কুল কামাই করে বেড়াতে যাওয়া ঠিক নয় বল্লুম বলে আমার বউ আমার ওপর খচে ব্যোম হয়ে গেলো...কি মুশকিলঃ-((
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২২ | 203.99.212.224
কনগ্র্যা।তাহলে কোল্কাতায় এসেই খাইয়ে দিও ঃ)
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৮ | 61.95.144.123
বাঃ।
siki | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৬ | 122.160.41.29
খবরটা দিয়েই ফেলি। আমার বউ চাগ্রিজীবনের শেষ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা সসম্মানে পাশ করে উঠল। এইমাত্র রেজাল্ট বেরিয়েছে UPSCর সাইটে। ওদের ক্যাডারে ও সেকেন্ড র্যাঙ্ক করেছে।
পরীক্ষাটা ছিল ২০০৫ সালের। অনেক অনেক মামলা মোকদ্দমা চলছিল এর রেজাল্টকে ঘিরে। অবশেষে বেরলো। অনেক টেনশনের অবসান ঘটল। বউ এবার থেকে গ্যাজেটেড অফসর। এইবার থেকে বাড়ি যেতে প্লেন ফেয়ার পাব আমরা। ঃ-))
rokeyaa | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৫ | 203.110.246.230
এখানে কেউ কি "তেপান্তর' পড়ে বা পড়েছে? সংহতি থেকে যেটা বের করে?
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৪ | 203.99.212.224
ঠিক বলেচি। ঐ গানটা শুনলে পোচোন্ড ইয়ে হয় একটা। আর কানের কাছে সারাক্ষন বাজছে... উফ
rokeyaa | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০২ | 203.110.246.230
আমার এবারের বইম্যালা পোষায় নি, কিরকম ঘিঞ্জি মতো, লিঃম্যাঃ চঙ্কÄরটা এককোনে কুঁকড়ে আছে, একটা বাঁধানো জায়গায় বোকাবোকা প্রোগ্রাম চলছে, তার ওপর আবার ঐ ডাকছে বই! এর থেকে গতবারের বিপুল-অনুশ্রীর গানটা ভালো ছিলো।
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৯ | 203.99.212.224
'অপর' এবং 'রোয়াক' শুনলেই কেমন রাগ হয় আমার যাগ্গে
rokeyaa | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৭ | 203.110.246.230
দ-দি, ঐ নতুন লিঃ ম্যাঃ টা কি "অপর'-এর সোমনাথদারা বের করেছে/করবে? আমি এইরকম একটা গুজব শুনেছিলাম.....
h | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৭ | 203.99.212.224
এই বিষয়ে পোচুর বই বেরিয়েছে, এই লাইনে খুন খারাবির পরে। পরে তোমায় লিস্ট দিয়ে দেবো। এর মধ্যে আমি অমিত বাবুর বইটা ধরলে চারটে মত পড়েছি। গোদা নয়।
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৩ | 203.99.212.224
অমিত ভাদুড়ি টা কিনে ফেলেচি। (আমি এই বছরে মহা জ্ঞানী হবো)
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫২ | 203.99.212.224
একটা নতুন কাগজ আসছে বসে স্টল ছিল। আগে বল্লে তাতে ঢুঁ মারতাম। টাকা ছিল না বলে সুবর্ন রেখা থেকে 'হাজার কন্ঠে রবীন্দ্রনাথ' কিনতে পারলাম না। ঃ( এখন কোথায় পাই ওটা?
h | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫২ | 203.99.212.224
এন বি টি, অমিত ভাদুড়ির বইটাই অনুবাদ করেছে। বাংলায়। একই রকম দেখতে।
h | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫১ | 203.99.212.224
গৌতম ভদ্রের যে কোনো বই চক্ষু মুদে কেনা যায়, ধৈর্য্য থাকলে পড়া যায়। তবে সহজ তো নয়, আমরা যারা ইতিহাস সমাজতঙ্কÄ বা অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের লোক নই, তারা পুরো বুঝবে না। কিন্তু বুঝতে চেষ্টা করার এমনকি বিভিন্ন বিষয়ে শেখা শুরু করার জন্য গৌতম ভদ্র ফ্যানটাস্টিক।
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৯ | 61.95.144.123
আমি উন্নয়ন বিতর্ক নিয়ে বই খুঁজছিলুম, কিন্তু পাইনি - ভালো করে ঘোরার সুযোগ হল না যে।
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৮ | 61.95.144.123
নাম না বল্লে খুঁজবো কি করে শুনি?
Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৬ | 65.194.243.232
আমি একটা বেশ গম্ভীর বই কিনে ফেললাম। পার্থ চাটুজ্যে ও গৌতম ভদ্র সম্পাদিত "নিম্নবর্গের ইতিহাস'। আর শ্রীপান্থের "কলকাতা'। "মোহন্ত ও এলোকেশী সম্বাদ" কিনলাম না বলে এখন হাত কামড়াচ্ছি।
d | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৬ | 203.143.184.11
কলকাতায় একটা নতুন পাক্ষিক কাগজ আসছে বা অলরেডী এসে গেছে। সেটার জন্য ঈশান একটা লেখা লিখেছে। যারা পারবে পত্রিকাটা কিনো। লেখাটা দারুণ। কোনরকম পান্ডিত্য দেখানো নেই, তথ্য ও ত্তবের কচকচি নেই, খুব মনকেমন করা, ভারী সুন্দর একটা লেখা।
bhuto | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৩ | 203.91.207.30
বলতো বলতো। আমি খাই শুনে ঠা ঠা করে হেসে উঠলো। যেন সেরেল্যাক বড় হলে খেতে নেই। এইবার ? যাবে কোথায়?
shrabani | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৮ | 124.30.233.104
আমি দ্বিতীয় দিনে সঙ্গী দের ঘোরা শেষে এক জায়গায় দাঁড়াবার জায়গা ঠিক করে একা একা ঘুরলাম, নাহলে মেলা দেখা হচ্ছিল, বই দেখা হচ্ছিল না। অবশ্য তখন ভীড় কম ছিল, আর এই শনি রবি শুনলাম একটা ব্যাপক ভীড় ছিল, বাচ্চাদের নিয়ে যাওয়া, মুশকিল হয়ে যায়!
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৪ | 203.99.212.224
সিকি র অজ্ঞানতা দেখে আমি অবাক। সেরেল্যাক খাবার কথা শুনে এত আশ্চর্য হওয়ার কি আছে অ্যাঁ ?
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩১ | 203.99.212.224
অনুষ্টুপ থেকে 'উনিশ শতকের কোল্কতা ও সরস্বতির ইতর ...' কিনলাম। আপাতত ছানাদের টেস্টিং কত্তে দিয়ে আমি বই টা নিয়ে বসেচি
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩০ | 203.99.212.224
দ্রোহকাল কিনে ফেলেচি। পেপার ব্যাকটা। হার্ড বাউন্ড টা বড্ড ভারি। বই টা বেশ দেখতে
সায়েন্স সিটি না - আইটিসি সোনার বাংলার পিছনে রেখেছিলুম। কলকাতা ট্রাফিক পুলিশ কখনো হরিণঘাটার দুধের বোতলে সেদ্ধ ডিম পোরার এক্সপেরিমেন্টটা করেনি।
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৫ | 61.95.144.123
হ, বগলে প্যাঁচা আর ঘাড়ে পেঁচি লইয়া অম্নি করে ঘোরো আর উল্টে পড়ো আর কি...গাড়ি তো ওদের জন্যেই...আর আগে যেম্নি করে ঘুরতুম ওসব প্যাঁচা/পেঁচি নিয়ে হয় না।
পেঁচিটা আবার দুপুরের ঘুমটা দেয়নি, কোলে শোয়ানোর চেষ্টা হল - মাম্মাম একটু ঘুমো - "না' - কি পার্সোনালিটি!!! বালির মধ্যে পা ঘষে ঘষে হাঁটবে, স্লিপ কাটবে...স্টলে ঢুকলে নিচু তাকে রাখা বই ধরে টেনে মাটিতে নামাবে...ওই জন্যে মাত্র কয়েকটা স্টলে ঢুকতে পেরেছি। তার ওপর ফোনটা ফেলে গেসলুম - তাই "আমি ওখানে ঢুকছি' করে একজন প্যাঁচা বগলে, আরেকজন পেঁচি কোলে দুটো স্টলে...ফের বেরিয়ে একে অন্যের জন্যে দাঁড়াও...
"দ্রোহকাল ১৮৫৭' বলে একখান বই দেখলুম - কেনার ইচ্ছে হচ্ছিলো, কিন্তু পেল্লায় গাম্বাট বই বলে ভয়ে কিনলুম না।
কেনার মধ্যে প্যাঁচার জনে গুচ্ছ বই, নেচার এনসাইক্লোপিডিয়া, Roald Dahl, মণীষা থেকে কিছু পুরনো রাশান বই - ম্যাথস উইথ মামি, মায় একখান গৌরী ধর্মপাল (শিশু সাহিত্য সংসদ থেকে), আর সেই কোন যুগ থেকে খুঁজে চলা এবং কখনো না পাওয়া "চীনের আকাশে...' - এখন পড়লে কেমন লাগবে কে জানে...
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৩ | 203.99.212.224
লিটল ম্যাগ এবারে মোটেই ভাল লাগেনি। গতবারে তবু অনেক নতুন কিছু দেখেছিলাম। এবারে বরং থোড় বড়ি খাড়া লেগেছে। অনুবাদ অনেক কিছুর হয়েচে, এক পিস আইজেনস্টাইনের বই এর অনুবাদ কিনলাম সিনে সে¾ট্রাল থেকে। পড়ে দেখতে হবে। গাড়ি পার্কিং সাইন্স সিটি তে করতে বেশী চাপ হয় নি তো। বই মেলার থিম প্যাভিলিয়ন এবং থিম গানটি অতীব ঝাঁ*। স্পেশালি গানটা, সারাক্ষন শুনতে হচ্ছিল অকারনে। অত বোকা গান আমি জম্মে শুনিনি
h | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৭ | 203.99.212.224
১। বইমেলায় এবার অনুবাদ কম ছিল না। আমি এরি মধ্যে দু পিস অনুবাদ পড়লাম, কিছু ত্রুটি সঙ্কেÄ¡ সাধু উদ্যোগ, গুড অর্থাৎ ভালো। এনবিটি,সিবিটি শুধু দেখলে হবে?
২। প্রচুর পুরোনো বাংলা বইয়ের রিপ্রিন্ট ছিলো। নতুন করে সম্পাদনা করা যেগুলো তার মধ্যে কয়েকটা তো ফ্যান্টাস্টিক।
৩। বাংলা বইয়ের অনেক প্রকাশনার ছাপার মান ডেফিনিটলি বেটার হয়েছে। কিছু লোক এখনো শস্তায় ও অযত্নে ছাগলের মত বই ছাপাচ্ছে। তারা অচিরেই মাইনরিটি হয়ে গেলেও হয়ে যেতে পারে। এক্কেরে বিদায় হলেও বাঁচা যায়।
৪।লিটল ম্যাগেরা, ম্যাগ না বের করে বই ছাপাচ্ছে অনেকে। অনেকি্দন ধরেই। বা বইয়ের মত করে বার করা বিশেষ সংখ্যা। আমার বেশ ভাল্লেগেছে গোটা কতক। হয়তো ছাত্র ছাত্রীরা, একটা বিষয়ের উপরে একটা কালেকটর'স আইটেমের মত করে বই চাইছে। হতে পারে। ৫। গাড়ি করে কেউ বইমেলা যায়? যাবা , ঘুরবা , বই দেখবা, খাবা, ফুঁকবা (গোপনে), আবার বই দেখবা আর ঘুরবা। গাড়ির চাপ কেউ নেয়? ৬। বাংলা প্রকাশনা জগৎ এর সমস্যা গুলো আমার জানা নেই, পাঁচটা বাইরের লোকে যা জানে বা মনে করে তার বাইরে। কিন্তু ওভার অল, আমার মনে হয়েছে, ছাপা আর সম্পাদনার মান গত কয়েক বছর ধরে বেটার, এইবার সবকটাকে এক সাথে দেখতেও পেলাম। অনেক প্রকাশনার ক্ষেত্রেই। যেটা ট্রেন্ড হিসেবে আমার কাছে সুখকর। ইনভেস্টমেন্ট বা টেকনোলোজির অ্যাকসেস বেড়েছে হতে পারে। অথবা প্রকাশক বা মুদ্রকরা যেখানে নিজেরাই সম্পাদক সেখানে যত্ন হয়তো বেশি বেশি করে দেখা যাচ্ছে। একটা কোয়ালিটি কনশাসনেস এসছে হতে পারে বা নিজেরাই সবটা করছে বলে অনেকটা ইনভেস্টমেন্ট বাড়াতে পেরেছে, সেটা হতে পারে। ফিজিকাল বইটার গেটাপের কথা বলছি, সম্পাদনার মানের কথা বলছি। ৭। তবে হাতে গরম নতুন খুব ইন্টারেস্টিং বই য়ের সংখ্যা আমার মনে হয়েছে কম। (রিপ্রিন্ট বা নতুন এডিশন ছাড়া)। হতে পারে কনটেন্টের মন্দা আদৌ কাটে নি, বা কাটলেও, ম্যাগেদের বই তে সীমাবদ্ধ আছে।
ইত্যাদি, গাম্ভীর্যমূলক।
Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৮ | 65.194.243.232
বেশ তো। কাজটা তো হয়ে যাক, তোমার নাম কোথাও থাকবে না, পাছে লোকে এভিল এম্পায়ারের ছাপ পড়ে গেল বলে আওয়াজ দেয়! ;-)
সেই প্রশ্নটা তো ঈশানকে করতে হয়। গুরুতে কবে ইউনিকোড দিয়ে লেখা যাবে। ন্যাড়াদাকে করে কী লাভ?
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৫ | 61.95.144.123
আরো একখান প্রজেক্টের কথা মাথায় ঘুরছে - তবে এটা বেশ চাপের। শিবিলে ওরা একখান সফটওয়্যার ব্যাভার করে - staad বলে। আগে এই কলকাতারই রিসার্চ ইঞ্জিনিয়ারস তৈরী করেছিলো, এখন বেন্টলিকে বেচে দিয়েছে - শিবিলের নানা রকম অ্যানালিসিস হয়ে এইটে দিয়ে। কিন্তু শুধু জানলায় চলে। বউ ল্যাপি কিনবে কিনবে করছিলো - তো ওই ভিস্তার ঝামেলা বলে আমি বল্লুম গ্নু/লিনাক্ষ বসাও - মুশকিল হল এই staad তাতে চলবে না - ট্রায়াল ভার্সনও নেই যে ওয়াইন দিয়ে চেষ্টা করে দেখবো। তখন মাথায় এলো যে আল্টিমেটলি তো গণ্ডাকয়েক ফরমূলা - তো সে তো অনায়াসে লিখে ফেলা যায়। চাপের হল ওই গ্রাফিক্যাল ইন্টারফেসটা - যাতে ছবি-টবিগুলো এদিক সেদিক ঘুরিয়ে দেখাবে। কিন্তু তাও - লোকজন থাকলে এটা বানানোই যায়, আর প্রচুর নাম করবে সিওর।
shrabani | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০২ | 124.30.233.104
কাল এই প্রথমবার দিল্লী ফেস্টিভ্যালে ওল্ড ফোর্টে হরিহরনকে শুনলাম। জোৎস্নারাতে, পাম গাছের ফাঁকে ফাঁকে বসে, ঐরকম সুরেলা গান... কি বলি, এখনও রেশ রয়ে গেছে!
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
আমি কিন্তু গ্যারান্টি দিই নাই এখনো। একে নতুন টুল শিখতে হবে, তায় তার গায়ে এভিল এম্পায়ারের মার্কা...কম চাপ?
আমি টইয়ে ন্যাড়াদাকে একটা কোশ্চেন করেছি - যে একটা স্ট্যান্ডার্ড যখন আছেই, তখন সেটাকে ধরে না এগিয়ে নন-স্ট্যান্ডার্ড পদ্ধতিগুলোর পিছনে এফর্ট দিয়ে কি লাভ? লেগ্যাসি সিস্টেমের মতন জিইয়ে রাখা ছাড়া?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন