এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৩ | 198.169.6.69
  • দু এর পোস্ট নিয়ে চিন্তা নাই, ধাঁধায় ধাঁধায় ধাঁধাকার, এখানেও একটা ছিলো, ণ ণ ণ ঃ-))))
  • rokeyaa | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১২ | 203.110.246.230
  • অক্ষদি, তার আগে আমার মেইলের জবাব.....
  • arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১১ | 168.26.215.13
  • নাঃ খাওয়া দেরী আছে।

    এদেশে পিঙ্ক স্লিপ পাওয়াটা সাঙ্ঘাতিক। প্রবল প্রতাপশালী সিইও খাল কেটে কূমীর আনলেন এক ভিপিকে (ভারতীয় বংশোদ্ভূত)। মাস ছয়েকের মধ্যে সিইওর ইম্পর্ট্যান্স কমল। বেশ কিছুদিন ধরে সিইও খুব টেনশনে। একদিন সকালে সিইওর সাথে সিওও র মিটিং হল। মিটিং শেষে দেখা গেল সিইওর ঘরে সিস অ্যাড মিন, এইচ আর অমুক তমুক। শোনা গেল সবাই নাকি লাঞ্চে যাচ্ছে। তার এক ঘন্টা বাদে সিইওর ঘর থেকে সমস্ত জিনিষপত্তর উড়ে গেল। আর পরের দিন সেটাই নতুন কনফারেন্স রুম হল। আর ভারতীয় বংশোদ্ভুত ভিপি সিনিয়র ভিপি হয়ে রাজত্ব চালাতে লাগলেন। এখন মনে হয় সিইও হয়ে গেছেন।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৯ | 143.111.22.23
  • প্লিজ কেউ একটু ঐ ইকনমিক ক্রাইসিসের থ্রেডে শেষ দু'র পোস্টটা বুঝিয়ে দাও!!
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৮ | 69.143.113.39
  • আমাদের এখেনে আজ এমনি দারুণ হাওয়া, যে মনে হচ্ছে উড়ে উড়ে ল্যাবে পৌঁছাব। ঃ)
    কে যে বলে, কেবল দ্যাবতা হলে, ঘ্যাম হলে আর প্রেমে পড়লেই পা জমিন পর নহি পড়তে হ্যায় !
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০২ | 198.169.6.69
  • তো, আমি কানাডা-র যে স্টেট-এ থাকি, একমাত্র সেই স্টেট ১লা কোয়াটারে পজিটিভ গ্রোথ পোস্ট করবে (যদিও ফিগারটা ০.৫ %) আর সব স্টেট নেগেটিভ। ওন্টারিও, জা নাকি কানাডার ইকনমিক পিভট, নেগেটিভ প্রায় ১০% এ যাবে আশঙ্কা।
    আমার এখেনে ইউনিভার্সিটি তে কর্পোরেট ফান্ডিং ২০% কমে গেছে বলে শুনলাম, একজনের কাছে। কোনো নতুন স্টূডেন্ট নেওয়াও আপাতত বন্ধ। তবে মাইনিং মেজর ইন্ডাস্ট্রী বলে, এখানে এখোনো সেরকম টেনশন নেই।
  • d | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৯ | 117.195.39.201
  • তবে প্রভুত আনন্দ পেয়েছি। আমাদের ক্লায়েন্টের এক SME, ধরা যাক তার নাম জর্জ। সেদিনে ওর মাঝরাতেরও পরে আমাকে চ্যাটে ধরে ২ ঘন্টা হ্যাজালো .... দাবী কি? না আমি যেন ওর ম্যাঞ্জারকে, ও যে কত ভাল, আমাদের কত সাহায্য করে, সেইসব জানিয়ে একটা মেইল করি। ব্যাটা এর আগে সামান্য ছলেছুতোয় এস্‌সক্যালেট করেছে, হাড় জ্বালিয়ে খেয়েছে!
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৭ | 143.111.22.23
  • ও এইবার বুঝলাম আমিও আজকাল খুব বেশি বেশি খাচ্ছি কেন। তাইতো!
  • arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৩ | 168.26.215.13
  • টেনশনে খিদে পেয়ে গেল। যাই খেয়ে আসি। আঃকঃবাঃ।
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫২ | 198.169.6.69
  • ইনফি-র খপর-টা তো কিছুদিন আগেই ছেপেছিলো। ইনফি থেকে ডিনাই করেনি, তবে স্টেটমেন্ট দিয়েছিলো, ৫% লোককে ছাঁটাই করবে না, আইডেন্টিফাই করবে, লো পার্ফরমার হিসাবে। ছমাসে তাদের পার্ফরমেন্স উন্নতি না হলে তবেই ছাঁটাই। আর ইউএস-এ যত ডেলিভারি ম্যানেজার আছে, যাদের কোনো প্রোজেক্ট নেই তাদের লে অফ ভাবা হচ্ছে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৮ | 143.111.22.23
  • well, এখানে কিছু স্টেট ইউনির কনফার্মড খবর - অ্যামেরিকান ফ্যাকাল্টিরা অ্যামেরিকান গ্র্যাড স্টুডেন্টই নেবে, যত খারাপ হোক। খুব রেয়ার কেস-এ একটি কি দুটি বাইরের ছেলেকে পয়সা দিয়ে নেবে।
  • d | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৬ | 117.195.39.201
  • গত অক্টোবর পর্যন্ত উইপ্রো ৬% লোক ছেঁটেছে। একেবারে চুপচাপ। কলকাতায় বেশ বড় একটা অংশ। আমাদের কোং গত অ্যাপ্রাইসালে যারা D আর যারা C3 ব্যান্ড পেয়েছিল সব হয় দরজা দেখিয়ে দিয়েছে, নয়ত মার্চের মধ্যেই দেবে। C2ও দেবে বলে ভেবেছিল, কিন্তুক হঠাৎ করে ইউকে'র একটা হোঁৎকা কাজ পেয়ে, তাদের রেহাই দিয়েছে। কোনটাই খবরে আসে নি।
  • arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৯ | 168.26.215.13
  • আর দুই বছর ফেল না মারলে আর মারবে না।
  • arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৭ | 168.26.215.13
  • দুই বছরের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে বলে ফাইনান্সিয়াল অ্যানালিস্টরা লেঃব্রাঃ জয়েন করছে বা করতে চাইছে - লম্বা লাইন।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৩ | 122.252.231.12
  • সেটা শুনছি তো! আমাদের ব্যাঙ্কটা আর বছরদুয়েক ফেল না মারলেই বাঁচি।
  • arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩১ | 168.26.215.13
  • ৫% টা খুব কম কিন্তু গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। এই মূহুর্তে ভালো ডোমেইন হল হেলথইনসিওরেন্স। আইটি ফান্ডিং বাড়বে। শুনেছি নতুন স্টিমুলাস প্যাকেজের সাহায্য নিলে আমেরিকানদের আগে চাকরী দিতে হবে। সেটা কি সত্যি? যদি হয় তাহলে খবর ভালো না।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৫ | 122.252.231.12
  • পুরোটাই বাজারের খবর। আগেও অনেকবার রটেছে যে এতজনকে ছাঁটাই করেছে। কিন্তু প্রতিবারেই খবরটা (গুজব) মিডিয়াতে গুরুত্ব দিয়ে ছেপেছিল। ইনফি তড়িঘড়ি স্টেটমেন্ট দিয়ে থাকে জেনেরালি এইসব খবরের সত্যতা ডিনাই করে। সেটাও অন্যান্যবার ছাপে।

    মজার ব্যপার এইবার সবাই চুপ।
  • rokeyaa | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২১ | 203.110.246.230
  • ইনফির কেসটা কি?
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৮ | 122.252.231.12
  • হামলোগো কা সিটি বার্নিং, টেম্পল কান্ট এস্কেপ টাইপ কেস। আজ ৫% এমপ্লয়িকো পিংক স্লিপ দিয়া গয়া হ্যায়। লেকিন কোহি অফিশিয়াল মেল নাহি আয়া। মিডিয়া পুরি তরাসে খামোশ হ্যায়। সুনা হ্যায় ইনফি সে ভি ৫০০০ ছাঁট দিয়া গয়া।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০৬ | 143.111.22.23
  • হামলোগোকা ইহাঁ পর হায়ারিং ফ্রিজ হো গয়ি। স্যালারি ভি ফ্রিজ হোনে চলি। বড়ি রোমঞ্চ্‌কর্‌ সময় আ গয়ী।
  • Du | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৪৫ | 65.124.26.7
  • অন সেকন্ড থট, ইকোনমির কথা ভেবে, কিঞ্চিৎ থিম পার্ক, রেস্তোরা, গিফট(এটা মিঠুকে), প্যাস্ট্রী শপ এটসেটেরা এটসেটেরা।
  • Du | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩১ | 65.124.26.7
  • ণ ণ ণ
  • Du | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩১ | 65.124.26.7
  • ঈশানকে হ্যাবাড্ডি। সঙ্গে একটা টানটান সোফা - প্রানভরে ল্যাদ খান।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৪০ | 122.252.231.12
  • ধুস, "জিন্সের প্যান্ট'কে কেতাদুরস্তভাবে বললে বলতে হয় ডেনিম লেগওয়্যার।
  • Bhuto | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৪০ | 203.91.207.30
  • হ্যা সেটা তো জানি, মানে সবাই হয়তো জানে।
    কে জানি একবার আমাকে বলেছিল ওপরের অংশ হল 'ডেনিম' আর নিচে পরা হলে তাকে 'জিন্স' বলা হয়। পরে আমি কাপড়ের (ডেনিম) এর ব্যাপারটা জানতে পারি। তাই একটু কনফুশান আছে বটে , যে 'ডেনিম' এর তৈরী কাপড়ের নিচের ভাগের নাম আছে ওপর কেন সেই 'ডেনিম' , ওটা বোধহয় Top বললেই হবে, নাকি?
  • kd | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৭ | 59.93.175.224
  • কলকাতার লোকেরা কেন যে জিন্সের প্যান্ট বলে বুঝি না। 'জিন্স' প্যান্টের একটা স্টাইলের নাম যা সাধারণতঃ 'ডেনিম' নামক কাপড় দিয়ে বানানো হয়। ডেনিম সাধারণতঃ নীল রঙের হয় (denim blue বলে একটা অফিসিয়াল রং আছে শুনেছি), তবে যে কোন রঙেরই হতে পারে, সাদা তো বেশ পপুলার। ডেনিমেরও ভ্যারাইটি আছে, যেমন crushed denim। জিন্স অন্য কাপড়েরও হয়, যেমন কর্ডুরয়। জিন্স (এবং ডাঙ্গারিজ, আর এক রকমের প্যান্টের স্টাইল) ওয়ার্ক প্যান্ট্‌স্‌ হিসেবেই গণ্য তাই যে সব আপিসে 'ফ্রাইডে ক্যাসুআল' প্রচলিত, সেখানেও সাধারণতঃ এগুলো অ্যালাউড না (আমি নিউ ইংল্যান্ডের লোক, এখানকার দৃষ্টিভঙ্গি একটু কন্সার্ভেটিভ - দেশের অন্য জায়গার কথা জানি না)।

    তাই যখন শুনি জিন্সের শার্ট, জ্যাকেট - কেমন অদ্ভুত লাগে। একই রকম অদ্ভুত লাগে যখন সাহেবরা পাজামা টপ, বটম বলে (আমি ধরে নিচ্ছি পাজামা শব্দটি এসেছে 'পা'এর 'জামা' থেকে)।

    আমি জিন্স পছন্দ করি না, কোনদিন পরিনি কেননা পরলেই যদি মনে হয় কাজ (physical) করতে হবে, যা আমার একেবারেই নাপসন্দ্‌।
  • sayan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৬ | 160.83.96.81
  • এক বেথ্‌স এর গৌরবোজ্বল অতীত আরেক ভুত্‌স স্মরণ করছে।
    বেথেকে টিন টিন ঘি খাওয়ানোর এবং ভুতোকে দোতলা থেকে নামানোর দাবী জানিয়ে চাট খেতে গেলাম।
  • Bhuto | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১৮ | 203.91.207.30
  • হঠাৎ মনে পড়ে গেল, সিকির মুখেই শোনা (যদ্দুর মনে পড়ছে বলি, ভুল হলে ঝেড়ে দেবে না হয়)।
    সিকি বাসের দরজায় ঝুললে কন্ডাক্টর একটু টেনশনে থাকতো ।
    (এটা কোনো আওয়াজ নয়, আমারো অতীত এটাই,নেহাৎ কপালদোষে ধরে রাখতে পারিনি,তাই বর্তমানে ভিন্ন রূপে)
  • Bhuto | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১৪ | 203.91.207.30
  • আহা জিনিস জিনিস , ছোটোবেলায় এভাবেই জিন্স বলতাম। পরেছি গ্র্যজুয়েট হবার পর।

    অপ্পনদা ,জিনিসটা (জিন্স নয়) নেমে গেছে। লাস্ট টেস্টিং হয়ে গেলে পাঠাচ্ছি।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১২ | 65.194.243.232
  • সিকির লাস্ট পোস্টটা শিশুটক টইতেও দেওয়া যেত!!
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১০ | 122.160.41.29
  • সেই রাফ অ্যান্ড টাফের থান কাপড় আমি একপিস কিনেছিলাম। আমার কোমরে তো রেডিমেড প্যান্টুল হয় না, তাই প্যান্ট বানিয়ে পরে বেশ আরাম হয়েছিল। অনেকদিন চলেছিল সেটা।

    বাবা কেবলই বলত, জিন্‌স ভদ্রলোকের পোষাক নয়। আমেরিকার চাষারা চট কেটে ঐ প্যান্ট বানিয়ে পরে চাষ করত, সেইটাকে আমরা ফ্যাশন বানিয়ে লাফাচ্ছি। কখনও দেখবি না আমেরিকার প্রেসিডেন্ট জিন্‌স পরছে। নিজেকে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কম্‌পেয়ার করতে একটুও ভালো লাগে নি, কিন্তু একদিন একটা ছবি দেখলাম বিল ক্লিন্টন জিন্‌স আর সাদা টি-শার্ট পরে মনিকা লিউয়েনস্কিকে আঁকড়ে ধরে আছে। উত্তেজনার বশে সেই ছবিটাই বাবাকে দেখিয়ে বললাম, এই দ্যাখো, আমেরিকার প্রেসিডেন্টও জিন্‌স পরে। বাবা ছবিটা দেখে একবার "আহেম' করে চুপ করে গেল। আর কোনওদিন জিন্‌সের বিরুদ্ধে কথা বলে নি।
  • sayan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৯ | 160.83.96.81
  • খোলা জিন্‌স কি? যেগুলো কুল লোকজন পেলভিক বোন এর নীচে হড়কে গেছে গোছের করে পরে?
  • h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৯ | 203.99.212.224
  • খোলা জিন্সের আলোকে বাজারের অপরিবর্তনীয়তা নিয়ে তো তাছাড়া তো দেশ জুড়ে কলরোল উঠেছে।
  • h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৫ | 203.99.212.224
  • ঃ-)))))))
  • Blank | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৭ | 203.99.212.224
  • খোলা বাজারের ইতিহাস এবং সেই ছায়ায় জিন্সের বিবর্তন
  • h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৫ | 203.99.212.224
  • জিন্সের ইতিহাস।
  • Blank | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২১ | 203.99.212.224
  • তারপরেই এলো নিউপোর্ট
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৭ | 216.52.215.232
  • ** নবোদয়
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৬ | 216.52.215.232
  • মাঝখানে চটের বস্তার মত একটা জিন্স পাওয়া যেত। রাফ এন টাফ। অক্‌ষয়কুমার এন্ডোর্স করত। সেইটা বোধহয় আবার রেডিমেড পাওয়া যেত না। থানের মত জিন্সের কাপড় কিনে দর্জি দিয়ে বানাতে হত।

    সময়টা ৯১-৯২। শাইনিং ইন্ডিয়ার নদোদয়। ঃ)
  • sayan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৩ | 160.83.96.81
  • ইঃ, হারা জিন্‌স, আভিস (না এভিস?), মুশট্যাশ, লেবা শ্যু (তখনও স্নিকার কারে কয় জান্তাম্না)।

    কিন্তু এমন প্রবল পুরনো সবকিছুর চাপে টাইম মেশিন সেই সময়ে সত্যিই না ফিরিয়ে নিয়ে যায়! বেশ হত তাহলে।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২৭ | 69.143.113.39
  • মামু নিশ্চয় ঘুমাচ্ছে এখন।
    বেশ বেশ।
    কানের কাছে কাঁসি ঘণ্টা, কাড়া নাকাড়া, থালা বাটির বিট সহযোগে এট্টু হ্যাপ্পি বার্থডেই টুউ ইউ আর তুঁম জিঁও হাঁজাঁরোঁ সাঁল এর ফিউশান গেয়ে ঘুমুতে গেলুম।
    ঘণ্টা চব্বিশ পেরুলে, আসছে বছর আবার হবে টাও হয়ে যাবেখন, তাসা পার্টির ব্যান্ড সমেত। ঃ)
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৮ | 76.254.114.136
  • আমাদের সময় (কত বয়স হল!), জালি হারা (HARA) জিনস খুব চলত বাজারে। প্রলয় পরে আসত, আর ছাদে গজানো মিউটেটেড পেঁপে গাছের কুচো কুচো পেঁপে এনে ওর বেল্টের সাথে ঝুলিয়ে "হারাধন, হারাধন" করে সে কি চেল্লামেল্লি।

    সর্বহারা শুনলেই এই গল্পটা মনে পড়ে।
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৩ | 207.179.11.216
  • অবশ্য সর্বহারা দেখেছি ঃ) - যাদবপুরে আমাদের ফিজিক্স পড়াত - সর্বহারা নাম কেন হল জানি না
  • h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫২ | 203.99.212.224
  • তো প্রেসিডেন্সীর 'সাধারণ' ছাত্র-ছাত্রী রা কি ঠিক আদর্শ সর্বহারা বা আদর্শ সাধারণ দের মত দেখতে?

    প্রেসিডেন্সি/জে ইউ/জে এন ইউ/শিবপুর এই সব কলেজ ইলেকশন নিয়ে এত আলোচনা করার কি আছে। বেসিকালি বড় করে জনমতের পরিপ্রেক্ষিতে দেখতে গেলে তো টোটালি আনইম্পর্ট্যান্ট। আগেও তাই ছিল, এখনো তাই। এত পাত্তা দেওয়ার কি হল? লোকাল কাগজ গুলার আর কোনো খবর নাই। ক্যালানে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫২ | 76.254.114.136
  • বলতে নেই, সঞ্জয়টা বড় পেটুক ছিল, এবাদে সবকটাই খুবই ভালো ছেলেপুলে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫১ | 76.254.114.136
  • আমি দেখেছি - নিশীথ ভট্টাচার্য্যর ছেলে, সন্তোষ রাণার মেয়ে, দীপাঞ্জন রায়চৌধুরির মেয়ে ;-)
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫ | 61.95.144.123
  • কেন? মামুর কি অম্বল হয়েছে যে "ক্ষার' খাবে? অ মামী - কি রেঁধে খাইয়েছ গো?
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫ | 122.160.41.29
  • সেম কোচ্চেং আমারো। আমি কোনওদিন সর্বহারার প্রতিনিধির ছেলেমেয়ে দেখি নি নিজের চোখে।
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫ | 207.179.11.216
  • যাঃ - একই প্রশ্ন পড়ে গেল ঃ)
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৩ | 207.179.11.216
  • সর্বহারার প্রতিনিধিদের ছেলেপুলেকে আসলে কেমন দেখতে হয়? ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত