রঞ্জনদার পোস্ট দেখে তাড়াতাড়ি টইপত্তরে গেলাম, পরের কিস্তি এসেছে কিনা দেখতে। কালো, সাদা সব হাতে লাল গোলাপ দিলাম। অক্ষ, মুথালিকের খবর দেখো।
Binary | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪৪ | 198.169.6.69
সরি, নাও নয় দাও হবে।
Binary | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪২ | 198.169.6.69
দু, আমি অক্ষ সম্পক্কে তোমার ইভ্যা একদম একমত, অক্ষ-কে এইরকম-ই মনে হয়েছে। সুধু এট্টা মনে হত, কিছু কিছু আবেগ ঢেকে রাখার চেষ্টা আছে, সেদিন ভালবাসা-র টই-তে পোস্টিং টা পড়ে সেই চেষ্টাটা দেখিনি, তাই .....
আর ইয়ে , আমরা(সিপিএম রা) .... ইয়ে, আহেম, ঠিক অতটা নয় ....
অ্যামেরিকার কলোহাতে সক্কলে লালগোলাপ নাও ...
a x | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৭ | 143.111.22.23
গোলাপী চাড্ডির কেসটা কি?
আচ্ছা স্যানের কি হল? ভোঁ-কাট্টা?
a x | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৫ | 143.111.22.23
একি মাইরি, ভ্যালেন্টাইনের প্রাক্কালে একটা ন্যাকা ন্যাকা গল্প শোনালে আমার চরিত্র নিয়ে এমন টানাটানি পড়বে কে জানত!
ranjan roy | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২৮ | 122.168.17.243
দু'য়ের তিনটি পোস্টই ব্যাপক। গোলাপি চাড্ডি আর অক্ষের ইভ্যা! হেব্বি হয়েছে। আচ্ছা, তুমি কি তোমার শহরে একটি বাংলা স্কুলের সঙ্গে যুক্ত? চশমা চোখে, কোঁকড়ানো চুল? তালে আমার ভ্রাতৃ বধূর সঙ্গে তোমার সামান্য পরিচয় হইয়াছে।
Du | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১৪ | 65.124.26.7
আবাপ জন্মদিনের খবরটা দিল না কেন? বুঝি না কেনই যে কিছু ছাপে আর কেনই বা ছাপে না।
Du | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০১ | 65.124.26.7
কেউ নেই একা একাই বলি যা বলার। তৃতীয়তঃ গোলাপি চাড্ডিটা একঘর হয়েছে। বেশ করেছে। এইসব পাবলিকের সঙ্গে কথা বলার মানে হয়না।
Du | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪০ | 65.124.26.7
যাগ্গে, সুখবর এই যে একটা লম্বা ডাঁটিওয়ালা গোলাপ পেলাম। দুঃখ এই যে যে দিল সে আমার নামটাকে লোকের নামের মত বললো ( মাইনাস না) ঃ(
Du | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩৮ | 65.124.26.7
অক্ষকে নিয়ে বাইনারীর ইভ্যা মানলাম না। আমার ধারনায় অক্ষ ভীষণই ইম্পালসিভ , ন্যাচারাল, ইন্ডিভিজুয়ালিস্টিক কি যাই বল। কোন নিয়মকে নিয়ম বলেই মানতেই রাজি নয়। এইরকম ঘটনা এরকম লোকের রীতিমত হতে পারে। মামুও অনেকটা এরকম, আমার মনে হয়। আমরা (সিপিএমরা) অনেক কিছুই এরকম হয়, হয়ে এসেছে, হওয়া উচিত বলে মেনে নেওয়ার দিকে টাল খাই। কিন্তু এরা একটু সৃষ্টিছাড়া গোছের ঃ))
এইজন্যি-তো বেস্টসেলার। মুশকিল হচ্ছে ছোটদের বই-ও এই রকম। তবে আমার মনে হয় দুচারটে অন্য রকম বেস্টসেলার-ও আছে, যেমন কাপ্রা, সেই অ্যামেরিকায়।
arjo | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৬ | 168.26.215.13
ডিটো। এটা আমার আমেরিকায় এসে প্রথম উপলব্ধি ছিল।
a x | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩১ | 143.111.22.23
আম্রিকায় লোকে খুব বই পড়ে। সারাক্ষণ। বাসে, ট্রামে, এয়ার্পোর্টে। বাসস্ট্যান্ডে, স্টেশনে, ট্র্যাফিকে গাড়ি আটকে থাকলে। এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু যা পড়ে, তা হয় পাতি ট্র্যাশ, বেস্টসেলার, নয় ভগবানের বাণী। বিচিত্র।
arjo | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৬ | 168.26.215.13
শনি হলে তো ভালোই সকালে ওঠার আর তাড়া নেই।
dd | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৫ | 122.167.40.207
উফ। শুক্কুরের মাঝ রাতে আমায় মোটেও স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন দিবি না। একদম না। খবোদ্দার না। মোট্টে না।
প্রশস্ত সময় হলো উইকএন্ডের পর।
Bhuto | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২২ | 122.172.30.74
DD মামু, ঠিক হয়েছে? অপ্পনদা বলে দিয়েছে? আমি এই দেখলাম।
Bhuto | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২০ | 122.172.30.74
দ'দি,বাইনারি, এই রে, না না আমি নিজে ই বলেছিলাম যে অন্ধ্রের 'আমার দেখা' মানুষের মধ্যে বেশিরভাগ ই যেন কেমন কেমন, (প্রসঙ্গত আমি আর তেমন লোক এখনো দেখলাম কই। আমি আবার ইন্ডিভিজুয়াল কϾট্রবিউটর তাই।আমি আমার দেখার কোথা বলেছি আর সেটাকেই ঢাকতে জেনরালাইজ করছিনা বলেছি। নিজেকে বলেছি, কারুর মন্তব্য অনুসরণ করে নয়। আম্মো ৪ জন তামিলিয়ান আর ৩ জন তেলুগু বসের আন্ডারে । তাই তো ১০০% পারসেন্ট লোক কেমন কেমন বলিনি, হে হে । তেনারা সব চ্যাম্পিয়ন লোকজন । সুতরাং নো কনফু, ওটা আমি নিজেকেই বলেছি ।
Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৮ | 122.252.231.12
শনিদেবতা প্রসন্ন হাসিয়া কহেন, আমি আজকাল দেশে দেশে বড় জাগ্রত।
dd | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৭ | 122.167.40.207
আজ্জোদা শুক্কুরের রাত কই? এ দেশে তো শনির সকাল। হয়েই গ্যালো।
arjo | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১১ | 168.26.215.13
হ্যাঁ এরকম সময়ে ছাড়তে নেই। শুক্কুরবারের রাত, বাকীটা লিখেই ফেলুন না।
ranjan roy | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০২ | 122.168.68.78
অরিজিৎ, অ্যালেক্স হেইলির "" রুটস"" আছে। সেই ঠাকুর্দার ঠাকুর্দা কুন্টা কিন্টে জঙ্গলের ধারে কাঠ কাটতে গিয়ে দাসব্যবসায়ীদের হাতে বন্দী হয়ে আম্রিকা চালান হলেন, মুক্তির স্বপ্নে একটি পা খোয়ালেন। বাস্তববাদী বৌ পরিস্থিতির সঙ্গে সমঝোতা করতে শেখাল, সেই গল্প তো? আছে, রোববার বইয়ের গাঁঠরি খুলে খুঁজবো। আর ইনজিরিতে ডেভেলপমেন্ট উইথ ডিগনিটি এবং বাংলায় দমদির কাকু রাঘব বন্দ্যোঃ এডিট করা ""উন্নয়ন বিতর্ক''। কিভাবে পাঠাইতে হইব যদি কও? কুরিয়ারে চলবো
dd | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০০ | 122.167.40.207
আগামী কাল হয়ে গ্যালো। তাই ঘন্টা বাজিয়ে গ্যালাম
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৪ | 122.252.231.12
আমাকে তো মাসে অন্তত পাঁচ থেকে ছ'দিন এমন করতে হয়। যবে থেকে অফশোরে এসেছি।
গোদের ওপর বিষফোঁড়া ক্লায়েন্ট ম্যানেজার আমাদের মঙ্গলবার রাত দশটায় স্ট্যাটাস মিটিং রেখেছেন। আরেকটা অপশন ছিল পরদিন ভোর সাতটায়। তো, তার থেকে রাত দশটা অনেক ভাল।
d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৫ | 144.160.5.25
আমিও ভবিষ্যতের কথা ভেবে জানিয়ে রাখলাম, বর্তমান দেখে নয়। আর ভবিষ্যতে তুমি বলবে এরকমই ভাবিনি। অন্য কেউ বলতে পারে এমনি ভেবে।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৫ | 122.252.231.12
ডিডি এখন ফোং করব?
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৩ | 198.169.6.69
আমার কথাটা ছিলো, এইরকম করে অন্ধ্র=খাজা বলাটা বিশেষ চোখে লাগলো তাই, দ, তুমি বলনি ঠিক-ই। আসলে আমি এরকম আইআটি-আইআইএম বঙ্গদেশীয় দেখেছি, খাজাস্য-খাজা। যেহেতু অন্ধ্র থেকে আইটি ক্রাউড খুউব বেশী তাই বাজে রিসোর্স কিছু বেশী আছে হয়ে্তা, কিন্ত ভালো-ও প্রচুর বেশী আছে, সব-ই আনুপতিক হারে। এটাই বলার ছিলো।
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫১ | 168.26.215.13
কলকাতা ছাড়া আর সব জায়গার ডেলিভারি খুব ভালো। কলকাতার লোকজন লং বোঝে, ইনট বোঝে, বিভিন্ন আর্কিটেকচারাল লিঙ্গো বোঝে, এমনকি নেটওয়ার্ক ও বোঝে। (অ্যাটলিস্ট কথা বলে মনে হয়)। কিন্তু ডেলিভারি করতে বললে পেইন উঠে মারা যায়। অনেক কষ্টে করলেও সেগুলো পাতে দেবার যোগ্য হয় না।
d | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৬ | 144.160.5.25
ঐ তো সেদিনে যাচ্ছি না, পরেরদিনে গিয়ে চান খাওয়া, কিঞ্চিৎমাত্র ঘুম ........ সেরে আবার চলে আসছি। ঃ((
\
কথা হল, আমি যেহেতু অন্ধ্র নিয়ে বিশেষভাবে কিছু বলিনি, তাই তখন বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে বলে রাখাই ভাল, নাহলে হঠাৎ আবার কোন ছায়াযুদ্ধে দেখব আমাকেও জড়িয়ে নেওয়া হয়েছে। তখন আপত্তি করলেও আবার শুনতে হবে যে .... যাগ্গে কথা হল আমার দুটি প্রোজেক্ট লীডই অন্ধ্রপ্রদেশের। একজন তো ব্রিলিয়ান্ট। অন্যজনও বেশ বেশ ভাল। আর ওদের একজন গ্রুপে থাকলে অন্যদের জন্য আপ্রাণ লড়ে যায়, রাত জেগে বসে অন্যদের কাভার করার চেষ্টা করে, যেটা আমার খুব ভাল লাগে।
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৪ | 198.169.6.69
তাতে মেয়েকে কিছু দোষ দেওয়া যায় না, সব 'কালো হাতের' কারসাজি।
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪১ | 198.169.6.69
সেইটাই তো জিগাচ্ছি।
dipu | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৯ | 121.243.161.234
ঝাড়ুদারদের কি বানাচ্ছে?
. | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৮ | 198.96.180.245
Ļ Ļ Ļ Ļ Ļ
a x | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৮ | 143.111.22.23
বাড়ি যাচ্ছনা মানে? চান খাওয়া? এত কিসের কাজ?
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৭ | 198.169.6.69
সেতো, গেল বছর এরকম করেছি, দিনের বেলায় সারাদিন ক্লায়েন্ট মিটিন, আর রাত্র বেলায় অফশোর মিটিন, পারপিচুয়াল সাইকেলে।
. | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৭ | 168.26.215.13
xx
a x | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৬ | 143.111.22.23
হ্যাঁ সবাই এক পিস করে এইসব খেলনা কিনে রাখত। আর ক'বছর পরে আমার মেয়ে বলবে, "হাউ সুইট মাম্মি, ইউ ইউসড্ টু প্লে উইথ দিস অ্যানটিক টয়? ইট ইস সো আর্থলি, সো এথনিক। ক্যান আই হ্যাভ আ Xbox 360 ফর মাই সুইট সিক্সটিন মাম্মি? ম্যারেন হ্যাস ওয়ান, ইভেন ইউসুকি গট ওয়ান।"
. | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৪ | 168.26.215.13
. | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৪ | 198.96.180.245
ŀŁłŃńŅņŇňʼnŊŋŌōŎŏŐőŒœŔ
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৩ | 198.169.6.69
শুনলাম টোরেন্টো-তে নাকি ব্যাঙ্কে ব্যাঙ্কে, অফিসারদের ধরে ধরে কেরানী বনিয়ে দিচ্ছে, আর কেরানীদের ঝারুদার,, বা দজ্জা দেখিয়ে দিচ্ছে ? র কিচু জানে নাকি? ব্যাঙ্ক ও মϸট্রলে ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন