এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩১ | 12.217.30.133
  • আবার স্পেশাল ক্যারেক্টার নিয়ে খেলতে শুরু করেছে রে। ঃ(
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 70.64.8.206
  • আমার কোন পোস্টটা ? যেখানে 'কনফিউশান মাইমা' ?
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৯ | 12.217.30.133
  • কি আবার হবে।
    আমি তো দেশে যখন যাব, গিয়ে চায়ের দোকান দেব ঠিক করেছি। শুধু বৌ রাজি হলেই হয়। ঃ)
  • dipu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৯ | 207.179.11.216
  • গানের শেষে জুড়ে দিন ....আরো খোলতাই হবে।
  • m | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৭ | 12.217.30.133
  • আমায় থাকতে দে না আপন মনে এ এ এ...

    এইটা বাইনারির পোস্টের পরিপ্রেক্ষিতে।
  • Arijit | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • সেই ফাটকাটাই তো খেল্লুম।
  • M1 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৬ | 59.93.219.12
  • আজকের কাগজে দেখলাম এখনো অবধি অর্থনৈতিক মন্দার বাজারে চাকরি খুইয়ে কুড়ি হাজার দেশে ফিরে এলো ঃ(। এদের কি হবে?
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৫ | 70.64.8.206
  • অরিজিৎ, এই লিঙ্কটা শ্যামলবাবুকে পড়াও।
  • dipu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৩ | 207.179.11.216
  • ô
    টেস্টিং
  • Arijit | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২২ | 61.95.144.123
  • ঢেউ এলে ক্যারেক্টার পাল্টায়। খুঁটি একজায়গায় দাঁড়িয়ে থাকে বলে কেউ টের পায় না। এই আমি হলুম গে খুঁটি - হেলদোল নেই, ভাটিয়ে যাও;-)
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫ | 76.254.114.136
  • হামে ফিরসে প্রশ্ন পায়া।

    এই যে গুরুর ক্যারেক্টার বুঝে টই সিলেক্ট - গুরুর ক্যারেক্টার তো স্ট্যাটিক না। মানে আমি যখন প্রথম আসি তখন আর এখনে বহু বহু তফাৎ। তো ক্যায়সে ডিটার্মিন কিয়া যায় ক্যারেক্টার? যেমন তিন-চার বছর আগে বোধহয় জোক বলে কোনো থ্রেড ঠিক গুরুর ক্যারেক্টারে পড়ত না। পড়লে কোনো অসুবিধে ছিলনা, কিন্তু পড়ত না। এখন পড়তেই পারে। একটা ক্যারেক্টার ছিল যখন ইন্দো, dd, বিক্রম এরা আরো বেশি বেশি লিখত। তারপর আবার একটা ঢেউ এলো টিম, সিঁফো, স্যান এদের দিয়ে। সামনেই আরেকটা ঢেউ আসবে আসবে করছে মনে হয়। এরকমটা হতেই থাকে, নতুন এসে পুরোনোকে... এটসেটেরা। এবং ক্যারেক্টার বদলাতে থাকে।
  • Arijit | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১১ | 61.95.144.123
  • করেছি তো - কিন্তু গুচ্ছ গুচ্ছ লিংক আসছে। স্পেশ্যাল কিছু দেখতে পাচ্ছি না - তাই জন্যেই তো জিগ্গেস করলুম যে এর মধ্যে স্পেশ্যাল কিছু ব্যাপার হয়েছে কিনা।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৯ | 76.254.114.136
  • মানে অরিজিৎকে বললাম।
  • Arijit | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • বাঁদর পুনর্বাসন প্রকল্প (গপ্পো তো কি) হলে ইঁদুর কি দোষ করলো, অ্যাঁ?
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৮ | 76.254.114.136
  • তুমি এক্স্যাকটলি সেটা করলেই তো বুঝে যাবে।
  • dipu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৭ | 207.179.11.216
  • M1 বরং Mamata হয়ে যান, আমরা দিদি বা পিসি বলে ডাকব
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৬ | 122.162.82.75
  • রাবণহত্তা ঐ সারেঙ্গীর মতই দেখতে, সোনার কেল্লার "মন মেরা রাম-নাম ...' গানে যেটা বাজছিল, সেটাই রাবণহত্তা। টিপিকাল রাজস্থানী বাদ্যযন্ত্র।

    আরও একটা আছে, কালো রংয়ের ব্যাং চটপটির মত দেখতে, বাজনাটা ঐ মজাদার "ট্যাঁও ট্যাঁও ছিক্‌ট্যাঁও ছিক্‌ট্যাঁও' টাইপের ... গুগাবাবা-তে ভূতের নাচে একটা পার্টে ব্যবহার করা হয়েছিল এই বাজনাটা (পেটমোটা ভূতদের দেখানোর সময়ে)।

    উদয়পুরে একটা সরকারি মিউজিয়াম আছে, সহেলিয়োঁ কে বাড়ি-র কাছে, সেখানে প্রাচীন আর বর্তমান রাজস্থানের অন্তত তিরিশ রকমের বাদ্যযন্ত্র ডিসপ্লেতে রাখা আছে, রাবণহত্তা বা এই বাজনারও দু-তিনরকমের ভেরিয়েশন আছে।

    আর ঐ মিউজিয়ামে ছিল সারা পৃথিবীর পাপেটের কালেকশন, রাজস্থানী পাপেটের সাথে। রাজস্থানের ফোক কালচার যে কী রিচ্‌, রাজস্থান না গেলে জানতে পারতাম না।
  • Arijit | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৩ | 61.95.144.123
  • কি মুশকিল। বম্মা বলে কাকে ডাকতুম?

    বাই দ্য ওয়ে - আম্রিকার লোকে কেন "standing up for what you believe" দিয়ে গুগুল সার্চ করে কেউ বলতে পারো? একজন দুজন নয়, শয়ে শয়ে লোক। ওবামা বা হিলারি কেউ কি রিসেন্টলি এই শব্দগুলো ব্যবহার করেছে?
  • M1 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০১ | 59.93.219.12
  • ওহ তবে আমি এক নম্বরি হলাম।তাই তো বলি "এই নাম (থুড়ি মাল)নিয়ে চিরকাল,এত গোলমাল

    অন্নপ্রাশণের এতকাল পরে এত নামকরণ সেরিমনি হয়ে গেল ঃ
  • dipu | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৭ | 207.179.11.216
  • ল্লাও! বড় M ও যে আর একজন আছে!
  • Arijit | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
  • ইনফোজেন নিয়ে সেদিন বলছিলুম তো - এরা যখন এসটিপি (এখন এসটিপি না - আরেকটা কি যেন বলে) লাইসেন্সের জন্যে আইটি মিনিস্টারের সাথে দেখা করেছিলো, তখন ওদের সেটা দেওয়া হয়নি। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল অথরিটিও বলছে এদের নাকি কোনো লাইসেন্স ছিলোই না। অথচ কিছু না হলেও বছরখানেক এরা আপিস খুলে বসে আছে - তাও যে সে জায়গায় নয় - রশমি-তে - বেঙ্গল ইন্টেলিজেন্ট পার্ক - তো নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল অথরিটি করছিলো কি? বোধি বল্ল উৎপাটন - তাই হবে হয়তো।

    এরকম আরো কটা আছে কে জানে...

    এসটিপি লাইসেন্স মানে সেক্টর ফাইভে (বা অন্য জায়গায় - ধরো নয়ডা, গুরগাঁও ইত্যাদি - মানে আইটি হাব যেগুলো সেখানে) আইটি আপিস চালাতে গেলে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া আছে - লোকজন, ইনফ্রাস্ট্রাকচার (ইনক্লুডিং কম্পু, নেটওয়ার্ক ইত্যাদি) - এগজ্যাক্টলি কি কি লাগে আর কতটা লাগে সেটা খুঁজে বের করতে হবে।
  • M | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫০ | 59.93.219.12
  • বেশ বেশ ছোটো হাত,আইডেণ্টীটি ক্রাইসিস তৈরী করব না।আমি না হয় বড় হাত হলাম।আর আরেকটা হাত বাড়ালাম।কি জানি মাকে জিগাতে হবে সেবার কুম্ভমেলায় তুমি এ আমাকে ছেড়ে চলে গেছিলে কিনা ঃ
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:০০ | 70.64.8.206
  • আমি তো প্রথমে মাইমা-ই ভেবেছিলাম, পরে মাইমা-র পোস্ট দেকেটেখে খুঁজে দেখি শিলিগুড়ির-র আরেক মাইমা আছেন ঃ)))
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫৮ | 70.64.8.206
  • কাল কারো ফেবারিট ভিডিও-তে এটা দেখলাম, আমি সেরকম কিছুই বুঝি না, কিন্ত দারুণ লাগল।
    http://tinyurl.com/acqe5p
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৩১ | 143.111.22.23
  • ওর্কুটে দ বা পাইএর ভিডিওতে এইটা শুনেছিলাম -
    http://tinyurl.com/d3wy38
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৩০ | 143.111.22.23
  • ঠিক ঠিক, এখন বলার পর সোনার কেল্লার কথা মনে এল।

    ম, ওটা আমার অতি প্রিয় গান। সিনেমাও। ঐরম স্মিতাও আর হলনা, ওরম গিরিশও না।
  • nyara | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৯ | 67.88.241.3
  • রাভানহাত্তার নাম আমি আগে শুনিনি। ইউটিউবে গিয়ে শুনলাম। রাজস্থানে অসাধারণ কিছু লোকবাদ্য আছে। যেমন সাতারা - ডবল ব্যারেল বাঁশি। একটা ব্যারেলে একটা ফুটো। সেটাই শুধু টোনিক বাজে। অন্যটায় মেলডি। সত্যজিত একটা অসামান্য পিস ব্যবহার করেছিলেন গু-গা-বা-বায়।

    রাভানহাত্তা শুনে মনে হল সোনার কেল্লায় মাঝে মাঝে এই বাজনাটা শুনেছি। রাত্তিরে লাঠি স্টেশনে বা যোধপুরের কেল্লা দেখার পরে মুকুল যখন গাছে তলায় গান শুনে 'দুষ্টু লোক, দুষ্টু লোক' বলে গাড়িতে ছুটে এল। কিন্তু যন্ত্রটা যদ্দুর মনে পড়ছে দেখেছিলাম সারেঙ্গীর মতন করে ধরে বাজান।

    মন্থনের গানে যে ছড়টানা যন্ত্র বেজেছে সেটা শুনতে অনেকটা সারিন্দার মতন লাগল।
  • m | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৪ | 12.217.30.133
  • কতদিন বাদে এটা শুনলাম,থ্যাংকু অক্ষঃ)
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০৬ | 143.111.22.23
  • না, রুদালী না। মন্থন মনে পড়ে। পার মনে পড়ে।

    মেরো গাঁও কথা পারে, জাহাঁ দুধ কি নদিয়া বহে...
  • m | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০১ | 12.217.30.133
  • শিলিগুড়ির মাইমা! তাইলে উনি মাইমা লিখলেই পারেন- ছোট হাতের ম লেখেন কেন?ঃ(
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৫৯ | 143.111.22.23
  • যন্ত্রটাকেই বলে মনে হয়।
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৫২ | 198.169.6.69
  • শিলিগুড়ির মাইমা।
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪৬ | 198.169.6.69
  • দুই নম্বর মাইমা।

    রাভনহাত্তা কি মিউসিক না মিউসিকাল ইন্সট্রুমেন্ট ? পুরোনো সিনেমা মানে কি রুদালি ?
  • m | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩২ | 12.217.30.133
  • আমার প্রশ্ন ছোট হাতের এম টা কে?
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১৬ | 143.111.22.23
  • এবার আমার দিনের নেকস্ট কোশ্চেন। এইযে অনেকের ফেভারিট ভিডিও, ওর্কুটে দেখি, রাভনহত্যা নামক যন্ত্রসঙ্গীত, যা থেকে পুরোনো দেশজ আর্ট ফিলিমের সুর বেরোয়, তার ইতিহাস ইত্যাদি নিয়ে কেউ কিছু বলতে পারবে(ন)?
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৩ | 198.169.6.69
  • সেইত্তো বলছি। সরকারের দায়ীত্ব নেওয়া অবশ্যি উচিত। এক্ষেত্রেতো বটেই।
    ঠিকমত দায়ীত্ব নিলে সত্যমের রামু-ও গজায় না। আবার দ্যাখো, নিয়ম কানুন ঠিকমত ইমপ্লিমেন্ট করতে গেলে, কেউ কেউ 'লাল ফিতের ফাঁস, লালফিতের ফাঁস' বলে চিল্লায়। তারা-ও কিন্তু মধ্যবিত্ত।
  • arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫১ | 168.26.215.13
  • আমি পার্টি বলি নাই। সরকার বলেছি। পার্টি আর সরকার এক নয়। সরকার মানে আইন কানুন অনুযায়ী চলা উচিত।
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৪৫ | 198.169.6.69
  • মধ্যবিত্তের মত শুয়োরের বাচ্চা (এটা, রঙ্গনের কবিতাটা থেকে ঝেড়ে দিলাম, আর কবিতাটা দুরন্ত লাগলো) আর হয় না। পার্টি জোচ্চোর/করাপ্ট বলে খিস্তি করে দেওয়ালের আড়ালে, আবার মেয়ের মাতাল-ঠ্‌গবাজ স্বামীকে সায়েস্তা কত্তে, হাওয়াই চটি গলিয়ে, পড়ার পার্টি অফিসে ছোটে।
  • arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৭ | 168.26.215.13
  • সরকার এমন ভাবে হাত ধুয়ে ফেলে কি করে? সেটাই প্রশ্ন। মধ্যবিত্তের মাইরি শাঁখের করাত। একদিকে ফ্রি মার্কেট, অন্যদিকে সরকার। দুজনাই কাছে ডাকে, তারপর নিজের মতন করে জি টি মারে। তা অমিত বাবু বলেছেন এহেন সরকারের উচিত সবার জন্য ভাবা, সবাইকে নিয়ে চলা। রাম রাজত্ব।
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৩ | 198.169.6.69
  • আরে বুঝলে না, হাত ধুয়ে ফেল্ল। বেচারা কর্মীরা সরকার-কে যাতে খামোখা না জড়ায়।
  • arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩০ | 168.26.215.13
  • এইবার প্রশ্ন হল দেবেশ বাবু তড়িঘড়ি একটা বিবৃতি দিয়ে দিলেন কি বলে। ওনার মন্ত্রকের কি দেখা উচিত ছিল না যে এরা ইলেকট্রনিক কমপ্লেক্সে জায়গা পেল কি করে?
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৫ | 198.169.6.69
  • আর কইও না, আমি যেখানে থাকি সেখানে এখন -২৫ সেঃ কাল-ও তাই চলবে রোব্বার থেকে কমবে আশায় আছি।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১০ | 143.111.22.23
  • বাইনারি, কানাডায় মনে হচ্ছে শীতের প্রকোপ কমেছে?
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫৭ | 198.169.6.69
  • আর বন্ড বা মাইনে দিতে না পারার সঙ্গে ট্রেড লাইসেন্স নাথাকার কোনো সম্পক্ক নেই। লাইসেন্স না থাকার ব্যাপারটা বাইরে এসেছে ঝামেলার কারণে।
  • Binary | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫৫ | 198.169.6.69
  • জানিনা বন্ড নেওয়া ব্যাপারটা-ই আদৌ আইনি কিনা। মনে হয় 'বন্ড' বলে বন্ড নেয়নি।
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫০ | 122.252.231.12
  • শিবুদা যেটা বলছ সেটা অডিটে ধরা পড়ার কথা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত