এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kallol | ০২ মার্চ ২০০৯ ১৫:৫২ | 220.226.209.2
  • গড়িয়াহাটের কাছে হিন্দুস্থান রোডে দঃকলকাতার ফ্যাব ইন্ডিয়া।
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৫:৪১ | 122.160.41.29
  • ফ্যাবইন্ডিয়া কি কেবল কলকাতায় আছে? আমি দেখি নাই তো কখনও?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৫:৩৫ | 203.99.212.224
  • র কি এখনো শরীরটা খারাপ নাকি?
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৫:৩৪ | 203.91.193.5
  • এই না মোটেই না, বরং ফ্যাবইন্ডিয়ার ভিতর গেলে চোখের বেশ আরাম হয়। চমৎকার শেড সব। লাল, গেরুয়া সবাই কেমন বেশ মলিন, বেশ বাস্তবের মত।
  • Arijit | ০২ মার্চ ২০০৯ ১৫:৩২ | 61.95.144.123
  • ফ্যাবইন্ডিয়া বলতে মনে পড়লো -

    শনিবার ঋকের ইস্কুলে পেরেন্টস-টীচারস মিটিন ছিলো। ফেরার সময় বউ বল্ল ফ্যাবইন্ডিয়া যাবো - গড়িয়াহাটে আছে। তো ওই কিংবদন্তীর ওখান দিয়ে ঢুকে তো এক জায়গায় দাঁড়ালুম - বউকে বল্লুম তুমি যাও গিয়া, আমি গাড়িটারে কোথাও রেখে আসছি। এবার রেখে তো আমি ফ্যাবইন্ডিয়া খুঁজে বেড়াচ্ছি - পাই না। অবশেষে লোকজে জিগ্গেস করে দেখলুম - কি কেলো মাইরি - বাড়ির বাইরে কর্পোরেশনের বড় বড় ডিরেকশন আছে - সুনীতি চাটুজ্জের বাড়ি বলে - তার মধ্যে হল গিয়া ফ্যাবইন্ডিয়া!!!

    রঙ ওঠার ব্যাপার আম্মো দেখেছি - সব হাতে করে কাচতে হয় - নইলে বাকি সব এক্কেরে রামধনু হয়ে যায়। আর পাঞ্জাবী দেখতে গিয়ে আমি ফুল বোর - ওরকম রঙের পাঞ্জাবী কে যে পরে...ভয়ংকর ভয়ংকর লাল, কমলা, গেরুয়া, গোলাপী...
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৫:২৯ | 203.91.193.5
  • *ইয়ে
    **ইসে
    ***ইয়ে

    হানুদা বা মামুর জন্য ব্ল্যাঙ্ক ছেড়ে গেলাম। ;-)
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৫:২৭ | 203.91.193.5
  • :-D

    জামা দিয়ে ঘর সাজানোটা তাড়াহুড়োয় বেরিয়ে গেছে। আসলে লিখতে গেলে আমার একটা সমস্যা হয়, বেসিকালি আমি একটা অলস... ঘটি। লিখতে শুরু করে বোর হয়ে যাই। এমনকি শুধুমাত্র একটা লাইন শুরু করেও তড়িঘড়ি শেষ করে দিতে চাই। তাতে করে স্ট্রাকচার ঘেঁটে যায়। ঐজন্যি এমন হয়েচে।

    পাই বা স্যান, চাপ নিবেন না। ফ্যাব ইন্ডিয়া আমারও ভালো লাগে। অন্তত দেখতে। পরতে তেমন না। আর কাচতে মোটেই না। কি আজব রং ওঠে। আমার একটা ঘন সবুজ রঙের কুর্তা আছে, দুবছরের শেষে তার থেকে এখনও বেগুনি রঙ বেরোয়! কোন মানে হয়। মাদুর, চাটাই, মোমবাতিও ভালো লাগে। কিন্তু আপনাদের আর কি বলব, সবই তো বোঝেন, তবু ঠ্যাং টানেন, তবু বলিঃ
    ফ্রেম আর ফ্রেমের বাইরে কি থাকবে তা যেমন নির্ণীত (করেছি, ব্যবহার করেছি নির্ণয়, এবার বিনির্মানটা করে ফেলতে পারলেই আর রোখে কে ;-), যদিও বানানটা ....ঠিকই তো নাকি?) করে বিভিন্ন ইয়ে* আর ইসে**, তেমনি ফ্রেম বা পেন বন্দী কোনো ছবি বা বিষয়ই তো সারপ্লাস ইয়ে*** বহন করে চলে। ভাঙ্গা ঘরে তো সাপ ঢুকতেই পারে, তাবলে বাড়ি ছেড়ে দেওয়ার মুহূর্তেই একখান সাপ ঠান্ডা করে ঢুকে গেলে সে কি আর শুধু সাপ থাকে? ডিশ অ্যান্টেনা আর কাগতাড়ুয়া টাইপ অ্যান্টেনা দুটোই তো অ্যান্টেনা, তবু কি এক? তাই যখন কিছু টেমপ্লেট সম্পর্ক আর স্ট্যাটাসের ছবি দেখি স্টিরিওটিপিকাল ভঙ্গিতে, যেখানে ৬০% ডায়ালগ ইংরাজিতে, আবার বং সেন্টিমেন্ট যেখানে বৃষ্টি হয়ে ঝরে পড়ে অ্যাপার্টমেন্টের গায়ে, তখন হেব্বি ঝাঁট জ্বলে। যদিও, এখনও বৃষ্টি আমারও ভালো লাগে। উঁচু থেকে, কিংবা কলকাতা থেকে দূরে। হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় কক্ষনো না। এইসব সিনেমায় হাওড়া বা শিয়ালদা থেকে কেউ ট্রেন ধরে না।
  • dipu | ০২ মার্চ ২০০৯ ১৫:১০ | 207.179.11.216
  • ঘাঙাল
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৫:১০ | 122.160.41.29
  • স্টার কিন্তু-র কী চাপ। এই পাতায় আমি, স্যান, পাই, তিনজনেই বক্তব্য শুরু করেছি "কিন্তু' দিয়ে।
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৫:০৮ | 122.160.41.29
  • কিন্তু মুখ দ্যাখা ছেড়ে দাও, কী কী জিনিসপত্র ম্যাচ করলে তবে কাউকে ঘটি বা বাঙাল বলা যায়? আমি কী? ঘটি না বাটি না বাঙাল? আমি শুধু এইটুকু জানি, আমার ঠাউদ্দা যশোর, ঠকুমা রাণাঘাট, দাদু-দিদা আরামবাগ। এতদ্বারা আমাকে ঘটি বলা যায় না বাঙাল বলা যায়?

    এদিকে আমার মেয়েটা যে খোট্টা বনে যাচ্ছে, তার কী হবে?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 203.99.212.224
  • সিফোর ফ্রেম-বিশ্লেষণের চোখ এইবার এই ডিটেলের এমার্জেন্সটা দেখতেও পারে না দেখতেও পারে।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৪:৪৬ | 12.144.134.2
  • কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝলাম না। ফ্যাব ইন্ডিয়ার জামা দিয়ে ঘর সাজানো মানে কি? জামা দিয়ে ঘর সাজানো জিনিসটারই আদৌ মানে কি? আমার তো সব কুর্তাই ফ্যাব ইন্ডিয়ার ( আর আমি রাতদিন কুর্তাই পরি), কেননা তারা সূতীর এবং আরামদায়ক। কিন্তু , ঘর সাজানো মানে !!!
  • san | ০২ মার্চ ২০০৯ ১৪:৪৩ | 12.144.134.2
  • ভাগ্গিস আমি ঘর সাজানো ব্যাপারটাতেই যাইনা। সব জিনিস তালগোল পাকিয়ে চেয়ারটেয়ারের উপরে একসঙ্গে রেখে দিই। ভাগ্গিস !
  • pi | ০২ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 69.255.233.93
  • কিন্তু আমি যা দেখছি, আমাকে কিন্তু বেশ পিনপয়েন্টেডলি সুসংস্কৃত বং ( অ্যান্ড হেন্স, ন্যাকা ;-)) বলা যেতেই পারে।

    ১। আমার জানালার শার্সি চোঁয়ানো বৃষ্টি দেখতে বেশ লাগে। গান টান গাইতেও ইচ্ছে হয়। ব্যাকগ্রাউন্ডে চললে শুনতে তো বটেই। বেশ একখান ভালোবাসা ভালোবাসা টাইপ ভালো লাগাও আসে।
    এমনকি একটু কম ভালো ভালোলাগা এলে জানলা দিয়ে বাইরে চেয়ে বসে থাকতেও ভালো লাগে।
    হায় হায়, সেসময় আবার কফি খেতেও ভালো লাগে ... আমার যে কি হবে ! ঃ(
    এমনকি, এমনকি কফিটা মগের সাইজের মাগে খেতেও ভাল্লাগে ।
    বং না হলে লাগতো বুঝি !

    বিটিডব্লু,

    ২। আমার ঘর মাদুর, খদ্দর, চট জাতীয় কুটির শিল্প দিয়ে সজ্জিত। ফ্যাব ইন্ডিয়ার জামাও আছে একপিস। লজ্জার কথা আর কি বলি,ব্‌শ মায়া মাখানো আলো ও রাখা আছে ঘরের কোণাকাঞ্চিতে। ঃ(
    তবে মোমবাতি শুধু বেঁটে , গাম্বাট ই না, কয়খান রাঙা ঢ্যাঙা পিস ও আছে। দেখি এগুলি যদি আমার বংত্ব ঘোচাতে পারে !

    ৩। পাখির চোখ দিয়ে দেখা কলকাতাকে জট পাকানো ঘেমো ভীড়ে গাদাগাদি করা কলকাতার থেকে বেশি ভালো লাগে ইত্যাদি ইত্যাদি।

    আমি যে একটি সু-সংস্কৃত বং সং, সন্দেহের অতীত।

    ডিঃ অন্তহীন দেখি নাই।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৪:৩৪ | 12.144.134.2
  • আমাদের এক ইংরিজি স্যার লোকের মুখ দেখে কে ঘটি কে বাঙাল বলতে পারতেন। কি সব বৈশিষ্ট্য বলেছিলেন, ভুলে গেছি। তবে কুড়িজনের ব্যাচে সবকটা মিলেছিল। ওখানে আমি একমাত্র বাটি ছিলাম, আমারটায় একটু আমতা-আমতা করে শেষমেষ ঠিকই বলেছিলেন ঃ-)
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৪:২৯ | 216.52.215.232
  • হতে পারে। সোনালি ডানার চিল হলে হয়ত বাঙাল হত।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৪:২৮ | 12.144.134.2
  • কিন্তু শঙ্খচিলেরা কি ঘটি?
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৪:২৬ | 216.52.215.232
  • অর্থাৎ প্রকারান্তরে কইলি শংখচিলেরাও বেসিকালি অলস!

    চাপ লস ক্যান? তোরে তো কই নাই। বিভিন্ন ঘটি ও অঘটি লোক নানা কারণে আমার কথায় অন্যায্য চাপ নিতাসে এ তো ভাল কথা নয়।
  • quark | ০২ মার্চ ২০০৯ ১৪:২৪ | 202.141.148.99
  • এবং দেখলাম একেবারেই ঠিক বলেছেন।

    দু জনকেই আবার ধন্যবাদ।
  • quark | ০২ মার্চ ২০০৯ ১৪:২২ | 202.141.148.99
  • সিঁফো,

    নাক গলিয়ে অন্যায় করেন নি। আমি উত্তর পেলেই হ'ল ;-)

    আপনি মনে হয় ঠিক ই বলছেন ....

    ধন্যবাদ
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৪:১৯ | 203.91.193.5
  • না না, ছি ছি, তোমারে কেন গালাগালাবো?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৪:১৩ | 203.99.212.224
  • অনুবাদক নাতাশা উইমার এর প্রবন্ধটা পড়েছো নিশচয়ি। ওটার পিডিএফ পাওয়া যাচ্ছে। আমার মনে হয়, রিলেটিভলি স্বল্প পরিচিত লেখক বলে মনে হয় ওটা নেটে রেখে দিয়েছে।
  • saikat | ০২ মার্চ ২০০৯ ১৪:১২ | 202.54.74.119
  • savege detective সহ অন্য বইগুলো কিন্তু আমি কোলকাতায় দেখিনি। জানি না, এখন পাওয়া যায় কিনা।
  • saikat | ০২ মার্চ ২০০৯ ১৪:১০ | 202.54.74.119
  • কেন জানা নেই, worldview এবার বইমেলায় আসেনি। ভাল stock নিয়ে আগের আগের বার এসেছিল। অবশ্য সেগুলোর অনেকগুলি দোকানটাতে গিয়ে পাইনি। তবে বেশ বড়ো দোকান। university-র ভেতরে বলেই হয়তো, theory-র বই একটু বেশি লেগেছিল।
  • h | ০২ মার্চ ২০০৯ ১৪:১০ | 203.99.212.224
  • দ্যাখো, বইটাকে, নিউ ইয়র্ট টাইম্‌স রিভিউ ভালো বলেছে। এল আর বি, গার্ডিয়ান আর টাইমস,ডেলি টেলিগ্রাফ, স্যাভেজ ডিটেকটিভ আর সম্ভবতঃ নাইট ইন চিলি, নিয়ে হই হই করেছিল। অতএব ধরেই নেওয়া যায়, বিদেশী নতুন বই যারা রাখে তারা এটা বা অন্যগুলো রাখবে।
  • h | ০২ মার্চ ২০০৯ ১৪:০৬ | 203.99.212.224
  • যে কোনো বড় নতুন বইয়ের দোকান গুলোতেই এখন পাবে মনে হয়। যাদবপুরের ভেতরে ওয়ার্ল্ড ভিউ তেও দেখতে পারো। দোকানটার নাকি প্রচুর স্টক। আমি কখনো যাই নি।
  • saikat | ০২ মার্চ ২০০৯ ১৪:০৪ | 202.54.74.119
  • এ হে !!! miss করে গেছি। পাতা কত? ব্যাগে তো ধরবে না মনে হয়। কলেজ স্ট্রীট যেতে হবে।
  • h | ০২ মার্চ ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
  • রুপা। বইমেলায়। যখন তুমি জিগ্যেস করেছিলে, তখনো পড়া শেষ হয় নি।
  • saikat | ০২ মার্চ ২০০৯ ১৩:৫৬ | 202.54.74.119
  • h কে। 2666- টা কোথায় পেলেন?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৩:৫৪ | 203.99.212.224
  • এক্ষেত্রে এই নীরবতা কি কি একযোগে উচ্চারিত বা* ও ঢ্যা* এর সমার্থক?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৩:৩৪ | 203.99.212.224
  • সেটা ইম্পর্টান্ট বলে মনে হয় না। আমরা সমসাময়িক মতামত নির্মাণ নিয়ে আলোচনা কচ্ছি।
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৩:৩২ | 203.91.193.5
  • কার দ্বারা?
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৩:৩১ | 203.91.193.5
  • অপ্পন কি আমারে অলস ঘটি বললে? বাই এনি চান্স? হাঃ, সেই পুকুরধারের সেই শঙ্খচিল ফ্যামিলি? মনে আছে কি তাদের? দেখো, তারাও ঠোঁট ছড়িয়ে একথা শুনে ঠাঠা হাসছে এই দুপুরবেলা। একটাও মাছ জোটেনি, তাও।
  • h | ০২ মার্চ ২০০৯ ১৩:৩১ | 203.99.212.224
  • যে কোন নতুন বাংলা উপন্যাস সম্পর্কে এরকম রিভিউ লিখলে অবশ্য সিফোঁ অচিরেই খিস্তি খেত।
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৩:২৮ | 203.91.193.5
  • 9 হল বা 14 হল বোধহয় বলেননি। বাঁদিক থেকে অত নম্বর স্লটে আছে।

    (নাক গলানোর জন্য দুঃখিত)
  • san | ০২ মার্চ ২০০৯ ১৩:২৭ | 12.144.134.2
  • ক্যা জানে ! মানুষজনকেও যখন ন্যাকা লাগে, কারণফারণ কক্ষনো পিনপয়েন্ট করতে পারিনা ঃ-)
  • dipu | ০২ মার্চ ২০০৯ ১৩:২৫ | 207.179.11.216
  • অনুরণনের মত অন্তহীনকে ও কি আবাপ স্পনসর করছে? মনে আছে, অনুরণনকে আবাপ তুমুল তোল্লাই দিয়েছিল, আমিও বোকার মরণ, দেখতে গিয়েছিলাম।
  • quark | ০২ মার্চ ২০০৯ ১৩:২০ | 202.141.148.99
  • dri কে ধন্যবাদ।

    কিন্তু

    0x100 (hex) == 0001 0000 0000 (binary)

    বুঝলাম, কিন্তু সেটা কি ক'রে 9 হ'ল?

    একই ভাবে 0010 0000 0000 0000 == 14 হ'ল কি ক'রে সেটাও বুঝিয়ে বলবেন?

    অজ্ঞতার জন্য ক্ষমা প্রার্থনীয়।
  • pi | ০২ মার্চ ২০০৯ ১৩:২০ | 69.255.233.93
  • ক্যানো 'লাগলো' তাই জিগালুম তো ! ঃ)
  • san | ০২ মার্চ ২০০৯ ১৩:১৩ | 12.144.134.2
  • 'ক্যানো' মানে! ন্যাকা তো সাবজেক্টিভ মতামত। আমার লাগল , তাই বললাম।
  • pi | ০২ মার্চ ২০০৯ ১৩:১১ | 69.255.233.93
  • কিন্তু অনুরণন নামটা প্রচন্ড ন্যাকা ক্যানো ?
  • dipu | ০২ মার্চ ২০০৯ ১৩:০৯ | 207.179.11.216
  • কিছু কিছু লোককে যাহোক একটা স্বান্তনা পুরস্কার দিয়ে বলা উচিত, বাপ আমার, এবার তুই ক্ষ্যামা দে। অনুরণনের পরিচালক লিস্টিতে সবার ওপরে।
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৩:০৫ | 65.194.243.232
  • সিফোঁর না-রিভিউটা দুর্দান্ত হয়েছে। বিটিডব্লু, আমদানি কথাটার ইউজ কি ইচ্ছাকৃত? ;-)

    আর নানাভাবে লোকজনকে সিনেমাটা দেখে তার খুঁত ধরার জন্য প্ররোচিত করছিস। খুব মহৎ উদ্দেশ্য সন্দেহ নাই। কিন্তু আমি সে ফাঁদে পা দেবুনি।
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৩:০২ | 65.194.243.232
  • আমি কোর্স নেব ক্যানো? আমি খালি অলস ঘটিব্যক্তিটিকে আওয়াজ দেব।

    ইন্দোর কী ঘটিপ্রীতি! এক ঘটিকে আওয়াজ দিলুম আর তিনি সেটি রিসিভ করে নিজ গোলে পাঠ্যালেন!
  • san | ০২ মার্চ ২০০৯ ১৩:০০ | 12.144.134.2
  • অনুরণন নামটাই তো প্রচন্ড ন্যাকা
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৩:০০ | 203.91.193.5
  • সিনেমার আলোচনা লিখতে গেলে যে এরকম খারাপ খারাপ সিনেমা দেখতে হবে রে। ভালো সিনেমা আলোচনা করার ধক আমার নাই।
  • dipu | ০২ মার্চ ২০০৯ ১২:৫৯ | 207.179.11.216
  • রিভিউ পড়ে হ্যা হ্যা হাসলুম।
    আম্মো অনুরণন দেখে ঠিক করেছি এইসব ন্যাকাচৈতন পরিচালকদের সিনেমা আর দেখব না।
  • san | ০২ মার্চ ২০০৯ ১২:৫৭ | 12.144.134.2
  • মাইরি অপ্পন। এক্সপেক্টেশন ম্যানেজমেন্টের একটা কোর্স নাও না কেন। তোমাকে দেখেই কি কবি লিখিয়াছিলেন - বৃথা আশা মরিতে মরিতেও মরে না !
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ১২:৫৭ | 203.91.193.5
  • ন্না, না সত্যি। আমি রিভিউ করিনি। তাহলে তো সিনেমার স্ট্রাকচার, ডায়লগ, চরিত্রের ইন্টার‌্যাকশনের, এমনকি বেসিক সিনেমার ব্যাকরন (যেগুলো না পড়া থাকলেও বোঝা যায়) ইত্যাদির হরেক ভায়োলেশন নিয়ে কথা বলতাম।

    একটা ছোট্ট করে বলি। কিন্তু আর বলবনা। গাড়ি দাঁড়ালো, নায়িকা নামলো, বাড়ির গেটে গিয়ে পিছন ফিরল, নায়ক স্টিয়ারিংএ হাত দিয়ে দ্‌খলো, তারপর গাড়ি ছেড়ে দিল। এবার ফাঁকা রাস্তা। যেখান দিয়ে গাড়িটা চলে যাবার কথা। দর্শক রাস্তার কোনদিক থেকে এক্সপেক্ট করবেন গাড়িটা যাবে? কত স্পীডে যাবে? যাতে করে কন্টিনিউটি রক্ষা করা যায়?

    এক্ষেত্রে গাড়িটা গাঁ গাঁ করে রাস্তার ডান দিক দিয়ে বেরিয়ে গেল। আরও শ'খানেক মিটার গেলে যেটা হওয়া সম্ভব। ইত্যাদি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত