এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৬ জানুয়ারি ২০০৯ ১২:১০ | 203.99.212.224
  • আমি আজ ই বাড়ি ফিরেচি আবার আজ ই আপিসে এলুম ঃ(
  • Blank | ১৬ জানুয়ারি ২০০৯ ১২:১০ | 203.99.212.224
  • কামরাঙা সবুজে উজ্জলতা একটু কম। কচি কলাপাতায় সামান্য হলুদ টিন্ট আছে
  • Paramita | ১৬ জানুয়ারি ২০০৯ ১২:০৫ | 216.10.193.21
  • সবাই কি একটাই বিয়েবাড়িতে যাচ্ছে? কার বিয়ে?

    বাই দা ওয়ে, কামরাঙা সবুজ আর কচি কলাপাতা সবুজে কি কোন তফাৎ আছে?
  • shrabani | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৫১ | 124.30.233.102
  • আমি যখন পৌঁছব তখন বিয়েবাড়ী শেষ!
  • san | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৪৪ | 12.144.134.2
  • একটি নয়, তিনটি বিয়েবাড়ি আছে ঃ-)

    কিন্তু আমার গিয়ে আর ফিরতে ইচ্ছে করছেনা। নেহাৎ অফিস টফিসে লোকাল অ্যাড্রেস দেওয়া আছে তাই, নয়তো জাস্ট থেকে যাওয়া যেত, ট্রেস করতে পারতনা ঃ-(
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৪৩ | 61.95.144.123
  • হ - আর আমি যে রোজ এক ঘন্টা আগে আসি, তার বেলা?
  • pi | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৪১ | 69.251.184.3
  • আহা, বিয়েবাড়ি আছে বলে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া, এ সুখানুভূতি আবার কবে পাবো এ জীবনে ! ঃ(
  • san | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৩৯ | 12.144.134.2
  • আগামীকাল ঃ-)
  • shrabani | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৩৯ | 124.30.233.102
  • স্যানের আজ কলকাতা যাওয়া না?
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:৩০ | 61.95.144.123
  • আমাদের আজ একটা বিয়েবাড়ি আছে। দুপুরে বাড়ি চলে যাবো।
  • san | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:২৯ | 12.144.134.2
  • আজকে কাজ আছে কিন্তু আমার কোন কাজেই মন বসছে না - উপরন্তু রোব্বার আরেকটি বিয়েবাড়ি জুটে গেল ঃ-))))
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • ইনফ্যাক্ট পাশের রাস্তা বা সাইডিং থেকে বেরনোর সময় - রিভার্স হোক বা না হোক - মেন রোড দিয়ে সোজা আসা গাড়ির রাইট অব দ্য ওয়ে। সবসময়।

    আমাকে ডাবল-এ-র ট্রেনার বলে দিয়েছিলো যে তোমার এই সাইড রোড দিয়ে বেরনো বা পার্কিং থেকে বেরনোর কারণে যদি সোজা আসা গাড়িকে আস্তে হতে হয় সাথে সাথে তুমি ফেল - পরীক্ষায়।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • সেটাই তো বল্লাম - যে রাইট অব দ্য ওয়ে সোজা আসছিলো যে তার। আমরা তো দেখলাম পুরো ঘটনাটা। কিন্তু সে সব থানায় দেখবে বলে মনে হল না - পুলিশের ব্যবস্থা দেখে। মানে কথাগুলোও কানে এলো কিনা।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:২১ | 216.52.215.232
  • রিভার্স করার সময় রাইট অফ ওয়ে যে সোজা আসছে তার হয়। যদিও এইরকম জেনেরিক স্টেটমেন্ট দেবার আগে দেখতে হবে দোষটা কার ছিল। মারুতির কোন জায়গাটা ভোগে গেল সেইটা দেখে একটা ধারণা হবে।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:১৪ | 61.95.144.123
  • মামী - লেন কোথায়? লেন বলে কিছু নেই এখানে। আর শুধু মল আর ফ্লাইওভার হলেই কি সব পাল্টে যায়? সবাই দৌড়চ্ছে - সর্বক্ষণ। একটু পিছিয়ে পড়লেই গেলো। এ জিনিস সহজে পাল্টানোর নয়।

    স্যান - গলে যাওয়াটা দোষের এবং যদি ওটা ইন্টেনশনাল কান্না হয় তাহলে সেটা দোষের। আদারওয়াইজ কাঁদতেই পারে - যতই হোক, অ্যাক্সিডেন্ট আর তায় দরজা ভোগে গেছে - বড়ই ক্ষতি।

    তবে তুমি খুব লাকিই বলতে হবে। আমার অবশ্য এখনও এরকম এক্সপিরিয়েন্স হয়নি। আমি দেখেছি এখানে "রাইট অব দ্য ওয়ে' কেউ মানে না, সুতরাং নিজে সতর্ক হওয়াই ভালো।
  • san | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:১৩ | 12.144.134.2
  • ইয়ে আমি কাঁদিনি ঃ-)))))
  • san | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:০৮ | 12.144.134.2
  • কান্নাটা দোষ, না কান্নায় গলে যাওয়াটা দোষ ? ;-)

    (মঃ)

    আমি তো তাহলে খুব লাকি ছিলাম - থানায় যেতে হয়নি ! এমনকি টাকাও চায়নি ! ষষ্ঠীর সকালে এক বেচারা মারওয়াড়ির নতুন গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিয়েছিলাম শুধু তাই নয় তার দরজার কি এক কবজা আর বন্ধ হচ্ছিলনা তারপর ঃ-(
  • m | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:০৬ | 12.217.30.133
  • কেন অরি, দেশ তো প্রায় সব দিক দিয়েই বিলেত হয়ে উঠেছে,শুধু গাড়ি চালানোর সময় দুটো লেনের মাঝখান দিয়ে আর এই ধাক্কা টাক্কা মেরে দেওয়ায় এখনো কেন পিছিয়ে আছে বলতো,তোমার কি মনে হয়?
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১১:০৩ | 61.95.144.123
  • অনেকদিন আগে একটা অ্যামেচার ভিডিও দেখিয়েছিলো টিভিতে - এক ট্যুরিস্ট সমুদ্দুরের ধারে ছবি-টবি তুলছিলো - একখান গাব্দা এরোপ্লেন ধড়াম করে জলে এসে আছড়ে পড়লো। ন্যাড়াদার ফটোটা দেখে মনে পড়লো।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • * রেসপন্সিবল *
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৫৬ | 61.95.144.123
  • যে কোন দেশে একটা বেসিক নিয়ম হল কোনো গাড়ির পিছনে আরেকটা গাড়ি এসে ঠুকলে পিছনের গাড়িটা রেস্পন্সিবলে (আনলেস সামনেরটা মাঝ রাস্তায় রিভার্স করছিলো) - কারণ সাফিশিয়েন্ট জায়গা রাখেনি। এখানে সেটা করে বা বলে দ্যাখো।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • মামী - এখানে ওরকম নিয়ম মেনে কিছু হয় না। রাস্তায় ঠোকাঠুকি হলে যার বেশি গলার জোর সে বেরিয়ে যায়। থানায় নিয়ে গেলে যার পকেটের বা অন্য কিছুর জোর সে। আমরাই তো ছিলাম নীচে - পুলিশ কাউকে কিছু জিগ্গেস করেনি।
  • m | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৫২ | 12.217.30.133
  • কেন অরি,রাস্তায় কি আর কোনো লোক ছিলো না ,মানে প্রত্যক্ষদর্শী?তারা ছেলেটার যে দোষ নেই সেটা থানায় গিয়ে বলে এলেই তো পারে-খামোখা মেয়েটা 'কেঁদে' পার পেয়ে যায় না তাহলে;)
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • আমাদের আপিসের সামনে একখান অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মারুতি ৮০০ রিভার্স করে আমাদের আপিসের নীচের গাড়ির শোরুমের সামনে থেকে রাস্তায় বেরোচ্ছিলো, আর একটা ওয়্যাগন-আর সোজা আসছিলো। দুজনেই ভেবেছে অন্যজন দাঁড়াবে, কেউ দাঁড়ায়নি - ৮০০-টার পেটে দুড়ুম করে ঠুকে দিয়েছে। দরজাদুটোই ভোগে। পুলিশ এসে দুটোকেই থানায় নিয়ে গেলো। ৮০০-টাতে একটা মেয়ে ছিলো - সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলো - হয়তো পুলিশে তাতেই গলে যাবে। নিয়ম অনুযায়ী দোষটা যদিও ওই গাড়িটারই।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৫ | 61.95.144.123
  • ছাদে প্রোজেক্ট করা যায়। তাইলে চিত হয়ে শুয়ে সিনিমা দেখা যাবে।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:৩১ | 65.194.243.232
  • ১২+ ঘরের একটা দেয়াল খালি পাওয়াটাই যা চাপের।
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:১৩ | 165.170.128.65
  • আরে সিনেমা দেখার জন্য। মনিটরের বদলে প্রোজেক্টর। স্লাইড ফিল্ম প্রসেসিং অনেক দাম।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:১২ | 61.95.144.123
  • কিসের প্রোজেক্টর নিয়ে কথা হচ্ছে? স্লাইড না টিভি? স্লাইড কিনো না - নেহাত শখ না থাকলে। স্লাইড ফিলিম পাওয়াও কঠিন, দামও বেশি, প্রসেসিং-ও কস্টলি আর ওই সব বসিয়ে ছবি দেখাও হ্যাপা। যদিও ছবিগুলো বেস্ট কোয়ালিটির হয়।
  • Arijit | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:১১ | 61.95.144.123
  • ভারতের দাম কি করে হিসেব হবে? জমি +্‌ লোক + বাড়ি-ঘর-রাস্তা-ট্রেন - কঠিন ব্যাপার। মামু ফুঁকো ছেড়ে শেষে এই হিসেব করবে?
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:০৭ | 165.170.128.65
  • আমিও বড় হলে এট্টা কিনবো তাহলে।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:০৫ | 12.217.30.133
  • ভারতের দাম জানিনা।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০০৯ ১০:০৫ | 12.217.30.133
  • মোটামুটি? ৬০০ ডলার।

    কমবেশি হয় বুঝতেই পারছ।
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০০৯ ০৯:৪৯ | 165.170.128.65
  • মামু, মোটামুটি প্রোজেক্টরের দাম কেমন? ভারতের সাথে আম্রিকার দামের তফাৎ কত? ইত্যাদি।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০০৯ ০৯:৪৭ | 12.217.30.133
  • কিন্তু দ্রির হলটা কি? আমি এই রাত বিরেতে এলাম স্রেফ দ্রির জন্য। কিন্তু হায়। ঃ(
  • sinfaut | ১৬ জানুয়ারি ২০০৯ ০৯:৪২ | 165.170.128.65
  • দ্রি এর আলাপ জোড় বেশ ভালো লাগছে। শুধু একটাই ভয়, বাবুর ধৈর্য থাকলে হয়।
  • Du | ১৬ জানুয়ারি ২০০৯ ০৪:৩০ | 67.111.229.98
  • চলে গেলেন তপন সিংহ
  • Du | ১৬ জানুয়ারি ২০০৯ ০৪:০৮ | 67.111.229.98
  • অবশ্য ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বেশি পছন্দ করতে থাকলেই সে বেটা হারে। এইটাই যা সুসংবাদ।
  • m | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৫৬ | 12.217.30.133
  • সুহদবাবুর এখন একটু বিশ্রাম হচ্ছে-চোখের অপারেশান টা হয়ে গেছে, বাড়ি থেকে বা শুভানুধ্যায়ী রা খাবারটা দিয়ে যায়- বসে একটু বই টই পড়ার সময় পাওয়া যায়।জোয়াল ঠেলে ঠেলে ক্লান্ত শরীর টা এখন একটু বিশ্রাম পাচ্ছে-
    এইবার সিঙ্গুর গিয়ে জেনে এলামঃ)
  • Du | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৫৬ | 67.111.229.98
  • সুহৃদ, দেবু, পার্থসারথি -- কে আর বলছে এদের কথা। কিন্তু মোদীর কথা - তো কথা থেকে গাথায় পরিণত হচ্ছে। -
  • a x | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৪৮ | 143.111.22.23
  • আর সুহৃদ, দেবু কে শহীদ।
  • Du | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৪৪ | 67.111.229.98
  • আমাদের ওখানে বলুন বরং, সিঙ্গুরের নাম শুনলেই দুঃখ চাগিয়ে ওঠে এখনও, মোদীকে আপনারা হিরো করে দিলেন।
  • Ishan | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:৩০ | 12.163.39.254
  • আমাদের সিঙ্গুরে যখন একটা নৌকো বেরোলো মাটির তলা থেকে, তখন মেলা বসে গিয়েছিল।
  • Du | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:২৫ | 67.111.229.98
  • আমি গিয়ে টিভিতে দেখে এলাম। লেজও ডোবার মুখে।
  • m | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:২১ | 12.217.30.133
  • হাডসনের তাপমাত্রা ৩৫ - জলে ঢেউ খেলছে।
    আর এফ ডি এনওয়াই খুব সবার সঙ্গে জড়াজড়ি কচ্ছে,এমন কি এফবিআই ও এসে গেছে-এইবার একটা মেলা বসে গেলেই সর্বাঙ্গসুন্দর হত।
  • Du | ১৬ জানুয়ারি ২০০৯ ০৩:০৯ | 67.111.229.98
  • আমিও জানলাম যে রোলান্ড বারিস সেনেটের একমাত্র কালো সদস্য হলেন ওবামার বদলে !!
  • m | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৫৮ | 12.217.30.133
  • পারমিতা,
    দেখলাম- আমাকেও দেখলাম লিখেছে।কিছু একটা সাংঘাতিক হয়েছে কিনা ভেবে চিন্তা হচ্ছে,সকাল হলেই ফোন করছি।
  • m | ১৬ জানুয়ারি ২০০৯ ০২:৫৬ | 12.217.30.133
  • আপাতত টিভিতে যা দেখাচ্ছে,প্লেনটা একটা তিমি র মত নাক ভাসিয়ে জলের মধ্যে ভেসে আছে- লোকজন লাইফ জ্যাকেট পরে বেড়িয়ে আসছে।কেউ মারা গেছে কিনা এখনো জানা যায় নি,মাত্র ৩২০০ ফুট উপর থেকে ওটা জলে নেমেছে- পাইলট নাকি আগেই বুঝতে পেরে প্লেন টাকে ইচ্ছে করে জলে নামিয়েছে।উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে।
    আর জীবিত লোকজন জানাচ্ছে,সম্ভবত ,ইঞ্জিনের মধ্যে পাখি ঢুকে যাওয়াতেই এই দুর্ঘটনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত