এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১১ মার্চ ২০০৯ ২১:৪৮ | 117.195.44.34
  • আমি অবশ্য আজরাতে একটু সাত্বিক দহিমুর্গ, পরোটা আর খানকয় কাজুবরফি খাব।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ২১:৪৭ | 115.108.25.26
  • আর রইল মুর্গি কাটা দেখতে "ভালো লাগা'র প্রসঙ্গঃ একটা হোঁতকা চপার একটা জ্যান্ত মুরগির পিঠে পড়ে আর মুর্গিটা কঁকিয়ে উঠে মরে যায় - এটা দেখতে ভালো বা মন্দ লাগা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি অ্যাকচুয়ালি বাড়ি ফিরতে ফিরতে ভাবছিলাম, স্যান এসব জাতীয় ব্যাপার মাঝে মাঝে ভালো লাগে দাবী করলেও আসলে ও একটা নরম সরম গাবলু গুবলু ব্র্যাট ছাড়া কিছু নয়।
  • d | ১১ মার্চ ২০০৯ ২১:৪৬ | 117.195.44.34
  • হ্যাপী হোলির পেয়েছ? তাহলে হোলি কেউ পাঠিয়েছে হবে।
    কিন্তু বোধি হলদে ধুতি, হলদে উত্তরীয় পরে, হলদে পাগড়ি বেঁধে নাচতে গেছে --- এইটা পড়ে থেকে আমার এমন হাসি পাচ্ছে। থামাতেই পারছি না।
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ২১:৪৩ | 122.252.231.12
  • রাতের মেনুঃ মুগডালের খিচুড়ি, বেসন দিয়ে ফুলকপি ভাজা, লাবড়া আর টমাটোর চাটনি। আর পায়েস।
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ২১:৪২ | 122.252.231.12
  • আচ্ছা, টেলিকনে যাবার আগে বলে যাই। আজ গোটাদুই এসেমেস পেলাম। হোলির শুভেচ্ছা জানিয়ে। সবার নং হারিয়ে গেছে বলে বুঝতে পারলাম না কারা পাঠিয়েছে। সবাইকেই তাই হ্যাপি হোলি বলে গেলাম। ঃ)
  • sayan | ১১ মার্চ ২০০৯ ২১:৪০ | 115.108.25.26
  • বাড়ি পৌঁছোলাম। একটু আত্মপক্ষ সমর্থন করে যাই। আমার করা শেষ কমেন্টের সাথে স্যানের মুরগী কাটার কোনও সম্পর্ক নেই। দ্যাট ওয়াজ রিগার্ডিং আম্রিগায় জব লস অ্যান্ড/অর ভারতে বেকার সৃষ্টি। তাই স্যানের পোস্টের সময় উল্লেখ করেছিলাম ইত্যাদি। আশা করি বোঝাতে পারলাম।
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ২১:৩৯ | 122.252.231.12
  • ** ফাফ
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ২১:৩৯ | 122.252.231.12
  • ভুতো কবে পায়ের ধুলো দিবি বাপ? লুচি আলুদ্দম/নারকেল দিয়ে ছোলার ডাল, মাংস আর রসমালাই খাওয়াব।

    ডিডিদাকে ফোং করে খবর নিয়েছিলি ফাফার প্রবলেমটা রিজলভ হয়েছে কিনা?
  • Bhuto | ১১ মার্চ ২০০৯ ২১:৩৬ | 122.172.30.220
  • নুচি আলুরদম, হ ম ম ।
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ২১:৩৪ | 122.252.231.12
  • আরে আমিও এই ক'দিন আগে কোথায় যেন পড়লাম "নের্তৃত্ব'। পড়া মাত্রই চোখ করকর (বুনানভুল) করে উঠেছিল।

    হালায় আজ রাতেও টেলিকন আছে!
  • M1 | ১১ মার্চ ২০০৯ ২০:২৩ | 59.93.242.116
  • অমি আজ নুচি আলুর দম খাবো।ইল্লুস
  • d | ১১ মার্চ ২০০৯ ২০:০৮ | 117.195.44.34
  • হ্যাঁ এবং সেই সিদ্ধান্তটা ও করেছে স্যানের মুর্গীকাটা দেখতে ভাল লাগে, এই কথাটা থেকে। সায়নের এই সিদ্ধান্তটা ভুল বলে আমি মনে করি।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ২০:০৫ | 59.93.242.116
  • দি ,আমার মনে হয় সায়ন স্যানের ৭ঃ৩১ এর মুরগী কাটা নিয়ে নয় আম্রিকার চাকরি যাওয়া আর নিজের দেশের বেকারত্ব নিয়ে বলেছে
  • d | ১১ মার্চ ২০০৯ ২০:০২ | 117.195.44.34
  • এটা সায়নের বোঝার ভুল।
    স্যানের মুর্গী কাটার দৃশ্য ভাললাগার বা না লাগার সাথে নিজের ঘরে আগুন লাগার কোন সরলরৈখিক সমীকরণ নেই। স্যানের মুর্গীকাটা দেখতে ভাললাগে বলেই এটা সিদ্ধান্ত করা যায় না যে লোকের চাকরী খেতেও স্যান খুব ভালবাসে, যতক্ষণ না নিজেরটা যাচ্ছে।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:৫২ | 59.93.242.116
  • আত্মবিশ্বাস??
    আমারো একটা ঘটনা মনে পড়ে গেল।
    আমাদের পাড়ার এক হার্ড কোর দিদি ভক্ত গত বিধানসভা ভোটে বলেছিল তৃণমূল এবার ৫০০ আসন পাবে।পাড়ার মোড়ে চেঁচিয়ে চেঁচিয়ে।
    ফুঃ কে বলে বিধানসভায় ঐ কটা মোটে আসন ;)
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:৫১ | 160.83.96.82
  • মিটিনে গেলাম। একটু যদি ঘুম হয়!
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৯:৫০ | 168.26.215.13
  • বুনানেরটা এমন ভুল না। আমার তো ছেরে আর ছারা টা সুইট লাগে।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:৪৬ | 160.83.96.82
  • ঋজু'র সাথে পাকিস্তান থ্রেডে উগ্রপন্থা বিষয়ে বোধহয় এই একটা ম্যাটারেই একমত হয়েছিলাম যে নিজের ঘরে আগুন না লাগা পর্যন্ত গায়ে আঁচ লাগে না। উইদাওট এনি অফেন্স টু স্যান, স্যানের ০৭ঃ৩১ এর পোস্ট পড়ে একথাটাই আবার মনে হল।
  • d | ১১ মার্চ ২০০৯ ১৯:৪৬ | 117.195.44.34
  • এই বুনানভুল নিয়ে একটা গল্প পেটের মধ্যে গজগজ করছে। বলেই ফেলি। কিছুদিন আগে একজন দেখি মস্ত প্রবন্ধ লিখেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ,.... তাতে অনেকবার করে লেখা "নের্তৃত্ব'। এমন চোখে লাগছে কটকট করে। তো, কদিন পরে আরেকখান প্রবন্ধ তাতেও "নের্তৃত্ব'র ছড়াছড়ি। নিরুপায় হয়ে বললাম যে ওতে রেফ নেই, ওটা "নেতৃত্ব' হবে। তাতে উত্তর দিলেন যে "না রেফ আছে।'। বাধ্য হয়ে অভিধান এর রেফারেন্স দিলাম। এও বললাম যে কর্তা থেকে আসে বলে "কর্তৃত্ব' হয়, কিন্তু "নেতা' থেকে "নেতৃত্ব'ই হবে। তো, পুউউউরো ইগনোর করলেন। কদিন বাদে আবার দেখি "নের্তৃত্ব'।

    একে বলে আত্মবিশ্বাস।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:৪৫ | 59.93.242.116
  • এগারো থেকে বারোয় ওঠার সময় আমরা লাইন দিয়ে সাপ্লিমেণ্টারি দিয়েছিলাম।গোটা ক্লাসের জনা দশেক উৎরে গেছিল এক চান্সে।
    ফিরতি সাপ্লি দিয়ে যখন এলুম দেখি সেই দশ আর আর্টস কমার্সের বন্ধুগুলো দল বেঁধে হাস্যমুখে আমাদের দলটিকে বেলকাম ব্যাক জানাচ্ছে।
    প্রসঙ্গত উল্লেখ্য আমরাই দলে ভারি ছিলাম। ঃ)
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৯:৩৮ | 168.26.215.13
  • এগারো ক্লাসের প্রথম কেমিস্ট্রী পরীক্ষায় আমি যা লিখেছিলাম স্যার তো ছার (বুনান ভুল) আমিও বুঝতে পারি নি। স্যার তো মোটামুটি কান্নাকাটি করছিলেন এট্টু বুঝিয়ে দে, তোকে নাম্বার দিই। আমি বলেছিলাম এইটুকুও বুঝতে পারেন না, স্যার হয়েছেন কেন। আমার নম্বর লাগবে না যান। সেই থেকে যে স্যারের সাথে একটা ইয়ে তৈরী হল, আমার কেমিস্ট্রীর ফান্ডাতেও ডান্ডা।

    বাই দা ওয়ে কেমিস্ট্রীর সমাস কি?
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:৩৬ | 160.83.96.82
  • মোয়ানের জন্য আরও কিছু থ্যাপ্‌স তুলে রাখি। হোলি'র ফলো আপ চালাতে হবে।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:৩৬ | 59.93.242.116
  • এমন ফ্যাঁচফ্যাঁচে সর্দি ঝারা ম্যচে বীরু কেমন খেল দেখাল।৬০ বলে সেঞ্চুরি।
    হোলির গিফট।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:৩৫ | 160.83.96.82
  • ষ্ঠুর আমি, নিষ্ঠুর স্যান।
  • Du | ১১ মার্চ ২০০৯ ১৯:৩৪ | 74.7.148.7
  • ধামাসান বৃষ্টি হচ্ছে।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:৩৩ | 59.93.242.116
  • সায়নকে আমি পরেরদিন বারো কেলাসের পড়া ধরব আবারঃ)
    আবার বারো
  • san | ১১ মার্চ ২০০৯ ১৯:৩১ | 12.144.134.2
  • আমার তো মুর্গি কাটা দেখতে ব্যাপক লাগে ঃ-))))))))
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:৩১ | 160.83.96.82
  • (স্বগতঃ -- যাক তবু অল্পের উপর দিয়ে গেল! থ্যাপ্‌ টা বেলুন নয় জানলে ...)
  • san | ১১ মার্চ ২০০৯ ১৯:৩১ | 12.144.134.2
  • লোকভেদে কদাকার ও নির্লজ্জের সংজ্ঞা ভিন্ন। আম্রিকার কিছু লোকের চাক্রি যাওয়া বেশি খারাপ, না দেশে কিছু বেকারের সংখ্যা বাড়া বেশি খারাপ ? কে জানে। আগে পেটের ভাত, তবে তো মরালিটি, এথিকস, ভাল ভাল কথা।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৯:৩০ | 168.26.215.13
  • কি আর করা যাবে। সেতো মুর্গী কাটাও দেখতে খুব ভালো না। কিন্তু খেতে বেশ। বিপিওর ক্ষেত্রেও ট্রানজিশনটা বাজে কিন্তু আল্টিমেটলি কাজ পাওয়া যায় বলে আমাদের মতন লোকজন করে খাচ্ছে। নইলে এতদিনে ভ্যারান্ডা ভাজিতং।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:২৮ | 59.93.242.116
  • ওমন থ্যাপ করে বেলুন ফেলার শাস্তি,সায়নকে পড়াশোনা করিয়ে দিলুম ঃ)
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:২৫ | 59.93.242.116
  • হেহে ফেনল্পথ্যালিন তো কেমিস্ট্রি-টাইট্রেশন ঃ)
    গ্রাম স্টেন চাই।আয়োডিন আর ক্রিস্টাল ভায়োলেট ঃ))
    তবে ফ্যানল্পথ্যালিন দিয়েও হোলি খেলা যেতে পারে রংটা বেশ হয়
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:২২ | 160.83.96.82
  • নাঃ। শিওর ছড়িয়েছি। সিকিইই? ভাই আছিস?
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:২২ | 160.83.96.82
  • এই রে! গ্রাম পজিটিভ তো সেই বারো ক্লাসে পড়েছিনু। ওটা জানতে কি একটা চাই যেন! ফেনফথেলিন?
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:১৪ | 160.83.96.82
  • আজ্জোদা কে ডিট্টো দিলাম। গায়ের চামড়া খুব মোটা না হ'লে কাজের মাঝে ওদেরই মাঝে ওদের চোখের দিকে তাকিয়ে কেমন একটা অস্বস্তি হ'ত। সেই যখন প্রথম সেন্ট ক্লাউড গেস্লাম, গোটা ডিপ জানত ওখানে আমার কাজ শেষ হলে ওদের কাজেরও পূর্ণচ্ছেদ। তাও শেষের ক'দিন আগে একজন বয়স্ক তাঁর সমস্ত মেমেন্টো সকলের মাঝে বিলি করছিলেন। বিপিও অতি বিশ্রী, কদাকার এবং নির্লজ্জ।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:১৩ | 59.93.242.116
  • আর্য দা কেমন প্যারাসাইটিক রোল পালনের অভিগ্যতা শোনাল।
    আন্টিব্যাকটিরিয়াল দিয়ে মুখ ধোবো?কিন্তু রংটা কেমন হলো? লাল না বেগুনী?ব্যাকটিরিয়া গুলো গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ?
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৯:১০ | 160.83.96.82
  • মোয়ান্মামি একনং পরে হবেন আগে অ্যান্টাইব্যাক্টিরিয়াল দিয়ে থ্যাপ্‌ ধুয়ে পোষ্কার হয়ে আসুন।
  • d | ১১ মার্চ ২০০৯ ১৯:১০ | 117.195.44.34
  • হুঁ এই কাজটা বারদুই করতে হল। একবার তাদের চাকরী গেছে, বলা হয়েছে এত মাসের মধ্যে আমাদের সব শিখিয়ে দিয়ে যেতে। আর একবারে ঠিক সোজাসুজি চাকরী যায় নি, সেই কোং এর ক¾ট্রাক্ট গেছে। আর এখন ক্লায়েন্টের দিক থেকেই প্রচন্ড চাপ হল যত তাড়াতাড়ি পারো সব বুঝে নাও, আমরা আগামী ৩-৬ মাসের মধ্যে সব শূন্য করে দেবো।
    খুবই অস্থির লাগে.........
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৯:০৯ | 168.26.215.13
  • আমি অনসাইটের অভিজ্ঞতা বললাম। আমার এক খুব ভালো ক্লায়েন্ট বন্ধু আমাকে বলেছিল যে চাকরী গেলে তার কি কি অসুবিধা। তারপর বলেছিল তুমি আর কি করবে। তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমারও চাকরী যাবে।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৯:০৬ | 168.26.215.13
  • বাইল্যকালে আমি একবার একটা বিপিও প্রোজেক্টের সাথে কাজ করেছিলাম। যাদের চাকরী খাওয়ার জন্য কাজ করছি তাদের থেকেই কি করে কাজটা করতে হয় জানছি। সেও জানে যে তার চাকরী যাবে। খুব বাজে অভিজ্ঞতা। এক তো কাজকম্ম করা খুব মুশকিল। তায় একটা বাজে লাগা থাকে। অনেক সময়ই খুব কাছাকাছি কাজ করতে করতে অনেকেই ভালো বন্ধু হয়ে যায়। তাদেরই চাকরী খাবার জন্য কাজ করছি, কেমন একটা লাগে। চামড়া মোটা না হলে করা যায় না।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৯:০৪ | 59.93.242.116
  • আমাকে কি এফিডেফিট করতে বলা হচ্চে?
    আমি তো আগে থেকেই তাই একনম্বরি হয়ে গেছি।
  • d | ১১ মার্চ ২০০৯ ১৯:০২ | 117.195.44.34
  • সত্যি হঠাৎ করেই অনেক অনেক এম হয়ে গেছে। আরেকজন আছেন "মন্দিরা', এখনও বড়সড়। হঠাৎ ওঁরও রোগা হতে ইচ্ছা হলেই নির্ঘাৎ "এম' হবার চেষ্টা করবেন।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৯:০০ | 168.26.215.13
  • বিপিও এমনিতেই খুব পলিটিকাল প্রোজেক্ট। নলেজ ট্রানি্‌জশন ওয়াজ অলওয়েজ এ চ্যালেঞ্জ। এখন আরও হবে। তার সাথে রাজনীতিতে প্রোটেকশনিস্ট স্ট্যান্ড। সব মিলিয়ে বিপিও একটু ঝাড়ে আছে।
  • san | ১১ মার্চ ২০০৯ ১৮:৫৯ | 12.144.134.2
  • এই তো, আমি তোমাকে এবং বাকি বিভিন্ন গুরুভাইবোনেদের দিকেও একগাদা রংভত্তি বেলুন ছুঁড়ে দিলুম , দুক্ষু পেওনা ঃ-)

    বাই দ্য ওয়ে, এত এম, এত এম, যে আমি জানিনা কার সঙ্গে কথা বলছি ঃ-)
  • d | ১১ মার্চ ২০০৯ ১৮:৫৮ | 117.195.44.34
  • মোয়ান-মামীকে তো সায়ন রং মাখাল।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৮:৫৫ | 59.93.242.116
  • আমি কেমন পোস্কার হয়ে বসে আছি।কেউ আমারে আজ রং মাখালো নাঃ(
  • san | ১১ মার্চ ২০০৯ ১৮:৫৪ | 12.144.134.2
  • শিফটে ? নানা। তবে ফ্লেক্সিটাইম। ইদানিং প্রোজেক্ট কম হওয়ায় কাজ কম ফলে আরোই ফ্লেক্সিটাইম ঃ-)

    হ্যাঁ কে যেন সেদিন বলছিল প্রোজেক্টের অবস্থা খারাপ কিছু নয় ? আইটির কথা আলাদা তবে বিপিও কেপিও তে বেশ খারাপ। এখানে ওখানে নানান প্রোজেক্ট ফ্রিজ হয়ে পড়ে রয়েছে। মানে আমার বন্ধুরা মূলতঃ অ্যানালিটিকসে রয়েছে তাদের থেকে যা শোনা যাচ্ছে আর কি।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:৪৯ | 160.83.96.82
  • ছুটি! ছুটি!! কোথায় পাবো তারে ঃ((
    অনেক্কষ্টে এই সোম্বার‌্যাক্টা পেয়েছি। তাও একমাস আগে অ্যাপ্লাই ক'রে। ঃ(((
    মোট ছ'টা সিএল এবারো ভোগে যাচ্ছে।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৪৮ | 168.26.215.13
  • পুঁজিবাদী সায়নকে টিকটিকি দিলাম।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:৪৬ | 160.83.96.82
  • স্যান কি শিফ্‌টে আছিস?
    আমি আজকাল সকাল সাড়ে আট্টায় বাড়ি ছেরে (বুনাম্ভুলেগেইন) রাদ্দশটায় ফিরছি।
    (এগদিন শ্লা নিজের একটা কোং খুলবোই। এই হতচ্ছাড়া দ্রিসেশন্টা কাটুক।)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত