এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪৫ | 71.62.2.93
  • লাইব্রেরি দেখে আশু মুখুজ্যে বলেছিলেন (মনে মনে) , "" এই সব বই কি এক জীবনে পত্তে পারবো?""
    তাও ভালো তখন সিনিমা আর রেসিপির তেমন ইয়ে হয়নি।
  • san | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪৪ | 123.201.53.134
  • মহেন্দ্র কাপুর ব্যাপারটা কি কোন সংকেত?
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪৩ | 71.62.2.93
  • মহেন্দ্র পর্বতেই না? হনুদা রেস্ট নিয়েছিলো।
  • arjo | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪১ | 168.26.215.13
  • কিন্তু ভরত ভালো আছে। রামকে খেলেই রাজা হয়ে বসবে।
  • Du | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪১ | 74.7.148.7
  • টিম, কয়েকটা মহেন্দ্র কাপুরের গান শোনো ইউটিউব খুঁজে ঃ)
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪০ | 71.62.2.93
  • লক্ষণ আর কিকরে ভালো থাকে! আজ শুক্কুরবার, আজ সবাই রাম খাবে, তাই লক্ষণের মন খারাপ।
  • arjo | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
  • টিমের নিশ্চয়ই সেই রোগটা হয়েছে।
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩৯ | 117.195.40.123
  • এই খাইসে! তিমি আর দু কি রোল পাল্টে নিল?
    কোন বইএর লিস্ট? কোন সিনেমার লিস্ট? আশু মুখুজ্যে কি বলেছিলেন?
  • san | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩৮ | 123.201.53.134
  • হাসতে কুন্ঠা, মতপ্রকাশে কুন্ঠা , টিমের লক্ষণ ভাল নয়
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩৭ | 71.62.2.93
  • ভেবেও লিখলাম না। কনফিডেন্সের অভাব। ঃ(
  • dd | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩৬ | 122.167.16.80
  • সত্যি।
    আমি কি চোখে কম দেখছি? নাকে কম শুনছি?
    মৃগীর রোগ? কেস জন্ডিস ?
    দু'এর পোস্টিংএর আগেই দম লিখলো দু'এর বক্তব্য আমার পছন্দ হইয়াছে"।
    তাইলে দমু কি মাইন্ড রীডার?
    ভাগ্গিশ আমি আনমাইন্ডফুল।

    পি এস ঃ ভেবে দেখলাম সবার মত অনুযায়ী এট্টু রাম খে' নেওয়াই ভালো। যুক্তিযুক্ত।
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩৫ | 71.62.2.93
  • পাইয়ের ছবিতে কি সবুজের আধিক্য ? কেন?
    আজ ব্ল্যাংকি কই?
  • Du | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩৪ | 74.7.148.7
  • কবিতা খাও কবকব করে ঃ) গান গেলো গবগব করে।
  • rokeyaa | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩২ | 203.110.243.21
  • চাদ্দিকে সবুজ বনানী, পেছনে কণ্বমুনির অফিস, সামনে একদল প্যারাসাইট, পাইদি হাতে করে ঘাস খাওয়াচ্ছে।
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩২ | 71.62.2.93
  • সিনেমা আর বই আর রেসিপি, এই তিনটে লিস্ট দেখে আমার আশু মুখুজ্যের কথা মনে পড়ে।
    ঃ-)
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩২ | 117.195.40.123
  • ভাল কথা, বাইনারির সেই নাগরিক জীবনের গল্পটা থেমে রয়েছে কেন?
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:৩০ | 117.195.40.123
  • এদিকে টেনসান থাকলে আমি প্রচুর জল খাই। লিটার লিটার। গলা শুকিয়ে একেবারে থর হয়ে থাকে।

    এহেহে দু কিসব বলছে! পদ্যের মত একটা কাব্যিক ব্যপারকে কি আর "প্যাঁদানো' যায়?
  • Binary | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৮ | 198.169.6.69
  • প্যারাসাইটরা কিরকম দেখতে ? হ্যাম্লিনের ইঁদুরদের মত ? হাঁ করে চিঁচিঁ করছে ? হাঁ মুখটাই শরীরের ৯০ শতাংশ ? তাইলে বিলিয়ান্স ওফ হাঁএর মধ্যে পাই একা ? সামনে সূর্য্য ? পাইএর চেহারাটা ব্যাকগ্রাউন্ডে ?
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৭ | 71.62.2.93
  • এর মধ্যে আমাদের এখানে একটা মজার ব্যাপার হলো। জনৈক ব্যক্তি পার্সেল পেলেন, ওনার নামেই পার্সেল, ওপরে একপাশে লেখা, "" রিটার্ন সার্ভিস রিকোয়েস্টেড""। তারপর ভালো করে ভেবে উনি সেটা আবার পোস্ট করে পাঠিয়ে দিলেন যেখান থেকে এসেছে।
  • san | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৭ | 123.201.53.134
  • ঘটনা। শুধু টেনশন নয় মন টন খারাপ থাকলেও আমি অত্যন্ত বেশি খাই। কেন কে জানে। রীতিমত ক্রেভিং তৈরি হয় মিষ্টির জন্য। অদ্ভুত।
  • Du | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৬ | 74.7.148.7
  • পদ্য কি প্যাঁদানোর লিস্টে নেই?
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৬ | 117.195.40.123
  • দু'এর এই বক্তব্যটা আমার বেশ পছন্দ হল। যদিও জানি, কক্ষণো ইমপ্লিমেন্টেড হবে না।
  • arjo | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৬ | 168.26.215.13
  • ১। এমবিএ অন্য সাবজেক্টকে ইনফর্ম করছে। সিরিয়াসলি ফাইনান্স পড়তে লোকে এখন বিস্কুলেই যায়। ফাইনান্স যদিও ইকনমিক্সের একটা শাখা। ফাইনান্সের বিদ্বজনেরা আজকাল বিস্কুলেই পড়ায়, গবেষণাও যা হচ্ছে তা বিস্কুলেই।

    ২। প্রত্যেক সাবজেক্ট সবসময় নিজেকে ক্রিটিসাইজ করে। বিজনেসও করছে তবে হ্যাঁ আণ্ডারলাইন অ্যাজাম্পশানটা হল রেভিনিউ অপ্টিমাইজেশন (নোট ম্যাক্সিমাইজেশন নয়)।

    ৩। রইল বাকী সোশ্যাল পারস্পেকটিভ থেকে বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশন। মানে গোদা বাংলায় সেই আদি অকৃত্রিম দাবী ম্যানেজমেন্ট স্টাডি মানে তো সোসন শেখার টেকনলজি। তা এই নিয়ে ইন বিটুইন ইউ অ্যান্ড মি আমরা একটা অফলাইন ডিসকাসন চালাতেই পারি বলা যায় না ""মাস্টার অফ কমিউন অ্যাডমিনিস্ট্রেশন"" খুব বেশি দেরি নেই। ;)। আই হোপ ইউ বিলিভ ইন ট্রেড সিক্রেট। ঃ))
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৩ | 71.62.2.93
  • আলুর মত একটা ভালো জিনিসকে আজকাল সবাই কেমন এড়িয়ে চলে।
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৩ | 117.195.40.123
  • কিন্তু আজ্জো যে বল্লো বেশী বেশী করে খাওয়াদাওয়া করতে .... নানারকম রেসিপী চাই তো।
  • san | ১৩ মার্চ ২০০৯ ২৩:২৩ | 123.201.53.134
  • স্ট্রেস কে কি করে রোগের পর্যায়ে ফেলা হয় ? স্ট্রেস ঘটিত রোগ নয় বুঝলাম।

    আর ফাইনালি হুইস্কি, না রাম?

    আর পদ্য কই?
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:২২ | 71.62.2.93
  • প্যারাসাইট কি আলু খায়?
  • Binary | ১৩ মার্চ ২০০৯ ২৩:২১ | 198.169.6.69
  • কবীর সুমন এবং ভোটে দাঁড়ানো নিয়ে হ্‌ড়ু-ত্‌ড়ু আগে হয়ে গেছে তো, এই ভাটের পাতাতেই, কয়েকদিন আগে।
  • rokeyaa | ১৩ মার্চ ২০০৯ ২৩:২০ | 203.110.243.21
  • আমার তো শকুন্তলার হরিণকে ঘাস খাওয়ানোর মতো মনে হলো!
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৯ | 71.62.2.93
  • আমার ল্যাবমেট প্রথমবার প্লেনে চড়ার সময় বেজায় নার্ভাস হয়ে গেছিলো। এতই নার্ভাস, যে সিকিউরিটি পজ্জন্ত কনফিউস্‌ড হয়ে গিয়ে জিগ্যেস করেছিলো, ""তোমার ব্যাগে ড্রাগটাগ আছে নাকি? পিস্তল? তাও নেই? তবে ভয় পাচ্ছো কেন?""
    দমদির পোশ্নোটা অবিকল সেইরকম।
  • dd | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৯ | 122.167.16.80
  • দমুরে কই
    হা। সারা দুনিয়া গলে পচ্চে (দ্রিরে জিগাও),বামফন্ট হেরে যাচ্ছে(শ্যামল জানে) মেইনস্টিম মিডিয়া সরোজন্তো কচ্ছে (হনুর কাছে খপর আছে) আর তুমি একনো রেসিপিতে আটকে আছো?
    হা কপাল ।

    মানসিক রোগ নিয়ে
    বিলেতের এক অতি উচ্চ,উচ্চ সাইকিয়াট্রিস্ট আমার বন্ধুজন।
    হ্যাদায় কন আমাদের দ্যাশে মানসিক রোগের কোনো চিকিচ্ছে নেই; ব্যাবাক পাগোল না হলে লোকে ডাগতারের কাছে যায়ি না। অথচ পোচুর অসুখ আসলে মেন্টাল।

    যার ফলে প্যাট ব্যাথা, জ্বর,মাতা ধরা, গা বোমি বোমি করা .... এইসব রোগের মানসিক রোগীর চিকিচ্ছে হয় না।

    আর বিলেতে এগুলোর বেশীর ভাগই যে মনের রোগ(মানে স্ট্রেস রে বাবা)সেগুনো সবাই জানে।
    তাই হেথায় আর হোথায় মানসিক রোগীর সংখ্যায় অ্যাতো কমবেশী।
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৯ | 117.195.40.123
  • ব্রতীন, ক'পাতা পিছিয়ে দেখুন। লোকে এই নিয়ে প্রচুর বক্তব্য রেখেছে।

    তিমি, সেই প্যারাসাইটদের চিঁচিঁগুলো কিন্তু সব ৩০ এর ওপরে। আর পাই'য়ের থালাহাতে ছবিটা অবশ্যই সবুজ রঙে তোলা। কিন্তু ছবিতে ২-৩ টে আলু থাকবেনা?
  • san | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৮ | 123.201.53.134
  • অন্তত পাই ও প্যারাসাইটের কারণে টিমের হাসি পায়নি এইটুকু আমি পষ্টো বুঝতে পাচ্ছি
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৭ | 71.62.2.93
  • ভয় না, কেমন কুন্ঠাবোধ কচ্ছিলাম।
    ঃ্‌)
  • sibu | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৭ | 207.47.98.129
  • দ চশমার ফ্রেমের নীচ দিয়ে তাকিয়ে জানতে চাইছে - হাসছ না কেন? অ্যান্ড টিম ইজ কাউয়ারিং অ্যাট হার ফিট ...
  • Bratin | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৬ | 117.194.98.13
  • কবীর সুমন র তৃনমুল র ticket এ দাঁড়ানো নিয়ে জনগনের দাবি কি জানতে চাই।
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৬ | 71.62.2.93
  • পাই এখন আটলান্টিকের তীরে প্যারাসাইট খাওয়াচ্ছে। চতুর্দিকে অযুতনিযুত প্যারাসাইট হাঁ করে আছে, চিঁ চিঁ কলরবে কান পাতা দায়, তার মধ্যে একাকী পাই, হাতে খাবারের থালা। ব্যাকগ্রাউন্ডে ইয়াব্বড়ো সুয্যো ডুবছে।
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:১৫ | 117.195.40.123
  • তাহলে হাসতে ভয় পাচ্ছ কেন?
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:১২ | 71.62.2.93
  • ডিডিদা আরো এট্টু হুইস্কিই খেয়ে নিতে পারে তো।
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:১১ | 71.62.2.93
  • হাসি পাওয়ার আবার কারণ লাগে নাকি?
  • san | ১৩ মার্চ ২০০৯ ২৩:১১ | 123.201.53.134
  • হুইস্কি এবং রাম কঠিন সমস্যা, কিন্তু হাসি পেলে হেসে নেওয়াই ভাল এ নিয়ে আমার মনে কোন সংশয় নেই ঃ-)
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৯ | 117.195.40.123
  • কেন হাসি পেল?
  • Tim | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৯ | 71.62.2.93
  • এট্টু হাসি পেলো, কিন্তু ভস্‌সা পাচ্ছিনা। হাসবো?
  • rokeyaa | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৮ | 203.110.243.21
  • মানসিক রোগ নিয়ে দু'পয়সা চাইছি। কেউ একটা ছাঁচে পড়ে না বলেই কি সে অসুস্থ?
  • pi | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৮ | 128.231.22.89
  • ম্যালেরিয়ার কেন পারমানেন্ট সল্যুশান বেরোলো না, তা নিয়ে অনেক কথা লেখার আছে। কিন্তু আপাতত সময় নাই। ম্যালেরিয়ার প্যারাসাইটরা চিঁ চিঁ করছে, তাদের খাবার দাবার দিয়ে আসি গে। ঃ)
  • d | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৬ | 117.195.40.123
  • এ সপ্তাহের মত সোসিত হওয়া শেষ।

    ডিডি, অনেকদিন রেসিপী দেন না কিন্তু।
  • pi | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৬ | 128.231.22.89
  • পাবলিক হেল্‌থ টা কি ধনী গরীব দেশ ব্যতিরেকে তফাত হতে পারে না ?
    শুধু ক্লাইমেট ই নয়, ম্যালারিয়া, ডেংগু, আন্ত্রিক দূর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, জল, জল নিকাশি ব্যবস্থা ভাল করা, ভাল প্রাইমারি হেল্‌থ কেয়ার সিস্টেম, সঠিক ডায়গনস্টিক প্রসেস এগুলো সব ই দরকার। চিকিৎসা খুব ব্যয়সাপেক্ষ না হলেও এগুলোর এনসিওর করার জন্য তো টাকা খরচের দরকার। বেশিরভাগ গরীব দেশে এগুলো নেই। সেটা টাকা নেই বলে বা এই খাতে টাকা খরচের সদিচ্ছা নেই বলে সেটা তর্কসাপেক্ষ।
    তবে সরকার নিজে উদ্যোগী না হলেও মূলতঃ, বিজ্ঞানীদের উদ্যোগে অনেক রকম প্রজেক্ট শুরু হয়েছে বেশ কিছুদিন, আর ফলপ্রসূ ও । পরে এ নিয়ে লিখছি।
    আর ফুড হ্যাবিটের জন্য অসুখের প্যাটার্ন পরিবর্তন হতেই পারে। ম্যালনিউট্রিশান থেকে টিবু আর কম ফিজিক্যাল অ্যাকটিভিটি থেকে কার্ডিওভ্যাসকুলার ডিসিস হওয়ার পিছনে আর্থিক অবস্থার তারতম্য নিশ্চয় আছে।
    তবে মানসিক রোগ কম হয়? মানা গেল না। তবে সেটাকে রোগ হিসেবে সনাক্ত করার জন্য একটা শিক্ষা, অ্যাওয়ারনেস দরকার, আর রোগ মনে করলেও সেটা চিকিৎসা করার জন্য একটা মানসিকতা দরকার। শিক্ষাটা আর্থিক অবস্থার তারতম্যে কিছুটা আসতে পারে বটে , মানসিকতাটা মনে হয় না। তবে হ্যাঁ, গরীব মানুষ মানসিক অসুখের চিকিৎসা করানোটা বিলসিতা মনে করেন, এটাও ঠিক।
  • Binary | ১৩ মার্চ ২০০৯ ২৩:০৩ | 198.169.6.69
  • মেশাবেন না মেশাবেন না, আজ হুইস্কি-ই খান, রামের দিন রাম।
  • rokeyaa | ১৩ মার্চ ২০০৯ ২৩:০০ | 203.110.243.21
  • ডিডি-র এই ভোটটায় কি কোনো জোট হচ্ছে?
  • dd | ১৩ মার্চ ২০০৯ ২২:৫৬ | 122.167.16.80
  • না, না। এট্টু সিরিয়াস আলোচনায় মন দিন ।

    দেখুন, আমি সাড়ে সাতটা থেগে অ্যাগ ক্লায়েন্টের লগে হুইস্কি পেঁদিয়ে এই বাড়ী ঢুকলাম। বেশ ?

    তো এবার পোশ্নো হছে সামাজিক দায়বদ্ধতা মেনে আমি কি এখন থেগে রাত সাড়ে অ্যাগটা পজ্জোন্তো রাম খাবো না হুইষ্কি তো পোচুর খ্যালাম বলে বাই দেবো?

    এট্টু ভেবে চিন্তে মতামত দিন তো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত