এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৮ মার্চ ২০০৯ ১১:৩৮ | 216.52.215.232
  • অজ্জিত ক্রিকেটে ঈশানের থেকে একটু ভাল প্রেডিকশন করে।
  • Sudipta | ১৮ মার্চ ২০০৯ ১০:৪৪ | 122.169.138.196
  • সকালের দিকে অল্প চমক ছাড়া পিচে কিছু আছে বলে মনে হয় না, তায় নিউজিল্যান্ডের অধিকাংশ ব্যাটসম্যান অনভিজ্ঞ। এই পিচেই তো বোধ হয় গতবার দ্রাবিড় দুই ইনিংস এ দুই সেঞ্চুরি মেরেছিল, শ্রীনাথ ৭৮, তাই না?
  • Arijit | ১৮ মার্চ ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • আমার এগুনো কিন্তু মিলে গেছে আগে - এই যেমন আগের বিশ্বকাপে আমি বলেছিলুম ভারত সেকেন রাউন্ডেও যাবে না - যায় নি। আমি তো আগে থেকে জেনেই স্কাই স্পোর্টসে সাবস্ক্রাইব করিনি সেবার;-)
  • quark | ১৮ মার্চ ২০০৯ ১০:৩৮ | 202.141.148.99
  • ভোটের পূর্বাভাসে যদি শ্যামল এগিয়ে থাকে, ক্রিকেটে তাইলে অজ্জিত!
  • quark | ১৮ মার্চ ২০০৯ ১০:৩৭ | 202.141.148.99
  • যাঃ শালা! ৬০/৬ টাও তো ঐ ঘাসখাওয়া বোলার দিয়েই, নাকি?
  • Arijit | ১৮ মার্চ ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • ৬০/৬ থেকে ২৭৯! জঘইন্য। এবার ইন্ডিয়া ১০০-র মধ্যে অল আউট হবে।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ১০:৩৪ | 70.64.8.206
  • ২৭৯ অলআউট। রাইডার-ও সেঞ্চুরি মেরেছে।
  • Arijit | ১৮ মার্চ ২০০৯ ১০:১২ | 61.95.144.123
  • ২৭৫/৮। ভেট্টোরি সেঞ্চুরি মেরে আউট হয়েছে। এবার রাইডার সেঞ্চুরি করবে। ছ্যা ছ্যা।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ১০:০০ | 70.64.8.206
  • আরে, বড়দিনে সাদা দেখে পুলক জেগেছে, উঃ । আমার এখানে বড়দিনে সাদাতো ছিলো-ই তার ওপর -৩০।
  • Arijit | ১৮ মার্চ ২০০৯ ০৯:৫৮ | 61.95.144.123
  • টেস্টের খপর তো আমি রাখি। ফুটবলের (ইপিএলের) পরে যদিও...
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০৯:৫৭ | 70.64.8.206
  • অরিজিতের আবার ক্রিকেট চাই নাকি ? বাপরে, তাও আবার আজ্জোর আগে।
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০৯:৩৩ | 24.42.203.194
  • একি টেস্ট খেলা শুরু হয়ে গেছে? কি কাণ্ড!
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০৯:৩৩ | 24.42.203.194
  • ম, জ্ঞানের আবার খিদে হয় নাকি। জ্ঞানের অজীর্ণই হয়ে এসেছে চিরটাকাল।
  • Arijit | ১৮ মার্চ ২০০৯ ০৯:৩২ | 61.95.144.123
  • ইকিরে - ৬০/৬ থেকে ২৩৬/৬ - বোলারগুনো কি ঘাস খায়?
  • Arpan | ১৮ মার্চ ২০০৯ ০৯:২৫ | 122.252.231.12
  • আর এইবার এলে থেকে হঠাৎ করে বড়দিনে উইলিয়ামসে গিয়ে বেশ এনজয় করলাম। চারিদিকে সাদা আর সাদা। গ্লাভস খুলে সিগারেট খেতে গেলে আঙ্গুলগুলো অসাড় হয়ে আসছে। অথচ সেটা ফেলে আসতেও মন চাইছে না।
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০৯:২১ | 24.42.203.194
  • ছোটি সি এ দুনিয়া ইত্যাদি ইত্যাদি ....
  • Arpan | ১৮ মার্চ ২০০৯ ০৯:১৩ | 122.252.231.12
  • মিলওয়াকিতে চারটি শীতঋতু কাটাবার সুখস্মৃতি আজও অম্লান। হ্যাঃ, বোস্টন কোথায় আসে তার ধারেকাছে?
  • m | ১৮ মার্চ ২০০৯ ০৮:৪৬ | 12.217.30.133
  • জ্ঞানের খিদে!!
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০৮:৩৬ | 24.42.203.194
  • পেটে টান পড়ে। পাঁচটা বাজলেই আমার খিদে পায়। ঃ)

    একটু আবাপ পড়ে নিন।
    http://www.anandabazar.com/18edit3.htm - দেয় ভালো।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০৩:৪৬ | 198.169.6.69
  • হরধনু তে টান দেয়।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০৩:৪৪ | 198.169.6.69
  • সরি সরি .....
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০৩:৪৪ | 198.169.6.69
  • মাইমা,
    রামতো গান্ডীব ধনুতে টান দেয়, আজ্জোকে টানবে কেন ?
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০৩:৪১ | 198.169.6.69
  • আরে না না, কাব্লিদা কাঠি কোথা কল্লুম ? কিছুদিন আগে বলেছিলুম, আপনার পৌষমাস শেষ নেই, শীতে দেশে, আর গরমে এদেশে। তা তখন আপনি, এটাই বলেছিলেন যে আষাঢ়মাসেই আবার দেশে ফিরে যান।

    আমার এখেনে ঠান্ডা আর বলবেন না, ডিসেম্বর ১০ তারিখ থেকে পুরো জানুয়ারী -৩০ সেঃ চলল। কয়েকদিন তো -৪০, উইনচিল বাদ দিয়েই। ফেব্রু একটু ঠিকঠক, আবার মার্চের প্রথমে -৩০ ছিলো।
    আবার দেখুন জুনে এমন গরম পরবে, যে দেশের কথা মনে হবে, +৩২/৩৩ সেঃ।
  • m | ১৮ মার্চ ২০০৯ ০৩:০৪ | 12.217.30.133
  • কাবলি দা, আমাদের তো প্রায় গোটা জানুয়ারি -১৩- ১৯ এফ ছিলো সর্বোচ্চ-উইন্ড চিল ছাড়াই- এরসঙ্গে জমকালো হাওয়াটা বাদ ই দিলামঃ))
  • kd | ১৮ মার্চ ২০০৯ ০২:৪৮ | 72.229.130.144
  • আরে একি? আমায় হিংসে করচো? করো, করো - তোমাদেরও এই সময় আসবে - এখন এট্টু পুন্যি সঞ্চয় করে রাখো।

    আজ্জো, ফলিএজ (MA/NH/ME) বহুদিন দেখিনি - আমার বাড়ীটাই একটা টিলার ওপর, বাড়ীর পেছনে আমার জমিতেই ওক-মেপলে ভর্তি আর সামনে রাস্তার ওপারেও জঙ্গল - জানলা দিয়েই দারুণ রং দেখা যায়। তবে আমি আজকাল চৈত্র পড়লে আসি (বিয়ের সীজন কাটিয়ে) ফিরি আষাড় পড়লে। আগে যেতুম জষ্টি মাসে (জামাই ষষ্ঠির আগে) ফিরতুম ভাইফোঁটার পর। এখানকার শীতকালটা খুব এনজয় করতুম (খেলাধুলোর মধ্যে একমাত্র স্কি আর স্কেটিং একটু আধটু পারি/পারতুম)। শীতকাল কলকাতা বিশ্রী specially আমার মতন অ্যাজমা রুগির কাছে।

    বাইনারি, আমায় কখন কাঠি করেচো বুঝিনি - হয়তো মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। তা যাকগে যাক। আমাদের এখানে (ব্রুকলিনে না, অ্যাটেলবোরোতে) কিন্তু 0F নামে প্রতিবছরই প্রায়- কয়েকবছর আগেই তো টানা কয়েকদিন high -6F, low -14F গিয়েছিলো - আর windchill নিয়ে তো যাচ্ছেতাই ব্যাপার - -40(F বা C) তো জানুয়ারি/ফেব্রুয়ারিতে প্রায় প্রতিবছর (কোথায় যেন পড়েছিলুম, শিকাগো windy city নামে পরিচিত হলেও বস্টন কন্টিনেন্টাল অ্যামেরিকার windiest city)। তবে হ্যাঁ, ঠান্ডার ব্যাপারে midwestএর সঙ্গে head-to-head কম্পিটিশনে আমরা হাওয়া হয়ে যাবো - আর তোমাদের (মনে হয় তুমি সাস্কাচুয়ানএ) জায়গার সঙ্গে তুলনা - আমার মুখে চাবিকাঠি)।
  • m | ১৮ মার্চ ২০০৯ ০২:৪৬ | 12.217.30.133
  • তা আমি জানি না- রাম ও হতে পারে;)
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:৩৬ | 198.169.6.69
  • কে/কারা টানে ?
  • m | ১৮ মার্চ ২০০৯ ০২:৩২ | 12.217.30.133
  • পাঁচ টাতে আজ্জোর দড়িতে টান পড়েঃ)
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০২:৩১ | 168.26.215.13
  • যাক জনগণ চল্লুম আজকের মতন। আবার দেখা হবে রাতে। ব্বাব্বাই।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:২৭ | 198.169.6.69
  • হ্যাঁ তা ঠিক, -৩৫ ফাঃ মানে প্রায় -৩৬ সেঃ।
    আজ্জোর 'কারুর গাড়ী ছিলো না' টা আমি প্রথমে পড়লাম 'গরুর গাড়ী ছিলো না'।
  • m | ১৮ মার্চ ২০০৯ ০২:২৫ | 12.217.30.133
  • বোস্টনের সঙ্গে আমার অবশ্যি বিষম নিবিড় সম্পর্ক;)
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০২:১৬ | 168.26.215.13
  • তখন আমাদের কারুর গাড়ী নেই। সকাল বিকেল পাহাড় থেকে নেমে ট্রেন ধরতাম। কি কর্মঠই না ছিলাম।
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০২:১৫ | 168.26.215.13
  • মনে তো হল -৩৫ সেঃ। ঐ রেঞ্জে তো সেঃ আর ফাঃ প্রায় একই। তাই না। কাছাকাছি। না সেদিন হাওয়া ছিল না। কটকটে রোদ্দুর আর ঝকঝকে বরফ। আর আমার কলিগ ট্যাক্সি চড়বে না বলে আমাকেও হাঁটিয়েছিল। ঃ(
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:১০ | 198.169.6.69
  • -২৫/-৩০ সেঃ উইনচিল নিয়ে -৪৫ সেঃ, দেখেছো ? আজ্জো ?
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:০৯ | 198.169.6.69
  • সক্কাল সক্কাল কোদাল নিয়ে বরফ পোস্কার কত্তে গিয়ে তিনমাসটা তিন বছর মনে হয় ঃ)))
  • m | ১৮ মার্চ ২০০৯ ০২:০৭ | 12.217.30.133
  • -৩৫ টা উইন্ডচিল নিয়ে তো আজ্জো?
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:০৭ | 198.169.6.69
  • সেঃ না ফাঃ
  • m | ১৮ মার্চ ২০০৯ ০২:০৭ | 12.217.30.133
  • যদি ভেবে নিই, আমাদের সত্যিকারের ঠান্ডা থাকে মাত্র আড়াই মাস -মনটা বেশ আনন্দে ভরে ওঠে- কিন্তু কেন যে শীতকালে এইটা ভাবতে পারি না কে জানেঃ(
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:০৭ | 198.169.6.69
  • তাইলে আরকি, এবারে কবীরের মতো গান ধরি, 'ভগবান কত ভাল .....' ঃ)) নির্বাশন উঠ্যে দিক।
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০২:০৬ | 168.26.215.13
  • না আমিই দেখেছি -৩৫।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:০৫ | 198.169.6.69
  • হ্যাঃ বোস্টন ! বোস্টনে -২৫ হয় ?
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০২:০২ | 198.169.6.69
  • সেতো কাব্লিদা-কে বল্লুম, কাব্লিদা ভাবলো আওয়াজ দিচ্ছি। তবে আমার এখানে জুন-জুলাই-এ যা গরম পরবে না !!! একদম ইসের ইসে।
  • m | ১৮ মার্চ ২০০৯ ০২:০১ | 12.217.30.133
  • ঠাকুর দেবতা নিয়ে ইয়ার্কি দেয় বলে বাইনারি কে ওখানে ভগমান চিরনির্বাসন দিয়েছেনঃ))
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০২:০০ | 168.26.215.13
  • শীতে কম্পিত নয় মম হৃদয়। দুই শীত বোস্টনের এক্সপেরিয়েন্স রিজিউমেতে জ্বলজ্বল করছে।
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০১:৫৯ | 168.26.215.13
  • কাব্লীদার মতন করতে হয়। এখন মেইনে আবার ফল কালারটা দেখেই টুক করে ভারতে পুজো দেখতে চলে যাওয়া।
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০১:৫৯ | 198.169.6.69
  • পাঠাতে হলে চিকাগো কেন ? আমার এখেনে আসুক, তাপ্পর আমার সঙ্গে যায়গা বদলাবদলি করে নিক। দেখি কত্ত বুকের পাটা
  • m | ১৮ মার্চ ২০০৯ ০১:৫৫ | 12.217.30.133
  • ভগবান আজ্জোকে পাপ দিয়ে শিকাগোতে পাঠিয়ে দাও- রোজ যেন লেকের হাওয়া খেতে খেতে আপিশ কত্তে হয়..
  • arjo | ১৮ মার্চ ২০০৯ ০১:৫২ | 168.26.215.13
  • আর আমাদের এখানে কি গরম কি গরম। ২১ চলছে এখন। একটু ঠাণ্ডা কবে যে পড়বে!
  • Binary | ১৮ মার্চ ২০০৯ ০১:৪৫ | 198.169.6.69
  • আমাদের এখানেও অবশ্য কমেছে, রাতে -১০/-১৫ সেঃ থাকে, তবে দিনে +৫। তবে দোলনা চড়ার মতো হতে হতে এপ্রিল ঃ))
  • m | ১৮ মার্চ ২০০৯ ০১:৪০ | 12.217.30.133
  • আর সেই ঠান্ডা আপনারা আমাদের দিকেও পাচার করেনঃ(
    আজ অবশ্য পার্কে গিয়ে অনেকক্ষণ দোলনা চড়লামঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত