দু একটা গান বেঁধে কারো দুগাছা কেশও উৎপাটিত হয়না। সুমনের মনে হতেই পারে, কিছু করতে হলে, ইনক্লুডিং লালগড়, পার্লামেন্টারি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় বিরোধী পার্টি তৃণমূলের সাথেই তাহলে যেতে হয় - এটা কি ভেস্টেড ইন্টেরেস্ট বা হিপোক্রেসি? কম্প্রোমাইজ হতে পারে।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:৪৯ | 198.169.6.69
দু, গন্যমিডিস লিখবো, একটু ফাঁকা টাইম চাই।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:৪৬ | 198.169.6.69
অক্ষ, আমি আগেও বলেছি, সুমন যদি (সুধু সুমনের কথাই বলছ), লালগড়ের কমিটিতে যোগ দিতো, দু-একটা গান বাঁধতো ঐ নিয়ে, বা অন্যখানে, আমি দিব্যি বলছি (দিব্যি আমি কাটিনা কখোনো), আগে বলা কথাগুলো কথা গিলে নিতাম।
nyara | ২০ মার্চ ২০০৯ ০৩:৪৩ | 64.105.168.210
অ্যাড এজেন্সির লোকের থেকে সুমন অনেকই বেশি ক্রিয়েটিভ। সুমনের মিউজিকাল কি লিরিকাল ট্যালেন্ট নিয়ে কোন কথা হবে না। ভাষার ওপর দখল নিয়েও নয়।
কিন্তু লোকটার অ্যাটেনশন ডেফিশিয়েন্সি সিনড্রোম আছে। নইলে ভেতরে ছটফটানি ঠিকমতন চ্যানেলাইজ করে হয়তো সত্যি বাংলা গানের জন্যে অনেক কিছু করতে পারত। হি হ্যাজ চেঞ্জড দা বেঙ্গলি মিউজিকাল ল্যান্ডস্কেপ ফর গুড। কিন্তু কিরকম দিশাহীন, ন্যালাখ্যাপা অবস্থায় ছেড়ে গেল। মানে কেওসটা ঠিক ক্রিয়েটিভ কেওস নয়। হয়তো আর কদিন বাংলা গান নিয়ে থাকলে বাংলা গানের ক্রিয়েটিভিটির জায়গাটা আর একটু পোক্ত হত।
মানুষ ও শোম্যান সুমন - যা কিনা প্রায় ব্রিংকম্যানি্শপের পর্যায়ে পড়ে - সম্বন্ধে অনেক কিছু বলার থাকলেও, না বলাই ভাল।
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:৪২ | 99.152.72.73
নন্দীগ্রামের পরেই (নট পরে, বাট পরেই) অনেকে মমতার সাথে। এটা থেকেই ভেস্টেড ইন্টেরেস্ট কিভাবে বোঝা যায়?
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:৪০ | 99.152.72.73
আচ্ছা বাইনারি, এটা সত্যি বিশ্বাস করেন, এককালে যারা বামপন্থী ছিল, তারা যখন এখন বিপক্ষে, কিম্বা ধরুন তর্কের খাতিরে, এমনকি তৃণমুলেরও সাথে কোনো না কোনো কারণে, তাদের সবারই কিছু পাওয়ার আছে এই লোভেই তারা বিপক্ষে বা তৃণমূলের সাথে (এই বিপক্ষে হওয়া এবং তৃণমূ হওয়াটা তো আবার মাঝে মাঝেই দেখি এক হয়ে যায়)। মানে ধরুন মহাশ্বেতা দেবীও কিছু একটা ভেস্টেড ইন্টেরেস্ট থেকেই মমতার সাথে মঞ্চ শেয়ার করেছেন? শুধুমাত্র সিপিএমের প্রতি বিতৃষ্ণা কোনো কারণই হতে পারেনা, আপনার পার্সেপশনে?
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:৩৬ | 198.169.6.69
আমি ১৯৯১ থেকে কবীরের ফ্যান, অসম্ভব ফ্যান। তাতে কিছু এসে যায় না। মধ্য খানে বাজার পড়ে যাওয়া, অ্যালবাম বিক্রি না হওয়া, বিপ্লব চ্যাটার্জির সাথে ন্যাক্কর জনক ঝগড়া, আরে সেই পেসাদ না পাওয়া, এসব গল্প সবাই জানে। নইলে সুমন হালে তো ত্নমুলে, তাও যখন নন্দীগ্রামের পরে মমতা যখন ফোকাসে। আল্টেরিয়ার মোটিভ থেকেই যায়।
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:৩০ | 74.7.148.7
দোতলায় উঠলে কেন?
বাইনারি, গন্যমিডিসের কথা বলছি।
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:২৮ | 99.152.72.73
না চলতা হ্যায় ঠিক না। ইট ইস ইরিটেটিং। অ্যাস ইরিটেটিং ইস "জয় মা তারা" কিন্তু স্মল ইরিটেশন। এগুলো নিয়ে কথা বলে খুব কিছু লাভ হয়না।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:২৫ | 198.169.6.69
মঞ্চে হিপোক্রেসীর ঘটনা অনেক আছে, আমি নিজেই একটা/দুটো-র সাক্ষি।
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:২৫ | 74.7.148.7
অর্থাৎ, টেক ইট ইজি - চলতা হায় - টাইপের ব্যপার -
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:২৩ | 99.152.72.73
সুমন কি পাল্টি খেল? সুমন তো অনেকদিন ধরেই তৃণমূলের মঞ্চে? সুমনকে নিয়ে কোনো আদেখলাপানাও তো আমার নেই।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:২২ | 198.169.6.69
আমার পোস্টটা একটূ আগে আসা উচিত ছিলো। এখন একটূ রিডানড্যন্ট লাগছে।
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:২১ | 99.152.72.73
দু, আবার বলছি, সুমন ক্রিয়েটিভ, যেমন ভাবে অ্যাড এজেন্সির লোকে ধর ক্রিয়েটিভ হয়। "জয় মমতা" বলে -ধ্বনি- দিয়ে লোককে মোবিলাইজ করানো আর সিঙ্গুর নন্দিগ্রামের - ঘটনা/আইডিয়া- দিয়ে করানো এক না। স্লোগানিংএর মত। শর্ট, সাক্সিনক্ট, ক্যাচি। আমার মনে হয়নি সুমনের মনে কোথাও কোনো নিও নাৎসী লুকিয়ে আছে, এটাই যদি জানতে চেয়ে থাকো।
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:২১ | 74.7.148.7
সেটা আশ্চর্য্য নয় - সুমনও হয়তো ভারতমাতা কি জয় বলতেন না কখনও
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:২০ | 198.169.6.69
অক্ষ ক্ষেপে গিয়ে সিপিএম কে গালমন্দ কচ্ছে। তা করুক, সিপিএম ভাল কিছুতো করেইনি। সুভাষ চক্কোতির 'জয় মাতারা' স্রেফ মানা যায় না। ইনকম্পিটেন্সির কোন ব্যাখ্যা নেই। এগ্রিড এগ্রিড এগ্রিড। স্বজন পোষন। ক¾ট্রাকটারি পার্টি। এগ্রিড এগ্রিড।
কিন্তু কবীরের পল্টি খওয়া বা হিপোক্রেশী সেটায় ইগনোর করা যায়, তখনি কেমন কেমন লাগে।
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:১৯ | 74.7.148.7
জয় অমুক - কথাটা বাংলায় আর শুনিনি - নন সিপিএম সমর্থক হলে হয়তো শুনে থাকতাম - আর এরকম মনেও হতো না -
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:১৮ | 99.152.72.73
ধুর মন থেকে আমি কি ভারতমাতা কি জয় - এটাই বা বলতে পারব নাকি? এখানে তো সব স্বাধীনতা দিবস ইত্যাদিতে সবাই বলে। কিম্বা এখন জয় হো বলবে। আমি মন থেকে কি বলতে পারি বা না পারি তাতে কি এলোগেলো।
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:১৬ | 99.152.72.73
সুভাষের মা ডাকেই মা তারা জিভ কাটলেন নাকি? কেলেঙ্কারিয়াস খেপচুরিয়াস।
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:১৫ | 74.7.148.7
আমার কথা বুঝেছ কিনা সে বলিনি - ঐ স্লোগান তুমি দিতে পারবে ( অর্থাৎ মনের কোনখান থেকে দিচ্ছেন সেটা ফীল করেছ কিনা) কিনা - সেইটা জিজ্ঞেস করেছি।
মোবিলাইজ করার জন্য নন্দীগ্রাম - সিঙ্গুর কিছুই কাজে দিতনা ?
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:১২ | 74.7.148.7
মা তারা জিভ কেটেছেন - এটাই তো সবচেয়ে বড় তফাৎ
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:১২ | 99.152.72.73
না বোঝার কি আছে, আর আমি না বুঝলেও বুঝিয়েই ছাড়বে। কোনো এক অজ্ঞাত কারণে সিপিএমের ঘোষিত/অঘোষিত সমর্থকরা সবাই একই ভাষায় কথা বলেন, কাজেই heil hitlerএর সাথে তাঁরা সবাই যে সিমিলারিটি খুঁজে পাবেনই। মানুষ বা ব্যক্তি সুমনকে নিয়ে আমার কোনোকালেই খুব কিছু মাথাব্যথা ছিলনা, আমি এখনও মনে করি, হি ইস আ ব্রিলিয়ান্ট শো-ম্যান এবং ক্রিয়েটিভ। এই জয় মমতা দিয়ে ও তৃণমূলের সদস্যদের মোবিলাইজ করতে চায়, অ্যাস আ স্লোগান, এবং ইট মাইট অ্যাকচুয়ালি ওয়ার্ক। রইল পরে ব্যক্তির উর্দ্ধ্বে পার্টি না ভাইস-ভার্সা ইত্যাদি, তো সেসব প্র্যাক্টিস তো সিপিএমও আজকাল ছেড়ে দিয়েছে। এবং পার্টি সবার ওপরে এটা তো রাইটিস্ট বা পপুলিস্ট পার্টিরা প্রীচ করেনা, কম্যুনিস্ট পার্টি প্রীচ করে।
sibu | ২০ মার্চ ২০০৯ ০৩:১০ | 207.47.98.129
মমতার কথায় জনি লিভারই মনে পড়ে।
আর মা তারা আর কালীঘাটের দিদিতে তফাৎ কি?
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:০৯ | 198.169.6.69
আমি আবার জনি লিভার কখন বল্লুম ? জনি লিভারকে দেখে আমার লিভার খারাপ হয়, লিভোসিন খেতে হয়। জনি লিভার কখনো-ই সুশীল নয়।
দু, কোন গল্পটা ?
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:০৮ | 74.7.148.7
সুমনকে সুভাষ চক্রবর্তীর মত ভেবে ফেলছ? আমি কম নিউজ পড়ে হয়তো পিছিয়ে রয়েছি। হয়তো ভবিষ্যতের উল্টোডাঙ্গা মোড়ে মমতার জন্মদিনের বোর্ড লাগাবেন সুমন।
Du | ২০ মার্চ ২০০৯ ০৩:০৫ | 74.7.148.7
ঝগড়া নয়, সিরিয়াসলি অক্ষ, তুমি কি এটা বুঝতে পারছো? ফীল করতে পারছো?
a x | ২০ মার্চ ২০০৯ ০২:৫৯ | 99.152.72.73
ততটাই এনিগ্মা যতটা আদর্শ কম্যুনিস্টের "জয় মা তারা" তে।
Du | ২০ মার্চ ২০০৯ ০২:৫০ | 74.7.148.7
সুমন জার্মানীতে ছিলেনও কিছুদিন। তবু কোন ব্যক্তির নামে জয় বলতে তার কোথাও বাজলো না কিভাবে? এনিগ্মা - এনিগ্মাই বটে।
arjo | ২০ মার্চ ২০০৯ ০২:৩৭ | 168.26.215.13
বাইনারী না ব্ল্যাংকি। আওয়ারা পাগল দিওয়ানা বলে একটা সিনেমা দেখেছি। অসম্ভব বাজে সিনেমা কিন্তু দেখা যায় পরেশ রাওয়ালের জন্য। ব্ল্যাংকি বাবুকে প্রেসক্রাইব করলাম। যদি কমেডি সম্বন্ধে ব্ল্যাংকি বাবুর সেন্সটা একটু বেটার হয়।
Du | ২০ মার্চ ২০০৯ ০২:৩২ | 74.7.148.7
বাইনারি গল্পটাকে ছেড়ে দিলেন কেন? লিখুন প্লিজ।
lcm | ২০ মার্চ ২০০৯ ০২:৩২ | 128.48.7.222
এই রে! নিজের অজান্তে বাইনারি বোধহয় আর একটা তর্কের জমি তৈরী করে দিল। কাকে দেখে বেশী হাসি পায় - সুশীল সমাজ না জনি লিভার ? সুশীল সমাজ - জিনিসটা কি তাই তো পরিষ্কার নয়, সুতরাং হাসব না কাঁদবো বলা মুশকিল। আর জনি লিভার নিয়ে M1 যা বলেছে, কাতুকুতু অনুভব করা যায় (তাও সবসময় নয়), কিন্তু হাসি পায় না।
আর শুশিল দিয়ে খিল্লি করবো না? এর পরে তো জনি লিভারকে দেহে হাসাও বন্ধ হয়ে যাবে দ্যাশে
sibu | ২০ মার্চ ২০০৯ ০১:১৩ | 207.47.98.129
নিউইয়র্ক বুক রিভিউতে দেখি The Enlarged Republic বলে একটা লেখা লিখেছে।
মানুষের স্মৃতি সত্যি অ্যাসোসিয়েটিভ।
sibu | ২০ মার্চ ২০০৯ ০১:১১ | 207.47.98.129
ধুস্স্স্স্স্। ঝগড়া কে করেছে। সক্কালবেলা এসে দেখি চারটে বাগ। খিল্লি না করলে মেজাজ ঠিক থাকবে কি ক্রে?
Binary | ২০ মার্চ ২০০৯ ০১:০৯ | 198.169.6.69
শান্তি শান্তি। ঝগড়া টগড়া মোট্টে চাই না। শুক্কুরবারের চিংড়ি ভাজা আর রামের জন্য আর ৩০ ঘন্টা
sibu | ২০ মার্চ ২০০৯ ০১:০৮ | 207.47.98.129
খচে গেলে মানুষ রেগে যাবে - LOL।
M1 | ২০ মার্চ ২০০৯ ০০:৫০ | 59.93.197.157
যুদ্ধ শেষ তো এক্কেরে সসানের সান্তি
m | ২০ মার্চ ২০০৯ ০০:৪৯ | 12.217.30.133
খোলস টা চামড়া হয়ে গেলে মন্দ হয় না।
arjo | ২০ মার্চ ২০০৯ ০০:৩১ | 168.26.215.13
যুদ্ধ শেষ সব শেষ সব শোধবোধ ভাট শেষে ফ্যা ফ্যা করে রিসোর্সিত ক্রোধ
ranjan roy | ২০ মার্চ ২০০৯ ০০:২৮ | 122.168.16.165
এবং র', হনু কোথাও আমারে নিয়া কিছু কইছে? চোখে পড়ে নাই। না-না, হনু আমারে ভালবাসে, গালি দেয় না। "রামকৃষ্ণ মিশনে দীক্ষিত'' ? এত বড় গালি? হোস্টেলে মহারাজ ও ব্রহ্মচারীদের ""সোডোমি'' দেখার পরেও? হুঁঃ! বিশ্বাস না হয় তোমাগো তরুণ মহারাজ উর্ফ গবারে জিগাও। আমার এক ব্যাচ জুনিয়র আছিল।
Binary | ২০ মার্চ ২০০৯ ০০:২৬ | 198.169.6.69
হনুর পোস্টো সর্বদাই আমি দুই-তিন বার পড়ি, আর পড়ে-ও যে বুঝি তা নয়, তবে এইটা বুঝুলুম, আর একটূ সহমত হলুম।
১) সিপিএম ইনকম্পিটেন্ট এতে কোনো সন্দেহ নাই, আগেও ছিলো, এখন তার সাথে যোগ হয়েছে পুলিশের গুলি। কিন্তু কেউ যদি বলে মহারাষ্ট্র আর গুজরাট স্বাস্থ্য আর শিক্ষায় স্বর্গ রাজ্য হয়ে গেছে, তাইলে আমার খুব চাপ হয়। ইনকম্পিটেন্সি সুধু সিপিএম-এ নয়, পুরো ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে।
২) সুশীল সমজ প্রতিবাদ এসব নিয়ে কোনো কথা নাই, সাধারন লোক উত্তেজিত হবেই, টিভি দেখে হোক বা কগজ পড়েই । কিন্তু সব প্রবন্ধে, লেখায় (তথাকথিত প্রতিবাদি আর প্রগতিশীল পত্রিকায়) যদি দেখানো হয় গুলি আর খুন মাত্র-ই সিপিএম-এর অত্যাচার আর লোকাল কমিটির মেম্বার খুন মানেই 'রহস্যজনক' আর 'ব্যাটা-র কি মাল জানোনা, তো', সেখানে আমার চাপ লাগে। আর কিছু না।
arjo | ২০ মার্চ ২০০৯ ০০:১৩ | 168.26.215.13
হানুদা তোমার প্রথম লাইনটা আর একবার পড়ে দেখো। সুশীলদের অরাজনৈতিক মঞ্চকে সুমহান প্রমাণিত কেউ করতে চেয়েছে বলে তো মনে হয় নি। তেমনি খিল্লি করার পিছনেও খুব কিছু লজিক নাই। বরং অর্গানাইজড পলিটিক্সের সুবিধামতন খিল্লি করাটারই বিরোধীতা। এবং গুরুর পাতাতেও সেই মানসিকতা দেখে কিঞ্চিত হতাশ। এই আর কি।
a x | ২০ মার্চ ২০০৯ ০০:০৩ | 99.152.72.73
বোধি কাউকে মহান প্রমাণ করার সুমহান দায়িত্ব নিইনি। লেখার মধ্যে কোথাও তা ছিলনা। কিন্তু খিল্লি করার মতও কিছু খুঁজে পাইনি বলেই এত কথা। এবং অবশ্যই একমত যে যাঁরা একটা ইমোশনাল কারণে খুন খারাবি দেখে একটা মিছিলে হাঁটেন ভার্সাস যারা একটা পলিটিকাল ধারণা থেকে কাজ করেন তাঁদের মধ্যে তফাৎ রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সিভিল সোসাইটির প্রতিবাদের কোনো ভূমিকা নেই, ইনফ্যাক্ট নন্দীগ্রামের ঘটনার পর সরকারের রিয়াকশনে এটাই মনে হয়েছিল বরং এই কাতারে কাতারে "রাজনীতি না করা" মানুষের ভীড়ই সরকারকে একটু হলেও ভয় পাইয়েছিল। যখন চেনা পলিটিকাল ডায়ালোগ, সীট অ্যাডজাস্টমেন্টের ছকের বাইরে কিছু ট্যাকল করতে হয়, তখন একটু তো চাপ হয়েই যায়।
Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
ভেবে দেখলাম বোধির রাতের পোস্টগুলো আমি যা ঠিকঠাক বুঝি ও প্রায় একমত হয়ে যাই। সকালে সোসিত হতে থাকি যখন তখন কিছুই মাথায় ঢোকে না। বেসিকালি পেটের ধান্দায় থাকি মগজটাতে কারফিউ ঘোষণা করে। ঃ)
h | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫৮ | 61.95.144.10
ছোটো করে ৩৫৬ র সম্ভাবনা টা কি ভুলে গেলে?
a x | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫৬ | 99.152.72.73
এক্স্যাক্টলি রোকেয়া যা বলল। যদি এর চেয়েও খারাপ হয় (অমি সিওর নই হবে বলে) তাহলে আবার সিপিএমকেই ফিরিয়ে আনা যাবে। এটা তো ডেমোক্র্যাসি বলেই জানতাম। আর সেই সিদ্ধার্থ জামানায় পুলিশদের শাস্তি হবেই হবে বলে কারা যেন ক্ষমতায় এসেছিল? কত বছর যেন কেটে গেল?
অসীমা পোদ্দার, সিপিএমরই কর্মী পুলিশি হাজতে নির্যাতিত হয়েছিলেন, সিপিএমের প্রতিশ্রুতি ছিল, পুলিশের শাস্তি হবে, আজ অবধি হয়নি। রুনু গুহ নিয়োগী প্রোমোশন পেয়েছিলেন জ্যোতি বসু জামানায়। লেফট ফ্রন্টের শাসনকালে ২৬টা জুডিসিয়াল এনকোয়ারি কমিশন গঠন হয়। ২০০০ সাল অবধি ২০টি রিপোর্ট জমা পড়ে। একটি কেসেও সরকার কোনোরকম পদক্ষেপ নেন নি এই রিপোর্টের রেকমেডেশন অনুযায়ী। লক-আপে ইদ্রিস মিয়া মারা যাওয়া নিয়ে পাঁচ বছর বাদে সাতজন পুলিশকে অভিযুক্ত করা হয়, আজ অবধি কেউ শাস্তি পায়নি। শুধু অফিসার-ইন-চার্জ কে সাস্পেন্ড করা ছাড়া। দার্জিলিংএ ১৯৮১তে পুলিশের গুলিতে যে ছাত্রটি মারা যায়, তার চার বছর পরে রিপোর্ট সাবমিট করা হয়, আজ অবধি কেউ শাস্তি পায়নি। এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে।
h | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫৫ | 61.95.144.10
তোমরা নেহাত ই ব্যক্তিগত গাল দিলে মেলে দিয়ো প্লিজ, কাউকে একটা মেল কোরো, আমি তার কাছে মেল পেয়ে যাব ঃ-) আর পাব্লিকলি পামর বা নরাধম এর বেশি কিছু বোলো না ;-) একটা ভদ্রতা সভ্যতার ব্যাপার আছে, সব সময় খেয়াল রাখবে ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন