এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ১১:৪৮ | 203.91.207.30
  • ইয়ে র-দা আমাকে বললে?
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ১১:৪৭ | 203.91.207.30
  • ওদিকে আবার ডিফ্ল্যাশন এসে গেল। কি গেরো রে বাবা, এদ্দিন ইনফ্ল্যাশন এবার নেগেটিভ ইনফ্লেশন, খালি ফ্যাশন চেঞ্জ।
  • r | ২০ মার্চ ২০০৯ ১১:৪৭ | 125.18.104.1
  • আমার নেক্সট পোবোন্ধো পড়ে নিস। "বাঙালী জাতি গাঁই গোত্রের ইতিহাসে পার্টির ভূমিকা"। ধর্ম হিন্দু, জাত ব্রাহ্মণ, গোত্র শান্ডিল্য, পার্টি সি পি এম। বা, ধর্ম নাস্তিক, জাত কমিউনিস্ট, গোত্র শিবদাস ঘোষ, পার্টি সুসি। ;-))
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ১১:৪৩ | 203.91.207.30
  • জয় শ্রী রাম।
  • baps | ২০ মার্চ ২০০৯ ১১:৪২ | 203.199.41.181
  • আজ শুক্কুর বারে এ সব তঙ্কÄকতা কেন?
    আজ রাম সেবনের দিন, ভুলে যাবেন না যেন!
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১১:৪২ | 61.95.144.123
  • আমার বউয়ের কাল আপিস থাকলে আমার যাওয়া হবে নাঃ-(
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ১১:৪১ | 203.91.207.30
  • হ্যাঁ রে স্যান, আমারো একটা কোচ্ছেন ছিল। আমি পার্টি সাপোর্টের বাইরে কথাটা জিগাচ্ছি। পচ্চিমবঙ্গে কেউ খুন হলে 'শাসকদলের অত্যচার' আর বিরোধীদল মারলে 'বৈপ্লবিক আন্দোলন' এটার একটা প্রচলিত ধারণা আছে। এটা কি শুধুই এই প্রজন্মের মানুষ অন্য কোনো রুলিং পার্টি দেখেনি বলে মনে করে ছিপিয়েম বা বামপন্থা হলো মানুষ মারার কল। বিরোধীরা একটা NGO টাইপ ভাব দেখায় বলে কি এমনটাই ধারণা সবার যে আসল রাজনৈতিক দল তেমনটাই হওয়া উচিৎ । পচ্চিমবঙ্গের ( সবাইকে মীন করছি না) মানুষজন ছিপিয়েম আর টিএমসি - র বাইরে কিসু দেখেনি বলে কি?

    কে জানে অবোধ বালকের ন্যায় করা এই শিশুসুলভ প্রশ্নে সবাই হাসবে কিনা। তবে এই কোচ্ছেন খানা বহুদিন পেটে ঠ্যালা মারছিল।
  • Blank | ২০ মার্চ ২০০৯ ১১:৪০ | 203.99.212.224
  • ও অজ্জিত দা, হানু দা, র দা
  • r | ২০ মার্চ ২০০৯ ১১:৩৭ | 125.18.104.1
  • ন্যাড়াস্যার, পোস্ট-নব্বই মনোজের কোন নাটকের কথা ভাবছেন? আমার একটাও মনে পড়ছে না। ;-)

    ইন ফ্যাক্ট, মেঘনাদ আর মনোজকে কোনোভাবে পাশাপাশি বসাতে আমার আপত্তি আছে।
  • r | ২০ মার্চ ২০০৯ ১১:৩৫ | 125.18.104.1
  • আমারও হেব্বি বক্তব্য পেয়েছে। ;-)

    শিবুদার সাথে সি পি এম নিয়ে একদম একমত। আমিও সোশ্যাল ডেমোক্র্যাট, সি পি এম-ও সোশ্যাল ডেমোক্র্যাট। আমি স্বীকার করি, সি পি এম স্বীকার করে না। সুযোগসুবিধা মত একবার সোশ্যাল ডেমোক্র্যাট হয়ে যায়, আবার কখনও কম্যুনিস্ট। তার উপর ইনক্রেডিবলি অপদার্থ ও অক্ষম।

    ন্যাড়াস্যারের সাথে সুমন নিয়ে একমত। গত কয়েক দশকে গানের ব্যাপারে এইরকম ব্রিলিয়ান্ট লোক আর আসে নি। বাকিটা নিয়ে কথা বলা ফালতু সময় নষ্ট।

    বঙ্গীয় সুশীল সমাজ? হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা। রিসেশনের বাজার বলেই এত সময় খরচ করতে হবে? ঃ-)))))
  • Blank | ২০ মার্চ ২০০৯ ১১:৩৩ | 203.99.212.224
  • কালকের টা ফাইনাল তো? তাহলে ওদিকেই টুক করে হস্ত শিল্প মেলাটাও ঘুরে আসবো। যদি ছবি টবি তোলা যায়
  • Blank | ২০ মার্চ ২০০৯ ১১:৩৩ | 203.99.212.224
  • অনেক দিন পর আজ এট্টু হাল্কা
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১১:৩০ | 61.95.144.123
  • ওয়্যারহাউজিং-এ লোডিং ইম্পর্ট্যান্ট। স্পেশ্যালি লোড করার সময় যদি তোমার সিস্টেমে query না মারা যায়। ভার্টিকা একটা টুপল মুভার কনসেপ্ট এনেছে - তোমার মেন রিড-অনলি সেকশনে লোড হচ্ছে না - একটা রিড-রাইট সেকশনে লোড হয়, আর টুপল-মুভারটা সেখান থেকে রিড-অনলি-তে মুভ করে। আজ দশ লাখ দিয়ে দেখবো। একই মাল ওর‌্যাকলেও তুলে দেখতে হবে তাইলে - তবে অ্যাজ পার অল অ্যাভেইলেবল ইনফো - অ্যাটলিস্ট দশগুণ বেনেফিট পাবার কথা।
  • quark | ২০ মার্চ ২০০৯ ১১:১৭ | 202.141.148.99
  • কিন্তু সচিনকে ক্রিকেটের ভগবান বলতে আমার কোনদিনই আপত্তি ছিল না, এখনও নাই।
  • h | ২০ মার্চ ২০০৯ ১১:১৬ | 203.99.212.224
  • লোডারে ডিরেকট পাথ লোডিং ইত্যাদি করলে তাড়াতাড়ি হবে। বিশ সেকেন্ড অনেক বেশি করে বলেছি।

    ল্যাদোশ দা যেটা বল্লেন, সেটা একেবারেই ঠিক। ডেটা লোডিং টা কোনো ব্যাপার নয়, লাখে, ওরাকল এ। বাইনারি অবজেকট হলেও, আরো তিন রকমের মেথড আছে, যাই দিয়ে হু হু করে ডেটা লোড হবে।

    ওরাকল, ভি এল ডি বি না হলে, বিশ টেরাবাইটের বেশি হলে অন্য কোয়ারি তে ছড়াবে, স্পেশালি যদি কোয়ারি গুলো, রিপোর্টিং টুলের লেখা হয়। আমার ৪৭ টেরাবাইটের ডিবি তে হাতে করে অনেক কিসু করতে হয়েছিল।

    সেক্ষেত্রে অন্য যা খুশি ব্যবহার কর।
  • san | ২০ মার্চ ২০০৯ ১১:১৫ | 12.144.134.2
  • আচ্ছা তাহলে আমি তোমার কথা ঠিক বুঝিনি। খুনকে বিপ্লব বা গণআন্দোলন বলতে (আমার) সবসময় আপত্তি আছে।ফের একমত। যাঃ।
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১১:০৯ | 61.95.144.123
  • আমি ভার্টিকার সাথে কমপেয়ার করছি - এক লাখ রেকর্ড উঠেছে ৩ সেকেণ্ডের কমে। উইদাউট অপ্টিমাল ডিজাইন।

    স্যানকে - বেশি নিন্দনীয় কিনা সেই কথা তো বলিনি। দুদল লোক খুনোখুনি করছে - দুপক্ষর অর্থনৈতিক/সামাজিক অবস্থার কোনো তফাত নাই - এখানে আমি যা দেখেছি তার বাংলা মানে দাঁড়ায় এক পক্ষ মারলে জঘইন্য, অন্য পক্ষ মারলে বিপ্লব/গণআন্দোলন/জনজাগরণ। তো সেটা ঠিক নয় বলেই মনে হয়েছে।
  • lcm | ২০ মার্চ ২০০৯ ১১:০১ | 69.236.175.23
  • h ঠিক বলেছ। শুধু কি ধরনের ডেটা, যদি তোমার টেবিলে দু একটা ব্লব বা ক্লব কলাম থাকে, বা, varray (oo table)... এই সব থাকে তাহলে কিন্তু অনেক সময় পারফর্ম্যান্সে ইমপ্যাক্ট পড়ে।
  • h | ২০ মার্চ ২০০৯ ১০:৫৬ | 203.99.212.224
  • কাল সাড়ে সাত লাখ ডেটা লোডার দিয়ে তুল্লাম, আড়াই মিনিটে, কোনো টিউনিং না করে।
  • h | ২০ মার্চ ২০০৯ ১০:৫৫ | 203.99.212.224
  • আমি ৩৫০ মিলিয়ন ডেটা ধরো, অন্য ওরাকল সিস্টেম থেকে, এনে, প্রসেসিং করে, এই মিনিট পনেরো তে রেগুলার তুলেছি।
  • sibu | ২০ মার্চ ২০০৯ ১০:৫৩ | 71.106.244.161
  • আসলে ভাল খুন আর খারাপ খুনের মধ্যে তফাৎ কে খুন করল তাই দিয়ে করা যায় না। কে হল তাই দিয়ে করা যায়। যেমন হিটলার খুন হলে সেটা ভাল খুন। কিন্তু আরেন্টি খুন হলে সেটা খারাপ খুন।
  • h | ২০ মার্চ ২০০৯ ১০:৫৩ | 203.99.212.224
  • আই অ্যাম শিওর, এই পোস্নো অরিজিত করলে স্যান বলতো অরিজিত ভায়োলেন্সের পক্ষে কথা বলছে ;-)
  • h | ২০ মার্চ ২০০৯ ১০:৫১ | 203.99.212.224
  • অরিজিত, আমি ই তো ওরাকলের লোক। তুমি কি জান না? কোচ্চেন কখন করলে।

    এক লাখ রেকর্ড , কি ভাবে, ডেটা তুলছো আর কোত্থেকে তুলছো আর কোথায় যাচ্ছে, তার উপর ডিপেন্ড করছে। অন্তত চার রকম মেন মেথড।

    পাতি এস কু এল লিখলে সময় লাখবে, অন্য রিডু বা আন ডু সাইজিং কেমন করেছো, ব্লক সাইজ কি করেছো তার উপরে ডিপেন্ড করবে।

    বাল্কে জদি কাজ করো, এটারি ট্রানসাকশন ম্যানেজমেন্ট টা বেটার, তাড়া তাড়ি হবে।

    সিকুএল লোডার বা বা যে কোনো ই টি এল টুল দিয়ে করলে সবচেয় ফাস্ট হবে।

    প্রথম মেথড ছাড়া কোনোটারি ২০ সেকেন্ডের বেশি লাগার কথা নয়, তাও বেশি করে বল্লাম।

    এ আই এক্স প্লাট ফর্ম হলে , এক্টু চাপ হলেও হতে পারে, সেক্ষেত্রে এক্সটার্নাঅল টেবিল দিয়ে কল্লে বা পার্টিশন এক্সচেন্‌জ করে তুল্লে তাড়া তাড়ি হবে।
  • san | ২০ মার্চ ২০০৯ ১০:৪৯ | 123.201.53.133
  • মানে সেকন্ড লাইনটা প্রথমটার সঙ্গে যুক্ত নয়। আমার বেসিক কৌতুহল। বলে দিলাম কেননা দিনকাল ভাল নয় ঃ-)
  • san | ২০ মার্চ ২০০৯ ১০:৪৫ | 123.201.53.133
  • রুলিং পার্টির দ্বারা খুনোখুনিকে খামোখা অন্য পার্টির খুনোখুনির সঙ্গে এক করে দেখতেই বা যাব কেন ??? গ্লোরিফাই করার প্রশ্নই আসেনা কিন্তু কে বেশি নিন্দনীয়, কার হাতে প্রশাসন ?

    অরিজিত কি মনে কর, নকশালেরা খুন করলেও খুন আর হিটলার করলেও খুন? একই? ;-)
  • sibu | ২০ মার্চ ২০০৯ ১০:৪৪ | 71.106.244.161
  • অ্যাঁ। অতবড় মানুষ হাত তুললেন, দেখলুম না তো। না ল্যাদোষ, তুমি রিগিং কোচ্চো মনে হয়।
  • lcm | ২০ মার্চ ২০০৯ ১০:৪২ | 69.236.175.23
  • হে হে। না, সেন মশাই হলেন গুরু-র সুশীল। গুরুশীল।
  • sibu | ২০ মার্চ ২০০৯ ১০:৩৭ | 71.106.244.161
  • না ল্যাদোষ, ওরকম কথা শুনবনা। সেনমশাই কি উপার্জিত সুসীল না সাম্মানিক সুসীল, সেটি বলতে হবে।
  • lcm | ২০ মার্চ ২০০৯ ১০:৩৬ | 69.236.175.23
  • মৃণাল সেন প্রকৃত সুশীল। নন্দীগ্রামের পুলিশের গুলি চালনার প্রতিবাদের মিছিলে হেঁটেছেন, এবং, নন্দীগ্রামের গৃহহীন সিপিএম সমর্থকদের ঘরে ফিরে যাবার আবেদনের সভাতেও গেছেন। কিছু লোক ওনাকে খিল্লি করবার চেষ্টা করেছেন, দু নৌকো ইত্যাদি... উনি তাতে পাত্তা দেন নি।
  • dipu | ২০ মার্চ ২০০৯ ১০:৩৫ | 207.179.11.216
  • বেশ কজন সুসিল হাত তুললে আমি ভাবছি মোমবাতি বেচব, অল্প ডিসকাউন্ট দিয়ে ঃ))
  • sibu | ২০ মার্চ ২০০৯ ১০:৩৩ | 71.106.244.161
  • এই সমস্যা! তাহলে তিনজনে রোলকল করে কলারদের মেজরিটি ভোটে সুসীল চেন। তাও না হলে নেট থেকে বাইজ্যানটাইন জেনারেল প্রব্লেম পড়ে নাও ঃ))।
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১০:৩২ | 61.95.144.123
  • বাই দ্য ওয়ে - ওর‌্যাকলের লোড টাইম নিয়ে একটা কোশ্চেন করলুম যে কাল - ধরো এক লাখ রেকর্ড, অ্যাভারেজ সাইজ ১ কেবি - ওর‌্যাকলে লোড হতে কতক্ষণ লাগে? কেউ ওর‌্যাকল ইউজ করেছ?
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১০:৩১ | 61.95.144.123
  • তবে আজকে বেশি তক্কো করবো না - কেমন একটা পেটে ব্যথা হচ্ছে সকাল থেকেঃ-(
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ১০:৩০ | 216.52.215.232
  • ছোটবেলায় খেলতে গিয়ে দল বানানোর সময় আগে হেড-কাউন্ট করতে হত। আর ৯০% কেসে যে গুনছে সে নিজেকে গুনতে ভুলে যেত। পেরেনিয়াল বাগ।

    এখানে রোলকল কত্তে গিয়েও সেই বাগটা ফিরে আসবে কিনা ভাবছি। ঃ)
  • lcm | ২০ মার্চ ২০০৯ ১০:৩০ | 69.236.175.23
  • তেন্ডুলকর ১৬০ ...
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১০:৩০ | 61.95.144.123
  • হ্যাঁ হয়েছে। কবে কখন কোন সময় সেটা খুবই অবভিয়াস। তবে তাই নিয়ে ন্যাড়াদা এবং অনেক আগে ইশান একটা যুক্তি দিয়েছে - যে কেন সিপিএম পেটালে বেশি চেল্লাচিল্লি হয়। সে যুক্তি থাকলেও, এটা একচোখোমি - দিস ফ্যাক্ট রিমেইনস।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ১০:২৭ | 216.52.215.232
  • না, অরিজিত, খুচরো রাজনৈতিক খুনোখুনিকে কেউ গ্লোরিফাই করেছে বলে আমার চোখে পড়েনি। আমার একচোখোমি হতে পারে।
  • sibu | ২০ মার্চ ২০০৯ ১০:২৪ | 71.106.244.161
  • আব্বে অপ্পন, তোকে বললুম না - সুসীল, সুসীল ডেকে রোল কল করে নে। যে বা যাহারা হাত তুলবে, তারা সুসীল।
  • sibu | ২০ মার্চ ২০০৯ ১০:১৭ | 71.106.244.161
  • ঈশেন পোশ্নো করেছে সুনীল সুসীল কিনা। সুসীল দু'ভাবে হওয়া যায়। এক হল নিজেকে নিজে সুসীল উপাধি দেওয়া। একে বলে উপার্জিত সুসীল। আর এক হল আবাপ যাকে সুসীল বলে। সে হল সাম্মানিক সুসীল। আবাপ সুনীলকে কি সুসীল বলে? জানা নেই। সুনীল কি সুনীলকে সুসীল বলে? তাও জানা নেই।

    পরীক্ষায় ফেল কল্লুম।
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • আমার পোস্টের মধ্যেই উত্তর রয়েছে;-)
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
  • বোধির Date :19 Mar 2009 -- 11:50 PM পোস্টের লাস্ট লাইনটা হল কী-লাইন।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ১০:১৪ | 216.52.215.232
  • কিন্তু কাল থেকে পরস্পরবিরোধী উত্তর পেয়ে আসছি। গুরুর পাতায় সুসিল মস্তিস্ক বা সো কলড সুসিলেরা আছেন কিনা সেটা এখনো বুঝলাম না।

    মানে উত্তরটা তেমন দরকারি নয়, কিন্তু নিজের নিজের অবস্থানের ডেফিনিশনটা জেনে রাখা ভাল।
  • Arijit | ২০ মার্চ ২০০৯ ১০:০৭ | 61.95.144.123
  • পুরোটা পড়ার এন্থু হল না - এই তর্ক আগেও অনেকবার হয়েছে। মোদ্দা কথা আমি যেটা দেখেছি সেটা হল অধিকাংশ, রিপিট - অধিকাংশ লোকের মধ্যে একচোখামি কাজ করে। সিপিএম খুন করলেও খুন, তৃণমূল করলেও তাই এবং নকশালরা করলেও তাই এটা ভুলে একটা সেকশন তাঁদের পছন্দেরটাকে গ্লোরিফাই করেন। এ জিনিস গুরু-তে বহু বহুবার হয়েছে (তার কারণ গুরু-র একটা ক্যারেক্টার আছে)। সো-কলড সুশীলেরাও এটাই করে থাকেন। এবং সেটা ডিসগাস্টিং। বোল্ড আণ্ডারলাইন। অ্যাণ্ড পিরিয়ড।
  • Binary | ২০ মার্চ ২০০৯ ১০:০৩ | 70.64.8.206
  • অক্ষ,
    সুমনের গান নিয়ে কোনো বক্তব্য নেই আমি আগেই বলেছি, ১৯৯২-৯৮ সুমনের আমিও ফ্যান, অসম্ভব ফ্যান, যদিও শেষ ৫/৬ বছরে যা গান বেঁধেছে সেগুলো বালের বল্লে বেশী বলা হয়। প্রশ্ন ছিলো ইন্টিগ্রিটি নিয়ে, সেটা আগেই গেছে, মমতা ত্‌নমুল হওয়ার আগেই, এখন সেটা আরো বেশী মনে হচ্ছে।
  • san | ২০ মার্চ ২০০৯ ১০:০৩ | 123.201.53.133
  • সুমন আদতে একটি বালির বস্তা। আমরা সকলেই আদর্শ আর জীবন আলাদা রেখে আনন্দে বাঁচি, এ ব্যাটা একাই আমাদের হয়ে সব আদর্শ নিয়ে বাঁচবে ভেবেছিলাম, সেই শেষে আমাদের মতন হয়ে গেল !
  • m | ২০ মার্চ ২০০৯ ০৯:৫৪ | 12.217.30.133
  • ঠিক ই তো, সব ই পার্ট অফ দ্য শো। তবে নিজের শিল্প আর শিল্পীকে এক করে দেখানোর একটা অসম্ভব তাগিদ ওর মধ্যে প্রবল ছিলো- এখন সেটাকে তুমি অন্যদের দেখার সীমাবদ্ধতা বল্লে আমি মানতে পারছি না।
  • dipu | ২০ মার্চ ২০০৯ ০৯:৫৩ | 207.179.11.216
  • ঃ))

    তবে এই সুসিল বিতক্কে হ দার ঘুম কম হচ্ছে। রাত পৌনে বারটায় পোস্ট, আবার সকাল সাড়ে ছটায় পোস্ট।
  • h | ২০ মার্চ ২০০৯ ০৯:৫০ | 203.99.212.224
  • সুমন কে নিয়ে এত আলোচনা হচ্ছে, তার কারণ পলিসির দিক থেকে সিপিআইএম আর টি এম সির মইদ্যে আলোচনা করার কিসু নাই।

    এবার কেউ হয়তো বলবে, লোকটার এত টাক, আমার ভাল্লাগে না। বা বলবে, লোকটা কি ফসসা আমি ভোট দেবই দেব। আইডেন্টিটি পলিটিক্স এর থেকেও খারাপ সেলিব্রিটি কালচার।

    তবে ইশানের হতাশার আমি সঙ্গী হলাম। মাইরী বিটুইন, শ্যামলদা, সিপিএম, মমতা এবং সুসীল সমাজ এদের একমাত্র মিলিত সাফল্য হল, আমার মত মহান বিশ্লেষক এর বাংলার পলিটিক্স এর বিষয়ে ইন্টারেস্ট বিলকুল উপে যাচ্ছে। এতে যে সমাজের কত বড় ক্ষতি হচ্ছে হায় আজ্জো তা বুঝলো না, বা বুঝেও মেল করল না।
  • san | ২০ মার্চ ২০০৯ ০৯:৫০ | 123.201.53.133
  • পশ্চিমবঙ্গের কোন হিন্দু কমিউনিস্ট নেতা ভোটে দাঁড়াবার আগে 'ধর্মাচরণ' বা রিচুয়াল মানার জন্য দুঃখু প্রকাশ করেছেন নাকি। না ব্যাখ্যা দিয়েছেন। সুমন 'এক্সট্রা' খারাপ কেন?
  • lcm | ২০ মার্চ ২০০৯ ০৯:৪৯ | 69.236.175.23
  • খচে গেলে বাঙালি বড় রেগে যায়। পলিটিক্যাল অ্যালাইনমেন্টে গন্ডগোল হলে তখন, সুনীল গাংগুলি-কে বলে 'ধামাধরা বুদ্ধজীবি', জয় গোস্বামী-কে বলে 'বালের কবি', সৌমিত্র চ্যাটার্জী-কে বলে "সাংস্কৃতিক চামচা', মহাশ্বেতাকে বলে "ফিল্মি রাইটার', সুমন চ্যাটার্জী হয়ে যায় "কুবীর কুমন'।
    এত রাগ ভালো নয়। ক্রোধে বিরোধ বাড়ে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত