এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪৮ | 203.99.212.224
  • নিউজ স্ট্যান্ড বলে গোটা পশ্চিমবঙ্গে কিসু হয় না। বাজারে বা বাস স্টপে বা রিকশ্যা স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে বা পার্টি অফিস গুলোতে গণশক্তি আর জাগো বাংলা লাগানো থাকে। দরমার বা টিনের বোর্ড করে ।

    জাগো বাংলা কিন্তু সিরিয়াসলি রেকমেন্ডেড রিডিং। ইয়ার্কি না।

    কেন পরিষ্কার করে বলছি। গত কয়েক বছর ধরে পর থেকে জাগো বাংলা যেটা করছে, সেটা হল স্বাধীনতা আর গণশক্তি পত্রিকার বা জেনেরালি বামপন্থী টার্মিনোলোজি ব্যবহার করছে। ধর জাগো বাংলার বিজ্ঞাপন হল, মেহনতী মানুষের প্রকৃত কাগজ ইত্যাদি। এটার দুটো কারণ হতে পারে, প্রথম হল, নকশাল বন্ধুরা পত্রিকা টা লিখে দিচ্ছেন আর একটা হতে পারে, সেটা হল মেহনতি মানুষের জন্য কথা বলার লেজিটিমেসী পেতে গেলে এখনো বামপন্থী কয়েনেজ ব্যবহার করতে হয়। এইটা একটা ইম্পর্ট্যান্ট দিক। ধরো আবাপর তৈরী কোন একটা টার্ম, সুশীল সমাজ, এই টার্মটা মেহনতী মানুষ টার্মটার কনোটেশনের পক্ষে ব্যবহার করা বা একই বাক্যেও ব্যবহার করা মুশকিল। কারণটা সিম্পল, ইনইকুআলিটির ব্যাপক বাস্তব। এইবার ভেবে দেখো জাগো বাংলা কত ইন্টারেস্টিং। শব্দার্থের এটিকেটে এই যে একটা বিপ্লবী পরিবর্তন হচ্ছে, এটার খোঁজ রাখতে হবে না?

    ;-)
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪৭ | 61.95.144.123
  • স্ক্রীন রীডার আছে তো। তাকে বল্লেই সে গম্ভীর গলায় গুরু পড়ে শোনাবে। বরং বলো সেটাকে এমনভাবে ইমপ্রুভ করতে যাতে যে লিখেছে তার গলায় পড়ে শোনাবে...

    কাল শুনলাম প্লাস্টিকের টিপিন কৌটো ব্যাভার করলে কি সব হার্ট প্রবলেম হয়। তাও আবার ৭ নং প্লাস্টিক। প্লাস্টিকের যে নম্বর হয় তাই বা কে জানতো।
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪৭ | 70.64.8.206
  • এখন আর দুচাদ্দিন, 'বামফ্রন্টকে হারানো ....'-তে মন্তব্য রাখবেন না, তারপর সম্পূর্ন অন্য প্রসঙ্গ টেনে , ইত্যাদি ইত্যাদি।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪৭ | 71.106.244.161
  • বাজার সমর্থক আবার কি? অ্যান্টি বামপন্থীরা এক এক সময় এক এক ভেক ধরেন, যখন যেটা ফ্যাশন। মার্কেট ফান্ডামেন্টালিজম ঝাড় খেয়েছে, দক্ষিণপন্থীরা নতুন কিছু বুলি এখনো ঠিকমত বানাতে পারে নি। কাজেই মার্কেটের আধো আধো বুলি এখুনো কিছুদিন চলবে।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪৪ | 75.3.201.245
  • স্টোয়িকের দেওয়া লিংকটা খুব ইন্টারেস্টিং। আসলে কম্পিউটার ব্যাবহারে ইউজার ইন্টারফেসটা খুবই নেগলেক্টেড এবং অনেক উন্নতি পসিব্‌ল। যদিও পুরো আইডিয়াটা কতটা আমজনতা অব্দি পৌঁছবে আমার একটু ডাউট আছে। এটা পপুলার হওয়ার প্রিকন্ডিশান হল সস্তায় মোবাইল ইন্টারনেট। কিন্তু সেটা হওয়ার কোন লক্ষণ দেখছিনা আপাতত।

    তবে আরো পাতি লেভেলেও ইন্টারনেটে ইউ আই ইম্প্রুভ করার স্কোপ আছে। যেমন, এই রাতের বেলা চোখ জ্বেলে গুরু পড়তে হয়। সেটা না করে যদি এমন হত, আমি নিজের মত কাজ করতাম, আর কম্পিউটার নিজেই আমায় গুরু পড়ে শোনাত, তাহলে ভালো হত। কম্পিউটারের সাথে টিভির তফাত হল কম্পিউটার সামনের দিকে ঝুঁকে দেখতে হয়, আর টিভি পেছনে এলিয়ে দেখা যায়।
  • Ri | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪৩ | 203.145.145.33
  • ওটা আরেক রত্ন - সোনালী গুহ। দিদির মঞ্চে দুদিন থেকে শরীর খারাপ বলে অ্যাবসেন্ট , তাপ্পর পুরীতে ওড়িশি শাড়ি কিনতে দেখা গিয়েছিলো তখন ই স্টারানন্দ ছবি তুলে ফেলে ঃ-)
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪১ | 61.95.144.123
  • কাকলি না - সেটা মনে হয় সোনালী।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪১ | 61.95.144.123
  • আরে শ্যামল নিজের দেওয়া স্ট্যাট নিয়ে শোরগোল করেন - কিন্তু ওঁকে করা কোশ্চেনের উত্তর দেন না। অনেক টইয়ে বহু ক্রিটিক্যাল কোশ্চেন করা হয়েছে - রিটেল নিয়ে, মার্কেট নিয়ে - উনি ওঁর ওই এক বাজার গরুর রচনা ছাড়া কিছু মুখস্থ করেননি, তাই একটু সরে এলেই ব্যাস্‌।

    তবে হাস্যকর হল ওঁর তৃণমূলকে সমর্থন - উনি নাকি উন্নয়ন/শিল্পায়ন সমর্থক!!!
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ০৯:৪১ | 70.64.8.206
  • আচ্ছা, মমতার অনশনের সময়, কাকলি প্রথম দুদিন মঞ্চ আলো, করে, পরে দীঘায় হাওয়া খেতে গেছিলেন না ?
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৯ | 61.95.144.123
  • ওয়েব এডিশন পড়ি। কিন্তু সে তো আপডেট হয় না। আমাদের ওদিকে নিউজস্ট্যাণ্ডে লাগায় না - দেখিনি।
  • h | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৬ | 203.99.212.224
  • একি অরিজিত জাগো বাংলা রেগুলার পড় না? আমি তো অন্ততঃ হপ্তায় একদিন , কখনো কখনো দুদিন পড়ি। বিরোধী দের খবর না রাখলে কি করে হবে। তবে কি পড়লে এখানে বোলো না। মেল করে বোলো কিন্তু।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৪ | 61.95.144.123
  • ধুর জাগো বাংলা ওয়েবে তো মাসে, বড়জোর দুই হপ্তায় একবার আপডেট হয়। সাতাশে ফেব্রুয়ারীর পর আর আপডেট চোখে পড়েনি। আর ওই তারিখেও শুধু মমতাময়ীর সম্পাদকীয় আছে, আর কিসুই নাই।
  • h | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৪ | 203.99.212.224
  • কিন্তু সেতো আমাকেও অনেকে ন্যাকা বলে। তাতে আর নতুন কি? তো কে দুজন আর জিজ্ঞেস করলাম না, এটিকেটের কথা ভেবে, হতে পারে প্রাইভেট ডোমেন।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৪ | 122.252.231.12
  • কিন্তু ভাটে লিখে লাভ কী? উনি তো টই ছাড়া কিছুতে উত্তর দ্যান না!
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৩ | 122.252.231.12
  • শ্যামল কোথায় খবর পেলেন কাকলিকে পিটিয়ে অচৈতন্য করে দেওয়া হয়েছে? কাল তো সবাই মিলে ধাক্কাধাক্কি করল, তাতে ওই তারানন্দের সভা ভন্ডুল হয়ে গেল। উনি তো দিব্যি সুস্থ, সতেজ ও মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাক ছিলেন। ঃ-)
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩২ | 70.64.8.206
  • অজ্জিত, এটা শ্যামলবাবুর জন্য, নির্বাচন টইতে লাগাও, আনন্দ পাবেন। উনিতো ভাটে বিশেষ আসেন না।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩২ | 75.3.201.245
  • রামকুমার মারা গেলেন?
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩০ | 71.106.244.161
  • হুম্‌ম্‌ম্‌ম। জাগো বাংলা কি বলছে?
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:২৯ | 61.95.144.123
  • সরি - থার্ড বটম। টপ স্কোর ইউপি, তাপ্পর তামিলনাড়ু ইত্যাদি।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:২৮ | 61.95.144.123
  • ভুতুড়ে ভোটারের তালিকায় পঃবঃ এক্কেরে তলার থেকে দ্বিতীয় - 1.56%;-)
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ০৯:২৩ | 71.106.244.161
  • ম্যাকে আবাপ পরতে পারি না। সামারি প্লীজ।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ০৯:১৫ | 71.106.244.161
  • কার ওয়ালিং?
  • Du | ১৯ মার্চ ২০০৯ ০৯:০৬ | 72.64.99.180
  • রামকুমার চট্টোপাধ্যায়ের জীবনাবসানও ওয়ালিং এর চেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে উঠতে পারেনি হায় -
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ০৯:০০ | 71.106.244.161
  • অজ্জিতের আড্ডা ম্যানিফেস্টো কি করে খুঁজে পাব?
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০৮:৩০ | 24.42.203.194
  • সমর্থন সমর্থন।
  • d | ১৯ মার্চ ২০০৯ ০৮:২৩ | 117.195.37.27
  • আর অজ্জিতের কালকের আড্ডার এটিকেট নিয়ে বক্তব্যে দুহাতে টেবিল চাপড়ে সমর্থন।
  • d | ১৯ মার্চ ২০০৯ ০৮:২২ | 117.195.37.27
  • ঈশান কি আজকাল ২৪ ঘন্টাইও সোসিত হচ্ছে নাকি? টিকি দেখছি না যে!
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০৮:১৫ | 24.42.203.194
  • আমরা সবাই সিসু(নাকি বিসু, কি কঠিন) আমাদেরই শিশুর রাজত্বে।

    না পালিয়ে যুঝতে গেলে প্রচূর দম লাগে। আমি ঠিক দুইজনকে চিনি এখনো লড়ছে। তোমরা আবার তাদের ন্যাকা বলো।
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ০৮:০৮ | 121.243.161.234
  • কিন্তু পিঠে টোকা মারছিল কেন? ঃ))
  • h | ১৯ মার্চ ২০০৯ ০৮:০৪ | 61.95.144.10
  • পালিয়েই তো আছি। এইখানে থেকেও, আমাদের জীবনের সংগে, কনসার্নের সংগে, মানুষের জীবনের কোনো সম্পর্ক নাই। এর থেকে বিদেশে থাকা বেটার। অন্তত মদটা আর লাইব্রেরী গুলো বেটার ঃ-) আর দেশ উচ্ছন্নে গেলে অন্ততঃ নিজের দেশ উচ্ছন্নে যাওয়ার কষ্ট নাই, অন্ততঃ প্রথম জেনেরাশনে ঃ-)))
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০৭:৫৯ | 24.42.203.194
  • আসুন পালাই কিছু করে দেখাই। ঃ)
  • h | ১৯ মার্চ ২০০৯ ০৭:৫৪ | 61.95.144.10
  • ভোট উপলক্ষে অসংখ্য খুন শুরু হয়ে গেছে। আরো হবে। তার পরে আবার একটা স্ট্যাটিস্টিকাল কম্পিটিশন শুরু হবে। সবাই বলবে আমরা বেশি ভিক্টিম, বলেই পুনরায় আবার খুন করবে। এটা যদি ট্রেন্ড হয়, এইবার খুব ব্লাডি জেনেরাল ইলেকশন হবে।

    কাল চারজন সিপিএমের লোকাল নেতাকে খুন করা হয়েছে। তো হিলারিয়াস হল, আজ টেলিগ্রাফের হেড লাইনে আছে রবীন দেবের ওয়ালিং সম্পর্কে। আর সাত নম্বর পাতায় কোয়ার্টার কলামে আছে, সিপিএম এর লোকের খুনের খবর। তবে বোল্ডে দিয়েছে, যাতে লোকে নিন্দে না করে। মানে লোকাল নিউজ এর মেন পাতাতেও নেই।

    মোটামুটি কাগজের নাম দেখে কে কোন খবর কোন পাতায় দেবে বলে দেওয়া যায়, যদি ধরে নেওয়া হয়, সকলে সব ছাপবে। তার পরে আবার কে কি ছাপবেনা দাও বলে দেওয়া যায়।

    এই তো বালের সিভিল সোসাইটি। যে খানে মিডিয়া এইরকম পোলিটিকালি মোটিভেটেড, সেখানে বেসিকালি অবজেক্টিভিটির মৃত্যু হবে না তো কোথায় হবে।

    ঘেন্না ধরে গেল।
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০৭:২১ | 24.42.203.194
  • বত্তিবিল - কল্যাণী রোডের ধারে। বহুবার চেষ্টা করেছি কিন্তু যাওয়া হয় নি। শুনেছি সেখানে নাকি অনেক সাপ ছিল। এখন কি আর বিলটা আছে? কে জানে? কল্যাণী রোডের দুইধারে যা ফ্ল্যাটবাড়ি উঠেছে হয়ত বত্তিবিলটাই আর নেই।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ০৫:৪০ | 128.48.7.222
  • আমার লিস্টে ফরিদপুর জেলা (মাদারিপুর সাবডিভিশন) আছে।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ০৫:৩৬ | 128.48.7.222
  • যদি এই ডিল থ্রু হয়ে যায়, তহলে সার্ভার মার্কেটে IBM ডোমিনেট করবে।
    গ্লোবাল সার্ভার মার্কেটে ২০০৮-এ ঃ
    IBM ৩২%
    HP ৩০%
    SUN ১০%

    SUN টিপিক্যালি R&D-তে অনেকটা খরচা করে, গত বছর 1.8 বিলিয়ন (টোটাল সেল-এর ১৩%) খরচ করেছে, যেখানে IBM ৬% আর HP ৩% খরচ করেছে R&D-তে।
  • pi | ১৯ মার্চ ২০০৯ ০৫:৩২ | 128.231.22.89
  • ট্রান্স সাইবেরিয়ান রেল যাত্রা।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ০৪:০৭ | 128.48.7.222
  • রিসেশন + সোসন = রিসোসন
  • a x | ১৯ মার্চ ২০০৯ ০৩:৪৪ | 99.152.72.73
  • পামিতে বুড়ো হয়ে গেছে।
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ০৩:৩৩ | 198.169.6.69
  • ১০০ টাকার পিস্তল দিয়ে (গাদা বন্দুক), ওপাড়ার ত্‌নমুলের খোকন আর এপাড়ার সিপিএমের বাপির লাশ ফেলা যাবে, একসাথে মিনিটে চল্লিশতা দানা ঝাড়া যাবে না, তাই বাইরে থেকে আমদানি।
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ০৩:৩০ | 198.169.6.69
  • আমার লিস্টি-তে আন্টার্টিকা ছিলো, তো সে হওয়া কঠিন। তাই, এবারে নুনাভট, নর্থ কোস্টাল কানাডা দেখবো, গরমকালে।
  • Paramita | ১৯ মার্চ ২০০৯ ০৩:১৮ | 63.82.71.141
  • এইটা বহুবছর ধরে শুনছি। তবে এবারের সোর্সগুলো দেখে মনে হচ্ছে টেবিলে অনেকদিন ধরেই কার্ড ফেলা ছিল, সত্যি হলেও হতে পারে।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ০৩:০৬ | 128.48.7.222
  • ibm সাড়ে ছয় বিলিয়ন ডলারে sun microsystems কিনে নেবে বলছে। sun-এর শেয়ার আজ প্রায় +৭৫%।
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০২:০৪ | 168.26.215.13
  • ভোটে এবার ঝাড়পিট হতেই পারে। বিশেষত হাড্ডাহাড্ডি লড়াই যেখানে। লোকের হাতে এতরকম মেশিন। মাঝে মাঝে ভাবি লস্কর ই তৈবার লোকগুলো এমন ক্যাবলা কেন। সাগর পেরিয়ে, নৌকা বেয়ে অস্ত্র এনেছে। ভারতে ১০০ টাকায় পিস্তল পাওয়া যায়। উইক ইনফরমেশন টেকনলজি।
  • Paramita | ১৯ মার্চ ২০০৯ ০২:০৩ | 63.82.71.141
  • আজকাল আমার লিস্টে রানাঘাট, ফুলিয়া, তাঁতকুড়া সেরেঙ্গেটি ফেরেঙ্গেটিকে রিপ্লেস করেছে।
  • M1 | ১৯ মার্চ ২০০৯ ০২:০০ | 59.93.195.175
  • আমার লিস্টিতে ঠিক ২ টো স্থান আছে।চাঁদের পাহাড় পড়ে শখ জেগেছিল আফ্রিকার জঙ্গল যাবার আর কেলস এইটের ভূগোল পড়ে ইচ্ছে হয়েছিল আন্টার্কটিকা যাবার
    দুটো ইচ্ছেই এখনো বর্তমান
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০১:৫৬ | 168.26.215.13
  • পিরামিড না দেখে মরে গেলে খুব দুঃখ্যু হবে। লিস্টির একটা অবশ্যই হয়েছে - নায়াগ্রা। ডুডুমার ডাক পড়ার পর থেকে ইচ্ছে।
  • a x | ১৯ মার্চ ২০০৯ ০১:৫১ | 99.152.72.73
  • সে বহুদিন আগের কথা। আমার একটা লিস্ট ছিল। তাতে একদম উপরে ছিল ইজিপ্ট। আর নাই। লিস্ট গুটোতে গুটোতে আঙ্কোরভটটা নেই নেই করেও আছে অবশ্য।
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ০১:৪৮ | 168.26.215.13
  • টেক্সাস যাবার কথা বছর দুয়েক ধরে। শিকাগো যাবার কথা বছর তিনেক ধরে। ইজিপ্ট যাবার কথা বছর সাতেক ধরে। ভেনিস যাবার কথা বছর দশেক ধরে। কিছুই হয়ে উঠল না। ব্যর্থ এ জীবন।

    তবে টেক্সাস একবার না গেলে বাড়ির চাকরীটা যাবে।
  • M1 | ১৯ মার্চ ২০০৯ ০১:৪২ | 59.93.195.175
  • আজ ই কেমন স্টার আনন্দের একটা অনুস্‌ঠান ডামাডোলে মাঝপথে বন্ধ হয়ে গেল।কি চূড়ান্ত বিশৃঙ্খলা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত